কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৮.২০২২
♦ ইউক্রেনের ওদেসা বন্দরে শস্য ভর্তি ১৬টি জাহাজ ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। আজ সোমবার ইউক্রেনের বন্দর ছাড়তে পারে শস্য রপ্তানিকারী প্রথম জাহাজটি।
♦ মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন কংগ্রেসের ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গতকাল রোববার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফর শুরু করেছেন। তবে তিনি তাইওয়ানে যাবেন কিনা সেটা এখনো জানানো হয়নি।
♦ সংস্কারের মাধ্যমে দেউলিয়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সর্বদলীয় সরকার গঠনে এমপিদের রনিল বিক্রমাসিংহের চিঠি।
♦ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এখন ৯ দশমিক ১ শতাংশ যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। ব্লুমবার্গের অর্থনৈতিক মডেল বলছে, ২০২৪ সালে মন্দা দেখা দেওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
০২.০৮.২০২২
♦ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ বছরের ২৩ জুলাই পর্যন্ত সংস্থাটির পর্যবেক্ষণে থাকা ৭৫টি দেশ ও অঞ্চলে ১৬ হাজারের বেশি মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
♦অবশেষে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হলো। গতকাল সোমবার কৃষ্ণসাগরে অবস্থিত দেশটির ওডেসার বন্দর থেকে শস্য ভর্তি প্রথম জাহাজটি লেবাননের উদ্দেশ্যে রওনা করে।
♦ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের তিনদিন ব্যাপী বার্ষিক বৈঠক শুরু হচ্ছে আগামীকাল বুধবার। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত এ সম্মেলনে মিয়ানমারকে রাখছেনা আসিয়ান।
০৩.০৮.২০২২
♦ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বুধবার মিয়ানমার সফরে আসছেন। সফরকালে তিনি মিয়ানমারের জান্তা সরকারের নেতাদের সাথে বৈঠক করবেন।
♦ চীনের কড়া হুশিয়ারির পরও মার্কিন কংগ্রেস নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টা নাগাদ তিনি তাইওয়ানের রাজধানী তাইপেতে পৌঁছান।
♦ চুক্তি বহাল থাকলে ইউক্রেনের বন্দরগুলো থেকে প্রতিদিন একটি করে শস্যবোঝাই জাহাজ ছেড়ে যাবে। গতকাল মঙ্গলবার তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একথা জানান।
♦ চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বে সব মিলিয়ে ৭ হাজার ২০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বীমা প্রতিষ্ঠান সুইস রে গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়।
♦ শ্রীলঙ্কার সমুদ্রবন্দরে চীনের একটি জাহাজের উপস্থিতি নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে ভারত। তবে শ্রীলঙ্কা সরকার গতকাল মঙ্গলবার জানিয়েছে, চীনা জাহাজটি এসেছে জ্বালানি ও রশদ নেওয়ার জন্য, এ নিয়ে দিল্লির শঙ্কার কিছু নেই।
০৪.০৮.২০২২
♦ চীনের কড়া হুশিয়ারি সত্ত্বেও তাইওয়ান সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তাইওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে চীন। এছাড়া তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
♦ বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি বাজার নিকট ভবিষ্যতে করোনা-পূর্ব সময়কালে ফেরার সম্ভাবনা ক্ষীণ। যদিও জ্বালানির দাম ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।
♦ গত মঙ্গলবার রাতে তাইওয়ান সফরে আসেন ৮২ বছর বয়সী পেলোসি। ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফর করা সবচেয়ে জ্যেষ্ঠ মার্কিন রাজনীতিবিদ তিনি।
০৫.০৮.২০২২
♦ গতকাল বৃহস্পতিবার থেকে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, মহড়ায় ১০টির বেশি যুদ্ধ জাহাজ ও ১০০টির বেশি যুদ্ধ বিমান অংশ নিচ্ছে। এ মহড়া চলবে আগামী রোববার পর্যন্ত।
♦ পেলোসির তাইওয়ান সফর ঘিরে উত্তেজনা কাটতে না কাটতে এবার কোরীয় উপদ্বীপে তার সফর নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি সিউল থেকে উত্তর-দক্ষিণ কোরীয় সীমান্তে সুরক্ষিত ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শন করেন।
♦ পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ডকে যুক্ত করার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
♦ ন্যাটোভুক্ত ৩০ দেশের মধ্যে এ নিয়ে ২৩ দেশের সমর্থন পেল সুইডেন ও ফিনল্যান্ড।
০৬.০৮.২০২২
♦ পেলোসির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। জলবায়ু, সামরিক, মাদক চোরাচালান বন্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে চীন। সেই সঙ্গে তাইওয়ানের চারপাশে গতকাল দ্বিতীয় দিনের মত সামরিক মহড়াও চালিয়েছে চীন।
