কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৮.২০২২
♦ ২০২১-২২ অর্থবছর শেষে পুঞ্জিভূত ঋণের পরিমাণ ৫,৯৫২ কোটি ডলার। এর মধ্যে বিশ্ব ব্যাংক ও এডিবির ঋণ প্রায় ২৫০০ কোটি ডলার। সাধারণত বিশ্বব্যাংক, এডিবি, জাপানসহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিলে তা পরিশোধ করতে ৩০-৪০ বছর সময় পাওয়া যায়। কিন্তু চীন, রাশিয়া ও ভারত এ তিন দেশের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হয় ১০ থেকে ১৫ বছরের মধ্যে।
♦ তুরস্কের স্থাপত্যশৈলীতে নির্মিত ষাটগম্বুজ মসজিদটি সারা বিশ্বে তুরস্ক-বাংলাদেশের বন্ধুত্বের একটি প্রতীক হিসেবে বিবেচিত হবে, -বলেছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
♦ অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের দপ্তর গুলোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এবং একই সাথে তিনি সুইজারল্যান্ডে দেশের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করবেন।
০২.০৮.২০২২
♦ সরকারি হিসেবে দেশে মূল্যস্ফীতির হার এখন ৭ দশমিক ৫৬ শতাংশ, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
♦ বিদায়ী ২০২১-২২ অর্থবছরে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ দেশে এসেছে। এই অর্থবছরে প্রথমবারের মতো বিদেশি সহায়তার পরিমাণ ১ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
♦ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে আমদানি ঋণপত্র খোলা হয়েছে ৫৪৭ কোটি ডলারের, যা জুন মাসের তুলনায় ৩১ দশমিক ৩২ শতাংশ কম।
♦ কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে আমদানিতে খরচ হয়েছে ৮ হাজার ৯১৬ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৬ হাজার ৫৫৯ কোটি ডলার। ফলে গত অর্থবছরের তুলনায় আমদানি খরচ বেড়েছে প্রায় ৩৬ শতাংশ।
০৩.০৮.২০২২
♦ গত জুলাই পর্যন্ত দেশের রপ্তানি প্রবৃদ্ধি ১৫%।
♦ আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী জুলাই মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার, তবে এ বছরের জুলাইয়ে গড় বৃষ্টি হয়েছে ২১১ মিলিমিটার। সংস্থাটির হিসেবে, গত মাসে দেশে ৪২ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে।
০৪.০৮.২০২২
♦ জুলাই মাসের শেষে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে শিল্প খাতে কারখানা উৎপাদন ১০-৫০ শতাংশ পর্যন্ত কমেছে।
♦ দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় আছে মোট ৬৫ হাজার ৫৬৬টি।
♦ বিবিএসএর হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমে ৭ দশমিক ৪৮ শতাংশ হয়েছে। গত জুন মাসে এই হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ, যা ছিল গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
০৫.০৮.২০২২
♦ আগামীকাল শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার এই সফরকালে দুর্যোগ ও অর্থনৈতিক সম্পর্কসহ নানা ক্ষেত্রে সহযোগিতার বেশ কয়েকটি চুক্তি সই ও নবায়ন হতে পারে।
♦ চীন-তাইওয়ান উত্তপ্ত পরিস্থিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এক চীন নীতির প্রতির সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং জাতিসংঘের সনদ ও সংলাপের মাধ্যমে সব পক্ষকে মতভেদ দূর করার আহ্বান জানাচ্ছে।
০৬.০৮.২০২২
♦ সরকার অর্থনীতির দিক দিয়ে চাপে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে। আইএমএফ এর ঋণের শর্তের মধ্যে অন্যতম হলো জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার। জ্বালানি তেলের দাম বাড়িয়ে সেই শর্ত পূরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
♦ মুখের স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষের জানা-বোঝার ঘাটতি আছে। সুস্থ ও ভালো থাকার জন্য দাঁত, জিবের যত্ম নেওয়া খুবই জরুরি। মুখের স্বাস্থ্য ভালো না থাকলে তার প্রভাব পড়ে হৃদযন্ত্রে ও কিডনিতে।
♦ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ শনিবার ঢাকায় আসছেন। সফরের দ্বিতীয় দিনে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা শেষে অন্তত ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
♦ ডেটা গর্ভন্যান্স সূচকে বিশ্বে ৬৯টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬২তম। যেখানে ভারত ৫২তম এবং পাকিস্তান ৬০তম। বাংলাদেশ সূচকে ১০০ নম্বরের মধ্যে ১৫ পেয়েছে।
♦ আজ ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতেই তার জীবন প্রদীপ নির্বাপিত হয়েছিল।
০৭.০৮.২০২২
♦ রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এ বছর পাঁচজন নারীকে দেওয়া হচ্ছে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছামুজিব পদক ২০২২’। ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীকে জাতীয় দিবস ঘোষণা করা হয় ২০২০ সালের ২০ সেপ্টেম্বর।
