কালানুক্রমিক ঘটনাবলি
০১.১২.২০২০
♦ রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি অনুযায়ী, প্রায় তিন দশক আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা নাগার্নো-কারাবাখ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে আজারবাইজান।
♦ পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘ পরিদর্শকদের পরিদর্শন বন্ধ ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে একটি আইন পাস করে ইরানের পার্লামেন্টে।
০২.১২.২০২০
♦ ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের (দ্রুততম) মাইলফলক ছুঁয়েছেন ভারতের বিরাট কোহলি।
♦ আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ইতিহাসে ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ (৯১৫) রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করলেন ব্রিটিশ ক্রিকেটার ডেভিড ম্যালান।
♦ মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি BioNTech উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনকে বিশ্বের প্রথম দেশ হিসেবে সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য।
♦ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান দেশটিতে জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেন।
♦ আফগান সরকার ও তালেবানের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত।
♦ পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘ পরিদর্শকদের পরিদর্শন বন্ধ ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে পার্লামেন্টের পাস হওয়া আইন অনুমোদন করে ইরানের গার্ডিয়ান কাউন্সিল।
০৩.১২.২০২০
♦ ওয়ার্ল্ডমিটারসের তথ্য অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসের মৃত্যুবরণকারীর সংখ্যা ১৫ লাখের মাইলফলক অতিক্রম করে ১৫ লাখ ২ হাজার ৬৮০-তে পৌঁছেছে।
♦ যুক্তরাষ্ট্র-নাউরু বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত।
০৪.১২.২০২০
♦ COVID-19 মহামারির প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) দু’দিনব্যাপী ৩১তম বিশেষ অধিবেশন শুরু।
♦ ব্রিটেনের সঙ্গে BREXIT-পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তির অনুমোদন দেয় জাপানের উচ্চকক্ষ।
০৫.১২.২০২০
♦ করোনা মহামারির মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত।
♦ ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের নামে ‘লতিফুর রহমান নেচারনোমিকস অ্যাওয়ার্ড’ প্রবর্তনের ঘোষণা ভারতের আসাম রাজ্যের বালিপাড়া ফাউন্ডেশনের।
♦ স্বল্প সময়ে COVID-19 সংক্রমণ শনাক্তের লক্ষ্যে দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু।
♦ করোনা মহামারি মোকাবিলায় আনুষ্ঠানিকভাবে নিজস্ব তৈরি করোনার টিকা Sputnik-V প্রয়োগ শুরু করে রাশিয়া।
♦ ১৫ জানুয়ারি ২০২১-এর মধ্যে সোমালিয়া থেকে প্রায় সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
০৬.১২.২০২০
♦ যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাইকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ -এর সূচক অনুযায়ী দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ভারতের দিল্লি। এ ক্ষেতে দ্বিতীয় স্থানে ঢাকা।
♦ ভেনিজুয়েলায় পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত।
০৭.১২.২০২০
♦ মাস্টারকার্ড প্রকাশিত ডিজিটাল বুদ্ধিমত্তা সূচক ২০২০ অনুযায়ী ডিজিটাল প্রযুক্তির বিকাশে বিশ্বের শীর্ষ দেশ সিঙ্গাপুর। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৮৩তম (৯০টি দেশের মধ্যে)।
♦ নিজের গানের সব ক্যাটালগের স্বত্ব ইউনিভার্সাল মিউজিক গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছেন কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী বব ডিলান।
০৮.১২.২০২০
♦ যুক্তরাষ্ট্রের ‘ফোর্বস’ সাময়িকী প্রকাশিত ২০২০ সালে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর মধ্যে টানা দশমবারের মতো শীর্ষে জার্মানির চ্যান্সেলর আঙ্গোলা ম্যার্কেল।
♦ ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে ১০ কোটি ডোজ করোনা টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ জো বাইডেনের।
♦ ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র্র বিস্তারের বিপদ’ শীর্ষক এক প্রস্তাব পাস করে জাতিসংঘ সাধারণ পরিষদ।
০৯.১২.২০২০
♦ ফ্রান্সে মুসলিম বিরোধী একটি খসড়া আইনের অনুমোদন দেয় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্ত্রিসভা।
১০.১২.২০২০
♦ ভার্চ্যুয়াল আয়োজনে বিজয়ীদের হাতে তুলো দেওয়া হয় নোবেল পুরস্কার ২০২০।
