কালানুক্রমিক ঘটনাবলি
০৮-০৮-২০২৩
♦ পাক্স্তিানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
০৯-০৮-২০২৩
♦ ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু।
১২-০৮-২০২৩
♦ প্রথমবারের মতো ফিলিস্তিনের জন্য একজন রাষ্ট্রদূত নিয়োগ দেয় সৌদি আরব।
১৯-০৮-২০২৩
♦ চাঁদের বুকে বিধ্বস্ত হয় রাশিয়ার মহাকাশযান লুনা-২৫।
২০-০৮-২০২৩
♦ নারী বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হয় স্পেন।
২২-০৮-২০২৩
♦ দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরেই কারাগারে যান থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
২২-০৮-২০২৩
♦ তিনদিন ব্যাপী ১৫তম ব্রিকস সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু।
২৩-০৮-২০২৩
♦ বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদের বুকে সফলভাবে নভোযান অবতরণ করায়।
আলোচিত বিশ্ব
সম্মেলন
রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন:
• সময়কাল: ২৭-২৮ জুলাই, ২০২৩,
• স্থান : সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।
BRICS শীর্ষ সম্মেলন:
• আয়োজন- ১৫তম,
• সময়কাল: ২২-২৪ আগস্ট, ২০২৩,
• স্থান: জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা।
• গৃহীত সিদ্ধান্ত: ৬টি দেশকে ব্রিকসের নতুন সদস্যপদ দেওয়া হয়। দেশগুলো হলো- মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। ১ জানুয়ারি, ২০২৪ সালে দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।
জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সম্মেলন- ২০২৩
• তারিখ : ২৪-২৬ জুলাই, ২০২৩।
• স্থান : রোম, ইতালি।
• প্রতিপাদ্য : Sustainable food system for people, Planet and prosperity, Diverse pathway in a shared journey.
বি.দ্র. বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘের খাদ্য সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমাজন রক্ষায় সম্মেলন
• তারিখ : ৮-৯ আগস্ট, ২০২৩।
• স্থান : বেলেম, ব্রাজিল।
• অংশগ্রহণকারীদেশ : ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনেজুয়েলা।
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা- ২০২৩
প্রকাশক: বিশ্ব বাণিজ্য সংস্থা।
ইউরোপীয় ইউনিয়ন (EU) ছাড়া বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ-
অবস্থান | বস্ত্র | তৈরি পোশাক | ||
রপ্তানি | আমদানি | রপ্তানি | আমদানি | |
প্রথম | চীন | যুক্তরাষ্ট্র | চীন | যুক্তরাষ্ট্র |
দ্বিতীয় | ভারত | ভিয়েতনাম | বাংলাদেশ | জাপান |
তৃতীয় | তুর্কিয়ে | বাংলাদেশ | ভিয়েতনাম | যুক্তরাজ্য |
চতুর্থ | যুক্তরাষ্ট্র | চীন | তুর্কিয়ে | কানাডা |
পঞ্চম | ভিয়েতনাম | জাপান | ভারত | দক্ষিণ কোরিয়া |
রপ্তানি ও আমদানিতে শীর্ষ ৫ দেশ [হিসাব বি.মা.ড.]
তম | রপ্তানি | আমদানি | ||
দেশ | পরিমাণ | দেশ | পরিমাণ | |
১ | চীন | ৩,৫৯৪ | যুক্তরাষ্ট্র | ৩,৩৭৬ |
২ | যুক্তরাষ্ট্র | ২,০৬৫ | চীন | ২,৭১৬ |
৩ | জার্মানি | ১,৬৫৫ | জার্মানি | ১,৫৭১ |
৪ | নেদারল্যান্ডস | ৯৬৬ | নেদারল্যান্ড | ৮৯৯ |
৫ | জাপান | ৭৪৭ | জাপান | ৮৯৭ |
বিশ্বে আমদানিতে বাংলাদেশের অবস্থান ৪৬তম।
ফিফা নারী বিশ্বকাপ- ২০২৩
• আয়োজন : নবম
• আয়োজক : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
• দল : ৩২ টি
• ভনু : ভেনু ১০ টি
• চ্যাম্পিয়ন : স্পেন
• রানার্স আপ : ইংল্যান্ড
• গোল্ডেন বল : আইতানা বোনমাতি (স্পেন)
• গোল্ডেন বুট : হিনাতা মিয়াজওয়া (জাপান) ৫ গোল ১ অ্যাসিস্ট
• সেরা গোলরক্ষক : মেরি ইয়ার্পস (ইংল্যান্ড)
• সেরা তরুণ খেলোয়াড় : সালমা পারালুয়েলো (স্পেন)
• ফেয়ার প্লে ট্রফি : জাপান
সেনা প্রত্যাহারে চীন-ভারত বৈঠক
পূর্ব লাদাখের বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারত ও চীনের সেনা কর্মকর্তারা ১৪ আগস্ট, ২০২৩ আলোচনায় বসেন। এ আলোচনা শুরু হয় চুসুল সীমান্তে। বৈঠকে মূলত ডেপসাং ও ডেমচক এলাকা নিয়ে আলোচনা হয় দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে। ১৩ আগস্ট, ২০২৩ গালওয়ান সংঘর্ষের পর পূর্ব লাদাখের চীন সীমান্তে অতিরিক্ত ৬৮ হাজার জওয়ানকে জমায়েত করে ভারত। প্রতিপক্ষকে মোকাবিলায় এলএসির বিভিন্ন অংশে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করে ভারত।
নাইজারে সামরিক অভ্যুত্থান
