আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.১১.২০২১

♦ পরিবেশে কার্বন নিস্বসরণ কমাতে ২০৩০ সাল পর্যন্ত বিশ্বের ২০০টি দেশের কর্মপরিকল্পনা নির্ধারণে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয় জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-২৬’।

০২.১১.২০২১

♦ আফগানিস্তানে তালেবান সরকার দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।

♦ আফগানিস্তানের রাজধানী কাবুলে সর্ববৃহৎ সামরিক হাসপাতালে গুলি পরবর্তী বিস্ফোরণে ১৯ জন নিহত ও অন্তত ৪৩ জন আহত হন।

♦ আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

♦ ১০৯ বছর পর কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর কেন্দ্রীয় কারাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

 ০৩.১১.২০২১

♦ আবেদনের প্রায় সাত মাস পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অষ্টম জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসেবে ভারতের তৈরি করোনার ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’এর অনুমোদন দেয়।

♦ ইসরাইলি সাইবার গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক সংস্থাকে (এনএসও) কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র

♦ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়।

 ০৪.১১.২০২১

♦ করোনাভাইরাস প্রতিরোধে মুখে খাওয়া ওষুধ ‘মলনুপিরাভির’ অনুমোদন করে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (MHRA)।

♦ আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় স্থানীয় এক মেয়রসহ কমপক্ষে ৭০ জন নিহত হন।

♦ মিয়ানমারের বেসামরিক প্রতিরোধ যোদ্ধা বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে জান্তার ১০০ সেনা নিহত হয়।

♦ সৌদি আরবে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু হয়।

 ০৫.১১.২০২১

♦ সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউনে ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাংকারের সঙ্গে গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৯৯ জন নিহত।

♦ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে দুইদিনব্যাপী সংগীত উৎসবে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে অন্তত আটজনের মৃত্যু হয় এবং আহত হয় তিন শতাধিক মানুষ।

♦ যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ব্যাপক বিরোধিতার মধ্যেও পাস হয় প্রেসিডেন্ট বাইডেনের ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল।

 ০৬.১১.২০২১

♦ প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে লিবিয়া প্রেসিডেন্সি কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গৌশকে বরখাস্ত করে।

♦ তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে চীন।

♦ আকাশ প্রতিরক্ষায় দূরপাল্লার সাইবার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায় তুরস্ক।

 ০৭.১১.২০২১

♦ মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

♦ ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমির বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী।

♦ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অমুসলিমদের জন্য বিয়ে বিচ্ছেদ নিয়ে নতুন নীতিমালা জারি করা হয়।

 ০৮.১১.২০২১

♦ চীনের কমিউনিস্ট পার্টির চার দিনব্যাপী ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন শুরু।

♦ নাইজারের মারাদি শহরে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে ২৬ শিক্ষার্থী নিহত হয়।

♦ কুয়েতে বিরোধী এমপিদের চাপে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে।

♦ চীনের কৌশলগত অংশীদার পাকিস্তানকে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ দেয় চীন।

 ০৯.১১.২০২১

♦ তেহরিকই তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সংগঠনের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতিতে সম্মত হয় ইমরান খান সরকার।

♦ এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের কোনো পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর করেন।

 ১০.১১.২০২১

♦ ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন যৌথভাবে পাঁচ দিনের নৌ মহড়া শুরু করে।

♦ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বিশ্বকে বাঁচানোর লড়াইয়ে কপ-২৬ সম্মেলনের সম্ভাব্য চুক্তির খসড়া প্রকাশ করা হয়।

♦ সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

♦ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বৈঠক করেন।

 ১১.১১.২০২১

♦ চীনের রাজনৈতিক ইতিহাসে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মর্যাদা আরও সুসংহত করে এক ঐতিহাসিক প্রস্তাব পাস করে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

♦ আফগান সংকট সমাধানে দেশটির অর্থনৈতিক মুক্তি ইস্যুতে পাকিস্তানে বৈঠকে বসে চার দেশ।

