কালানুক্রমিক ঘটনাবলি
০২.০৫, ২০২২
♦ তিনদিনের সফরে ইউরোপ যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
♦ মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির ব্রায়ান হিগিন্স বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে প্রস্তাব উত্থাপন করেন।
০৪.০৫.২০২২
♦ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান তেল ক্রয় পর্যায়ক্রমে বন্ধ করার প্রস্তাব করে।
০৬.০৫.২০২২।
♦ চীনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এশিয়ান গেমসের ১৯তম আসর স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
♦ ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা নিয়ে রাশিয়াসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে।
০৭.০৫.২০২২
♦ বিক্ষোভ দমনে শ্রীলংকায় জরুরি অবস্থা জারি।
♦ আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা দেশটির নারীদের ঘরের বাইরে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরকা পরার নির্দেশ দেন।
০৮.০৫,২০২২
♦ হংকংয়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হন জন লি কা-চিউ।
০৯.০৫.২০২২
♦ ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত।
♦ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুমসংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের পাঁচ দিনব্যাপী ১২৭তম বৈঠক সুইজারল্যান্ডের জেনেভায় শুরু।
♦ সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
♦ ইউক্রেনকে অস্ত্র দিতে Lend-Lease আইনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
১০.০৫.২০২২
♦ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইউন সুক-ইওল।
♦ iPod তৈরি বন্ধের ঘোষণার মাধ্যমে iPod যুগের অবসান ঘটায় অ্যাপল।
১১.০৫.২০২২
♦ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশের মছিলিপত্তনম ও নারসাপুরমের মধ্যবর্তী স্থানে উপকূলে আঘাত হানে।
♦ ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত।
♦ রাশিয়া থেকে ইউক্রেনের সোখরনিভকার ওপর দিয়ে যাওয়া ইউরোপের জন্য সরবরাহকৃত গ্যাস লাইন বন্ধ করে দেয় ইউক্রেন।
১২.০৫,২০২২
♦ জাতিসংঘের মানবাধিকার সংস্থা UNHRC রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের প্রস্তাব পাস করে।
♦ শ্রীলংকার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে নামাল রাজাপাকসেসহ ১৫ সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন দেশটির আদালত। -শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে।
১৩.০৫.২০২২
♦ বিশ্বের নারীদের মধ্যে সবচেয়ে বেশিবার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন নেপালী নারী লাকপা শেরপা (১০ বার)।
♦ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
♦ দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশগুলো হল- চীন, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া।
১৪.০৫.২০২২
♦ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্থলাভিষিক্ত হলেন মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান।
♦ ইরপিন নদী ইউক্রেনের কিয়েভে রুশ আক্রমণ থেকে আত্মরক্ষায় সাহায্য করেছে।
♦ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের পাশে থাকার কথা বলেছে ভারত।
১৫.০৫.২০২২
♦ সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে আগ্রহী।
♦ দনবাস ও খারকিভ শহর দুইটা ইউক্রেনে অবস্থিত।
