অর্থনীতি

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা -২০২১

 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির সার্বিক চিত্র সংবলিত একটি বার্ষিক নিয়মিত প্রকাশনা। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১-এর উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত নিয়ে আমাদের বার্ষিক নিয়মিত আয়োজন—

আর্থ-সামাজিক নির্দেশকসমূহ

সাধারণ জনমিতিক পরিসংখ্যান:

জনসংখ্যা (২০২০ সাময়িক প্রাক্কলন) : ১৬ কোটি ৮২ লক্ষ বা ১৬.৮২ মিলিয়ন

জনসংখ্যা বৃদ্ধির হার (২০২০) : ১.৩৭%

পুরুষমহিলা অনুপাত (২০২০): ১০০. : ১০০

জনসংখ্যার ঘনত্ব/বর্গকিলোমিটার (২০২০): ১,১৪০ জন।

মৌলিক জনমিতিক পরিসংখ্যান:

স্থূল জন্মহার (প্রতি ১০০০ জনে) : ১৮.১ জন

স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) : ৫.১

শিশু মৃত্যু হার [এক বছরের কমবয়সি (প্রতি হাজারে মৃত জন্মে)] : ২১ জন

মহিলা (১৫-৪৯ বছর) প্রতি প্রজনন হার : ২.০৪ জন

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার: ৬৩.৯%

প্রত্যাশিত আয়ুষ্কাল : ৭২.৮ বছর; পুরুষ ৭১.২ বছর ও মহিলা : ৭৪.৫ বছর

বিবাহের গড় বয়স : পুরুষ ২৫.২ বছর ও মহিলা : ১৯.১ বছর।

  

স্বাস্থ্য সামাজিক সেবা:

ডাক্তার ও জনসংখ্যার অনুপাত (২০১৮) : ১৭২৪ জন

সুপেয় পানি গ্রহণকারী (২০২০) : ৯৮.৩%

স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী (২০২০) : ৮১.৫%

সাক্ষরতার হার (৭ বছর +) (২০২০) : ৭৫.২ জন; পুরুষ: ৭৭.৪ জন ও মহিলা: ৭২.৯ জন।

শ্রমশক্তি ও কর্মসংস্থান লেবার ফোর্স সার্ভে, ২০১৬-১৭:

মোট শ্রমশক্তি (১৫ বছর+): ৬.৩৫ কোটি; পুরুষ : ৪.৩৫ কোটি ও মহিলা : .০০ কোটি

খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিত কৃষি: ৪০.৬%, শিল্প : ২০.৪%; সেবা : ৩৯.০%।

  

দারিদ্র্য পরিস্থিতি, ২০১৮-১৯ (প্রাক্কলিত):

দারিদ্র্যের হার ২০.৫%

চরম দারিদ্র্যের হার : ১০.৫%।

পরিবহণ (ফেব্রুয়ারি ২০২১):

মোট সড়ক: ২২,৪১৯ কিমি

মহাসড়ক জাতীয় : ৩,৯৪৪ কিমি

আঞ্চলিক : ৪,৮৮৩ কিমি

ফিডার/জেলা রোড : ১৩,৫৯২ কিমি রেলপথ : ৩,০১৯ কিমি।

  

জিডিপি ২০২০-২১ (সাময়িক):

জিডিপিচলতি মূল্যে : ৩০,১১,০৬৫ কোটি টাকা

স্থির মূল্যে : ১২,০৭,২৪৬ কোটি টাকা

স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার : ৫.৪৭%

চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় : ১,৮৮,৮৭৩ টাকা বা ২,২২৭ মার্কিন ডলার

চলতি মূল্যে মাথাপিছু জিডিপি : ১,৭৭,৮৪৩ টাকা বা ২,০৯৭ মার্কিন ডলার।

সঞ্চয় ও বিনিয়োগ (জিডিপির %) ২০২০-২১ (সাময়িক):

