আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০২.১০.২০২১

♦ কাতারে প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত ।

♦ তুরস্কে পানির নিচে ‘দ্য গ্যালিপোলি হিস্টোরিক আন্ডারওয়াটার পার্ক’ নামের জাদুঘর উদ্বোধন।

০৩.১০.২০২১

♦ উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শাহীন’ ওমানে আঘাত হানে।

০৪.১০.২০২১

♦ জাপানের ১০০তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফুমিও কিশিদা।

০৫.১০.২০২১

♦ ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট মিয়ানমারের জান্তাবিরোধী ‘জাতীয় ঐক্য সরকার’কে স্বীকৃতি দেয়।

০৬.১০.২০২১

♦ বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

৭.১০.২০২১

♦ চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে চীনা মিশন সেন্টার (CMC) গঠনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

০৯.১০.২০২১

♦ তাইওয়ানকে পুনরায় চীনের সঙ্গে একত্রিত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট সি চিন পিং।

♦ কাবুল পতনের পর কাতারের দোহায় দু’দিনব্যাপী যুক্তরাষ্ট্র-তালেবানের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক শুরু।

♦ দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ।

১.১০.২০২১

♦  ‘অজেয় সেনাবাহিনী’ গঠনের ঘোষণা দেন উত্তর কোরিয়ার নেতা- কিম জং উন।

.১০.২০২১

♦ সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে ভুটান ও চীন।

১৬.১০.২০২১

♦ সাফ চ্যাম্পিয়নশিপে ৮ম বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।

১৭.১০.২০২১

♦ সপ্তম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন।

১৮.১০.২০২১

♦ ন্যাটোর সঙ্গে কূটনৈতিক মিশন স্থগিত করে রাশিয়া।

৯.১০.২০২১

♦ উত্তর কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SLBM) পরীক্ষা চালায়।

২৬.১০.২০২১

♦ তিন দিনব্যাপী ৩৮ ও ৩৯তম আসিয়ান সম্মেলন ব্রুনাই-এর রাজধানী বন্দর সেরি বেগওয়ানে শুরু।

আলোচিত বিশ্ব

প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি

৩ অক্টোবর ২০২১ International Consortium of Investigative Journalists (ICIJ) Facts প্রভাবশালীদের অবৈধ লেনদেন, কর ফাঁকি ও এ-সংক্রান্ত এক কোটি ১৯ লাখ নথি প্রকাশ করে। যার শিরোনাম Pandora Papers : An offshore data tsunami। প্রকাশিত এ নথির নাম দেওয়া হয় প্যান্ডোরা পেপারস। বিশ্বের ১১৭টি দেশের ৬০০-এর বেশি সাংবাদিক কয়েক মাস ধরে ১৪টি। উৎস থেকে গোপনীয় আর্থিক দলিলপত্র বিশ্লেষণ করে বিস্তারিত তথ্য প্রকাশ করে। এটি ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের ঘটনা। ১৮ মাসের অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, খেলোয়াড় ও অভিনয় শিল্পী অফশোর কোম্পানি ব্যবহার করে গোপনে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্য পাওয়া যায়। গত সাত বছরে লুক্সেমবার্গ লিকস, সুইস লিকস হয়ে পানামা পেপারস বা প্যারাডাইস পেপারস বিশ্বের বহু কিছুই ওলটপালট করে দেয়।

গ্রিক পৌরাণিক কাহিনি প্যাভোরার বক্স থেকে এ কেলেঙ্কারির নামকরণ করা হয়। রূপকথার সেই গল্পে বক্সের মধ্যে বন্দি ছিল শয়তানের অপকর্ম, যা আপাত দৃষ্টিতে ইতিবাচক হলেও বাস্তবে নেতিবাচক অর্থ প্রকাশ করে। গল্পে,ঐ বক্স খোলার পর অসংখ্য রোগ-জরা-হিংসা-বিদ্বেষের মতো অশুভ বিষয় ছড়িয়ে পড়ে পৃথিবীতে। তেমনিভাবে প্যান্ডোরা পেপারস প্রকাশের পর জানা যায় হাজারো প্রভাবশালীর অর্থনৈতিক কেলেঙ্কারির তথ্য।

