বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা -২০২১
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির সার্বিক চিত্র সংবলিত একটি বার্ষিক নিয়মিত প্রকাশনা। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১-এর উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত নিয়ে আমাদের বার্ষিক নিয়মিত আয়োজন—
আর্থ-সামাজিক নির্দেশকসমূহ
সাধারণ জনমিতিক পরিসংখ্যান: জনসংখ্যা (২০২০ সাময়িক প্রাক্কলন) : ১৬ কোটি ৮২ লক্ষ বা ১৬.৮২ মিলিয়ন ♦ জনসংখ্যা বৃদ্ধির হার (২০২০) : ১.৩৭% ♦ পুরুষ – মহিলা অনুপাত (২০২০): ১০০.২ : ১০০ ♦জনসংখ্যার ঘনত্ব/বর্গকিলোমিটার (২০২০): ১,১৪০ জন। | মৌলিক জনমিতিক পরিসংখ্যান: স্থূল জন্মহার (প্রতি ১০০০ জনে) : ১৮.১ জন ♦ স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) : ৫.১ ♦ শিশু মৃত্যু হার [এক বছরের কমবয়সি (প্রতি হাজারে মৃত জন্মে)] : ২১ জন ♦ মহিলা (১৫-৪৯ বছর) প্রতি প্রজনন হার : ২.০৪ জন ♦ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার: ৬৩.৯% ♦ প্রত্যাশিত আয়ুষ্কাল : ৭২.৮ বছর; পুরুষ ৭১.২ বছর ও মহিলা : ৭৪.৫ বছর ♦ বিবাহের গড় বয়স : পুরুষ ২৫.২ বছর ও মহিলা : ১৯.১ বছর। |
স্বাস্থ্য ও সামাজিক সেবা: ডাক্তার ও জনসংখ্যার অনুপাত (২০১৮) → ১ : ১৭২৪ জন ♦ সুপেয় পানি গ্রহণকারী (২০২০) : ৯৮.৩% ♦ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী (২০২০) : ৮১.৫% ♦ সাক্ষরতার হার (৭ বছর +) (২০২০) : ৭৫.২ জন; পুরুষ: ৭৭.৪ জন ও মহিলা: ৭২.৯ জন। | শ্রমশক্তি ও কর্মসংস্থান লেবার ফোর্স সার্ভে, ২০১৬-১৭: ♦ মোট শ্রমশক্তি (১৫ বছর+): ৬.৩৫ কোটি; পুরুষ : ৪.৩৫ কোটি ও মহিলা : ২.০০ কোটি । ♦ খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিত কৃষি: ৪০.৬%, শিল্প : ২০.৪%; সেবা : ৩৯.০%। |
দারিদ্র্য পরিস্থিতি, ২০১৮-১৯ (প্রাক্কলিত): ♦ দারিদ্র্যের হার ২০.৫% ♦ চরম দারিদ্র্যের হার : ১০.৫%। | পরিবহণ (ফেব্রুয়ারি ২০২১): ♦ মোট সড়ক: ২২,৪১৯ কিমি । ♦ মহাসড়ক ► জাতীয় : ৩,৯৪৪ কিমি । ♦ আঞ্চলিক : ৪,৮৮৩ কিমি । ♦ ফিডার/জেলা রোড : ১৩,৫৯২ কিমি রেলপথ : ৩,০১৯ কিমি। |
জিডিপি ২০২০-২১ (সাময়িক): জিডিপি ► চলতি মূল্যে : ৩০,১১,০৬৫ কোটি টাকা । ♦ স্থির মূল্যে : ১২,০৭,২৪৬ কোটি টাকা । ♦ স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার : ৫.৪৭% ♦ চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় : ১,৮৮,৮৭৩ টাকা বা ২,২২৭ মার্কিন ডলার । ♦ চলতি মূল্যে মাথাপিছু জিডিপি : ১,৭৭,৮৪৩ টাকা বা ২,০৯৭ মার্কিন ডলার। | সঞ্চয় ও বিনিয়োগ (জিডিপি‘র %) ২০২০-২১ (সাময়িক): ♦ দেশজ সঞ্চয় : ২৪.১৭ ♦ জাতীয় সঞ্চয় : ৩০.৩৯ ♦মোট বিনিয়োগ : ২৯.৯২ ► সরকারি : ৮.৬৭ ও বেসরকারি : ২১.২৫। |
