০১.০১.২০২২
• তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক দল একেপি (জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি)
• Uyghur Forced Labor Prevention Act এ স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
• আসিয়ানের ১০টি দেশসহ এশিয়া-প্যাসিফিকের মোট ১৫টি দেশ নিয়ে RCEP গঠিত।
০২.০১.২০২২
• কোয়াড গঠিত হয় ২০০৭ সালে।
• প্রবাসী আয়ে নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ করা হয়েছে।
• তাইওয়ানে প্রেসিডেন্ট এর নাম সাই ইং-ওয়েন।
• কাশ্মীরের পাঁচ দলীয় জোট এর নাম ‘সুপার অ্যালায়েন্স’।
• WHO এর প্রধান ‘তেদরোস আধানোম’।
• বিশ্বে আরও ৩০টি দেশ আছে কোস্টারিকা আদলের। এর মধ্যে কয়েকটি কোস্টারিকা দ্বারাই অনুপ্রাণিত। এসব দেশের কোনো সশস্ত্র জাতীয় সেনাবাহিনীই নেই। যেমন- গ্রিনল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, আইসল্যান্ড, কিরিবাতি, মরিশাস, মোনাকো, নাউরু, পানামা, সান ম্যারিনো, টুভ্যালু, সলোমন আইল্যান্ড ইত্যাদি।
• অপরাধ দমন পদ্ধতি হিসেবে ‘নেইবারহুড ওয়াচ’ বা ‘পাড়া-মহল্লাভিত্তিক নজরদারি’ ইউরোপ ও আমেরিকায় দারুন জনপ্রিয় হয়ে উঠেছে।
০৩.০১.২০২২
• বিশ্বের মোট সম্পদের মধ্যে ৭৬ শতাংশের মালিক হলেন শীর্ষ ১০ অতিধনী। দরিদ্র ৫০ শতাংশ মানুষের হাতে আছে ২ শতাংশ সম্পদ।
• আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফ্রান্সের বিলাসী পণ্য বিক্রেতা এলভিএমএইচের (LVMH) প্রতিষ্ঠাতা বার্নাড আর্নাল্ট। বিনিয়োগ শুরু তথা বার্কশায়ার হ্যাথওয়ের প্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেট।
• দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড অবস্থিত।
• মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইথিওপিয়া, মালি, গিনি এর সাথে আমেরিকা শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে।
• বর্ণবৈষম্য বিলুপ্ত করার সংগ্রামে ভূমিকা রাখার জন্য ১৯৮৪ সালে ডেসমন্ড টুটু কে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
০৪.০১.২০২২
• পৃথিবীর বুকে চরে বেড়ানো প্রথম দিকের ডাইনোসর ছিল সারোপড।
• পেনার্য সমুদ্র সৈকত যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত।
• WTO এর প্রবিধান অনুযায়ী উন্নত দেশ তাদের কৃষকদের উৎপাদন মূল্যের ৫ শতাংশ ভর্তুকি দিতে পারে আর উন্নয়নশীল দেশ সর্বোচ্চ ১০ শতাংশ ভর্তুকি দিতে পারে।
• লেক চাদ উপত্যকার দেশ সমূহ হলো- চাদ, নাইজেরিয়া, ক্যামেরুন, নাইজার।
০৫.০১.২০২২
• মাফিয়া শব্দের উৎপত্তিস্থল ইতালি সিসিলি। আভিধানিক অর্থ বাহাদুরি, নিভীকতা।
• রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া ওয়ান’ ও ‘ফার্স্ট চ্যানেল’।
• পাঠান ও মুঘল সম্রাটদের আনুকূল্যে ভারতবর্ষে ইউনানি চিকিৎসা বিকশিত হতে থাকে।
• লাইনাস পলিং একমাত্র ব্যক্তি যিনি এককভাবেই দুবার নোবেল জিতেছেন। এই মার্কিন রসায়নবিদ একবার নোবেল পেয়েছেন রসায়নে, আরেকবার শান্তিতে।
• থাইল্যান্ডের লোপবুরি প্রদেশ ‘ওয়াট নং বুয়া ইয়েই’ নামের বুদ্ধ মন্দির অবস্থিত।
০৬.০১.২০২২
• গোন্ডেন ক্রিসেন্ট – ইরান, আফগানিস্তান ও পাকিস্তান।
• গোল্ডেন ওয়েজ – ভারতের হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, অরুণা চল প্রদেশ, নেপাল ও ভুটান।
• গোল্ডেন ট্রায়াঙ্গল – মিয়ানমার, লাওস, থাইল্যান্ড।
• জাতি সংঘের মাদক এ অপরাধবিষয়ক সংস্থার নাম – ইউএনওডিসি (UNODC)।
• কাজাখস্তানের প্রেসিডেন্ট – কাসিম জোসার্ট তোকায়েভ।
• প্যারাগুয়ের রাজধানীর নাম – আসুনসিয়েন।
• যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের নাম – ক্যাপিটল।
০৮.০১.২০২২
• প্রথম কৃষ্ণাঙ্গ অস্কারজয়ী সিডনি পটিয়ার।
• দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি রক্ষিত বনভূমি রয়েছে ভূটানে। পরিমাণ ৪৯.৬৭% শতাংশ।
• কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
• কাজাখস্তানের রাজধানী আলমাতি।
০৯.০১.২০২২