Brexit to Polexit

১ মে ২০০৪ ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্যপদ লাভ করে পোল্যান্ড। EU’র সদস্য থাকতে হলে মৌলিক যেসব নীতি সদস্যদের মানতেই হয়, তার অন্যতম হলো— কিছু বিষয়ে EU আইনের বিধান এবং ইউরোপীয় আদালতের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সদস্য দেশগুলোর সরকার ও আদালতকে তা মেনে নিতেই হবে। কিন্তু এ মৌলিক নীতির প্রশ্নেই EU’র সাথে পোল্যান্ডের বিরোধ চরমে পৌঁছেছে। পোল্যান্ডের সাংবিধানিক আদালত ৭ অক্টোবর ২০২১ এক রায়ে বলে EU’র মূল চুক্তির কিছু ধারার সাথে পোলিশ আইনের কোনো সামঞ্জস্য নেই। এ রায়ের মাধ্যমে পোল্যান্ডের সর্বোচ্চ আদালত পক্ষান্তরে ইউরোপীয় আইন এবং ইউরোপীয় আদালতের শ্রেষ্ঠত্বের বিধান প্রত্যাখ্যান করল। আর এর ফলে উদ্বেগ বাড়ছে যে, ব্রিটেনের মতো পোল্যান্ডও কি ইউরোপীয় জোট থেকে বেরিয়ে যাবে? ইতোমধ্যেই পোল্যান্ডে Brexit’র মতো Polexit শব্দটি উচ্চারিত হতে শুরু করেছে।

UNHRC-তে যোগদান

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে (UNHRC) ফিরেছে যুক্তরাষ্ট্র। ১৪ অক্টোবর ২০২১ জাতিসংঘের সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্রকে জেনেভাভিত্তিক এ কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত করে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাজাখস্তান, গাম্বিয়া, বেনিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, প্যারাগুয়ে, হন্ডুরাস, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, মন্টেনিগ্রো ও লিথুয়ানিয়া UNHRC’র সদস্য নির্বাচিত হয়। আর পুনর্নির্বাচিত হয় ক্যামেরুন, ইরিত্রিয়া, সোমালিয়া, ভারত ও আর্জেন্টিনা। ১ জানুয়ারি ২০২২ থেকে দেশগুলোর তিন বছরের মেয়াদ শুরু হবে। ১৯ জুন ২০১৮ তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প UNHRC পরিষদকে ‘রাজনৈতিক পক্ষপাতিত্বের নর্দমা’ অ্যাখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।

অত্যাধুনিক মিসাইলের সফল পরীক্ষা

২৭ সেপ্টেম্বর ২০২১ উড়িষ্যার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড মিসাইল টেস্ট রেঞ্জ থেকে অত্যাধুনিক আকাশ প্রাইম মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। আকাশ মিসাইলের নতুন সংস্করণ ‘আকাশ প্রাইম’ মিসাইল। মিসাইলটিতে রয়েছে অত্যাধুনিক ‘রেডিও ফ্রিকুয়েন্সি সিকার’ । এ যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুকে সহজেই খুঁজে বের করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। এটি অতিউচ্চতায় কম তাপমাত্রায় কাজ করতে সক্ষম। এ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর মতোই সুপারসনিক। এর সর্বাধিক গতি ২.৫ ম্যাক (৩০৮৭ কিমি প্রতি ঘণ্টা) ।

 ইরান-সৌদি আরব সমঝোতা

২ জানুয়ারি ২০১৬ সৌদি সরকার দেশটির ভিন্ন মতাবলম্বী শিয়া আলেম শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেসময়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ২০২০ সালের শেষ দিকে ছিন্ন সম্পর্ককে জোড়া লাগানোর জন্য সৌদি আরবের সাথে ইরানের আলোচনা শুরু হয়। তার ধারাবাহিকতায় ২০২১ সালের অক্টোবরে দু’দেশ পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও পরস্পর দূতাবাস খোলার আগে কনসুলেট খোলার ব্যাপারে ঐক্যমতে পৌঁছে। 

