কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৮.২০২১
♦ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমির মাসব্যাপী অনলাইনে আয়োজিত অনুষ্ঠান ‘শোক ও শক্তির মাস আগস্ট-২০২১’-এর উদ্বোধন।
♦ গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে ধরে আনা ৫৬টি বানরের ওপর বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড উদ্ভাবিত করোনার টিকা বঙ্গভ্যাক্সের ট্রায়াল শুরু।
♦ ৫৬ বছর পর ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রুটে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু।
০২.০৮.২০২১
♦ অন্তঃসত্ত্বা ও দুধ পান করানো মাকে করোনার টিকা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গঠিত জাতীয় টিকা পরামর্শক কমিটি।
০৩.০৮.২০২১
♦ ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে হারাল বাংলাদেশ।
০৪.০৮.২০২১
♦ স্থানীয় ও জাতীয় পর্যায়ে কৃষিপণ্যের বেচাকেনায় ভোক্তা, কৃষক, উদ্যোক্তা ও কৃষি ব্যবসায়ীদের জন্য সরকারি অ্যাপ ‘সদাই’ চালু।
০৫.০৮.২০২১
♦ তিন দিনব্যাপী বিজ্ঞান ও সমসাময়িক প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেমপোরারি টেকনোলজিস’ ভার্চ্যুয়ালি শুরু। উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আয়োজক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।
০৬.০৮.২০২১
♦ স্বাস্থ্যবিধি মেনে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চালু।
০৭.০৮.২০২১
♦ সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু।
০৮.০৮.২০২১
♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপিত।
০৯.০৮.২০২১
♦ সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা।
♦ গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
♦ ‘জাতীয় জাদুঘর আইন, ২০২১’ ও ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১০.০৮.২০২১
♦ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১০ প্রকল্পের অনুমোদন।
♦ কক্সবাজারের ৩৪ রোহিঙ্গা আশ্রয় শিবিরের করোনা টিকাদান কর্মসূচি শুরু।
১১.০৮.২০২১
♦ চীন থেকে সিনোফার্মের ছয় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১২.০৮.২০২১
♦ সারাদেশে গণটিকার প্রথম ধাপের সমাপ্তি।
♦ ‘খাদ্যব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক যুব দিবস ২০২১ পালিত।
১৩.০৮.২০২১
♦ চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছে।
♦ আফগানিস্তানে তালেবান হামলার ঝুঁকিতে থাকা নারী নেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের সুরক্ষা দিতে ২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা। সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রকাশ কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনোর।
১৫.০৮.২০২১
♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।
১৬.০৮.২০২১
♦ বাংলাদেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনের লক্ষ্যে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত।
১৭.০৮.২০২১
♦ সিনেমা-নাটকে ধুমপানের চিত্র ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধে রুল জারি করে হাইকোর্ট।
♦ বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের জন্য আবেদনের সময় ২৬ আগস্ট পর্যন্ত বাড়িয়ে পরিপত্র জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯.০৮.২০২১
♦ সরকারি চাকরিতে ২১ মাস বয়সের ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।
২০.০৮.২০২১
♦ পবিত্র আশুরা পালিত।
২১.০৮.২০২১
♦ ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৭ বছর পূর্তি। ২০০৪ সালের এ দিনে আওয়ামী লীগের সমাবেশে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছিল।
২২.০৮.২০২১
♦ জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ১৯৭৬ সালের ‘দ্য ডিলিমিটেশন অব কনস্টিউয়েন্সিস অর্ডিনেন্স’ রহিত করে নতুন এ আইন হচ্ছে।
২৩.০৮.২০২১
♦ পদ্মা সেতুতে ২,৯১৭টি রোডওয়ে স্ল্যাবের শেষ স্ল্যাবটি বসানো সম্পন্ন হয়।
২৪.০৮.২০২১
♦ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আরও ২১ নারী মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) গেজেট প্রকাশ।
♦ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে।
♦ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আগমন নিউজিল্যান্ড ক্রিকেট দলের।
২৫.০৮.২০২১
♦ আদালতের আদেশ পাওয়ার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) দেশে পাবজি, ফ্রি ফায়ারের মতো বিপজ্জনক ইন্টারনেট গেমের লিংক বন্ধ করে দেয়।
♦ গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজের টিকা ৭ সেপ্টেম্বর ২০২১ থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।
২৭.০৮.২০২১
♦ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত।
২৮.০৮.২০২১
♦ প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রীমকোর্টের সেপ্টেম্বর মাসের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়।
২৯.০৮.২০২১
♦ দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন।
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন।
আলোচিত বাংলাদেশ
টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আন্দোলন-সংগ্রাম দেখা যায় টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এ আয়োজনটি করে নিউয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন। ১৫ আগস্ট রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ড জুড়ে এ প্রদর্শনী চলে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।