♦ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর ২০২০ সালের পারসন অব দ্যা ইয়ার নির্বাচিত দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যাসির।
♦ মার্কিন মধ্যস্থতায় ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্কে গড়ে তুলতে সম্মত হয় মরক্কো।
♦ সিঙ্গাপুরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে যুক্তরাজ্য।
১১.১২.২০২০
♦ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জন্য করোনা ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণের জন্য ৯০০ কোটি ডলার প্রদানের উদ্যোগ গ্রহণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি)।
♦ কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের হার কমেছে ৭ শতাংশ। (এএফপি)
♦ ইউরোপীয় ইউনিয়নের নেতারা আগামী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৫৫ শতাংশ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত।
♦ আর্জেন্টিনায় গর্ভপাতকে বৈধতা দেয়া নিয়ে আনা একটি বিল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে পাস।
১২.১২.২০২০
♦ জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটির মাইলফলক অতিক্রম করে পৌঁছেছে ৭ কোটি ১ লাখ ৪৪ হাজার ৩১৫-তে।
♦ হিমালয়কন্যা ভুটানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরাইল।
১৩.১২.২০২০
♦ ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্ব মৃত্যুবরণকারীর সংখ্যা ১৬ লাখের মাইলফলক অতিক্রম করে ১৬ লাখ ১১ হাজার ৪৯২-এ পৌঁছায়।
♦ রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস- ৪০০ কেনার কারণে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
১৪.১২.২০২০
♦ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির সূচনা। দেশটিতে প্রথম টিকা নেন এক নার্স।
♦ সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সুদানকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয় যুক্তরাষ্ট্র।
♦ যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ভোটগ্রহণ অনুষ্ঠিত এবং জো বাইডেন আনুষ্ঠানিকভাবে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
১৫.১২.২০২০
♦ চিলির পার্লামেন্ট ১৫৫টি আসনের মধ্যে ১৭টি আসন দেশটির ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিদের জন্য সংরক্ষণে একটি বিল অনুমোদন আইনপ্রণেতাদের।
১৬.১২.২০২০
♦ ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশে একদিনে করোনাভাইরাসের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেয়েন।
♦ ফিলিস্তিনিদের জমিদখল করে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে ১৬৮-৫ ভোটে জাতিসংঘে প্রস্তাব পাস হয়।
১৭.১২.২০২০
♦ মরিশাসের রাজধানী পোর্ট লুইসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের উদ্বোধন।
♦ স্পেনের পার্লামেন্টের নিম্নকক্ষে স্বেচ্ছামৃত্যুর প্রস্তাব পাস।
১৮.১২.২০২০
♦ রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার সমর্থনে যুক্তরাজ্য সরকারকে হস্তক্ষেপ করার আহবান যুক্তরাজ্যের শতাধিক সাংসদের।
♦ করোনাভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার টিকাকে জরুরি অনুমোদন দিতে সুপারিশ করে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)।
১৯.১২.২০২০
♦ ভারতের অযোধ্যায় রামমন্দিরের জায়গার বদলে সরকারের দেয়া জমিতে নতুন মসজিদ কমপ্লেক্সের নকশা প্রকাশ করে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (IICF)।
২০.১২.২০২০
♦ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশের পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট ভেঙ্গে দেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি।
২১.১২.২০২০
♦ রাতের আকাশে খালি চোখে একসাথে দেখা যায় বৃহস্পতি আর শনি গ্রহকে।
২২.১২.২০২০
♦ রাশিয়ার সাবেক সব প্রেসিডেন্ট ও তাদের পরিবারকে আজীবন দায়মুক্তি দিয়ে উত্থাপিত বিল দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষ ডুমায় পাস।
♦ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সশস্ত্র হামলায় নিহত হয় জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীর তিন সদস্য।
♦ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত।
২৩.১২.২০২০
♦ ইসরাইলে দুই বছরের মধ্যে চতুর্থ দফা নির্বাচনের ঘোষণা।
♦ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয় No Ban Act।
২৪.১২.২০২০
♦ BREXIT পরবর্তী Trade and Cooperation Agreement (TCA) বিষয়ক চুক্তিতে সম্মত হয় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (EU)।
২৬.১২.২০২০
♦ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় জাতিসংঘ শান্তি মিশনের তিন সদস্য নিহত হন।
২৭.১২.২০২০