♦ জ্বালানী তেলে মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের যাতায়াতের প্রধান বাহন বাসের ভাড়া বেড়েছে সর্বোচ্চ ২২ শতাংশ।
♦ দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩০৪ জন।
০৮.০৮.২০২২
♦ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ ৮ আগস্ট।
♦ বিশ্বব্যাংক বাংলাদেশকে নাগরিকদের জন্য স্বাস্থ্য সুবিধা বাড়াতে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। বর্তমান বাজারদর অনুযায়ী এই অর্থ স্থানীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৮৫০ কোটি টাকার মতো (প্রতি ডলার ৯৫ টাকা ধরে)। বাংলাদেশকে ২ শতাংশ সুদে ৫ বছরের রেয়াত কালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
০৯.০৮.২০২২
♦ ঢাকার দুই মেয়র পাচ্ছেন পূর্ণমন্ত্রীর মর্যাদা। এ ছাড়া চসিক ও নাসিক এর দুই মেয়র পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা। এ তথ্য জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।
♦ ট্রানজিট পণ্য পরিবহনের চুক্তির আওতায় গতকাল সোমবার ভারতের পণ্য নিয়ে এই প্রথম মোংলা বন্দরে এসে পৌঁছেছে বাংলাদেশী একটি জাহাজ। এটি মোংলা বন্দর ও সড়কপথ ব্যবহার করে ভারতীয় পণ্য উত্তর-পূর্ব রাজ্য আসাম ও মেঘালয়ে পণ্য পরিবহনের পরীক্ষামূলক প্রথম চালান।
১০.০৮.২০২২
♦ বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলায় আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে গৃহীত ঋণের প্রযোজ্য সুদসহ ঋণ পরিশোধের বোঝা পুরোটাই জনগণের ওপর পড়বে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
♦ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ বুধবার (১০ আগস্ট)।
১১.০৮.২০২২
♦ চলতি বছর এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন।
১২.০৮.২০২২
♦ খেলাপি ঋণে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। ব্যাংক খাতে এখন খেলাপি ঋণ ১ লাখ ২৫ হাজার ২৫৭ কোটি ৫৭ লাখ টাকা।
♦ চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম দুর্লভ ও দামি শ্বেতচন্দনের বাগান। দীর্ঘ ১০ বছর চেষ্টার পর এই সাফল্য পান বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা।
♦ লোডশেডিং কমাতে শিল্পকারখানার জন্য এলাকাভেদে পৃথক সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার। সাভারের আশুলিয়ার কারখানাগুলোর সাপ্তাহিক ছুটি রবিবার। আর গাজীপুরের কারখানাগুলো বন্ধ থাকবে সোমবার, আজ শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
♦ চলতি মাসে প্রবাসী আয় আসা বেড়েছে। আমদানি ঋণপত্র খোলাও কমে গেছে। ফলে সামনের দিকে ডলারের সংকট কেটে যাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক।
♦ মহামারির ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের তরুণসমাজ। আইএলও এর তথ্যানুসারে, ২০২২ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরুণ জনগোষ্ঠীর বেকারত্বের হার দাঁড়াতে পারে ১৪ দশমিক ৯ শতাংশে। এই প্রতিবেদনানুসারে, বাংলাদেশের তরুণদের বেকারত্বের হার ১০ দশমিক ৬ শতাংশ।
♦ প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সাথে আরও সহযোগিতা বাড়াতে চায় সৌদি আরব। নতুন করে আরও কয়েকটি সমঝোতা স্মারক সই করতে চায় তারা।
১৩.০৮.২০২২
♦ দেশে জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৭.৫৬% যা ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
♦ বাংলাসাহিত্যের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৬ তম জন্মদিন আজ ১৪ আগস্ট। ১৯২৬ সালের ১৪ আগ্সট কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ২১ বছরে বয়সে ১৯৪৭ সালের ১৩ মে মারা যান বাংলা সাহিত্যের এ কিশোর কবি।
১৪.০৮.২০২২
♦ বাংলাদেশে প্রতিবছর গড়ে ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করছে। এই হিসাবে বিগত ৪ বছরে রোহিঙ্গার সংখ্যা বেড়ে এখন ১২ লাখের ওপরে।
১৭.০৮.২০২২
♦ বাংলাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ চিত্রশিল্পী ও ভাষাসংগ্রামী মুর্তজা বশীরের ৯০তম জন্মবার্ষিকী (১৭ আগস্ট। তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন।
১৮.০৮.২০২২
♦ মানবাধিকার লঙ্গনের অভিযোগগুলোর সুরাহার স্বার্থে স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব দেন ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত।
♦ দীর্ঘ এক যুগের বিরতির পর ২৩ আগস্ট সচিব পর্যায় এবং ২৫ আগস্ট দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
