কালানুক্রমিক ঘটনাবলি
০১. ০৯.২০২১
♦ ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু।
♦ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো পতাকা উড়িয়ে তালেবানের কুচকাওয়াজ।
০২.০৯.২০২১
♦ সৌদির প্রথম নারী সেনা দল প্রশিক্ষণ শেষ করার মাধ্যমে নতুন ইতিহাস গড়েন। সেনাবাহিনীতেও এখন থেকে পুরুষদের পাশাপাশি তাদের দেখা যাবে।
০৩.০৯.২০২১
♦ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা পদত্যাগের ঘোষণা দেন। ৩০ সেপ্টেম্বর ২০২১ তার পদত্যাগ কার্যকর হয়।
♦ ৯/১১ হামলার তদন্তের নথি উন্মুক্তের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
♦ কাতারে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তালেবানের একটি প্রতিনিধি দল।
♦ মিয়ানমারের ওপর নতুন করে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপ।
০৫.০৯.২০২১
♦ পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থান ঘটে।
♦ লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
♦ পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থান ঘটে।
♦ টোকিওতে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের সমাপ্তি।
০৬.০৯.২০২১
♦ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চারদিনব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী প্রথম বৈশ্বিক সংসদীয় সম্মেলন শুরু।
♦ আফগানিস্তানে ক্লাসের মাঝে পর্দা দিয়ে ছেলে-মেয়েদের পাঠ্যদান শুরু হয়।
♦ আফগানিস্তানে এসে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি রাবাদারের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ।
♦ পরীক্ষামূলকভাবে ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) উৎক্ষেপণ করে দক্ষিণ কোরিয়া।
০৭.০৯.২০২১
♦ এল সালভাদর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনের আইন দরপত্র গ্রহণ করে।
♦ মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান।
♦ তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন।
♦ মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত।
♦ মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা সংগ্রহ করে নাসার রোভার পারসিভিয়ারেন্স।
০৮.০৯.২০২১
♦ চীন ও পাকিস্তান পরমাণু চুক্তি স্বাক্ষর করে। আগামী ১০ বছর এ চুক্তি কার্যকর থাকবে।
♦ আফগানিস্তানে ৩ কোটি ১০ লাখ ডলার জরুরি সহায়তার ঘোষণা চীনের।
০৯.০৯.২০২১
♦ যুক্তরাষ্ট্রের সেনারা কাবুল ছেড়ে যাবার পর প্রথম তালেবান সরকারের অধীনে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।
♦ পাকিস্তানের নেতৃত্বে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।
♦ ব্রিকসের ১৩তম ভার্চুয়াল সম্মেলন ভারতে অনুষ্ঠিত।
১০.০৯.২০২১
♦ লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজিব মিকাতি।
♦ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন।
♦ ফিলিস্তিনের গাজা উপত্যকায় পুনরায় বিমান হামলা।
♦ স্পেনের দাবানলে ১ লাখ ৮৬ হাজার একর বনাঞ্চল পুড়ে ছাই।
১১.০৯.২০২১
♦ জাপান-ভিয়েতনাম প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।
♦ ৯/১১ হামলার দুই দশক পূর্তি।
♦ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পদত্যাগ।
♦ সৌদি আরব থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
১২.০৯.২০২১
♦ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) ৯/১১ হামলার তদন্ত সংক্রান্ত প্রথম নথি প্রকাশ করে।
♦ বাংলাদেশসহ ১৫ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত।
♦ গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের দায়িত্ব গ্রহণ।
♦ করোনা মোকাবিলায় ব্যর্থতার দায়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ।
♦ আফগানিস্তান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।
১৩.০৯.২০২১
♦ এক দশকের মধ্যে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মিসর সফরে যান নাফতালি বেনেত।
♦ চীনের বাণিজ্যিক শহর সাংহাই উপকূলে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে আঘাত হানে ‘ঘূর্ণিঝড় চ্যানথু’।
♦ নরওয়ের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত।
♦ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নাফতালি বেনেতের প্রথম আরব দেশ (মিশর) সফর করেন।
♦ তালেবান নিয়ন্ত্রিত কাবুলে পাকিস্তান এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইটের অবতরণ।
১৪.০৯.২০২১
♦ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৭৬তম অধিবেশন শুরু।
♦ ২০২১–২০২২ মেয়াদে বিশ্ব পর্যটন সংস্থার দক্ষিণ এশিয়া কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত বাংলাদেশ।
♦ জাতিসংঘ আয়োজিত জেনেভা সম্মেলনে আফগানিস্তানকে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দাতা দেশগুলোর।
১৫.০৯.২০২১
♦ যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রদূত জেং জেগুয়াং-এর ব্রিটিশ পার্লামেন্ট ভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
♦ চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবিলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য মিলে ‘অকাস’ (AUKUS) নামের সামরিক জোট গঠন করে।
♦ এক দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
১৬.০৯.২০২১
♦ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে প্রথম চার অপেশাদার নভোচারী নিয়ে পৃথিবীর কক্ষপথেউড়াল দেয় SpaceX’র ড্রাগন রকেট।
♦ মেস্কিকোর স্বাধীনতার ২০০ বছরপূর্তি উদ্যাপন।
♦ চীনা মহাকাশযান ‘শেনঝউ–১২‘ এর ৯০ দিন পর পৃথিবীতে অবতরণ।
♦ রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচন পর্যবেক্ষণে যান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
♦ কমনওয়েলথের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রীদের ২১তম সম্মেলন লন্ডনে ভার্চুয়ালি অনুষ্ঠিত।
১৭.০৯.২০২১
♦ তিন দিনব্যাপী রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন শুরু।
♦ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এক দিনে সর্বোচ্চ টিকা দিয়ে বিশ্ব রেকর্ড করে ভারত।
♦ আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা ইন্তেকাল।
♦ রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের (১৭–১৯ সেপ্টেম্বর) ভোট গ্রহণ শুরু।