♦ মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য বিষয়ক জরুরী অবস্থা হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বাস্থ্য ও জনসেবা বিষয়ক সেক্রেটারি এ কথা জানিয়েছেন।
♦ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল শুক্রবার রাশিয়ার সোচি শহরে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এই দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনা গুলোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
০৭.০৮.২০২২
♦ আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। গত শুক্রবারের এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে জাঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। পুলিশ বলছে, বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
♦ ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন বিশিষ্ট আইনজীবী জগদীপ ধনকড়।
♦ ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ পর্যন্ত ৮৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে।
♦ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
০৮.০৮.২০২২
♦ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সাবেক গেরিলাযোদ্ধা ও সাবেক মেয়র গুস্তাভো পেত্র (৬২) গতকাল রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তিনিই হলেন দেশটিতে প্রথমবারের মতো নির্বাচিত কোনো বামপন্হী প্রেসিডেন্ট।
♦ ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আইএসআরও স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে। গতকাল রোববার একটি রকেটে করে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। তবে রকেটটি কক্ষপথ থেকে বিচ্যুত হওয়ায় মিশনটি ব্যর্থ হয়েছে এবং স্যাটেলাইট দুটি আর সচল নেই বলেও জানিয়েছে আইএসআরও।
♦ তাইওয়ান প্রণালিতে মহড়া শেষ করলেও পীতসাগরে নতুন মহড়া শুরু করেছে বেইজিং। এই মহড়া চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
০৯.০৮.২০২২
♦ দক্ষিণ আমেরিকার দেশ চিলির কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনীতিবিদ রোজেনা কস্টা। তিনি গত ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পেয়েছেন।
♦ মার্কিন নাগরিক পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীন যে বিশাল সামরিক মহড়া করেছিল তা রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার আবার চীনের বড় সামরিক মহড়া শুরু করায় এর তীব্র নিন্দা জানিয়ে পাল্টা মহড়ার ঘোষণা দিয়েছে তাইওয়ান।
♦ চলমান তীব্র জ্বালানি সংকট কমানোর লক্ষ্যে ভারতের লঙ্কা ইন্ডিয়ান অয়েল করপোরেশনকে ৫০টি নতুন পেট্রলপাম্পখোলার অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা।
♦ দীর্ঘ ১৮ মাস লাগাতার আলোচনার পর গতকাল সোমবার মার্কিন সিনেটে জলবায়ু পরিবর্তন ঠেকাতে ৪৩ হাজার কোটি মার্কিন ডলারের একটি বিল পাস হয়।
১০.০৮.২০২২
♦ কোনো দেশের পাশে থাকা সমুদ্রের ১২ নটিক্যাল মাইল (২২ কিলোমিটার) সমুদ্র অঞ্চলকে বলা হয় সেই দেশের টেরিটোরিয়াল সি। তাইওয়ানের চারপাশে যে ছয়টি জায়গায় চীন সামরিক মহড়া চালাচ্ছে, তার তিনটি পড়েছে তাইওয়ানের ভূখণ্ড থেকে ২২ কিলোমিটার দূরত্বের মধ্যে।
♦ ভূমধ্যসাগরে আবারও তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠাচ্ছে তুরস্ক।জাহাজটি সমুদ্রে ড্রিল করবে। এই জাহাজের নাম আব্দুলহামিদ হান। গতবছর তারা ৪৫ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করেছিল।
♦ রাশিয়ার অভ্যন্তরে ‘জিউইশ এজেন্সি’ নামে একটি ইহুদি সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় দেশটির বিচার মন্ত্রণালয়। রাশিয়া দাবি করছে, ওই এজেন্সিটি অবৈধভাবে রুশ নাগরিকদের তথ্য সংগ্রহ করছে।
♦ শ্রীলঙ্কার রাষ্টায়ত্ত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলন ইলেকট্রিসিটি বোর্ড বিদ্যুতের মূল্য ২৬৪ শতাংশ বাড়াচ্ছে। যা বিগত ৯ বছরের মধ্যে দেশটিতে এবারই প্রথম বিদ্যুতের দাম বাড়ছে।
♦ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাজ্যে বেড়েছে জ্বালানিসহ নিত্যপণের দাম। সামনে শীতকালে এ সংকট আরও বাড়তে পারে। জ্বালানীবাবদ বাড়তি ব্যয়ের কারণে আগামী বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যেতে পারে।
১১.০৮.২০২২
♦ শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড আশ্রয় নিচ্ছেন। গত ১৩ জুলাই দেশকে চরম শঙ্কটের মুখে রেখে মালদ্বীপে পালিয়ে যান তিনি। একদিন পর পলে যান সিঙ্গাপুর।
♦ তাইওয়ান প্রণালিতে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়া করে চীন। চারদিন ধরে চলা ওই মহড়া গতকাল বুধবার শেষ হয়েছে। তবে সেখানে দৈনন্দিন টহল অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।
