অর্থনীতি

নতুন ভিত্তি বছরে মৌলিক অর্থসূচকে বাংলাদেশ:

২৩ নভেম্বর ২০২১ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(BBS) ২০১৫-১৬ সালকে ভিত্তিবছর ধরে ২০২০-২১ অর্থ বছরের জিডিপির সাময়িক খাতওয়ারি প্রবৃদ্ধির হার ও অবদান এবং মাথাপিছু আয় প্রকাশ করে। কৃষি, শিল্প ও সেবা- এ তিনটিকে প্রধান খাত ধরে গণনা করা হয় জিডিপি।

· জনসংখ্যা ১৬৯.৩ মিলিয়ন
· জিডিপি ৩,৪৮,৪০,৩৩১ মিলিয়ন টাকা
· মাথাপিছু জিডিপি ২,০৫,৭৭৮ টাকা বা ২,৪২৬ মা.ড.
· মাথাপিছু জাতীয় আয় ২,১৬,৫৮৯ টাকা বা ২,৫৫৪ মা.ড.
· জিডিপির প্রবৃদ্ধির হার ৫.৪৩%।

GDP’তে খাতসমূহের অবদান ও প্রবৃদ্ধির হার

খাতসমূহ

অবদানের হার(%)

প্রবৃদ্ধির হার(%)

২০১৯-২০

২০২০-২১ (সাময়িক)

২০১৯-২০

২০২০-২১ (সাময়িক)

কৃষি

১২.৫২

১২.১৫

৩.৪২

২.৩৭

শিল্প

৩৪.৯৪

৩৫.১১

৩.৬১

৫.৯৯

সেবা

৫২.৫৪

৫২.৭৪

৩.৯৩

৫.৮৬

সার্বিক GDP (উৎপাদন মূল্য)

১০০.০০

১০০.০০

৩.৪৫

৫.৪৩

চাল আমদানি

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (USDA)-এর ২০২১ সালের ডিসেম্বরে ‘খাদ্যশস্য: বিশ্ববাজার ও বাণিজ্য’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে শীর্ষ চাল আমদানিকারক দেশ (লাখ টন)- ১. চীন, ৪৫। ২. বাংলাদেশ ২৬.৫ লাখ।। ৩. ফিলিপাইন, ২৬। ৪. নাইজেরিয়া, ১৯ ও ৫. সৌদি আরব, ১৩। রপ্তানিতে শীর্ষ: ভারত; এরপরে রয়েছে ভিয়েতনাম ও থাইল্যান্ড।

প্রথম বিটকয়েন সিটি এল সালভাদর

ল্যাটিন আমেরিকার দেশ এল সালভাদর বিশ্বের প্রথম ‘বিটকয়েন সিটি’ নির্মাণের পরিকল্পনা করে। ‘বিটকয়েন সিটি’র প্রাথমিক তহবিল আসবে বিটকয়েন বন্ডের মাধ্যমে। ২১ নভেম্বর, ২০২১, প্রেসিডেন্ট নাইব বুকেলে এ ঘোষণা দেন। উল্লেখ্য, ৫ জুন, ২০২১ তিনি বিটকয়েন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তার দেশে ডিজিটাল মুদ্রাটিকে বৈধতা দেওয়া হবে বলে ঘোষণা দেন। ৮ জুন, ২০২১ দেশটির কংগ্রেস ক্রিপ্টোকারেন্সিকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণের বিল অনুমোদন করে। এর ফলে, এল সালভাদর বিশ্বের প্রথম দেশ হিসেবে ডিজিটাল মুদ্রা বিটকয়েনকে রাষ্ট্রীয়ভাবে বিনিময় মুদ্রা হিসেবে গ্রহণ করে। কংগ্রেসের সমর্থন পাওয়ায় বিলটি কার্যকর হয় ৭ সেপ্টেম্বর ২০২১। কার্যকরের পরই দেশটিতে বিটকয়েনে লেনদেন শুরু হয়।

Leave a Reply