♦ খাদ্যনীতিবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘দ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের’ (ইফপ্রি) এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ছাড়া ২০৩০ সালে বৈশ্বিকভাবে ক্ষুধার ঝুঁকিতে থাকবে ৫২ কোটি ৮০ লাখ মানুষ। বাংলাদেশের ক্ষেত্রে ২০৩০ সালে এই সংখ্যা ১ কোটি ১৩ লাখ হবে।
♦ বাণিজ্য সংযোগ বৃদ্ধি করতে বিশ্বের অর্ধশতাধিক দরিদ্র দেশের পণ্য আমদানিতে নতুন করে শতাধিক পণ্যের আমদনি শুল্ক কমাতে চলেছে যুক্তরাজ্য, আগামি জানুয়ারিতে ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’, নামের এ উদ্যোগ কার্যকর হবে।
♦ ১০টি অগ্রাধিকারমূলক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন (এফবিসিআই) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এই প্রকল্পের মাধ্যমে ১৫টি সেফটি ইউনিট স্থাপন করা হবে। আর এই প্রকল্পে অর্থায়ন দেবে কানাডা ও নেদরল্যান্ডস সরকার।
♦ ব্যাংকের মাধ্যমে চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে। এই সময়ে প্রবাসী আয় এসেছে ১১৭ কোটি ১০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১০০ কোটি ৭০ লাখ ডলার।
১৯.০৮.২০২২
♦ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে থাকলেও বাংলাদেশ সুবিধাজনক জায়গায় আছে। কারণ জুলাই পর্যন্ত বাংলাদেশ খাদ্যঘাটতি অনুভব করেনি বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
♦ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
♦ ইন্দোনেশিয়ার ইয়োগিকার্তা শহরে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) বাংলাদেশ দলের শিক্ষার্থীরা একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। ৩৪তম এ আয়োজনে ৮৮টি দেশ থেকে ৩৫৭ প্রতিযোগী অংশ নেন।
২০.০৮.২০২২
♦ এখন থেকে দেশের সকল ধরনের ই-কমার্স করতে হলে উদ্যোক্তাদের ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (DBID) নিতে হবে। এতে গ্রাহক ও ব্যবসায়ী উভয়েরই স্বচ্ছ থাকা সম্ভব হবে। এই সফটওয়্যারটির তদারকি করছে মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগ।
♦ বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) তথ্য বলছে, পোলট্রিজাত পণ্য, মাছ ও গবাদিপশু উৎপাদনে ব্যবহৃত ১৬ ধরনের কাঁচামালের দাম ২০২০ সালের মার্চ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত গড়ে ৬৩ শতাংশের মতো বেড়েছে। ফলে সংকুচিত হচ্ছে পোলট্রিশিল্পের বাজার। আর সংকটের মুখে পড়েছে দেশের পোলট্রি শিল্প।
২১.০৮.২০২২
♦ গতকাল শনিবার দুপুর থেকে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নিচতলায় রেললাইন বসানোর কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম।
♦ আগামী বছরের জুনে কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পদ্মাসেতুর ওপর দিয়ে সরাসরি ট্রেন চলাচলের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। রেলমন্ত্রী আরো বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত মোট ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে।
♦ গতকাল শনিবার রাজধানীর বিমানবন্দর সড়কে নির্মিত দেশের বৃহত্তম আন্ডারপাস ‘সুরসপ্তক আন্ডারপাস’ পথচারিদের জন্য খুলে দেওয়া হয়েছে।
♦ বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে তৈরি পোষাক রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ২৬১ কোটি ডলার। উল্লেখ্য মোট পোশাক রপ্তানির ৪৫ দশমিক ৬২ শতাংশই কাঁচামালের পেছনে ব্যয় হয়।
♦ গত ২০২১-২২ অর্থ বছরে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই সংস্থাটির পরে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে জাইকা ও বিশ্বব্যাংক।
♦ চলতি অর্থবছরের প্রথম দেড় মাসে গম আমদানি হয় ৩ লাখ ৪০ হাজার টন। উল্লেখ্য, গত অর্থবছরে একই সময়ে আমদানি হয়েছিল ৫ লাখ ২৮ হাজার টন।
২২.০৮.২০২২
♦ বিলিয়ন ডলার ক্লাবে এখন বাংলাদেশের পাঁচ শিল্পগোষ্ঠী। কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে বিলিয়ন ডলার ব্যয় ছাড়িয়েছে এসব গ্রুপ প্রতিষ্ঠানগুলো। এতে এক দিকে যেমন উৎপাদন বাড়ছে অন্যদিকে তেমন কর্মসংস্থানও তৈরি হচ্ছে। এছাড়া প্রস্তুত পণ্যের আমদানি নির্ভরতাও কমছে।
♦ একক পণ্য হিসেবে বাংলাদেশে বিলিয়ন ডলার খরচ করে আনা আমদানি পণ্য ১৩টিতে উন্নীত হয়েছে। বিলিয়ন ডলার ব্যয়ে আমদানিকৃত পণ্যের বড় অংশই শিল্পের কাঁচামাল। এসব কাঁচামাল ব্যবহার করে তৈরি পণ্যের সিংহভাগই দেশে বাজারজাত হচ্ছে। আর কিছু পণ্য রপ্তানিও হচ্ছে।
২৩.০৮.২০২২
♦ কাল বুধবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল আটটা থেকে বেলা তিনটা। ব্যাংকের লেনদেন সকাল নয়টা থেকে বেলা চারটা। শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ।
♦ মন্ত্রীর মর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