• করোনার ডেল্টার উৎপত্তি ভারতে এবং ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় উৎপত্তি হয়েছে।
• জাপানের যুদ্ধ জাহাজ উরাগা ও হিরা ডো।
• সয়াবিন তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন।
• উইচ্যাট ও আলিপ চীনের দুটি বিখ্যাত অ্যাপ।
১০.০১.২০২২
• তাইগ্রে অঞ্চলটি ইথিওপিয়াতে অবস্থিত।
• মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তান।
• মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিস্কেন।
১১.০১.২০২২
• ‘দারভাজা গ্যাস ক্র্যাটার’ তুর্কমেনিস্তানে অবস্থিত। জায়গাটা নরকের দরজা নামে পরিচিত।
• কারাকুম মরুভূমি তুর্কমেনিস্তানে অবস্থিত।
• তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট বেরদিমুখামেদভ।
• শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে।
• ই-জয় সফটওয়্যারটি মূলত লোকাল নেটওয়ার্কের অধীনে পরিচালিত একটি টাইপিং সফটওয়্যার।
১২.০১.২০২২
• পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত ডুরান্ড লাইন দিয়ে বিভক্ত। যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৬০০ মাইল।
• তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রফতানিকারক শীর্ষদেশ বর্তমানে যুক্তরাষ্ট্র।
• ২০২০ সালের বিশ্ব অর্থনীতির সংকোচন হয়েছে ৩ দশমিক ১ শতাংশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মনে করছে, ২০২১ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৫ দশমিক ১ শতাংশ। আর ২০২২ সালে তা কমে দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশ।
১৩.০১.২০২২
• ইউরোপীয় ওষুধ সংস্থা নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা।
• ২০০২ সালের ১০ জানুয়ারি কিউবায় গুয়ানতানামো বে কারাগার চালু করে যুক্তরাষ্ট্র।
• সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি এফ হফম্যান লা রচ লিমিটেডের তৈরি উচ্চ ঝুঁকি সম্পন্ন করোনা রোগীর
১৪.০১.২০২২
(৩) উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরোধের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
(৪) বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে ভোটাধিকার হারায়- ইরান, ভেনিজুয়েলা ও সুদানসহ ৮টি দেশ।
(৫) গত ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সর্বোচ্চ হার ৭%।
১৫.০১.২০২২
• পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো।
• হিউম্যান রাইটস ওয়াচ (HRW) এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। যা প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে।
• মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে দিবাযত্ন কেন্দ্র রয়েছে ১১৯টি।
• MI-5 হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।
১৬.০১.২০২২
• রোহিঙ্গা প্রত্যাবাসনের মাঠ পর্যায়ে প্রথম চুক্তি হয় ১৬ জানুয়ারি ২০১৮ সালে।
• মিয়ানমারের রাজধানী নেপিডো।
• ২৫ আগস্ট, ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন।
• ২৩ নভেম্বর ২০১৭ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের মূল চুক্তি সই হয়।
• অক্সফাম প্রতিষ্ঠিত হয় ১৯৪২ সালে, এর সদর দপ্তর নাইরোবি, কেনিয়া।
• প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার উপকূলে জলের তলে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
• টোঙ্গার রাজধানী নুকুয়ালোফা।
১৭.০১.২০২২
• কোভ্যাক্স বর্তমানে ১৪৪টি দেশ ও অঞ্চলে কোভিড-১৯ টিকার সরবরাহ করছে।
• অস্ট্রিচের ডিমের খোসা থেকে তৈরি মালা, যা ছিল প্রাচীনকালে মানুষের পারস্পরিক যোগাযোগের মাধ্যম, যা প্রচলিত ছিল আফ্রিকা জুড়ে।
১৮.০১.২০২২
• দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর অর্থনীতির দেশ- শ্রীলঙ্কা।
• রাশিয়ার রাষ্ট্রিয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল- চ্যানেল ওয়ান।
• CSTO সামরিক জোটটি গঠিত- রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরিগিজস্তান ও তাজিকিস্তান।