বৈদেশিক লেনদেন ভারসাম্য, ২০২০-২১ (মিলিয়ন মার্কিন ডলার): ♦ রপ্তানি আয়, এফওবি ৩৭,৮৮২ ♦ আমদানি ব্যয়, এফওবি : ৬০,৬৮১ ♦ চলতি হিসাবের ভারসাম্য : (-) ৩,৮০৮ ♦ সার্বিক ভারসাম্য : ৯,২৭৪ ♦ প্রবাসীদের প্রেরিত অর্থ : ২৪,৭৭৮ ♦ বৈদেশিক মুদ্রার মজুদ (৩০ জুন ২০২১) : ৪৬,৩৯১। | বাজেট ২০২০-২১ (সংশোধিত): মোট রাজস্ব (কোটি টাকা) : ৩,৫১,৫৩২ ♦ মোট ব্যয় (কোটি টাকা) : ৫,৩৮,৯৮৩ ♦ মোট রাজস্ব (জিডিপি‘র %) : ১১.৩৯ ♦ মোট ব্যয় (জিডিপি‘র %) : ১৭.৪৬ ♦ বাজেট ঘাটতি (বৈদেশিক অনুদানসহ: জিডিপি‘র %) ৫.৯ । ♦ বাজেট ঘাটতি (বৈদেশিক অনুদান ব্যতীত; জিডিপি‘র %) : ৬.১। |
আর্থিক পরিসংখ্যান (ফেব্রুয়ারি ২০২১): মোট ব্যাংক : ৬১টি ► রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক : ৬টি ♦ বিশেষায়িত ব্যাংক : ৩টি ♦ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি ♦ বৈদেশিক ব্যাংক : ৯টি ♦ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৪টি। | অর্থ সরবরাহ স্থিত্তি (কোটি টাকায়) ২০২০-২১ মে ২০২১ শেষে: সংকীর্ণ অর্থ (এম-১): ৩,৫৩,৫০৯ ♦ রিজার্ভ মুদ্রা: ৩,২৭,৮৫৩ ♦ ব্যাপক অর্থ (এম-২): ১৫, ২৬, ২৭৫ |
পুঁজি বাজার (সার্বিক শেয়ার) মূল্যসূচক, জুন ২০২১ শেষে): ♦ ঢাকা স্টক এক্সচেঞ্জ (সূচকের ভিত্তি ১০০): ডিএসই ব্রড ইনডেক্স : ৬,১৫০.৪৮ ♦ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সূচকের ভিত্তি ১০০০): ১৭,৭৯৫.০৪। | মূল্যস্ফীতি (%): ♦ সাধারণ ► ৫.৫৬ ♦ খাদ্য : ৫.৭৩ ♦ খাদ্য-বর্হিভূত: ৫.২৯ |
বৈদেশিক মুদ্রার গড় বিনিময় হার, ২০২০–২১: টাকা/মার্কিন ডলার ৮৪.৮১ |
|
অর্থনৈতিক সমীক্ষা
♦ ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ জিডিপি‘র প্রায় ৬.৯৭ শতাংশ এবং মোট পণ্য রপ্তানির ৬৩.৯২ শতাংশ, যা ২০১৯-২০ অর্থবছরে ছিল জিডিপি‘র প্রায় ৫.৫২ শতাংশ।
♦ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৫,০৪৬ জন কর্মী সৌদি আরব যান, যা মোট প্রেরিত কর্মী সংখ্যার ৭৬.৩০ শতাংশ। সৌদি আরবের পর শীর্ষ দেশ ওমান (৭,৩২৮ জন) ও সিঙ্গাপুর (৬,৭৭৬ জন)।
♦ ২০২০-২১ অর্থবছর শেষে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক রেমিট্যান্স (২৪%) আসে।
♦ ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩,৫১,৫৩২ কোটি টাকা, যা জিডিপি‘র ১১.৩৯ শতাংশ।
♦ ২০২০-২১ অর্থবছরে প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল, ২০২১) NBR কর্তৃক কর রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়ায় ১,৯৭,৫৮৩.৪৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৫.৬৪ শতাংশ।