কাতারে প্রথম আইনসভা নির্বাচন

২ অক্টোবর ২০২১ প্রথমবারের মতো কাতারে আইনসভার (শূরা কাউন্সিল) নির্বাচন অনুষ্ঠিত হয়। শুরা কাউন্সিলের বর্তমান সদস্য ৪৫। এর মধ্যে ৩০ সদস্য পদের জন্য নির্বাচন হয়। বাকি ১৫ আসনে জনপ্রতিনিধি নিয়োগ দেন দেশটির আমির। আইনসভা শূরা কাউন্সিলের সদস্যদের মূল দায়িত্ব হচ্ছে— আইন প্রণয়ন, দেশের জাতীয় নীতিনির্ধারণ এবং বাজেট প্রণয়ন ও পাস করা। ২৯ জুলাই ২০২১ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দেশটির জাতীয় নির্বাচন-সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন। এর মাধ্যমে দেশটি প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে আইনপ্রণেতা বেছে নেওয়ার সুযোগ পায়। আইনের মাধ্যমে কাতারকে ৩০টি নির্বাচনি জেলায় ভাগ করা হয়। প্রতিটি জেলা থেকে বিজয়ী প্রার্থী আইনসভার সদস্য হিসেবে গণ্য হবেন। ২০২০ সালের নভেম্বর শেখ তামিম নির্বাচন ও ভোটের আয়োজনের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সেই কমিটি গত কয়েক মাসে নির্বাচনি আইন ও এ বিষয়ক সাংবিধানিক নীতিমালা প্রণয়ন করে। কাতারে ভোটাধিকার নিয়ে কিছু বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী, ১৯৩০ সাল বা এর আগে থেকে যাদের কাতারের নাগরিকত্ব রয়েছে, তারা ও তাদের পরিবারের ১৮ বছরের সদস্যরাই শুধু নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেন। প্রার্থীদের অবশ্যই কমপক্ষে ৩০ বছর বয়সী হতে হবে। ২০০৩ সাল থেকে নতুন সংবিধানের আওতায় কাতারে পৌরসভা নির্বাচন হয়ে আসছে, শূরা কাউন্সিলেও আংশিক নির্বাচন হয়। তবে সংবিধানে দেশটিতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ। নতুন নির্বাচনি আইনেও সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮৪ জন প্রার্থী। তাদের মধ্যে নারী ২৮ জন। তবে কোনো নারী প্রার্থী নির্বাচিত হতে পারেননি।

SPD (জার্মানি)

১৯১৮-১৯ সালে জার্মান বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (SPD) দেশটির সবচেয়ে পুরাতন দল। ২৭ মে ১৮৭৫ দলটি গঠিত হয়। মধ্য-বামপন্থি হিসেবে পরিচিত এ দলটির শিকড় আসলে উনিশ শতকের শ্রমিক আন্দোলনের মধ্যে নিহিত। SPD থেকে প্রথম জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় ভিলি ব্রান্ট; যার মেয়াদকাল ২২ অক্টোবর ১৯৬৯-৭ মে ১৯৭৪। ৭২ বছরের মধ্যে ২১ বছর দলটি জার্মানির নেতৃত্ব দেয়। মোট ৩৮ বছর ক্ষমতার অংশীদার হিসেবে ছিল।

অ কা স

অকাস একটি নতুন জোটের নাম। অস্ট্রেলিয়া (Australia), যুক্তরাজ্য (United Kingdom) ও যুক্তরাষ্ট্র (United States) তিন দেশের নামের A-UK-US অক্ষর দিয়ে জোটটির নামকরণ করা হয় অকাস (AUKUS) । ১৫ সেপ্টেম্বর ২০২১ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক যৌথ বিবৃতিতে এ জোটের ঘোষণা দেন। গঠনের শুরু থেকেই পরিষ্কার যে, ‘অকাস’ একটি সামরিক জোট। ‘অকাস’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিন দেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থাপনা। এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং তারই আওতায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে। ১৯৫৮ সালে যুক্তরাজ্যকে এ প্রযুক্তি দেওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র আরেকটি দেশকে এ প্রযুক্তি দিতে যাচ্ছে। তবে এ চুক্তির অধীনে অন্যান্য বিষয়েও সহযোগিতার কথা উল্লেখ করা হয়। যার ভেতরে প্রধানত থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ইত্যাদি। উল্লেখ্য, এ চুক্তির মধ্য দিয়ে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথমবারের মতো সামরিক চুক্তি ঘোষিত হয়। এ চুক্তির উদ্দেশ্য হিসেবে যদিও সুনির্দিষ্টভাবে চীনকে প্রতিহত করার বিষয়টি উল্লেখ করা নেই, কিন্তু এটা পরিষ্কার যে একমাত্র লক্ষ্য চীনের মতো উদীয়মান শক্তিকে বিশেষ করে তার সামরিক ও নৌশক্তিকে প্রতিহত করা।