• ৪৫০০ বছরের পুরাতন রাজপথের সন্ধান- সৌদি আরবে।
• লেনদেন সম্পর্কিত অ্যাপ সিটি ইনফিনিটি চালু করে সিটি ব্রোকারেজ।
• স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ।
• দারিদ্র বিমোচনে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অক্সফাম এর সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। সদস্য সংখ্যা ২১।
• WEF (World Economic Forum) এর সদর দপ্তর কলসনি, সুইজারল্যান্ড।
• ইন্দোনেশিয়ার নতুন রাজধানী- নু সান্তারা (বোর্নিও দ্বীপে)।
১৯.০১.২০২২
• ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। আগামীকাল ১ বছর পূর্তি।
• ইন্দোনেশিয়ার রাজধানী স্থানান্তরিত হচ্ছে বোর্নিও দ্বীপের কালিমানতানে। রাজধানী হস্তান্তরের এই বিলটি অনুমোদন করে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।
২০.০১.২০২২
• যুক্তরাষ্ট্রে Five-G চালু, উদ্বেগ এয়ারলাইন্স কোম্পানীগুলোর।
• মহামারিতে ১৬ কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে।
• মহামারিকালে বিশ্বে শীর্ষ ১০ ধনীর সম্পদ দ্বিগুণ হয়েছে।
• বিশ্বে ‘সম্পত্তি কর’ চালুর প্রস্তাব দিয়েছে ‘প্যাট্রিয়াট্রিক মিলিয়ানিয়ারস’ জোট।
• ICC এর ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজুর রহমান।
• ICC এর ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে স্থান পেয়েছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
• বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা (স্পেন)।
২১.০১.২০২২
• প্রেসিডেন্ট হিসেবে জো-বাইডেন এর ১ম বর্ষপূর্তি। সাফল্যের সাথে সমালোচনাও রয়েছে।
• যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বিচারক হিসেবে মনোয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী নুসরাত চৌধুরী।
• ২০২৪ সালের নির্বাচনেও প্রেসিডেন্ট জো-বাইডেনের রানিংমেট থাকবেন কমলা হ্যারিস।
• বিশ্বে দৈনিক করোনার গড় সংক্রমণ ৩০ লাখেরও বেশি।
• প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে গোলাপ প্রবালের সন্ধান লাভ।
• অষ্টম বিপিএল আসর শুরু আজ।
• টেস্ট র্যাংকিং এর শীর্ষে অস্ট্রেলিয়া।
২২.০১.২০২২
• মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্কের আবিষ্কৃত করোনার বড়ি ‘মলনুপিরাভির’ সস্তায় পাবে বাংলাদেশসহ ১০৫টি দেশ।
• ইউক্রেন সংকট নিয়ে বার্লিনে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
• জার্মান পররাষ্ট্রমন্ত্রী→ আনালিনা বেয়ারবক।
• রুশ পররাষ্ট্রমন্ত্রী→ সের্গেই লাভরভ।
• রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় হলো ক্রেমলিন।
• ফাইজার উদ্ভাবিত করোনা মোকাবিলায় মুখে খাওয়া বড়ি ‘প্যাক্সলোভিড’।
• লাইবরের বদলে আসছে সোফর, সোনিয়া। লন্ডনের এক ব্যাংক আরেক ব্যাংককে যে সুদহারে ঋণ দেয়, সেটাই হচ্ছে লাইবর। বিশ্বের প্রায় সব দেশ লাইবর প্রথা অনুসরণ করেই ঋণ আদান-প্রদান করে।
• লাইবর কেলেঙ্কারি হয় ২০১২ সালে।
• বিপিএলের শুরু ফরচুন বরিশালের জয়ে।
২৩.০১.২০২২
• একশন এইড একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দপ্তর জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
• আগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান প্রথম বৈঠক করতে যাচ্ছে পশ্চিমা বিশ্বের সঙ্গে। আজ থেকে শুরু তিনদিনের এই বৈঠকটি হবে নরওয়ের অসলোতে।
• ইউক্রেনের রাজধানী কিয়েভ।
২৪.০১.২০২২
• জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালে প্রতিবছর ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।
• টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক। টুইটার এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও জ্যাক ডরসি। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন।
• পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র ইউক্রেন। রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