ইয়নসে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার
২৬ জুলাই ২০২১ দক্ষিণ কোরিয়ার সিউলের ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করে। এছাড়া রয়েছে কোরিয়ান ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’।
তুরস্কে বঙ্গবন্ধুর ডাকটিকিট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ২৭ জুলাই ২০২১ তুরস্কের ডাকবিভাগ বঙ্গবন্ধুর ডাকটিকিট অবমুক্ত করে। বাংলাদেশের রাষ্ট্রদূত সময়ূদ মান্নান এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইংয়ের মহাপরিচালক ডনিজ চাকারের মধ্যে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ ডাকটিকিট অবমুক্ত করা হয়।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার
ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) বঙ্গবন্ধু কর্নার স্থাপনের নিমিত্তে বাংলাদেশ দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়।
আলোকচিত্রে বঙ্গবন্ধু
১ আগস্ট ২০২১ মুজিববর্ষ উপলক্ষে সুইডেনের স্টকহোমে ১-১৫ আগস্ট ২০২১ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ প্রদর্শনীর আয়োজন করা হয়। সুইডেননিবাসী বঙ্গবন্ধুর অনুরাগী মোহাম্মদ আফতাবুর রহমানের সংগৃহীত ও মুদ্রিত বিভিন্ন দুর্লভ ছবি প্রদর্শিত হয়।
Sajeeb Wazad Joy
A Sprited Graceful Journey: বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থ। মোড়ক উন্মোচন ২৭ জুলাই ২০২১। দ্বিভাষিক গ্রন্থটির বাংলা নাম- ‘সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা’।
মুজিব আমার পিতা
৫০ মিনিটের এনিমেশন চলচ্চিত্র। পরিচালক সোহেল মোহাম্মদ রানা।
বঙ্গবন্ধুকে নিয়ে অনুবাদগ্রন্থ
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তাকে নিবেদিত ১০০ বাংলা কবিতার হিন্দি অনুবাদ সম্প্রতি বই আকারে প্রকাশিত হয়। গ্রন্থটির শিরোনাম ‘জন্মশতবর্ষ কী শ্রদ্ধাঞ্জলি: বাংলাদেশ কে রাষ্ট্রপ্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিবেদিত সৌ কবিতায়ে’। গ্রন্থটির প্রণেতা অধ্যাপক সফিকুন্নবী সামাদী। এর মধ্যে রয়েছে ৯৮টি বাংলা কবিতার অনুবাদ।
মুক্তিযুদ্ধ পদক
মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকাকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত করতে ‘মুক্তিযুদ্ধ পদক’ চালু করে সরকার। এজন্য ৯ আগস্ট ২০২১ ‘মুক্তিযুদ্ধ পদক নীতিমালা ২০২১’-এর প্রজ্ঞাপন জারি করে। পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনার পদকের সঙ্গে একটি রেপ্লিকা এবং দুই লাখ টাকা প্রদান করা হবে। সাতটি ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার দেয়া হবে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে পাঁচ নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’-এ ভূষিত করা হয়। মনোনীত প্রত্যেকে ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম সোনা দিয়ে তৈরি একটি পদক, ৪ লাখ টাকার চেক ও সম্মাননা সনদ লাভ করেন। এবারের বিজয়ীরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম (মরণোত্তর)
♦শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া: টাঙ্গাইলের জয়া পতি (মরণোত্তর) ♦কৃষি ও পল্লী উন্নয়ন: পাবনার কৃষি উদ্যোক্তা মোছা. নুরুন্নাহার বেগম ♦ রাজনীতি: কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল ♦গবেষণাক্ষেত্রে: নেত্রকোণার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহান)।
পদক-পুরস্কার
‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯’ প্রদানের জন্য ১০টি শ্রেণিতে কিছু প্রতিষ্ঠান/ব্যক্তিবর্গকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হয়। প্রতিটি শ্রেণিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানকে সনদ ও ক্রেস্টসহ ১ম পুরস্কারের জন্য ৩০,০০০ টাকা, ২য় পুরস্কারের জন্য ২০,০০০ টাকা এবং ৩য় পুরস্কারের জন্য ১৫,০০০ টাকা প্রদান করা হয়।
যাবজ্জীবন মানে ৩০ বছর
যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ‘স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত’ কথাটি উল্লেখ না থাকলে আসামি ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী, ৩০ বছর কারাভোগ করবে। ১৫ জুলাই ২০২১ সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে ১২০ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, ‘যাবজ্জীবন কারাদণ্ডের প্রাথমিক অর্থ ৩০ বছর কারাদণ্ড।
হলদিবাড়ী-চিলাহাটি মালবাহী ট্রেন চালু
দীর্ঘ ৫৫ বছর পর হলদিবাড়ী-চিলাহাটি রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। ১ আগস্ট, ২০২১ ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত ডামডিম স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশের চিলাহাটি রেলস্টেশনে পৌঁছে।
সিলেটে এখন ২৮তম গ্যাসক্ষেত্র
সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পনি লিমিটেড (BAPEX)। ৯ আগস্ট, ২০২১ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা জানান। আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটিতে দৈনিক ১০ কোটি ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যাবে।
করোনার টিকা উৎপাদনে চুক্তি