জার্মান নির্বাচনের কথকতা

২৬ সেপ্টেম্বর ২০২১ নির্বাচনের মধ্য দিয়ে ১৬ বছর দায়িত্ব পালন করা অ্যাঞ্জেলা মার্কেলের উত্তরসূরি নির্বাচনে ভোট দেয় জার্মানরা। নির্বাচনে জার্মান পার্লামেন্ট বুন্দেসটাগে যেতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। এর অর্থ হচ্ছে, দেশটিতে ক্ষমতায় আসবে জোট সরকার। জার্মানিতে ১৯৪৯ সাল থেকে রাজনীতিতে সরকার গঠনের ঐতিহ্য হলো, জোটবেঁধে সরকার গঠন। কারণ, একক সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট কোনো দলই পায় না। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তাই সরকার গঠন করতে গেলে জোট বাঁধা ছাড়া বিকল্প থাকছে না।

 কো য়া ড

ইংরেজি শব্দ Quadrilateral বা চতুপাক্ষিকের সংক্ষিপ্ত রূপ কোয়াড (Quad)। এটি চারটি দেশের জোট। দেশ চারটি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত। ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে Quadrilateral Security Dialogue বা কোয়াডের সূচনা হয়। জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ২০০৭ সালে আনুষ্ঠানিক একটি চতুর্পাক্ষিক নিরাপত্তা আলোচনার ডাক দেন। একই বছরের ডিসেম্বরে কোয়াডের চার অংশীদার এক বৈঠকে মিলিত হয় এবং ভারতের উদ্যোগে বঙ্গোপসাগরে আয়োজিত মালাবার নৌ মহড়ায় যোগ দেয়। এর মধ্য দিয়ে কোয়াডের প্রতিশ্রুতিশীল যাত্রা শুরুর ইঙ্গিত পাওয়া গেলেও বছর না ঘুরতেই জোটটি কার্যত ভেঙে যায়। এ রকম পরিণতির পেছনে একাধিক কারণ ছিল। অন্যতম হলো জাপানে ২০০৯ সালের সাধারণ নির্বাচনে রক্ষণশীলদের ক্ষমতাচ্যুত হওয়া। ২০১২ সালের শেষ দিকে জাপানে শিনজো অ্যাবে দ্বিতীয় দফা ক্ষমতা ফিরে পাওয়ার পর Quad নিয়ে আবার সক্রিয় হয়ে ওঠে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ নীতি কার্যকর করার জন্যে সচেষ্ট হয়ে ওঠেন। এ অবস্থায় ১২ নভেম্বর ২০১৭ বৈঠকের মাধ্যমে কোয়াড ঘুম থেকে জেগে ওঠে। ইদানীং নিজেদের শত্রু হিসেবে রাখঢাক না করেই এ অনানুষ্ঠানিক জোট চীনের দিকে তর্জনী তুলে নজর কাড়তে শুরু করেছে। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয়। এ জোটের মধ্যে ভারতই একমাত্র দেশ যার চীনের সঙ্গে সীমান্ত রয়েছে এবং বেশ কয়েকটি সীমান্ত পয়েন্ট অমীমাংশিত ও সংঘাত কবলিত।

সিপিটিপিপি (CPTPP)