♦ ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ৩,৭১৭ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে প্রাপ্ত সহায়তার তুলনায় ৬.৬৩ শতাংশ বেশি।
♦ ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট পরিচালন ব্যয় ৩,২৩,৬৮৮ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ৯.৬৩ শতাংশ বেশি।
♦ ফেব্রুয়ারি ২০২১-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ৬১টি তফসিলি ব্যাংক রয়েছে, যার মধ্যে ৬টি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক।
♦ ২০২০-২১ অর্থবছরে (ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত) অভ্যন্তরীণ উৎস হতে সরকারের গৃহীত ঋণের (নীট) পরিমাণ দাঁড়ায় ২২,৭৩১.৫ কোটি টাকা।
♦ ২০২০-২১ অর্থবছরে (ডিসেম্বর, ২০২০ পর্যন্ত) BACPS এর ব্যবস্থায় উচ্চমূল্যের চেকের মাধ্যমে প্রায় ৭.৫৯ লক্ষ কোটি টাকা এবং নিয়মিত মূল্যের চেকের মাধ্যমে প্রায় ৪.১৭ লক্ষ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করা হয়।
♦ ২০২০-২১ অর্থবছরের ফেব্রুয়ারি ২০২১ শেষে মোট অভ্যন্তরীণ ঋণ ৯.০৬ শতাংশ বৃদ্ধি পায়, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের ১৫.০৯ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেক কম।
♦ সাময়িক হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে চলতি বাজার মূল্যে জিডিপি‘র আকার দাঁড়ায় ৩০,১১,০৬৫ কোটি টাকা, যা পূর্ববর্তী ২০১৯-২০ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী ছিল ২৭,৩৯,৩৩২ কোটি টাকা।
♦ ২০২০-২১ অর্থবছরে বৃহৎ ৩টি খাতের মধ্যে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়ায় ৩.৪৫ শতাংশ, যা গত ২০১৯-২০ অর্থবছরে ছিল ৪.৫৯ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে বৃহৎ শিল্প খাতের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬.১২ শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ৩.২৫ শতাংশ। বৃহৎ সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ৪.১৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০২০-২১ অর্থবছরে দাঁড়ায় ৫.৬১ শতাংশে।
♦ ২০২০-২১ অর্থবছরে দেশজ সঞ্চয়ের হার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় জিডিপি‘র ২৪.১৭ শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল জিডিপি‘র ২৩.৭৭ শতাংশ।
♦ ২০১৯-২০ অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৫৪,৭৮৪.৭ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ৮.৫৬ শতাংশ কম।
♦ ২০২১ সালে বিদ্যুৎ বিতরণ লাইন ৬.০৩ লক্ষ কিলোমিটার এবং গ্রাহক সংখ্যা ৩.৯৬ কোটি।
বিদেশি ও যৌথ বিনিয়োগ নিবন্ধন শিল্পের খাতভিত্তিক তথ্য [মিলিয়ন মার্কিন ডলার]
