আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৭.২০২২

♦ ‘স্নেক আইল্যান্ড’ টি ইউক্রেনে অবস্থিত। খাদ্যশস্য রপ্তানির জন্য দ্বীপটি গুরুত্বপূর্ণ।

♦ ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

০৩.০৭.২০২২

♦ ঢাকায় ভারতের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন সুধাকর দালেলা।

♦ টেস্টে এক ওভারে সবচেয়ে রান নেয়ার রেকর্ড ভারতের যশপ্রীত বুমরার।

০৪.০৭.২০২২

♦ যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের নাম ক্যাপিটল হিল।

♦ আজ ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৪৬ তম স্বাধীনতা দিবস।

♦ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিসিচানস্ক দখলের মধ্য দিয়ে পুরো লুহানস্ক অঞ্চল স্বাধীন হয়েছে।

♦ ১৯৯৭ সালে যুক্তরাজ্য চীনের কাছে হস্তান্তর করে হংকংকে। যুক্তরাজ্যের সাথে চুক্তি অনুযায়ী ‘এক দেশ, দুই ব্যবস্থা নীতি’ বিদ্যমান হংকংএ।

০৫.০৭.২০২২

♦ মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর নির্বাচিত জনপ্রতিনিধিরা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা ‘এনইউজি’ নামে ছায়া সরকার গঠন করে।

♦ ইউক্রেনের লুহানস্ক পুরো দখলের পর এখন পুরো দোনেৎস্ক দখলের জন্য সেখানকার স্লোভিয়ানস্ক শহরে ‘প্রচন্ড লড়াই’ শুরু হতে যাচ্ছে।

♦ কৃত্রিমভাবে তৈরি মৌলিক পদার্থ ২৬টি।

০৬.০৭.২০২২

♦ অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিতে এ বছর তৃতীয় বারের মতো বন্যা হয়েছে। বন্যাকবলিত হওয়ায় প্রায় ৫০ হাজার মানুষকে ঘড়বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

♦ আন্দামান সাগরে ২৪ ঘণ্টায় ভূমিকম্প হয়েছে ২২ বার।

১৬.০৭.২০২২

♦ ইসরাইলের জন্য আকাশ পথ উন্মুক্ত করল সৌদি আরব।

♦ মার্কিন প্রতিনিধি পরিষদে আইনের সংশোধনী পাস যেখানে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনলেও নিষেধাজ্ঞায় পড়বে না ভারত।

♦ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, কার্বন নিঃসরণ কমাতে দরকার ‘সুইস আর্মি নাইফ’।

১৮.০৭.২০২২

♦ আগামী বুধবার শ্রীলংকার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি হবে। প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায়- রনিল বিক্রমাসিংহ; সাজিথ প্রেমাদাসা, অনুরা কুমারা দিসানায়েক ও ডালাস আলাহাপপেরুমা।

♦ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে বহুল আলোচিত অর্থনৈতিক জোট ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিএফ)। মূলত চীনকে ঠেকাতেই এই জেট। এই জোটের সদস্য সংখ্যা ১২। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রুনেই, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর,  থাইল্যান্ড ও ভিয়েতনাম।

♦ দাবানলের সঙ্গে প্রচন্ড গরমে ভুগছে ইউরোপ।

১৯.০৭.২০২২

♦ ভারতবর্ষে সর্বপ্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৩৭ সালে।

♦ পারমাণবিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মিয়ানমারের জান্তা সরকার রাশিয়ার সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি স্বাক্ষর করে গত ১১ জুলাই, ২০২২।

২০.০৭.২০২২

♦ ইউরোপে ভয়াবহ দাবানলের পূর্বাভাস। যুক্তরাজ্যে এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

♦ সিরিয়ার সংকট নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইরানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

♦ ইরানের পার্লামেন্টের নাম মজলিস।

২১.০৭.২০২২

♦ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের স্থলাভিষিক্ত হয়েছেন রণিল বিক্রমাসিংহে।

২৩.০৭.২০২২

♦ বিশ্ববাজারে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের বন্দরগুলো খুলে দিতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়েছে।

♦ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে গাম্বিয়া যে মামলা করেছে, সে বিষয়ে নেপিডোর আপত্তি নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

♦ ভারতে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা।

২৪.০৭.২০২২

♦ বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

♦ চুক্তির পরদিনই ইউক্রেনের ওদেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন রুশ সেনারা।

♦ ভারতে এক সপ্তাহে রিজার্ভ কমেছে ৭৫০ কোটি ডলার।

২৬.০৭.২০২২

♦ ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে গতকাল শপথ নিলেন ৬৪ বছরের দ্রৌপদী মুর্মু।

♦ অর্থনীতিসংকটে থাকা পাকিস্তানের মুদ্রার মান এ সপ্তাহে কমেছে ৮ দশমিক ৩ শতাংশ। এখন ১ মার্কিন ডলার সমান ২২০ পাকিস্তানি রুপি ছাড়িয়েছে।

♦ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে শিগগির ঢাকায় হাইকমিশন খুলবে আফ্রিকান দেশ কেনিয়া। গতকাল সোমবার এফবিসিসিআইয়ের সঙ্গে এক আলোচনা সভায় এই তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

২৭.০৭.২০২২

♦ আফগানিস্তানের চলমান অর্থনৈতিক সংকট সমাধানে তালেবান সরকার, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং ২০টির অধিক দেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি সম্মেলনের আয়োজন করে উজবেকিস্তান। রাজধানী তাসকেনতে দুইদিন ব্যাপী ওই সম্মেলন গতকাল মঙ্গলবার শেষ হয়।

♦ শ্রীলঙ্কা প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবার ৮৫ শতাংশই আমদানি করে। কিন্তু এখন দেউলিয়া হওয়ার পর দেশটি আমদানি প্রক্রিয়া চালিয়ে যেতে পারছে না।

♦ ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে আজ থেকে রাশিয়ার গ্যাস সরবরাহ ৬ কোটি ৭০ লাখ ঘনমিটার থেকে ৩ কোটি ৩০ লাখে নেমে আসার ঘোষণা দেয় রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম।

২৮.০৭.২০২২

♦ ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাণিজ্যে বড় ধরনের ধাক্কা খেয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরের রুট বন্ধ রাখলেও বিকল্প হিসেবে পুরোনো একটি রুট সক্রিয় করার চেষ্টা করছে মস্কো। যে রুটটি চালুর চেষ্টা করে রাশিয়া, তার নাম ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর (আইএনএসটিসি)। এটি রাশিয়ার সেন্ট  পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো, ইরানের তেহরান, ইস্পাহান হয়ে ভারতের মুম্বাই আসবে। এর দৈর্ঘ্য ৭ হাজার ২০০ কিলোমিটার। এতে যুক্ত রয়েছে মহাসড়ক, রেলপথ ও সমুদ্রবন্দর।

♦ ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দিল রাশিয়া। নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গতকাল বুধবার সক্ষমতার চেয়ে ২০ শতাংশের কম গ্যাস ইউরোপে গেছে।