♦ বুস্টার ডোজের কার্যকারিতা ছয়মাস পর কমে অর্ধেকে দাড়ায়। বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি বিভাগের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
২৪.০৮.২০২২
♦ নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ। ২০২১ সালে ৪৯ শতাংশ মামলা ছিল ধর্ষণের। চলতি বছরের প্রথম সাত মাসে এই হার ৪৮ শতাংশ।
♦ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশ থেকে ৫ হাজার ২০৮ কোটি ডলারের পণ্যরপ্তানি হয়েছে। তার মধ্যে পোশাক খাতের হিস্যা ছিল ৪ হাজার ২৬১ কোটি ডলার। তাতে প্রবৃদ্ধি ছিল ৩৫ শতাংশ।
♦ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মিয়ানমার বিশেষ দূত নোয়েলিন হেজার গতকাল মঙ্গলবার কক্সবাজারের শিবিরে রোহিঙ্গা শিশুদের সঙ্গে মতবিনিময়ের পর মুগ্ধতার কথা জানিয়েছেন। বাংলাদেশ সফরের আগে গত সপ্তাহে মিয়ানমার ঘুরে এসেছেন নোয়েলিন হেজার।
২৫.০৮.২০২২
♦ যাদের দৈনিক আয় ১ দশমিক ৯০ ডলারের কম, তাঁরা অতিদরিদ্র। মহামারি না হলে ২০২০ সালে এই অঞ্চলে এমন মানুষের সংখ্যা ২ দশমিক ৯ শতাংশ কমত। কিন্তু মহামারিতে অতিদরিদ্রের সংখ্যা উল্টো ৫ শতাংশ বেড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষ থেকে গতকাল বুধবার এ কথা জানানো হয়।
♦ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) পানিসম্পদ সচিব পর্যায়ে দুই দিনের বৈঠক গতকাল নয়াদিল্লিতে শুরু হয়েছে। দীর্ঘ ১২ বছর বিরতির পর জেআরসির আগামীকালের মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে সচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি হয়েছিল ২০১০ সালের মার্চে।
২৬.০৮.২০২২
♦ ডলারের বিপরীতে বিকল্প মুদ্রায় রাশিয়া থেকে তেল আমদানি সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
♦ মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোলিন হাইজার গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
২৭.০৮.২০২২
♦ আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী (১৮৯৯ -১৯৭৬)।
♦ ভারত থেকে দুদিনে বাংলাদেশে এল ১০০০ টন গম। স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাংলাদেশের অ্যাগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আড়াই হাজার টন গম আমদানির চুক্তি করে।
♦ ২৩তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া প্রেমী তরফদার মো. রুহুল আমিন। ক্রীড়া জগতে বিশেষ অবদানের জন্য এ সম্মাননায় ভূষিত করা হয়েছে তাকে। মাদার তেরেসার ১১২তম জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এই সম্মাননা প্রদান করে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।
২৮.০৮.২০২২
♦ একাদশ জাতীয় সংসদের ২৯তম অধিবেশন বসছে আজ রোববার। বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনের প্রথম দিনই জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ডেপুটি স্পিকারকে সন্ধ্যা সাতটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
২৯.০৮.২০২২
♦ ডিজেল আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। শুল্কহার কমিয়ে গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করেছে।
♦ নৌবাণিজ্য কার্যালয়ের হিসাবে, বাংলাদেশের পতাকাবাহী অস্থায়ী-স্থায়ী নিবন্ধিত সমুদ্রগামী জাহাজের সংখ্যা এখন ৯০টি। তিন বছরে যুক্ত ৪২টি। পণ্য পরিবহনক্ষমতা ৭১ লাখ টন। এই শিল্পে মোট বিনিয়োগ প্রায় ১৭০ কোটি ডলার। তবে ২০২০-২১ অর্থবছরে পণ্য পরিবহন বাবদ ৩ হাজার ১১০ কোটি টাকা আয় হয়েছে।
♦ চলতি মাসের প্রথম ২৪ দিনে ২৭৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে এই রপ্তানি ৫১ দশমিক ২১ শতাংশ বেশি।
৩০.০৮.২০২২
♦ সাঁতারে বিশ্ব রেকর্ড গড়তে সিলেট থেকে যাত্রা শুরু করেছেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (৭১)। গতকাল সকাল ছয়টায় সিলেটের কিনব্রিজ-সংলগ্ন সুরমা নদীর চাঁদনীঘাট থেকে সাঁতার শুরু করেন তিনি। টানা সাঁতার কেটে ২৮১ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছানোর লক্ষ্য ক্ষিতীন্দ্রের।
♦ মুদ্রার অবমূল্যায়নে মূল্যস্ফীতি বাড়ছে বলে বাংলাদেশকে সতর্ক করেছে বৈশ্বিক রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, মুদ্রার অবমূল্যায়ন চলতে থাকলে অভ্যন্তরীণ মূল্যস্ফীতির চাপ আরো বাড়বে এবং বৈদেশিক ঋণ পরিষেবা খরচও আরো ব্যয়বহুল হবে।
৩১.০৮.২০২২
♦ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, দেশে নিবন্ধিত যানবাহন ৫৩ লাখ ৪৮ হাজার ১৬০টি। এর মধ্যে বাস প্রায় ৫১ হাজার। ট্রাক ১ লাখ ৪৭ হাজার। আর মোটরসাইকেল প্রায় ৩৮ লাখ।
আলোচিত বাংলাদেশ
লোকান্তর-গাথা
মাহবুব তালুকদার