♦ অনেক নাটকীয়তার পর ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের করোনাভাইরাসের রিলিফ ও স্পেন্ডিং প্যাকেজ বিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই।
২৮.১২.২০২০
♦ করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর চীনের উহানে এ নিয়ে প্রতিবেদনকারী সাংবাদিক ঝ্যাং ঝানের বিচার শুরু।
♦ ইসলামী বন্ড সুকুকের প্রথম নিলাম অনুষ্ঠিত।
২৯.১২.২০২০
♦ ২০২০ সালে ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আন্তর্জাতিক সংগঠন
রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
♦ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরনে (স্ট্রেইন) সংক্রমিত রোগী শনাক্ত
♦ যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্ত্ততকারক প্রতিষ্ঠান মডার্নার করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
৩০.১২.২০২০
♦ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একজনের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।
♦ হংকংয়ের গণতন্ত্রপন্থী ১০ জন কর্মীকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত।
♦ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)।
৩১.১২.২০২০
♦ প্রথমবারের মতো সাধারণ জনগণের মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
আলোচিত ব্শ্বি
বিশ্বব্যাপী করোনার টিকাদান কর্মসূচি
♦ প্রাক্কলিত প্রয়োজনীয় ডোজ ৯০০ কোটি (ভ্যাকসিনের কার্যকারিতা ও বুস্টার শট বিবেচনার ভিত্তিতে এ হিসাব করা হয়েছে)।
♦ COVAX’র টার্গেট সদস্য দেশের ২০% মানুষকে।
♦ ২০২১ সালের মধ্যে সমতার ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি ২০০ কোটি ডোজ।
♦ COVAX’র ভ্যাকসিন অর্ডার ২৫ কোটি ডোজ
♦ নভেম্বর ২০২০ পর্যন্ত উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলোর ক্রয়াদেশ ৩৮০ কোটি ডোজ
♦ ভ্যাকসিন উৎপাদন পরিকল্পনা ২০২১ ফাইজার-বায়ো-এনটেক ১৩০ কোটি ডোজ
♦ মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ১০০ কোটি ডোজ।
বাংলাদেশে ভ্যাকসিন রোডম্যাপ
♦ তিনটি পর্যায়ে পাঁচ ধাপে মোট ১৩ কোটির বেশি মানুষকে বিনামূল্যে টিকা দেয়ার কথা ভাবছে সরকার। সুষ্ঠুভাবে টিকা কেনা, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত করা হবে কমিটি। সারা দেশে করোনা টিকা দেয়ার খসড়া জাতীয় পরিকল্পনায় এ কথা বলা হয়।
♦ মোট জনসংখ্যা = ১৭,২৮,০৯,৩৮৫।
♦ টিকা পাবে মোট জনসংখ্যার ৮০% = ১৩,৮২,৪৭,৫০৮।
১ম পর্যায়
♦ ১ম ধাপ : ৩% = ৫১,৮৪,২৮২।
♦ ২য় ধাপ : ৭% = ১,২০,৯৬,৬৫৭।
২য় পর্যায়
♦ ৩য় ধাপ : ১১-২০% = ১,৭২,৮০,৯৩৮।
৩য় পর্যায়
♦ ৪র্থ ধাপ: ২১-৪০% = ৩,৪৫,৬১,৮৭৭।
♦ ৫ম ধাপ: ৪১-৮০% = ৬,৯১,২৩,৭৫৪।
♦ প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ। প্রথমে পাবেন ১৯ ক্যাটাগরির অগ্রাধিকারের শীর্ষে থাকা সম্মুখ সারির মানুষেরা।
করোনার আলোচিত প্রতিষেধকসমূহ
কোম্পানি | ধরন | টিকার নাম | ডোজ | কার্যকর | সংরক্ষণ তাপমাত্রা | মূল্য ($) |
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা | ভাইরাল ভেক্টর | কোভিশিল্ড | ২ | ৬২-৯০% | ফ্রিজের স্বাভাবিক তাপমাত্রা | ২.২০ |
মডার্না | আরএনএ | mRNA-1273 | ২ | ৯৫% | -২০° সে. ৬ মাস মেয়াদ | ১৮ |
ফাইজার-বায়োএনটেক | আরএনএ | টোজিনামেরান | ২ | ৯৫% | -৭০° সে. | ১৪.৭৬ |
গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট | ভাইরাল ভেক্টর | Sputnik-V | ২ | ৯২% | ২.৮° সে. | ১০ |
জনসন অ্যান্ড জনসন | ভাইরাল ভেক্টর | Janssen | ৮.৫০ | |||
সানোফি/গ্ল্যাক্সোস্মিথক্লাইন | ৯.২৯ | |||||
কিউরভ্যাক | আরএনএ | CVnCoV |
| ১২.৩ |
♦ OIC’র ১২তম মহাসচিব: ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) নতুন মহাসচিব শাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।
ফ্রান্সে মুসলিমবিরোধী আইন পাস
সম্প্রতি ফ্রান্সের মন্ত্রিসভায় মুসলিমবিরোধী একটি নতুন আইন পাস হয়। এ আইনের মাধ্যমে নারীর ধর্মীয় পোশাক, ঘরোয়া ইসলামী শিক্ষায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।
আইনের উল্লেখযোগ্য বিষয়সমূহ—
♦ শিশুদের বয়স তিন বছর হলেই স্কুল বাধ্যতামূলক।
♦ বিশেষ কোনো কারণ ছাড়া ঘরোয়া শিক্ষা দেয়া যাবে না।
♦ প্রত্যেক মসজিদকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে।
♦ মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ নয়, তবে তা ১০,০০০ ইউরোর বেশি হলে অবশ্যই ঘোষণা দিতে হবে।
♦ সরকারি অফিসসহ মার্কেট, সুইমিংপুল ও পরিবহন খাতে ধর্মীয় পোশাক পরায় নিষেধাজ্ঞা বাড়ানো হয়।
এভারেস্টের নতুন উচ্চতা
