অর্থনীতি

কমার্সের নিবন্ধন (DBID)

ফেসবুক, অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাবসা করতে এখন থেকে সরকারি সনদ নিতে হবে। এ সনদের নাম ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (DBID)। এটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করতে হবে। ৬ ফেব্রুয়ারি ২০২২ এ সনদ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়। DBID,র সনদ দেওয়া মানে ই-কমার্স প্রতিষ্ঠানকে একটা ডকুমেন্ট দেওয়া। এটা দেখিয়ে কর শনাক্তকরণ নম্বর (TIN) ও ব্যাংক ঋণ প্রদান করা হবে। ই-কমার্স খাতকে ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য করতে আগামী ছয় মাসের মধ্যে আরও নতুন দুটি। পদ্ধতি চালু করা হবে। এ খাতের অভিযোগ নিস্পত্তির জন্য ‘সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এবং সার্ভারসহ ই-কমার্স খাতে কী পরিমাণ ট্রানজেকশন হয়, কারা কোথায় কী পরিমাণ পণ্য কেনাবেচা করে তা পর্যবেক্ষণের জন্য সেন্ট্রাল লিকুইডিটি ট্র্যাকিং প্রোগ্রাম (CLTP) চালু করা হবে।

GDP’র চূড়ান্ত হিসাব

৮ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত GDP’র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় প্রকাশ করে। কৃষি, শিল্প ও সেবা— এ তিনটিকে প্রধান খাত ধরে গণনা করা হয় GDP।

· জনসংখ্যা→ ১৬৯.১১ মিলিয়ন।
· GDP→ ৩৫,৩০১,৮৪৮ মিলিয়ন টাকা।
· GNI→ ৩৭,১৫৯,৯৬৬ মিলিয়ন টাকা।
· মাথাপিছু GDP→ ২০৮,৭৫১ টাকা বা ২,৪৬২ মা.ড.।
· মাথাপিছু জাতীয় আয়→ ২১৯,৭৩৮ টাকা বা ২,৫৯১ মা.ড.।
· GDP’র প্রবৃদ্ধির হার→ ৬.৯৪%।

GDP-তে খাতসমূহের অবদান ও প্রবৃদ্ধির হার:

খাতসমূহ

অবদানের হার (%)

প্রবৃদ্ধির হার (%)

২০১৯-২০

২০২০-২১

২০১৯-২০

২০২০-২১

কৃষি

১২.৫২

১২.০৭

৩.৪২

৩.১৭

শিল্প

৩৪.৯৪

৩৬.০১

৩.৬১

১০.২৯

সেবা

৫২.৫৪

৩৬.০১

৩.৯৩

৫.৭৩

সার্বিক GDP

(উৎপাদন মূল্যে)

১০০.০০

১০০.০০

৩.৪৫

৬.৯৪

Leave a Reply