২৬ জুলাই, ২০২৩ তারিখে নাইজারের গণতান্ত্রিক রাষ্ট্রপতি মুহাম্মদ বাজুমকে দেশটির রাষ্ট্রপতির রক্ষিবাহিনী আটক করার পর রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল আবদোরাহমানে তচিয়ানি নিজেকে নতুন সামরিক জান্তা প্রধান হিসেবে ঘোষণা করার মাধ্যমে নাইজারে একটি অভ্যুত্থান সংঘটিত হয়। রাষ্ট্রপতির রক্ষিবাহিনী দেশটির সংবিধান বাতিল করে এবং সীমান্ত বন্ধ রেখে কারফিউ জারি করে। অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে জান্তার ক্ষমতা দখলের জেরে নাইজারকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন (এ ইউ)। এখন থেকে নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত দেশটি এই ব্লকের কোনও প্রতিষ্ঠান কিংবা কার্যকলাপে অংশ নিতে পারবে না। ২০২০ সাল থেকে অভ্যুত্থানের জেরে আফ্রিকান ইউনিয়নের সাজার মুখে পড়া চতুর্থ দেশ নাইজার। বাকি তিন দেশ হচ্ছে, বুরকিনা ফাসো, গায়ানা এবং মালি।
নাইজার পরিচিতি
‘নাইজার প্রজাতন্ত্র’ হলো পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এই দেশটির নাম রাখা হয়েছে নাইজার নদীর নামানুসারে। এর দক্ষিণে নাইজেরিয়া এবং বেনিন, পশ্চিমে বুরকিনা ফাসো এবং মালি, উত্তরে আলজেরিয়া ও লিবিয়া এবং পূর্বে চাদ অবস্থিত। এর রাজধানীর নাম নিয়ামে। নাইজার আফ্রিকার অন্যতম মুসলিম প্রধান দেশ। দেশটির ৯৯% এর বেশি জনগণ ইসলাম ধর্ম মেনে চলে। নাইজার আফ্রিকার বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র।
১৮৮৩ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত দেশটি ফ্রান্সের দখলে ছিল। ১৯০১ সালে নাইজার একটি সামরিক এলাকায় পরিণত হয় এবং ১৯০৪ সালে ফরাসি নিয়ন্ত্রিত পশ্চিম আফ্রিকার একটি অংশ হিসেবে পরিচিতি লাভ করে। নাইজার ১৯৫৮ সালে ফ্রান্সের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায়; ১৯৬০ সালের আগস্টে পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১৯৭৪ সালের ১৫ এপ্রিল নাইজারের প্রথম প্রেসিডেন্ট হামানি দিওরি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। পরে ১৯৯৩ সালে নাইজারে প্রথম অবাধ নির্বাচন হয়।
১৮ ডিসেম্বর, ১৯৫৮ সালে নাইজার ফ্রান্সের একটি স্বায়ত্বশাসিত প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায়। ৩ আগস্ট, ১৯৬০ সালে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১৫ এপ্রিল, ১৯৭৪ নাইাজারের প্রথম প্রেসিডেন্ট হামানি দিওরি এক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। অভ্যুত্থানের নেতা লে. সিনি কাউচি সংবিধান বাতিল করেন, সংসদ ভেঙ্গে দেন এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। পরে ১৯৯৩ সালে নাইজারে প্রথম অবাধ নির্বাচন হয়।
ECOWAS’র পদক্ষেপ:
অভ্যুত্থানের পর পশ্চিম আফ্রিকার ১৫ টি দেশের বাণিজ্যিক সংগঠন Economic Community of West African States (ECOWAS) নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। এই অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকে দেশটির যত সম্পদ রয়েছে তা জব্দ করা হয়। ১১ আগস্ট, ২০২৩ ECOWAS কমিশনার আবদেল ফাতাউ মুসাহ জানান, ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ সামরিক হস্তক্ষেপে সৈন্য পাঠাতে সম্মত হয়। পশ্চিম আফ্রিকার ১৬টি রাষ্ট্র নিয়ে ১৯৭৫ সালে ECOWAS গঠিত হয়। ৩১ ডিসেম্বর, ২০০০ মৌরিতানিয়া ECOWAS ত্যাগ করলে এর সদস্য সংখ্যা দাঁড়ায় ১৫টি।
চন্দ্রাভিযানে ভারত
২৩ আগস্ট, ২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে লঞ্চ ভেহিকল মার্ক-৩ (LVM-3) তে চড়ে চাঁদে যাত্রা শুরু করে চন্দ্রযান-৩। দীর্ঘ ৪০ দিনের যাত্রার পর চাঁদে অবতরণ করে চন্দ্রযান-৩।
এই চন্দ্রযানে ছিল একটি ল্যান্ডার ও একটি রোভার। ল্যান্ডার চাঁদে অবতরণ করে আর রোভার চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে থাকে।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এই চন্দ্র অভিযান পরিচালনা করে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করলো। আর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দিক থেকে তারাই প্রথম দেশ।
ভারতের অন্যান্য চন্দ্রাভিযান
• ২০০৮ সালে উৎক্ষেপণ করে চন্দ্রযান-১। এটি সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়। এটি ছিল ভারতের প্রথম চন্দ্রাভিযান।
• ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো চন্দ্রযান-২ উৎক্ষেপণ করে ভারত। কিন্তু এটি ল্যান্ডিং করতে ব্যর্থ হয়।