সাবেদ নির্বাচন কমিশনার, কবি ও শিশু সাহিত্যিক। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দেন। ২৪ জানুয়ারি ১৯৭২ রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন। ১৯৭৫ সালে তিনি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিবের (উপসচিব) দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাকে তদানীন্তন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ১৫ ফেব্রুয়ারি ২০১৭-১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
তার রচিত গ্রন্থ:
♦ প্রথম উপন্যাস: ক্রীড়ানক (১৯৬৮)
♦ প্রথম কাব্যগ্রন্থ: জন্মের দক্ষিণা (১৯৭৩)
♦ আত্মজৈবনিক গ্রন্থ: আমলার মামলা ও বঙ্গভবনে পাঁচ বছর
♦ অন্যান্য গ্রন্থ: মৃত্যুশয্যায় আমি একা, বন্ধ করো না পাখা, চাচার পাঁচালী, প্রেমের চতুর্দশপদী, সব পাখি ঘরে আসে, আত্মসমর্পণ প্রভৃতি।
আকবর আলি খান (১৯৪৪ – ৮ সেপ্টেম্বর ২০২২)
আকবর আলি খান ছিলেন একজন বাংলাদেশি সরকারি আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ। তিনি নবীনগরে স্কুলজীবন পার করে ঢাকা কলেজে ভর্তি হন এবং ১৯৬১ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন ইতিহাস নিয়ে। ১৯৬৪ সালে তিনি ইতিহাসে স্নাতক হন এবং ১৯৬৫ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে তিনি ১৯৭৭ সালে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে আবারও স্নাতকোত্তর এবং ১৯৭৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও ছিলেন এবং যুদ্ধকালীন সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন। ৮ সেপ্টেম্বর ২০২২ (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
দেশ বার্তা
ধান জাদুঘর
১ অক্টোবর ১৯৭০ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) যাত্রা শুরু হয়। উৎপাদন বৃদ্ধি ও জাত উন্নয়নে শুরু থেকেই প্রতিষ্ঠানটি একের পর এক নতুন জাতের ধান কৃষকদের উপহার দেয়। প্রতিষ্ঠানের উদ্ভাবিত জাতের মধ্যে কোনটি উচ্চ ফলনশীল জাত, কোনটি লবণ, খরা কিংবা বন্যা সহিষ্ণু। কোনো জাতের জনপ্রিয়তা কৃষক পর্যায়ে, কোনোটি আবার ভূমিকা রেখেছে গবেষণায়। এ সব জাতের ধান একসঙ্গে দেখা যাবে দেশের প্রথম ‘রাইস মিউজিয়াম’ বা ধান জাদুঘরে। ২০১৮ সালে জাদুঘরটি স্থাপনের কাজ শুরু হয়। ১২ মার্চ ২০২২ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। দেশের ধান চাষে ঘটছে নানা রূপান্তর। গরু দিয়ে হালচাষের বদলে এসেছে কলের লাঙল। এখন বীজ বপন, আগাছা পরিষ্কার, ধান কাটা ও মাড়াই-সবখানে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। BRRI এর উদ্ভাবিত নতুন জাতের ধানের প্রদর্শনীর পাশাপাশি এ জাদুঘরের মাধ্যমে আধুনিক ধানবিষয়ক কৃষিপ্রযুক্তি তুলে ধরা হয়েছে। মিউজিয়ামে প্রদর্শনীতে নতুন ও পুরোনো কৃষি যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এর ফলে দেশ-বিদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকেরা এখানে এসে ধান সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। BRRI’র প্রথম উদ্ভাবিত ধানের জাত ছিল বিআর-১ (চান্দিনা)। প্রতিষ্ঠানটি বিআর-২৮, বিআর-২৯, বঙ্গবন্ধু ধান-১০০ সহ মোট ১০৮টি ধানের জাত উদ্ভাবন করেছে।
সুপার স্পেশালাইজড হাসপাতাল
দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের পথচলা শুরু হয়েছে। সব জটিল রোগের চিকিৎসা এক ছাদের নিচ থেকে দেওয়ার প্রত্যয় নিয়ে এই হাসপাতালের নির্মাণ। রাজধানীর শাহবাগে ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সরকারপ্রধান। এই হাসপাতালের পথচলার মধ্য দিয়ে চিকিৎসাসেবায় ভোগান্তি কমার পাশাপাশি বিদেশমুখী রোগীর সংখ্যা কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় ৩.৪ একর জমিতে নির্মিত হাসপাতালটির শয্যাসংখ্যা ৭৫০। ১১ তলা বিশিষ্ট হাসপাতালটির রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ ১০০টি আইসিইউ ও ১০০টি ইমার্জেন্সি বেড। হাসপাতালটিতে রয়েছে ৯টি ফ্লোর ও তিনটি বেজমেন্ট। হাসপাতালে থাকছে আইটি বেইজড, মাল্টিডিসিপ্লিনারি হেলথ কেয়ার সার্ভিসেস। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা। ১৩ সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আরেকটি মাইলফলক অর্জিত হলো। এই হাসপাতালটির মাধ্যমে দেশে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে। সব ধরনের জটিল চিকিৎসার ব্যবস্থা এই হাসপাতালে রয়েছে। বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না।”
বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক
৬ আগস্ট ২০২২ দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ৭ আগস্ট ২০২২ বাংলাদেশ-চীনের মধ্যে চারটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এগুলো-দুর্যোগ ব্যবস্থাপনা, কচা নদীর ওপর নির্মিত সেতু হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় চুক্তি নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ই্নস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ে সহযোগিতা।