♦ সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর প্রথমবারের মতো ইউরোপ সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

♦ বিশ্বের ৭৮টি দেশে ১৮ হাজারের বেশি মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

♦ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেলেন ইন্দরমিত গিল। কৌশিক বসুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই পদ অলংকৃত করবেন তিনি।

২৯.০৭.২০২২

♦ যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতাদের নিয়ে নতুন একটি দল ‘ফরোয়ার্ড’ গঠন করা হয়েছে। দলটির অন্যতম নেতা ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা অ্যান্ড্রু ইয়াং।

♦ আইএসএস ২০০০ সালের নভেম্বর থেকে অংশীদারত্বের ভিত্তিতে মার্কিন-রাশিয়া যৌথ নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজেদের নাম প্রত্যাহার করার পরিকল্পনা করছে রাশিয়া।

৩০.০৭.২০২২

♦ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন প্রণয় কুমার ভার্মা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল আনুষ্ঠানিকভাবে এই কথা জানায়।

♦ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের প্রথম হিজাব পরিহিত সিনেটর নির্বাচিত হয়েছেন আফগানিস্তান বংশোদ্ভুত ফাতিমা পায়মান। পায়মানের বাবা শরণার্থী হিসেবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন।

♦ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল শুক্রবার উজবেকিস্তানে একটি সম্মেলনে যোগ দেন। ধারণা করা হচ্ছে, তাঁরা দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।

৩১.০৭.২০২২

♦ সারা বিশ্বে প্রতিবছর প্রায় ২ লাখ ৩৫ হাজার অর্থাৎ প্রতিদিন প্রায় ৬৫০ জন মানুষ পানিতে ডুবে মারা যায়। উল্লেখ্য, ২৫ জুলাই ‘বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস’।

♦ কিছু শর্ত ভঙ্গের অভিযোগ এনে গতকাল শনিবার থেকে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানী প্রতিষ্ঠান গাজপ্রম। প্রাকৃতিক গ্যাসের জন্য মূলত রাশিয়ার গ্যাসের উপর নির্ভর করে লাটভিয়া।

♦ বিশ্বব্যাংক তথ্যমতে, শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের পরিমাণ এখন ৫২ বিলিয়ন মার্কিন ডলার।

আলোচিত বিশ্ব

রিপোর্ট-সমীক্ষা

বৈশ্বিক মৎস্য পরিস্থিতি

প্রকাশ

১ জুলাই, ২০২২

প্রকাশক

খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

প্রতিবেদনের শিরোনাম

The State of World Fisheries and Aquaculture 2022

প্রকাশিত হয়

২ বছর অন্তর

প্রতিবেদন অনুযায়ী-

স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ ৩ দেশ (মিলিয়ন টান)

প্রথম ভারত (১.৮০), বৈশ্বিক ১৬%; দ্বিতীয় চীন (১.৪৬), বৈশ্বিক ১৩% এবং তৃতীয় বাংলাদেশ (১.২৫), বৈশ্বিক ১১%।

সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ ২ দেশ (মিলিয়ন টন)

প্রথম চীন (১১.৭৭), বৈশ্বিক ১৫% এবং দ্বিতীয় ইন্দোনেশিয়া (৬.৪৩), বৈশ্বিক ৮%।

বিভিন্ন ক্যাটাগরির মৎস্য উৎপাদনে বাংলাদেশ

ইলিশ-প্রথম। স্বাদুপানির পাখনাযুক্ত মাছ (ফিনফিশ)-তৃতীয়। চাষের মাছ- তৃতীয়। সামুদ্রিক মৎস্য- ২৫তম।

 

ফুড আউটলুক

প্রকাশ

১১ জুন, ২০২২।

প্রকাশক

খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

প্রতিবেদনের শিরোনাম

Food outlook 2022

প্রতিবেদন অনুযায়ী-

পণ্য

উৎপাদন

আমদানি

রপ্তানি

 

গম

চীন

মিসর

রাশিয়া

 

ভুট্টা

যুক্তরাষ্ট্র

চীন

যুক্তরাষ্ট্র

 

ধান

চীন

চীন

ভারত

 

চিনি

ভারত

ইন্দোনেশিয়া

ব্রাজিল

 

বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়

 
      

 

গ্লোবাল ইমোশনস রিপোর্ট

প্রকাশ

জুলাই, ২০২২।

প্রকাশক

যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপকারী সংস্থা Gallup

অন্তর্ভুক্ত দেশ

১২২টি।

রিপোর্ট অনুযায়ী-

সবচেয়ে ক্ষুব্ধ, দুঃখী ও অবসাদগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ দেশ

আফগানিস্তান।

সবচেয়ে ভালো দেশ

পানামা।

বাংলাদেশের অবস্থান

সপ্তম।

 

ব্যয়বহুল শহর

প্রকাশ

২৯ জুন, ২০২২।

প্রকাশক

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Mercer।

প্রতিবেদনের শিরোনাম

Cost of Living City Ranking 2022.

অন্তর্ভুক্ত শহর

৪০০টি।

প্রতিবেদন অনুযায়ী-

শীর্ষ ব্যয়বহুল শহর

হংকং (চীন)।

সবচেয়ে কম ব্যয়বহুল শহর

আঙ্কারা (তুরস্ক)।

ঢাকার অবস্থান

৯৮ তম।

বৈশ্বিক GDP

প্রকাশ

১২ জুলাই, ২০২২।

প্রকাশক

Visual Capitalist.

শিরোনাম

Global GDP 2022

অন্তর্ভুক্ত দেশ

১৯১টি।

প্রতিবেদন অনুযায়ী GDPর আকারে-

বৃহৎ অর্থনীতির দেশ

যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন মা.ড.)

ক্ষুদ্র অর্থনীতির দেশ

টুভ্যালু (৬৬ মিলিয়ন মা.ড.)

বাংলাদেশের অবস্থান

৪১ তম (৩৯৭ বিলিয়ন মা.ড.)।

বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন

প্রকাশ

১৩ জুলাই, ২০২২।

প্রকাশক

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)

অন্তর্ভুক্ত দেশ

১৪৬টি।

প্রতিবেদন অনুযায়ী-

শীর্ষ দেশ

আইসল্যাড।

সর্বনিম্ন দেশ

আফগানিস্তান।

বাংলাদেশের অবস্থান

৭১ তম।

বাংলাদেশের মূল্যস্ফীতি পরিস্থিতি

প্রকাশ

জুলাই, ২০২২।

প্রকাশক

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ সালের ১২ মাসের মূল্যস্ফীতি।

মাস

শতাংশ

মাস

শতাংশ

মাস

শতাংশ

জুলাই

৫.৩৬

নভেম্বর

৫.৯৮

মার্চ

৬.২২

আগস্ট

৫.৫৪

ডিসেম্বর

৬.০৫

এপ্রিল

৬.২৯

সেপ্টেম্বর

৫.৫৯

জানুয়ারি

৫.৮৬

মে

৭.৪২

অক্টোবর

৫.৭০

ফেব্রুয়ারি

৬.১৭

জুন

৭.৫৬

হেনলি পাসপোর্ট সূচক

প্রকাশ

১৯ জুলাই, ২০২২।

প্রকাশক

যুক্তরাজ্যভিত্তিক Henley & Partners.