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতার সঠিক পরিমাপ নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সে অনুযায়ী, ৮ ডিসেম্বর ২০২০ নেপাল ও চীন উভয় দেশ যৌথভাবে এভারেস্টের নতুন উচ্চতা ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, এভারেস্টের উচ্চতা এখন ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩১.৬৯ ফুট। নতুন মাপের ফলে এভারেস্টের উচ্চতা চীনের আগের মাপ থেকে প্রায় ৪ মিটার এবং নেপালের মাপ থেকে ৮৬ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
গ্রিসে পানির নিচে মিউজিয়াম
সমুদ্রের নিচে প্রাচীন সভ্যতার নিদর্শন দেখার সৌভাগ্য সাধারণত প্রত্নতাত্ত্বিক ও বিশেষজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। গ্রিসে পানির নিচে প্রথম মিউজিয়াম পর্যটকদেরও সেই সুযোগ করে দিচ্ছে। ইজিয়ান সাগরের উত্তরে আলোনিসোস দ্বীপের কাছে গ্রিসের প্রথম আন্ডারওয়াটার মিউজিয়াম অবস্থিত। আলোনিসোস ও পেরিস্টেরা দ্বীপের মাঝে সমুদ্রের নিচে প্রায় ৪,০০০ প্রাচীন অ্যাস্ফোরে বা মাটির কলসি ছড়িয়ে আছে। সে কারণে সর্বোচ্চ সতর্কতার সাথে এ মূল্যবান সম্পদ পরিদর্শন করতে হয়। পর্যটকরা ৪০ মিনিট ধরে পানির নিচের মিউজিয়াম ঘুরে দেখতে পারেন। প্রায় ২৮ মিটার গভীরে প্রাচীন এক হাজাজের ধ্বংসাবশেষ দেখা যায়। জাহাজের কাঠ প্রায় পুরোপুরি ক্ষয়ে গেছে, মালপত্র হিসেবে শুধু শুরার পাত্রগুলো দেখা যায়। সেটি ২,৫০০ বছরের পুরোনো একটি বাণিজ্য জাহাজ বলে অনুমান করা হয়। অজানা কোনো কারণে অগ্নিকাণ্ডের ফলে এথন্সের জাহাজটি ডুবে গিয়েছিল। পর্যটকদের কাছে সেই দৃশ্য সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা।
৮ নভেম্বর আজারবাইজানের বিজয় দিবস
নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সাথে ৪২ দিনের যুদ্ধে ১০ নভেম্বর ২০২০ জয়ী হয় আজারবাইজান। সে কারণে দেশটি প্রতি বছর ১০ নভেম্বর বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এ দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের মৃত্যু দিবস হওয়ায় দুইদিন পিছিয়ে আজারবাইজান ৮ নভেম্বরকে বিজয় দিবস হিসেবে নির্ধারণ করেছে। এখন থেকে প্রতি বছর ৮ নভেম্বর দেশটির বিজয় দিবস হিসেবে পালন করা হবে। ৩ ডিসেম্বর ২০২০ দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এমনটাই ঘোষণা দেন।
ভারতের নতুন পার্লামেন্ট ভবন
১০ ডিসেম্বর ২০২০ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন পার্লামেন্ট ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। ৬৪,৫০০ বর্গমিটার আয়তনের ভবনটি নির্মাণে খরচ হবে ৯৭১ কোটি টাকা। ১৫ আগস্ট ২০২২ দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসে এটি উদ্বোধন করা হবে। নতুন সংসদ ভবনে একসাথে বসতে পারবেন ৮৮৮ জন লোকসভার সদস্য। আর সংসদের যৌথ অধিবেশনে বসতে পারবেন ১,২২৪ জন সাংসদ।
বৃহত্তম হিমশৈল
সম্প্রতি বিশ্বের বৃহত্তম হিমশৈলের ছবি ধরা পড়ে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (RAF) বিমানের ক্যামেরায়। আটলান্টিকের ঐ হিমশৈল থেকে হিমবাহ গলার দৃশ্যও দেখা যায় এতে। এ হিমশৈলের বেশ কয়েকটি ছবিতে হিমবাহ, হিমশৈলের উচ্চতা ও ঝুঁকিপূর্ণভাবে পানি প্রবাহের বিষয়টি উঠে এসেছে।
আমাজানে প্রাচীনকালের গুহাচিত্র
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার সেরানিয়া লা লিন্দোসার তিনটি ভিন্ন পাহাড়ে (যেগুলো একসময় গুহা ছিল) বিপুল সংখ্যক প্রাচীন গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কেরো আজুল পাহাড়ে সবচেয়ে বেশি চিত্রের সন্ধান পাওয়া যায়। এসব গুহাচিত্রে এমন কিছু প্রাণীর চিত্র আঁকা আছে, যেগুলো বরফযুগে বিচরণ করত। ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষক দল বলছে, এসব গুহাচিত্র ১১,৮০০-১২,৬০০ বছর আগের।
নতুন মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসন
♦ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত: ১৪ ডিসেম্বর ২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির দ্বিতীয় ধাপে ইলেকটোরাল কলেজের ভোট অনুষ্ঠিত হয়। ৫৩৮ ইলেকটোরাল কলেজের ভোটের মধ্যে ৩০৬-২৩২ ভোট নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন।
♦ অভিষেক হবে ভার্চুয়ালি: ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজন করা হবে। তার শপথগ্রহণ টিমের প্রধান হলেন মা জু বার্গিস।
♦ প্রেসিডেন্টের প্রশাসন: ৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন। ২৩ নভেম্বর ২০২০ থেকে তিনি তার প্রশাসনের মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা শুরু করেন।