চীনের প্রভাব রুখতে ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি বাণিজ্যিক জোট গঠনের উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারি ২০১৬ নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১২টি দেশ Trans-Pacific Partnership (TPP) নামের একটি চুক্তি স্বাক্ষর করে। ২৩ জানুয়ারি ২০১৭ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে TPP অকার্যকর হয়ে পড়ে। পরে জাপানের নেতৃত্বে Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) গঠনের আলোচনা শুরু হয়। ৮ মার্চ ২০১৮ চিলির সান্তিয়াগোতে CPTPP স্বাক্ষরিত হয়। ৩০ ডিসেম্বর ২০১৮ কার্যকর হওয়া CPTPP চুক্তিতে ১১টি দেশ রয়েছে। দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। চুক্তির মূল উদ্দেশ্য, দেশগুলোর মধ্যে বাণিজ্য শুল্ক কমিয়ে আনা। যে দেশটির প্রভাব রুখতে CPTPPর জন্ম, ১৬ সেপ্টেম্বর ২০২১ সেই দেশই যোগদানের জন্য আবেদন করে। ‘অকাস’ চুক্তির পরিপ্রেক্ষিতে CPTP-তে যোগদানের আবেদন করে চীন। যাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব সহজেই বিস্তার করতে পারে দেশটি। এর আগে ১ ফেব্রুয়ারি ২০২১ যুক্তরাজ্য CPTPP-তে যোগদানের আবেদন করে। ২ জুন ২০২১ জোটের সদস্য দেশগুলো যুক্তরাজ্যের অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়। অন্যদিকে, তাইওয়ান ২২ সেপ্টেম্বর ২০২১ CPTPP-তে যোগ দেওয়ার আবেদন করে।

আরব বিশ্বের প্রথম তিউনিশিয়ার নারী প্রধানমন্ত্রী

১১ অক্টোবর ২০২১ আরব বিশ্বের এবং তিউনিশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজলা বাউডেন রমধান। ২৯ সেপ্টেম্বর ২০২১ দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ এ ভূতাত্ত্বিককে প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেন। ২৯ জুন ১৯৫৮ জন্মগ্রহণ করা নাজলা বাউডেন ২০১১ সালে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন। উল্লেখ্য, ২৫ জুলাই ২০২১ প্রেসিডেন্ট সাইয়েদ দেশটির প্রধানমন্ত্রীকে বহিষ্কার এবং মধ্যপন্থী ইসলামী দল এন্নাহদা পার্টির নেতৃত্বাধীন পার্লামন্ট ভেঙে দেন। বিরোধীরা তার এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে অভিহিত করেন।

 টিকার কার্যকারিতা :

অনুমোদন পাওয়া RTSS টিকা শিশুদের শরীরে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। ২০১৫ সালে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়, এ টিকা প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের শরীরে ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তবে কার্যকর সুরক্ষা পেতে এ টিকার চারটি ডোজ নিতে হয়। শিশুর বয়স পাঁচ মাস হলে এক মাস অন্তর প্রথম তিনটি ডোজ দিতে হবে। আর চতুর্থ বুস্টার ডোজটি দিতে হবে ১৮ মাস বয়স হওয়ার পর।

ম্যালেরিয়ার টিকা অনুমোদন

দীর্ঘ গবেষণা আর প্রাণান্তকর চেষ্টার পর অবশেষে মশাবাহিত প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার প্রথম ভ্যাকসিন আবিষ্কারে সফলতার মুখ দেখেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান GlaxoSmithKline (GSK) বিশ্বে প্রথমবারের মতো এ রোগের টিকা আবিষ্কারে সক্ষম হয়। ৬ অক্টোবর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) টিকাটির অনুমোদন দেয়। RTS,S/AS01 টিকাটির বাণিজ্যিক নাম Mosquirix । ২০১৯ সাল থেকে একটি পাইলট প্রকল্পের আওতায় ঘানা, কেনিয়া ও মালাবিতে আট লাখ শিশুর শরীরে ২০ লাখের বেশি ডোজ ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করা হয়। প্রকল্পের কর্মসূচির ফলাফলের ভিত্তিতে WHO এ সিদ্ধান্ত নেয়।