♦ করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৬৫ লাখের মতো মানুষের প্রাণ গেছে। এরই মধ্যে চীনে এবার পাওয়া গেল নতুন একটি ভাইরাস ‘ল্যাংইয়া হেনিপাভাইরাস’ (লেডি)। এ ভাইরাসে এখন পর্যন্ত ৩৫ জন আক্রান্ত হয়েছেন।
♦ পৃথিবীর সব প্রান্তের বৃষ্টির পানিতে অতিমাত্রায় ‘ক্ষতিকর রাসায়নিক’ পিএফএএস পাওয়া যাচ্ছে। যে কারণে বৃষ্টির পানি পানের জন্য আর নিরাপদ নয়। সাধারণত প্যাকেজিং, শ্যাম্পু, মেকআপের মাধ্যমে রাসায়নিক উপাদান গুলি পানি ও বাতাসে ছড়িয়ে থাকে, স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মন্তব্য।
♦ ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে জয়ের জন্য সহায়তা করতে রাশিয়ায় এক লাখ ‘স্বেচ্ছাসেবী’ সেনাপাঠাতে চায় উত্তর কোরিয়া, রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান।
১২.০৮.২০২২
♦ চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে রেলওয়ে ও যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে সম্মত হয়েছে নেপাল। এর নাম হবে ট্রান্স-হিমালয়ান মাল্টি-ডাইমেনশনাল কানেক্টিভিটি নেটওয়ার্ক।
১৩.০৮.২০২২
♦ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত চার দিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন। স্বাধীনতার পর এই প্রথম এমন পর্যায়ের কোনো কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন।
♦ নিষেধাজ্ঞার কারণে ডলার বা ইউরো কিনতে পারছে না রাশিয়া। এ পরিস্থিতি মোকাবেলায় বন্ধুপ্রতিম দেশগুলো ভারত, চীন ও তুরস্কের মুদ্রারিজার্ভ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। লক্ষ্য হচ্ছে, এই দেশগুলোর সঙ্গে নিজস্ব মুদ্রাবিনিময়ের মাধ্যমে বাণিজ্য করা।
১৪.০৮.২০২২
♦ ঋণগ্রস্ত শ্রীলঙ্কা আইএমএফ-এর দ্বারস্থ হয়েছে। শ্রীলঙ্কার সামগ্রিক ঋণ মূল্যায়নের পর তাদের কাছ থেকে ঋণের স্থিতিশীলতা পুনরুদ্ধারের বিষয়ে আশ্বাস চাইবে আইএমএফ।
♦ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে ভুটানেও। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় সব ধরনের যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই ছোট দেশটি।
♦ আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমতে শুরু করেছে। সর্বশেষ জুলাই মাসে তার আগের মাস জুনের তুলনায় খাদ্যপণ্যের দাম কমেছে ৮.৬ শতাংশ।
♦ তাইওয়ান নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। যার ফলে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়াও অব্যাহত রেখেছে চীন। এর মধ্যেই গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর এরিক হলকম্ব তাইপে সফরে এসেছেন।
১৬.০৮.২০২২
♦ ৫ আগস্ট পাপুয়া নিউগিনির একমাত্র নারী হিসেবে চলতি পার্লামেন্টের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন সে দেশের কৃষি অর্থনীতিবিদ রুফিনা পিটার। সেই সঙ্গে দেশটির কেন্দ্রীয় প্রদেশের গভর্নর ও নির্বাচিত হয়েছেন তিনি।
♦ উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার কিম জং উনকে চিঠি লিখে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
♦ দুর্নীতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষ।
♦ বিশ্ববাজারে জ্বালানির দাম গতকাল সোমবার আরও একধাপ কমেছে যা রোববারের তুলনায় ৫ দশমিক ২৫ শতাংশ কম। তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের দাম ও কমেছে।
♦ রাশিয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্য রপ্তানি মে মাসের তুলনায় জুন মাসে ১৮ শতাংশ বেড়েছে। এ তথ্য জানিয়েছেন পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট।
১৭.০৮.২০২২
♦ তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করায় স্বায়ত্তশাসিত অঞ্চলটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
♦ জাতিসংঘের নবনিযুক্ত বিশেষ দূত নোয়েলিন হেইজার গতকাল মঙ্গলবার মিয়ানমারে সফর শুরু করেছেন। ক্রমাগত অবনতির দিকে থাকা পরিস্থিতি মোকাবেলা ও বিভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলো সম্পর্কে আলোচনায় জোর দেবেন তিনি।
♦ গত সোমবার কেনিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে উইলিয়াম রুটের নাম ঘোষণা করে সে দেশের নির্বাচন কমিশন। যদিও নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলের প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা।
♦ বিনিময় বাণিজ্যের মাধ্যমে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে চায় আফগানিস্তান। এর মাধ্যমে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির বিনিময়ে রাশিয়াকে চাহিদামতো পণ্য দেবে আফগানিস্তান।
১৮.০৮.২০২২