দেশীয় শিল্পে বিদেশি ও যৌথ বিনিয়োগের তথ্য | ||
বৃহৎ খাতের নাম | ২০১৯-২০ | ২০২০-২১ |
কৃষিভিত্তিক শিল্প | ২৭.৩২ | ১.৯৬ |
ফুড অ্যান্ড অ্যালাইড শিল্প | ৩০.৯০ | ৬.০২ |
টেক্সটাইল শিল্প | ৫.৩৬ | ১.২৫ |
প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং | ৭.১৭ | ০ |
ট্যানারী অ্যান্ড লেদার শিল্প | ৮৯.৫০ | ২.৫০ |
কেমিক্যালস শিল্প | ২৬.৪৪ | ২৮.৫৯ |
গ্লাস অ্যান্ড সিরামিক শিল্প | ০ | ২৮.৩২ |
ইঞ্জিনিয়ারিং শিল্প | ২৯৭১.৬৪ | ১০৪.০৪ |
সার্ভিস শিল্প | ১২২.৩২ | ৬৬০.২৮ |
বিবিধ শিল্প | ২৩৭.৯৮ | ৪.৯৮ |
মোট | ৩৫১৮.৬৪ | ৮৩৭.৯৪ |
EPZ ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের বিবরণ | |||||
ইপিজেড | শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা | বিনিয়োগ | রপ্তানি | কর্মসংস্থান (জন) | |
উৎপাদনরত | বাস্তবায়নাধীন | ||||
চট্রগ্রাম | ১৫৩ | ১০ | ১৮৩৬.৯১ | ৩৪৭৪৯.৯৩ | ১৫৩৯৪৮ |
ঢাকা | ৯৪ | ৪ | ১৫৭৮.৪০ | ২৯৮৭৪.৮৭ | ৭১০৩৪ |
কুমিল্লা | ৪৬ | ৮ | ৪৩৯.৫০ | ৩৭৩৭.০২ | ৩৪৫৪৩ |
মোংলা | ৩৪ | ৮ | ৮৭.৩৫ | ৭৭১.৭৬ | ৫৯৮৯ |
উত্তরা | ২৪ | ৫ | ২১১.৬২ | ১৪৭৬.৬৮ | ২৮২৮৩ |
ঈশ্বরদী | ১৯ | ১৩ | ১৫৭.৩৬ | ১০৫৬.৩০ | ১২৬৯১ |
আদমজী | ৫০ | ১৫ | ৫৬৭.২৩ | ৫৬৭৫.৩৭ | ৪৬৬৯৭ |
কর্ণফুলী | ৪৩ | ৫ | ৬৩৮.০৮ | ৭৪৩৯.৬৮ | ৭০৩১৬ |
মোট | ৪৬৩ | ৬৮ | ৫৫১৬.৪৫ | ৮৪৮১.৪৫ | ৪২৩৫০১ |
স্বাস্থ্য সূচকসমূহের সাম্প্রতিক প্রবণতা ২০২০
♦ স্থূল জন্মহার (প্রতি হাজারে) ► জাতীয়: ১৮.১ ♦ শহর ১৫.৩ ♦ গ্রাম ২০.৪।
♦ স্থূল মৃত্যুহার (প্রতি হাজারে) ► জাতীয় : ৫.১ ♦ শহর : ৪.৯ ♦ গ্রাম: ৫.২।
♦ বিবাহের গড় বয়স ► পুরুষ : নারী ► ২৫.২ : ১৯.১
♦ প্রত্যাশিত গড় আয়ুষ্কাল (বছরে) ► জাতীয় : ৭২.৮ ♦ পুরুষ : ৭১.২ ♦ নারী : ৭৪.৫।
♦ গর্ভনিরোধক ব্যবহারের হার (%) : ৬৩.৯।
♦ শিশু মৃত্যুহার (নবজাতক, < ১ বছর, প্রতি হাজারে) ► জাতীয় : ২১ ♦ শহর : ২০♦ গ্রাম: ২১।
♦ শিশু মৃত্যুহার (৫ বছরের নিম্নে, প্রতি হাজারে) ► জাতীয় : ২৮ ► শহর : ২৬ ♦ গ্রাম: ২৮।
♦ মাতৃমৃত্যু অনুপাত (প্রতি হাজার জীবিত জন্ম শিশু) ► জাতীয় : ১.৬৩ ♦ শহর : ১.৩৮ ♦ গ্রাম: ১.৭৮।
♦ উর্বরতার হার (মহিলা প্রতি): ২.০৪।
স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা [জানুয়ারি ২০২১]
মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২১,৭৭৮ মেগাওয়াট।
♦ জ্বালানির ধরণ অনুযায়ী উৎপাদন ক্ষমতা ► প্রাকৃতিক গ্যাস-৫১.৭% ♦ ফার্নেস অয়েল-২৭.৫% ♦ ডিজেল-৫.৯% ♦ বিদ্যুৎ আমদানি-৫.৩% ♦ কয়লা- ৮.১% ♦ পানি-১.১%।
♦ বিদ্যুতের সিস্টেম লস ২০২০-২১ ► বিতরণ লস : ৮.২১% ♦ সঞ্চালন ও বিতরণ : ১০.৬২%।
♦ প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩% পূরণ করে।