দেশজ সঞ্চয় : ২৪.১৭

জাতীয় সঞ্চয় : ৩০.৩৯

মোট বিনিয়োগ : ২৯.৯২ সরকারি : ৮.৬৭ ও বেসরকারি : ২১.২৫।

  

বৈদেশিক লেনদেন ভারসাম্য, ২০২০-২১ (মিলিয়ন মার্কিন ডলার):

রপ্তানি আয়, এফওবি ৩৭,৮৮২

আমদানি ব্যয়, এফওবি : ৬০,৬৮১

চলতি হিসাবের ভারসাম্য : (-) ৩,৮০৮

সার্বিক ভারসাম্য : ৯,২৭৪

প্রবাসীদের প্রেরিত অর্থ : ২৪,৭৭৮

বৈদেশিক মুদ্রার মজুদ (৩০ জুন ২০২১) : ৪৬,৩৯১

বাজেট ২০২০-২১ (সংশোধিত):

মোট রাজস্ব (কোটি টাকা) : ৩,৫১,৫৩২

মোট ব্যয় (কোটি টাকা) : ৫,৩৮,৯৮৩

মোট রাজস্ব (জিডিপির %) : ১১.৩৯

মোট ব্যয় (জিডিপির %) : ১৭.৪৬

বাজেট ঘাটতি (বৈদেশিক অনুদানসহ: জিডিপির %) ৫.৯

বাজেট ঘাটতি (বৈদেশিক অনুদান ব্যতীত; জিডিপির %) : ৬.১।

আর্থিক পরিসংখ্যান (ফেব্রুয়ারি ২০২১):

মোট ব্যাংক : ৬১টিরাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক : ৬টি

বিশেষায়িত ব্যাংক : ৩টি  

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি

বৈদেশিক ব্যাংক : ৯টি

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৪টি।

অর্থ সরবরাহ স্থিত্তি (কোটি টাকায়) ২০২০-২১ মে ২০২১ শেষে:

সংকীর্ণ অর্থ (এম-১): ৩,৫৩,৫০৯

রিজার্ভ মুদ্রা: ৩,২৭,৮৫৩

ব্যাপক অর্থ (এম-২): ১৫, ২৬, ২৭৫

পুঁজি বাজার (সার্বিক শেয়ার) মূল্যসূচক, জুন ২০২১ শেষে):

ঢাকা স্টক এক্সচেঞ্জ (সূচকের ভিত্তি ১০০): ডিএসই ব্রড ইনডেক্স : ৬,১৫০.৪৮

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সূচকের ভিত্তি ১০০০): ১৭,৭৯৫.০৪।

মূল্যস্ফীতি (%):

সাধারণ৫.৫৬

খাদ্য : ৫.৭৩

খাদ্য-বর্হিভূত: ৫.২৯

  

বৈদেশিক মুদ্রার গড় বিনিময় হার, ২০২০২১:

টাকা/মার্কিন ডলার ৮৪.৮১

 

অর্থনৈতিক সমীক্ষা

     ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ জিডিপির প্রায় ৬.৯৭ শতাংশ এবং মোট পণ্য রপ্তানির ৬৩.৯২ শতাংশ, যা ২০১৯-২০ অর্থবছরে ছিল জিডিপির প্রায় ৫.৫২ শতাংশ

     ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৫,০৪৬ জন কর্মী সৌদি আরব যান, যা মোট প্রেরিত কর্মী সংখ্যার ৭৬.৩০ শতাংশ। সৌদি আরবের পর শীর্ষ দেশ ওমান (৭,৩২৮ জন) ও সিঙ্গাপুর (৬,৭৭৬ জন)

     ২০২০-২১ অর্থবছর শেষে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক রেমিট্যান্স (২৪%) আসে

     ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩,৫১,৫৩২ কোটি টাকা, যা জিডিপির ১১.৩৯ শতাংশ

     ২০২০-২১ অর্থবছরে প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল, ২০২১) NBR কর্তৃক কর রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়ায় ১,৯৭,৫৮৩.৪৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৫.৬৪ শতাংশ

     ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ৩,৭১৭ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে প্রাপ্ত সহায়তার তুলনায় ৬.৬৩ শতাংশ বেশি

    ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট পরিচালন ব্যয় ৩,২৩,৬৮৮ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ৯.৬৩ শতাংশ বেশি

     ফেব্রুয়ারি ২০২১-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ৬১টি তফসিলি ব্যাংক রয়েছে, যার মধ্যে ৬টি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক

     ২০২০-২১ অর্থবছরে (ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত) অভ্যন্তরীণ উৎস হতে সরকারের গৃহীত ঋণের (নীট) পরিমাণ দাঁড়ায় ২২,৭৩১.৫ কোটি টাকা

     ২০২০-২১ অর্থবছরে (ডিসেম্বর, ২০২০ পর্যন্ত) BACPS এর ব্যবস্থায় উচ্চমূল্যের চেকের মাধ্যমে প্রায় ৭.৫৯ লক্ষ কোটি টাকা এবং নিয়মিত মূল্যের চেকের মাধ্যমে প্রায় ৪.১৭ লক্ষ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করা হয়

     ২০২০-২১ অর্থবছরের ফেব্রুয়ারি ২০২১ শেষে মোট অভ্যন্তরীণ ঋণ ৯.০৬ শতাংশ বৃদ্ধি পায়, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের ১৫.০৯ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেক কম

     সাময়িক হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে চলতি বাজার মূল্যে জিডিপির আকার দাঁড়ায় ৩০,১১,০৬৫ কোটি টাকা, যা পূর্ববর্তী ২০১৯-২০ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী ছিল ২৭,৩৯,৩৩২ কোটি টাকা

     ২০২০-২১ অর্থবছরে বৃহৎ ৩টি খাতের মধ্যে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়ায় ৩.৪৫ শতাংশ, যা গত ২০১৯-২০ অর্থবছরে ছিল ৪.৫৯ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে বৃহৎ শিল্প খাতের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬.১২ শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ৩.২৫ শতাংশ। বৃহৎ সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ৪.১৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০২০-২১ অর্থবছরে দাঁড়ায় ৫.৬১ শতাংশে

     ২০২০-২১ অর্থবছরে দেশজ সঞ্চয়ের হার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় জিডিপির ২৪.১৭ শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল জিডিপির ২৩.৭৭ শতাংশ

     ২০১৯-২০ অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৫৪,৭৮৪.৭ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ৮.৫৬ শতাংশ কম

     ২০২১ সালে বিদ্যুৎ বিতরণ লাইন ৬.০৩ লক্ষ কিলোমিটার এবং গ্রাহক সংখ্যা ৩.৯৬ কোটি

বিদেশি ও যৌথ বিনিয়োগ নিবন্ধন শিল্পের খাতভিত্তিক তথ্য [মিলিয়ন মার্কিন ডলার]

দেশীয় শিল্পে বিদেশি ও যৌথ বিনিয়োগের তথ্য

বৃহৎ খাতের নাম

২০১৯-২০

২০২০-২১

কৃষিভিত্তিক শিল্প

২৭.৩২

.৯৬

ফুড অ্যান্ড অ্যালাইড শিল্প

৩০.৯০

.০২

টেক্সটাইল শিল্প

.৩৬

.২৫

প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং

.১৭

ট্যানারী অ্যান্ড লেদার শিল্প

৮৯.৫০

.৫০

কেমিক্যালস শিল্প

২৬.৪৪

২৮.৫৯

গ্লাস অ্যান্ড সিরামিক শিল্প

২৮.৩২

ইঞ্জিনিয়ারিং শিল্প

২৯৭১.৬৪

১০৪.০৪

সার্ভিস শিল্প

১২২.৩২

৬৬০.২৮

বিবিধ শিল্প

২৩৭.৯৮

.৯৮

মোট

৩৫১৮.৬৪

৮৩৭.৯৪

EPZ ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের বিবরণ

ইপিজেড

শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা

বিনিয়োগ

রপ্তানি

কর্মসংস্থান

(জন)