২৫.০১.২০২২
• ৪ নভেম্বর রাশিয়ার জাতীয় সংহতি দিবস।
• ১৯৭২ সালের ২৫ জানুয়ারি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সদ্য স্বাধীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
• বুরকিনা ফাসো পশ্চিম আফ্রিকার দেশ।
• রাশিয়ার ‘রোসাটমের’ অংশগ্রহণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।
• সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদে কার্বন ভাই-অক্সাইড প্রবেশ করে লেন্টিসেলের মাধ্যমে।
২৬.০১.২০২২
• টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জার্মানির বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান।
• করোনার বিধিনিষেধ ভেঙে অনুষ্ঠানের আয়োজন করে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
• ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মেটার তৈরি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটারের নাম ‘রিসার্চ সুপার ক্লাস্টার’ (RSC)।
• একজন মানুষের দৈনিক ২৮০০-৩০০০ কিলো ক্যালরি শক্তি প্রয়োজন।
২৭.০১.২০২২
• IMF এর পূর্বাভাস অনুযায়ী ২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৪.৪ শতাংশ।
• “৮০/২০ রুল” তত্ত্বের প্রবক্তা ইতালিয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারিটো। এই রুলের মর্মার্থ হল ৮০ শতাংশ ফল আসে ২০ শতাংশের চেষ্টায়।
• প্রায় তিন দশকের বেশি সময়পর থাইল্যান্ড- সৌদিআরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা।
• বুদ্ধদেব ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রত্যাখান।
• ফের কানাডায় স্কুলে শত কবরের সন্ধান।
• দেশেই এএফসি ‘প্রো’ সনদ কোর্সের সুযোগ পাচ্ছেন দেশীয় ফুটবল কোচরা।
২৮.০১.২০২২
• প্রতিবছর ইইউ (EU) নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য ৩০টি দেশ বাছাই করে।
• কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯৮২ সালে।
• জাপানে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয় ২০১১ সালে।
• রুশ পররাষ্ট্রমন্ত্রীর নাম সের্গেই লাভরভ। যুক্তরাষ্ট্র এর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিস্কেন।
• যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নিজ রাজনৈতিক দল এর নাম কনজারভেটিভ পার্টি।
• ভারতের মোট রাজ্য সংখ্যা ২৮টি।
২৯.০১.২০২২
• নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উয়েডান্সের (আইসিএএন) প্রধান বিট্রিস ফিন।
• ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
• উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ (KCNA)।
• মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম লয়েড অস্টিন।
• মারিব শহরটি ইয়েমেনের উত্তরাঞ্চলে অবস্থিত।
• শীর্ষ কয়লা ব্যবহারকারী দেশ চীন।
৩০.০১.২০২২
• রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রোসতাত। রাশিয়ার জনসংখ্যা ২০২১ সালে ১০ লাখ হ্রাস পেয়েছে।
• করোনার নতুন ধরন নিওকোড। যা দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের শরীরে ছড়িয়েছে।
• ভারতের জাতির জনক, সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা মোহনদাস করমচাঁদ গান্ধী মৃত্যুবরণ করেন ৩০ শে জানুয়ারি ১৯৪৮ সালে।
৩১.০১.২০২২
• ন্যাটোর (NATO) প্রধান (মহাসচিব) জেনস স্টলটেনবার্গ।
• ইসরায়েলের প্রেসিডেন্ট অ্যাইজ্যাক হারজগ ৩০ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর গেছেন। দেশ দুটির মধ্যে সমঝোতা চুক্তির পর এটিই প্রথম কোনো ইসরায়েলি প্রেসিডেন্টের আমিরাত সফরের ঘটনা।
• ইতালিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছে সার্জিও মাতারেলা।
আলোচিত বিশ্ব
বাংলাদেশের রাবাব ফাতিমা UN Women নির্বাহী বোর্ডের সভাপতি
১১ জানুয়ারি, ২০২২ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে UN. Women নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো UN Women নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