অন্তর্ভুক্ত দেশ

১৯৯টি।

সূচকের শিরোনাম

The Henley Passport Index: Q3 2022 Global Ranking.

সূচক অনুযায়ী-

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। এ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন ১৯৩টি দেশে।

বাংলাদেশের অবস্থান ১০৪তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।

১১২তম দেশ আফগানিস্তান। পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ২৭টি দেশে।

 বিশ্বব্যাংকের দেশ- অঞ্চলের শ্রেণিকরণ

বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে সদস্য দেশগুলোকে ৪টি শ্রেণিতে ভাগ করে। শ্রেণিগুলো- নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ, উচ্চ মধ্যম আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশ। ১ জুলাই, ২০২২ বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয় New World Bank country classifications by income level: 2022-2023 শীর্ষক প্রতিবেদন।

২০২২ সালের শ্রেণিবিন্যাস

শ্রেণিবিন্যাস

মাথাপিছু আয় (মার্কিন ডলার)

দেশ (২০২২)

১ জুলাই, ২০২১

১ জুলাই, ২০২২

নিম্ন আয়

১,০৫৪ বা কম

১,০৮৫ বা কম

২৮

নিম্ন মধ্যম আয়

১,০৪৬-৪,০৯৫

১,০৬৬-৪,২৫৫

৫৪

উচ্চ মধ্যম আয়

৪,০৯৬-১২,৬৯৫

৪,২৫৬-১৩,২০৫

৫৪

উচ্চ আয়

১২,৬৯৬ বা তার বেশি

১৩,২০৬ বা তার বেশি

৮১

 ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী

বেনিয়ামিন নেতানিয়াহু ১২ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে ১৩ জুন, ২০২১ ক্ষমতায় আসেন নাফতালি বেনেতের জোট সরকার। কিন্তু এক বছরের মাথায় এ জোটে ভাঙন ধরে। ৩০ জুন, ২০২২ ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। ৩০ জুন, ২০২২ পদত্যাগ করা প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কাছ থেকে ১ জুলাই ইয়ার লাপিদ দায়িত্ব গ্রহণ করেন। ৫৮ বছর বয়সি ইয়ার লাপিদ একজন সাবেক টেলিভিশন উপস্থাপক। ১ নভেম্বর, ২০২২ দেশটিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদি এ দেশটিতে।

মহামারি রোধে বিশ্বব্যাংকের তহবিল

মহামারি রোধে কাজ করার জন্য একটি তহবিল গঠন করছে বিশ্বব্যাংক। ৩০ জুন, ২০২২ সংস্থাটির বোর্ড সভায় এটির অনুমোদন দেওয়া হয়। মূলত, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মহামারির বিরুদ্ধে লড়াইকে জোরদার করার জন্য এ বিনিয়োগ তহবিলটি গঠন করা হবে। যুক্তরাষ্ট্র, ইতালি ও ইন্দোনেশিয়ার নেতৃত্বে জি-২০ ভুক্ত দেশগুলো তহবিলটি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। এটি ইতোমধ্যেই ঘোষিত ১০০ কোটি ডলারের বেশি নিয়ে যাত্রা শুরু করবে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ওপর ফোকাস করে এ তহবিলের মাধ্যমে মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলায় (PPR) সহায়তা করা হবে। বিশ্বব্যাংক হচ্ছে PPR খাতে বৃহৎ অর্থ প্রদানকারী সংস্থা।

ন্যাটোতে যুক্ত হচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড

২৮-৩০ জুন, ২০২২ স্পেনের মাদ্রিদে ন্যাটোর ৩২তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিন ২৯ জুন, ২০২২ নার্ডিক দেশ সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। অন্যদিকে, ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ প্রসঙ্গে আপত্তি তুলে নিয়ে ৩০ জুন, ২০২২ তুরস্ক দেশ দুটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এরপর এ দুই দেশের জন্য ন্যাটো জোটে যোগ দেওয়ার পথ খুলে যায়। ফিনল্যান্ড ও সুইডেনকে সদস্য করতে ৫ জুলাই, ২০২২ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদস্যদেশগুলো প্রটোকলে স্বাক্ষর করে। ফলে এখন থেকে ন্যাটোর বৈঠকে অংশ নিতে পারবে দেশ দুটি। সব ধরনের গোয়েন্দা তথ্য পাবে, তবে ন্যাটোর সদস্য হিসেবে পূর্ণ অনুমোদন না পাওয়ায় আপাতত প্রতিরক্ষা সুরক্ষা পাবে না। প্রতিরক্ষা বলয়ের অংশ হতে হলে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সব সদস্য রাষ্ট্রের পার্লামেন্টে অনুমোদন পেতে হবে।

কমনওয়েলথ

কমনওয়েলথ সম্মেলন ও নতুন সদস্য

২৪-২৫ জুন, ২০২২ কমনওয়েলথ সরকার প্রধানদের ২৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রুয়ান্ডার রাজধানী কিগালিতে। অন্যদিকে, ব্রিটিশ শাসনের বহির্ভূত হয়েও ২৫ জুন কমনওয়েলথের সদস্যপদ লাভ করে গ্যাবন ও টোগো। এ প্রেক্ষাপটে কমনওয়েলথের নানা তথ্য নিয়ে আমাদের এ আয়োজন।

শীর্ষ সম্মেলন

কমনওয়েলথের শীর্ষ সম্মেলন প্রথমে প্রধানমন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত হতো। ১-১৬ মে, ১৯৪৪ প্রথম কমনওয়েলথ দেশসমূহের প্রধানমন্ত্রীদের সম্মেলন (Commonwealth Prime Minister’s Conference- CPMC) অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে এ নাম পরিবর্তন করে রাখা হয় কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন (Commonwealth Heads of Government Meeting- CHOGM)। ১৪-২২ জানুয়ারি, ১৯৭৯ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় প্রথম CHOGM।

সম্মেলন ২০২২-

♦ আয়োজন: ২৬তম

♦ সময়কাল: ২৪-২৫ জুন ২০২২

♦ স্থান: কিগালি, রুয়ান্ডা

♦ উদ্বোধক: ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস (কমনওয়েলথ প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে)।

পরবর্তী সম্মেলন-

♦ আয়োজন: ২৭তম

♦ সময়কাল: ২০২৪

♦ স্থান: সামোয়া

সদস্য কথন (নতুন সদস্য)

২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের শেষদিন ২৫ জুন ২০২২ গ্যাবন ও টোগো সংস্থাটির সদস্যপদ লাভ করে। এর মধ্যে গ্যাবন ৫৫তম এবং টেগো ৫৬তম সদস্য। ব্রিটিশ শাসন বহির্ভূত কমনওয়েলথের সদস্য-