ট্রানজিটের প্রথম জাহাজ বাংলাদেশে
ট্রান্সশিপমেন্টের আওতায় ৮ আগস্ট ২০২২ ভারতীয় পণ্যের পরীক্ষামূলক চালান নিয়ে প্রথমবারের মতো মোংলা সমুদ্রবন্দরে এসে পোঁছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি রিশাদ রায়হান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৫ সালের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাদেশের ভেতর হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে পণ্য পরিবহনের বিষয়ে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। ২০১৮ সালের অক্টোবরে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ৫ অক্টোবর ২০১৯ ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির মধ্যে এ-সংক্রান্ত পরিচালন পদ্ধতির মান (SOP) স্বাক্ষরিত হয়। ২১ জুলাই ২০২০ পরীক্ষামূলক চার কনটেইনারের একটি চালান কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। চালানটি পরে সড়কপথে ভারতের ত্রিপুরায় নেওয়া হয়, যাতে ছিল রড ও মসুর ডাল।
কুয়েট ‘বঙ্গবন্ধু চেয়ার’
১০ আগস্ট ২০২২ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ হিসাবে নিয়োগ পান অধ্যাপক ড. খুরশীদা বেগম। দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক। ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ নিয়োগে KUET দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম। এর আগে ১০ ও ১৭ এপ্রিল ২০২১ অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৩তম সভায় ‘বঙ্গবন্ধু চেয়ার’ নীতিমালা অনুমোদন দেওয়া হয়।
ই-নামজারি প্রক্রিয়ায় QR কোড
ভূমিসেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সব সেবাকে আধুনিকায়ন প্রণীত খতিয়ান ও DCR’র নতুন ফরমেটে QR কোড সংযুক্ত করা হয়। QR কোডযুক্ত DCR ও খতিয়ান সহকারী কমিশনার (ভূমি) বা নাজিরের ম্যানুয়াল স্বাক্ষরের (সরাসরি হাতে প্রদত্ত কিংবা স্ক্যান/ছবি তুলে সংযুক্ত) প্রয়োজন নেই। এ আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় DCR’র নতুন ফরমেট QR কোড (Quick Response Code/ 2D bar code) সংযুক্ত করা হয়েছে। QR কোডযুক্ত DCR ও খতিয়ানের ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত DCR ও খতিয়ানের সমতুল্য এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহারোপযোগী। DCR কোডযুক্ত DCR’র ও খতিয়ান প্রাপ্তির পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল DCR/খতিয়ান সংগ্রহ করার প্রয়োজন নেই। ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা কাঠামো https://land.gov.bd অথবা সরাসরি ই-নামজারি ওয়েবসাইট http://mutation.land.gov.bd- এ গিয়ে ছক কোড স্ক্যান করে QR কোডযুক্ত অনলাইন DCR এবং QR কোডযুক্ত অনলাইন DCR এবং QR কোডযুক্ত অনলাইন খতিয়ানের বৈধতা সহজেই যাচাই করা যাবে।
জন্মনিবন্ধনে নতুন নিয়ম
জন্ম নিবন্ধন করতে এখন থেকে মা-বাবার জন্ম সনদ লাগবে না। ২৭ জুলাই ২০২২ থেকে জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্ম সনদ চাওয়া হচ্ছে না। এতে বিবাহ বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা অথবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই ও পথশিশুদের জন্ম নিবন্ধন করতে যে জটিলতা ছিল, নিরসন হবে। রেজিষ্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন থেকে কোনো শিশুর হাসপাতালে জন্ম নেওয়ার পর প্রদান করা ছাড়পত্র বা টিকার কাগজ যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখিয়ে জন্ম নিবন্ধন করা যাবে। এ নিয়ম আগেও কার্যকর ছিল। তবে ১ জানুায়ারি ২০২১ থেকে নিয়মে পরিবর্তন এনে বলা হয়, ২০০১ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্ম নিবন্ধন করতে হলে বাবা-মায়ের জন্ম নিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে।
নিবন্ধনের নিয়ম
রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে (http://www.orgbdr.gov.bd/) প্রবেশ করে ‘আমাদের সেবা’ আইকনে ক্লিক করলেই প্রথমে ‘জন্ম নিবন্ধন’ নামের একটি সেবা ট্যাব আসবে। সেটাতে পাওয়া যাবে একটি আবেদন ফরম। সেটা পূরণ করে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট শাখায় গেলেই যে কেউ জন্ম নিবন্ধন সনদ পেয়ে যাবেন। তবে এ ক্ষেত্রে জন্মের উপযুক্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
আবিষ্কার-বিজ্ঞান-প্রযুক্তি
তাপপ্রবাহের নামকরণ