♦ কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর গতকাল বুধবার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইসরায়েল ও তুরস্ক। তবে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরীর অর্থ এই নয় যে আঙ্কারা ফিলিস্তিনের প্রতি সমর্থন পরিত্যাগ করছে। তুরস্ক সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে।
১৯.০৮.২০২২
♦ রাশিয়ার সঙ্গে যৌথ সেনা মহড়ায় অংশ নেবে ভারত ও চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেইজিং এবং মস্কোর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছ। ভোস্তক নামের এই সেনা মহড়া আগামী ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
♦ গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের লিভিভে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস ও রিসেপ এরদোয়ান। ২ বিশ্বনেতার সফরের মধ্য দিয়ে ত্রিপক্ষীয় বৈঠক থেকে ভালো ফলাফলের আশা বিশ্লেষকদের।
♦ আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ দাবানলে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।
♦ ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি কমাতে রাশিয়া থেকে পেট্রল এবং জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করছে মিয়ানমারের জান্তা সরকার।
♦ জাতিসংঘের তথ্যানুযায়ী, আগস্টের প্রথমার্ধে ২১টি জাহাজ ৫ লাখ ৬৩ হাজার টন খাদ্যশস্য ও কৃষিপণ্য নিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে।
২০.০৮.২০২২
♦ আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ সদস্য দেশের রাষ্ট্রপ্রধানগণ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলা এবং তাইওয়ান নিয়ে উত্তেজনার পর এটিই হবে কোনো বৈশ্বিক শীর্ষ সম্মেলন।
♦ দখলকৃত পশ্চিম তীরে কাজ করা একাধিক বেসরকারি সংস্থার (এনজিও) কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। এ ঘটনায় গত বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
♦ রাশিয়া ফের বন্ধ রাখতে যাচ্ছে ইউরোপে গ্যাস সরবরাহ। দেশটির জ্বালানি সংস্থা গ্যাজপ্রোম জানিয়েছে, নড স্ট্রিম-১ পাইপ লাইনটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে বন্ধ করা হবে। শুক্রবার অনলাইনে পোস্ট করা একটি বিবৃতিতে গ্যাজপ্রোম এ তথ্য জানিয়েছে।
♦ জাতিসংঘের কর্মকর্তাদের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফোনালাপের পর ক্রেমলিন এই ঘোষণা দিয়েছে।
২১.০৮.২০২২
♦ সেনা অভ্যুত্থানের ঘটনায় সৃষ্ট সংকটের অবসানে আইন মেনে সু চির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মনোভাবের ওপর ভিত্তি করে আমরা আলোচনার বিষয়টি বিবেচনা করতে যাচ্ছি, মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং।
♦ তাইওয়ান ও চীনের মধ্যে আবার উত্তেজনা বেড়েছে। দ্বপরাষ্ট্রটিকে ঘিরে আবার ও বড় ধরনের সামরিক কার্যক্রম চালানো শুরু করেছে বেইজিং।
♦ চীনের যুদ্ধবিমান মধ্যরেখা পেরিয়ে তাইওয়ানের আকাশসীমায় ঢুকেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে নজরদারি বৃদ্ধি করা ছাড়াও যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান।
♦ চীন-ভারতের সীমান্তে অবস্থিত ছোট দেশ ভুটানের অর্থনৈতিক সংকট সৃষ্টি হতে চলেছে। বিদেশি মুদ্রার পরিমাণ কমে এসেছে। টান পড়েছে দেশটির রিজার্ভেও।
♦ ইউরোপজুড়ে কয়েক সপ্তাহের খরার কারণে বিভিন্ন নদী ও হ্রদের পানির স্তর নিচে নেমে গেছে। ফলে পানির নিচে ডুবে থাকা বিভিন্ন প্রাচীন সম্পদ দৃশ্যমান হচ্ছে।
♦ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবরে পড়েছে স্পেন। তবে খরার ভয়াবহতার মধ্যেও ‘স্প্যানিশ স্টোনহেঞ্জ’ নামে প্রাগৈতিহাসিক পাথরবৃত্ত দৃশ্যমান হওয়ায় আনন্দিত হয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা।
২২.০৮.২০২২
♦ ঋণগ্রস্ত শ্রীলঙ্কা আইএমএফ-এর দ্বারস্থ হয়েছে। শ্রীলঙ্কার সামগ্রিক ঋণ মূল্যায়নের পর তাদের কাছ থেকে ঋণের স্থিতিশীলতা পুনরুদ্ধারের বিষয়ে আশ্বাস চাইবে আইএমএফ।
♦ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে ভুটানেও। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় সব ধরনের যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই ছোট দেশটি।
♦ আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমতে শুরু করেছে। সর্বশেষ জুলাই মাসে তার আগের মাস জুনের তুলনায় খাদ্যপণ্যের দাম কমেছে ৮.৬ শতাংশ।
♦ তাইওয়ান নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। যার ফলে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়াও অব্যাহত রেখেছে চীন। এর মধ্যেই গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর এরিক হলকম্ব তাইপে সফরে এসেছেন।