CTBT’র ২৫ বছর

সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা বিষয়ক চুক্তি হলো সমন্বিত পরমাণবিক পরীক্ষা  নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) CTBT’র পূর্ণরূপ Comprehensive Nuclear-Test-Ban Treaty। ২২ আগস্ট ১৯৯৬ অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে CTBT উত্থাপন করে। ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সাধারণ পরিষদে চুক্তিটি গৃহীত হয়। চুক্তিটি কার্যকরের জন্য ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন বাধ্যতামূলক করে দেওয়া হয়। এর মধ্যে চীন, মিসর, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও অনুমোদন করেনি। আর ভারত, উত্তর কোরিয়া ও পাকিস্তান স্বাক্ষর এবং অনুমোদন করেনি। ফলে এটি কার্যকর করা সম্ভব হয়নি। ২৪ অক্টোবর ১৯৯৬ বাংলাদেশ ১২৯তম দেশ হিসেবে CTBT স্বাক্ষর করে। আর ২৮তম দেশ হিসেবে ৮ মার্চ ২০০০ অনুমোদন করে। ১০ সেপ্টেম্বর ২০২১ CTBT’র-২৫ বছর পূর্তি হয়। উল্লেখ, সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক’ পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করতে ১৯ নভেম্বর ১৯৯৬  Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (CTBTO) প্রতিষ্ঠা করা হয়। এটির সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে।

বৈশ্বিক করর্পোরেট কর চুক্তি

৮ অক্টোবর ২০২১ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (OECD) উদ্যোগে ১৩৬টি দেশ করপোরেট কর নিয়ে বৈশ্বিক চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী বহজাতিক কোম্পানি থেকে ন্যূনতম ১৫% করপোরেট কর নেবে এ দেশগুলো। বহুজাতিক কোম্পানিকে ন্যায্য করহারের আওতায় আনতে এবং তাদের কর ফাঁকি বন্ধ করতে এ-চুক্তি হয়। পাশাপাশি কোম্পানি যে লাভ করবে, তার একটি অংশ এসব দেশকে দিতে হবে। গত চার বছর ধরে এ চুক্তির জন্য আলোচনা চলছিল। ১৩ অক্টোবর ২০২১ ওয়াশিংটনে জি-২০ভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠকে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। ৩০-৩১ অক্টোবর ২০২১ রোমে জি-২০ দেশগুলোর নেতাদের বৈঠকে এর চূড়াস্ত অনুমোদন দেওয়া হয়। যেসব দেশ এ চুক্তিতে সমর্থন দেয়, তারা আগামী বছর তাদের দেশের আইনে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনবে, যাতে চুক্তিটি ২০২৩ সালে কার্যকর করা যায়। উল্লেখ্য, ৫ জুন’ ২০২১ যুক্তরাজ্যের লন্ডনে জি-৭-এর অর্থমন্ত্রীদের বৈঠকে এ চুক্তির ব্যাপারে তারা একমত হয়। এরপর ১ জুলাই ২০২১ প্যারিসভিত্তিক OECD এ চুক্তির ঘোষণা দেয়।

নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট

২৫ সেপ্টেম্বর ২০২১ আইসল্যান্ডের আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৩টি আসনের মধ্যে ৩৩টি আসনে নারী এমপি নির্বাচিত হন। এর মাধ্যমে ইউরোপের প্রথম দেশ হিসেবে আইসল্যান্ডের পার্লামেন্টে পুরুষের চেয়ে বেশি নারী এমপি নির্বাচিত হয়। এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে ২৪ জন নারী এমপি নির্বাচিত হয়। ২০২১ সালের বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ বছর ধরে বিশ্বে লিঙ্গ সমতার শীর্ষ দেশ আইসল্যান্ড।

ফ্রান্স-গ্রিস সামরিক চুক্তি

অস্ট্রেলিয়ার সাথে সাবমেরিন চুক্তি ভেঙে যাওয়ার পর ২৮ সেপ্টেম্বর ২০২১ ইউরোপের দেশ গ্রিসের সাথে নতুন করে সামরিক চুক্তি স্বাক্ষর করে ফ্রান্স। চুক্তির আওতায় ফ্রান্স নিজেদের তৈরি আটটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ২০২৬ সালের মধ্যে গ্রিসকে সরবরাহ করবে। আর প্রথম চালান গ্রিসে প্রবেশ করবে ২০২৪ সালে। ১৫ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া অকাস নামের নতুন জোট গঠন করে। এরপর অস্ট্রেলিয়া ফরাসি নেভাল গ্রুপের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সাথে হওয়া সাবমেরিন চুক্তি থেকে সরে আসে।

