অর্থনীতি

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক

♦ প্রকাশ : ১২ অক্টোবর, ২০২১।

♦ প্রকাশক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)

♦ অন্তর্ভুক্ত দেশ : ১৯০টি।

প্রতিবেদন অনুযায়ী-

♦ ২০২১ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ৫.৯% এবং ২০২২ সালে সম্ভাব্য প্রবৃদ্ধি হতে পারে ৪.৬%।

♦ ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা GDP’র প্রবৃদ্ধি হবে ৬.৫% আর গড় মূল্যস্ফীতি হবে ৫.৮%।

ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ

মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (GDP) ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। IMF’র পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু GDP হবে ২,১৩৮.৭৯৪ মার্কিন ডলার। আর একই সময়ে ভারতের মাথাপিছু GDP হবে ২,১১৬.৪৪৪ মার্কিন ডলার। মাথাপিছু GDP-তে বাংলাদেশ এগিয়ে গেলেও আকারের দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ। বাংলাদেশের তুলনায় ভারতের অর্থনীতি ১০ গুণ বড়।

NDB‘র ষষ্ঠ সদস্য বাংলাদেশ

১৬ সেপ্টেম্বর, ২০২১ বাংলাদেশ New Development Bank (NDB)-এর সদস্যপদ লাভ করে। এর ফলে BRICS সদস্য দেশের বাইরে প্রথম NDB সদস্যপদ লাভ করল বাংলাদেশ। এরপর ৪ অক্টোবর, ২০২১ NDB’র সপ্তম সদস্যপদ লাভ করে সংযুক্ত আরব আমিরাত। ২০ অগস্ট, ২০২১ NDB’র পরিচালনা পর্ষদ সভায় নতুন সদস্য হিসেবে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়। নিয়ম অনুযায়ী কোনো দেশ BRICS’র কোনো সদস্য রাষ্ট্রের মধ্যস্থতায় NDB এর সঙ্গে যুক্ত হতে পারে।

Leave a Reply