আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

 

০১.০৮.২০২১

মিয়ানমারের সামরিক জান্তা জেনারেল মিন অং হ্লাইং প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।

২০২৩ সালের আগস্ট নাগাদ জরুরি অবস্থা প্রত্যাহার করে মিয়ানমারে বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির জান্তা শাসক মিন অং হ্লাইং।

০২.০৮.২০২১

রাশিয়ার ২৪ কূটনীতিককে ৩ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন।

০৩.০৮.২০২১

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বাইরে এক হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

০৪.০৮.২০২১

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে।

০৫.০৮.২০২১

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শপথ নিয়েছেন।

চলতি বছরজুড়ে বিশ্বের বিভিন্ন দেশকে ২০০ কোটি ডোজ করোনার টিকা ও কোভ্যাক্সকে ১০ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

০৬.০৮.২০২১

সমাজতান্ত্রিক দেশ কিউবায় ছোট ও মাঝারি আকারের ব্যক্তিগত ব্যবসাকে বৈধ ঘোষণা করে দেশটির সরকার।

জাপানের হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৬তম বার্ষিকী পালিত।

০৮.০৮.২০২১

টোকিও অলিম্পিক ২০২০ সমাপ্ত।

করোনার টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ হজ চালু করছে সৌদি আরব।

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দেশটির পশ্চিমাঞ্চলের জাকিন্থোস দ্বীপে একটি অগ্নিনির্বাপক উড়োজাহাজ বিধ্বস্ত হয়।

০৯.০৮.২০২১

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদি।

বিক্ষোভ সত্ত্বেও ফ্রান্সে কোভিড পাস বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্রান্সের জনগণকে এখন থেকে দৈনন্দিন জীবনযাপন, যেমন ক্যাফেতে গিয়ে কফি পান করতে কিংবা অভ্যন্তরীণ ট্রেনে যাতায়াতের জন্য কোভিড পাস ব্যবহার করতে হবে।

১০.০৮.২০২১

গ্রিসে ভয়ংকর দাবানল মোকাবিলায় ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস।

১১.০৮.২০২১

ইসরায়েলের প্রথম শীর্ষ কর্মকর্তা হিসেবে দুইদিনের ঐতিহাসিক মরক্কো সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

গুপ্তচরবৃত্তির দায়ে কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। দণ্ডিত মাইকেল স্প্যাভরকে ২০১৮ সালে গ্রেপ্তার করা হয়।

 ১৩.০৮.২০২১

আফগানিস্তানে তালেবান হামলার ঝুঁকিতে থাকা নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের সুরক্ষা দিতে ২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা। সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রকাশ কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনোর।

১৪.০৮.২০২১

ভারতের আসাম বিধানসভায় The Assam Cattle Preservation Bill, 2021 বা ‘গো-সুরক্ষা বিল, ২০২১’ পাশ।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটিউ রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ৯০ ব্যক্তিকে বহনকারী একটি গাড়িবহরে সন্দেহভাজন খ্রিস্টান মিলিশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ২২ জন নিহত।

১৫.০৮.২০২১

আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান।

১৬.০৮.২০২১

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন।

১৭.০৮.২০২১

যুক্তরাষ্ট্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুই হাজার আফগান শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০ হাজার আফগানশরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের।

১৮.০৮.২০২১

আফগানিস্তানে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু তালেবানের। এরই অংশ হিসেবে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ তালেবান কমান্ডার ও হাক্কানি নেটওয়ার্কের সিনিয়র নেতা আনাস হাক্কানির।

২০.০৮.২০২১

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে (NPC) তিন সন্তান নীতি আইন পাশ।

যুক্তরাষ্ট্রের অনুরোধে ৫ হাজার আফগানকে ১০ দিনের জন্য আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। এ সময় শেষে তাদের সেখান থেকে তৃতীয় কোনো দেশে বসবাসের জন্য নেওয়া হবে।