 ১২.১১.২০২১

♦ মিয়ানমারে মার্কিন সাংবাদিক জানি ফেনস্টারকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

♦ ইকুয়েডরের গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারির একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৮ জন বন্দী নিহত হয়েছেন।

♦ আফগানিস্তানের একটি মসজিদে ফের জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হন।

 ১৩.১১.২০২১

♦ ভারতের মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ২৬ মাওবাদী নিহত হন।

♦ বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসী সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

♦ স্কটল্যান্ডের গ্লাসগোয় দুই সপ্তাহ ধরে চলা বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ সমাপ্ত হয়।

♦ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেন পরিষদ সদস্য ইলহান ওমর।

 ১৪.১১.২০২১

♦ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

 ১৫.১১.২০২১

♦ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত।

♦ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলার অবকাঠামো বিনিয়োগ পরিকল্পনা বিলে স্বাক্ষর করেন।

♦ দক্ষিণ চীন সাগরে আমেরিকার সঙ্গে জাপানের যৌথ নৌ মহড়া শুরু।

♦ মিয়ানমারের আদালত ১১ বছর কারাদণ্ড দেয়ার তিন দিনের মাথায় দেশটির কারাগার থেকে মুক্তি পান মার্কিন সাংবাদিক জানি ফেনস্টার।

♦ ভারতে বাংলাদেশিসহ ৯৮টি দেশের নাগরিকদের কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু হয়।

 ১৬.১১.২০২১

♦ আজারবাইজান ও আর্মেনিয়া রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়।

 ১৭.১১.২০২১

♦ জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব পাস হয়।

♦ সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ জন নিহত হন।

♦ সৌদি জোটের হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত হয়।

 ১৮.১১.২০২১

♦ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে পুরো এলাকা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়।

♦ আফগানিস্তানের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বদলে ইসলামী কারিকুলাম চালুর ঘোষণা দেয় তালেবান সরকার।

♦ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ‘প্রভাবিত করার চেষ্টা’র অভিযোগে ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

♦ জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালায় রাশিয়া।

 ১৯.১১.২০২১

♦ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

♦ যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ৮৫ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি  করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

 ২০.১১.২০২১

♦ জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু।

♦ একযোগে বৃহৎ অর্কেস্ট্রা আয়োজন করে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা।

♦ সৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন হামলা চালানোর দাবি করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

♦ মুসল্লিদের জন্য মসজিদে নববী উন্মুক্ত করে দেয় সৌদি আরব।

♦ আফ্রিকার দেশ সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাবের আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির খ্যাতিমান সাংবাদিক আবদি আজিজ মোহামুদ গুলেন নিহত হন।

 ২১.১১.২০২১

♦ সুদানের ক্ষমতাচ্যুত আবদালাহ হামদক প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল হন।

♦ পূর্ণকালীন দায়িত্বে আইসিসির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেলেন জিওফ অ্যালার্ডাইস।

♦ ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন ও বিধিনিষেধ জারির প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশ বিক্ষোভে উত্তাল হয়ে উঠে।

 ২২.১১.২০২১

♦ তুরস্কের ইন্তানবুলে তিন দিনব্যাপী ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি শুরু।

♦ ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরমাণুবিষয়ক অকাস চুক্তি স্বাক্ষর করে অস্ট্রেলিয়া।

♦ আফগানিস্তানকে ৩ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় পাকিস্তান।

♦ কাশ্মীরের সুপরিচিত মানবাধিকারকর্মী খুররম পারভেজকে গ্রেফতার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

 ২৩.১১.২০২১

♦ কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।

♦ তুরস্কে ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি শুরু।

♦ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

♦ বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর মেসিডোনিয়ার মহাসড়কে বাসে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়।

 ২৪.১১.২০২১

♦ ভারতের কৃষি আইন প্রত্যাহার বিল মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

♦ মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে অস্ট্রেলিয়া।

♦ দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলোচিত বিশ্ব

বাস্তুচ্যুত এবং শরণার্থী গ্রহণে শীর্ষ ৫ দেশ (মিলিয়নে)

