অর্থনীতি

২০২০-২১ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ১৪৫ কোটি ডলারের।

২০২১-২২ অর্থবছরে শিল্প ও সেবা এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংক কম সুদে ঋণ বরাদ্দ করেছে ৫৩ হাজার কোটি টাকা।

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। (এই ঋণের সুদহার হবে ৮ শতাংশ)

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ব্যাংক কৃষকদের জন্য ৪ শতাংশ সুদে প্রণোদনা তহবিল গঠন করেছিল ৫ হাজার কোটি টাকার।

২০২০-২১ অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্য ছিল ২৬ হাজার ২৯২ কোটি টাকা (ব্যাংকগুলো ২৫ হাজার ৫১১ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ। এই ঋণ পেয়েছেন ৩০ লাখ ৫৫ হাজার ১৬৬ জন কৃষক)।

২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়কর আদায় করেছে ২৪ হাজার ১৩৮ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ ঋণসহায়তা পেয়েছে ৭১৯ কোটি ডলার। (প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৫ টাকা ধরে ৬০ হাজার ৩৫০ কোটি টাকা)।

বর্তমানে দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচি (স্কিম) সংখ্যা-১১।

২০২১ সালের জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশে। (জুন ২০২১-এ ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ)।

সম্প্রতি দেশে চালের মোট আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ২৫ দশমিক ৭৫ শতাংশ। (৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত হ্রাসকৃত শুল্কে চাল আমদানি করা যাবে)।

২০২১-২১ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টারখ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য রপ্তানি হয়েছে ৬৯৭ কোটি ৭০ লাখ টাকার।

১৮ আগস্ট ২০২১ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে গত জুলাই মাসের ব্যবসার বিপরীতে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ করেছে ২ কোটি ২৭ লাখ টাকা। (ফেসবুক ঢাকা দক্ষিণ কমিসনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান)।

বাংলাদেশে ব্যবসা করে এমন অনাবাসি প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক জুলাই ২০২১ প্রথম ভ্যাটের রিটার্ন দাখিল করে ২ কোটি ৪৪ লাখ টাকা।

২০২০-২১ অর্থবছরে-দেশে’আমদানি বেড়েছে সাড়ে ৭ শতাংশ।

২০২০-২১ অর্থবছরে দেশে, মোট পণ্য আমদানি হয়েছে ৫ হাজার ৭২৫ কোটি ডলারের। (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৮৬ হাজার ৬২৫ কোটি টাকা)

২৩ আগস্ট ২০২১, বাংলাদেশ ব্যাংক কৃষি খাতের জন্য নতুন করে প্রণোদনা প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ৩ হাজার কোটি টাকার।

 

বাংলাদেশে প্রথমবারের মতো ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

বাংলাদেশে প্রথমবারের মতো ২ কোটি ২৯ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিল বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ৫ আগস্ট, ২০২১ মে ও জুন মাসের ভ্যাটের রিটার্ন জমা দেয় প্রতিষ্ঠানটি।

 দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলার

সম্প্রতি করোনা মোকাবিলায় স্পেশাল ড্রয়িং রাইট (এসডিআর) তহবিল থেকে বাংলাদেশকে প্রায় ১৪৫ কোটি ডলার ঋণসহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে গত ২৪ আগস্ট ২০২১, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে।

 কোভিড সহায়তা হিসেবে বাংলাদেশকে ১ কোটি ১৪ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বাংলাদেশে কার্যকর কোভিড-১৯ টিকা অভিযান চালাতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ১১.৪ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে। গত ৯ আগস্ট ২০২১ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা যানায়।

 মৌলিক অর্থসূচকে বাংলাদেশে

৫ আগস্ট ২০২১ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০২০-২১ অর্থবছরের GDPর সাময়িক খাতওয়ারি প্রবৃদ্ধির হার ও অবদান এবং মাথাপিছু আয় প্রকাশ করে। কৃষি, শিল্প ও সেবা- এ তিনটিকে প্রধান খাত ধরে গণনা করা হয় GDP। প্রকাশিত রিপোর্টের মৌলিক অর্থসূচক নিয়ে আমাদের এ আয়োজন।

জনসংখ্যা ১৬৯.৩১ মিলিয়ন

GDP ৩০,১১০,৬৪৬ মিলিয়ন টাকা

GNI ৩১,৯৭৮,১১৩ মিলিযন টাকা

মাথাপিছু GDP ১৭৭,৮৪৩ টাকা বা ২,০৯৭ মার্কিন ডলার

মাথাপিছু জাতীয় আয় ১৮৮,৮৭৩ টাকা বা ২,২২৭ মার্কিন ডলার

GDPর প্রবৃদ্ধির হার ৫.৪৭%

 GDPতে খাতসমূহের অবদান ও প্রবৃদ্ধির হার

খাতসমূহ

প্রবৃদ্ধির হার (%)

অবদানের হার (%)

২০১৯-২০

২০২০-২১ (সাময়িক)

২০১৯-২০

২০২০-২১ (সাময়িক)

কৃষি

৪.৫৯

৩.৪৫

১৩.৭৪

১৩.৪৭

শিল্প

৩.২৫

৬.১২

৩৪.৭৮

৩৪.৯৯

সেবা

৪.১৬

৫.৬১

৫১.৪৮

৫১.৫৩

সার্বিক GDP (উৎপাদন মূল্যে)

৩.৫১

৫.৪৭

১০০.০০

১০০.০০

 

 

 

Leave a Reply