১৮.০৯.২০২১
♦ কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেন।
♦ চীন–পাকিস্তানের নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষর।
♦ যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর তালেবানের উপর প্রথম বোমা হামলা।
১৯.০৯.২০২১
♦ অস্ট্রেলিয়া ফ্রান্সের সাথে সাবমেরিন চুক্তি বাতিল করে।
২০.০৯.২০২১
♦ কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত।
♦ ভারতের পাঞ্জাবে প্রথম দলিত শিখ মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চান্নি।
♦ জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লেনের বাগানে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
২১.০৯.২০২১
♦ কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা। ক্ষমতাসীন দল লিবারেল পার্টির জয়লাভ। এর ফলে টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো।
♦ জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু।
২২.০৯.২০২১
♦ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া হয়।
♦ ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ‘কোভিশিল্ড’ টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য।
♦ জাতিসংঘ অধিবেশনে চীনের বাইরে অন্যকোন দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন না করার সিদ্ধান্ত নেয় চীন।
২৩.০৯.২০২১
♦ স্পেনের কাতালোনিয়ার নির্বাসিত স্বাধীনতাকামী নেতা চার্লস পুজদেমনকে ইতালিতে গ্রেফতার করা হয়।
♦ অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে তালেবানকে চাপে রাখতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের বৈঠক।
♦ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত।
২৪.০৯.২০২১
♦ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আঞ্চলিক জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত।
♦ ইসরায়েলের আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের উন্নয়নে ১০০ কোটি ডলার সহায়তার বিল সিনেটে পাস।
♦ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে নিউইয়র্কে কোয়াড জোটের নেতাদের বৈঠক।
২৫.০৯.২০২১
♦ আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পরিবর্তন করছে তালেবান।
২৬.০৯.২০২১
♦ অ্যাঞ্জেলা মার্কেল বিহীন জার্মানির ২০তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
♦ ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলে ঘুর্ণিঝড় গুলাবের আঘাত।
♦ রুয়ান্ডার গণহত্যার মূলহোতা থিওনেস্টে বাগাসোরা মালির একটি কারাগারে ইন্তেকাল করেন।
♦ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার এক দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওই বৈঠক করেন তিনি।
২৭.০৯.২০২১
♦ জার্মানিতে অ্যাঞ্জেলা মার্কেলের দলকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করেছে মধ্যপন্থী দল সোশ্যাল ডেকোক্রাটিক পার্টি (এসডিপি)।
২৮. ০৯.২০২১
♦ উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। প্রতিরক্ষা সক্ষমতা হাজার গুণ বাড়ানোর চেষ্টায় থাকা পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার অস্ত্রপ্রযুক্তির এটি সর্বশেষ অগ্রগতি।
♦ জার্মানির গ্রিন পার্টি এবং ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি) একটি বৈঠক করেছে। সমমনা বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ জোট সরকারের করণীয় ঠিক করতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
২৯. ০৯.২০২১
♦ তিউনিশিয়া পাচ্ছে নারী প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট কাইস সাঈদ বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী নাজলা বৌদেন রোমধানেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
♦ জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান
ফুমিও কিশিদা দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
৩০. ০৯.২০২১
♦ ইসরায়েলি সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম তীর, জেরুজালেমের পুরোনো শহর ও গাজায় পৃথক ঘটনায় নারীসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
♦ ইকুয়েডরে কারাগারে কয়েদিদের মধ্যে সংঘাত-সহিংসতায় নিহত অন্তত ১১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০ জনের বেশি।
♦ উপসাগরীয় দেশ বাহরাইন সফরে গেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড। নিজেদের একটি উড়োজাহাজে বাহরাইনের রাজধানী মানামায় পৌঁছান তিনি। গত বছর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটাই ইসরায়েলের সর্বোচ্চ কোনো নেতার বাহরাইন সফর।
আলোচিত বিশ্ব
মার্কেল যুগের অবসান
একবার নয়, দু’বার নয়, পরপর ১০ বার খ্যাতনামা মার্কিন ম্যাগাজিন Forbes-এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর স্বীকৃতি লাভ করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। ২২ নভেম্বর ২০০৫ প্রথমবারের মতো জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবং প্রথম নারী চ্যান্সেলর হিসেবেও ইতিহাসে নাম লেখান। টানা ১৬ বছর ধরে তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২১ অ্যাঞ্জেলা মার্কেল বিহীন জার্মানির ২০তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের চেয়ারম্যান আরমিন লাশেট বা বিরোধী রাজনীতিক ওলাফ শলৎস তার উত্তরসূরি হতে পারেন। যার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ‘মার্কেল যুগ’। ২২ জানুয়ারি ২০২১ আরমিন লাশেট জার্মানির ক্ষমতাসীন ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের (CDU) নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।
উল্লেখ্য যে, জার্মানিতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা বিদ্যমান। উচ্চ কক্ষের নাম বুন্দেসরাট ও নিম্নকক্ষের নাম বুন্দেসটাগ। মূলত নিম্নকক্ষের নির্বাচনেই ভোটারদের সরাসরি অংশগ্রহণ হয়। বুন্দেসটাগের মেয়াদ চার বছর এবং সংখ্যগিরিষ্ঠ সদস্যদের ভোটে চার বছরের জন্য চ্যালেন্সর নির্বাচিত হন।
জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ১০০ তম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ:
