GDP’র চূড়ান্ত হিসাব
৫ ফেব্রুয়ারি, ২০২৩ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০২১-২২ অর্থবছরের GDP’র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব প্রকাশ করে। কৃষি, শিল্প ও সেবা এ তিনটিকে প্রধান খাত ধরে GDP গণনা করা হয়।
জনসংখ্যা: ১৭১.৩০ মিলিয়ন।
GDP: ৩৯, ৭১৭,১৬৪ মিলিয়ন টাকা।
GNI: ৪১,২৯০,৬২৪ মিলিয়ন টাকা।
মাথাপিছু GDP: ৪,৬০,২১৯ টাকা বা ২,৬৮৭ মা.ড.।
মাথাপিছু জাতীয় আয়: ৪,৭৮,৪৫১ টাকা বা ২,৭৯৩ মা.ড.।
GDP’র প্রবৃদ্ধির হার: ৭.১০%।
GDP’র হিসাব বছরে চারবার
সরকার দেশের মোট দেশজ উৎপাদনের (GDP) তথ্য বছরে চারবার প্রকাশ করবে। তবে তা শুরু হবে ২০২৪ পঞ্জিকা বছর থেকে। কাজটি করবে এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থা, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)’। বিশ্বের প্রায় সব দেশ GDP’র হিসাব বছরে ত্রৈমাসিক ভিত্তিতেই প্রকাশ করে থাকে। বাংলাদেশ করে বছরে একবার।
GDP: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবাসমূহের সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদনকে ইংরেজিতে Gross Domestic Product বা GDP বলে। জিডিপি হিসাব করার সময় দেশের মধ্যে উৎপাদিত পণ্য ও সেবাসমূহের সমষ্টিকে বোঝায়। বিদেশে অবস্থানরত দেশের জনগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবা GDP’র মধ্যে বিবেচনা করা হয় না।
GDP‘র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার (%) ভিত্তি বছর ২০১৫-২০১৬ | |||||||||
বৃহৎ খাত | খাত/উপখাত | অবদানের হার (%) | প্রবৃদ্ধির হার (%) | ||||||
২০২০-২১ | ২০২১-২২ | ২০২০-২১ | ২০২১-২২ | ||||||
কৃষি | ১. কৃষি, বনজ এবং মৎস্য সম্পদ ক. শস্য ও শাকসবজি খ. প্রাণী সম্পদ গ. বনজ সম্পদ এবং সহায়ক সেবা ঘ. মৎস্য সম্পদ | ১২.০৭ ৫.৭০ ১.৯৮ ১.৭৫ ২.৬৪ | ১১.৬১ ৫.৪৬ ১.৯১ ১.৭২ ২.৫৩ | ৩.১৭ ২.২৯ ২.৯৪ ৪.৯৮ ৪.১১ | ৩.০৫ ২.৬১ ৩.১০ ৫.০৮ ২.৬৪ | ||||
শিল্প | ২. খনিজ ও খনন ক. প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল খ. অন্যান্য খনিজ সম্পদ ও কয়লা | ১.৯১ ০.৪০ ১.৫১ | ১.৭৬ ০.৩৬ ১.৪০ | ৬.৪৯ ০.৩২ ৮.২৬ | -১.১২ -৪.৬৭ -০.১৭ | ||||
৩. ম্যানুফ্যাকচারিং ক. বৃহৎ শিল্প খ. ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্প গ. কুটির শিল্প | ২৩.৩৬ ১১.৮১ ৭.৪৯ ৪.০৬ | ২৪.২৯ ১২.৭৫ ৭.৩৩ ৪.২১ | ১১.৫৯ ১০.৬১ ১৩.৮৯ ১০.২৭ | ১১.৪১ ১৫.৬৮ ৪.৮৪ ১১.১২ | |||||