বাস্তুচ্যুতশরণার্থী গ্রহণ
দেশসংখ্যাদেশসংখ্যা
সিরিয়া৬.৬তুরস্ক৩.৭
ভেনিজুয়েলা৩.৭কলম্বিয়া১.৭
আফগানিস্তান২.৭পাকিস্তান১.৫
দক্ষিণ সুদান২.৩উগান্ডা১.৪
মিয়ানমারজার্মানি১.২

প্রভাসী আয়ের পূর্বাভাস

প্রভাশক: বিশ্বব্যাংক ও নোম্যাড

প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে শীর্ষ ১০ দেশ (বিলিয়ন মা.ড.)

● ভারত (৮৭) ● চীন (৫৩) ● মেক্সিকো (৫৩) ● ফিলিপাইন (৩৬) ● পাকিস্তান (৩৩)

● মিসর (৩৩) ● বাংলাদেশ (২৩) ● নাইজেরিয়া (১৮) ● ভিয়েতনাম (১৮) ● ইউক্রেন(১৬) ।

পদক পুরস্কার

ইউনেস্কো-বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিকবিষয়ক সংস্থা (UNESCO) শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতিসহ স্বীয় অধিক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রগুলোর আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে থাকে। UNESCO অধিক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি তথা প্রতিষ্ঠানের নামে এ যাবৎ ২৫টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। এর মধ্যে সংস্থাটি সর্বশেষ প্রবর্তন করে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার। বাংলাদেশ তথা বাংলাদেশের কোনো প্রথিতযশা সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তির নামে UNESCO প্রবর্তিত এটাই প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার। শুধু UNESCO-ই নয়, জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা হিসেবেও প্রথম। সৃজনশীল অর্থনীতিতে উদ্যোগের জন্য তরুণদের উৎসাহিত করতে দুই বছর পরপর দেওয়া হবে এ পুরস্কার।
পুরস্কারের নাম: UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.
● অর্থমান: ৫০,০০০ মাকিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।
● যাদের প্রদান করা হয়- পুরস্কারে উদ্দেশ্য হলো সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে এমন উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, একটি সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করা।
● প্রথম বিজয়ী ২০২১ সালে প্রথম ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করে উগান্ডা ভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited. ১১ নভেম্বর ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা UNESCO’র সদর দপ্তরে বিজয়ীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।

WITSA Eminent persons Award
তথ্য প্রযুক্তির অলিম্পিক পদক হিসেবে খ্যাত WITSA Eminent Persons Award প্রদান করে World Information Technology and Services Alliance (WITSA)। ২০১০ সালে প্রথমবারের মতো এ পুরস্কারে ভূষিত হন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের SITSA Eminent Persons Award লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভ্যাকসিন আপডেট

বাংলাদেশে অনুমোদন

৮ নভেম্বর ২০২১ দেশে করোনা চিকিৎসায় মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপর ৯ নভেম্বর ২০২১ ঔষধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) মহাপরিচালক মাহবুবুর রহমান জানান, দেশের তিনটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে প্রথমবারের মতো করোনার ওষুধ মলনুপিরাভির বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিগুলো হলো- এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লি., বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.। সর্বশেষ ১৬ নভেম্বর ২০২১ এ ওষুধের আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হয়।

 

WHO অনুমোদিত ৮ম টিকা COVAXIN

৩ নভেম্বর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসেবে ভারতের ‘কোভ্যাক্সিন’ (COVAXIN) অনুমোদন দেয়।