দেশ

উপনিবেশ

স্বাধীনতা লাভ

সদস্যপদ লাভ

মোজাম্বিক

পর্তুগাল

২৫ জুন ১৯৭৫

১৩ নভেম্বর ১৯৯৫

রুয়ান্ডা

বেলজিয়াম

১ জুলাই ১৯৬২

২৮ নভেম্বর ২০০৯

গ্যাবন

ফ্রান্স

১৭ আগস্ট ১৯৬০

২৫ জুন ২০২২

টোগো

ফ্রান্স

২৭ এপ্রিল ১৯৬০

২৫ জুন ২০২২

সদস্যপদ প্রত্যাহার ও পুনঃযোগদানকারী দেশসমূহ

দেশ

প্রত্যাহার

পুনঃযোগদান

পাকিস্তান

৩০ জানুয়ারি ১৯৭২

১ অক্টোবর ১৯৮৯

দক্ষিণ আফ্রিকা

৩১ মে ১৯৬১

১ জুন ১৯৯৪

ফিজি

১৫ অক্টোবর ১৯৮৭

৩০ সেপ্টেম্বর ১৯৯৭

গাম্বিয়া

৩ অক্টোবর ২০১৩

৮ ফেব্রুয়ারি ২০১৮

মালদ্বীপ

১৩ অক্টোবর ২০১৬

১ ফেব্রুয়ারি ২০২০

সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার

বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে কমনওয়েলথ কয়েকটি দেশের সদস্যপদ স্থগিত করেছে এবং তা প্রত্যাহারও করে নিয়েছে। কমনওয়েলথের ইতিহাসে এ যাবৎ চারটি দেশের সদস্যপদ স্থগিত করা হয়।

দেশ

স্থগিত

প্রত্যাহার

নাইজেরিয়া

১১ নভেম্বর, ১৯৯৫

২৯ মে, ১৯৯৯

পাকিস্তান

১৮ অক্টোবর, ১৯৯৯

২২ মে, ২০০৪

২২ নভেম্বর, ২০০৭

২২ মে, ২০০৮

ফিজি

৬ জুন, ২০০০

২০ ডিসেম্বর, ২০০১

৮ ডিসেম্বর, ২০০৬

২৬ সেপ্টেম্বর, ২০১৪

জিম্বাবুয়ে

১৯ মার্চ, ২০০২

প্রত্যাহারের পূর্বেই সদস্যপদ ত্যাগ করে

 সদস্যপদ প্রত্যাহার বা ত্যাগকারী দেশসমূহ

দেশ

যোগদান

প্রত্যাহার/ত্যাগ

আয়ারল্যান্ড

১১ ডিসেম্বর, ১৯৩১

১৮ এপ্রিল, ১৯৪৯

জিম্বাবুয়ে

১ অক্টোবর, ১৯৮০

৭ ডিসেম্বর, ২০০৩

কমনওয়েলথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

♦ পুরো নাম: Commonwealth of Nations

♦ প্রতিষ্ঠাকালীন নাম: British Commonwealth of Naitons

♦ প্রতিষ্ঠা: ১১ ডিসেম্বর, ১৯৩১

♦ বর্তমান নামকরণ: ২৬ এপ্রিল, ১৯৪৯

♦ সদর দপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন, যুক্তরাজ্য

♦ সংস্থাভুক্ত দেশসমূহের কূটনৈতিক কর্মকর্তাদের বলা হয়: হাইকমিশনার

♦ সদস্য দেশ: ৫৬টি

♦ ৫৬তম সদস্য: টোগো; ২৫ জুন, ২০২২

♦ ব্রিটিশ শাসন বহির্ভূত সদস্য দেশ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো

♦ বাংলাদেশের সদস্যপদ লাভ: ৩২তম দেশ হিসেবে (১৮ এপ্রিল, ১৯৭২)

♦ কমনওয়েলথ দিবস: মার্চ মাসের দ্বিতীয় সোমবার

প্রধান-

♦ প্রথম: ষষ্ঠ জর্জ (২৮ এপ্রিল, ১৯৪৯-৬ ফেব্রুয়ারি, ১৯৫২)s

♦ বর্তমান: রানি দ্বিতীয় এলিজাবেথ (৬ ফেব্রয়ারি, ১৯৫২-বর্তমান)

মহাসচিব-

♦ প্রথম: আর্নল্ড স্মিথ, কানাডা (১ জুলাই, ১৯৬৫-৩০ জুন, ১৯৭৫)

♦ বর্তমান: প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড, ডোমিনিকান বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক (১ এপ্রিল, ২০১৬-বর্তমান)

চেয়ারম্যান:

♦ প্রথম: থাবো এমবেকি, দক্ষিণ আফ্রিকা (১২ নভেম্বর, ১৯৯৯-২ মার্চ, ২০০২)

♦ বর্তমান পল কাগামে, রুয়ান্ডা (২৪ জুন, ২০২২-বর্তমান)

♦ আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ কানাডা ও ক্ষুদ্রতম দেশ নাউরু।

দেশভিত্তিক নিয়মিত আয়োজন

সৌদি আরব

১৪টি ভাষায় হজের খুতবা

১৪৪৩ হিজরি সনে (২০২২ সালে) হজের খুতবা বাংলাসহ ১৪টি ভাষায় অনুবাদ আকারে সম্প্রচার করা হয়। গত বছরও বাংলাসহ ১০ ভাষায় এ অনুবাদ সম্প্রচার করা হয়। নতুন চারটিসহ মোট ১৪টি ভাষা হলো-বাংলা, ইংরেজি, চীনা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল। ৮ জুলাই, ২০২২ সৌদির স্থানীয় সময় শুক্রবার আরাফাত দিবসে মক্কার নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হয়। আরবিতে দেওয়া মূল খুতবার পাশাপশি সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হয়। সৌদি আরবের নেতৃত্বে সর্বাধিক সংখ্যক সম্ভাব্য শ্রোতাদের কাছে সংযম ও সহনশীলতার বার্তা দিতে চায়। মূলত, এজন্যেই অনুবাদ আকারে হজের খুতবা সম্প্রচারের জন্য ১৪টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়।

সৌদির মন্ত্রিপরিষদে প্রথম নারী ভাইস সেক্রেটারি জেনারেল

৪ জুলাই, ২০২২ সৌদি আরবের বাদশাহ সালমান দেশের মন্ত্রিসভায় রদবদল করেন। নতুন মন্ত্রিসভায় দুই নারী স্থান পান। এর মধ্যে আল-শোহানা বিনতে সালেহ আল-আজ্জাজ সৌদি আরবের মন্ত্রিপরিষদের ভাইস সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন। এই পদে প্রথম কোনো নারী নিয়োগ পেলেন। এছাড়া প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ পান। আল-আজ্জাজ এর আগে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (PIF) একজন উচ্চপদস্থ আইনজীবী ছিলেন। তিনি সৌদি আরবের প্রথম নারী আইনজীবীদের একজন। এছাড়া প্রিন্সেস হাইফা এর আগে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (PIF) একজন উচ্চপদস্থ আইনজীবী ছিলেন। তিনি সৌদি আরবের প্রথম নারী আইনজীবীদের একজন। এছাড়া প্রিন্সেস হাইফা সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ১৯৫৩ সালে মন্ত্রিপরিষদ প্রতিষ্ঠা করেন। মন্ত্রিপরিষদের সব সদস্যকে রাজকীয় ডিক্রির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে প্রথম নারীমন্ত্রী নিয়োগ দেয় সৌদি আরব। সে সময় নোরা বিনতে আবদুল্লাহ আল-ফায়েজ দেশটির উপ-শিক্ষামন্ত্রী নিযুক্ত হন।