♦ সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জারেদ।
♦ চেক প্রজাতন্ত্রের জেসেনকি পর্বতমালায় বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু স্কাই ব্রিজ ৭২১। দৈর্ঘ্য ৭২১ মিটার।
♦ ফিনল্যান্ডের সাথে রাশিয়ার ১৩০০ কি.মি. এর সীমান্ত রয়েছে।
♦ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের শুভ জন্মদিন, বোধিজ্ঞান, মহাপরিনির্বাণলাভ- এই তিন স্মৃতিবিজরিত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।
১৬.০৫.২০২২
♦ নিরপেক্ষ নীতি বদলে ফিনল্যান্ড ও সুইডেন এর ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান।
১৭.০৫.২০২২
♦ শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিজ।
♦ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ।
১৮.০৫.২০২২
♦ ভারতের আর্থিক গোয়েন্দাসংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’।
♦ ন্যাটোর সদর দপ্তর-ব্রাসেলস, বেলজিয়াম।
♦ আধুনিক ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় এবং গত তিন দশকের মধ্যে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এলিজাবেথ বোর্ন।
♦ টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
♦ কিউবার নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র।
♦ কিউবার রাজধানী হাভানা।
♦ ইউক্রেনের বন্দরনগর মারিউপোল।
♦ ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে।
১৯.০৫.২০২২
♦ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার সংকট মোকাবেলায় আগের ঘোষিত তহবিলের সঙ্গে আরও ১ হাজার ২০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।
২১.০৫.২০২২
♦ মাস্কিপক্স হলো একটি ভাইরাস, যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। প্রথম শনাক্ত হয় ১৯৭০ সালে জায়ারে। ২০০৩ সালে আফ্রিকার বাহিরে যুক্তরাষ্ট্রে প্রথম এই রোগ শনাক্ত হয়।
♦ RECP এর সদস্য দেশ ১৫টি। গঠিত হয় ১৫ নভেম্বর, ২০২০ সালে।
♦ আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া ককেশাস অঞ্চল।
২২.০৫.২০২২
♦ UNHCR-এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
♦ রাশিয়ার বৃহত্তম গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’।
♦ ফিনপ্রেসো ডট কোর তথ্যানুসারে, মে, ২০২১ থেকে মে, ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের মুদ্রার দরপতন হয়েছে ৩.৩৫%।
♦ দ্য ব্যালান্স ডট কমের তথ্যানুসারে বিশ্বের বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশ এখনো মার্কিন ডলারে হয়ে থাকে।
♦ ইউক্রেনের ‘দনবাস’ অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে হামলা জোরদার করেছে রাশিয়া।
♦ ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া।
♦ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯৬৩ জন আমেরিকানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
♦ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী-অ্যান্টনি ব্লিঙ্কেন।
♦ USA-এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘CIA’-এর প্রধান উইলিয়াম বার্নস।
♦ অস্ট্রেলিয়ায় স্কট মরিসনকে হারিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্থনি আলবানিজ। নির্বাচিত হলে আলবানিজ হবেন দেশটির ইতিহাসে ননঅ্যাংলো-কেল্টিক পটভূমির প্রথম প্রধানমন্ত্রী।
♦ ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’(এফবিআই) মার্কিন গোয়েন্দা সংস্থা।