♦ প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ : ৩৯.৮ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।
♦ প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ : ২৮.২৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।
♦ প্রাকৃতিক গ্যাসের ক্রমপুঞ্জিত উৎপাদন (১৯৬০-২০২০ পর্যন্ত) : ১৮.২৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।
মোবাইল ও ফিক্সড ফোন গ্রাহক (কোটি) ২০২১
♦ মোবাইল গ্রাহক: ১৭.৩৩ ♦ ইন্টারনেট ব্যবহারকারী: ১১.২৭ ♦ ফিক্সড ফোন গ্রাহক ০.১৪
♦ বছরভিত্তিক টেলিঘনত্ব: ৯৯.০৯%।
প্রাণি ও পাখির সংখ্যা ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত [লক্ষ]
♦ প্রাণি/পাখি ♦ গরু : ২৪৪.৪২ ♦ মহিষ: ১৫.০১ ♦ ছাগল: ২৬৪.৯৪ ♦ভেড়া: ৩৬.২৪ ► মোট গবাদি প্রাণি : ৫৬০.৬২।
♦ মোরগ মুরগি ২৯৮৪.০৬ ♦ হাঁস: ৬০১.৩৯ ► মোট : হাঁস-মুরগি ৩৫৮৫.৪৬।
দুধ, মাংস ও ডিমের উৎপাদন ২০২০-২১ [লক্ষ টন]
♦ দুধ : ৭৮.৯৬ ♦ মাংস: ৬১.৯৮ ♦ ডিম: ১২২৩৪৮।
খাদ্যশস্য উৎপাদন ২০২০-২১ [লক্ষ মেট্রিক টন]
♦ আউশ : ৩৪.৫২ ♦ আমন: ১৫৬.১১ ♦ বোরো : ২০৫.৮১ ► মোট চাল : ৩৯৬.৪৪।
♦ গম : ১২.৯৯ ♦ ভুট্টা : ৫৬.৯৩ ► মোট : ৪৬৬.৩৫।
২০২০ সালে শ্রেণিভিত্তিক প্রবাসী বাংলাদেশির সংখ্যা
♦ স্বল্পদক্ষ : ৬৪.১৫% ♦ দক্ষ : ২৮.৩৫% ♦ আধা-দক্ষ : ৪.৩২% ♦ অন্যান্য : ৩% ♦ পেশাজীবী : ০.১৭%।
২০২০ সালে দেশভিত্তিক জনশক্তি রপ্তানির হার
♦ সৌদি আরব : ৭৪% ♦ ওমান : ১০% ♦ সিঙ্গাপুর : ৫% ♦ অন্যান্য : ৬% ♦ কাতার : ২% ♦ জর্ডান : ২%
♦ কুয়েত : ১% ♦ লেবানন: ০% ♦ বাহরাইন : ০% ♦ মালয়েশিয়া : ০% ♦ ইউএই : ০%।
বৈশ্বিক দেশসমূহ ও সংস্থার গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের বিবরণ | ||
দেশ | নিঃসরণ, ২০১৮ (মিলিয়ন মেট্রিক টন) | শতকরা হার (%) |
চীন | ১১৭০৫.৮১ | ২৩.৯২ |
যুক্তরাষ্ট্র | ৫৭৯৪.৩৫ | ১১.৮৪ |
ইইউ | ৩৩৪৬.৬৩ | ৬.৮৪ |
ভারত | ৩৩৩৩.১৬ | ৬.৮১ |
রাশিয়া | ১৯৯২.০৮ | ৪.০৭ |
উৎস: CAIT Climate Data Explorer, 2021, World Resource Institute. |
বিভাগীয় পর্যায়ে দারিদ্র্য হার ২০১৬ | ||||||
বিভাগ
| উচ্চ দারিদ্র্য রেখা | নিম্ন দারিদ্র্য রেখা | ||||
পল্লী | শহর | মোট | পল্লী | শহর | মোট | |
ঢাকা | ১৯.২ | ১২.৫ | ১৬.০ | ১০.৭ | ৩.৩ | ৭.২ |
চট্রগ্রাম | ১৯.৪ | ১৫.৯ | ১৮.৪ | ৯.৬ | ৬.৫ | ৮.৭ |
রাজশাহী | ৩০.৬ | ২২.৫ | ২৮.৯ | ১৫.২ | ১০.৭ | ১৪.২ |
খুলনা | ২৭.৩ | ২৮.৩ | ২৭.৫ | ১৩.১ | ১০.০ | ১২.৪ |
বরিশাল | ২৫.৭ | ৩০.৪ | ২৬.৫ | ১৪.৯ | ১২.২ | ১৪.৫ |
সিলেট | ১৫.৬ | ১৯.৫ | ১৬.২ | ১১.৮ | ৯.৫ | ১১.৫ |
রংপুর | ৪৮.২ | ৪১.৫ | ৪৭.২ | ৩১.৩ | ২৬.৩ | ৩০.৫ |
ময়মনসিংহ | ৩২.৯ | ৩২ | ৩২.৮ | ১৮.৩ | ১৩.৮ | ১৭.৬ |