২১.০৮.২০২১

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইসমাইল ইয়াকুব।

আফগানিস্তানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার দেশটির রাজধানী কাবুলে পৌঁছেছেন।

২৩.০৮.২০২১

   বিশ্বের প্রথম স্থায়ী করোনার টিকা হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।

  করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের সামাজিক সহায়তা প্রকল্পে ঘুষ গ্রহণের দায়ে ইন্দোনেশিয়ার সাবেক সমাজ বিষয়ক মন্ত্রী জুলিয়ারি পিটারকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে জাকার্তা দুর্নীতি দমন আদালত।

 

 

২৪.০৮.২০২১

   মরক্কোর বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকান্ডের অভিযোগে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া।

   আফগানিস্তান ইস্যু নিয়ে জি-৭ এর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

২৪.০৮.২০২১

 যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্যাথি হকুল।

  জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন হাকাইন্ডে হিচিলিমা।

  যুক্তরাষ্ট্রেরর প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর।

২৫.০৮.২০২১

  আফগানিস্তান তালেবানের দখলে চলে যাওয়ায় সেদেশে চলমান প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক তহবিল স্থগিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

 

 ২৬.০৮.২০২১

  আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই শতাধিক মানুষ নিহত।

 

২৮.০৮.২০২১

   মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরাকের বাগদাদে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

২৯.০৮.২০২১

   যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে হারিকেন আইডা আঘাত হানে।

   তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয় সম্পূর্ণ দেশে তৈরি সর্বাধুনিক কমব্যাট ড্রোন আকিনচি (Akinci)।

 

৩০.০৮.২০২১

   আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের আনুষ্ঠানিক অবসান।

   বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কলম্বিয়ায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির নামকরণ করে মু (Mu)।

 

৩১.০৮.২০২১

   খাদ্য সংকটের কারণে শ্রীলংকার সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করে।

 

আলোচিত বিশ্ব

বিশ্বের প্রাচীনতম মরুভূমি

বিশ্বের প্রাচীনতম মরুভূমি নামির মরুভূমি। যার অবস্থান অ্যাঙ্গোলার দক্ষিণাঞ্চল ও নামিবিয়ার উত্তরাঞ্চলের মধ্যবর্তী। এই মরুভূমি এমনই শুষ্ক আর রুক্ষ জায়গা, যেখানে জীবন টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। এখানেই রয়েছে ওয়েলউইটশিপ নামের হাজার বছর বেঁচে থাকা গাছ। স্থানীয় ভাষায় ওয়েলউইটশিপকে ডাকা হয় ‘টুইব্লারকানিয়েদুদ’ নামে যার অর্থ দুটি পাতা, যা কখনো মরে না।

 পেরুর প্রেসিডেন্ট হলেন স্কুলশিক্ষক

২৮ জুলাই ২০২১ পেরুর ৬৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাটি ও মানুষের নেতা পেদ্রো কাস্তিলো। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই দেশের সংবিধান পরিবর্তনের ঘোষণা দেন পেরুর ইতিহাসে প্রথম কৃষক প্রেসিডেন্ট। একই সঙ্গে কঠোর হস্তে দুর্নীতি দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দেন। রাজধানী লিমায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্যানিশ রাজা ষষ্ঠ ফিলিপ, লাতিন আমেরিকার ছয় নেতা , বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস এবং যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী। পেরুর ইতিহাসে কাস্তিলোই প্রথম প্রেসিডেন্ট, যার অভিজাত রাজনৈতিক বা ব্যবসায়ীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার চারটি পূর্বপরিচয়- কৃষক, শিক্ষক, রাজনৈতিক কর্মী এবং রন্ডোরোস (কৃষি পাহারাদার)।

 সিঙ্গাপুরে ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল

বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করে সিঙ্গাপুর। ১৪ জুলাই ২০২১ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির সমুদ্রতীরবর্তী স্থানে এ প্যানেলের উদ্বোধন করা হয়।