২৩.০৫.২০২২
♦ বিশ্বের ১৪টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স।
♦ তিন মাসের রুশ-ইউক্রেন যুদ্ধে ৬০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে।
♦ স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ।
২৪.০৫.২০২২
♦ চীনের নেতৃত্বে বাণিজ্য জোট RCEP কে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের IPEF চুক্তির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
♦ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ইতালির পক্ষ থেকে শান্তি চুক্তির প্রস্তাব।
২৫.০৫.২০২২
♦ আফগানিস্তানের বিমানবন্দরগুলো পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তালেবান সরকার।
♦ গতকাল জাপানের রাজধানী টোকিওতে কৌশলগত নিরাপত্তা জোট কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৬.০৫.২০২২
♦ উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্স ভাইরাসে একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
♦ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’(পিটিআই)।
♦ ইউক্রেনের রাজধানী কিয়েভ।
২৯.০৫.২০২২
♦ বিশ্বশান্তিরক্ষী দিবস।
♦ জাপানের বিদ্রোহী বামগোষ্ঠী রেড আর্মির সহপ্রতিষ্ঠাতা ফুসাকো শিজেনেবু।
♦ মেক্সিকোর ইয়াকাতান উপদ্বীপে মায়া সভ্যতার শহর “জিওল” আবিষ্কার। শহরটি ৯০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বের।
♦ ভারতের আসামের গুয়াহাটিতে আন্তর্জাতিক নদীবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত।
♦ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ১৪তম শিরোপা জয়।
৩০.০৫.২০২২
♦ ভারতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র।
♦ ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট।
আলোচিত বিশ্ব
পরাক্রমশালী সামরিক জোট ন্যাটো
বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সামরিক জোট North Atlantic Treaty Organization (NATO)। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট। সাম্প্রতিক সময়ে ইউরোপের কিছু দেশ NATO তে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের কারণে পুরো ইউরোপজুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে জেনে নিন ন্যাটোর সংক্ষিপ্ত পরিচিতি।
গঠন ও উদ্দেশ্য
৪ এপ্রিল ১৯৪৯ ইউরোপের ১০টি দেশ (বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও যুক্তরাজ্য) এবং উত্তর আমেরিকার ২টি দেশ (যুক্তরাষ্ট্র ও কানাডা) মিলে গঠিত হয় ন্যাটো। মূলত সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ও পশ্চিম ইউরোপের দেশসমূহের স্বাধীনতার অখণ্ডতা বজায় রাখাই ছিল এ জোট গঠনের মূল উদ্দেশ্য। অন্যদিকে স্নায়ুযুদ্ধ চলাকালীন ইউরোপের আটটি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে ১৪ মে ১৯৫৫ গঠিত হয় আরেকটি সামরিক জোট Warshaw Treaty Organization ১৯৯০-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সোভিয়েত বলয়ভুক্ত সামরিক জোটটি ১ জুলাই ১৯৯১ ভেঙে যায়। কিন্তু এর বিপরীত ন্যাটো জোট অক্ষুণ্ণই শুধু থাকেনি, আরও সম্প্রসারিত এবং শক্তিশালী হয়েছে। পোল্যান্ডের ওয়ারশ-এ বসে বর্তমান রাশিয়ার নেতৃত্বে যে সামরিক জোট ওয়ারশ প্যাক্ট করা হয় সেই পোল্যান্ডই এখন ন্যাটোর সদস্য। রাশিয়া ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে চাইলে, নেওয়া হয়নি। অথচ পূর্বের সোভিয়েত বলয়ের এবং ওয়ারশ তে ছিল এমন অনেক দেশকে ন্যাটোর সদস্য করা হয়। মূলত এখান থেকেই ন্যাটোর সাথে রাশিয়ার বিরোধিতা শুরু। ১২টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করলেও ন্যাটোর বর্তমান সদস্য দেশ ৩০টি। ২৭ মার্চ ২০২০ উত্তর মেসিডোনিয়া NATO’র ৩০তম সদস্যপদ লাভ করে।