 পরমাণু বোমার পরিসংখ্যান

প্রকাশ ৫ অক্টোবর ২০২১ দীর্ঘ চার বছর পর আবারও পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করে মার্কিন প্রশাসন। ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে মোট ৩,৭৫০টি পরমাণু বোমা ছিল। অবশ্য দেড় যুগ আগের তুলনায় এ সংখ্যা অনেক কম। ২০০৩ সালে মার্কিনিদের কাছে পরমাণু বোমা ছিল ১০ হাজারের বেশি। তবে সবচেয়ে বেশি ছিল ১৯৬৭ সালে স্নায়ুযুদ্ধের সময়। তখন যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা ছিল ৩১,২৫৫টি। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের সময় এর সংখ্যা ছিল ২২,২১৭টি। সর্বশেষ সেপ্টেম্বর ২০১৭ পরমাণু অস্ত্রের তথ্য জানায় যুক্তরাষ্ট্র। এরপর এসব তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাতিসংঘ জলবায়ু সম্মেলন

৯-১৯ নভেম্বর ২০২০ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP26 অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও COVID-19 এর প্রাদুর্ভাবের কারণে তা স্থগিত হয়ে যায়। United Nations Framework Convention on Climate Change (UNFCCC)-এর সম্মেলনটি যুক্তরাজ্য অধিভুক্ত স্কটল্যান্ডের ক্লাইড নদীর তীরবর্তী বন্দর নগরী গ্লাসগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে সময় বাড়লেও স্থান একই থাকে। ৩১ অক্টোবর-১২ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হবে ২৬তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন। 

COP26 সম্মেলনের লক্ষ্য

♦ মধ্য শতাব্দীর মধ্যে বিশ্বকে নিরাপদকরণ এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি রাখতে হবে।

♦ সম্প্রদায় এবং প্রাকৃতিক বাসস্থান রক্ষার জন্য মানিয়ে নেওয়া।

♦ গঠিত তহবিল সচল করা।

♦ প্রতিকূলতা একসাথে মোকাবিলা করা।

১৯৯৫ সালে জাতিসংঘের প্রথম জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে। এটি Change (UNFCCC) আয়োজন করে থাকে। এ মিটিং-এর সংক্ষিপ্ত নাম Conference of the Parties (COP)। ২০২১ সালের আগ পর্যন্ত বিশ্ব নেতারা আরও ২৫টি সম্মেলনে উপস্থিত হলেও বৈশ্বিক জলবায়ুতে এর ফলপ্রসূ কোনো দৃষ্টান্ত দেখা যায়নি। তাই এবারের COP-26 সম্মেলনে বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডবে সৃষ্ট এক নতুন স্বাভাবিকতায় ব্যতিক্রম কিছু ঘটবে সেই প্রত্যাশা বিশ্ববাসীর।

জলবায়ু অর্থায়ন এ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলো থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ চার্ট আকার দেখানো হলো –

বিশ্ব পরিবেশ রক্ষায় পরিবেশ

কর্মীদের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার মুহূর্তে বিশ্বজুড়ে Coronavirus নামক মহামারি পুরো বিশ্বকে শাসনের দায়িত্ব নেয়। যার হিংস্র থাবার ভয়ে বিশ্বে কার্বন নিঃসরণই শুধু বন্ধ হয়নি, মানুষ এখন সবকিছু বাদ দিয়ে স্ব স্ব চৌকির নিচে লুকাতে ব্যস্ত রয়েছে। প্রকৃতিকে রক্ষায় বিশ্ব জলবায়ুর উন্নয়ন, সহনীয়করণ ও কার্বণ নিঃসরণ হ্রাসে বিশ্ব পরিবেশ কর্মীদের উচ্চবিলাসী আকাঙ্ক্ষা নিভু নিভু করার মুহূর্তে প্রকৃতি যেন নিজেকে রক্ষার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেয়। দীর্ঘদিন ধরে ফসিল ফুয়েল বা কয়লা বা তেলের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে দাবানল, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও সাইক্লোনের প্রকোপ বেড়েই চলেছে এবং সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। তাই পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে ২০৩০ সাল পর্যন্ত বিশ্বের ২০০টি দেশের কর্ম-পরিকল্পনা কী, তা গ্লাসগোর সম্মেলনে জানা যাবে। ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে এসব দেশ রাজি হয় যে শিল্প-বিপ্লব পূর্ববর্তী যে তাপমাত্রা পৃথিবীর ছিল তার চেয়ে ১.৫ ডিগ্রি বা বড়জোর ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে না বাড়তে পারে, তা নিশ্চিত করতে সবাই চেষ্টা করবে। সব দেশই মেনে নেয় যে এটা না করতে পারলে পৃথিবী এবং মানব সভ্যতা মহা বিপর্যয়ের মুখে পড়বে। এ চুক্তিতে অঙ্গীকার করা হয় ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।

