কালানুক্রমিক ঘটনাবলি
০২.০৬.২০২১
♦জলবায়ু ইস্যুতে আলোচনা করতে দুইদিনের সফরে ঢাকা পৌঁছেন জাতিসংঘের আসন্ন জলবায়ুবিষয়ক সম্মেলন COP-26’র সভাপতি (মনোনীত) অলক শর্মা।
০৩.০৬.২০২১
♦জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ।
০৬.০৬.২০২১
♦জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
♦করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
০৭.০৬.২০২১
♦ ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩,৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাশ।
-বিমান পরিষেবা চুক্তি (ASA) স্বাক্ষর করে বাংলাদেশ ও মধ্য ইউরোপের দেশ আস্ট্রিয়া।
০৮.০৬.২০২১
♦জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬,৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
১০.০৬.২০২১
♦প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৩.০৬.২০২১
♦দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থে প্রথম প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরিত।
১৫.০৬.২০২১
♦দেশে এক ডোজের জনসনের টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর্
♦জাতীয় সংসদে পাশ হয় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১’।
১৬.০৬.২০২১
♦করোনাভাইরাসের দেশি টিকা ‘বঙ্গভ্যাক্স’ এবং ভারত ও চীনের দুটি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের (মানবদেহে পরীক্ষা) অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (BMRC)।
১৭.০৬.২০২১
♦পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) ৬টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (GI) সনদ প্রদান করে।
১৯.০৬.২০২১
♦দেশে চীনের সিনোফার্মের টিকাদান শুরু।
২০.০৬.২০২১
♦বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক টাইগার মাল্টিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম বা MLRMS অন্তর্ভুক্ত করা হয়।
২১.০৬.২০২১
♦প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত।
♦বৈশ্বিক জোট COVAX থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু।
♦নেত্রকোনার ‘দক্ষিণ বিশিউড়া’ ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার ‘হালইসার’ গ্রামকে ফিশার ভিলেজ ঘোষণা করে পরিপত্র জারি।
আলোচিত বাংলাদেশ
নতুন সেনাপ্রধান ও বিমান বাহিনী প্রধান
১০ জুন ২০২১ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম প্রধান হিসেবে নিযুক্ত হন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি। ২৪ জুন ২০২১ তিন বছর মেয়াদে জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন তিনি। একই সাথে তার জেনারেল পদে পদোন্নতি কার্যকর হয়।
০১ জুন ২০২১ বাংলাদেশ বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে নিযুক্ত হন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান। ১২ জুন ২০২১ তিন বছর মেয়াদে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হন তিনি। একই সাথে তার এয়ার মার্শাল পদে পদোন্নতি কার্যকর হয়। ১৩ জুন ২০২১ শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
হাবীবুল্লাহ সিরাজী
(৩১ ডিসেম্বর ১৯৪৮ – ২৪ মে ২০২১) কবি, লেখক ও বাংলা একাডেমির মহাপরিচালক। তার জন্ম ফরিদপুর জেলায়। হাবীবুল্লাহ সিরাজী ২০ ডিসেম্বর ২০১৮ থেকে মৃত্যু অবধি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। কবি হাবিবুল্লাহ সিরাজী পেশায় প্রকৌশলী হলেও কবি হিসেবেই তিনি সবার কাছে পরিচিত।
ভৌগোলিক নির্দেশক পণ্য এখন ৯ টি
জামদানি, ইলিশ, খিরসাপাত আমের পর আরও ৬টি ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি পায় বাংলাদেশ। ১৭ জুন ২০২১ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (DPDT) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। বাংলাদেশের GI পণ্যের সংখ্যা এখন ৯টি।
GI নং | নাম | নিবন্ধিত | সনদ প্রদান | আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান |
১ | জামদানি শাড়ী | ১ সেপ্টেম্বর ২০১৫ | ১৭ নভেম্বর ২০১৬ | বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) |