♦ মন্ত্রিপরিষদ: পররাষ্ট্রমন্ত্রী: অ্যান্টনি ব্লিঙ্কেন; অর্থমন্ত্রী: জ্যানেট ইয়েলেন; প্রতিরক্ষামন্ত্রী: লয়েড অস্টিন; স্বরাষ্ট্রমন্ত্রী: ডেব হাল্যান্ড; কৃষি মন্ত্রী: টম ভিলস্যাক; স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী: জ্যাভিয়ার বেকেরা; আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী; মার্সিয়া ফুজ; যোগাযোগ মন্ত্রী; পেট বুটিগেগ; জ্বালানী মন্ত্রী: জেনিফার গ্রানহোম; শিক্ষামন্ত্রী: মিগুয়েল কারদোনা; জ্যেষ্ঠ নাগরিকবিষয়ক মন্ত্রী: ডেনিস ম্যাক ডোনাফ; অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী: আলেজান্দার মায়োরকাস।
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের জন্মকথা
১৮৫২ খ্রিষ্টাব্দের কথা। রোমের পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শ দেন ‘জুলিয়ান ক্যালেন্ডার’ পরিমার্জন করার। তার মানে পনেরো শতকের আগপর্যন্ত মানুষ জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত। সেই জুলিয়ান ক্যালেন্ডার জন্মেরও একটি ইতিহাস রয়েছে।
তখন রোমের সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তিনি দিনক্ষণ গণনার সুবিধার্থে মিসর থেকে নিয়ে আসেন মিসরীয় ক্যালেন্ডার। তারপর রোমের জ্যোতির্বিদদের পরামর্শে সেই ক্যালেন্ডার কিছুটা পরিবর্তন আনেন। যেমন নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝখানে ৬৭ দিন এবং ফেব্রুয়ারি মাসের শেষে ২৩ দিনসহ মোট ৯০ দিন যুক্ত করেন। সেটা খ্রিষ্টপূর্ব ৪৬ অব্দের কথা। সেই বছর থেকেই ক্যালেন্ডারটি জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত লাভ করে।
কিন্তু এই ক্যালেন্ডারে একটি সমস্যা তৈরি হয়। সেটা হচ্ছে ৩৬৫ দিনে সৌরবর্ষ গণনার কাজটা করত মিসরীয়রা। কিন্তু জুলিয়াস সিজারের সংস্কারের ফলে তা এসে দাঁড়ায় তিন শ সাড়ে পঁয়ষট্টি দিনে। আরও সুনির্দিষ্টভাবে বললে, একটি বছর পূর্ণ হয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে। কিন্তু জুলিয়ান ক্যালেন্ডারে ১১ মিনিট ১৩ সেকেন্ড সময় বেশি ধরা হয়। ফলে ১২৮ বছরে পুরো একটি দিনই ওলটপালট হয়ে যায়।
এই সমস্যা দূর করতেই পোপ ত্রয়োদশ গ্রেগরির নির্দেশে ১৫৮২ খ্রিষ্টাব্দের অক্টোবর মাস থেকে দেওয়া হয় ১০ দিন। ফলে ওই মাসের ৪ তারিখকে করা হয় ১৫ তারিখ। এরপর থেকে এই ক্যালেন্ডারের নাম হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর এর সর্বশেষ সংস্করণটি সবাই গ্রহণ করে। সারা পৃথিবীতে এখন যে ক্যালেন্ডারটি ইংরেজি ক্যালেন্ডার নামে পরিচিত, সেটি আসলে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরই সর্বশেষ রূপ।
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজল্যুশন গৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজল্যুশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বাংলাদেশের পক্ষে রেজল্যুশনটি সাধারণ পরিষদে উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের সরকারের সময় ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ‘শান্তির সংস্কৃতি’ রেজল্যুশনটি প্রথমবারের মতো গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশ রেজল্যুশনটি জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন এবং ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ে উচ্চপর্যায়ের একটি ফোরামের আয়োজন করে আসছে। এ বছর ১১০টি জাতিসংঘের সদস্যরাষ্ট্র বাংলাদেশের রেজল্যুশনটিকে কো-স্পন্সর করে। এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক দেশের স্থায়ী প্রতিনিধি এটি গ্রহণের সময় বক্তব্য দেন।
বুকার পেলেন ডগলাস স্টুয়ার্ট
২০২০ সালের বুকার পুরস্কার পেলেন স্কটিশ আমেরিকান কথাসাহিত্যিক ডগলাস স্টুয়ার্ট। তাঁর প্রথম উপন্যাস ‘শুগি বেইন’ – এর জন্য পেলেন এই পুরস্কার।
শান্তির দূত কেন যুদ্ধে জড়ালেন
‘যু্দ্ধ মানুষকে আগ্রাসী বানায়। মানুষ নিষ্ঠুর, বর্বর হয়।’ ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের পর যুদ্ধের বিরোধিতা করে এমন মন্তব্যই করেছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সেই বক্তব্যের এক বছর যেতে না যেতেই ২০২০ সালে আবি আহমেদ নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। বিবিসির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, তিন সপ্তাহের বেশি সময় ধরে আবির বাহিনী দেশটির উত্তরাঞ্চল তাইগ্রের ক্ষমতাসীন দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যুদ্ধ থেকে বাঁচতে হাজারো মানুষ নিজেদের বাড়িঘর থেকে পালিয়ে সুদানের সীমান্তে আশ্রয় নিয়েছে শরণার্থী হিসেবে। টিপিএলএফের বিরুদ্ধে আবি সরকারের অভিযোগ, তারা কেন্দ্রীয় সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। ২০১৮ সালে আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতায় আসার পর প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তাঁরই হাত ধরে। তাই ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় শান্তিতে নোবেল পুরস্কার পান আবি।
