বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন
♦ প্রকাশ: ৫ জানুয়ারি ২০২১
♦ প্রকাশক: বিশ্বব্যাংক।
প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস
দেশ | অর্থবছর | দেশ | অর্থবছর | ||
২০২০ | ২০২২ | ২০২০ | ২০২২ | ||
আফগানিস্তান | ২.৫ | ৩.৩ | ভুটান | -০.৭ | ২.৩ |
মালদ্বীপ | ৯.৫ | ১১.৫ | ভারত | -৯.৬ | ৫.৪ |
শ্রীলংকা | ৩.৩ | ২.০ | নেপাল | ০.৬ | ২.৫ |
বাংলাদেশ | ১.৬ | ৩.৪ | পাকিস্তান | ০.৫ | ২.০ |
World Economic League Table 2021
♦ প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০
♦ প্রকাশক: Center for Economic and Business Research (CEBR) যুক্তরাজ্য
♦ অন্তর্ভুক্ত দেশ: ১৯৩টি দেশকে অন্তর্ভুক্ত করে দেশগুলোর অর্থনীতি নিয়ে ২০৩৫ সাল পর্যন্ত পূর্বাভাস দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী—
মহাদেশভিত্তিক বৃহত্তম অর্থনীতির দেশ
মহাদেশ | দেশ | ২০২০ | ২০২১ | ২০৩৫ |
এশিয়া | চীন | ২ | ২ | ১ |
ইউরোপ | জার্মানি | ৪ | ৪ | ৫ |
আফ্রিকা | নাইজেরিয়া | ২৭ | ২৭ | ২৭ |
উত্তর আমেরিকা | যুক্তরাষ্ট্র | ১ | ১ | ২ |
দক্ষিণ আমেরিকা | ব্রাজিল | ১২ | ১৩ | ৯ |
ওশেনিয়া | অস্ট্রেলিয়া | ১৩ | ১২ | ১৫ |
GDP’র ভিত্তিতে
বিশ্বের ৫ বৃহত্তম অর্থনীতির দেশ
দেশ | ২০২০ | ২০২১ | ২০৩০ | ২০৩৫ |
যুক্তরাষ্ট্র | ১ | ১ | ২ | ২ |
চীন | ২ | ২ | ১ | ১ |
জাপান | ৩ | ৩ | ৪ | ৪ |
জার্মানি | ৪ | ৪ | ৫ | ৫ |
যুক্তরাজ্য | ৫ | ৫ | ৬ | ৬ |
বিশ্বের সর্বনিম্ন ৫ অর্থনীতির দেশ
দেশ | ২০২০ | ২০২১ | ২০৩০ | ২০৩৫ |
টুভ্যালু | ১৯৩ | ১৯৩ | ১৯৩ | ১৯৩ |
নাউরু | ১৯২ | ১৯২ | ১৯২ | ১৯২ |
কিরিবাতি | ১৯১ | ১৯১ | ১৯১ | ১৯১ |
মার্শাল দ্বীপপুঞ্জ | ১৯০ | ১৯০ | ১৯০ | ১৯০ |
পালাউ | ১৮৯ | ১৮৯ | ১৮৯ | ১৮৯ |
সার্কভুক্ত দেশের অবস্থান
দেশ | ২০২০ | ২০২১ | ২০৩৫ |
ভারত | ৬ | ৬ | ৩ |
বাংলাদেশ | ৪১ | ৪১ | ২৫ |
পাকিস্তান | ৪৫ | ৪৮ | ৩৬ |
শ্রীলংকা | ৬৬ | ৬৬ | ৬৭ |
নেপাল | ৯৮ | ৯৭ | ৯৫ |
আফগানিস্তান | ১১১ | ১১৩ | ১২৯ |
মালদ্বীপ | ১৫৪ | ১৫৩ | ১৫০ |
ভুটান | ১৬৩ | ১৬৪ | ১৬৪ |
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার উল্লেখযোগ্য যা কিছু
♦ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল : ২০২১-২০২৫ সাল।
♦ পরিকল্পনা মূল্যায়নের জন্য ১৫টি ক্ষেত্রে পরিবীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে ১০৪টি সূচক নির্ধারণ করা হয়।
♦ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নের লক্ষ্যে গৃহিতব্য চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম পরিকল্পনা।
♦ বাস্তবায়নে ব্যয় : ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা • অভ্যন্তরীণ (দেশীয়) উৎস : ৫৭.৪৮,৩৯০ কোটি টাকা (৮৮.৫%) • বৈদেশিক উৎস ৭.৪৭,৫৯০ কোটি টাকা (১১.৫%)। মোট খরচের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১২,৩০,১২০ (১৮.৯%) কোটি টাকা এবং ব্যক্তি খাত থেকে ৫২,৬৫,৮০০ (৮১.১%) কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হয়।
♦ কর্মসংস্থান : ১ কোটি ১৩ লাখ। বৈদেশিক কর্মসংস্থান ৩২ লাখ ৫০ হাজার • দেশীয় ৮০ লাখ ৫০ হাজার।
কোন সালে কত কর্মসংস্থান:
• ২০২১ সালে ২১ লাখ ৬০ হাজার
• ২০২২ সালে ২২ লাখ ৩০ হাজার
• ২০২৩ সালে ২৩ লাখ ৩০ হাজার
• ২০২৪ সালে ২৪ লাখ ২০ হাজার
• ২০২৫ সালে ২৫ লাখ ৩০ হাজার
♦ বার্ষিক গড় জিডিপি’র (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা : ৮.৫১%
কোন সালে কত জিডিপি:
• ২০২০-২১ অর্থবছরে ৭.৪০%
• ২০২১-২২ অর্থবছরে ৭.৭০%
• ২০২২-২৩ অর্থবছরে ৮%
• ২০২৩-২৪ অর্থবছরে ৮.৩২% এবং
• ২০২৪-২৫ অর্থবছরে ৮.৫১%
♦ মূল্যস্ফীতি হবে ৪.৮%।
কোন সালে কত মূল্যস্ফীতি: ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত পর্যায়ক্রমে মূল্যস্ফীতি হবে ৫.৪%, ৫.৩%, ৫.২%, ৪.৯% এবং ৪.৮%।
♦ বিনিয়োগের লক্ষ্য মোট জিডিপির ৩৭.৪%।
♦ কর জিডিপির অনুপাত হবে ১২.৩০%।
♦ প্রত্যাশিত গড় আয়ু হবে ৭৪ বছর।
♦ বিদ্যুৎ উৎপাদন ৩০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে।
♦ দারিদ্র্য
• দারিদ্র্যের হার ১৫.৬%
• চরম দারিদ্র্যের হার ৭.৪%।
♦ কোন সালে কত দারিদ্র্য : ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্য হচ্ছে যথাক্রমে ২৩%, ২০%, ১৮.৫%, ১৭% এবং ১৫.৬%। এছাড়া চরম দারিদ্র্য যথাক্রমে ১২%, ১০%, ৯.১%, ৮.৩% এবং ৭.৪%।