 নতুন প্রধানমন্ত্রী মালয়েশিয়া

২১ আগস্ট ২০২১ মালয়েমিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি দেশটির নবম প্রধানমন্ত্রী। এর আগে ১৬ আগস্ট ২০২১ মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন।

 এস-৫০০ মিসাইল পরীক্ষা

২০২১ সালের জুলাইয়ে রাশিয়া এস-৫০০ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সফল পরীক্ষা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, অস্ত্রখান অঞ্চলে কাপুস্টিন ইয়ার প্রশিক্ষণ কেন্দ্রে সর্বাধুনিক এ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষার সময় এটি একটি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশেই সফলভাবে প্রতিহত করে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমেরিকার প্যাট্রিয়ট ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী মনে করা হয়।

 পেগাসাস কেলেঙ্কারি

১৮ জুলাই ২০২১ ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র ইসরায়েলের এক ভয়ঙ্কর হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করে। এতে বলা হয়, যদি কোনো স্মার্টফোনে NSO Group Technologies এর তৈরিকৃত পেগাসাস সফটওয়্যারটি প্রবেশ করে, তবে NSO গ্রাহক পুরো ফোনটির দখল পেয়ে যায়।

 পেগাসাস কী, কীভাবে হ্যাক করে?

পেগাসাস হলো বেসরকারি কোম্পানির তৈরি করা সবচেয়ে শক্তিশালী স্পাইওয়্যারের নাম। পেগাসাস যদি একবার আপনার ফোনে ঢোকার পথ করে নিতে পারে, তাহলে আপনার অগোচরে সে আপনার ফোনকে পরিণত করবে ২৪ ঘণ্টার এক নজরদারির যন্ত্রে। ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক, পেগাসাস তা কপি করে পাঠিয়ে দিবে নির্দিষ্ট জায়গায়। এই সফটওয়্যার ফোন কল রেকর্ড করতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও ধারণ করতে পারে। অ্যামনেস্টির ল্যাবের গবেষকরা বলেন, অ্যাপলের আইওএসের সর্বশেষ সংস্করণ ব্যবহার করেন, এমন আইফোন ব্যবহারকারী গ্রাহকদের ফোনেও পেগাসাস সফলভাবে হানা দিতে পারে। সাধারণ কৌশলে কাজ না হলে টার্গেটের আশপাশ থেকে কোনো ওয়্যারলেস ট্রান্সরিসিভার ব্যবহার করেও নির্দিষ্ট ফোনে পেগাসাস প্রবেশ করানো সম্ভব। ফোনের মালিক যা করতে পারেন, পেগাসাস তখন তার চেয়েও বেশি কিছু করতে পারে।

 পেগাসাসের ক্রেতা কারা?

কোনো কোনো দেশের সরকার পেগাসাস কিনেছে, গোপনীয়তার শর্তে সে তথ্য NSO প্রকাশ করেনি। তবে সিটিজেন ল্যাবের গবেষণায় অন্তত ৪৫টি দেশে পেগাসাস ছাড়ানোর প্রমাণ পাওয়া যায়।

 বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার

বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করেছে চীন। জুচংঝি(Zuchongzhi) নামের এ সুপার কম্পিউটারটি মাত্র ৭০ মিনিটে এমন জটিল গাণিতিক জট খুলেছে যেটি সাধারণভাবে সমাধান করতে কমপক্ষে আট বছর প্রয়োজন।