১৬ আগস্ট, ২০২১ চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে অংশ নেয়া তিনটি পক্ষ—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও সিনোফার্ম। এ চুক্তির আলোকে প্রাথমিকভাবে চীন থেকে সিনোফার্মের প্রস্তুতকৃত টিকা দেশে এনে বোতলজাত করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।
বাংলায় গণপ্রতিনিধিত্ব আদেশ
১ জুলাই, ২০২১ বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) ১৯৭২ বাংলা পাঠ প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। শিরোনামসহ বিদ্যমান আইনটিতে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই গেজেট আকারে প্রকাশিত হয়। Representation of the People Order (PRO) প্রণয়নের সময়ই বাংলা পাঠ প্রকাশের বিধান থাকলেও বাংলা পাঠ প্রকাশ হতে সময় লাগলো ৫০ বছর। ইংরেজি ভাষায় প্রণীত গণপ্রতিনিধিত্ব আদেশের ৯৪ (ক) ধারায় বাংলা পাঠ প্রকাশের বিধান রয়েছে।
দেশের তৃতীয় সাফারি পার্ক
কক্সবাজারের ডুলাহাজারা ও গাজীপুরের পর মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। লাঠিটিলায় ৫,৬৩১ একর জায়গাজুড়ে এ সংরক্ষিত বনের নাম হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’।
জাতিসংঘে দৃষ্টিপ্রতিবন্ধিতা প্রস্তাব
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বাংলাদেশের উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২৩ জুলাই, ২০২১ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ফ্রেন্ডস অব ভিশনে’র পক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।
আম পরিশোধন কেন্দ্র
দেশে প্রতিবছর বাড়ছে আমের উৎপাদন। তাই আমের রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও সাতক্ষীরা জেলায় নির্মাণ করা হবে ‘ভেপর হিট ট্রিটমেন্ট’ (VHT) প্ল্যান্ট তথা পরিশোধন কেন্দ্র। ১৮ জুলাই, ২০২১ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ‘আম রপ্তানি বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক অনলাইন মতবিনিময়ে এ তথ্য জানান।
দেশে এখন উপজেলা ৪৯৫
২৬ জুলাই, ২০২১ প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (NICAR) ১১৭তম বৈঠকে নতুন তিনটি উপজেলা অনুমোদন দেয়া হয়।
♦ডাসার মাদারীপুর জেলার পঞ্চম উপজেলা। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলা ঘোষণা করায় মাদারীপুর জেলা ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়।
♦ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশাসনিক নতুন উপজেলা।
♦মধ্যনগর উপজেলা সুনামগঞ্জ জেলার দ্বাদশ উপজেলা।
অলিম্পিক লরেল পুরস্কার
২৩ জুলাই, ২০২১ জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘অলিম্পিক লরেল’ পুরস্কার দেয়া হয়। ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্যতা কমানোর স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ সম্মাননা দেয়া হয়।
IVI’র সদস্য বাংলাদেশ
আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (IVI) আনুষ্ঠানিক সদস্যপদ লাভ করায় ১৫ জুলাই ২০২১ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে IVI’র সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটি বাংলাদেশকে স্বাগত জানায়। বাংলাদেশ IVI’র ১৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
APG’র সভাপতি বাংলাদেশ
অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের সংস্থাগুলো ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ২৯ জুলাই ২০২১ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জোটের (APG) সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
BINA’র জাতিসংঘ পুরস্কার লাভ
উদ্ভিদ মিউটেশন প্রজননে অবদানের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এবং কৃষি ও খাদ্য সংস্থার (FAO) ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA)।
ব্লাস্টপ্রতিরোধী গমের নতুন জাত উদ্ভাবন
♦ সম্প্রতি ব্লাস্টপ্রতিরোধী গমের নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউ এমআরআই)। ইতিমধ্যে জাতীয় বীজ বোর্ড জাতটি অনুমোদন দিয়েছে। জাতটির নামকরণ করা হয়েছে ‘ডব্লিউএমআরআই গম-৩’ জাতটি ৯৯ দশমিক ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ব্লাস্ট রোগপ্রতিরোধী।
অস্ট্রেলিয়ায় স্থায়ী হাইকমিশন কার্যালয় নির্মাণ করছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ চ্যান্সারি ভবন। ২০ জুলাই ২০২১ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ফেলো হলেন কৃষিবিজ্ঞানী প্রফেসর আফজাল হোসেন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো’ হলেন কৃষিবিজ্ঞানী অধ্যাপক আফজাল হোসেন। ১ আগস্ট, ২০২১ তিনি ইউজিসিতে যোগদান করেন।
কৃষিপণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম ‘সদাই’ চালু
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তার কাছে নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য সরবরাহের লক্ষ্যে সরকার কৃষিপণ্য কেনাবেচার অ্যাপ ‘সদাই’ চালু করেছে। গত ৪ আগস্ট ২০২১ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সদাই’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
করোনা চিকিৎসায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতাল চালু
রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতাল চালু হলো। গত ৭ আগস্ট ২০২১ হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।