২ | বাংলাদেশ ইলিশ | ১৩ নভেম্বর ২০১৬ | ১৭ আগস্ট ২০১৭ | মৎস্য অধিদপ্তর(DoF) |
৩ | চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম | ২ ফেব্রুয়ারি ২০১৭ | ২৭ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) |
৪ | বিজয়পুরের সাদা মাটি | ৬ ফেব্রুয়ারি ২০১৭ | ১৭ জুন ২০২১ | জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা |
৫ | দিনাজপুর কাটারীভোগ | ৬ ফেব্রুয়ারি ২০১৭ | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) |
৬ | বাংলাদেশ কালিজিরা | ৭ ফেব্রুয়ারি ২০১৭ | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) |
৭ | রংপুরের শতরঞ্জি | ১১ জুলাই ২০১৯ | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) |
৮ | রাজশাহী সিল্ক | ২৪ সেপ্টেম্বর ২০১৭ | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (BSDB) |
৯ | ঢাকাই মসলিন | ২ জানুয়ারি ২০১৮ | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ তাঁত বোর্ড (BHD) |
নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান
১৫ জুন ২০২১ সিলেটের জকিগঞ্জের আনন্দপুর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (BAPEX)। কুপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬,০০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি), আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। সরকারিভাবে ঘোষণা হলে এটি হবে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র।
জাতিসংঘের স্থায়ী মিশনে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’
১৪ জুন ২০২১ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জ’ উদ্বোধন করা হয়। লাউঞ্জটিতে বিভিন্ন বই, ছবি, প্রামাণ্যচিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে।
করোনা আপডেট
♦WHO ও বাংলাদেশের অনুমোদিত টিকা
১ জুন ২০২১ জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের তৈরি করোনার টিকা অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ সংস্থা থেকে অনুমোদন পাওয়া এটি চীনের দ্বিতীয় টিকা। ৬ জুন ২০২১ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোভ্যাক টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। বাংলাদেশে এই টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড । এরপর ১৫ জুন ২০২১ জনসন অ্যান্ড জনসনের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত টিকার সংখ্যা ৬টি। জনসনের টিকা বাংলাদেশ সরকার সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে রপ্তানি করবে।
টিকা | প্রতিষ্ঠান | WHO | যুক্তরাষ্ট্র | EU | বাংলাদেশ |
Comirnaty | ফাইজার ও বায়োএনটেক | ৩১ ডিসেম্বর ২০২০ | ১১ ডিসেম্বর ২০২০ | ২১ ডিসেম্বর ২০২০ | ২৭ মে ২০২১ |
Vaxzevria | অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা | ১৫ ফেব্রুয়ারি ২০২১ | – | ২৯ জানুয়ারি ২০২১ | – |
Covishield | অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা | ১৫ ফেব্রুয়ারি ২০২১ | – | – | ৮ জানুয়ারি ২০২১ |
Janssen | জনসন অ্যান্ড জনসন | ১২ মার্চ ২০২১ | ২৭ ফেব্রুয়ারি ২০২১ | ১১ মার্চ ২০২১ | ১৫ জুন ২০২১ |
Moderna | মডার্না | ৩০ এপ্রিল ২০২১ | ১৮ ডিসেম্বর ২০২০ | ৬ জানুয়ারি ২০২১ | – |
BBIBP-CorV | সিনোফার্ম | ৭ মে ২০২১ | – | – | ২৮ এপ্রিল ২০২১ |
Corona Vac | সিনোভ্যাক লাইফ সায়েন্সেস | ১ জুন ২০২১ | – | – | ৬ জুন ২০২১ |
Sputnik-V | গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার | – | – | – | ২৭ এপ্রিল ২০২১ |
নিজস্ব অর্থায়নে বিদেশে প্রথম শহিদ মিনার
বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার নির্মিত হয়। ইউরোপের দেশ যুক্তরাজ্যের লন্ডনে। ম্যানচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টউডের কাছে নির্মিত হয় এই শহিদ মিনারটি। এই শহিদ মিনারটি নির্মাণ করে বাংলাদেশি কালচার অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে প্রথম শহিদ মিনারটি নির্মিত হয় জাপানের রাজধানী টোকিওতে। শহিদ মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১১ জুলাই ২০০৫। শহিদ মিনারটি উদ্বোধন করা হয় ১৬ জুলাই ২০০৬। এটি বাংলাদেশ সরকারের নিজ অর্থায়নে নির্মিত দেশের বাইরে প্রথম শহিদ মিনার।