ইসরায়েলের জন্য সৌদির আকাশপথ উন্মুক্ত

১৫ জুলাই, ২০২২ ইসরায়েলের সব ধরনের উড়োজাহাজ চলাচলের জন্য নিজেদের আকাশসীমা থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের আগ মুহুর্তে এ ঘোষণা দেওয়া হয়। এতদিন দেশটির আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে চলাচলের ক্ষেত্রে উড়োজাহাজগুলোর ওপর বিধিনিষেধ ছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ড’ চুক্তির আওতায় ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। একই পথ অনুসরণ করে বাহরাইন ও মরক্কো। আঞ্চলিক মিত্রদের এমন পদক্ষেপের বিরোধিতা করেনি সৌদি আরব। আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলের ব্যপক তৎপরতার সত্তেও দেশটিকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব। তবে আকাশসীমা উন্মুক্ত করার মাধ্যমে ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাবের বিষয়টিই প্রকাশ করে সৌদি সরকার।

ভারত

ভারত উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

৫ অক্টোবর, ২০১৮ রাশিয়ার তৈরি পাঁচটি এস-৪০০ চুক্তি করে। চুক্তির আওতায় ভারতকে পাঁচটি ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিবে মস্কো। যদিও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে ভারতকে সতর্ক করে, চুক্তি করলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। কিন্তু ১৪ জুলাই, ২০২২ জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান ডেমোক্র্যাট প্রশাসন সেই প্রক্রিয়া থেকে সরে আসে। মার্কিন সরকার ভারতের বিরুদ্ধে যাতে নিষেধাজ্ঞা দিতে না পারে, সে লক্ষ্যে একটি আইনের সংশোধনী যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কণ্ঠভোটে পাস হয়। সংশোধনী প্রস্তাবে বলা  হয়, চীনের মতো আগ্রাসী শক্তিকে ঠেকাতে ভারত ‘এস-৪০০’ প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করবে না। আইনের সংশোধন প্রস্তাবটি পেশ করেন ককাসের ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। রাশিয়ার সবচেয় আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘এস-৪০০’। এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। রাশিয়ার ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আশঙ্কা ছিল, ভারতের বিরুদ্ধেও একই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। উল্লেখ্য, জুলাই, ২০১৭ মার্কিন কংগ্রেস Countering America’s Adversaries Through Sanctions Act (CAATTSA) নামক আইন পাস করে। আইনে বলা হয়- রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার কাছ থেকে সমরাস্ত্র কিংবা প্রতিরক্ষাসংক্রান্ত সরঞ্জাম ক্রয় করলে যেকোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। ২ আগস্ট, ২০১৭ আইনটি কার্যকর হয়।

মোদি কর্তৃক বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন

১৬ জুলাই, ২০২২ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্মিত বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। উত্তর প্রদেশের সাতটি জেলার মধ্য দিয়ে নির্মাণ করা হয় এ সড়ক। উত্তর প্রদেশ থেকে আগে দিল্লি পৌছাতে সময় লাগত প্রায় ১০ ঘন্টা। এখন এক্সপ্রেসওয়ে দিয়ে মাত্র ছয় ঘন্টায় পৌঁছানো যাবে রাজধানীতে। ২৯ ফেব্রুয়ারি, ২০২০ বুন্দেলখণ্ড একপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর মাত্র ২৮ মাসেই চলাচলের জন্য খুলে দেওয়া হলো ২৯৬ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি চার লেনের এ এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয় ১৪,৮৫০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭,৫০৬ কোটি টাকা।

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি

১৮ জুলাই, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো একজন আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। ২৫ জুলাই, ২০২২ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাররা

সংসদের উভয়কক্ষের নির্বাচিত সদস্য এবং দিল্লি ও পুদুচেরির পাশাপাশি সমস্ত রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের ভোটদানের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে রাজ্যসভা, লোকসভা ও বিধানসভার মনোনীত সদস্যরা এবং বিধান পরিষদের সদস্যরা ভোট দিতে পারবেন না।

রাষ্ট্রপতি নির্বাচন

সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটের মাধ্যমে। অনুচ্ছেদ ৫৫(৩) ধারা অনুসারে, একক ভোটদানের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ব্যবস্থায় ভোটারকে প্রার্থীদের নামের পাশে চিহ্নিত করে মতামত জানাতে হয়। ভোটদাতারা একাধিক প্রার্থীকে ভোট দিতে পারে। তবে, একাধিক প্রার্থীকে ভোট দিলে প্রথম পছন্দ কে, সেটাও ভোটদানের সময় জানাতে হয়। তবেই ব্যালট পেপার বৈধ হয়। এক্ষেত্রে বাকি পছন্দগুলোকে ঐচ্ছিক হিসেবে ধরা হয়।

নির্বাচনের ফলাফল

ভারতে এখন লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩ এবং রাজ্যসভায় ২৩৩। তবে রাজ্যসভায় পাঁচটি আসন খালি রয়েছে। আর ৩০টি বিধানসভার মোট বিধায়কের বর্তমান সংখ্যা ৪,০৩৩। দেশটিতে ১৯৭১ সালের জনগণনার রিপোর্টকে ভিত্তি করে এমপি ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়। ২০২৬ সাল পর্যন্ত ঐ জনগণনার ভিত্তিতেই ভোটের মূল্য নির্ধারিত হবে। প্রতিটি ভোটের আলাদা গুরুত্ব থাকে। প্রতিটি বিধায়কের ভোটের মান নির্ধারিত হয় রাজ্যের মোট জনসংখ্যাকে বিধায়কের সংখ্যা দিয়ে ভাগ করে, তাকে আরও ১,০০০ দিয়ে ভাগ করার পর যে ফল বের হয়, সেই ফল অনুযায়ী। সেই কারণে রাজ্য অনুযায়ী, বিধায়কদের ভোটের গুরুত্ব পরিবর্তিত হয়। যেমন উত্তরপ্রদেশের একজন বিধায়কের ভোটের মূল্য ২০৮, যেখানে সিকিমের একজন বিধায়কের ভোটের মূল্য ৭। বিধানসভাগুলোয় এ ভোটের মূল্য যোগ করে দেয়া যায়, যে তার পরিমাণ ৫.৪৩ লক্ষ। সংসদের দুটি কক্ষের জন্যও সেইরকমই ভোটের বরাদ্দ থাকে। সংসদের উভয়কক্ষে মোট ৭৭৬ জন সাংসদ রয়েছেন। তাই প্রতিটি সাংসদের ভোটের মূল্য দাঁড়ায় ৫.৪৩ লক্ষ ভাগ ৭৭৬। যার ফলাফল হয় ৭০০। বিধানসভা এবং সংসদের দুটি কক্ষ মিলিয়ে মোট  ভোটের পরিমাণ দাঁড়ায় ১০.৮৬ লক্ষ। যিনি সবচেয়ে বেশি ভোট পান, তিনিই বিজয়ী ঘোষিত হন।