১৬ সেপ্টেম্বর ২০২০ ইয়োশিহিদে সুগা জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৪ সেপ্টেম্বর ২০২০ বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ছেড়ে দেয়া দলীয় সভাপতি পদে অবশিষ্ট মেয়াদের জন্য তিনি নির্বাচিত হন, যা ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষ হয়। ফলে তিন বছরের পূর্ণ মেয়াদে দলীয় সভাপতির পদে আসীন হয়ে সম্ভব হলে আগামী তিন বছর রাষ্ট্র পরিচালনার হাল ধরার ইচ্ছা ব্যক্ত করেন সুগা। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় সুগার প্রতি জনসমর্থনের হার ৩০ শতাংশের নিচে নেমে যায়। এরপর ৩ সেপ্টেম্বর ২০২১ সুগা পদত্যাগের ঘোষণা দেন। ৩০ সেপ্টেম্বর ২০২১ পদত্যাগ কার্যকর হয়।
আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা। গত ৪ অক্টোবর তিনি দেশটির ১০০তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। ৬৪ বছর বয়সী এই নেতাকে কঠিন কয়েকটি ইস্যুর সম্মুখীন হতে হবে। যার মধ্যে অন্যতম, করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা।
LDP
১৫ নভেম্বর ১৯৫৫ জাপানের রাজনীতিতে উদার গণতন্ত্রী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (LDP) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। LDP’র নেতা তিন বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। দলীয় নেতার পদে বহাল থাকা অবস্থায় সংসদে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে, একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদেও তিনি বহাল হন। LDP’র সভাপতি নির্বাচন দুই ধাপে হয়ে থাকে। শুরুতে দলের সাধারণ সদস্যরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তবে সেই ভোটের মূল্যায়ন কম হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ে দলের সাংসদদের দেয়া ভোট ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
CAA বিরোধী প্রস্তাব পাশ
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন‘ (Citizenship Amendment Act) প্রত্যাহারের দাবি জানিয়ে ৮ সেপ্টেম্বর ২০২১ দেশটির তামিলনাড়ু বিধানসভায় একটি প্রস্তাব পাশ হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় ‘সংশোধিত নাগরিকত্ব বিল‘। পরে ওই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়।
হুররিয়াতের নতুন নেতা
৭ সেপ্টেম্বর ২০২১ ভারতশাসিত জম্মু–কাশ্মিরের অল পার্টিস হুররিয়াত কনফারেন্স (APHC) তাদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করে। মাসাররাত আলম বাট চেয়ারপারসন এবং শাব্বির আহমদ শাহ ও গোলাম আহমদ গুলজারকে ভাইস চেয়ারপারসন করা হয়। এ ছাড়া মৌলভী বশির আহমদ ইরফানি সংগঠনের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন। ৯ মার্চ ১৯৯৩ জম্মু–কাশ্মিরের ২৬ টি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন মিলে ‘অল পার্টিস হুররিয়াত কনফারেন্স‘ গঠিত হয়। এর মূল উদ্যোক্তা ছিলেন সাইয়েদ আলী শাহ গিলানী ।
কোরীয় উপদ্বীপে ক্ষেপণাস্ত্র পরীক্ষা
১৫ সেপ্টেম্বর ২০২১ দুই কোরিয়া কয়েক ঘণ্টার ব্যবধানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় । দক্ষিণ কোরিয়া প্রথম সাগরতলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এবং ৩০০০ টন শ্রেণির সাবমেরিন থেকে নিক্ষিপ্ত দেশীয় তৈরি ক্ষেপণাস্ত্রটি পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে নির্ধারিত দূরত্বে উড়ে যায় । অন্যদিকে, উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দু‘দিনের মাথায় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়া। মাত্র দুই দিন আগে ১৩ সেপ্টেম্বর ২০২১ উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি ১,৫০০ কিলোমিটার বা ৯৩০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি দেশটির প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেটি পরমাণু অস্ত্র বহন করার ক্ষমতা রাখে। অন্যদিকে, ২০২১ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ কোরিয়া পরীক্ষামূলকভাবে ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SLBM) উৎক্ষেপণ করে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে এ ধরনের সক্ষমতা সম্পন্ন প্রথম দেশ হলো দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এ প্রচলিত ক্ষেপণাস্ত্রটিকে Hyunmoo 4-4 সাঙ্কেতিক নাম দেয়া হয়। এ ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার Hyunmoo-2B ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে যার পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। এতদিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত ও উত্তর কোরিয়া SLBM তৈরি করে আসছে। এই সব দেশের পারমাণবিক অস্ত্রভান্ডারও আছে। সাধারণত পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করে SLBM-কে আরও ধ্বংসাত্মক করে তোলা হয়।
UNGA’র ৭৬তম অধিবেশন
জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) সদস্যরাষ্ট্রগুলো নিয়ে গঠিত। জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলিতে পূর্ণাঙ্গ বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে। নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর ২০২১ শুরু হয় UNGA’র ৭৬তম অধিবেশন। তবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয় ২১ সেপ্টেম্বর ২০২১।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ : ১৭ সেপ্টেম্বর ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা UNGA’র ৭৬তম অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরের পর এটি তার প্রথম বিদেশ সফর। ২৪ সেপ্টেম্বর ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৬ দফা
প্রধানমন্ত্রীর ছয় দফা প্রস্তাব-
১) কোভিড-১৯ টিকা- কোভিডমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কোভিড-১৯ টিকাকে ‘বৈশ্বিক সম্পদ’ হিসেবে বিবেচনা করে সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম।
২) জলবায়ু সংক্রান্ত- তিনি বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে ওঠা কঠিন হবে। ধনী অথবা দরিদ্র কোন দেশই এর বিরূপ প্রতিক্রিয়া থেকে নিরাপদ নয়। তাই ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ হ্রাস, নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তির অবাধ হস্তান্তরের আহ্বান জানান। বাংলাদেশ ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা- দশক ২০৩০’-এর কার্যক্রম শুরু করেছে। এ পরিকল্পনায় বাংলাদেশের জন্য জলবায়ুকে ঝুঁকির কারণ নয়, বরং সমৃদ্ধির নিয়ামক হিসেবে পরিণত করার কর্মসূচী গৃহীত হয়েছে।