প্রসঙ্গত, টিপিএলএফের উত্থান ১৯৯১ সালে গেরিলা আন্দোলনের মাধ্যমে। পরে তারা দেশ চালানোর ক্ষমতা পায়। কিন্তু ২০১৮ সালে আবির কাছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হারায় দলটি। এখন অবশিষ্ট একমাত্র ঘাঁটি তাইগ্রেও হারাতে বসেছে তারা। ব্যাপক জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হওয়া আবি ২৫ বছরের বেশি সময়ের টিপিএলএফের শাসনামলে সৃষ্ট অর্থনৈতিক মন্দা ও দুর্নীতি দমন করতে ব্যাপক সংস্কারকাজ শুরু করেন। আফ্রিকার দেশটির রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে শুরু করে তাঁর হাত ধরে।
সবুজ নোবেল পেলেন নেমোন্তে নেনবুইমো
আমাজনের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক নেত্রী ‘গোল্ডম্যান পরিবেশ পুরস্কার’ পেয়েছেন। আমাজনের পাঁচ লাখ একর বনভূমির তেল উত্তোলন বন্ধ করতে পারার স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘গোল্ডম্যান পরিবেশ পুরস্কার’ জিতে নিয়েছেন ইকুয়েডরের আদিবাসী নেত্রী নেমন্তে নেনবুইমো।
যুক্তরাজ্যে প্রথম করোনা টিকা পেলেন মার্গারেট কিনান
যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার- টিকা দেওয়া শুরু হয়েছে। গত ৮ ডিসেম্বর এই টিকার প্রয়োগ শুরু হয়। ফাইজারের করোনার টিকা প্রথম যিনি পেয়েছেন, তাঁর নাম মার্গারেট কিনান।
বিশ্বের ব্যয়বহুল ১০ শহর
আগেরকার শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকার ১ নম্বরে ছিল যৌথভাবে সিঙ্গাপুর ও ওসাকা। এবার সে স্থান দখল করে নিয়েছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর জুরিখ (এএলপি, সিএনবিসি)। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্সের রাজধানী প্যারিস। তৃতীয় চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। চতুর্থ স্থানে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। এটি আগেরবার ছিল ১ নম্বরে। পঞ্চম স্থানে নিজের নাম লিখিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। ষষ্ঠ স্থানে আছে জাপানের শহর ওসাকা। ১ নম্বর থেকে এটি নেমে গেছে ৬ নম্বরে। সপ্তম স্থানে সুইজারল্যান্ডের জেনেভা। অষ্টম স্থানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। আগেরবারের তালিকা থেকে এক স্থান নিচে নেমেছে বিগ অ্যাপল। এবার সে স্থান দখল করে নিয়েছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর জুরিখ (এএফপি, সিএনবিসি)।
বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি
♦ টিপিপির বিরুদ্ধে চীনা উদ্যোগ হিসেবে এটি বিবেচিত হচ্ছে।
♦ চীনা বাজারে ঢুকতে চায় সবাই।
♦ চুক্তির আওতায় আছে
১। বৈশ্বিক জনসংখ্যার ৩০%
২। বৈশ্বিক জিডিপির ২৯%
♦ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি দেশের তালিকা
মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ইত্যাদি আরও পাঁচ দেশ দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া।
আব্রাহাম চুক্তিতে নেই ফিলিস্তিন
পশ্চিম তীরে আপাতত অধিগ্রহণ বন্ধ রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। আব্রাহাম চুক্তির মধ্য দিয়ে মিসর আর জর্ডানের পর সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সেপ্টেম্বরে বাহরাইনও চুক্তিতে যোগ দেওয়ার ঘোষণা দেয়। মধ্যপ্রাচ্যে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠার আশাবাদের মধ্য দিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে চুক্তিটি সই হয়।
দম নিতে দাও
আটককারী পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু মুড়ে বসে ছিলেন আট মিনিটের বেশি। এ সময় বারবার ফ্লয়েড বলছিলেন, ‘দম নিতে পারছি না।’
বিবিধ
♦ জাতিসংঘের তিন সংস্থার সহসভাপতি হলেন রাবাব ফাতিমা
♦ বিবিসির শীর্ষ ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিনা ও রিমা
♦ প্রথম দেশ হিসেবে রাশিয়ায় করোনা টিকার অনুমোদন
♦ আইএমএফের প্রতিবেদন প্রবৃদ্ধির শীর্ষ তিনে বাংলাদেশ।
♦ বিশ্ব শিক্ষক পুরস্কার পেলেন মহারাষ্ট্রের স্কুলশিক্ষক রণজিৎসিন।
BREXIT
পরবর্তী বাণিজ্য চুক্তি
৩১ জানুয়ারি ২০২০ ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বের হয়ে যায় যুক্তরাজ্য। এরপর শুরু হয় Transition Period । এ সময় BREXIT- পরবর্তী একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষ ম্যারাথন আলোচনা চালিয়ে যায়। অবশেষে ২৪ ডিসেম্বর ২০২০ এ বিষয়ে উভয়পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়।
চুক্তিতে উল্লেখযোগ্য যা কিছু
