কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৬.২০২২
♦ ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা।
♦ ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের (UAE) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ইসরায়েল।
♦ আজ ১ জুন বুধবার পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস।
০২.০৬.২০২২
♦ জাতিসংঘের সহযোগী সংস্থা UNOCHA এর মতে, মিয়ানমারে বাস্তুচ্যুতের সংখ্যা ১০ লাখের বেশি।
♦ ভূ-পৃষ্ঠের মোট আয়তনের শতকরা ৫ ভাগ পাললিক শিলা। তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের শতকরা ৭৫ ভাগই পাললিক শিলা।
০৩.০৬.২০২২
♦ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০ দিন অতিবাহিত।
♦ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
♦ ব্রিটেন এর রানী এলিজাবেথ এর সিংহাসন আরোহণের ৭০ বছরপূর্তি।
♦ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
♦ ক্ষমতার ভিত্তিতে অনুসৃত নীতিই হলো Real politik.
♦ প্রথম ভারতীয় উপন্যাস হিসেবে গীতাঞ্জলি শ্রীর “টম্ব অব স্যান্ড”উপন্যাস আন্তর্জাতিক বুকার পুরস্কার – ২০২২ লাভ করে।
০৪.০৬.২০২২
♦ এখন থেকে ‘তুরস্ক’ তাদের রাষ্ট্রীয় নাম পরিবর্তন করে ‘তুর্কিয়ে’ নামে পরিচিতি পাবে।
♦ যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে এয়ার ট্যাক্সি পরিচালনার অনুমতি পেয়েছে ‘জোবি এভিয়েশন’।
০৫.০৬.২০২২
♦ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
♦ রবার্ট ওয়াল পুল, প্রথম বাজেট দিয়েছিলেন যিনি, সময় ছিল ১৭৩৩ সাল। তিনি তখন ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী।
♦ সৌরজগতে মোট গ্রহের সংখ্যা ৮টি। পৃথিবীর গড় মাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
♦ ঘূর্ণিঝড় সৃষ্টির প্রথম অবস্থায় আকাশে সিরোস্ট্রাটাস মেঘ দেখা যায়।
০৬.০৬.২০২২
♦ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
♦ রবার্ট ওয়াল পুল, প্রথম বাজেট দিয়েছিলেন যিনি, সময় ছিল ১৭৩৩ সাল। তিনি তখন ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী।
♦ সৌরজগতে মোট গ্রহের সংখ্যা ৮টি। পৃথিবীর গড় মাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
♦ ঘূর্ণিঝড় সৃষ্টির প্রথম অবস্থায় আকাশে সিরোস্ট্রাটাস মেঘ দেখা যায়।
০৮.০৬.২০২২
♦ ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’।
♦ গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)- এর সদর দপ্তর রিয়াদ, সৌদি আরব।
♦ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব।
♦ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ জানাতে এবং জান্তা সরকারকে রুখতে ‘জাতীয় ঐক্য সরকার’(এনইউজি) গঠন করা হয়েছে, যেটা মিয়ানমারের ছায়া সরকার হিসেবে পরিচিতি পেয়েছে।
♦ যুক্তরাজ্যের পত্রিকা- দ্যা টাইমস, ডেইলি টেলিগ্রাফ।
০৯.০৬.২০২২
♦ ইউক্রেনের সেরসন ও জাপোরঝিয়া শহরে গণভোট আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। এই দুইটি এলাকা ক্রিমিয়ার মতো নিজের সংঙ্গে যুক্ত করার লক্ষ্য মস্কোর।
♦ ইরাকে টাইগ্রিস নদীর পানি কমে জেগে উঠেছে ৩৪০০ বছরের পুরোনো শহর।
১০.০৬.২০২২
♦ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথম আলোচনা হয় বেলারুশের গোমলে।
♦ সবচেয়ে বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে পোল্যান্ডে।
♦ ইউরোপের ৪০% গ্যাসের চাহিদা রাশিয়া মিটিয়ে থাকে।
♦ ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝঝিয়া ইউক্রেনে অবস্থিত।
♦ বিশ্বের নতুন প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলো বার্বাডোজ। বার্বাডোজ এর রাষ্ট্র প্রধান থেকে ব্রিটিশ রাণি এলিজাবেথকে বাদ দেওয়া হয়েছে।
১১.০৬.২০২২
♦ তাইওয়ানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলন ‘সাংগ্রি-লা ডায়ালগের’ ফাঁকে চীন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসেন।
১২.০৬.২০২২
♦ ‘ফ্রাইডেস ফর ফিউচার’ জলবায়ু আন্দোলন গ্রেটা থুনবার্গের উদ্যোগে ২০১৮ সাল থেকে চলমান।
♦ মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। এই সরকারের সামরিক শাখার নাম-People’s Defense Force.
♦ ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ নাথুলা পাস ১৯৬২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বন্ধ ছিল।
♦ ন্যাটোর বর্তমান সদস্য দেশ ৩০টি। সর্বশেষ উত্তর মেসিডোনিয়া।
♦ উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী- শোয়ে সন-হুই।
♦ ইরান ও ভেনেজুয়েলার ২০ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর।
১৩.০৬.২০২২
♦ রাশিয়ার হুমকি উপেক্ষা করে পশ্চিমা অস্ত্রসহায়তা বাড়াতে আবারও আহবান জানিয়েছেন ইউক্রেনের নেতারা।
১৪.০৬.২০২২
♦ বর্তমানে পারমাণবিক শক্তিধর দেশ ৯টি। সর্বোচ্চ পারমাণবিক অস্ত্রভাণ্ডার রাশিয়ার (৫৯৭৭)টি।
♦ নিষেধাজ্ঞার মধ্যে বিপুল জ্বালানি রপ্তানি রাশিয়ার। ইউক্রেনের আক্রমণের ১০০ দিনে জ্বালানি থেকে ৯ হাজার ৩০০ কোটি ইউরো আয় করেছে দেশটি।
♦ সেভেরোদেনেৎস্কের কেন্দ্রস্থল থেকে পিছু হাটছে ইউক্রেনীয় বাহিনী।
১৫.০৬.২০২২
♦ ১৫ জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়।
♦ ‘সুয়াকিন’ সমুদ্রবন্দর সুদানে অবস্থিত।
♦ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন ২৫ শতাংশ ফসলি জমি হারিয়েছে।
♦ আলোচিত ‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বইয়ের লেখক ন্যান্সি ক্রাম্পটন ব্রফি।
♦ পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরের ৭০ শতাংশ রুশ নিয়ন্ত্রণে।
♦ তাইওয়ান প্রণালি এখন আন্তর্জাতিক জলপথ। দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশ এবং চীন সাগরে অবস্থিত তাইওয়ান দ্বীপকে পৃথককারী একটি অগভীর সামুদ্রিক প্রণালি হলো তাইওয়ান প্রণালি।
১৭.০৬.২০২২
♦ ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত ইউরোপে Thirty Years War সংঘটিত হয়।
♦ ১১ মার্চ, ২০২০ এ WHO করোনাকে Pandemic ঘোষণা করেন।
১৮.০৬.২০২২
♦ ‘ওয়াফার’ ফিলিস্তিনের বার্তা সংস্থা।
১৯.০৬.২০২২
♦ কোভিড টিকার উপকরণে ৫ বছর মেধাস্বত্ব ছাড়।