নোভেল পুরস্কার – ২০২১

বিশ্বের সবচেয়ে সম্মানজন পুরস্কার ‘নোবেল’। ১৯০১ সালে প্রবর্তিত এ পুরস্কার বর্তমানে প্রদান করা হয় ৬টি বিষয়ে – চিকিৎসা, রসায়ন, পদার্থ, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে। সারা বিশ্বের সফল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য দেওয়া হয় এ পুরস্কার। 

নোভেল পুরস্কার – ২০২১

নাম/পরিচয়অবদান
চিকিৎসা বিজ্ঞান

ডেভিড জুলিয়াস

জন্ম: ৪ নভেম্বর ১৯৫৫; নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

মানুষের উষ্ণতা এবং স্পর্শের অনুভূতি বুঝতে পারার রিসেপ্টর আবিষ্কারের জন্য।

আর্ডেম পাটাপুটিয়ান

জন্ম: ২ অক্টোবর ১৯৬৭; বৈরুত, লেবানন

পদার্থবিদ্যা

সুকুরো মানাবে

জন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৩১; সিনজু, জাপান

ফিজিক্যাল কমপ্লেক্স সিস্টেম বা জটিল ভৌত ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য। পুরস্কারের অর্ধেক পাবেন জর্জিও পারিসি, বাকি অর্ধেক অর্থ সমান হারে পাবেন সুকুরো মানবে ও ক্লাউস হাসেলমান।

ক্লাউস হাসেলমান

জন্ম: ২৫ অক্টোবর ১৯৩১ হামবূর্গ, জার্মানি

জর্জিও পারিসি

জন্ম: ৪ আগস্ট ১৯৪৮; রোম, ইতালি

অর্থনীতি

ডেভিট কার্ড

জন্ম: ১৯৫৬; গুয়েলফ, কানাডা

শ্রমবাজার এবং প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকরণ সম্পর্ক নিরূপণ করা যায়, সে বিষয়ক নতুন অন্তদৃষ্টির সন্ধানের জন্য। পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন ডেভিট কার্ড, বাকি অর্ধেক সমান হারে পাবেন জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস।

জোশুয়া ডি অ্যাংরিস্ট

জন্ম: ১৮ সেপ্টেম্বর ১৯৬০; কলম্বাস, যুক্তরাষ্ট্র

গুইডো ডব্লিউ ইমবেনস

জন্ম: ৩ সেপ্টেম্বর ১৯৬৩; নেদারল্যান্ডস

সাহিত্য

আব্দুলরাজাক গুরনাহ

প্রথম তানজানিয়ান

জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৪৮ 

● প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম

● ১৩তম মুসলিম

● সাহিত্যে তৃতীয় মুসলিম

● সাহিত্যে পঞ্চম আফ্রিকান

● সাহিত্যে দ্বিতীয় আফ্রিকান কৃষ্ণাঙ্গ।

আব্দুলরাজাক গুরনাহের ‘আপোসহীন ও দরদী লেখায় উপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের জীবনের নানা কষ্ট-ব্যঞ্জনার গল্প ফুটে উঠেছে’। -সুইডিস একাডেমি
রসায়ন

বেঞ্জামিন লিস্ট

জন্ম: ১১ জানুয়ারি ১৯৬৮; ফ্রাঙ্কফুর্ট, জার্মানি

অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য।

ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান

জন্ম: ১৬ মার্চ ১৯৬৮; বেনশিল, যুক্তরাজ্য

শান্তি

মারিয়া রেসা

জন্ম: ২ অক্টোবর ১৯৬৩; ম্যানিলা, ফিলিপাইন

মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র হচ্ছে স্থায়ী শান্তির একটি পূর্বশর্ত। সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য।

দিমিত্রি মুরাতভ 

জন্ম: ৩০ অক্টোবর ১৯৬১; সামারা, রাশিয়া

Leave a Reply