৪. বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ক. বিদ্যুৎ খ. গ্যাস | ১.২৫
১.০১ ০.২৪ | ১.২৩
১.০১ ০.২২ | ৯.৫৪
১১.৬৫ ১.৪৫ | ৬.১৫
৭.৭৫ -০.৬১ | |||||
৫. পানি সরবরাহ; পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুর্নব্যবহার কার্যক্রম | ০.১০ | ০.১০ | ৬.৬৫ | ৯.৫৪ | |||||
৬. নির্মাণ | ৯.৪০ | ৯.৫৪ | ৮.০৮ | ৮.৭১ | |||||
সেবা | ৭. পাইকারি ও খুচরা ব্যবসা; যানবাহন ও মোটরসাইকেল মেরামত | ১৫.০৬ | ১৫.২৪ | ৭.৬৪ | ৮.৪৬ | ||||
৮. পরিবহণ ও সংরক্ষণ ক. স্থলপথ পরিবহণ খ. জলপথ পরিবহণ গ. আকাশ পথ পরিবহণ ঘ. সংরক্ষণ এবং সহায়ক সেবা ঙ. ডাক ও কুরিয়ার যোগাযোগ | ৭.৪৪ ৬.৫৬ ০.৫১ ০.০৮ ০.২৫ ০.০৪ | ৭.৩৪ ৬.৪৯ ০.৪৮ ০.০৮ ০.২৫ ০.০৪ | ৪.০৪ ৪.৬৮ ১.৮০ -২.০০ -৪.৯৯ ৩.৩৪ | ৫.৭৫ ৬.০৮ ১.২২ ৩.৮৪ ৭.৪৩ ১.৭৬ | |||||
৯. আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম | ১.০৯ | ১.০৮ | ৪.৫৩ | ৫.৩৭ | |||||
১০. তথ্য ও যোগাযোগ | ১.২৯ | ১.২৬ | ৭.১১ | ৪.৭৯ | |||||
১১. আর্থিক এবং বিমা কার্যক্রম ক. আর্থিক মধ্যস্থতা কার্যক্রম (ব্যাংক) খ. বিমা গ. অন্যান্য আর্থিক সহায়ক কার্যক্রম | ৩.২২ ২.৭৫ ০.২৭ ০.২০ | ৩.১৯ ২.৭৩ ০.২৬ ০.২০ | ৫.৮২ ৫.৯৬ ৩.২২ ৭.৪৮ | ৫.৮৭ ৬.০৯ ৩.১৪ ৬.৪৮ | |||||
১২. রিয়েল এস্টেট কার্যক্রম | ৮.৩৯ | ৮.১২ | ৩.৪২ | ৩.৭০ | |||||
১৩. পেশাদার, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কার্যক্রম | ০.১৮ | ০.১৭ | ৫.০৯ | ৪.২৫ | |||||
১৪. প্রশাসনিক ও সহায়তামূলক পরিষেবা কার্যক্রম | ০.৭৩ | ০.৭২ | ৬.০২ | ৬.০১ | |||||
১৫. জনপ্রশাসন ও প্রতিরক্ষা; বাধ্যতামূলক সামাজিক নিরাপত্তা | ৩.৫২ | ৩.৪৫ | ৬.০৫ | ৪.৯১ | |||||
১৬. শিক্ষা | ২.৬৮ | ২.৬৯ | ৫.৮১ | ৭.৮৭ | |||||
১৭. মানব স্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম | ৩.৩২ | ৩.৪০ | ১০.৬০ | ৯.৮৮ | |||||
১৮. শিল্পকলা ও বিনোদন | ০.১৪ | ০.১৪ | ৫.৭৬ | ৬.০৭ | |||||
১৯. অন্যান্য সেবা কার্যক্রম | ৪.৮৫ | ৪.৬৭ | ৩.০৮ | ৩.১৯ | |||||
GDP‘তে খাতসমূহের অবদান ও প্রবৃদ্ধির হার | |||||||||
খাতসমূহ | অবদানের হার (%) | প্রবৃদ্ধির হার (%) | |||||||
২০২০-২১ | ২০২১-২২ | ২০২০-২১ | ২০২১-২২ | ||||||
কৃষি | ১২.০৭ | ১১.৬১ | ৩.১৭ | ৩.০৫ | |||||
শিল্প | ৩৬.০১ | ৩৬.৯২ | ১০.২৯ | ৯.৮৬ | |||||
সেবা | ৫১.৯২ | ৫১.৪৮ | ৫.৭৩ | ৬.২৬ | |||||
সার্বিক GDP (উৎপাদন মূল্যে) | ১০০.০০ | ১০০.০০ | ৬.৯৪ | ৭.১০ |