♦ ইন্টারনেট এক্সপ্লোরার স্থায়ীভাবে বন্ধ।
♦ ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ভারতে ব্যাপক সহিংসতা।
২০.০৬.২০২২
♦ আজ ২০ মে বিশ্ব শরণার্থী দিবস।
♦ ২০২১ সালে বাস্তুচ্যূত মানুষের সংখ্যা ৮৯ দশমিক ৩ মিলিয়ন। এর মধ্যে শরণার্থী ২৭ দশমিক ১ মিলিয়ন।
♦ খেলনার বাজার এখন দেশীয় প্রতিষ্ঠানের হাতে। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয়েছে ৩.৭১ কোটি ডলার, এটির গড় প্রবৃদ্ধি ৩১.০৬ শতাংশ।
২১.০৬.২০২২
♦ বর্তমানে চীন সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনছে রাশিয়া থেকে।
♦ ভারত সরকারের সেনাবাহিনীতে নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ ঠেকাতে ভারতজুড়ে বন্ধন।
♦ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট বামপন্হী নেতা গুস্তাভো পেত্রো। তাঁর রানিং মেট ফ্রান্সা মার্কেজ দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট।
২২.০৬.২০২২
♦ সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুইদিনের সফরে গত সোমবার মিশরে গেছেন।
♦ বিশ্বে ধরা পড়া মিঠাপানির সবচেয়ে বড়মাছ ক্রিস্টেনড বোরামি।
♦ ইউক্রেনীয় শিশুদের জন্য শান্তিতে নোবেলজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ পুরস্কার হিসেবে পাওয়া তার সোনার পদকটি নিলামে বিক্রি করে দিয়েছেন।
♦ অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড মাঠেই দুবার টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের [৩৭৫ রান ও ৪০০ রান (অপরাজিত)] এর রেকর্ড ভেঙ্গেছেন ব্রায়ান লারা।
২৩.০৬.২০২২
♦ ইউরোপে কয়েকটি দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। গ্রীষ্মকালজুড়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার শঙ্কা।
♦ অর্থনৈতিক সংকট মোকাবিলায় চীন, ভারত ও জাপানকে নিয়ে সম্মেলন আয়োজন করছে শ্রীলঙ্কা।
২৪.০৬.২০২২
♦ জ্বালানি সাশ্রয়ের জন্য পার্লামেন্ট অধিবেশন বাতিল শ্রীলঙ্কায়।
♦ কাবুল থেকে ১৬০ কি.মি. দক্ষিণে অবস্থিত পাকতিকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ১০০০ জনের মৃত্যু।
♦ ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের বিরুদ্ধে তাঁরই দল শিবসেনায় বিদ্রোহের কারনে রাজ্যের জোট সরকারের এখন সংকটাপন্ন অবস্থা।
২৫.০৬.২০২২
♦ বাইপার্টিসান সেফার কম্পিউনিটিজ বিলটি আমেরিকার সিনেটে পাস হয়েছে। যার মূল বিষয় হল-২১ বছরের কম বয়সীদের কাছে অস্ত্র বিক্রি করতে তাদের পারিবারিক ইতিহাস যাচাই করতে হবে।
♦ সেভেরোদোনেৎস্কের দখল নিয়েছে রুশ বাহিনী।
২৬.০৬.২০২২
♦ আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। প্রতিপাদ্য “Addressing drug challenges in health and humanitarian crisis” বাংলাদেশের প্রতিপাদ্য- মাদক সেবন রোধ করি, সুস্থ জীবন গড়ি”
♦ যুক্তরাষ্ট্রে পাঁচ দশকের পুরোনো গর্ভপাত অধিকার আইন বাতিল।
♦ যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশ।
♦ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
২৭.০৬.২০২২
♦ বেশ কিছুদিন বন্ধ থাকার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
♦ জার্মানিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও কঠোর ব্যবস্থা নিতে চান জোটের নেতারা।
♦ জি-৭ জোটের অন্তর্ভুক্ত দেশ ও নেতারা হলেন→ ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
♦ আজ ২৭ জুন আন্তর্জাতিক ‘এমএসএমই’ দিবস।
♦ পাকিস্তানের উভয় অংশে মোট মৌলিক গণতন্ত্রীর সংখ্যা ৮০ হাজার।
২৮.০৬.২০২২
♦ ২৬-২৮ জুন ৪৮তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় স্কলস এলমাউ, জার্মানি।
♦ মিসরের শারম আল-শেখ শহরে ইরানের বিরুদ্ধে সমন্বিত প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে গোপন বৈঠক করেছে সৌদি আরব ও ইসরায়েল।
♦ ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচাকের একটি জনাকীর্ণ বিপনিবিতানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
২৯.০৬.২০২২
♦ ২০২২ সালে রাশিয়ার অর্থনীতি ১০ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।
♦ ১৯৭০ এর দশকের তেলসংকটের পরে শ্রীলঙ্কাই বিশ্বের প্রথম দেশ। যারা সাধারণ মানুষের কাছে জ্বালানি বিক্রি বন্ধ করার কঠোর পদক্ষেপ নেয়।
♦ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও মেয়ে অ্যাশলে বাইডেনসহ ২৫ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
৩০.০৬.২০২২
♦ আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ও নেপালকে ১০৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক।
♦ চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকোচন হয়েছে ১ দশমিক ৬ শতাংশ।
♦ রিজার্ভ হিসেবে বহুল ব্যবহৃত হবে এমন একটি মুদ্রা চালু করতে চায় রাশিয়া।
♦ তুরস্ক ভেটো তুলে নেওয়ার পর ন্যাটোতে যোগদানের পথ সুগম হল ফিনল্যান্ড ও সুইডেনের।
আলোচিত বিশ্ব
রিপোর্ট-সমীক্ষা
আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সূচক | |
প্রকাশ | জুন, ২০২২। |
প্রকাশক | যুক্তরাষ্ট্রের ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েল ইনফরমেশন নেটওয়ার্ক। |
অন্তর্ভুক্ত দেশ | ১৮০টি। |
শীর্ষ দেশ | ডেনমার্ক। |
সর্বনিম্ন দেশ | ভারত |
বাংলাদেশের অবস্থান: | ১১৭. বাংলাদেশ |
বৈশ্বিক পরমাণু অস্ত্র | |
প্রকাশ | ১৩ জুন, ২০২২। |
প্রকাশক | Stockholm International Peace Research Institute (SIPRI)। |
মোট | ১২৭০৫। |
পরমাণু অস্ত্রধারী দেশ ও অস্ত্রের সংখ্যা | রাশিয়া (৫,৯৭৭); যুক্তরাষ্ট্র (৫,৪২৮); চীন (৩৫০); ফ্রান্স (২৯০); যুক্তরাজ্য (২২৫); পাকিস্তান (১৬৫); ভারত (১৬০); ইসরায়েল (৯০) ও উত্তর কোরিয়া (২০)। |
বিশ্ব বাসযোগ্যতার সূচক ২০২২ | |
প্রকাশ | ২৩ জুন, ২০২২। |
প্রকাশক | যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (EU)। |
অন্তর্ভুক্ত শহর | ১৭২টি। |
সূচক অনুযায়ী- শীর্ষ শহর | ভিয়েনা, অস্ট্রিয়া। |
সবচেয়ে খারাপ শহর | দামেস্ক, সিরিয়া। |
রাজধানী ঢাকার ১৬৬তম। ১০০ নম্বরের মধ্যে ৩৯.২ স্কোর। |
বৈশ্বিক শান্তি সূচক | |
প্রকাশ | ১৫ জুন, ২০২২। |
প্রকাশক | অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP). |
অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল | ১৬৩টি। |
সবচেয়ে শান্তিপূর্ণ দেশ | আইসল্যান্ড। |
শান্তি সূচকে সর্বনিম্ন দেশ | আফগানিস্তান। |
বাংলাদেশের অবস্থান | ১৯. ভুটান, ৭৩. নেপাল ৯০. শ্রীলংঙ্কা, ৯৬. বাংলাদেশ, ১৩৫. ভারত, ১৪৭. পাকিস্তান ও ১৬৩. আফগানিস্তান। |
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স | |
প্রকাশ | জুন, ২০২২। |
প্রকাশক | বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্লিঙ্ক। |
অন্তর্ভুক্ত দেশ | ১০০টি। |
শীর্ষ দেশ | যুক্তরাষ্ট্র। |
শীর্ষ শহর | সান ফ্রান্সিসকো। |
ঢাকার অবস্থান | ৩২৬তম। |
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ মে ২০২২ প্রকাশিত হয় কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১। | |||
গ্রন্থ অনুযায়ী উৎপাদনে শীর্ষ জেলা- | ভুট্টা: দিনাজপুর, | নারিকেল: বাগেরহাট, | রসুন: নাটোর, |
মসূর: ফরিদপুর, | কলা: টাঙ্গাইল, | পেঁয়াজ: পাবনা, | |
আম: রাজশাহী, | কাঁঠাল: গাজীপুর, | তরমুজ: ভোলা, | |
আলু: মুন্সীগঞ্জ, | কমলা: রাঙামাটি, | আদা: রাঙামাটি, | |
লিচু: দিনাজপুর, | জাম্বুরা/বাতাবিলেবু: চট্টগ্রাম, | গম: ঠাকুরগাঁও, | |
আনারস: টাঙ্গাইল, | মুগ: ভোলা, | পাট: ফরিদপুর, | |
তুলা: ঝিনাইদহ, | খেসারী: বরিশাল, | ধান: ময়মনসিংহ, | |
তামাক: কুষ্টিয়া, | তিল: পাবনা, | আউশ ধান: হবিগঞ্জ, | |
চা: মৌলভীবাজার, পেয়ারা: চট্টগ্রাম, | চিনাবাদাম: পঞ্চগড়, তিসি: মাগুরা, | বোরো ধান: ময়মনসিংহ, আমন ধান: দিনাজপুর। | |
বরই: রাজশাহী, | সয়াবিন: লক্ষ্মীপুর, |
অ্যান্টিবায়োটিক গ্রহণ | |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য অনুযায়ী বিভাগভিত্তিক অ্যান্টিবায়োটিকের ব্যবহার: | ময়মনসিংহ (৮৩%); খুলনা (৮১%); চট্টগ্রাম (৭৯%); রংপুর (৭৯%); বরিশাল (৭৮%); ঢাকা (৭৮%); রাজশাহী (৭৪%); ও সিলেট (৭৩%)। |
বিশ্বের ব্যয়বহুল শহর | |
প্রকাশ | ৯ জুন, ২০২২। |
প্রকাশক | আন্তর্জাতিক সংগঠন ECA ইন্টারন্যাশনাল। |
অন্তর্ভুক্ত শহর | ২০৭টি। |
প্রতিবেদন অনুযায়ী- শীর্ষ ব্যয়বহুল শহর | হংকং, চীন। |
কম ব্যয়বহুল শহর | আঙ্কারা, তুরস্ক। |
ইরান-ভেনিজুয়েলা ২০ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি
১১ জুন ২০২২ ইরান ও ভেনিজুয়েলা ২০ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, দেশ দুটি জ্বালানি, প্রতিরক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা ও পর্যটনশিল্পে একে অপরকে সহযোগিতা করবে। রাশিয়া, চীন, কিউবা ও তুরস্কের মতো ইরানও ভেনিজুয়েলার অন্যতম বন্ধুপ্রতিম দেশ। বিভিন্ন বিষয়ে বিরোধ থাকায় দেশ দুটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, ১৮ জুলাই ২০২২ হতে ইরানের রাজধানী তেহরান থেকে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস পর্যন্ত বিমান চলাচল করবে।
আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প
২২ জুন ২০২২ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশজুড়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। পাকিস্তানের সীমান্ত সংলগ্ন খৌস্ত প্রদেশের রাজধানী শহর থেকে আনুমানিক ৪৪ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পে কাবুল-ইসলামাবাদসহ আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ বর্গকিমির বেশি এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পে ১,০০০’র বেশি মানুষ নিহত এবং প্রায় ২,০০০ জন আহত হন।
সাবমেরিন চুক্তিকে কেন্দ্র করে ফ্রান্সকে অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণ
সাবমেরিন চুক্তিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ফরাসি সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান নাভাল গ্রুপের সঙ্গে ১১ জুন ২০২২ একটি ক্ষতিপূরণের চুক্তি করা হয়। এতে চুক্তি লঙ্ঘন নিয়ে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা বিবাদের অবসান ঘটে। ফরাসি প্রতিষ্ঠানটি ৫৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে চুক্তি নিষ্পত্তি করতে সম্মত হয়। ১৬ সেপ্টেম্বর ২০২১ ফ্রান্স থেকে ১২টি ডুবোজাহাজ কিনতে ৩,৫০০ কোটি ইউরোর চুক্তি থেকে সরে আসে দেশটি। ২৬ এপ্রিল ২০১৬ এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।
আইনসভার নিয়ন্ত্রণ হারালেন ম্যাক্রোঁ
১৯ জুন ২০২২ ফ্রান্সের জাতীয় আইনসভার নিয়ন্ত্রণ হারান ইমানুয়েল ম্যাক্রো । পার্লামেন্ট নির্বাচনে তার ক্ষমতাসীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়। ১৯ জুন জাতীয় নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে ক্ষমতাসীন জোটের এ বিপর্যয় ঘটে। নির্বাচনে অপেক্ষাকৃত ভালো ফলাফলে পার্লামেন্টে নিজেদের অবস্থান শক্ত করেছে বাম দলীয় জোট এবং কট্টর ডানপন্থি দল। তবে সংখ্যাগরিষ্ঠতা হারালেও জাতীয় আইনসভার ৫৭৭টি আসনের মধ্যে ম্যাক্রোর নেতৃত্বাধীন জোট ২৪৫টি আসনে জয় পেয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের ২৮৯টি আসন প্রয়োজন ছিল । কট্টর বামপন্থি নেতা জ্যঁ-লুক মিলশ্য কমিউনিস্ট ও পরিবেশবাদী গ্রিন্সসহ মূলধারার বামপন্থি দলগুলোর জোট ‘নিউফ’ গঠন করে বড় ধরনের সাফল্য পান। জাতীয় পরিষদের ১৩১টি আসনে জয় পেয়ে ‘নিউফ’ প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করে। এ জোটের বাইরে থাকা অন্যান্য বাম দল আরও ২২টি আসন জিতে। ফলে বৃহত্তর বাম জোটের মোট আসন দাঁড়িয়েছে ১৫৩টি আর তাতে তারাই জাতীয় পরিষদে বৃহত্তম বিরোধীদলীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। উচ্চতা ৮২৯.৮ মিটার বা ২,৭২২ ফুট। ১৪৮ তলা বিশিষ্ট এ অট্টালিকা ৪ জানুয়ারি ২০১০ উন্মুক্ত করা হয়। তবে এর চেয়েও উঁচু ভবন তৈরি করছে সৌদি আরব। লোহিত সাগরের পাশেই নির্মাণাধীন এ ভবনের নাম ‘জেদ্দা টাওয়ার’। নির্মাণ কাজ শেষে এ টাওয়ারের উচ্চতা হবে ১,০০০ মিটারেরও বেশি (প্রায় ৩৩০০ ফুট)। ১৭০ তলা বিশিষ্ট ভবনটির প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয় ৪.৬ বিলিয়ন সৌদি রিয়াল। জেদ্দা টাওয়ার নির্মাণ শেষ হওয়ার আগেই আরও একটি ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেয় সৌদি কর্তৃপক্ষ। সৌদির জনবিরল প্রদেশ তাবুকের মরুর বুকে ৫০০ বিলিয়ন ডলার ব্যয়ে ‘নিওম’ নামে যে মেগাসিটি নির্মাণ করা হচ্ছে তারই অংশ হিসেবে নতুন এ ভবন নির্মাণ করা হবে। আর এ প্রকল্পের আওতায় শহরের মধ্যে আরেকটি শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়। ১০০ মাইল লম্বা বিলাসবহুল যে শহর পরিচিত হবে দ্যা লাইন নামে। কার্বনমুক্ত দ্যা লাইনে ১০ লাখের বেশি মানুষ বসবাস করতে পারবেন । শহরটি চলবে শতভাগ পরিবেশবান্ধব জ্বালানি দিয়ে।
