অর্থনীতি

দেশের প্রথম শুল্ক নীতি প্রণয়ন

২০২৬ সালে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে দেশীয় কোম্পানিগুলোর প্রতিযোগিতা বৃদ্ধিতে প্রথমবারের মতো শুল্ক নীতি প্রণয়ন করে। ১০ আগস্ট, ২০২৩ বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় শুল্ক নীতিমালার গেজেট প্রকাশ করে।

উদ্দেশ্য:

বাণিজ্য উদারীকরণ ও ট্যারিফ কাঠামো যৌক্তিকীকরণের মাধ্যমে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ ও বহুমুখীকরণ,

বিনিয়োগ উৎসাহীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।

লক্ষ্য:

প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ এবং ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জন।

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা।

Anti-export bias হ্রাসের মাধ্যমে রপ্তানি সম্প্রসারণ ও বহুমুখীকরণ ।

ট্যারিফ কাঠামো যৌক্তিকীকরণ।

প্রত্যাশিত ট্যারিফ রেট নিশ্চিত করার মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগ উৎসাহীকরণ।

কর্মসংস্থান বৃদ্ধিকরণ।

অর্থনীতির উপর বহিঃঅভিঘাতের চ্যালেঞ্জসমূহ মোকাবিলাকরণ।

বৈশ্বিক ও আঞ্চলিক ভ্যালু চেইন বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধিকরণ।

স্থানীয় বাজারে পণ্যের মূল্যে অসামঞ্জস্য হ্রাস করা এবং মাত্রাতিরিক্ত প্রতিরক্ষণের বোঝা কমিয়ে ভোক্তার কল্যাণ নিশ্চিত করা।

IMF’র পূর্বাভাসে বৈশ্বিক মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি

২৫ জুলাই, ২০২৩ বৈশ্বিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট: নিয়ার টার্ম রেজিলিয়েন্স, পারসিসটেন্ট চ্যালেঞ্জেস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

IMF’র প্রতিদেন অনুযায়ী, বিশ্ব অর্থনীতিতে ২০২২ সালের তুলনায় প্রবৃদ্ধি ২০২৩ এবং ২০২৪ সালে ০.৫% কমবে। বৈশ্বিক অর্থনীতিতে ২০২২ সালে যেখানে ৩.৫% প্রবৃদ্ধি হয়েছিল ২০২৩ সাল ও ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৩%। অন্যদিকে, মূল্যস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সুদহার বাড়ানোর ফলে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি কমে ২০২৩ সালে ৬.৮% এবং ২০২৪ সালে ৫.২% হবে (২০২২ সালে ছিল ৮.৭%) ।

দেশে সবুজ পোশাক কারখানা এখন ২০০

সম্প্রতি পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাপনার জন্য বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সনদ পেয়েছে বাংলাদেশের দুই পোশাক কারখানা। ৮ আগস্ট, ২০২৩ যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলর এ স্বীকৃতি প্রদান করে। নতুন স্বীকৃতি পাওয়া কারখানা দুটি হলো- গাজীপুরের কালিয়াকৈরের ‘লিডা টেক্সটাইল অ্যান্ড ডায়িং’ এবং গাজীপুরের ‘লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ’ । এ নিয়ে দেশে এখন সবুজ কারখানার সনদ পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা হলো ২০০টি। সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পাওয়া শীর্ষ ১০টির মধ্যে প্রথমটিসহ ৮টিই বাংলাদেশে।

Leave a Reply