চীন

চীনকে মোকাবিলায় G-7 সম্মেলনে PGII প্রকল্প গৃহীত

২৬-২৮ জুন, ২০২২ জার্মানির দক্ষিণাঞ্চলের স্কলস এলমাউতে ৪৮ তম G-7 সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারত্ব (Partnership for Global Infrastructure and Investmnet-PGII) নামের প্রকল্পটি তোলা হয়। এর আগে ১১-১৩ জুন, ২০২১ যুক্তরাজ্যে অনুষ্ঠিত G-7 সম্মেলনে প্রথমবার অবকাঠামো পরিকল্পনাটি তোলা হয়। তখন এর নাম ছিল Build Back Better World (B3W)। তবে যুক্তরাষ্ট্রের আনা এ পরিকল্পনা অগ্রগতির অভাবে থেমে যায়। প্রকল্পটিতে PGII নাম দিয়ে এবারের সম্মেলনে পুনরুজ্জীবিত করা হয়। প্রকল্পের আওতায় ২০২৭ সালের মধ্যে ৬০,০০০ কোটি ডলারের তহবিল গড়বে G-7। তহবিলে ২০,০০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। বাকি ৪০,০০০ কোটি ডলার দেবে জোটের অন্য সদস্যরা। এ উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার মান বাড়ানো, লিঙ্গ সমতা অর্জন এবং ডিজিটাল অবকাঠামো তৈরি ত্বরান্বিত করবে। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- অ্যাঙ্গোলায় সৌর বিদ্যুৎচালিত প্রকল্প গ্রহণ, সেনেগালে টিকা উৎপাদন কারখানা ১,৬০৯ কিলোমিটার সাবমেরিন টেলিযোগাযোগ ক্যাবল স্থাপন। কার্যত চীনের আলোচীত Belt and Road Initiative (BRI) প্রকল্পের পাল্টা ব্যবস্থা হিসেবে এ তহবিল গঠন করা হলো। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উচ্চাভিলাষী BRI প্রকল্প গ্রহণ করেন। এর অধীনে অর্থনৈতিকভাবে উদীয়মান দেশগুলোকে বন্দর, সড়ক ও সেতু নির্মাণে অর্থায়ন করা হচ্ছে। তবে পশ্চিমাদের নিজেদের প্রভাব বিস্তার করার পরিকল্পনা করছে চীন।

বিশ্বের বৃহত্তম কনটেইনার জাহাজ

চীনা কোম্পানি শিপ বিল্ডং করপোরেশনের সহায়ক সংস্থা হুডং-ঝংহুয়া বিশ্বের বৃহত্তম কনটেইনার জাহাজ নির্মাণ করে। ২২ জুন, ২০২২ উপকূলীয় শহর সাংহাইতে ব্রিটেনের কোম্পানির কাছে জাহাজটি হস্তান্তর করে চীনা নির্মাতা প্রতিষ্ঠান। জাহাজটির উচ্চতা ২২ তলা ভবনের সমান। যুদ্ধ জাহাজের দৈর্ঘ্য ৪০০ মিটার। ডেকের আয়তন ৩.৫টি ফুটবল মাঠের সমান। কার্গোর গভীরতা ৩৩.২ মিটার। এতে একবারে ২৪,০০০ কনটেইনারে ২.৪ লাখ টন মালামাল পরিবহন করা যায়। জ্বালানি সাশ্রয়ী এ জাহাজটিকে সমুদ্রের বিগ ম্যাক হিসেবে গণ্য করা হচ্ছ্।

ইতালি

ইতালিতে সরকার পতন

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আগে থেকেই অর্থনৈতিক সংকটে রয়েছে ইতালি। ২১ জুলাই ২০২২ পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ফলে দেশটির নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়। ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ইতালির প্রধানমন্ত্রী পদে বসেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি। করোনা ধাক্কায় বেসামাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক জোট সরকার গঠন করেন তিনি। তবে জোট সরকারের দলগুলোর মধ্যে বিভক্তি ও মতবিরোধের কারণে সফলতা পাননি দ্রাঘি। ইতালির মারিও দ্রাঘির জোট সরকারের পতন হওয়ায় পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। সরকার ভেঙে যাওয়ার ৭০ দিনের মধ্যে ইতালিতে নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী দেশটিতে ২৫ সেপ্টেম্বর ২০২২ আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাশিয়া

খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেন ঐতিহাসিক চুক্তি

২২ জুলাই, ২০২২ বিশ্ববাজারে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের বন্দরগুলো খুলে দিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাাক্ষরিত হয়। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ওলেকসান্দর কুবরাকভ চুক্তিতে স্বাক্ষর করে। এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন। তবে চুক্তি স্বাক্ষররের সময় রাশিয়া ও ইউক্রেনের মন্ত্রীরা এক টেবিলে বসেননি। এমনকি তারা হাতও মেলাননি। চুক্তি অনুযায়ী, ২৩ জুলাই, ২০২২ থেকেই জাহাজ চলাচল শুরু হয়। ২৪ ফেব্রুয়ারি ২০২২ ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এরপর কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ করে রাশিয়া। এতে বৈশ্বিক খাদ্য সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। এর পাশাপাশি রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা জারির ফলে বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। খাদ্য ও জ্বালানির দামও ব্যাপক বেড়ে যায়।

চুক্তির উল্লেখযোগ্য বিষয়:

· কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের তিনটি বন্দর দিয়ে দেশটির জাহাজগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য করিডর গড়ে তোলা হবে।

· কৃষ্ণসাগরের পূর্বপরিকল্পিত রুটে পণ্যবাহী জাহাজ যাত্রা করার আগে ইউক্রেনের বন্দরগুলোতে শস্য ভর্তির কাজ পর্যবেক্ষণ করবে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘের কর্মীদের একটি দল।

· ইউক্রেনের বন্দরগুলোতে পেতে রাখা মাইন এড়াতে ইউক্রেনের নাবিকেরা মানচিত্র ব্যবহার করে শস্য পরিবহনকারী বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে যাবেন। জাহাজগুলো কৃষ্ণসাগর অতিক্রম করে তুরস্কের বসফরাস প্রণালির দিকে যাবে। জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা ইস্তানবুলের একটি যৌথ সমন্বয় কেন্দ্র থেকে জাহাজগুলো পর্যবেক্ষণ করবেন। ইউক্রেনে প্রবেশকারী জাহাজগুলোও একইভাবে যৌথ সমন্বয় কেন্দ্রের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হবে, যাতে তারা ইউক্রেনে অস্ত্র বহন করতে না পারে।

· রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে জাহাজ চলাচলের সময় তারা কোনো ধরনের আক্রমণ করবে না।

১০৪ বছরে প্রথম ঋণখেলাপি

২৭ জুন, ২০২২ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ১০৪ বছরের মধ্যে প্রথমবার বিদেশি ঋণের কিস্তি শোধ করার জন্য ২৬ জুন, ২০২২ পর্যন্ত সময় ছিল রাশিয়ার। সেই পরিমাণ অর্থও রাশিয়ার কাছে ছিল এবং তা দিতেও চেয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ঋণদাতাদের হাতে সেই ডলার পৌঁছানোর কোনো উপায় ছিল না। এ পরিস্থিতিতে রাশিয়া ঋণখেলাপি হিসেবে অন্তর্ভুক্ত হয়। ঋণখেলাপি হওয়া যে কোনোভাবে এড়াতে চেয়েছিল ক্রেমলিন, কারণ এটা রাশিয়ার মর্যাদার ওপর বড় ধরনের ধাক্কা। রাশিয়া শেষবার কিস্তি দিতে ব্যর্থ হয়েছিল ১৯৯৮ সালে। প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের মেয়াদের শেষ দিকে রাশিয়া মারাত্মক রুবল সংকটে ভুগছিল। সে কারণে অভ্যন্তরীণ বন্ডের সুদ দিতে ব্যর্থ হলেও বিদেশি ঋণ খেলাপি হওয়া এড়াতে পারে রাশিয়া। কিন্তু এবার সেটা এড়ানো অসম্ভব হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে। ফেব্রুয়ারি, ২০২২ বিশ্বের প্রধান আন্তর্জাতিক লেনদেন পরিষেবা সুইফট থেকেও রাশিয়ার বড় ব্যাংকগুলোকে বাদ দেওয়া হয়।

জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী  শিনজো আবে হত্যাকাণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। ৮ জুলাই, ২০২২ নারা প্রশাসনিক অঞ্চলে ইয়ামাতো-সাইদাইজি স্টেশনের কাছে নির্বাচনী প্রচারাভিযানে বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। শিনজো আবের ওপর গুলিবর্ষণকারী আততায়ীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একবারে কোণঠাসা হয়ে পড়েছিল শক্তিশালী জাপান। এরপর থেকে শান্তিবাদী নীতি গ্রহণ করে তারা। সংবিধানও পরিবর্তন করে সে অনুযায়ী। তবে প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবে দেশকে সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করে। প্রতিবেশী চীনকে মোকাবিলায় সামরিক ব্যয় বাড়ানোর একনিষ্ঠ সমর্থক ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর আবে ১৯৯৩ সালে প্রথমবারের মতো লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (LDP) আইনপ্রণেতা নির্বাচিত হন। ২৬ সেপ্টেম্বর, ২০০৬ প্রথমবার জাপানের প্রধানমন্ত্রী হন আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। সেবার মাত্র এক বছর ক্ষমতায় তিনি। ২৬ ডিসেম্বর, ২০১২ তিনি আবার ক্ষমতায় ফেরেন দ্বিতীয় মেয়াদে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে করা শান্তিবাদী সংবিধান পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তা পান তিনি। এইকসঙ্গে ঐতিহ্যবাহী মূল্যবোধ রক্ষার কথা বলেও মানুষের নজর কাড়েন। পরে ২০১৪ সালে এবং ২০১৭ সালে তিনি পুননির্বাচিত হন। হয়ে ওঠেন জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। ডিসেম্বর ২০১৪ তিনি Abenomics বা ‘আবেতত্ত্ব’ চালু করেন যা দেশটির অর্থনীতিকে আরও বেশি চাঙ্গা করে। ১৬ সেপ্টেম্বর, ২০২০ স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী পদ ছাড়েন শিনজো আবে। তখনো তার জনপ্রিয়তা তুঙ্গে থাকায় ঐ সিদ্ধান্ত বিশ্ববাসীকে প্রবর ধাক্কা দেয়। দেশকে যিনি সবচেয়ে বেশি দিন নেতৃত্ব দিয়েছেন, সেই তিনিই প্রাণ হারালেন আততায়ীর গুলিতে। তার রক্ত ঝরল রাজপথে। উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর, ১৯৫৪ টোকিওতে জন্ম নেওয়া আবের পরিবার আগে থেকেই জাপানের রাজনীতিতে বেশ প্রভাবশালী। তার বাবা শিনতারো আবে ২৭ নভেম্বর, ১৯৮২ থেকে ২২ জুলাই, ১৯৮৬ পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেন। তার নানা অর্থাৎ মাতামহ নবুসুকে কিশি ৩১ জানুয়ারি, ১৯৫৭ থেকে ১৯ জুলাই, ১৯৬০ পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন।

মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যা বিচারের দ্বার উন্মুক্ত

২২ জুলাই, ২০২২ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে গাম্বিয়া যে মামলা করে, সে বিষয়ে মিয়ানমারের আপত্তি নাকচ করে দেয় আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)। এ রায়ের ফলে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানির পথ খুলে গেল। গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানি প্রশ্নে মিয়ানমারের সামরিক সরকার আপত্তি জানায়। ১৬ সদস্যের আদালত ১৫-১ ভোটে গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলা বিচারের জন্য গ্রহণ করেন। ভিন্নমত পোষণকারী হলেন চীনের বিচারপতি শোয়ে হানচিন। মিয়ানমারের উত্থাপন করা প্রাথমিক আপত্তি ছিল চারটি বিষয়ে এবং আদালত সবকটিই প্রত্যাখ্যান করেন। এর মধ্যে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের কারণে সরাসরি ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে বাংলাদেশ যেখানে ICJ’তে মামল করেনি, সেখানে গাম্বিয়া ক্ষতিগ্রস্থ পক্ষ না হয়েও মামলা করার অধিকার রাখে না বলে মিয়ানমার যে আপত্তি করে, তা আদালত খারিজ করে দেন।

মার্কিন যুক্তরাষ্ট্র

Novavax টিকা ব্যবহারের অনুমোদন

১৩ জুলাই, ২০২২ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (FDA) করোনার টিকা Novavax ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তির অনেকেই প্রাণঘাতী কোভিড-১৯ এর কোনো টিকাই গ্রহন করেননি, তাদের জন্য জরুরি ভিত্তিতে Novavax টিকার অনুমোদন দেওয়া হয়। দেশটির ১৮ বা তদূর্ধ্ব বয়সি ব্যক্তিদের এ টিকা দেওয়া যাবে। মার্কিন কোম্পানির উৎপাদিত এ টিকা ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে এ নিয়ে যুক্তরাষ্ট্রে চারটি টিকা ব্যবহারের অনুমতি পেল। অন্য তিনটি হলো- ফাইজার/বায়োএনটেক, Spikevax ও Janssen। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এ পর্যন্ত ১১টি করোনার টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে।