রাশিয়া
রুশ তেলে EU‘র নিষেধাজ্ঞা করেন রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ
৩০ মে ২০২২ রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে একমত হন ইউরোপীয় ইউনিয়নের (EU) নেতারা। এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে প্রায় দুই-তৃতীয়াংশ তেল আমদানি কমবে। রাশিয়ার ওপর এ নিষেধাজ্ঞা ইউরোপীয় দেশগুলোর মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে হয়। কারণ, হাঙ্গেরি এর বিরোধিতা করেছে। তবে পরিস্থিতি বিবেচনায় হাঙ্গেরিকে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রেখেছে ২৭ দেশের এ জোট। হাঙ্গেরি তার চাহিদার ৬৫ শতাংশ তেল পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করে। এর ফলে সমুদ্রপথে রাশিয়া থেকে ইউরোপে তেল আমদানি বন্ধ হবে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর ৬ষ্ঠ বারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে। একমাস আগে কমিশন তাদের সদস্য দেশগুলোর জন্য একটি আইনও তৈরি করে। কিন্তু হাঙ্গেরির দিক থেকে সবচেয়ে বেশি বিরোধিতা আসে। ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে যে তেল আমদানি করে তার দুই-তৃতীয়াংশ আসে সমুদ্রপথে। কিন্তু পাইপলাইনের মাধ্যমে তেল আনা আপাতত বন্ধ হচ্ছে না।
নোবেল বিক্রি করে ইউক্রেনকে সহায়তা
রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ তার সাহিত্যকীর্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। সম্প্রতি তিনি তার নোবেল মেডেল নিলামে তুলেছিলেন। ১০৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেন। এ পুরো অর্থই তিনি ইউনিসেফকে দিয়েছেন ইউক্রেনকে সাহায্য করার জন্য। স্বাধীন সংবাদপত্র নোভায়া গ্যাজেটার সম্পাদক মুরাতভ। প্রথম থেকেই যুদ্ধের তীব্র বিরোধিতা করছেন তিনি। ইউনিসেফকে দেওয়া তার অর্থ ইউক্রেনের ঘরহারা শিশুদের জন্য ব্যয় হবে বলে জানিয়েছে ইউনিসেফ।
রাশিয়ার দখলে সেভেরোদোনেৎস্ক
১৯ জুন ২০২২ সেভেরোদোনেৎস্কর শহরতলি মেটিওলকিন দখল করে রাশিয়ার সেনারা। তারা ঢুকে পড়ে মূল শহরে। পূর্ব ইউক্রেনের এ শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। শিল্পাঞ্চলের বড় অংশ এখন রাশিয়ার সেনার দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার ভিতরে আশ্রয় নিয়েছে অন্তত ৩০০ বেসামরিক মানুষ। তারা সকলেই সেখানে আটকা পড়েছেন।
নাইনটিনথ অব এপ্রিল বা M-19
M-19 বা নাইনটিনথ অব এপ্রিল মুভমেন্ট কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম গেরিলা সংগঠন ফার্কের সঙ্গে মতাদর্শ বিরোধের কারণে জেমি ব্যাটম্যান ও কার্লোস পিজারো নামের দুজন গেরিলা ফার্ক থেকে বেরিয়ে ১৯৭২ সালে M-19 গঠন করে। তবে এর নামকরণ করা হয় ১৯ এপ্রিল ১৯৭০ প্রতারণায় ভরপুর ও ভোট চুরির যে নির্বাচন হয়, সেই তারিখকে স্মরণ করে। পানামার মধ্যস্থতায় ১৯৮২ সালে এসে সরকার এবং M-19 গেরিলারা উভয় পক্ষই আলোচনার টেবিলে বসতে সম্মত হয়। এম নাইনটিন ১৯৮৯ সালে এসে সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে এবং ১৯৯০ সালে সকল সদস্যই তাদের অস্ত্র সমর্পণ করে।
ইকুয়েডরের পুরুষ সংশোধনী কেন্দ্র
ইকুয়েডরের কুইটো শহরে ২০১০ সালে প্রতিষ্ঠিত মেন্স ক্লাব ফর গুড ট্রিটমেন্ট ক্লাবটি মূলত, পুরুষ সংশোধনী কেন্দ্র। যেসব পুরুষ – কোনো নারীকে নির্যাতনের দায়ে অভিযুক্ত হন, আদালত সেই পুরুষদের কিছু শাস্তি দিয়ে সংশোধনের জন্য এ কেন্দ্রে পাঠান ২০ দিনের জন্য। ক্লাবের ভেতরে সারিবদ্ধ কয়েকজন পুরুষ দু’হাত উপরে তুলে গভীর শ্বাস ধরে রাখেন, আর কয়েক সেকেন্ড পর ‘আহ’ শব্দ করে শ্বাস ছেড়ে দেন। এ যোগ ব্যায়ামও থেরাপির একটি অংশ। আদালত নির্দেশিত ব্যক্তিদের বাইরেও অনেক পুরুষ এখানে স্বেচ্ছায় প্রশিক্ষণ নিতে আসেন। শ্বাস-প্রশ্বাস ব্যায়াম সিরিজ শেষ হলে শুরু হয় খেলা। প্রথমত অধৈর্য, অলসতা এবং বিরক্তি; দ্বিতীয়ত শ্রদ্ধাশীলতা, সততা, ধৈর্য এবং আনুগত্য; তৃতীয়ত বৈষম্য, একাকিত্ব এবং নিজের সন্তানের ক্ষতি শব্দগুলো প্রশিক্ষণ নিতে আসা পুরুষদের মগজে গেঁথে দেওয়া হয়।
ভারত
প্রথমবারের মতো বেসরকারি ট্রেনের যাত্রা শুরু
ভারতে প্রথমবারের মতো বেসরকারি সংস্থার উদ্যোগে চলছে ট্রেন। প্রথম ট্রেনটি ১৪ জুন ২০২২ তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে যাত্রা শুরু করে। ১৬ জুন ২০২২ সেটি মহারাষ্ট্রের সিরিডিতে পৌঁছে। এর আগে রেল ১৫০টি ট্রেন বেসরকারি পর্যটন সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বহু সংস্থাই রেলের পরিকাঠামো ব্যবহার করতে পর্যটন ট্রেন চালানোর প্রস্তাব দেয় ভারতীয় রেলকে। তবে দেশের প্রথম বেসরকারি ট্রেনটি চালানোর অনুমতি পায় ‘সাউথ স্টার’ নামে একটি সংস্থা। মূলত, দেশ বিদেশের পর্যটকদের ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণের জন্যই এ ট্রেন চালানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচন
১৮ জুলাই ২০২২ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুন ২০২২। ২৪ জুলাই দেশের রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। ২০১৭ সালে প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমারকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন রামনাথ কোবিন্দ। ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ঝাড়খন্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। রাষ্ট্রপতি নির্বাচনে ওডিশা রাজ্যের আদিবাসী নারী দ্রৌপদী মুর্মুর প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট মনোনীত সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা। যদি এ আদিবাসী নারী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে তিনিই হবেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। ২৫ জুলাই ২০২২ ভারতের ১৫তম রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।