UNDP’র শুভেচ্ছা দূত অভিনেত্রী জয়া আহসান।
জানুয়ারি, ২০২২ এক বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (UNDP) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন অভিনেত্রী জয়া আহসান। UNDP’র শুভেচ্ছাদূত হিসেবে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।
এশিয়াটিক সোসাইটির ৭০ বছর
বৈজ্ঞানিকভাবে এশীয় সভ্যতা, বিশেষ করে দক্ষিণ এশিয়া অধ্যয়নের জন্য প্রথম পাণ্ডিত্যপূর্ণ প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি। স্যার উইলিয়াম জোনস সর্বপ্রথম সাধারণভাবে এশিয়া এবং বিশেষভাবে দক্ষিণ এশিয়ার ওপর পদ্ধতিগত গবেষণা পরিচালনার জন্য একটি সমিতি প্রতিষ্ঠার ধারণা দেন। ১৫ জানুয়ারি, ১৭৮৪ উৎসাহী ৩০ জন ইউরোপীয় ব্যক্তিত্ব কলকাতা সুপ্রিম কোর্টের গ্র্যান্ড জুরি কক্ষে এক বৈঠকে মিলিত হন এবং এ সংগঠনটি প্রতিষ্ঠার ব্যাপারে জোনসের প্রস্তাব গ্রহণ করেন। এ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়, ‘দি এশিয়াটিক সোসাইটি’ (The Asiatick Society)। উইলিয়াম জোনস এর প্রথম সভাপতি নির্বাচিত হন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন সোসাইটির প্রথম সচিব নির্বাচিত হন জর্জ হিলারো। শিক্ষিত দেশীয়দের জন্য এশিয়াটিক সোসাইটির সদস্যপদ উন্মুক্ত করে দেওয়া হয় ১৮২৯ সালে। ১৮২৫ সালে The Asiatick Society-এর নামের সামান্য পরিবর্তন করে Asiatic Society করা হয়। ৩ জানুয়ারি, ১৯৫২ এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান নামে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে এটির নাম পরিবর্তন করে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ করা হয়। ৩ জানুয়ারি, ২০২২ প্রতিষ্ঠানটির ৭০ বছর পূর্তি উদ্যাপন করা হয়।
জাতিসংঘে ভোটাধিকার বাতিল ১১ টি দেশের।
১২ জানুয়ারি ২০২০ নির্ধারিত বার্ষিক অনুদান না দেওয়ায় জাতিসংঘ সনদের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী, ১১টি দেশের ভোটাধিকার বাতিল করে সংস্থাটি। দেশগুলো হলো-ইরান, সুদান, ভেনিজুয়েলা, এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, পাপুয়া নিউ গিনি, আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস সাওটোমে এন্ড প্রিন্সিপে ও সোমালিয়া। ১১টি দেশ যতক্ষণ পর্যন্ত চাঁদা না দিবে, ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের কোনো বিষয়ে তারা ভোট দিতে পারবে না। ভোটাধিকার ফেরত পেতে ইরানকে ১৮ মিলিয়ন, ভেনিজুয়েলাকে ৪০ মিলিয়ন এবং সুদানকে ৩ লাখ মার্কিন ডলার দিতে হবে। বস্তুত, দুই বছরের বেশি সদস্য চাঁদা বাকি থাকলে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের সদস্য চাঁদা তারা নিয়মিত দিতে চান। কখনোই বাকি রাখতে চান না। কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে, তাতে তাদের পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তবে ২৩ জানুয়ারি, ২০২২ দক্ষিণ কোরিয়ার মাধ্যমে ইরান জাতিসংঘের বকেয়া চাঁদা পরিশোধ করে, ফলে ইরান পুনরায় তাদের ভোটাধিকার ফেরত পায়।
পাঁচ বিশ্বশক্তির পারমাণবিক যুদ্ধ নয়
যা কিছুই ঘটুক, পরমাণু যুদ্ধ নয়। বিশ্বের পরমাণু শক্তিধর পাঁচ দেশ এভাবেই শপথ নিয়েছে। কারণ পরমাণু যুদ্ধে ক্ষতি ছাড়া কারো লাভ হবে না। কোনো দেশের পক্ষেই জয়লাভ করা সম্ভব নয়। বরং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। এই পাঁচটা দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ৩ জানুয়ারি, ২০২২ এক যৌথ বিবৃতি প্রকাশ করে দেশগুলোর নেতারা এ ঘোষণা দেন। ১ জুলাই, ১৯৬৮ পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি (NPT) স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত সেই চুক্তিতে বিশ্বের ১৯১টি দেশ স্বাক্ষর করেছে। তবে উত্তর কোরিয়া স্বাক্ষর করার পর চুক্তি থেকে বের হয়ে যায়। NPT চুক্তিতে প্রবেশ করার পর দক্ষিণ আফ্রিকা নিজেদের পরমাণু অস্ত্র ধ্বংস করে।