৩) শিক্ষা সংক্রান্ত- করোনা মহামারীর প্রকোপ থেকে উত্তরণে প্রধানমন্ত্রী বলেন, মহামারীর প্রকোপে শিক্ষাব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত। জাতিসংঘ শিশু তহবিলের তথ্য অনুযায়ী করোনাকালে আংশিক বা পুরোপুরি বিদ্যালয় বন্ধের কারণে বিশ্বের প্রায় অর্ধেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্ন আয়ের দেশগুলোর লাখ লাখ ছাত্রছাত্রীর দূরশিক্ষণে অংশগ্রহণের সক্ষমতা ও প্রযুক্তি না থাকায় ভর্তি, সাক্ষরতার হার ইত্যাদি অর্জন হুমকির মুখে পড়েছে। তিনি দাবি করেন, ডিজিটাল সরঞ্জামাদি ও সেবা, ইন্টারনেটের সুযোগ-সুবিধার সহজলভ্যতা ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে। এজন্য জাতিসংঘকে অংশীদারিত্ব ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার জন্য আহ্বান জানান।
৪) স্বল্পোন্নত দেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সহায়তা- প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সামনে চতুর্থ দফা প্রস্তাব তুলে ধরে বলেন, কোভিড-১৯ অতিমারীর নজিরবিহীন প্রতিক‚ল পরিস্থিতির মধ্যে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছি। এ মহামারী অনেক দেশের উত্তরণের আকাক্সক্ষাকে বিপন্ন করেছে। স্বল্পোন্নত দেশের টেকসই উত্তরণ ত্বরান্বিত করার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা প্রণোদনাভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়নে আরও সহায়তা প্রত্যাশা করি।
৫) অভিবাসীদের অধিকার- বাংলাদেশের সরকারপ্রধান বলেন, মহামারীকালে প্রবাসীরা অপরিহার্য কর্মী হিসেবে স্বাস্থ্য ও অন্য জরুরী সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারাও সম্মুখ সারির যোদ্ধা। তবুও তাদের অনেকে চাকরিচ্যুতি, বেতন কর্তন, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সেবার সহজলভ্যতার অভাব ও বাধ্যতামূলক প্রত্যাবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সঙ্কটকালে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকে অভিবাসীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ এবং তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য এবং কল্যাণকে নিশ্চিত করার জন্য আহ্বান জানান।
৬) রোহিঙ্গা ইস্যু- প্রধানমন্ত্রী তাঁর ষষ্ঠ দফা প্রস্তাবে বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশে তাদের সাময়িক অবস্থানকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে কিছু সংখ্যক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আমরা ‘ভাসানচরে’ স্থানান্তর করেছি। আশ্রয় শিবিরে কোভিড-১৯ মহামারীর বিস্তাররোধে টিকা লাভের যোগ্য সবাইকে জাতীয় টিকাদান কর্মসূচীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
IMF’র SDR অর্থ ছাড়
২৩ আগস্ট ২০২১ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ৬৫ হাজার কোটি মার্কিন ডলারের Special Drawing Rights (SDR) এর অর্থ ছাড় করে। এবারের তহবিলের মধ্যে মাত্র ২,১০০ কোটি মার্কিন ডলার পায় নিম্ন আয়ের দেশগুলো। আর উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো পায় ২৭,৫০০ কোটি মার্কিন ডলার। বাকি ৩৭,৫০০ কোটি মার্কিন ডলার পায় ৪০টি ধনী দেশ। SDR’র নির্দিষ্ট মেয়াদ না থাকার ফলে দাতা দেশকে সারা জীবন ধরে সুদ গুণতে হবে। এই সুদের হার ০.৫%। মূলত দুর্যোগের সময় IMF এ ধরনের তহবিল ছাড় করে থাকে। এর আগে সর্বশেষ ২০০৯ সালে আর্থিক সংকটের সময় IMF এই তহবিলের অর্থ ছাড় করেছিল। IMF’র ১৯০টি সদস্য দেশের মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে কার কত হিস্যা তার ভিত্তিতে এই অর্থ ছাড় করা হয়।
SDR কী
SDR মূলত IMF’র এক ধরনের মুদ্রা যা আবার পাঁচটি মুদ্রায় রূপান্তর করা যায়। এটি পেলে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়। ফলে আমদানি–রপ্তানিতে সুবিধা হয়। IMF’র সম্পূরক আন্তর্জাতিক রিজার্ভ বা মজুত সম্পদ যা Special Drawing Rights (SDR) নামে পরিচিত। সদস্য দেশগুলোর সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের সম্পূরক আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ১৯৬৯ সালে SDR চালু করা হয়। প্রতি পাঁচ বছর পরপর IMF বিশ্বের অন্য কয়েকটি প্রধান মুদ্রার বিনিময় হারের ভিত্তিতে SDR মুদ্রাগুলোর মূল্যমান নির্ধারণ করে থাকে। IMF’র সঙ্গে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে SDR মুদ্রা ব্যবহৃত হয়। বিশেষ করে IMF যখন কোনো দেশকে আর্থিক সহায়তা দেয় তখনই মূলত এটি ব্যবহৃত হয়ে থাকে। ৩০ নভেম্বর ২০১৫ IMF’র নির্বাহী পর্ষদ ইউয়ানকে পঞ্চম রিজার্ভ মুদ্রা হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেয়; যা ১ অক্টোবর ২০১৬ কার্যকর হয়।
লেবাননে নতুন সরকার
১০ সেপ্টেম্বর ২০২১ লেবাননে নতুন সরকার গঠিত হয়। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজিব মিকাতি। তার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়। ধনকুবের মিকাতি এ নিয়ে তৃতীয়বার লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন । ৪ আগস্ট ২০২০ বৈরুত বন্দরের রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ধ্বংসযজ্ঞের কয়েকদিন পরই ১০ আগস্ট ২০২০ তৎকালীন প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার পতনের পর থেকে লেবাননে এতদিন কার্যকর কোনো সরকার ছিল না।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ত্রিদেশীয় সামরিক জোট
চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবিলায় অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে নতুন সামরিক জোটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ১৫ সেপ্টেম্বর ২০২১ এক যৌথ বিবৃতিতে এই জোটের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। নতুন এই জোটের নাম দেয়া হয় ‘অকাস’। (AUKUS)। এ চুক্তির আওতায় দেশ তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার সংক্রান্ত বিষয়গুলোর তথ্য একে অপরের সঙ্গে ভাগাভাগি করবে ৫০ বছরের মধ্যে প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরির প্রযুক্তি দেয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে কেবল যুক্তরাজ্যকে এ প্রযুক্তি দিত যুক্তরাষ্ট্র। এ ছাড়াও মার্কিন ক্রুস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে অস্ট্রেলিয়া।
