অর্থনীতি

টাকা-রুপিতে লেনদেন

২৪-২৫ ফেব্রুয়ারি ২০২৩ ভারতের বেঙ্গালুরুতে ভারত-বাংলাদেশ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠকে লেনদেনের জন্য বিনিময় মুদ্রা হিসেবে ডলারের পরিবর্তে টাকা-রুপি ব্যবহারের বিষয় আলোচনা হয়। ভারতে যাওয়া বাংলাদেশিদের কাছে একটি দ্বৈত মুদ্রা কার্ড থাকবে, যেখানে তারা ভ্রমণের আগে ভারতীয় রুপি যোগ করে নিতে পারবেন। একইভাবে কোনো ভারতীয় বাংলাদেশে ভ্রমণের সময় একইভাবে তাদের কার্ডে টাকা যোগ করে নিতে পারবেন। এ ক্ষেত্রে বিনিময় হার হবে সরাসরি টাকা থেকে রুপি বা রুপি থেকে টাকায়। ১ মার্চ ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হয়।

বাংলাদেশ-কোরিয়া ঋণ চুক্তি

১২ মার্চ ২০২৩ দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ৩ বিলিয়ন ডলার ঋণ পেতে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। কোরিয়া সরকার তাদের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশকে আর্থ- সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে নমনীয় ঋণ সহায়তা প্রদান করছে।

রপ্তানি পোশাকে বাংলা বর্ণমালা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো রপ্তানি হওয়া তৈরি পোশাকের লেবেলে বাংলা বর্ণমালা যুক্ত করবে উইজডম অ্যাটায়ার্স লিমিটেড। ১৮ মার্চ ২০২৩ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। ১ জানুয়ারি ২০২৪ থেকে বাংলাদেশে উৎপাদিত সব পোশাক পণ্যের লেবেলে বাংলা বর্ণমালায় ‘বাংলাদেশে তৈরি’ লেখাটি মুদ্রিত থাকবে। এর মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশের গর্বের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, বাংলা ভাষা ও বাংলাদেশকে জানতে পারবে।

FBCCI‘র ৫০ বছর

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (FBCCI)। এ সংগঠনের মূল উদ্দেশ্য বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বারসমূহকে একত্রিত করে সামগ্রিক ব্যবসা উন্নয়ন কাজ করা। ১৯৭৩ সালে Trade Organization Ordinance, ১৯৬১ এবং Companies Act, ১৯১৩-এর অধীনে FBCCI প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সব খাতভিত্তিক সংগঠন ও চেম্বারগুলো FBCCI’র সদস্য। প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে FBCCI ১১-১৩ মার্চ ২০২৩ বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করে।

অভিন্ন মুদ্রা ‘সুর’

বৃহত্তর অর্থনৈতিক একীকরণের লক্ষ্যে নিজেদের মধ্যে অভিন্ন মুদ্রা চালু করতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা । জানুয়ারি ২০২৩ শুরু হওয়া আর্জেন্টিনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার প্রথম বিদেশ সফরেই এ আলোচনা হয়। অভিন্ন এ মুদ্রার নাম হতে পারে ‘সুর’ (দক্ষিণ)। প্রথমদিকে দুদেশেই (ব্রাজিলের ‘রিয়েল’ ও আর্জেন্টিনার ‘পেসো’) সমমানে থাকবে সুর। ২০১৯ সালেও একবার উভয় দেশের রাজনীতিবিদরা অভিন্ন মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করেন। প্রথম ধাপে দু’দেশের মধ্যে এটি শুরু হলেও অদূর ভবিষ্যতে ল্যাটিন আমেরিকার সব দেশকেই এক মুদ্রার ছাতায় আসার আমন্ত্রণ জানানো হবে।

Leave a Reply