বিভিন্ন ধরনের হারিকেন ও ঘূর্ণিঝড়ের নামকরণের মতো এবার তাপপ্রবাহেরও নামকরণ করেন বিজ্ঞানীরা। তারা এটাকে ‘জো’ (Zoe) বলে চিহ্নিত করেন। চরম তাপমাত্রার বিষয়ে জনসাধারণকে সতর্ক করা এবং তাদের বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য এটি একটি নতুন প্রচেষ্টা। ১৫ আগস্ট ২০২২ বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন লাইভসায়েন্স এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রথম নামকৃত তাপ তরঙ্গ ‘জো’ হলেও এখানেই শেষ নয়। হারিকেনগুলোর মতোই ভবিষ্যৎ তাপপ্রবাহগুলোর জন্য বিপরীত বর্ণানুক্রমিক নাম রাখার পরিকল্পনা করা হয়।
কাঁচা মরিচের গুঁড়া সংরক্ষণ
বগুড়ার মসলা গবেষণা কেন্দ্র কাঁচা মরিচের গুঁড়া উদ্ভাবন করে, যা ঘরে রেখে খাওয়া যাবে দুই বছর। স্বাদ আর গুণমানও থাকবে অটুট। কাঁচা মরিচের গুঁড়া তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের কৃষিবিজ্ঞানী মাসুদ আলম। প্রাথমিকভাবে তার উদ্ভাবিত এই গুড়া পরীক্ষা করে দেখা গেছে, এর গুণ ও মান শতভাগ ঠিক থাকছে। এক কেজি কাঁচা মরিচ শুকিয়ে গুঁড়া করলে পাওয়া যায় ১০০ থেকে ১৫০ গ্রাম।
দেশে তৈরি করোনার কিট
সাশ্রয়ী মূল্যে করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) BCSIR’র নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কিটটি উদ্ভাবন করা হয়। ৭ আগস্ট ২০২২ রাজধানীর সায়েন্সল্যাবে প্রতিষ্ঠানটির মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দেশীয় এ কিট দিয়ে ৪-৫ ঘন্টায় করোনার প্রাথমিক উপস্থিতি নিশ্চিত করা যাবে। এরই মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর এই কিট উৎপাদনের অনুমোদন দেয়।
ইন্টারনেট দেখেই টেলিস্কোপ তৈরি
ভোলার নাজমুল আহসান জাহিদ মাত্র ৯০ দিনে টেলিস্কোপ বানিয়ে ফেলেন। ফার্মাসিস্টের চাকরির পাশাপাশি শুরু করেন টেলিস্কোপ বানানোর কর্মযজ্ঞ। মেধা আর প্রবল আগ্রহকে কাজে লাগিয়ে অবশেষে এ সফলতা অর্জন করেন তিনি। ইন্টারনেটের সহযোগিতায় বানানো টেলিস্কোপ দিয়ে পূর্ণিমার চাঁদসহ বিভিন্ন গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রপুঞ্জ দেখেতে বহু মানুষ ভিড় করছে। ইতোমধ্যে প্রায় ১০০টি টেলিস্কোপের অর্ডার পেয়েছেন। প্রতিটি বিক্রি করবেন ৩০-৩৫,০০০ টাকায়।
জনশুমারি ও গৃহগণনা ২০২২
১৫-২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা । বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলার কার্যক্রম ২৮ জুন ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়। ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। জনশুমারির প্রতিবেদন নিয়ে আমাদের বিশেষ আয়োজন-
♦ জনসংখ্যা : ১৬,৫১,৫৮,৬১৬
♦ পুরুষ : ৮, ১৭,১২,৮২৪ ♦ নারী : ৮,৩৩,৪৭,২০৬ ♦ হিজড়া : ১২,৬২৯।
♦ পল্লী : ১১,৩০,৬৩,৫৮৭ ♦ পুরুষ : ৫,৫১,৬৬,৮৪২ ♦ নারী : ৫,৭৮,৯০,৪৬২ ♦ হিজড়া : ৬,২৮৩।
♦ শহর : ৫,২০,০৯,০৭২ ♦ পুরুষ : ২,৬৫,৪৫,৯৮২ ♦ নারী : ২,৫৪,৫৬,৭৪৪ ♦ হিজড়া : ৬,৩৪৬।
♦ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী : ১৬,৫০,১৫৯ (০.৯৯%) ♦ পুরুষ : ৮,২৪,৭৫১ (১.০১%) ♦ নারী : ৮,২৫,৪০৮ (০.৯৯%)।
♦ জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২২ জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) : ১,১১৯ ♦ লিঙ্গানুপাত: ৯৮.০।
♦ শিশু-নারী অনুপাত : ৩৩২ ♦ পল্লী : ৩৫১ ♦ শহর : ২৯৫।
♦ নির্ভরশীলতা অনুপাত : ৫২.৬৪ ♦ পল্লী : ৫৬.০৯ ♦ শহর : ৪৫.৬৩।
বৈবাহিক অবস্থা (%) (১০ বছর ও তদূর্ধ্ব)
বিষয় | জাতীয় | পুরুষ | নারী |
অবিবাহিত | ২৮.৬৫ | ৩৫.৬ | ২১.৯৫ |
বর্তমানে বিবাহিত | ৬৫.২৬ | ৬৩.০২ | ৬৭.৪১ |
বিধবা/বিপত্নীক | ৫.৩১ | ০.৯৬ | ৯.৫১ |
তালাকপ্রাপ্ত | ০.৪২ | ০.২১ | ০.৬২ |
দাম্পত্য বিচ্ছিন্ন | ০.৩৭ | ০.২২ | ০.৫১ |
♦ ধর্মভিত্তিক জনসংখ্যা (%) • মুসলমান : ৯১.০৪ • হিন্দু ৭.৯৫ • বৌদ্ধ : ০.৬১ • খ্রিষ্টান : ০.৩০ • অন্যান্য : ০.১২।
♦ সাক্ষরতা (%) (৭ বছর ও তদূর্ধ্ব) (পুরুষ ও নারী) : ৭৪.৬৬ • পুরুষ : ৭৬.৫৬ • নারী : ৭২.৮২।
♦ প্রতিবন্ধিতা (%) : ১.৪৩ • পুরুষ : ১.৬৩ • নারী : ১.২৩।
♦ খানার সংখ্যা : ৪,১০,১০,০৫১ • পল্লী: ২,৭৮, ২০,৩৪১ • শহর: ১,৩১,৮৯,৭১০।
♦ খানার আকার: ৪.০ • পল্লী: ৪.১ • শহর: ৩.৯।
♦ বসবাসের ধরন অনুযায়ী, থানার সংখ্যা ও জনসংখ্যা
♦ বস্তি • জনসংখ্যা: ১৮,০০,৪৮৬ • খানার সংখ্যা: ৫,০৭,৪৮৬।
♦ ভাসমান → জনসংখ্যা: ২২,১৮৫ • খানার সংখ্যা: ১৯,১৩৪ ।
♦ বস্তি ও ভাসমান খানা ব্যতীত অন্যান্য: • জনসংখ্যা: ১৬,৩৩,৩৫,১৯৪৫ • খানার সংখ্যা : ৪,০৪,৮৩,৪৩১ ।
♦ পল্লী ও শহরভিত্তিক বসবাসের গৃহের সংখ্যা: ৩,৫৯,৯০,৯৫১ • পল্লী : ২,৭৮,১১,৬৬৭ • শহর : ৮১, ৭৯, ২৮৪।
♦ খাবার পানির প্রধান উৎস (%): ট্যাপ/পাইপ (সাপ্লাই): ১১.৭৪ • টিউবওয়েল (গভীর/অগভীর) : ৮৫.৬৬ • বোতলজাত পানি/পানির জার : ০.৫৯ • কূপ/কূয়া ০.৩৫ • পুকুর/নদী/খাল/লেক: ০.৮৯ • ঝরনা/ছড়া : ০.১২ • বৃষ্টির পানি : ০.৪২ • অন্যান্য : ০.২৪।