পৃথিবীর সর্ব উত্তরের দ্বীপ কেকেরটাক ভ্যানারলেক (Qeqertaq Avannarleq) আবিষ্কার
আর্কটিক অঞ্চলে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত এলাকায় কেকেরটাক ভ্যানারলেক (সর্ব উত্তরের) দ্বীপটি অবস্থিত। দ্বীপটি চিহ্নিত করেছেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গ্রিনলাণ্ডের আর্কটিক স্টেশনের বৈজ্ঞানিক দলের প্রধান মেরু অনুসন্ধানকারী মর্টেন রাশ। দ্বীপের আয়তন মাত্র ৩০ বর্গমিটার বা ১০০ বর্গফুট ও উঁচু স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র তিন মিটার উচ্চতায় অবস্থিত।
১৩তম ব্রিকস সম্মেলন
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত একটি মঞ্চ। ৯ সেপ্টেম্বর ২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ডিজিটাল মাধ্যমে ব্রিকসের ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রে বলা হয়েছে, আফগানিস্তানে মানবাধিকার, বিশেষ করে নারী, শিশু ও সংখ্যালঘুদের অধিকার বজায় রাখতে হবে। মানবিক সংকটের মোকাবিলা করতে হবে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
কার্বন ডাই-অক্সাইড সংগ্রহে আইসল্যান্ডে বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু
বাতাস থেকে সরাসরি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে সেটিকে শিলায় রূপান্তর করে মাটির নিচে চাপা দেওয়ার জন্য বিশ্বের সবচেয় বড় প্ল্যান্ট স্থাপন করা হয়েছে আইসল্যান্ডে। প্ল্যান্টটির নাম দেওয়া হয়েছে ওরকা। আইসল্যান্ডের ভাষায় যার অর্থ শক্তি। প্ল্যান্টট চারটি ইউনিটে বিভক্ত। যার প্রতিটি দুটি করে ধাতব বাক্স দিয়ে তৈরি। দেখতে অনেকটা জাহাজের পণ্যবাহী কনটেইনারের মতো। সুইজারল্যান্ডের ক্লামিওয়ার্কস ও আইসল্যান্ডের কার্বফিক্স যৌথভাবে এটি নির্মাণ করেছে। ৮ সেপ্টেম্বর ২০২১ প্ল্যান্টটি কাজ শুরু করেছে।
করোনাভাইরাস-অনুমোদিত টিকা
তৈরিকারক প্রতিষ্ঠান | টিকার নাম | বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন | বাংলাদেশে অনুমোদন |
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (যুক্তরাজ্য) | কোভিশিল্ড | ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ৮ জানুয়ারি ২০২১ |
গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার (রাশিয়া) | স্পুটনিক-ভি |
| ২৭ এপ্রিল ২০২১ |
সিনোফার্ম (চীন) | BBIBP- CorV | ৭ মে ২০২১ | ২৯ এপ্রিল ২০২১ |
ফাইজার-বায়োএনটেক (যুক্তরাষ্ট্র ও জার্মানি) | Comirnaty | ৩১ ডিসেম্বর ২০২০ | ২৭ মে ২০২১ |
সিনোভ্যাক লাইফ সায়েন্স (চীন) | CoronaVac | ১ জুন ২০২১ | ৬ জুন ২০২১ |
জনসন অ্যান্ড জনসন (বেলজিয়াম) | Janssen | ১২ মার্চ ২০২১ | ১৫ জুন ২০২১ |
মডার্না (যুক্তরাষ্ট্র) | মডার্না | ৩০ এপ্রিল ২০২১ | ২৯ জুন ২০২১ |
অক্সফোর্ড অ্যাস্ট্রজনেকা (যুক্তরাজ্য) | Vaxzevria | ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ৮ জানুয়ারি ২০২১ |
UNCTAD’র প্রথম নারী মহাসচিব
১৩ সেপ্টেম্বর ২০২১ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কোস্টারিকার রেবেকা গ্রেনস্পান। এর আগে ১১ জুন ২০২১ জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) তাঁর নিয়োগ অনুমোদন করে। তিনি UNCTAD’র অষ্টম মহাসচিব। উল্লেখ্য, ৯ আগস্ট ২০২২ অনুষ্ঠিত কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে UNCTAD’র সপ্তম মহাসচিব মুখহিসা কিটুয়ি ১৫ ফেব্রুয়ারি ২০২১ পদত্যাগ করেন। উল্লেখ্য যে, UNCTAD ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদস্য দেশ ১৯৫ টি।
IPI’র প্রথম নারী চেয়ারম্যান
১৬ সেপ্টেম্বর, ২০২১ ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (IPI) ৩৫তম চেয়ারম্যান নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার খাদিজা প্যাটেল। তিনি একাধারে IPI’র প্রথম নারী ও প্রথম মুসলিম চেয়ারম্যান। খাদিজা প্যাটেল একজন অনুসন্ধানী সাংবাদিক এবং মুসলিম এশিয়ান ব্যাকগ্রাউন্ডের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি। তিনি দক্ষিণ আফ্রিকার মেইল অ্যান্ড গার্ডিয়ানের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক বিশ্বের সবচেয়ে পুরোনো মিডিয়াবিষয়ক ওয়াচডগ হিসেবে পরিচিত IPI, ১৯৫০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে যাত্রা শুরু করে।
র্যামন ম্যাগসেসে পুরস্কার
ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেসেকে স্মরণ করে ১৯৫৭ সালে ‘র্যামন ম্যাগসেসে পুরস্কার‘ প্রবর্তন করা হয়। ৩১ আগস্ট ২০২১ ফিলিপাইন থেকে ৬৩তম র্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
২০২১ সালের বিজয়ী : ২০২১ সালের র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (icddr,b) বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। তিনি বাংলাদেশের ১২তম বিজয়ী হিসেবে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। ড. ফেরদৌসী কাদরী ছাড়াও এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন— পাকিস্তানে ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করা মুহাম্মদ আমজাদ সাদিক, মৎস্যজীবী রবার্তো ব্যালন, উদ্বাস্তুদের সহায়তায় কাজ করা মানবাধিকারকর্মী স্টিভেন মানসি ও ইন্দোনেশিয়ার প্রোডাকশন হাউজ Watchdoc.
SCO’র সদস্য
১৬-১৭ সেপ্টেম্বর, ২০২১ তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) ২১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিন ১৭ সেপ্টেম্বর, ২০২১ ইরানকে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যপদ প্রদান করা হয়। চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানকে নিয়ে ২৬ এপ্রিল, ১৯৯৬ চীনের সাংহাইয়ে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে Shanghai Five Group গঠন করা হয়। ১৫ জুন, ২০০১ এর নামকরণ করা হয় সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)। SCO এর বর্তমানে সদস্য ৯টি (সর্বশেষ ইরান)।২০০১ সালে এতে সদস্য হয় উজবেকিস্তান। ৯ জুন, ২০১৭ ভারত এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সংস্থায় পূর্ণ সদস্যপদ লাভ করে।