অগ্নিপথ নামে নতুন সশস্ত্র বাহিনী গঠন
ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন এ সশস্ত্র বাহিনীর নাম দেওয়া হয় অমিতাভ বচ্চনের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘অগ্নিপথ’ নামে। ১৪ জুন ২০২২ ভারত সরকার এ ঘোষণা দেয়। নতুন ‘অগ্নিপথ’ প্রকল্পে সেনা জওয়ানদের বাহিনীতে নিয়োগ করা হবে চার বছরের জন্য। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সি ৪৫,০০০ ভারতীয় এ প্রকল্পের অধীনে কাজের সুযোগ পাবেন। ভারতীয় সেনাবাহিনীতে চার বছরের মেয়াদে ছয় মাসের প্রশিক্ষণ পাবেন এ সেনা জওয়ানরা। ২০২৩ সালের জুলাই মাসের মধ্যে প্রস্তুত করা হবে প্রথম ব্যাচ। বাহিনীটির সদস্যদেরকে অগ্নিবীর আখ্যা দেওয়া হবে। এতে নিয়োগ পেতে অন্য সামরিক বাহিনীর মতোই শিক্ষাগত যোগ্যতা লাগবে। মেয়াদ শেষে ২৫% অগ্নিবীরকে অন্য সামরিক বাহিনীতে নিয়ে নেওয়া হবে। সেখানে তারা ১৫ বছরের জন্য চাকরি করতে পারবেন। বাকি যে ৭৫ শতাংশ চাকরি ছেড়ে দেবেন তারা পেনশন পাবেন না।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে অন্ধদের জন্য বিশেষ কয়েন
ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বিশেষ ধরনের কয়েন তৈরি করা হয়। ৬ জুন, ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন নকশার কিছু কয়েন প্রদর্শন করেন। চোখে দেখতে না পেলেও বিশেষ কয়েন গুনতে তাদের আর অসুবিধা হবে না। সব সময় ব্যবহার করা যাবে এ কয়েন। ১ রুপি, ২ রুপি, ৫ রুপি, ১০ রুপি আর ২০ রুপির কয়েন তৈরি হয়।
আলোচিত হাইড্রোজেন পার-অক্সাইড
হাইড্রোজেন পার-অক্সাইডের রাসায়নিক সংকেত এটি দাহ্য বা বিস্ফোরক পদার্থ নয়। তবে এটি জারক ও বিরঞ্জক। , বিস্ফোরকের মতো আচরণ করবে কিনা, তা পারিপার্শ্বিক অনেক নিয়ামকের ওপর নির্ভর করে। এটি যেখানে সংরক্ষণ করা হবে, সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন থাকতে হবে। এ রাসায়নিকটির স্ফুটনাঙ্ক ১৫০.২ ডিগ্রি সেলসিয়াস। তাই তাপের প্রভাবে তাপীয় বিয়োজনে এটি বিস্ফোরকের মতো আচরণ করে। তবে কম তাপে এটি নিরাপদ।
সংরক্ষণ
হাইড্রোজেন পার-অক্সাইড একটি শীতল, শুষ্ক, ভালো বায়ু চলাচল এলাকায় এবং দাহ্য পদার্থ থেকে দূরে সংরক্ষণ করা উচিত। এটি স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়ামসহ নির্দিষ্ট কিছু প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করা উচিত। তবে আমেরিকান কনফারেন্স অব গভর্নমেন্টাল ইন্ডাস্ট্রিয়াল হাইজিন (ACGIH) বিস্ফোরণের ফলে উৎপন্ন , বাষ্পের উচ্চ ঘনমাত্রাকে ‘কাসিনোজেন’ হিসেবে বর্ণনা করা হয়। ফলে বিস্ফোরণে উচ্চ ঘনমাত্রার বাষ্প চারদিকে যাতে ছড়িয়ে না পড়তে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা জরুরি।
ব্যবহার
ব্লিচিং এজেন্ট হিসেবে কাগজ, টেক্সটাইল ও ডায়িং শিল্পে, লন্ড্রিতে, জৈব পার-অক্সাইডভিত্তিক বিস্ফোরক, যেমন— অ্যাসিটোন পার-অক্সাইড প্রস্তুতিতে; পয়োনিষ্কাশন ব্যবস্থা শোধনাগারে; অস্ত্রোপচারের সরঞ্জামসহ অণুজীব (ভাইরাস, ব্যাকটেরিয়া ইস্ট, ব্যাকটেরিয়াল স্পোর) নির্বীজকরণে; রকেট, টর্পেডোর প্রোপেল্যাস্ট হিসেবে; গৃহস্থালি ব্যবহারের ক্ষেত্রে পরিষ্কারক হিসেবে; জীবাণুনাশক এজেন্টরূপে; চুল কালার করার আগে ব্রিচ করার জন্য; দাগ অপসারণে; ব্রণ চিকিৎসায়; হর্টিকালচারে উদ্ভিদের বৃদ্ধির জন্য; মৎস্য পালনে জীবাণুনাশকরূপে, প্লাস্টিক থেকে হলুদ রং অপসারণ করতে ব্যবহৃত হয়।
বিস্ফোরণের কিছু ঘটনা
২০২০ সালে লেবাননের বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে রক্ষিত এর কারণে প্রায় ২০০ জন মানুষ মারা যায়। ২৮ অক্টোবর ১৯৯৮ মার্কিন শহর অরল্যান্ডোতে এবং মেমফিসের মধ্যে একটি ফ্লাইটে , ছড়িয়ে পড়ায় অনেকেই আহত হয় ১২ আগস্ট ২০০০ রাশিয়ার সাবমেরিনে টর্পেডো চালানোর সময় , জ্বালানিযুক্ত বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বিশ্বে আরও , দুর্ঘটনার নজির আছে।
যুক্তরাষ্ট্র
রকেট সিস্টেম হিমার্স
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার অংশ হিসেবে ইউক্রেনকে এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স দেয় যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকেরা মনে করেন হিমার্স ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রাখতে পারে ।
হিমার্স কী?: গাড়িতে স্থাপন করা উচ্চপ্রযুক্তির হালকা রকেট লঞ্চার হিমার্স। ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে এক স্থান থেকে অন্যস্থানে এটি সহজে মোতায়েন করা যায়। প্রতিটি ইউনিটে ছয়টি করে জিপিএস গাইডেড রকেট থাকে। প্রায় এক মিনিটের মধ্যে অল্প কয়েকজন মিলেই পুনরায় রকেট লোড করে ফেলতে পারে। এ রকেটগুলোর পাল্লা ৮০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের এম-৭৭৭ হাউইটজারের চেয়ে হিমার্সের পাল্লা প্রায় দ্বিগুণ। ইউক্রেন যুদ্ধে মে ২০২২ থেকে এম-৭৭৭ হাউইটজারের ব্যবহার শুরু হয়।
গ্ল্যাক্সোস্মিথক্লাইন কর্তৃক প্রস্তুতকৃত হামের টিকার অনুমোদন
জুন ২০২২ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) থেকে একটি টিকার অনুমোদন পায় গ্ল্যাক্সোস্মিথক্লাইন (GSK)। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির Priorix নামের এ টিকা এক বছর বা তার বেশি বয়সিদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে কার্যকরী। Priorix দুটি FDA ডোজ হিসেবে এবং আগে অন্য এমএমআর টিকা নেওয়া ব্যক্তিদেরও দ্বিতীয় ডোজ হিসেবে এটি দেওয়া যাবে। ২০১৯ সালে বিশ্বজুড়ে ৪ লাখেরও বেশি হামের সংক্রমণ শনাক্ত করা হয়। এ রোগ নির্মূলের ক্ষেত্রে অনেক দেশ পিছিয়ে রয়েছে। এদিকে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্টও টিকা বিক্রিতে ঝুঁকছে। সংস্থাটি ভোক্তা স্বাস্থ্যপণ্যের ব্যবসা থেকে বেরিয়ে টিকা ও প্রেসক্রিপশন ওষুধের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করছে। ২০২১ সালে Priorix, প্রি Priorix টেট্রা ও চিকেনপক্স টিকায় GSK’র ভ্যাকসিন টার্নওভারে প্রায় ২৬ কোটি পাউন্ড (৩২ কোটি ৬০ লাখ ডলার) অবদান রেখেছে।