♦ টয়লেট সুবিধার ধরন (%) • ফ্লাশ করে নিরাপদ নিষ্কাশন : ৫৬.০৪ • অনিরাপদ নিষ্কাশন : ১২.৮৬ • স্ল্যাবসহ পিট ল্যাট্রিন/ ভেন্টিলেটেড ইমপ্রুভড ল্যাট্রিন/কম্পোস্টিং ল্যাট্রিন: ২১.৭২ • স্ল্যাব ছাড়া পিট ল্যাট্রিন/উন্মুক্ত পিট : ৪.০৮ • কাঁচা/খোলা/ঝুলন্ত ল্যাট্রিন : ৪.০৭ • খোলা জায়গা: ১.২৩।
♦ বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস (%): • জাতীয় গ্রিড : ৯৭.৬১ • সৌর বিদ্যুৎ : ১.৪৫ • অন্যান্য : ০.১৯ • বিদ্যুৎ সুবিধা নেই : ০.৭৫ ।
Note: ২০২২ সালের শুমারিতে ১৭,৫০৭টি খানার ৮৫,৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে। তাই মোট জনসংখ্যা ও লিঙ্গভিত্তিক জনসংখ্যার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। প্রতি হাজারে ১৫-৪৯ বছর বয়সি নারীর বিপরীতে ০-৪ বছর বয়সি শিশু।
অন্যান্য
শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দু’দিন
১৮৩০ সালে ব্রিটিশরা ভারতবর্ষে প্রশাসনিক কাঠামো প্রতিস্থাপনের মাধ্যমে রবিবার ছুটির রেওয়াজ চালু করে। এর আগে গোষ্ঠীভিত্তিক কিংবা রাজ্যভিত্তিক প্রশাসনিক কার্যক্রমের সময়েও ছুটির প্রচলন ছিল। স্বাধীনতার পর বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ছিল রবিবার। ১৯৮৪ সালে রবিবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটি শুক্রবার করা হয়। ২৯ মে ১৯৯৭ সাপ্তাহিক ছুটি এক দিনের বদলে দুই দিন – শুক্রবার ও শনিবার করা হয়। এরপর এটি একবার বন্ধ হয়, পুনরায় চালু হয়। এখন পর্যন্ত দু’দিন ছুটির বিষয়টি প্রচলিত রয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি ছিল একদিন। ২২ আগস্ট ২০২২ মন্ত্রিসভার বৈঠকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৩ আগস্ট ২০২২ শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রীর ভারত সফর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ৪ দিনের সরকারি সফরে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছলে তাকে লাল গালিচা অভ্যর্থনা দিয়ে স্বাগত জানানো হয়। সফরের প্রথম দিন বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর দিল্লীতে তার অবস্থান স্থল আইটিসি মৌর্য হোটেলের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের দ্বিতীয় দিন, ৬ সেপ্টেম্বর, শেখ হাসিনা হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং একান্ত বৈঠক করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান এবং তার সম্মানে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিবেশী দু’দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এর মধ্যে বাংলাদেশ কর্তৃক কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের সমঝোতা স্মারকও রয়েছে।পরে যৌথ বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যৌথ বিবৃতিতে ভারত বাংলাদেশি যে কোন পণ্য তৃতীয় কোন দেশে রপ্তানি করতে বিনা মাশুলে ট্রানজিট ব্যবহারে সুযোগ দেয়ার প্রস্তাব করে। একই দিন প্রধানমন্ত্রীর তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজে শেখ হাসিনা যোগ দেন। শেখ হাসিনা পৃথকভাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মূ এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ সেপ্টেম্বর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির শ্রদ্ধা নিবেদন করেন।
নতুন DAP অনুমোদন
ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা Detailed Area Plan (DAP)-এর অনুমোদন দেয় সরকার। ২৩ আগস্ট ২০২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে নতুন ড্যাপের অনুমোদন দেওয়ার ফলে ২০১০ সালে পাস হওয়া পুরোনো অঞ্চল পরিকল্পনা বাতিল হয়। নতুন DAP’র খসড়া উন্নয়ন ২০২০ সালে প্রকাশ করা হয়। এতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঢাকার দুই সিটি কর্পোরেশন, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের আংশিক (১,৫২৮ বর্গকিমি বা ৫৯৮ বর্গমাইল) এলাকায় ভবন নির্মাণে সর্বোচ্চ ৮ তলা পর্যন্ত উচ্চতার বিধিনিষেধের কথা বলা হয়।
বিসিএস পরীক্ষায় পরিবর্তন
পরিবর্তন আসছে বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) পরীক্ষায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) আয়োজনে বিভিন্ন পরীক্ষায় আরও শৃঙ্খলা আনতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কমিশনের অধীন নানা পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আরও মানসম্মত প্রশ্ন তৈরির স্বার্থে পর্যালোচনা করা হচ্ছে বিদ্যমান সিলেবাস। অন্যদিকে বিসিএস পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য শূন্যপদের সংখ্যাও প্রকাশ করা হবে।
♦ ফরম পূরণের সময় ক্যাডার পদের পাশাপাশি নন ক্যাডারেও পদ পছন্দ করা যাবে,
♦ আসনবিন্যাস দৈবচয়নে,
♦ প্রতিবছর ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ।