অর্থনীতি

RCEP বিশ্বের বৃহৎ বাণিজ্য চুক্তির কার্যকর
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাণিজ্য উদারীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১৫ নভেম্বর ২০২০ ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল ASEAN সম্মেলনের মাধ্যমে RCEP শীর্ষক বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়। চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ- ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার-অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন। RCEP কার্যকরের শর্ত ছিল অন্তত ছয়টি ASEAN বহির্ভূত অংশীদার দেশের অনুমোদন পেতে হবে। ২ নভেম্বর ২০২১ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এ চুক্তি অনুমোদন করে। ফলে চুক্তিটি কার্যকর হওয়ার বাধা দূর হয়। ১ জানুয়ারি ২০২২ Regional Comprehensive Economic Partnership (RCEP) বাণিজ্য চুক্তি কার্যকর হয়। এ চুক্তি বিশ্বের সবচেয়ে বড় অবাদ বাণিজ্য অঞ্চল তৈরি করেছে। যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোর মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি বিশ্ব বাণিজ্যের ২৮% এবং ইউরোপীয় ইউনিয়নের একক বাজার প্রায় ১৮ শতাংশের চেয়েও RCEP’র পরিধি বড়।

Leave a Reply