যুক্তরাষ্ট্রের বন্দুক নিয়ন্ত্রণ আইন
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩২ কোটি ৪৮ লাখ। আর নাগরিকদের হাতে বন্দুকসহ অন্যান্য আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৩৯ কোটি ৩০ লাখ। দেশটিতে ১ জানুয়ারি ২০২২ – ৩ জুন ২০২২ পর্যন্ত (৫ মাসে) ২৭০টি বন্দুক হামলা হয়। শুধু আগ্নেয়াস্ত্রের কারণেই দেশটিতে বছরে প্রায় ৩৫,০০০ মানুষ নিহত হন। গবেষণা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভের’ তথ্য অনুযায়ী, শুধু ২০২২ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত বন্দুক-সংশ্লিষ্ট সহিংসতায় মৃত্যুর সংখ্যা ১৮,০০০ ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে এমন দেশের তালিকায় শীর্ষে এ দেশ। যুক্তরাষ্ট্রে আইন প্রণয়নের ক্ষমতা রাখে সে দেশের ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভ’ ও সিনেট। দেশটিতে দাবি উঠেছে অস্ত্র আইন থেকে ‘প্রোটেকশন অব ল-ফুল কমার্সের’ ধারা বাদ দেওয়া হোক এবং বন্দুক রাখার বয়সসীমা ১৮-২১ করা হোক। ২৩ জুন ২০২২ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৫০ জন ডেমোক্র্যাট এবং ১৫ জন রিপাবলিকান সিনেটরের সমর্থনে ‘বাইপার্টিসান সেফার কমিউনিটিজ অ্যাক্ট’ নামের বিলটি পাস হয়। গত প্রায় ৩০ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন। বিলটি আইনে পরিণত করার জন্য নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হতে হবে এবং প্রেসিডেন্টের অনুমোদন লাগবে। এ আইনটিতে ২১ বছরের কম বয়সিদের ক্ষেত্রে অস্ত্র ব্যবহারের জন্য তাদের পারিবারিক ও মানসিক অবস্থা বিশেষভাবে বিবেচনার কথা বলা হয়েছে।
তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি
১ জুন ২০২২ যুক্তরাষ্ট্র তাইওয়ানের সাথে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির ফলে, চীন যাকে তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে, সেই দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে, যা ঐ অঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাবকে কমিয়ে দিবে। যুক্তরাষ্ট্র-তাইওয়ান দ্বিপক্ষীয় চুক্তিটি ডিজিটাল ও ক্লিন এনার্জি বাণিজ্যকে সম্প্রসারিত করবে। এ ছাড়া দুই অংশীদারের মধ্যে প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য আলোচনার পথ প্রশস্ত হবে।
ইসরায়েল, ভারত, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত নতুন জোট I2U2
ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ভারতকে নিয়ে নতুন জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। ১৪ জুন, ২০২২ মার্কিন সরকার ঘোষণা করে I2U2 নামের এ জোট বিশ্বজুড়ে মিত্রদের পুনরুজ্জীবিত এবং চাঙ্গা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ। ১৩ – ১৬ জুলাই, ২০২২ মধ্যপ্রাচ্যে জো বাইডেনের সফরের সময় ৪টি দেশের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস জানায়, বিশ্বজুড়ে আমেরিকান জোটকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে বাইডেন প্রশাসন এ পদক্ষেপ নেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান খাদ্য নিরাপত্তা সংকট এবং অন্যান্য বিষয়ে আলোচনার জন্য শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ভারত ও ইসরায়েলের ইংরেজি আদ্যাক্ষর I এবং সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের আদ্যাক্ষর U নিয়ে I2U2 নামকরণ করা হয়।
ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের মুক্ত বাণিজ্য চুক্তি
৩১ মে ২০২২ সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে কোনো আরব রাষ্ট্রের সঙ্গে এ প্রথম বড় বাণিজ্য চুক্তি করেছে ইসরায়েল। তেলসমৃদ্ধ আরব আমিরাত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এবার দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সঙ্গে একই ধরনের চুক্তি করল দেশটি।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর
৯ জুন ২০২২ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে সাক্ষাৎ করতে পূর্ব ঘোষণা ছাড়াই আবুধাবি পৌঁছান ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আব্রাহাম অ্যাকর্ডস নামের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দেশ দু’টির মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় । ঐ চুক্তির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো আরব আমিরাত সফরে গেলেন বেনেত।
দুবাইয়ে বইয়ের ভিতর লাইব্রেরি
পৃথিবীর চোখ ধাঁধানো সব আবিষ্কার যেন দুবাইয়েরই। বিশ্ববাসীর বিস্ময়ের দরজায় প্রথম ধাক্কা দেয় বুর্জ আল খলিফা। সেই থেকেই শুরু। এবার বই আকৃতির এক বিরাট লাইব্রেরি বানিয়ে স্থাপত্যশিল্পের বাহাদুরিতে আরও একটি মোহর বসাল দুবাই। সচরাচর লাইব্রেরিতে সাজানো থাকে বই। এখানে তার উলটো। বইয়ের ভেতরে থাকবে লাইব্রেরি! শহরটির ‘ঐতিহাসিক গ্রাম’ আল জাদ্দাফের মধ্যমণি এখন সাততলার এ গ্রন্থাগার। প্রধানমন্ত্রী মোহাম্মদ রশিদ আল মাখতুমের নামে নামকরণ করা হয়েছে ‘মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি’। মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনিশিয়েটিভসের (MBRG) অংশ হিসেবে পরিবেশবান্ধব এ লাইব্রেরিটি শহরের প্রাণকেন্দ্রে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। গ্রন্থাগারটি একটি কাঠের স্ট্যান্ডের আকারে ডিজাইন করা হয়। দেখতে রেহালের মতো। এর মোট আয়তন ৫৪,০০০ বর্গমিটার। লাইব্রেরির ভেতরে রয়েছে আরবি ও বিদেশি ভাষার ১.১ মিলিয়নেরও বেশি মুদ্রিত এবং ডিজিটাল বই। ৬ মিলিয়নের বেশি গবেষণামূলক প্রবন্ধ। প্রায় ৭৩,০০০ মিউজিক স্কোর। ৭৫,০০০ ভিডিও। ১৩,০০০ নিবন্ধ। এ ছাড়াও আর্কাইভ করা আছে ৩২৫ বছরের বেশি সময়ের ৫,০০০ বেশি ঐতিহাসিক প্রিন্ট এবং ডিজিটাল জার্নাল। সারা বিশ্বের প্রায় ৩৫,০০০ মুদ্রণ এবং ডিজিটাল সংবাদপত্রের সংগ্রহ রয়েছে এই বই দালানে। সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত এ গ্রন্থাগারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়।