ন্যাটোর কার্যক্রম
ন্যাটো প্রধানত ৪টি কাজ করে থাকে, এগুলো হলো-
♦ সিদ্ধান্ত এবং পরামর্শ : প্রতিদিনই সংস্থাটি সদস্য দেশগুলোর সকল স্তরে এবং বিভিন্ন নিরাপত্তা বিষয়ে পরামর্শ করে এবং সিদ্ধান্ত নেয়। এভাবে গৃহীত সিদ্ধান্তকে বলা হয় ন্যাটো সিদ্ধান্ত। সদর দপ্তরের কর্মীদের সঙ্গে দেশগুলোর জাতীয় প্রতিনিধিদল এবং কর্মীদের সহযোগিতায়, শত শত কর্মকর্তা, বেসামরিক ও সামরিক বিশেষজ্ঞরা প্রতিদিন তথ্য বিনিময় করেন যা, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে।
♦ অপারেশন এবং মিশন : বেসামরিক জরুরি অপারেশনসহ সংকট ব্যবস্থাপনা এবং মিশনে বিস্তৃত পরিসরে সক্রিয় ভূমিকা নেয় ন্যাটো। এর উদাহরণ- আফগানিস্তান, কসোভো, ভূমধ্যসাগরীয় এলাকা এবং আফ্রিকান ইউনিয়নে সহযোগিতার ক্ষেত্রে।
♦ হুমকি মোকাবিলার সক্ষমতা (শক্তি) বৃদ্ধিকরণ : সদস্যদের সম্মিলিত প্রতিরক্ষাসহ নীতি, ক্ষমতা এবং কাঠামো, বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবিলা নিশ্চিত করার জন্য ন্যাটো বিভিন্ন পদ্ধতি ও কৌশল উদ্ভাবন করে এবং এগুলোকে প্রয়োগ সংক্রান্ত কর্মযজ্ঞের সাথে প্রতিষ্ঠাকাল থেকেই নিয়োজিত।
♦ অংশীদারত্ব : সদস্য নয় এমন দেশের সাথে ন্যাটোর অংশীদারত্বের সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে বিস্তৃত পরিসরে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে এটি কাজ করে। এ দেশগুলো ন্যাটোর সাথে বিভিন্ন সংলাপে অংশ নেয়, এছাড়া জোটের সদস্যদের সাথে মাঠপর্যায়েও কাজ করে। তবে কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশীদেশগুলোর কার্যত কোনো ভূমিকা নেই। ন্যাটো অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথেও বিস্তৃত পরিসরে সহযোগিতামূলক কাজ করে। বর্তমানে ১৯টি দেশের সাথে শান্তির জন্য অংশীদারত্ব (Partnership for Peace-PfP) কর্মসূচি রয়েছে ন্যাটোর। দেশগুলো- আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ফিনল্যান্ড, জর্জিয়া, আয়ারল্যান্ড, কাজাখস্তান, কিরগিজস্তান, মাল্টা, মলদোভা, সার্বিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইউক্রেন ও উজবেকিস্তান।
ন্যাটোর সদস্যপদ হওয়ার শর্ত
ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া পূর্বনির্ধারিত নয়, পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। বর্তমানে যেকোনো ইউরোপীয় দেশের জন্য সদস্যপদ গ্রহণ উন্মুক্ত রয়েছে যদি সে দেশগুলো নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্রে ন্যাটো নীতিমালার সাথে সম্মত থাকে। তবে প্রথম ধাপ হচ্ছে একটি রাষ্ট্রকে অবশ্যই ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে। তারপর ন্যাটো এ বিষয়ে আলোচনা শুরু করবে। এরপর জোটের ১৯৯৫ সালের ‘স্টাডি অন এনলার্জমেন্টের’ নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে। এ প্রক্রিয়াটির মধ্যে রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, বাজার অর্থনীতি, সংখ্যালঘুদের সমান সুযোগ-সুবিধা, শান্তিপূর্ণভাবে সংঘাত মোকাবিলা এবং ন্যাটোর সামরিক কার্যক্রমে অবদান রাখার সক্ষমতা ও ইচ্ছা। ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে একটি দেশ প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করেছে কি না তা আলোচনার শুরুতে মূল্যায়ন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেশগুলোকে প্রাথমিকভাবে মেম্বারশিপ অ্যাকশন প্ল্যানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। এটি একটি প্রস্তুতিমূলক প্রোগ্রাম যেখানে একটি রাষ্ট্রকে দিক নির্দেশনা দেওয়া হয়। যাতে সদস্যপদ পাওয়ার প্রয়োজনীয় বিষয়গুলার চাহিদা পূরণ করতে পারে। তবে ন্যাটোতে নতুন কোনো দেশ যোগদানের জন্য এর সদস্যভুক্ত সকল দেশের সমর্থন এবং তাদের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়।
ন্যাটো সেনাবাহিনী
ন্যাটোর কোনো নিজস্ব সেনাবাহিনী নেই। জোটটি সদস্য দেশগুলো থেকে পাঠানো বাহিনীর ওপর নির্ভর করে থাকে। প্রতিটি সদস্য রাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনীর শক্তিমত্তাই ন্যাটোর শক্তি। জোটের স্বার্থে প্রতিটি সদস্য তাদের প্রতিরক্ষা বিভাগ থেকে শক্তিশালী দল ন্যাটোতে পাঠায়। ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে ন্যাটোতে সবচেয়ে বেশি ব্যয় করে আসছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশের GDP’র ২% প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত। কিন্তু বেশিরভাগ সদস্য দেশ এ লক্ষ্য পূরণ করেনি। ন্যাটোর সাম্প্রতিক এক হিসাবে, ২০২১ সালে দশটি সদস্য রাষ্ট্র। ন্যাটোর নির্দেশনা অনুযায়ী, প্রতিরক্ষা খাতের বাজেটে GDP’র ২% বরাদ্দ দেয়। দেশগুলো হলো- গ্রিস, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, যুক্তরাজ্য, এস্তোনিয়া, লাটভিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, রোমানিয়া এবং ফ্রান্স।
সামরিক অভিযান
♦ ন্যাটো জোট গঠনের শর্ত ছিল, সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সদস্যরা মিলিতভাবে সেই দেশকে রক্ষা করবে। ন্যাটো পরিচালিত অভিযানসমূহ-
কসোভো
♦ Operation Allied Force (২৪ মার্চ-১০ জুন ১৯৯৯)
♦ Kosovo Force (KFOR) (১২ জুন ১৯৯৯-বর্তমান)।
বসনিয়া এন্ড হার্জেগোভিনা
♦ Operation Maritime Monitor (১৬) জুলাই-২২ নভেম্বর ১৯৯২)।
♦ Operation Sky Monitor (১৬ অক্টোবর ১৯৯২-১২ এপ্রিল ১৯৯৩)।
♦ Operation Maritime Guard (২২ নভেম্বর ১৯৯২-১৯৯৩)।
♦ Operation Deny Flight (১৩ এপ্রিল ১৯৯৩-২০ ডিসেম্বর ১৯৯৫)।
♦ Operation Sharp Guard (১৫ জুন ১৯৯৩-২ অক্টোবর ১৯৯৬)।
♦ Operation Deliberate Force (৩০ আগস্ট-২০ সেপ্টেম্বর ১৯৯৫)।
♦ Operation Joint Endeavour (২০ ডিসেম্বর ১৯৯৫-২০ ডিসেম্বর ১৯৯৬)।
♦ Operation Joint Guard (২১ ডিসেম্বর ১৯৯৬–১৯ জুন ১৯৯৮)।
♦ Operation Joint Forge (২০ জুন ১৯৯৮-২ ডিসেম্বর ২০০৪)।
আফগানিস্তান
♦ International Security Assistance Force-ISAF (২০ ডিসেম্বর ২০০১-২৮ ডিসেম্বর ২০১৪)।
♦ Resolute Support Mission (১ জানুয়ারি ২০১৫-১২ জুলাই ২০২১)।
লিবিয়া
♦ Operation Unified Protector (২৭ মার্চ-৩১ অক্টোবর ২০১১)।
সম্প্রসারণের পথে ন্যাটো
১৫ মে ২০২২ ফিনল্যান্ড ও ১৬ মে ২০২২ সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আগ্রহ প্রকাশ করে। ২৪ ফেব্রুয়ারি ২০২২ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণেই মূলত দেশ দুটি ন্যাটোর ব্যাপারে আরও আগ্রহী হয়ে ওঠে। ফিনল্যান্ড ও সুইডেন দুই শতকের বেশি সময় ধরে সামরিকভাবে নিরপেক্ষ থাকার নীতি মেনে চলেছে। স্ক্যান্ডিনেভীয় দেশ সুইডেন এবং ফিনল্যান্ড ৯ মে ১৯৯৪ শান্তির জন্য অংশীদারত্ব কর্মসূচির অংশ হিসেবে ন্যাটোর অংশীদারত্বে যোগদান করে। ১ জানুয়ারি ১৯৯৫ তারা ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে। সর্বশেষ ১৮ মে ২০২২ দেশ দুটি ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক আবেদন করে। জর্জিয়া, মলদোভা এবং ইউক্রেনও চাচ্ছে ন্যাটোতে যোগ দিতে।