বিবিধ

সর্বজনীন করপোরেট কর চুক্তিতে সম্মত

৩০-৩১ অক্টোবর ২০২১ ইতালির রোমে G20-এর ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে করপোরেট করের ন্যূনতম হার ঠিক করে দেয়ার বিষয়টি প্রস্তাব করে যুক্তরাষ্ট্র। শেষ দিন ৩১ অক্টোবর ২০২১ সেটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ২০২৩ সাল নাগাদ আন্তর্জাতিক ন্যূনতম করপোরেট কর চুক্তি কার্যকর হবে। উল্লেখ্য, ৫ জুন ২০২১ যুক্তরাজ্যের লন্ডনে G-7 এর অর্থমন্ত্রীদের বৈঠকে এক চুক্তির ব্যাপারে একমত হন অর্থমন্ত্রীরা। এরপর ১ জুলাই ২০২১ প্যারিসভিত্তিক OECD এ চুক্তির ঘোষণা দেয়। ৮ অক্টোবর ২০২১ বহুজাতিক কোম্পানিগুলোকে একটি ন্যায্য করহারের আওতায় আনতে এবং তাদের কর ফাঁকির পথ বন্ধ করতে ঐতিহাসিক চুক্তিতে পৌছে ১৩৬টি দেশ। তখন চুক্তি কারার মধ্য দিয়ে বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে অন্তত ১৫ শতাংশ হারে করপোরেট কর আদায় করবে দেশগুলো। পাশাপাশি যে লাভ তারা করবে, সেটির একটি ন্যায্য অংশ যেন তারা কর হিসেবে দেয়, সেটাও নিশ্চিত করা হবে। যেসব দেশ এ চুক্তিতে সমর্থন দেয়, তারা আগামী বছর তাদের আইনে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনবে, যাতে ২০২৩ সালে কার্যকর করা যায়।

RCEP কার্যকর

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাণিজ্য উদারীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল ASEAN সম্মেলনের মাধ্যমে ১৫ নভেম্বর ২০২০ Regional Comprehensive Economic Partnership (RCEP) শীর্ষক বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়। চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ— ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার— অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন। RCEP কার্যকরের শর্ত ছিল অন্তত ছয়টি ASEAN দেশ ও তিনটি ASEAN বহির্ভূত অংশীদার দেশের অনুমোদন পেতে হবে। ২ নভেম্বর ২০২১ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এ চুক্তি অনুমোদন করে। ফলে চুক্তিটি কার্যকর হওয়ায় আর কোনো বাধা নেই। ১ জানুয়ারি ২০২২ RCEP বাণিজ্য চুক্তি কার্যকর হবে। অনুমোদনকারী দেশসমূহ— অস্ট্রেলিয়া (২ নভেম্বর ২০২১) • ব্রনাই (১১ অক্টোবর ২০২১) • কম্বোডিয়া (১৫ অক্টোবর ২০২১) • চীন (১৫ ব্রুনাই এপ্রিল ২০২১) • জাপান (২৫ জুন ২০২১) • লাওস (২৬ অক্টোবর ২০২১) • নিউজিল্যান্ড (২ নভেম্বর ২০২১) • সিঙ্গাপুর (৯ এপ্রিল ২০২১) • থাইল্যান্ড (২৮ অক্টোবর ২০২১) • ভিয়েতনাম (২৯ অক্টোবর ২০২১)।

জাপানে সাধারণ নির্বাচন

৩১ অক্টোবর ২০২১ জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সরকার পরিচালনার জন্য সংসদের (ডায়েট) ৪৬৫ আসনবিশিষ্ট নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নির্বাচনে জয়লাভ করতে হয়। নিয়ম অনুযায়ী, সরাসরি ভোট হয় ২৮৯ আসনে। বাকি ১৭৬ আসনে প্রতিনিধি নির্বাচিত হন আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার মধ্য দিয়ে। আর সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২৩৩টি আসন পেতে হয়। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (LDP) ২৬১ আসনে জয় লাভ করে। LDP’র শরিক দল কোমেইতো ৩২ আসনে জয়লাভ করে।