জাপানে রেড আর্মির প্রতিষ্ঠাতার কারামুক্তি
দীর্ঘ ২০ বছর কারাগারে থাকার পর ২৮ মে ২০২২ মুক্তি পান জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মি বা লাল ফৌজের প্রতিষ্ঠাতা ফুসাকো শিগেনোবু। ৭৬ বছর বয়সি ফুসাকো প্রথম আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উঠে আসেন ১৯৭২ সালে ইসরায়েলের রাজধানী তেল আবিবের লড বিমানবন্দরে চালানো সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে। ১৯৭১ সালের শুরুতে ফুসাকো দেশ ছেড়ে মধ্যপ্রাচ্যে গিয়ে সংগ্রাম চালানোর সিদ্ধান্ত নেন। জাপানের বাইরে বিভিন্ন দেশে রেড আর্মির সন্ত্রাসী হামলার শুরু সেখান থেকেই। নব্বইয়ের দশকের শেষ দিকে গোপনে জাপান ফিরে আসেন ফুসাকো। শুরুতে গ্রেপ্তার এড়াতে সক্ষম হলেও ২০০০ সালের নভেম্বরে জাপানের পুলিশ তাকে ওসাকা শহর থেকে আটক করে। এরপর সন্ত্রাসবাদী হামলা চালিয়ে প্রাণহানির ঘটনায় জড়িত থাকার দায়ে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেন।
চীনে চীন-রাশিয়ার প্রথম সড়ক সেতু চালু
১০ জুন ২০২২ রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি আমুর নদীতে তৈরি করা হয়। এই সেতুর মাধ্যমে রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের সঙ্গে চীনের উত্তরাঞ্চলীয় হেইলংজিয়াংয়ের সীমান্ত শহর হেইহে সংযুক্ত করা হয়। সেতুটিতে যান চলাচলের জন্য দুটি লেন রয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার। দুই বছর আগে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে এটির উদ্বোধন করা হয়নি। শীতল যুদ্ধের সময় বিরোধপূর্ণ অবস্থানে থাকলেও সম্প্রতি চীন-রাশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। রাশিয়া ও চীনের ৩,৬৪৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৯৮০ দশকের শেষ দিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় দেশ দুটির বাণিজ্য বেড়েছে।
সমুদ্রে চীন নির্মিত প্রথম ড্রোন জাহাজ
১০ জুন ২০২২ গ্লোবাল টাইমস জানায়, চীন প্রথমবারের মতো মনুষ্যবিহীন ২০০ টন ভারী ড্রোন জাহাজ সমুদ্রে ভাসায়। জাহাজটি সমুদ্র অভিযানে ব্যাপক ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম এবং যুদ্ধের সময় সমুদ্রে যেকোনো অবস্থায় আক্রমণে যেতে পারে। যুদ্ধ মিশনে কোনো ঝুঁকি ছাড়াই জাহাজটি সামুদ্রিক অপারেশনে অংশ নিতে পারে। অ্যান্টি-সাবমেরিন, অ্যান্টি-এয়ারক্রাফট বা সংশ্লিষ্ট সরঞ্জামসহ জাহাজটিকে বিপজ্জনক যুদ্ধাঞ্চলে পাঠানো যাবে। জাহাজটির দৈর্ঘ্য ৪০ মিটারেরও বেশি। এতে একটি ত্রিমাত্রিক নকশা রয়েছে। মনুষ্যবিহীন যুদ্ধজাহাজটির সর্বোচ্চ গতি ২০ নটিক্যাল মাইলের বেশি (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি.)। ঝেজিয়াংভিত্তিক বেইকুন ইন্টেলিজেন্ট টেকনোলজি কোম্পানি ২০১৫ সালের শেষের দিকে প্রকল্পটি বাস্তবায়নে গবেষণা শুরু করে।
চীনের তৃতীয় রণতরী Fujian
১৭ জুন ২০২২ চীন সাংহাইয়ে জিয়াংনান শিপইয়ার্ড থেকে দেশের তৃতীয় এবং সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী চালু করে। Fujian নামের রণতরীটি চীনের প্রথম অভ্যন্তরীণভাবে ডিজাইন করা এবং নির্মিত ক্যাটাপল্ট এয়ারক্রাফট ক্যারিয়ার। ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো চীনের নতুন সিস্টেমটি আরও দ্রুত এবং গোলাবারুদসহ বিভিন্ন ধরনের বিমান চালুর সুবিধা দেবে। চীনের প্রথম রণতরী Liaoning (৪ ডিসেম্বর ১৯৮৮) ও দ্বিতীয় রণতরী Shandong (২৬ এপ্রিল ২০১৭)। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মোট ১১টি বিমানবাহী রণতরী সার্ভিস রয়েছে।
সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী সমাজতান্ত্রিক যোদ্ধাদের দল লাল ফৌজ বা রেড আর্মি
লাল ফৌজ বা রেড আর্মি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী সমাজতান্ত্রিক যোদ্ধাদের দল। তারা ১৯১৮ থেকে ১৯২২ সালে ছড়িয়ে পড়া রুশ গৃহযুদ্ধে অংশ নেন। এটি ২৮ জানুয়ারি ১৯১৮-২৫ ফেব্রুয়ারি ১৯৪৬ পর্যন্ত কার্যকর ছিল। পরবর্তীতে এটি সোভিয়েত ইউনিয়নের জাতীয় পর্যায়ের সামরিক বাহিনীতে রূপান্তরিত হয়। ১৯৩০-এর দশকে লাল ফৌজ বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ সেনাবাহিনীতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ‘লাল ফৌজ’ শব্দগুচ্ছটি ব্যাপকভাবে ব্যবহারসহ বিরাট পরিচিতি লাভ করে।
উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী শোয়ে সন-দুই
১১ জুন ২০২২ উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান অভিজ্ঞ কূটনীতিক শোয়ে সন-দুই। শোয়ে এপ্রিল ২০১৯ থেকে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক সামরিক কর্মকর্তা রি সন জিওন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় তিনি নেতৃত্ব দেন। তার স্থলাভিষিক্ত হলেন শোয়ে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় কিম জং উনের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন শোয়ে। ইংরেজি ভাষায় তার দক্ষতা রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের আলোচনার সময়ও উপস্থিত ছিলেন শোয়ে ।
কাজাখস্তানে সংবিধান সংশোধনের জন্য গণভোট
৫ জুন ২০২২ সংবিধান সংশোধনের জন্য গণভোটের আয়োজন করে কাজাখস্তান। সংবিধান সংশোধনের পক্ষে ৭৭.১৮% ভোট পড়ে। দেশটির প্রতিষ্ঠাতা নেতা নুরসুলতান নাজারবায়েভের তিন দশক শাসনের পর রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে বর্তমান নেতা কাসিম-জোমার্ট তোকায়েভ গণভোটের আয়োজন করেন। এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিকেন্দ্রীকরণসহ পার্লামেন্টে বিভিন্ন গোষ্ঠীর বৃহত্তর প্রতিনিধিত্বের সুযোগ ও প্রেসিডেন্টের স্বজনের সরকারি পদ দখল ঠেকানো যাবে। গণভোটের ফলে ১৯৯৫ সালে গৃহীত সংবিধানের এক তৃতীয়াংশ সংশোধন করা হবে। ক্ষমতায় না থাকা সত্ত্বেও নুরসুলতান নাজারবায়েভ ‘লিডার অব দ্য নেশন হিসেবে ছিলেন। ফলে দেশের নীতি প্রণয়নে ভূমিকা রাখতে পারতেন তিনি।
কিটো ডায়েট