দেশের তিনটি স্থল বন্দর ঘোষণা
নাম | অবস্থান | ভারত/মিয়ানমারে অবস্থান | ঘোষনা |
১৯. চিলাহাটি | ডোমার,নীলফামারী | হলদীবাড়ী, কুচবিহার, পশ্চিমবঙ্গ | ২৮ জুলাই ২০১৩ |
২০. দৌলতগঞ্জ | জীবননগর, চুয়াডাঙ্গা | মাঝদিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ | ৩১ জুলাই ২০১৩ |
২৪. ভোলাগঞ্জ | ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট | ভোলাগঞ্জ, চেরাপুঞ্জি, মেঘালয় | ২৫ জুলাই ২০১৯ |
আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের সাফল্য
♦১৭-২৩ মে ২০২১ সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারির স্টেজ-২-এ রিকার্ভ দলগত ইভেন্টে রৌপ্য পদক লাভ করেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। আর এর মাধ্যমে ইতিহাস গড়েন তারা, কারণ এটাই বিশ্ব আর্চারিতে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। এর আগে আর্চারিতে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ছিল ২০১৯ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান সানার ব্রোঞ্জ জয়
♦৬-১১ জুন ২০২১ দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ-১-এ বাংলাদেশ দল কম্পাউন্ড মিশ্র দলগত ও পুরুষ দলগত ইভেন্টে রূপার পদক এবং রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের মাইলফলক
স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৮ ডলার দিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যাত্রা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৮১-৮২ অর্থবছর থেকে – কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে বিদেশি মুদ্রার মজুদ জমতে শুরু করে। ওই অর্থবছর শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১২ কোটি ১০ লাখ ডলার। ১৯৯১-৯২ অর্থবছর শেষে রিজার্ভ ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের ঘর অতিক্রম করে ১.৬০ বিলিয়ন ডলারে উন্নীত হয়। ১৯৯২-৯৩ অর্থবছর শেষেই রিজার্ভ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে ২.২১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ১৯৯৪-৯৫ অর্থবছর শেষে ৩ বিলিয়ন ডলার অতিক্রম করে। ১৯৯৬-৯৭ অর্থবছরে তা কমে ১.৭১ বিলিয়ন ডলারে নেমে আসে। ২০০৫-০৬ অর্থবছর শেষে রিজার্ভ ৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। ২০০৯-১০ অর্থবছরে ১০ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০১২-১৩ অর্থবছরে ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এরপর থেকে বেড়েই চলেছে অর্থনীতির এ সূচক। আর গড়েই চলছে রেকর্ডের পর রেকর্ড। বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
সর্বশেষ রিজার্ভের পরিসংখ্যান
মাস | রিজার্ভ মিলিয়ন $ |
মার্চ ২০১৯ | ৩২৫৭০.২ |
জুন ২০২০ | ৩৬০৩৭.০ |
অক্টোবর ২০২০ | ৪১০০৫.৮ |
নভেম্বর ২০২০ | ৪১২৬৯.২ |
ডিসেম্বর ২০২০ | ৪৩১৬৬.৫ |
ফেব্রুয়ারি ২০২১ | ৪৪০১৬.৫ |
মে ২০২১ | ৪৪৯৬০.৫ |
মাল্টি ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে
প্রকাশ: মে ২০২১ প্রকাশক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে।
প্রতিবেদনের শিরোনাম : Multiple Indicator Cluster Survey 2019
প্রতিবেদন অনুযায়ী ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ
♦ বিভাগ –
বেশি : চট্টগ্রাম (৪৯.২%) , কম : রংপুর (১৮.৩%) |
♦ জেলা –
বেশি : কুমিল্লা ও ফেনী (৬১.৮%) • কম: কুড়িগ্রাম (৫%)
নারী সাক্ষরতার হার • বিভাগভিত্তিক নারী সাক্ষরতার হার (%) – খুলনা, ৯৪.৭; বরিশাল, ৯১.৬; রাজশাহী, ৯০.৩; রংপুর, ৯০.০; ঢাকা, ৮৮.১; চট্টগ্রাম, ৮৭.২; সিলেট, ৮৪.৯; ময়মনসিংহ, ৮৩.৭। বাংলাদেশে নারী সাক্ষরতার হার ৮৮.৭%
♦বিভাগ- বেশি : খুলনা (৯৪,৭%) , কম : ময়মনসিংহ (৮৩.৭%)
♦জেলা – বেশি: কুষ্টিয়া (৯৬.৬%) , কম : বান্দরবান (৬৭%)।