 প্রাপ্তিশূন্য-COP26

২০২২ সালে কপ-২৭ জলবায়ু সম্মেলন আয়োজন করবে মিসর এবং ২০২৩ সালে কপ-২৮ জলবায়ু সম্মেলন আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ প্রস্তাব
১ নভেম্বর ২০২১ কপ-২৬ সম্মেলনের মূল পর্বে লিডার সামিটে বক্তব্য দেন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)-এর সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু নিঃসর পরিবর্তন মোকাবিলায় তিনি বিশ্বনেতাদের সামনে চারটি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো:
• প্রধান কার্বন নিঃসরণকারীদের অবশ্যই উচ্চাভিলাষী জাতীয় পরিকল্পনা দাখিল এবং তা বাস্তবায়ন করতে হবে ।
• উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমনে অর্ধেক অর্ধেক (৫০:৫০) ভিত্তিতে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
• উন্নত দেশগুলোকে স্বল্প খরচে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিরাপদ ও পরিবেশবান্ধব প্রযুক্তি সরবরাহ করতে হবে।
• সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙ্গন, বন্যা ও খরার মতো দুর্যোগের কারণে বাস্তুচ্যুত জলবায়ু অভিবাসীদের দায়িত্ব নেওয়াসহ জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্ষতি ও ধ্বংস মোকাবিলা করতে হবে।

সপ্তম টি-২০ বিশ্বকাপ ২০২১

[আয়োজন: ৭ম; সময়কাল: ১৭ অক্টোবর-১৪ নভেম্বর ২০২১; অংশগ্রহণকারী দেশ: ১৬টি; মোট খেলা: ৪৫টি; ভেন্যু: ৪টি (দুবাই, শারজাহ, আবুধাবি ও মাস্কট); চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া; রানার্স আপ: নিউজিল্যান্ড; ম্যান অব দ্য ফাইনাল: মিচেল মার্শ; ম্যান অব দ্য টুর্নামেন্ট: ডেভিড ওয়ার্নার।]
ব্যাটিং রেকর্ড
সর্বোচ্চ রান : ভারত; ২১০/২; বিপক্ষ-আফগানিস্তান। সর্বনিম্ন রান : নেদারল্যান্ডস; ৪৪/১০; বিপক্ষ-শ্রীলংকা, সর্বাধিক রান : বাবর আজম (পাকিস্তান); ৬ ম্যাচে ৩০৩, সর্বোচ্চ ইনিংস : জস বাটলার (ইংল্যান্ড); ১০১* (৬৭ বলে), মোট সেঞ্চুরি : ১টি; জস বাটলার (ইংল্যান্ড), সর্বাধিক হাফ সেঞ্চুরি : বাবর আজম (পাকিস্তান); ৪টি, সর্বাধিক ছক্কা : জস বাটলার; ১৩টি।
বোলিং রেকর্ড
সর্বাধিক উইকেট : ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা); ৮ ম্যাচে ১৬টি সেরা বোলিং : অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া); ৫/১৯; বিপক্ষ-বাংলাদেশ, হ্যাটট্রিক : ৩টি; কার্টিস ক্যামফার (আয়ারল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা) ও কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
বিবিধ
সর্বাধিক ক্যাচ : ক্যালাম স্কট ম্যাকলয়েড (স্কটল্যান্ড) ও স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া); ৮টি, সবচেয়ে বেশি ম্যাচ জয়ী দল: পাকিস্তান ও শ্রীলংকা; ৫টি।
• ২০১৬ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত আফ্রিদি ৩৯ উইকেট নেয় ৩৪ ম্যাচে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে সাকিব আল হাসান সে রেকর্ড ভেঙে দিয়ে ৩১ ম্যাচে ৪১ উইকেট তুলে নেয়। আন্তর্জাতিক টি-২০ সবচেয়ে বেশি (১০৮) উইকেটের মালিক সাকিব।
• টি-২০ ক্রিকেটে বল হাতে ৫৩ ম্যাচে দ্রুততম ১০০ উইকেটের খাতায় নাম লেখান আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
• ২০২২ সালের বিশ্বকাপে আর গ্রুপ পর্বে নয় সরাসরি সুপার ১২-এ খেলবে বাংলাদেশ। সুপার ১২ নিশ্চিত করা বাকী ৭ দল: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও নামিবিয়া ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করলেও খেলতে হবে প্রথম রাউন্ড।
• প্রথমবারের মতো ICC’র নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দলে পরিণত হয়েছে নামিবিয়া।
• আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট নেন একমাত্র কার্টিস ক্যামফার (আয়ারল্যান্ড)।

Leave a Reply