উৎপাদনরত

বাস্তবায়নাধীন

চট্রগ্রাম

১৫৩

১০

১৮৩৬.৯১

৩৪৭৪৯.৯৩

১৫৩৯৪৮

ঢাকা

৯৪

১৫৭৮.৪০

২৯৮৭৪.৮৭

৭১০৩৪

কুমিল্লা

৪৬

৪৩৯.৫০

৩৭৩৭.০২

৩৪৫৪৩

মোংলা

৩৪

৮৭.৩৫

৭৭১.৭৬

৫৯৮৯

উত্তরা

২৪

২১১.৬২

১৪৭৬.৬৮

২৮২৮৩

ঈশ্বরদী

১৯

১৩

১৫৭.৩৬

১০৫৬.৩০

১২৬৯১

আদমজী

৫০

১৫

৫৬৭.২৩

৫৬৭৫.৩৭

৪৬৬৯৭

কর্ণফুলী

৪৩

৬৩৮.০৮

৭৪৩৯.৬৮

৭০৩১৬

মোট

৪৬৩

৬৮

৫৫১৬.৪৫

৮৪৮১.৪৫

৪২৩৫০১

স্বাস্থ্য সূচকসমূহের সাম্প্রতিক প্রবণতা ২০২০

     স্থূল জন্মহার (প্রতি হাজারে) ►  জাতীয়: ১৮. ♦  শহর ১৫.৩ গ্রাম ২০.৪

      স্থূল মৃত্যুহার (প্রতি হাজারে) ►  জাতীয় : ৫.১ শহর : ৪.৯গ্রাম: ৫.২

      বিবাহের গড় বয়স ►  পুরুষ : নারী ►  ২৫.২ : ১৯.১

 ♦     প্রত্যাশিত গড় আয়ুষ্কাল (বছরে) ►  জাতীয় : ৭২.৮ পুরুষ : ৭১.২নারী : ৭৪.৫

      গর্ভনিরোধক ব্যবহারের হার (%) : ৬৩.৯

      শিশু মৃত্যুহার (নবজাতক, < বছর, প্রতি হাজারে) ►  জাতীয় : ২১ শহর : ২০ গ্রাম: ২১

 ♦     শিশু মৃত্যুহার (৫ বছরের নিম্নে, প্রতি হাজারে) ►  জাতীয় : ২৮ ►  শহর : ২৬ গ্রাম: ২৮

 ♦     মাতৃমৃত্যু অনুপাত (প্রতি হাজার জীবিত জন্ম শিশু) ►  জাতীয় : ১.৬৩ শহর : ১.৩৮গ্রাম: ১.৭৮

 ♦     উর্বরতার হার (মহিলা প্রতি): ২.০৪

 স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা [জানুয়ারি ২০২১]

মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২১,৭৭৮ মেগাওয়াট

♦     জ্বালানির ধর অনুযায়ী উৎপাদন ক্ষমতা ►  প্রাকৃতিক গ্যাস-৫১.৭% ফার্নেস অয়েল-২৭.৫%ডিজেল-৫.৯%বিদ্যুৎ আমদানি-৫.৩%কয়লা- ৮.১% পানি-১.১%

      বিদ্যুতের সিস্টেম লস ২০২০-২১ ►  বিতরণ লস : ৮.২১% সঞ্চালন ও বিতরণ : ১০.৬২%

      প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩% পূরণ করে

      প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ : ৩৯.৮ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)

 ♦     প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ : ২৮.২৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)

      প্রাকৃতিক গ্যাসের ক্রমপুঞ্জিত উৎপাদন (১৯৬০-২০২০ পর্যন্ত) : ১৮.২৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)

 মোবাইল ও ফিক্সড ফোন গ্রাহক (কোটি) ২০২১

     মোবাইল গ্রাহক: ১৭.৩৩ ইন্টারনেট ব্যবহারকারী: ১১.২৭ ফিক্সড ফোন গ্রাহক ০.১৪

      বছরভিত্তিক টেলিঘনত্ব: ৯৯.০৯%

 প্রাণি ও পাখির সংখ্যা ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত [লক্ষ]

     প্রাণি/পাখি গরু : ২৪৪.৪২ মহিষ: ১৫.০১ ছাগল: ২৬৪.৯৪ ভেড়া: ৩৬.২৪ ►  মোট গবাদি প্রাণি : ৫৬০.৬২

      মোরগ মুরগি ২৯৮৪.০৬ হাঁস: ৬০১.৩৯ ►  মোট : হাঁস-মুরগি ৩৫৮৫.৪৬

 দুধ, মাংস ও ডিমের উৎপাদন ২০২০-২১ [লক্ষ টন]

  দুধ : ৭৮.৯৬ মাংস: ৬১.৯৮ ডিম: ১২২৩৪৮।

 খাদ্যশস্য উৎপাদন ২০২০-২১ [লক্ষ মেট্রিক টন]

♦     আউশ : ৩৪.৫২ আমন: ১৫৬.১১বোরো : ২০৫.৮১মোট চাল : ৩৯৬.৪৪

 ♦     গম : ১২.৯৯ ভুট্টা : ৫৬.৯৩ ►  মোট : ৪৬৬.৩৫

২০২০ সালে শ্রেণিভিত্তিক প্রবাসী বাংলাদেশির সংখ্যা

 স্বল্পদক্ষ : ৬৪.১৫% দক্ষ : ২৮.৩৫% আধা-দক্ষ : ৪.৩২%অন্যান্য : ৩%পেশাজীবী : ০.১৭%

 ২০২০ সালে দেশভিত্তিক জনশক্তি রপ্তানির হার

সৌদি আরব : ৭৪% ওমান : ১০%সিঙ্গাপুর : ৫%অন্যান্য : ৬% কাতার : ২%জর্ডান : ২%

♦  কুয়েত : ১%লেবানন: ০%বাহরাইন : ০%মালয়েশিয়া : ০% ইউএই : ০%

 

বৈশ্বিক দেশসমূহ ও সংস্থার গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের বিবরণ

দেশ

নিঃসরণ, ২০১৮

(মিলিয়ন মেট্রিক টন)

শতকরা

হার (%)

চীন

১১৭০৫.৮১

২৩.৯২

যুক্তরাষ্ট্র

৫৭৯৪.৩৫

১১.৮৪

ইইউ

৩৩৪৬.৬৩

.৮৪

ভারত

৩৩৩৩.১৬

.৮১

রাশিয়া

১৯৯২.০৮

.০৭

উৎস: CAIT Climate Data Explorer, 2021, World Resource Institute.

বিভাগীয় পর্যায়ে দারিদ্র্য হার ২০১৬

বিভাগ

 

উচ্চ দারিদ্র্য রেখা

নিম্ন দারিদ্র্য রেখা

পল্লী

শহর

মোট

পল্লী

শহর

মোট

ঢাকা

১৯.

১২.

১৬.

১০.

.

.

চট্রগ্রাম

১৯.

১৫.

১৮.

.

.

.

রাজশাহী

৩০.

২২.

২৮.

১৫.

১০.

১৪.

খুলনা

২৭.

২৮.

২৭.

১৩.

১০.

১২.

বরিশাল

২৫.

৩০.

২৬.

১৪.

১২.

১৪.

সিলেট

১৫.

১৯.

১৬.

১১.

.

১১.

রংপুর

৪৮.

৪১.

৪৭.

৩১.

২৬.

৩০.

ময়মনসিংহ

৩২.

৩২

৩২.

১৮.

১৩.

১৭.