স্বাধীনতা পরবর্তী আফগান

দীর্ঘ ব্রিটিশ দখলদারিত্বের পর ৮ আগস্ট ১৯১৯ রাওয়ালপিন্ডি চুক্তির মাধ্যমে আফগানিস্তানকে স্বাধীনতার স্বীকৃতি দেয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়ে ১৯ আগস্ট। ব্রিটিশরা ১৯২১ সালে সম্পূর্ণভাবে আফগানিস্তানের হাতে বৈদেশিক বিষয়গুলোর নিমন্ত্রণ ছেড়ে দেয়। তখন আফগানিস্তানে ক্ষমতায় ছিলেন আমানউল্লাহ খান। ৮ নভেম্বর ১৯৩৩ মুহাম্মদ জহির শাহ বাদশাহ হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৭ জুলাই ১৯৭৩ তাকে উৎখাত করেন তারই ভগ্নিপতি এবং দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ দাউদ খান। তিনি আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন। বিলুপ্ত হয় রাজতন্ত্র। ২৮ এপ্রিল ১৯৭৮ আকস্মিক এক অভ্যুত্থানে জেনারেল দাউদ খান নিহত হন এবং বামপন্থী সামরিক কর্মকর্তা নূর মোহাম্মদ তারাকির নেতৃত্বে একটি বিপ্লবী পরিষদ ক্ষমতা দখল করেন। এরপর তারাকিকে পদচ্যুত করে হাফিজুল্লা আমিনের ক্ষমতা গ্রহণ এবং হাফিজুল্লাকে পদচ্যুত করে বারবাক কারমাল ২৭ ডিসেম্বর ১৯৭৯ ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘণ্টার মধ্যেই (২৮ ডিসেম্বর) সোভিয়েত ইউনিয়নের কাছে জরুরি সামরিক সহায়তা চান। সোভিয়েত ইউনিয়নও দ্রুতবেগে এই আহ্বানে সাড়া দেয়। আফগানিস্তানে সৈন্য প্রবেশের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর দখলদারিত্ব বজায় রাখে সোভিয়েত ইউনিয়ন। আর ১৫ ফেব্রুয়ারি ১৯৮৯ আফগানিস্তান থেকে সর্বশেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে রক্তক্ষয়ী এ যুদ্ধের সমাপ্তি ঘটে।

 তালেবানের জন্ম ও উত্থান

আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের আগে থেকেই অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ১৯৮৭ মুহাম্মদ নজিবুল্লা’র নেতৃত্বে সরকার গঠিত হয়। ১৬ এপ্রিল ১৯৯২ সাত দলীয় মুজাহিদিনদের একটি গ্রুপ তাকে ক্ষমতাচ্যুত করে। এরপরেই আফগানিস্তান জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা আর নৈরাজ্য। এ দুরাচার শাসনে অতিষ্ঠ বিভিন্ন গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। ২৮ এপ্রিল ১৯৯২ শুরু হয় গৃহযুদ্ধ। সেই যুদ্ধেই তালেবান গোষ্ঠীর উত্থান। তালেবানের আধ্যাত্মিক নেতা মোল্লা ওমর প্রায় অর্ধশত মাদ্রাসার ছাত্র নিয়ে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলেন। এ দলটিই তালেবান নামে পরিচিত। পশতু ভাষায় ‘তালেব’ অর্থ ‘শিক্ষার্থীবা ‘ছাত্র’। ১৯৯৪ সালের নভেম্বরে মার্কিন সহায়তায় তালেবান নেতা মোল্লা ওমর কান্দাহার প্রদেশ এবং পরের বছর সেপ্টেম্বরে হেরাত প্রদেশ দখল করে। ২৭ সেপ্টেম্বর ১৯৯৬ তালেবান দেশটির প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রব্বানির সরকারকে উৎখাত করে রাজধানী কাবুল দখল করে শরীয়াহ আইন প্রতিষ্ঠা করে।

বর্তমান নেতৃত্বে যারা

¨ হাইবাতুল্লাহ আখুন্দজাদা:  তালেবানের রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী একমাত্র ব্যক্তি।

¨ মোল্লা মোহাম্মদ ইয়াকুব: তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে। বর্তমানে তালেবানের সামরিক শাখার দায়িত্বে।

¨ সিরাজুদ্দিন হাক্কানি: তিনি ‘হাক্কানি নেটওয়ার্ক-এর নেতৃত্ব দেন। এ নেটওয়ার্ক তালেবানের অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

¨ মোল্লা আবদুল গনি বারাদার: তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা। তালেবানের রাজনৈতিক শাখার প্রধান বারাদার বর্তমানে দোহায় বেশ কিছু বৈঠকে মধ্যস্থতার কাজ করেন।