মরক্কো-আলজেরিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
২৪ আগস্ট, ২০২১ মরক্কোর বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া। ৯ আগস্ট, ২০২১ আলজেরিয়ায় ছড়িয়ে পড়া দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়। এতে কমপক্ষে ৯০ জন মানুষ মারা যায় যাদের মধ্যে ৩০ জনের বেশি সেনা সদস্য। আলজেরিয়ার মতে ভয়াবহ দাবানলের পেছনে মরক্কোর সমর্থনপুষ্ট Movement for the self-determination of Kabylie (MAK) জড়িত। মরক্কো ও আলজেরিয়ার মধ্যে কয়েক দশক ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল।
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রত্যাহার
২০২১ সালের সেপ্টেম্বরে সৌদি থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ও প্যাট্রিয়ট ব্যাটারি প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। এই ঘাঁটিতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র কয়েক হাজার সৈন্য মোতায়েন করে। আরব উপদ্বীপে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে । মূলত, ইরানকে প্রতিহত করতেই এসব সেনা মোতায়েন করা হয়।
তৃতীয় স্টক এক্সচেঞ্জ
ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার জন্য নতুন একটি স্টক এক্সচেঞ্জ স্থাপনের পরিকল্পনা নেয় চীন। ৩ সেপ্টেম্বর ২০২১ ‘ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিস‘-এ দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট সি চিন পিং এই পরিকল্পনার ঘোষণা দেন। তৃতীয় এই স্টক এক্সচেঞ্জ হবে রাজধানী বেইজিংয়ে। চীনের মূল ভূখণ্ডে বর্তমানে দুটি স্টক এক্সচেঞ্জ আছে। একটি বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে, অন্যটি দক্ষিণের শহর শেনজেনে।
চীন-রাশিয়া রেল সেতু
১৭ আগস্ট, ২০২১ চীন ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী রেল সেতুর নির্মাণ কাজ শেষ হয়। সেতুটি রাশিয়ার নিঝনেলেনিনস্কয়ে (Nizhneleninskoye) শহরের সঙ্গে চীনের টংজিয়াংকে (Tongjiang) সংযুক্ত করে । আমুর নদীর ওপর নির্মিত ২,২১৫ মিটার দীর্ঘ এ সেতুটির কাজ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়। মূল কাঠামোর কাজ শেষ হয় ২০১৯ সালে। এবার চলাচলের জন্য প্রস্তুত হলো সেতুটি। পুরো লাইনের বেশির ভাগ অংশ (১,৮৮৬ মিটার) চীন সীমান্তে পড়েছে। তবে দুই দেশের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রথম সেতু এটি নয়। এর আগেও একটি সড়ক সেতু বানানো হয়। চীনের হেইহে ও রাশিয়ার ব্লাগোভেসচেংক এলাকাকে যুক্ত করেছে সেতুটি । এবার ক্যাবল কার সিস্টেম চালু করার দিকে ঝুঁকেছে বন্ধুপ্রতীম দুই দেশ।
ভয়ংকর ক্ষেপণাস্ত্র পরীক্ষা
দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির দু‘টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় চীন। এগুলো খুব অল্প সময়ের মধ্যে কয়েকশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এলাকায় এ ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়।
৯/১১ হামলার তদন্ত নথি প্রকাশ
১২ সেপ্টেম্বর, ২০২১ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) ৯/১১ হামলার তদন্ত সংক্রান্ত প্রথম নথি প্রকাশ করে। ৩ সেপ্টেম্বর, ২০২১ প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশে প্রকাশিত ১৬ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, যে ৯/১১ হামলায় সৌদি আরবের নাগরিকদের জড়িত থাকার কথা বলা হলেও ওই হামলার পরিকল্পনায় সৌদি সরকারের সম্পৃক্ততার ব্যাপারটি FBI প্রতিবেদেনের কোথাও উল্লেখ করেনি। তবে সৌদি সরকার হামলার বিষয়টি জানত। উল্লেখ্য, নাইন ইলেভেন হামলার ১৯ জন আত্মঘাতী হামলাকারীর ১৫ জনই সৌদি আরবের নাগরিক ছিল। FBI আগামী ছয় মাসের মধ্যে আরও একটি প্রতিবেদন প্রকাশ করবে।
উপসাগরে ড্রোন টাস্কফোর্স গঠন করবে যুক্তরাষ্ট্র
ইসরায়েল ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে পারস্য উপসাগরে একটি যৌথ সমুদ্র ড্রোন টাস্কফোর্স গঠন করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহর সম্প্রতি এ সিদ্ধান্ত নেয়। ৮ সেপ্টেম্বর, ২০২১ মার্কিন পঞ্চম নৌবহর ঘোষণা করে যে, তারা একটি নতুন টাস্কফোর্স গঠন করবে যার সঙ্গে এয়ারবোর্ন, নৌ জাহাজ ও আন্ডারওয়াটার ড্রোন যুক্ত থাকবে।
মহাকাশে পর্যটন যুগ
১৬ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে প্রথম চার অপেশাদার নভোচারী নিয়ে পৃথিবীর কক্ষপথে উড়াল দেয় SpaceX’র ড্রাগন রকেট। যার মাধ্যমে শুরু হয় মহাকাশ পর্যটনের যুগ। এখন থেকে যে কেউ মন চাইলেই ছুটতে পারবে মহাশূন্যপানে। তবে তাকে অবশ্যই মোটা অঙ্কের টাকা শুনতে হবে। চলতি বছর ইতোমধ্যে বেশ কয়েকটি মহাকাশ ভ্রমণ প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। ১১ জুলাই ২০২১ বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে নিজস্ব প্রতিষ্ঠানের মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণে যান মার্কিন ধনকুবের ও মহাকাশ প্রযুক্তি কোম্পানি ভার্জিন গ্যালাক্টিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন। ২০ জুলাই ২০২১ New Shepard- এ করে ঘুরতে যান আরেক ধনকুবের ও ই–কমার্স জায়ান্ট আমাজনের মালিক জেফ বেজোস। তাদের উভয়ের সঙ্গেই ছিলেন একাধিক পেশাদার নভোচারী। তবে বিলিয়নিয়ার ইলন মাস্কের SpaceX’র Inspiration-4 মিশনে ছিল না কোনো পেশাদার নভোচারী। চারজনের সবাই সাধারণ ও শিক্ষানবিশ। তারা ১৮ সেপ্টেম্বর, ২০২১ ভ্রমণ শেষে ফ্লোরিডায় অবতরণ করেন।
তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার
৭ সেপ্টেম্বর ২০২১ অন্তর্বর্তীকাল সরকারের ৩৩ সদস্যদের নাম ঘোষণা করে তালেবান। এরপর ২১ সেপ্টেম্বর ২০২১ আরও ১৪ জন মন্ত্রীসহ ১৭ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়।
প্রধানমন্ত্রী : মোহাম্মদ হাসান আখুন্দ, উপ–প্রধানমন্ত্রী (প্রথম) : আব্দুল গনি বারাদার, স্বরাষ্ট্র : সিরাজউদ্দিন হাক্কানি, পরারাষ্ট্র : আমির খান মুত্তাকি, অর্থ : হেদায়েতউল্লাহ বুদরি, শিক্ষা : শেখ মৌলভী নুরুল্লাহ মুনির, তথ্য ও সাংস্কৃতি : খায়রুল্লাহ, অর্থনীতি বিষয়ক : ক্বারি দ্বীন হানিফ, হজ ও ধর্মবিষয়ক : মৌলভী নূর মোহাম্মদ সাকিব, বিচার : আব্দুল হাকিম শাহরি, সীমান্ত ও জাতিগোষ্ঠীবিষয়ক : নূরুল্লাহ নূরি, বেসামরিক বিমান চলাচল ও পরিবহন : হামিদুল্লাহ আখুন্দজাদা, উচ্চশিক্ষা : আব্দুল বাকী হাক্কানি, শরণার্থী বিষয়ক : খলিলুর রহমান হাক্কানি।