 

বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিবেদন ২০২১

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী—

 

বিশ্ব আমদানি ও রপ্তানিতে শীর্ষ তিন দেশ

আমদানি

রপ্তানি

যুক্তরাষ্ট্র

চীন

চীন

যুক্তরাষ্ট্র

জার্মানি

জার্মানি

 

আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান-৪৯তম।

♦  ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য বাদে বিশ্বে আমদানিতে বাংলাদেশ ৩২তম ও রপ্তানিতে ৩৯তম।

 

 ইউরোপীয় ইউনিয়ন বাদে/একক দেশে হিসেবে-

♦ বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ-যুক্তরাষ্ট্র ও রপ্তানিতে শীর্ষ দেশ-চীন (বস্ত্র আমদানিতে বাংলাদেশ-ষষ্ঠ)

♦     কৃষিপণ্য আমদানিতে শীর্ষ দেশ-চীন ও রপ্তানিতে যুক্তরাষ্ট্র।

♦     খাদ্য আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ-যুক্তরাষ্ট্র।

♦     জ্বালানি ও খনিজ আমদানিতে শীর্ষ দেশ-চীন ও রপ্তানিতে-যুক্তরাষ্ট্র।

♦     লোহা ও স্টিল আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ – চীন।

♦     রাসায়নিক পদার্থ আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।

 

রিপোর্ট সমীক্ষা

বাংলাদেশের রপ্তানি চিত্র : ২০২০২১

প্রকাশ: জুলাই ২০২১  প্রকাশক : রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) ২০২০২১ অর্থবছরে রপ্তানি আয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেমোট রপ্তানি আয়: ৩৮,৭৫৮.৩১ মিলিয়ন মার্কিন ডলার

 

খাতওয়ারি রপ্তানি (মিলিয়ন মার্কিন ডলার)

খাত

ক্ষ্যমাত্রা

রপ্তানি

তৈরি পোশাক

৩৩,৭৮৫

৩১,৪৫৬.৭৩

নীটওয়্যার

১৬,৭০০

১৬,৯৬০.০৩

ওভেন গার্মেন্টস

১৭,০৮৫

১৪,৪৯৬.৭০

পাট ও পাটজাত পণ্য

,১৬৭

,১৬১.৪৮

কৃষিজাত পণ্য

,০৭০

,০২৮.১৪

চামড়া ও চামড়াজাত পণ্য

৯২০

৯৪১.৬৭

হোম টেক্সটাইল

৯৬০

,১৩২.০৩

মৎস্য ও মৎস্যজাত পণ্য

৫৭৪

৪৭৭.৩৭

 

রপ্তানি চিত্র: শীর্ষ ৫ দেশ

দেশ

মিলিয়ন মা..

মোট রপ্তানির

যুক্তরাষ্ট্র

৬,৯৭৪.০১

১৭.৯৯%

জার্মানি

৫,৯৫৩.৫১

১৫.৩৬%

যুক্তরাজ্য

,৭৫১.২৭

.৬৮%

স্পেন

,৩৪৩.৯৯

.০৫%

ফ্রান্স

,৯৬২.১৪

.০৬%

 

বাংলাদেশে রেমিট্যান্স: ২০২০২০২১

প্রকাশ: আগস্ট ২০২১ প্রকাশক : বাংলাদেশ ব্যাংক

২০২০২১ অর্থবছরে ১০ দেশ থেকে বাংলাদেশের রেমিট্যান্স প্রাপ্তি (মিলিয়ন মার্কিন ডলার)

দেশ

রেমিট্যান্স

দেশ

রেমিট্যান্স

সৌদি আরব

,৭২১.৪১

কুয়েত

,৮৮৬.৫০

যুক্তরাষ্ট্র

,৪৬১.৬৮

ওমান

,৫৩৫.৬৪

সং. . আমিরাত

,৪৩৯.৯৯

কাতার

,৪৫০.১৮

যুক্তরাজ্য

,০২৩.৬২

ইতালি

৮১০.৯০

মালয়েশিয়া

,০০২.৩৬

সিঙ্গাপুর

৬২৪.৮৬

 

Leave a Reply