ন্যাটো-রাশিয়া সম্পর্ক
২২ জুন ১৯৯৪ ন্যাটোর সাথে শান্তির জন্য অংশীদারত্ব কর্মসূচিতে যোগ দিয়েছিল রাশিয়া। ১৯৯৭ সালে ন্যাটো এবং রাশিয়া অভিন্ন স্বার্থের ভিত্তিতে একটি স্থিতিশীল, নিরাপদ এবং অবিভক্ত মহাদেশ তৈরির পারস্পরিক প্রতিশ্রুতি দেয়। কিন্তু ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়ার সাথে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করে ন্যাটো। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউক্রেন ন্যাটোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠে। কিন্তু রাশিয়া এর বিরোধিতা করে। রাশিয়া বিশ্বাস করে ন্যাটো তাদের বিরোধী গ্রুপ এবং তারা পূর্ব ইউরোপের দিকে তাদের সদস্য বাড়িয়ে রাশিয়ার উঠানে তাদের প্রতিরক্ষা বেষ্টনী সাজাতে চায়।
তথ্য-উপাত্তে ন্যাটো
♦ পূর্ণরূপ : North Atlantic Treaty Organization
♦ প্রতিষ্ঠা : ৪ এপ্রিল : ১৯৪৯
♦ দাপ্তরিক ভাষা : দুইটি – ইংরেজি ও ফরাসি
♦ সংস্থার প্রধান : মহাসচিব
♦ মেয়াদকাল : ৪ বছর
♦ ন্যাটোভুক্ত মুসলিম দেশ : ২টি (আলবেনিয়া ও তুরস্ক)
♦ মহাদেশভিত্তিক ন্যাটোর বর্তমান সদস্য : এশিয়ার ১টি (তুরস্ক), উত্তর আমেরিকার ২টি (যুক্তরাষ্ট্র ও কানাডা) এবং ইউরোপের ২৭টি।
♦ ইউরোপীয় ইউনিয়নের (EU) ২৭টি দেশের ২২টি দেশ ন্যাটোর সদস্য। সদস্য নয় ৫টি দেশ- অস্ট্রিয়া, সাইপ্রাস, ফিনল্যান্ড মাল্টা এবং সুইডেন।
সদর দপ্তর
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ও যুক্তরাজ্যের লন্ডনে স্থাপন করা হলেও ১৯৫২ সালে ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়। ১৬ অক্টোবর ১৯৬৭ সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে নিয়ে যাওয়া হয়।
মহাসচিব
♦ প্রথম মহাসচিব : জেনারেল হাসটিং লিওনেল ইসমে (যুক্তরাজ্য); ২৪ মার্চ ১৯৫২ ১৬ মে ১৯৫৭ • বর্তমান মহাসচিব : জেনস স্টলেনবার্গ (নরওয়ে); ১ অক্টোবর ২০১৪ বর্তমান। তিনি ন্যাটোর ১৫তম মহাসচিব।
প্রতিষ্ঠাতা সদস্য
♦ বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
অন্তর্ভুক্ত অন্যান্য দেশসমূহ
♦ ১৮ ফেব্রুয়ারি ১৯৫২ : গ্রিস ও তুরস্ক।
♦ ৮ মে ১৯৫৫ : জার্মানি।
♦ ৩০ মে ১৯৮২ : স্পেন।
♦ ১২ মার্চ ১৯৯৯ : চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও পোল্যান্ড।
♦ ২৯ মার্চ ২০০৪ : বুলগেরিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।
♦ ১ এপ্রিল ২০০৯ : আলবেনিয়া ও ক্রোয়েশিয়া।
♦ ৫ জুন ২০১৭ : মন্টিনিগ্রো।
♦ ২৭ মার্চ ২০২০ : উত্তর মেসিডোনিয়া।
গ্রিনব্যাক (Greenback)
আমেরিকার গৃহযুদ্ধের সময় দেশটিতে জরুরি কাগজের মুদ্রা প্রচলন করা হয়। মুদ্রার পিছনে সবুজ রঙ মুদ্রিত হয় বলে তা গ্রিনব্যাক (Greenback) বা গ্রিন মানি (Green Money) নামে পরিচিতি লাভ করে। ১০ মার্চ ১৮৬২ প্রথম জরুরি কাগজের মুদ্রা ইস্যু করা হয়।
বিবিধ তথ্য
♦ ব্রিটিশ পাউন্ড তার আধিপত্য হারায় ১৯২০ সালে।
♦ মার্কিন ডলার ও পাউন্ডকে দুর্লভ মুদ্রা বলে।
♦ মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি কুয়েতি দিনার।