২৩.০৮.২০২২
♦ সম্পর্ক ছিন্নের দীর্ঘ ছয় বছর পর ইরানে আবার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
♦ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র গতকাল সোমবার বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়টি সামনে রেখে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জোরালো প্রস্তুতি নিচ্ছে। মহড়া শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর।
♦ চীনের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে তাইওয়ান সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর এরিক হলকম্ব। চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই দ্বীপ অঞ্চলটিতে একের পর এক মার্কিন কর্মকর্তারা যাচ্ছেন।
♦ সুতা তৈরিতে বিদেশি বিনিয়োগ। সুতা তৈরির কারখানা স্থাপনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার বা ৮৬৫ কোটি ৪৫ লাখ টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) বিনিয়োগ করবে কানাডা-চীনের মালিকানাধীন কোম্পানি বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিডেট।
২৪.০৮.২০২২
♦ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ৫ হাজার ৫৮৭ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
♦ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বিশ্বের মোট গম উৎপাদনের ৩০ শতাংশ হয় ইউক্রেন ও রাশিয়ায়। আর ভুট্টার ২০ শতাংশ উৎপাদিত হয় এই দুই দেশে।
♦ আজ ২৪ আগস্ট পশ্চিম ইউরোপের দেশ ইউক্রেনের স্বাধীনতা দিবস। রাশিয়ার পর এটিই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। ৩১ বছর আগে ১৯৯১ সালের এই দিনে রুশ নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি।
♦ সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক নতুন করে সামরিক অভিযান চালানোর যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
♦ গ্লোবাল ড্রাউট অবজারভেটরির (বৈশ্বিক খরা পর্যবেক্ষণ কেন্দ্র) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ মহাদেশের ৪৭ শতাংশের জন্য সতর্কতা ঘোষণা করা হয়েছে। এর অর্থ সেখানকার মাটি শুকিয়ে গেছে। ইইউর পূর্বাভাস হচ্ছে আগের পাঁচ বছরের গড়ের তুলনায় ভুট্টার ফলন ১৬%, সয়াবিনের ১৫% এবং সূর্যমুখী বীজের ফলন ১২% কম।
২৫.০৮.২০২২
♦ ৫০ বছর উদযাপন উপলক্ষে চাঁদে রকেট পাঠাতে প্রস্তুত নাসা। চাঁদে মানুষ প্রথমবারের মতো পা রাখে অ্যাপোলো-১৭ রকেটে চড়ে।
♦ স্বাধীনতা দিবসে ইউক্রেনের একটি রেলস্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫০ জন। রুশ বাহিনীর হামলার ছয় মাস পূর্তির দিনে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন।
♦ বৈশ্বিক আধিপত্য বজায় রাখার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বুধবার উজবেকিস্তানে একটি সম্মেলনে এমন দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।
২৬.০৮.২০২২
♦ বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে ৭০ দিন ধরে একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, আরও বেশি বেশি দাবানল, বন্যা ও খরার মতো পরিস্থিতি দেখা যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াজনিত বিরূপ এই পরিস্থিতি দেখা যাচ্ছে।
♦ ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো রাশিয়ার বিপক্ষে ভোট দিল ভারত। গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই ভোটাভুটি হয়। লেনদেনে আর ডলারের দরকার নেই ভারত-রাশিয়ার: ব্রিকস প্রেসিডেন্ট।
♦ রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলায় যুক্ত হচ্ছে যুক্তরাজ্য। দেশটি একই সঙ্গে মিয়ানমার বাহিনীকে অস্ত্র ও অর্থ জোগানদাতা তিনটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
২৭.০৮.২০২২
♦ নরওয়েভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির তথ্য অনুযায়ী, রাশিয়ায় দৈনিক ৪৩ লাখ ৪০ হাজার ঘনমিটার গ্যাস পোড়ানো হচ্ছে। পোর্তোভায়া নামের একটি প্ল্যান্টে দৈনিক কোটি মার্কিন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে।
♦ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার টেলিস্কোপ ‘জেমস ওয়েব’। এটি সৌরজগতের বাইরে একটি গ্রহের (এক্সোপ্লানেট) বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড থাকার বিষয়টি শনাক্ত করেছে। ওই গ্রহের নাম ডব্লিউএএসপি-৩৯।
♦ গত মার্চে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সংস্থাটির কর্মকর্তারা ওই পারমাণবিক কেন্দ্রটি পর্যবেক্ষণ শুরুর খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন।