বিভিন্ন সময়ে আফগানিস্তানের রাষ্ট্রীয় নাম
১৫ আগস্ট ২০২১ আফগানিস্তানের কাবুল দখলের পর ১৯ আগস্ট ২০২১ তলেবান দেশের রাষ্ট্রীয় নাম পরিবর্তন করে Islamic Emirate of Afghanistan রাখে। | নাম | পরিবর্তনের তারিখ |
Kingdom of Afghanistan | ৯ জুন ১৯২৬ | |
Republic of Afghanistan | ১৭ জুলাই ১৯৭৩ | |
Democratic Republic of Afghanistan | ৩০ এপ্রিল ১৯৭৮ | |
Republic of Afghanistan | ৩০ নভেম্বর ১৯৮৭ | |
Islamic State of Afghanistan | ২৮ এপ্রিল ১৯৯২ | |
Islamic Emirate of Afghanistan | ২৯ অক্টোবর ১৯৯৭ | |
Islamic State of Afghanistan | ২২ ডিসেম্বর ২০০১ | |
Islamic Republic of Afghanistan | ৭ ডিসেম্বর ২০০৪ |
হাইবাতুল্লাহ আখুন্দজাদা
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর ২৩ এপ্রিল ২০১৩ মৃত্যুর পূর্ব পর্যন্ত তালেবানের নেতৃত্বে ছিলেন। এরপর নেতৃত্বে আসেন মোল্লা আখতার মনসুর। ২১ মে ২০১৬ মোল্লা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হলে তালেবানের ‘সুপ্রিম লিডার’ হন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তালেবানের সুপ্রিম লিডার হিসেবে তিনি রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় সব বিষয়ের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই আজকের তালেবানের উত্থান। তিনি বর্তমান ইসলামিক আমিরাত আফগানিস্তানের আমীরুল মু’মিনীন হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রমের সাথে সংযুক্ত না থেকে পরামর্শক হিসেবে রাষ্ট্র পরিচালনায় দিকনির্দেশনা দেবেন। কোনো পদে না থাকলেও নতুন সরকারে তিনিই সর্বময় ক্ষমতায় অধিকারী হবেন। এর আগের দুই আমীরূল মুমিনীন হলেন- মোল্লা মোহাম্মদ ওমর (২৭ সেপ্টেম্বর ১৯৯৬–২৩ এপ্রিল ২০১৩) ও আখতার মনসুর (২৯ জুলাই ২০১৫–২১ মে ২০১৬)।
আফগান যুদ্ধের সমাপ্তি
আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান হয়েছে। ৩০ আগস্ট ২০২১ স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে । মার্কিন সেনা বহনকারী সবশেষ সি–১৭ সামরিক বিমানটি কাবুলের হমিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মার্কিন ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল ক্রিস ডোনাহু সর্বশেষ মার্কিন সেনা হিসেবে কাবুল ত্যাগ করেন। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় ২০ বছরের মার্কিন সামরিক অবস্থানের অবসান ঘটে। ১ সেপ্টেম্বর, ২০০১ যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এর জেরে ৭ অক্টোবর, ২০০১ মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী আফগানিস্তানে হামলা চালায়।
প্রাণহানি : আফগান যুদ্ধে ২ লাখ ৪১ হাজার মানুষ প্রাণ হারায়। এর মধ্যে হাজারো মানুষের মৃত্যু হয়। খাদ্যাভাব, রোগ ও যুদ্ধে আহত হয়ে।
· বেসামরিক নাগরিক নিহত : ৭১,৩৪৪ আফগানিস্তানে : ৪৭,২৪৫ · পাকিস্তানে : ২৪,০৯৯
· বিদেশি সেনা নিহত : ৩,৫৮৬ মার্কিন সেনা : ২,৪৪২ · মিত্রদেশের সেনা : ১,১৪৪।
· আফগান সেনা ও পুলিশ নিহত : ৭৮,৩১৪ আফগানিস্তানে : ৬৬,০০০-৬৯,০০০ · পাকিস্তানে : ৯,৩১৪।
· তালেবান যোদ্ধা নিহত : ৮৪, ১৯১ আফগানিস্তানে : ৫১,১৯১ · পাকিস্তানে : ৩৩,০০০।
· নিহতদের মধ্যে আরও আছেন ১৩৬ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, মানবিক ত্রাণসহায়তা কর্মী ৫৪৯, মার্কিন বাহিনীকে সহায়তাকারী আফগান নাগরিক ৩,৯৩৬ এবং মার্কিন বেসামরিক নাগরিক ৬ জন।
· যুদ্ধে ব্যয় : ৯৫৫ বি.মা.ড. সামরিক ব্যয় ৮২৫ বি.মা.ড. · অবকাঠামোগত ব্যয় ১৩০ বি.মা.ড.
[সূত্র : মার্কিন প্রতিরক্ষা বিভাগ/মন্ত্রণালয়]।
১৯,৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ২৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা), বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার ৫০০ কোটি টাকা। কক্সবাজারের মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অতিরিক্ত অর্থায়ন ও মেট্রোরেল রুট ১ প্রকল্পে এ টাকা খরচ হবে। ৪২তম ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স) ঋণ প্যাকেজের আওতায় আরও চারটি প্রকল্পে ঋণ দেওয়ার কথা আছে জাইকার। এর মধ্যে আছে কক্সবাজারের মাতারবাড়ীতে দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, মেট্রোরেল রুট ৫, হজরত শাহজালাল তৃতীয় টার্মিনালে অতিরিক্ত অর্থায়ন ও চট্টগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। আগামী অক্টোবরে দুই দেশের মধ্যে এ–সংক্রান্ত একটি চুক্তি হতে পারে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে।
চীনের প্রবৃদ্ধি হবে ৭.৮ শতাংশ
কয়েক দিন ধরে চীনের কয়েকটি প্রদেশে বিদ্যুৎ ঘাটতি সৃষ্টি হয়েছে। এতে সেখানকার কারখানা বন্ধ হয়ে গেছে। অনেক বাড়িতেই বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে গোল্ডম্যান স্যাকস মনে করছে, এ বছর চীনের প্রবৃদ্ধির হার কমবে। তাদের পূর্বাভাস, চলতি বছর চীনের প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ৮ শতাংশ, যদিও তারাই আগে পূর্বাভাস দিয়েছিল, দেশটির প্রবৃদ্ধি দাঁড়াবে ৮ দশমিক ২ শতাংশ। গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, বিদ্যুৎ ঘাটতির কারণে চীনের শিল্পোৎপাদন ৪৪ শতাংশ হ্রাস পেয়েছে। পরিবেশগত নিয়ন্ত্রণ আরোপ করায় চীনের বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। আবার সরবরাহে বিঘ্ন ঘটার কারণে বিপত্তি আরও বেড়েছে।
আরও ক্ষেপনাস্ত্র কেনার পরিকল্পনা তুরস্কের
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির মুখেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তাঁর দেশ রাশিয়ার কাছ থেকে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনার কথা বিবেচনা করছে। মার্কিন প্রচারমাধ্যম সিবিএস নিউজকে এরদোয়ান বলে, তুরস্ক স্বাধীনভাবে তার প্রতিরক্ষাব্যবস্থা বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরদোয়ান অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র কেনার সুযোগ দেওয়া হইনি তাদের। এ ছাড়া ১৪০ কোটি মার্কিন ডলার অর্থ নিয়েও এফ–৩৫ স্টেলথ জেট বিমান তাদের সরবরাহ করেনি যুক্তরাষ্ট্র। এর আগে তুরস্ক রাশিয়ার তৈরি এস–৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেনায় তাদের এফ–৩৫ কর্মসূচি থেকে বের করে দেওয়া হয় এবং কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