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিবেদন ২০২১
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী—
বিশ্ব আমদানি ও রপ্তানিতে শীর্ষ তিন দেশ
আমদানি | রপ্তানি |
যুক্তরাষ্ট্র | চীন |
চীন | যুক্তরাষ্ট্র |
জার্মানি | জার্মানি |
আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান-৪৯তম।
♦ ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য বাদে বিশ্বে আমদানিতে বাংলাদেশ ৩২তম ও রপ্তানিতে ৩৯তম।
ইউরোপীয় ইউনিয়ন বাদে/একক দেশে হিসেবে-
♦ বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ-যুক্তরাষ্ট্র ও রপ্তানিতে শীর্ষ দেশ-চীন (বস্ত্র আমদানিতে বাংলাদেশ-ষষ্ঠ)
♦ কৃষিপণ্য আমদানিতে শীর্ষ দেশ-চীন ও রপ্তানিতে যুক্তরাষ্ট্র।
♦ খাদ্য আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ-যুক্তরাষ্ট্র।
♦ জ্বালানি ও খনিজ আমদানিতে শীর্ষ দেশ-চীন ও রপ্তানিতে-যুক্তরাষ্ট্র।
♦ লোহা ও স্টিল আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ – চীন।
♦ রাসায়নিক পদার্থ আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।
রিপোর্ট সমীক্ষা
বাংলাদেশের রপ্তানি চিত্র : ২০২০–২১
♦ প্রকাশ: জুলাই ২০২১ ♦ প্রকাশক : রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) ২০২০–২১ অর্থবছরে রপ্তানি আয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করে। মোট রপ্তানি আয়: ৩৮,৭৫৮.৩১ মিলিয়ন মার্কিন ডলার।
খাতওয়ারি রপ্তানি (মিলিয়ন মার্কিন ডলার)
খাত | লক্ষ্যমাত্রা | রপ্তানি |
তৈরি পোশাক | ৩৩,৭৮৫ | ৩১,৪৫৬.৭৩ |
নীটওয়্যার | ১৬,৭০০ | ১৬,৯৬০.০৩ |
ওভেন গার্মেন্টস | ১৭,০৮৫ | ১৪,৪৯৬.৭০ |
পাট ও পাটজাত পণ্য | ১,১৬৭ | ১,১৬১.৪৮ |
কৃষিজাত পণ্য | ১,০৭০ | ১,০২৮.১৪ |
চামড়া ও চামড়াজাত পণ্য | ৯২০ | ৯৪১.৬৭ |
হোম টেক্সটাইল | ৯৬০ | ১,১৩২.০৩ |
মৎস্য ও মৎস্যজাত পণ্য | ৫৭৪ | ৪৭৭.৩৭ |
রপ্তানি চিত্র: শীর্ষ ৫ দেশ
দেশ | মিলিয়ন মা.ড. | মোট রপ্তানির |
যুক্তরাষ্ট্র | ৬,৯৭৪.০১ | ১৭.৯৯% |
জার্মানি | ৫,৯৫৩.৫১ | ১৫.৩৬% |
যুক্তরাজ্য | ৩,৭৫১.২৭ | ৯.৬৮% |
স্পেন | ২,৩৪৩.৯৯ | ৬.০৫% |
ফ্রান্স | ১,৯৬২.১৪ | ৫.০৬% |
বাংলাদেশে রেমিট্যান্স: ২০২০–২০২১
প্রকাশ: আগস্ট ২০২১ । প্রকাশক : বাংলাদেশ ব্যাংক।
২০২০–২১ অর্থবছরে ১০ দেশ থেকে বাংলাদেশের রেমিট্যান্স প্রাপ্তি (মিলিয়ন মার্কিন ডলার)
দেশ | রেমিট্যান্স | দেশ | রেমিট্যান্স |
সৌদি আরব | ৫,৭২১.৪১ | কুয়েত | ১,৮৮৬.৫০ |
যুক্তরাষ্ট্র | ৩,৪৬১.৬৮ | ওমান | ১,৫৩৫.৬৪ |
সং. আ. আমিরাত | ২,৪৩৯.৯৯ | কাতার | ১,৪৫০.১৮ |
যুক্তরাজ্য | ২,০২৩.৬২ | ইতালি | ৮১০.৯০ |
মালয়েশিয়া | ২,০০২.৩৬ | সিঙ্গাপুর | ৬২৪.৮৬ |