♦ বাংলাদেশ নিয়ন্ত্রিত ভাসমান বা ফ্লোটিং বিনিময় মুদ্রা নীতির প্রচলন করে ১৯৭৬ সালে।
♦ বাংলাদেশ মধ্যবর্তী মুদ্রা হিসেবে পাউন্ডের পরিবর্তে মার্কিন ডলারকে বেছে নেয় ১৯৮৩ সালে।
♦ বাংলাদেশি মুদ্রাকে চলতি হিসাবে রূপান্তরযোগ্য করা হয় ১৭ জুলাই ১৯৯৩।
♦ বাংলাদেশের মুদ্রা টাকাকে ফ্লোটিং (Floating) বা ভাসমান ঘোষণা করা হয় ২০০৩ সালে।
♦ বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো টাকার অবমূল্যায়ন হয় ১৭ মে ১৯৭৫।
♦ ১৯৭১ সালে প্রতি ১ ডলারের মান ছিল ৭.৩০ টাকা।
বিশ্ব দর্পণ
সুইডেন ও ফিনল্যান্ডের নিরাপত্তা চুক্তি
১১ মে ২০২২ সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা চুক্তিতে সম্মত হয় যুক্তরাজ্য। এ চুক্তির ফলে কোনো দেশ আক্রান্ত হলে অপর পক্ষ তাদের সহায়তা করবে। সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে দেশ দুটি সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চুক্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্য সংকটে পড়লে সহায়তায় এগিয়ে আসবে সুইডেন ও ফিনল্যান্ড।
সিন ফেইনের ঐতিহাসিক জয়
৫ মে ২০২২ যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত উত্তর আয়ারল্যান্ডে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা পায় সাবেক সশস্ত্র সংগঠন আইরিশ রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা হিসেবে কাজ করা জাতীয়তাবাদী দল সিন ফেইন। এত দিনের প্রাধান্য বিস্তারকারী দল ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টিকে (DUP) আইরিশ জাতীয়তাবাদী দলটি দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে। ১৯২১ সালে উত্তর আয়ারল্যান্ড প্রদেশ গঠিত হওয়ার পর থেকে প্রাদেশিক আইনসভায় ইউনিয়নবাদী (যুক্তরাজ্যের অনুগত) রাজনৈতিক দল সবচেয়ে বেশি আসন পেয়ে আসছে। এবারের নির্বাচনে আইনসভার ৯০ আসনের মধ্যে সিন ফেইন ২৭টি ও DUP ২৫টি আসন লাভ করে। সিন ফেইন উত্তর আয়ারল্যান্ডকে যুক্তরাজ্য থেকে বের করে নিয়ে আবার রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাথে যুক্ত করতে চায়। আয়ারল্যান্ড দ্বীপের উত্তরের ঐ অংশ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের অংশ, যা সেখানকার জাতীয়তাবাদীরা মানতে চায় না।
দ্বিতীয় মেয়াদে ম্যাক্রো
৭ মে ২০২২ দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ইমানুয়েল ম্যাক্রো। দেশটির প্যারিসের এলিসি প্রাসাদে বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদে শপথ নেন। ২৪ এপ্রিল ২০২২ দ্বিতীয় দফা নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রো ৫৮.৬% এবং কট্টর ডানপন্থী মেরি লি পেন ৪১.৪% ভোট পান। এর আগে ১০ এপ্রিল ২০২২ অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার নির্বাচনের প্রয়োজন হয় ফ্রান্সে গত ২০ বছরের মধ্যে এ প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হলেন। ইমানুয়েল ম্যাক্রো ১৪ মে ২০১৭ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরাসি প্রেসিডেন্টের পুরো নাম ইমানুয়েল জিন মিশেল ফ্রেডেরিক ম্যাক্রো।
ফ্রান্সের নারী প্রধানমন্ত্রী
১৬ মে ২০২২ ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী এলিজাবেথ বর্নি। ৬১ বছর বয়সি এলিজাবেথ বর্নি বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হন। এর আগে নারী প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সে দায়িত্ব পালন করেন এডিথ ক্রেসন। তিনি ১৫ মে ১৯৯১-২ এপ্রিল ১৯৯২ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