চুক্তিতে কোন কোন বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে, কে কতটা ছাড় দিয়েছে তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাজ্যের প্রধান বাণিজ্যিক সমঝোতাকারী লর্ড ফ্রস্ট জানান, চুক্তির ১,৫০০ পৃষ্ঠার নথি শিগগিরই প্রকাশ করা হবে। দেখে নেয়া যাক কী রয়েছে এ চুক্তিতে
শুল্কমুক্ত বাণিজ্য
যুক্তরাজ্য এবং EU’র মধ্যে বাণিজ্যে নতুন করে কোনো শুল্ক বা কোটা আরোপ করা হচ্ছে না, তারপরও ব্রিটিশ রপ্তানিকারকরা বেশ কিছু নতুন নীতির সম্মুখীন হবেন, যার ফলে ইউরোপে ব্যবসা করা তাদের জন্য আগের চেয়ে কিছুটা কঠিনই হবে।
পণ্যের উৎস নীতি
নতুন নিয়ম অনুসারে, EU’তে রপ্তানির আগে যুক্তরাজ্যকে তাদের পণ্যের উৎস নিশ্চিত করতে হবে। কোনো পণ্যের উল্লেখযোগ্য অংশ যদি EU বা যুক্তরাজ্যের বাইরে থেকে আনা হয়, তাহলে সেই পণ্যের ওপর নতুন শুল্ক বসানো হতে পারে।
পরীক্ষা ও ছাড়পত্র
দুইপক্ষের মধ্যে সাধারণ স্বীকৃতির চুক্তি না থাকায় ব্রিটিশ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ এখন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্য বিক্রির ছাড়পত্র দিতে পারবে না।
আর্থিক সেবা
BREXIT বাণিজ্য চুক্তিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয় এখনও পরিষ্কার নয়। এতে তথাকথিত সমতা প্রতিষ্ঠার কোনো সিদ্ধান্ত নেই। চুক্তিতে শুধু আর্থিক পরিসেবার মানদণ্ডের বিধান রাখা হয়েছে, যার অর্থ-সেখানে বাজারে প্রবেশাধিকার সম্পর্কিত কোনো প্রতিশ্রুতি নেই।
মৎস্য শিকার নীতি
এটি যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যুগুলোর একটি। চুক্তি অনুসারে, যুক্তরাজ্যের নৌযানগুলো আগামী পাঁচ বছর ব্রিটিশ জলসীমায় ইউরোপীয় ইউনিয়নের শিকার করা মাছের ২৫ শতাংশ নেবে।
ভবিষ্যৎ বিরোধ নিষ্পত্তি
চুক্তির অধীনে ন্যায়সঙ্গত হলে যেকোনো পক্ষই অন্যের ওপর শুল্ক আরোপ করতে পারবে। যদি কোনো পক্ষ মনে করে, এ ধরনের শুল্ক আরোপ করে তাদের সাথে অন্যায় করা হয়েছে, তবে ইস্যুটি তারা সালিশ প্যানেল হতে হবে পুরোপুরি স্বাধীন এবং সেটি ইউরোপীয় বিচারিক আদালত হতে পারবে না। চুক্তির কোনো বিশেষ অংশে ঝামেলা দেখা দিলে সেটি পুনমূল্যায়ন করা যেতে পারে। আর চুক্তিতে কাজ না হলে সেটি পুরোপুরি বাতিলেরও ব্যবস্থা রাখা হয়েছে।
বিমান ও ট্রাক চলাচল
ব্রিটিশদের উড়োযান সম্পর্কিত নকশা ও পণ্যের স্বয়ংক্রিয় অনুমোদন একপ্রকারে বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চুক্তির নথি অনুসারে, যুক্তরাজ্যের ছাড়পত্র ব্যবস্থাপনার ওপর EU’র আত্মবিশ্বাস ফিরে না আসা পর্যন্ত এ পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে, ট্রাক বা লরি চলাচলের ক্ষেত্রে দুই পক্ষই কার্যকর ভিসা ও সীমান্ত ব্যবস্থা অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছে।
তথ্যপ্রবাহ
BREXIT বাণিজ্য চুক্তিতে তথ্যপ্রবাহের ক্ষেত্রে একটি সাময়িক সমাধানের কথা বলা হয়েছে। EU যতদিন পর্যন্ত তথ্য পর্যাপ্ততার সিদ্ধান্ত গ্রহণ না করে, ততদিন দুই পক্ষের মধ্যে তথ্যপ্রবাহ অবিচ্ছন্ন থাকবে। তবে এ ব্যবস্থার মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস। EU সিদ্ধান্ত নেয়ার সাথে সাথেই তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যাবে, যা ২০২১ সালের শুরুতেও হতে পারে।
জ্বালানি
ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বাজারে আর প্রবেশাধিকার থাকছে না যুক্তরাজ্যের। এটা প্রত্যাশিতই ছিল। তবে যুক্তরাজ্য ও EU’র মধ্যে থাকা বিশাল বৈদ্যুতিক লাইনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে ২০২২ সালের এপ্রিলের মধ্যে নতুন ব্যবস্থা হবে।
পেশাগত সেবা
BREXIT’র পর ব্রিটিশদের জন্য পেশাগত দক্ষতার স্বয়ংক্রিয় সুবিধাটি আর রাখছে না ইউরোপীয় ইউনিয়ন। ফলে যুক্তরাজ্যের চিকিৎসক, নার্স, ডেন্টিস্ট, ফার্মাসিস্ট, পশু চিকিৎসক, প্রকৌশলী বা স্থপতিরা EU ভুক্ত যে দেশেই কাজ করতে চান, সেখানকার স্বীকৃতি দরকার হবে। তবে দক্ষতার স্বীকৃতির জন্য চুক্তিতে একটি ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে বলে জানায় যুক্তরাজ্য।
ব্যবসায়িক ভ্রমণ
ব্যবসায়িক ভ্রমনের ক্ষেত্রে EU-জাপানের মধ্যে যে ধরনের চুক্তি রয়েছে, যুক্তরাজ্যও অনেকটা সে ধরনের সুবিধা পাবে। সেই অনুসারে, যে কেউ ১৮০ দিনের মধ্যে যুক্তরাজ্যের ব্যবসায়িক ভ্রমণকারীরা ইউরোপীয় দেশগুলোতে ৯০ দিন অবস্থান করতে পারবেন।
আইন প্রয়োগ
সন্ত্রাস বা যেকোনো গুরুতর অপরাধ তদন্তে পারস্পারিক সহযোগিতা প্রতিশ্রুতি দিয়েছে EU-যুক্তরাজ্য। এক্ষেত্রে DNA, আঙুলের ছাপ বা বিমানযাত্রীদের তথ্য আদান-প্রদান করা হতে পারে। চুক্তি অনুসারে, EU এবং ব্রিটিশ আইনপ্রয়োগকারী সংস্থাগুলো একে অপরকে সহযোগিতা করবে। তবে ইউরোপোল ও ইউরোজাস্টের সদস্য থাকবে না যুক্তরাজ্য।
ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০
সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। প্রথমবারের মতো এ পুরস্কার জিতে নিলেন পোলিশ এই তারকা। ১৭ ডিসেম্বর রাতে সুইজারল্যান্ডের জুরিখে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
পুরস্কারগুলো
♦ ফিফা দ্য বেস্ট – বরার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড)
♦ ফিফা দ্য বেস্ট (নারী) – লুসি ব্রোঞ্জ (ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ড)
♦ ফিফা পুসকাস অ্যাওয়ার্ড – সন হিউন মিন (টটেনহ্যাম হটস্পার)
♦ ফিফা দ্য বেস্ট গোলরক্ষক (নারী) – সারাহ বৌহাদ্দি (লিওঁ ও ফ্রান্স)
♦ ফিফা দ্য বেস্ট গোলরক্ষক – ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি)
♦ ফিফা দ্য বেস্ট কোচ (নারী) – সারিনা বিগমান (নেদারল্যান্ডস)
♦ ফিফা দ্য বেস্ট কোচ – ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল)
♦ ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – মাতিয়া এগনিসি
♦ ফিফা ফ্যান অ্যাওয়ার্ড – ম্যারিভালদো ফ্রান্সিসকো দি সিলভা
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০
♦ প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২০
♦ প্রকাশনা : ৩০ তম
♦ প্রকাশক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
প্রতিবেদনের শিরোনাম : Human Development Report 2020 : The next frontier Human Development and the Anthropocene
♦ অন্তর্ভুক্ত দেশ : ১৯৫টি দেশ ও অঞ্চল। এর মধ্যে ৬টি দেশ – উত্তর কোরিয়া, মোনাকো, নাউরু, সান ম্যারিনো, সোমারিয়া ও ট্যুভালুকে প্রয়োজনীয় তথ্যের অভাবে ক্রমিক নম্বর দেয়া হয়নি।
♦ প্রতিবেদন তৈরির পদ্ধতি : বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে।
প্রতিবেদনে বিশ্ব
সূচক : ০.৭৩৭
গড় আয়ু : ৭২.৮ বছর।
মাথাপিছু আয় : ১৬,৭৩৪ মার্কিন ডলার।
শীর্ষ দেশ : নরওয়ে (সূচক ০.৯৫৭)।
সর্বনিম্ন দেশ : নাইজার (সূচক ০.৩৯৪)।
গড় আয়ু
♦ শীর্ষে : হংকং (৮৪.৯ বছর)
♦ সর্বনিম্ন : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (৫৩.৩ বছর)
মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে)
♦ শীর্ষে : লিচটেনস্টাইন (১,৩১,০৩২ মার্কিন ডলার)
♦ সর্বনিম্ন : বুরুন্ডি (৭১৪ মার্কিন ডলার)।
প্রতিবেদনে বাংলাদেশ
♦ সূচক : ০.৬৩২
♦ গড় আয়ু : ৭২.৬ বছর
মাথাপিছু আয় (ক্রয়ক্ষমতার ভিত্তিতে)
♦ ৪৯৭৬ মার্কিন ডলার
♦ বাংলাদেশের অবস্থান মধ্যম ক্যাটাগরিতে
♦ প্রতি ১০,০০০ নাগরিকের জন্য গড়ে ৮টি হাসপাতাল শয্যা রয়েছে
♦ প্রতি এক লাখ জীবিত শিশু জন্মগ্রহণকালে ১৭৩ জন মা মৃত্যুরবণ করেন।
♦ ২৫ বছর ও এর বেশি বয়সি নারী জনগোষ্ঠীর মধ্যে ৩৯.৮% কমপক্ষে মাধ্যমিক পাস। আর পুরুষদের মধ্যে এ হার ৪৭.৫%
♦ শ্রমশক্তিতে নারী অংশগ্রহণ ৩৬.৩%
♦ সবচেয়ে গরিব ৪০ শতাংশের আয় মোট আয়ের মাত্র ২১%।
♦ আর সবচেয়ে ধনী ১০ শতাংশের আয় মোট আয়ের প্রায় ২৭%।
শীর্ষ ১০ দেশ
দেশ | সূচক |
০১. নরওয়ে | ০.৯৫৭ |
০২. আয়ারল্যান্ড | ০.৯৫৫ |
০২. সুইজারল্যান্ড | ০.৯৫৫ |
০৪. হংকং | ০.৯৪৯ |
০৪. আইসল্যান্ড | ০.৯৪৯ |
০৬. জার্মানি | ০.৯৪৭ |
০৭. সুইডেন | ০.৯৪৫ |
০৮. অস্ট্রেলিয়া | ০.৯৪৪ |
০৮. নেদারল্যান্ডস | ০.৯৪৪ |
১০. ডেনমার্ক | ০.৯৪০ |
সর্বনিম্ন ১০ দেশ
দেশ | সূচক |
১৮৯. নাইজার | ০.৩৯৪ |
১৮৮. মধ্য আ.প্রজাতন্ত্র | ০.৩৯৭ |
১৮৭. শাদ | ০.৩৯৮ |
১৮৫. দক্ষিণ সুদান | ০.৪৩৩ |
১৮৫. বুরুন্ডি | ০.৪৩৩ |
১৮৪. মালি | ০.৪৩৪ |
১৮২. সিয়েরা লিওন | ০.৪৫২ |
১৮২. বারকিনা ফাসো | ০.৪৫২ |
১৮১. মোজাম্বিক | ০.৪৫৬ |
১৮০. ইরিত্রিয়া | ০.৪৫৯ |
ক্যাটাগরিভিত্তিক মোট দেশ, শীর্ষ ও সর্বনিম্ন দেশ
ক্যাটাগরি | দেশ | শীর্ষ দেশ | সর্বনিম্ন দেশ |
অতি উচ্চ | ৬৬ | নরওয়ে (প্রথম) | মরিশাস (৬৬তম) |
উচ্চ | ৫৩ | সিশেলস (৬৭তম) | গ্যাবন (১১৯তম) |
মধ্যম | ৩৭ | কিরগিজস্তান (১২০তম) | কমোরোস (১৫৬তম) |
নিম্ন | ৩৩ | মৌরিতানিয়া (১৫৭তম) | নাইজার (১৮৯তম) |
প্রতিবেদনে সার্কভুক্ত দেশ
সূচকে
♦ শীর্ষ : শ্রীলংকা।
♦ সর্বনিম্ন : আফগানিস্তান।
গড় আয়ুতে
♦ শীর্ষ : মালদ্বীপ।
♦ সর্বনিম্ন : আফগানিস্তান।
মাথাপিছু আয়ে
♦ শীর্ষ : মালদ্বীপ।
♦ সর্বনিম্ন : আফগানিস্তান।
দেশ | সূচক | গড় আয়ু (বছর) | মাথাপিছু আয় (PPP) মা. ড. |
৭২. শ্রীলংকা | ০.৭৮২ | ৭৭.০ | ১২,৭০৭ |
৯৫. মালদ্বীপ | ০.৭৪০ | ৭৮.৯ | ১৭,৪১৭ |
১২৯. ভুটান | ০.৬৫৪ | ৭১.৯ | ১০,৭৪৬ |
১৩১. ভারত | ০.৬৪৫ | ৬৯.৭ | ৬,৬৮১ |
১৩৩. বাংলাদেশ | ০.৬৩২ | ৭২.৬ | ৪,৯৭৬ |
১৪২. নেপাল | ০.৬০২ | ৭০.৮ | ৩,৪৫৭ |
১৫৪. পাকিস্তান | ০.৫৫৭ | ৬৭.৩ | ৫,০০৫ |
১৬৯. আফগানিস্তান | ০.৫১১ | ৬৪.৮ | ২,২২৯ |