♦ যুদ্ধের আগে কানাডার প্রতি মণ গমের দাম ছিল ৯০০ টাকা। এখন সেই দাম বেড়ে হয়েছে দুই হাজার টাকা, রাশিয়ার গম আগে প্রতিমণ ১ হাজার ১০০ টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ টাকায়।
২৮.০৮.২০২২
♦ শ্রীলঙ্কায় ক্ষুধা নিয়েই ঘুমাতে যায় শিশুরা: জাতিসংঘ।
♦ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের চীনা নীতিসংক্রান্ত দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান ও মন্ত্রী চিউ তাই-সান। তিনি সেখানে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে তাইওয়ানের আন্তর্জাতিক সমর্থন নিয়ে কথা বলবেন।
♦ কফি ও পাম তেল পাপুয়া নিউগিনির দুটি শীর্ষ রপ্তানি পণ্য। এর মধ্যে দেশটিতে কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী জো কুলি। পাম তেলবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পার্লামেন্ট সদস্য ফ্রান্সিস মানেকে।
♦ ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকজনের জন্য আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্থিক সুবিধা প্রবর্তনসংক্রান্ত এই ডিক্রিতে গতকাল শনিবার সই করেন পুতিন। ডিক্রির আওতায় পেনশনভোগী, অন্তঃসত্ত্বা, প্রতিবন্ধী ব্যক্তিরাও আর্থিক সুবিধা পাবেন।
♦ ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দার লিয়েন বলেছেন, ইউক্রেন যদি রুশদের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনই থাকবে না। তার মতে, ইউক্রেন নিজেদের জন্য লড়াই করছে না তারা ইউরোপের জন্যও লড়াই করছে।
২৯.০৮.২০২২
♦ আর্কটিক অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার মধ্যে সেখানে প্রথমবারের মতো দূত নিয়োগের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
♦ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দেশটিতে অভ্যন্তরীণ সংঘাত নিরসন করে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে বহুপক্ষীয় অস্ত্রবিরতির প্রস্তাব করেছেন।
♦ তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব অভিযোগ করেছেন, তাঁর দেশের ভূখণ্ডে একের পর এক ড্রোন হামলা চালাতে মার্কিন বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে পাকিস্তান।
♦ যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রুণ (সিথেটিক এমব্রায়ো) তৈরি করেছেন, যাতে মস্তিষ্ক, স্পন্দনক্ষম হৃদযন্ত্রসহ শরীরের জন্য অঙ্গ তৈরির উপাদান বিদ্যমান রয়েছে। এই ভ্রুণ তৈরি করা হয়েছে ইঁদুরের স্টেম সেল থেকে।
৩০.০৮.২০২২
♦ আজ ৩০ আগস্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে আজ।
♦ করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধের লক্ষ্যে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট হুয়াকিয়াংবেই সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের কর্তৃপক্ষ গতকাল সোমবার এই সিদ্ধান্তের কথা জানায়।
♦ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় গতকাল সকালে চাঁদে রওনা হওয়ার কথা ছিল নাসার পরবর্তী প্রজন্মের রকেটের। কিন্তু কারিগরি ত্রুটির কারণে যাত্রা স্থগিত ঘোষণা করেন নাসার পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-টম্পসন।
♦ ১৭ বছর বয়সে একা বিমান চালিয়ে বিশ্বভ্রমণ করেন যুক্তরাজ্য ও বেলজিয়ামের যৌথ নাগরিক ম্যাক রাদারফোর্ডের।
৩১.০৮.২০২২
♦ রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন।
♦ তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির প্রস্তাবে মার্কিন কংগ্রেসের অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এর মধ্যে জাহাজবিধ্বংসী ৬০টি ক্ষেপণাস্ত্র ও বিমান থেকে অন্য বিমানকে লক্ষ্যবস্তু করার ক্ষমতাসম্পন্ন ১০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে।
♦ রাশিয়ার বিরুদ্ধে গ্যাস সরবরাহকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে ফ্রান্স। গতকাল ফরাসি জ্বালানিমন্ত্রী আগনেস পানিয়ের-রুনাচের এই অভিযোগ করেন।
♦ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের কর্মকর্তাদের ভিসা নবায়ন করেনি ইসরায়েল। এ ঘটনায় ইসরায়েল সরকারের তীব্র সমালোচনা করেছেন সংস্থাটির প্রধান মিশেল ব্যাশেলেত।
♦ গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন ১ শতাংশ সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে। গবেষণায় গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, আগামী বছরের বার্ষিক উৎপাদন দশমিক ৬ শতাংশ সংকোচন হতে পারে।
♦ নিজেদের পানিসীমায় মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সলোমন দ্বীপপুঞ্জ। দ্বীপ রাষ্ট্রটি বলেছে, এখন থেকে আর কোনও বিদেশি যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে সলোমন দ্বীপপুঞ্জের পানিসীমায় প্রবেশ করতে পারবে না।