অস্ত্র পাঠাতে বিশ্বযুদ্ধের আইন চালু
জার্মানির নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্রদের অস্ত্র দিতে ১১ মার্চ ১৯৪১ যুক্তরাষ্ট্র Lend-Lease আইন কার্যকর করে। এখন ইউক্রেনকে অস্ত্র দিতে সেই আইনটি পুনরায় ফিরিয়ে আনে দেশটি। ৯ মে ২০২২ এ সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ আইনে স্বাক্ষর করার জন্য বাইডেন যে দিনটি বেছে নেন, সেটিও প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ। কারণ, ৮ মে পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্র নাৎসিদের বিরুদ্ধে বিজয়ের দিন হিসেবে উদযাপন করে থাকে। ঠিক এর পরদিন ৯ মে ইউরোপ ডে হিসেবে পালন করা হয়। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি অবস্থানে থাকলেও ১৯৪০-এর দশকে জার্মানির নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র ছিল তারা। সেই সময় নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আমলাতন্ত্রকে পাশ কাটাতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট Lend-Lease আইন পাস করেন। ইউরোপের মিত্রদের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহ করতে স্মরণীয় ঐ উদ্যোগ নেন রুজভেল্ট। এখন ইউক্রেনে ট্যাংক-বিধ্বংসী, উড়োজাহাজ-বিধ্বংসীসহ শক্তিশালী ও আধুনিক সব অস্ত্র পাঠাতে বাইডেন এ পদক্ষেপ নেন।
সংযুক্ত আর আমিরাতের নতুন প্রেসিডেন্ট
১৪ মে ২০২২ সংযুক্ত আর আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন শেখ মোহাম্মদ কি জায়েদ আল নাহিয়ান। দেশটি ফেডারেল সুপ্রিম কাউন্সিল তারে এ পদের জন্য নির্বাচিত করেন। এর আগে ১৩ মে ২০২২ তিনি আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
রহস্যময় শহরের নাম ‘হুয়ানা পিচু’-
পৃথিবীর সাত আশ্চর্যের একটি ‘মাচু পিচু’। পেরুর আন্দিজ পর্বতের মাথার সুনিপুণভাবে তৈরি ইনকাদের এ শহর দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক পাড়ি দেন। যদিও মাচু পিচু আবিষ্কারের একশ’ বছর পর জানা যাচ্ছে, নামটাই ভুল। ইনকারা এ শহরকে ডাকতো ‘হুয়ানা পিচু’ নামে। ১৪২০ সাল নাগাদ ইনকাদের বাস ছিল। ইনকা সাম্রাজ্যের রাজধানী ছিল কুজকো। সেখানেই বাস করত রাজপরিবার। পরবর্তী সময়ে ইনকা সাম্রাজ্যের দখল নেয় স্প্যানিয়ার্ডরা। পরাজিত ইনকারা ক্রমশ হারিয়ে যায়। একা পড়ে থাকে তাদের হুয়ানা পিচু। ক্রমশ অজানার ভিড়ে হারিয়ে যায় এ শহরও। ১৯১১ সালে এ শহর আবিষ্কার করেন হিরাম বিংহাম। তিনিই নাম দেন ‘মাচু পিচু। বিংহামের গাইড ছিলেন মেলচোর আর্তেগা। পেশায় স্থানীয় চাষি। আর্তেগার কথার ভিত্তিতেই ঐ নাম রেখেছিলেন বিংহাম। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ্যার অধ্যাপক ব্রায়ান বাওয়ারের ধারণা, এখানেই ভুল হয়ে যায় বিংহামের। নতুন গবেষণায় কিছু তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তাতে ধরা পড়েছে শহরের আসল নাম আলাদা। এ গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের ইতিহাসবিদ ডোনাটো আমাডো গঞ্জালেস। তিনিও স্বাধীন ভাবে ‘মাচু পিচু” নিয়ে গবেষণা করেন। দু’জনের তথ্য মিলিয়ে দেখেন ঠিকই, এ শহরের নাম ‘হুয়ানা পিচু’। পেরুর আদি ভাষা ‘কেচুয়া’-তে হুয়ানা শব্দের অর্থ নতুন বা তরুণ। পিচু’র অর্থ পর্বতশৃঙ্গ। মাচু শব্দের অর্থ প্রাচীন। অর্থাৎ এ শহরকে এতদিন বলা হতো ‘প্রাচীন পর্বতশৃঙ্গ’। কিন্তু এটি আসলে নতুন পর্বতশৃঙ্গ।