স্থূলতা একটি রোগ। স্থূলতার অনেক কারণ আছে। তবে খাদ্য ব্যবস্থাপনা বা ডায়েট প্ল্যান স্থূলতার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য ব্যবস্থাপনার ব্যাপারটি ক্লিনিক্যাল নিউট্রিশনের অন্তর্ভুক্ত। সাধারণভাবে স্থূলতার সাথে অন্যান্য রোগের উপস্থিতি থাকলে; সে রোগের কথা বিবেচনায় এনে ডায়েট প্ল্যান করতে হয়। শুধু স্থূলতায় যে খাদ্য ব্যবস্থাপনা প্রযোজ্য, অন্যান্য রোগের উপস্থিতি থাকলে, সেক্ষেত্রে তা প্রযোজ্য হয় না। খাদ্য ব্যবস্থাপনার সকল ক্ষেত্রেই সুষম খাদ্যের ধারণাটি মাথায় রাখতে হয়। তা না হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে।
স্থূলতার চিকিৎসায় ডায়েট প্ল্যান নিয়ে মাতামাতির শেষ নেই। সে ধারাবাহিকতায় ক্রাশ ডায়েট, লো কার্ব ডায়েট, ন্যাশ ডায়েট, কিটো ডায়েট নামের গালভরা খাদ্য ব্যবস্থাপনায় নিজেকে সঁপে দিচ্ছেন অনেকে। স্থূলতার সাথে অন্য কোনো রোগ বা লিভার, কিডনির কার্য ক্ষমতা ঠিক আছে কি না, তা ভেবে দেখছেন না। ফলে ওজন কমে গেলে পড়ে যাচ্ছেন অন্য ঝুঁকিতে সাম্প্রতিক সময়ে কিটো ডায়েট নিয়ে অনেক মাতামাতি হচ্ছে। ফলাফলের চিন্তা না করে অনেকে শুরু করে দিয়েছেন এটি। কিটো ডায়েট কথাটা নতুন শোনালেও, ব্যাপারটি কিন্তু মোটেই নতুন কিছু নয়। কিটো ডায়েট ক্লিনিক্যাল নিউট্রিশনের অন্তর্ভুক্ত। এটি একটি থেরাপিউটিক ডায়েট অর্থাৎ একটি নির্দিষ্ট রোগে এ পথ্যটি দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন রোগে কিটো ডায়েট পথ্য হিসেবে দেওয়া হয়। মৃগী রোগ বা এপিলেপ্সির নাম অনেকে জানেন। খিঁচুনি যার প্রধান উপসর্গ। খিঁচুনি যখন শুধু ওষুধের মাধ্যমে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় না, তখন কিটো ডায়েট সহযোগী চিকিৎসা হিসেবে যোগ করা হয়। এ ব্যবস্থা অনেক আগে থেকে বিভিন্ন হাসপাতালে দেওয়া হচ্ছে। কিটো ডায়েট শুরু করতে হয় হাসপাতালে ভর্তি থেকে। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট অর্থাৎ যে খাদ্য ব্যবস্থাপনায় শরীরে অতিরিক্ত কিটোনবডি তৈরি হয়। কিটো ডায়েটের খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাবারের পরিমাণ শর্করা জাতীয় খাবারের চেয়ে বেশি থাকে। কিটোনবডি হচ্ছে চর্বি জাতীয় খাবারের বিপাকীয় উপজাত। এদের রাসায়নিক নাম- Acetoacetic acid, beta hydroxybutarate এবং acetone. সাধারণভাবে দেহে কিটোনবডির মাত্রা কম রাখাই স্বাস্থ্যপ্রদ। কারও যদি ডায়াবেটিস থাকে, বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিস, অতিরিক্ত কিটোনবডি তাদের মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।
চীনের বিরুদ্ধে মার্কিন জোট
ইন্দো-প্যাসিফিক কৌশল
১৯৪১ সালে ভারতীয় ঐতিহাসিক কালিদাস নাগ তার বিখ্যাত India And The Pacific World বইয়ে ইন্দো প্যাসিফিক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। তিনি এর দ্বারা সংস্কৃতি ও সভ্যতার মেলবন্ধন ও সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের যোগাযোগের ঐতিহ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। ২০০৭ সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভারতের পার্লামেন্টে বক্তৃতার সময় ইন্দো প্যাসিফিক সহযোগিতার বিষয়টি ব্যবহার করেন মূলত, জাপান ও ভারতের সম্পর্ক স্থাপনের জন্য। বর্তমানে এশিয়া ও বিশ্বব্যাপী চীনের ক্ষমতার বলয়ে প্রবেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলকে মোক্ষম বলে মনে করা হচ্ছে। এটি চীনের Belt and Road Initiative (BRI) এর একটি জবাব। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৩০ মে ২০১৮ তার প্রশান্ত মহাসাগরের অঞ্চল হাওয়াইভিত্তিক সামরিক কমান্ড United States Pacific Command (USPACOM) এর নাম পরিবর্তন করে United States Indo-Pacific Command (USINDOPACOM) হিসেবে পুনঃনামকরণ করে। ইন্দো-প্যাসিফিক কৌশলের আওতায় যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা এবং বিশেষ করে মেরিটাইম নিরাপত্তার ক্ষেত্রে কাজ করছে। যুক্তরাষ্ট্রের গৃহীত ইন্দো-প্যাসিফিক কৌশল পাঁচটি লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। এ পাঁচটি লক্ষ্য বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র দশটি কর্মপন্থা গ্রহণ করেছে। যার দ্বিতীয়টি Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF)।
চীনের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় IPEF’র যাত্রা
২৬-২৭ অক্টোবর ২০২১ অনুষ্ঠিত পূর্ব এশিয়া সম্মেলনে (EAS) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম IPEF’র কথা উল্লেখ করেন। সেই সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো তৈরির বিষয়ে অংশীদারদের সঙ্গে আলোচনা করবে। IPEF’র চারটি অগ্রাধিকার ক্ষেত্র হলো— ন্যায্য ও স্থিতিস্থাপক বাণিজ্য, সরবরাহ চেইন স্থিতিস্থাপকতা; অবকাঠামো, ক্লিন এনার্জি ও কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস এবং কর ও দুর্নীতি বিরোধী। ২৩ মে ২০২২ জো বাইডেন জাপানের টোকিওতে IPEF’র যাত্রার ঘোষণা করেন। IPEF’র যেকোনো দেশ চারটি অগ্রাধিকার ক্ষেত্রের যে কোনো ক্ষেত্রকে কাজ করার জন্য বেছে নিতে পারবে। দেশগুলো একত্রে বিশ্ব অর্থনীতির ৪০% নিয়ন্ত্রণ করে।
২৩ মে ২০২২ জাপানের টোকিওতে IPEF জোটের আত্মপ্রকাশ ঘটে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে IPER দেশটির সম্প্রসারিত ইন্দো-প্যাসিফিক কৌশলের অর্থনৈতিক অংশকে প্রতিফলিত করে। একে এ অঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বিপক্ষ শক্তি হিসেবে মনে করা হচ্ছে।
সদস্য
প্রথমে ১৩টি সদস্য দেশ নিয়ে IPEF’র যাত্রা শুরু হয়। দেশগুলো— অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। ২৬ মে ২০২২ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি IPEF এ যোগ দেয়। ফিজি IPEF-এ যোগদানকারী ১৪তম দেশ এবং প্রথম দ্বীপ দেশ। নতুন এ জোটের ১৩টি দেশের মধ্যে ভারত এবং যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১১টি দেশ Regional Comprehensive Economic Partnership (RCEP) এর সদস্য। নতুন জোটের ৭ সদস্য— জাপান, ব্রুনেই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPIPP) এর সদস্য। ২৫ জানুয়ারি ২০১৮ এ জোট থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়।