♦ সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মঙ্গলবার (৩০ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আলোচিত বিশ্ব
লোকান্তর-গাথা
আয়মান আল-জাওয়াহিরি
আল কায়েদার প্রধান সংগঠক, কৌশলবিদ ও শল্যচিকিৎসক মিসরের কায়রোর এক সম্ভ্রান্ত পরিবারে জাওয়াহিরি জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে মিসরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাবন্দি হন। ১৯৭৩ সালে ইজিপশিয়ান ইসলামিক জিহাদ গঠন করা হলে তাতে যোগ দেন তিনি। ১৯৮১ সালে ইসলামিক জিহাদের কিছু সদস্য সেনাবাহিনীর পোশাক পরিধান করে কায়রোর একটি মিলিটারি প্যারেডে ঢুকে প্রেসিডেন্ট, আনোয়ার সাদাতকে হত্যা করে। এরপর সে ঘটনায় জড়িত সন্দেহে কয়েকশ সদস্যের সঙ্গে জাওয়াহিরিকেও আটক করা হয়। কারাভোগের পর তিনি মিসর থেকে পাকিস্তান চলে আসেন। সেসময় সৌদি ধনকুবের ও আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তার পরিচয় হয়। ২ মে ২০১১ ওসামা বিন লাদেনের মৃত্যুর পর ১৬ জুন ২০১১ তিনি আল কায়েদার আমির পদে নিযুক্ত হন। ৩১ জুলাই ২০২২ আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA’র পরিচালিত ড্রোন হামলায় তিনি নিহত হন।
এক পলকে বিশ্ব
কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচন
৮ আগস্ট ২০২২ কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশটির ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম সামোই রুটো ৫০.৪৯% ভোট পেয়ে প্রেসিডেনন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গা পান ৪৮.৮৫% ভোট। উইলিয়াম রুটো ৯ এপ্রিল ২০১৩ থেকে তিনি দেশটির ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল
২৫ জুলাই ২০২২ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পান ভারতীয় অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। ১ সেপ্টেম্বর ২০২২ তিনি দায়িত্ব গ্রহণ করেন। কৌশিক বসুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এ পদ অলংকৃত করেন তিনি। কৌশিক বসু অক্টোবর ২০১২- অক্টোবর ২০১৬ পর্যন্ত। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন।
সম্মেলন-বৈঠক
SCO পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন
সময়কাল: ২৮-২৯ জুলাই ২০২২।
স্থান: তাসখন্দ, উজবেকিসস্তান।
জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলন
আয়োজন: তৃতীয়
সময়কাল: ৩১ আগস্ট-১ সেপ্টেম্বর ২০২২।
স্থান: জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক।
পদক ও পুরস্কার
ব্রিটিশ সম্মাননা
ব্রিটিশ সরকার দুই বাংলাদেশি তানাজ্জীনা কোরেশি ও লিনুচ প্রদীপ গোমেসকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করে। ৯ আগস্ট ২০২২ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার তাদেরকে ‘মেম্বার অব মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (MBE)’ এবং ব্রিটিশ এম্পায়ার মেডেল (MBE)’
USAID’র লরা ডব্লিউ বুশ পুরস্কার
২ আগস্ট ২০২২ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (USAID) লরা ডব্লিউ বুশ পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়। বৈশ্বিক নারী সমতার অগ্রগতিতে ভূমিকার জন্য বাংলাদেশের মাহমুদা রহমান খান এ পুরস্কার লাভ করেন।
‘বিতর্কের বিশ্বকাপ’ জিতল ব্র্যাক বিশ্ববিদ্যালয়
২৭ জুলাই ২০২২ ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (WUDC) ২০২২’ জয় করেন বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সৌরদীপ পাল ও সাজিদ আসবাত খন্দকার। ‘ব্র্যাক এ’ নামের দলটিই বাংলাদেশের প্রথম দল, যারা এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং কাউন্সিলের অধীন WUDC’র আসর বসে। বিতর্কের নিয়মকানুন ও কোন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের কোন দল এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, সেটা নির্ধারণ করে ডিবেটিং কাউন্সিল। সার্বিয়ার ইউনিভার্সিটি অব বেলগ্রেড-এ এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
D-8′র আন্তর্জাতিক শান্তি পুরস্কার
অর্থনৈতিক সহযোগিতা সংস্থা D-8’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ লাভ করে। তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এ পুরস্কার দেওয়া হয়। ২০২২ ট্রাস্টের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রাধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠির মাধ্যমে একথা জানান।
রিপোর্ট-সমীক্ষা
প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব
প্রকাশ : আগস্ট ২০২২
প্রকাশক: রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (RISSC), জর্ডান।
প্রতিবেদনের শিরোনাম : The 500 Most Influential Muslims.