চীনের রাষ্ট্রদূত ব্রিটিশ সংসদে নিষিদ্ধ–
যুক্তরাজ্যের সংসদে যেতে পারছেন না দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং। গতকাল বুধবার হাউস অব কমন্সের একটি সংবর্ধনায় তাঁর যোগ দেওয়ার কথা ছিল কিন্তু এর আগেই তাকে নিষিদ্ধ করা হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, চীনবিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ এই সংবর্ধনার আয়োজন করে। কিন্তু এর বিরুদ্ধে বিক্ষোভ হলে সংসদের স্পিকার লর্ড তা বাতিল করেন। ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক বিরোধ সৃষ্টি করতে পারে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন দুই দেশের সরকারের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত মার্চে যুক্তরাজ্যের পাঁচ সংসদ সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দ করে চীন।
খেলাধুলা
UEFA বর্ষসেরা
২৬ আগস্ট, ২০২১ তুরস্কের ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ২০২১–২২ মৌসুমের ড্র অনুষ্ঠানে ২০২০–২১ মৌসুমের উয়েফা বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। এতে বর্ষসেরা হিসেবে পুরস্কার জিতে নেন জর্জিনহো। ইতালির জাতীয় দল এবং ইংলিশ ক্লাব চেলসির হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করেন তিনি।
ক্যাটাগরি | পুরুষ | নারী |
বর্ষসেরা | জর্জিনহো (চেলসি) | আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা) |
কোচ | টমাস চুখেল (চেলসি) | লুইস কোর্তেস (বার্সেলোনা) |
গোলরক্ষক | এডওয়ার্ড মেন্ডি (চেলসি) | সান্দ্রা পানোস (বার্সেলোনা) |
ডিফেন্ডার | রুবেন দিয়াজ (ম্যানসিটি) | ইবিন পারাদেশ (বার্সেলোনা) |
মিডফিল্ডার | এনগোলো কান্তে ((চেলসি) | আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা) |
ফরোয়ার্ড | আর্লিং হালান্ড (বুরুসিয়া ডর্টমুন্ড) | জেনিফার হারমোসা (বার্সেলোনা) |
প্রেসিডেন্ট পুরস্কার: ইউরোতে ক্রিস্টিয়ান এরিকসেনের জীবন বাঁচানো ডেনমার্ক অধিনায়ক সিমন কায়ের ও চিকিৎসক দল।
ইউএস ওপেন ২০২১
আয়োজন: ১৪১তম।
সময়কাল: ৩০ আগস্ট–১২ সেপ্টেম্বর ২০২১
প্রাইজ মানি: ৫৭.৫ (মিলিয়ন ইউএস ডলার)
চ্যাম্পিয়ন: পুরুষ একক: দানিল মেদভেদেভ (রাশিয়া)
নারী একক: এমা রাদুকানু (যুক্তরাজ্য)। রাদুকানু কেবল ইউএস ওপেনের শিরোপাই প্রথমবারের মতো জেতেননি, তিনি হচ্ছেন এ গ্র্যান্ডস্লামে কোয়ালিফাইয়ার খেলে আসা প্রথম শিরোপাজয়ী। এই সাথে যেকোনো গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতায় প্রথম কোয়ালিফাইয়ার খেলে আসা শিরোপাজয়ী।
২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ
আয়োজন: ১৩তম
সময়কাল: ১–১৬ অক্টোবর ২০২১
স্বাগতিক: মালদ্বীপ
অংশগ্রহণকারী দেশ: ৫টি– বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা।
ভেন্যু: জাতীয় ফুটবল স্টেডিয়াম, মালে।
ফিকচার
তারিখ | ম্যাচ |
১ অক্টোবর | নেপাল–মালদ্বীপ ও শ্রীলংকা–বাংলাদেশ |
৪ অক্টোবর | বাংলাদেশ–ভারত ও শ্রীলংকা–নেপাল |
৭ অক্টোবর | ভারত–শ্রীলংকা ও মালদ্বীপ–বাংলাদেশ |
১০ অক্টোবর | মালদ্বীপ–শ্রীলংকা ও নেপাল– ভারত |
১৩ অক্টোবর | বাংলাদেশ–নেপাল ও ভারত–মালদ্বীপ |
১৬ অক্টোবর গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার্স–আপের মধ্যে সাফ চ্যাম্পিয়শিপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
সর্বোচ্চ গোলদাতা
লাতিন আমেরিকার
১০ সেপ্টেম্বর, ২০২১ লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচে বলিভিয়ার বিপক্ষে তিনটি গোল করে পেলেকে ছাড়িয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ১৮ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত মেসির গোলসংখ্যা ৭৭।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার নতুন রেকর্ড
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার নতুন রেকর্ড গড়েন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ১ সেপ্টেম্বর, ২০২১ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১০ এবং ১১১ তম গোল করে এই রেকর্ড গড়েন পর্তুগালের অধিনায়ক। এর আগে ১০৯টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি ছিল ইরানের আলি দাইয়ির দখলে।
নিরাপদ নগরী সূচক
♦ প্রকাশ: আগস্ট ২০২১
♦ প্রকাশক: The Economist Intelligence Unit (EIU) [লন্ডন ভিত্তিক সংস্থা]
♦ সূচকের শিরোনাম: Safe Cities Index 2021
♦ অন্তর্ভুক্ত শহর: ৬০ টি।
♦ ঢাকার অবস্থান: ৫৪তম।
♦ সূচক অনুযায়ী– শীর্ষ শহর: কোপেনহেগেন (ডেনমার্ক)। সর্বনিম্ন শহর: ইয়াঙ্গুন (মিয়ানমার)।
জাতীয় সাইবার নিরাপত্তা সূচক
♦ প্রকাশ: ১৯ আগস্ট ২০২১
♦ প্রকাশক: ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশন, এস্তোনিয়া।
♦ সূচকের শিরোনাশ: National Cyber Security Index (NCSI)-2021।
♦ অন্তর্ভুক্ত দেশ: ১৬০টি।
♦ সূচক অনুযায়ী: শীর্ষ দেশ: গ্রিস। সর্বনিম্ন দেশ: দক্ষিণ সুদান। সার্কভুক্ত দেশ: ৩৯ – বাংলাদেশ, ৪০ – ভারত, ৭০ – পাকিস্তান, ৭১ – শ্রীলংকা, ৯৮ – নেপাল, ১১৮ – ভুটান ও ১৩৩ – আফগানিস্তান।
বিশ্বের সেরা বন্দরের প্রতিবেদন:
♦ প্রকাশ: ২৩ আগস্ট, ২০২১
♦ প্রকাশক: লন্ডনভিত্তিক জার্নাল লয়েড’স লিস্ট।
♦ অন্তর্ভুক্ত বন্দর: ১০০টি।
♦ বন্দরের তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর।
♦ ১০০তম স্থানে চীনের জিনজোও বন্দর।
♦ চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান ৬৭তম।
বৈশ্বিক উদ্ভাবনী সূচক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১ ।
প্রকাশক : World Intellectual Property Organization (WIPO) ।
অন্তর্ভুক্ত দেশ : ১৩২টি। সূচকের শিরোনাম : Global Innovation Index 2021.
সূচক অনুযায়ী—
শীর্ষ ৫ দেশ : ১. সুইজারল্যান্ড; ২. সুইডেন; ৩. যুক্তরাষ্ট্র; ৪. যুক্তরাজ্য ও ৫. দক্ষিণ কোরিয়া।
সর্বনিম্ন ৫ দেশ : ১৩২. অ্যাঙ্গোলা; ১৩১. ইয়েমেন; ১৩০. গিনি; ১২৯. নাইজার ও ১২৮. বেনিন।
সার্কভুক্ত দেশ : ৪৬. ভারত; ৯৫. শ্রীলংকা; ৯৯. পাকিস্তান; (১১১. নেপাল ও ১১৬. বাংলাদেশ।)