 ক্ষমতায় আবারও তালেবান

২০০৫ সালের দিকে তালেবানদের আবার পুনরুত্থান ঘটে। দুইদশকের সহিংস লড়াইয়ের পর ২৯ ফেব্রুয়ারি ২০২০ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র তালেবানদের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। দুঃশাসনে পিষ্ট আফগানদের জীবনে শান্তি ফেরানোর উদ্দেশ্যে চুক্তিটির নামও দেয়া হয় ‘শান্তি চুক্ত’। অনেকেই এ চুক্তিকে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল হিসেবে অভিহিত করেন। ১৪ এপ্রিল ২০২১ বাইডেন মে-সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সকলসৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর পূর্ণ শক্তি নিয়ে তালেবান দেশের সর্বত্র হামলা শুরু করে এবং তারই ধারাবাহিকতায় তারা ৬ আগস্ট প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর দখল নেয়। আর এ দখলের মাত্র নয় দিনের মধ্যে ১৫ আগস্টে ২০২১ তারা রাজধানী কাবুলসহ ৩৪টি প্রদেশের ২৮টির নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট প্যালেস দখল নেয়।

ফিমে নাওমি মাতা’আফা সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফিমে নাওমি মাতা’আফা দায়িত্ব গ্রহণ করেন। ২৭ জুলাই ২০২১ তিনি প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে প্রবেশ করেন এর মধ্য দিয়ে দ্বীপ রাষ্ট্রটির রাজনৈতিক সংকটের অবসান হয়। ৯ এপ্রিল ২০২১ অনুষ্ঠিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২২ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তুইলাপে সাইলেলে মালিয়েলেগাওয়িকে হারিয়ে জয়লাভ করেন ফাস্ট পার্টির নেত্রী ফিমে নাওমি মাতা’আফা।

 মর্যাদা হারানো বিশ্ব ঐতিহ্য

মর্যাদা হারানো তিন বিশ্ব ঐতিহ্য

নাম

দেশ

অন্তর্ভুক্ত

মর্যাদা হারায়

আরবীয় অ্যারিক্স অভয়ারণ্য

ওমান

১৯৯৪

২৮ জুন ২০০৭

ড্রেসডেন এলবে উপত্যকা

জার্মানি

২০০৪

২৫ জুন ২০০৯

লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটি

যুক্তরাজ্য

২০০৪

২১ জুলাই ২০২১

 

বিদায় টোকিও স্বাগত প্যারিস

করোনাকালে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা ‘উপহার’ দেয়া টোকিও ২০২০ অলিম্পিক বিদায় নেয় ৮ আগস্ট ২০২১। আর টোকিওর শেষ বেলায় আতশবাজির ফোয়ারায় ঘোষিত হয় নতুন ভোরের প্রতিধ্বনি, তিন বছর পর ২০২৪ সালে ৩৩তম ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থঅনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

 দ্রুততম মানব-মানবী

দ্রুততম মানবী: অ্যালেইন থম্পসন-হেরাহ (জ্যামাইকা)। তিনি ১০.৬১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ভেঙ্গে দেন ১৯৮৮ সালে গড়া গ্রিফিথ জয়নারের অলিম্পিক রেকর্ড।

দ্রুততম মানব: মার্সেল জ্যাকবস (ইতালি); ৯.৮০ সেকেন্ড।

 সাড়ে ৪ লাখ ডলার মূল্যে মহাকাশভ্রমেণর টিকিট বিক্রি শুরু করেছে ভার্জিন গ্যালাকটিক

সম্প্রতি রিচার্ড ব্রানসন মহাকাশভ্রমণ থেকে ফেরার পরে তাঁর মহাকাশ সংস্থা ভার্জিন গ্যালাকটিক সাড়ে ৪ লাখ ডলারে মহাকাশভ্রমণের টিকিট বিক্রি শুরু করেছে। গত ৫ আগস্ট ২০২১ কোম্পানি এ ঘোষণা 

Leave a Reply