I2U2 জোটের প্রথম বৈঠক

ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আর আমিরাতের নামের আদ্যক্ষর নিয়ে গঠিত নতুন জোট I2U2। নতুন জোটের উদ্দেশ্য পানি, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিল করা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ১৪ জুলাই, ২০২২ অনুষ্ঠিত হয় এ জোটের প্রথম বৈঠক।

প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফর

১৩-১৬ জুলাই, ২০২২ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর করেন।  সফরকালে তিনি ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরব যান। ইউক্রেন যুদ্ধ ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট কাটিয়ে উঠতে জ্বালানির খোঁজ এবং ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যেই তার এ সফর।

অংশীদারত্ব চুক্তি: ১৫ জুলাই, ২০২২ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ১৮টি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিগুলোর মধ্যে রয়েছে- জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ, আইসিটি ও স্বাস্থ্য খাত। এ ছাড়াও ক্লিন এনার্জি প্রকল্প, পারমাণবিক শক্তি এবং ইউরেনিয়াম নিয়ে চুক্তি হয়।

নতুন জোট PBP

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো ও নিজেদের অবস্থান আরও শক্ত করতে ৪টি দেশ নিয়ে Partners in the Blue Pacific (PBP) গঠন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ব্যতীত এ জোটের অপর চার দেশ হলো অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য। ২৪ জুন, ২০২২ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, নিজেদের মধ্যে অর্থনীতি, কূটনীতি ও প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ৫ রাষ্ট্র PBP গঠন করেছে।

অভিবাসন নীতি পাল্টানোর আদেশ

৩০ জুন, ২০২২ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাইলে ট্রাম্পের কট্টর মেক্সিকো নীতি থেকে সরে আসতে পারে। ট্রাম্পের নীতির আওতায় মেক্সিকোর নাগরিক নন এমন যেসব ব্যক্তি দেশটির দক্ষিণের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, কিন্তু বৈধ হতে পারেননি, তাদের খুঁজে বের করে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়। ২০১৯ সালে ট্রাম্প মেক্সিকো বিরোধী অভিবাসন নীতি মাইগ্রেশন প্রোটেকশন প্রটোকল (MPP) গ্রহণ করেন। বাইডেন ক্ষমতায় এসে এটা বদলে ফেলতে চাইলে টেক্সাসসহ রিপাবলিকান নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য তাতে বাধা দেয়। বিষয়টি আদালতেও গড়ায়। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রায় দেন।

কৃষ্ণাঙ্গ নারী বিচারপতির শপথ

৩০ জুন, ২০২২ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ নেন কেতানজি ব্রাউন জ্যাকসন। দেশটির ২৩৩ বছরের ইতিহাসে এ প্রথম কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন। সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ব্রেয়ার দাপ্তরিকভাবে ৩০ জুন, ২০২২ অবসরে যান।

কার্বন নিঃসরণ কমাতে ঐতিহাসিক রায়

৩০ জুন, ২০২২ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ কমাতে একটি যুগান্তকারী রায় দেন। রায়ের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমনে ফেডারেল সরকারের কর্তৃত্বের ওপর সীমা নির্ধারণ করা হয়। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনার ওপর একটি বড় আঘাত। এর ফলে পরিবেশবিষয়ক সুরক্ষা সংস্থা (EPA) জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে একক আধিপত্য হারাবে। দেশটির বৃহত্তম কয়লা কোম্পানির হয়ে EPA’র বিরুদ্ধে ওয়েস্ট ভার্জিনিয়া মামলাটি দায়ের করে।

শ্রীলঙ্কা

নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী (শ্রীলঙ্কা)

প্রেসিডেন্ট: ২০ জুলাই, ২০২২ পার্লামেন্ট সদস্যদের ভোটে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। ২২৫ আসনের পার্লামেন্টে তিনি ভোট পান ১৩৪টি। দেশটিতে ১৯৭৮ সালের পর এ প্রথম পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ন্যাশনাল পার্টির (UNP) চেয়ারম্যান ৭৩ বছর বয়সি রনিল ইতোপূর্বে যে পাঁচ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন, তার কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি। রনিল বিক্রমাসিংহে সংসদ সদস্য না হয়েও ২০২২ সালে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েন।

প্রধানমন্ত্রী: ২২ জুলাই, ২০২২ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দিনেশ গুনাবর্ধনে। ৭৩ বছর বয়সি এ নেতা প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের স্কুল সহপাঠী।

রকমারি তথ্যে শ্রীলঙ্কা

♦ শ্রীলঙ্কা নামটি এসেছে সংস্কৃত শব্দ শ্রী ও লঙ্কা থেকে। শ্রী অর্থ পবিত্র এবং লঙ্কা অর্থ দ্বীপ। অর্থাৎ পবিত্র দ্বীপ। তবে ১৯৭২ সালের আগে এই দেশটি সিলন নামে পরিচিত ছিল।

♦ বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শ্রীলঙ্কা থেকে নাম তার শ্রীমাভো বন্দেরনায়েকে।

♦ ১৯৭২ সালে শ্রীমাভো বন্দেরনায়েকের প্রধানমন্ত্রীত্বে সিলন থেকে শ্রীলঙ্কা নামকরণ করা হয়।

♦ দেশটির দুটি ডাকনাম আছে। ভারতীয় মহাসাগরের মুক্তা এবং ভারতের অশ্রুবিন্দু।

♦ সিংহলি এবং তামিল হলো শ্রীলঙ্কার রাষ্ট্রীয় ভাষা। সিংহলি সম্প্রদায় দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এবং তামিল হলো সর্ববৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠী।

♦ শ্রীলঙ্কার পতাকা পৃথিবীর একমাত্র পতাকা যেটা চারটি ধর্ম বহন করে। এই পতাকার মধ্যে সিংহ সিংহলি জাতিকে নির্দেশ করে এবং এর চার কোণা বৌদ্ধ ধর্মকে নির্দেশ করে আর লম্বা দুইটি পিলারের মধ্যে সবুজ রং ইসলাম ধর্ম ও হালকা কমলা রং হিন্দু ধর্মকে নির্দেশ করে।

♦ শ্রীলঙ্কার অ্যাডামস পিক নামের এক পাহাড়কে পৃথিবীর পবিত্র জায়গাগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। কারণ এই পাহাড়ে যে বিশাল আকৃতির এক পায়ের ছাঁপ রয়েছে সেটাকে মুসলমান ও খ্রিষ্টানরা মুসলমানদের আদি পিতা হযরত আদম (আ.) এর বলে মনে করে, বৌদ্ধরা মনে করে এটি গৌতম বুদ্ধের আর হিন্দুরা মনে করে এটি শিবের পদচিহ্ন।

♦ শ্রীলঙ্কার বর্তমান আন্দোলনের কেন্দ্রবিন্দু রাজধানী কলম্বোর গল ফেস গ্রিন চত্বর।

♦ সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করলে পার্লামেন্ট নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত না করা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত হন।

Leave a Reply