প্রতিবেদন অনুযায়ী —
♦ Person of the Year 2022
♦ ম্যান অব দ্য ইয়ার: তুর্কি বংশোদ্ভূত জার্মান মুসলিম উগুর শাহিন; বায়োএনটেক’র প্রতিষ্ঠাতা ও সিইও।
♦ ওম্যান অব দ্য ইয়ার: সামিয়া সুলুহ হাসান, তানজানিয়ার প্রেসিডেন্ট।
শীর্ষ ৫ মুসলিম ব্যক্তিত্ব:
১. শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি, কাতারের আমির;
২. সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ, সৌদি আরবের বাদশাহ;
৩. আয়াতুল্লাহ্ আলী খোমেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা;
৪. রিসেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট;
৫. দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন, জর্ডানের বাদশাহ।
সার্কভুক্ত দেশে পোল্ট্রি উৎপাদন
প্রকাশ : আগস্ট ২০২২
প্রকাশক : SAARC Agriculture Centre (SAC)। প্রতিবেদন অনুযায়ী-
দক্ষিণ এশিয়ায় পোল্ট্রি উৎপাদন (সংখ্যা)
দেশ | উৎপাদন | দেশ | উৎপাদন |
পাকিস্তান | ১,৪৪,৩৪,৬০,০০০ | শ্রীলংকা | ২,৪২,৯১,৮৪০ |
ভারত | ৮৫,১৮,১০,০০০ | আফগানিস্তান | ১,১৮,৯৯,৪০০ |
বাংলাদেশ | ৩৫,৬৩,১৮,০০০ | ভুটান | ১,৩৮,৩,৭১৪ |
নেপাল | ৭,৬১,২৫, ৭৩০ | মালদ্বীপ | ২,১৫,০২৭ |
বৈজ্ঞানিক গবেষণা
প্রকাশ: ৯ আগস্ট ২০২২
প্রকাশক: National Institute of Science and Technology Policy (NISTP), জাপান।
প্রতিবেদন অনুযায়ী —
বৈজ্ঞানিক গবেষণায় শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।
চীন প্রতিবছর গড়ে ৪,০৭,১৮১টি বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আর যুক্তরাষ্ট্র প্রকাশ করে ২,৯৩,৪৩৪টি।
বিশ্বের ১০০ ব্যস্ততম বন্দর
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২
প্রকাশক: লন্ডনভিত্তিক আন্তর্জাতিক শিপিং জার্নাল Lloyd’s List.
প্রতিবেদন অনুযায়ী —
বিশ্বের ব্যস্ততম বন্দর চীনের সাংহাই বন্দর, দ্বিতীয় সিঙ্গাপুর বন্দর
চট্টগ্রাম সমুদ্রবন্দর ৬৪তম।
বিশ্ব দর্পন
মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ
১২ আগস্ট ২০২২ কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়। এটি বিশ্বের ১০টি বৃহত্তম মসজিদের একটি, যেটিতে ২,৩৫,০০০ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮,০৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার। প্রায় তিন বছর আগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ, একটি কনফারেন্স হল, একটি টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে।
দুর্নীতির মামলায় সু চি’র কারাদণ্ড
দুর্নীতির চারটি মামলায় ১৫ আগস্ট ২০২২ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দেয় দেশটির জান্তা কর্তৃপক্ষ। ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক বাহিনী সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর থেকে মিয়ানমারের নির্বাচিত এ নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে। এর আগে দেশদ্রোহিতা, দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি অভিযোগে তাকে ১১ বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অন্তত ২০টি মামলা হয়। এসব মামলায় অভিযোগ প্রমাণিত হলে সু’চির ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
চন্দ্র অভিযানে দক্ষিণ কোরিয়া
৪ আগস্ট ২০২২ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস ফোর্স স্টেশন থেকে বিশাল ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চাঁদের কক্ষপথে প্রথম যাত্রা শুরু করে দক্ষিণ কোরিয়ার অরবিটার Danuri। যার মোটামুটি বাংলা অর্থ ‘চাঁদ উপভোগ করুন’। দক্ষিণ কোরিয়ার মহাকাশ গবেষণা ইনস্টিটিউট Korea Aerospace Research Institute (KARI)-এর উদ্ভাবিত অরবিটারটির ওজন ৬৭৮ কেজি। এ অভিযান সফল হলে দক্ষিণ কোরিয়া হবে বিশ্বের সপ্তম ও এশিয়ার চতুর্থ চন্দ্রাভিযান যাওয়া দেশ। এর আগে এশিয়ার মধ্যে চীন, জাপান ও ভারত চাঁদে কোনো না কোনো অভিযান পরিচালনা করেছে।
ইউরোপে ভয়াবহ খরা
ইউরোপের খরা পর্যবেক্ষণকারী সংস্থা European Drought Observatory (EDO) ২০২২ সালের আগস্টে Drought in Europe শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয় গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়ে ইউরোপ। এ বছরের শুরু থেকে ইউরোপের অনেক অঞ্চলে তীব্র খরা দেখা দেয়। আগস্টের প্রথম দিকে আরও নতুন নতুন এলাকায় খরা দেখা দেয় এবং তা ভয়াবহ রূপ ধারণ করে। এ মহাদেশের দুই-তৃতীয়াংশ অঞ্চলে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা সতর্কতা জারি করা হয়। পাশাপাশি অভ্যন্তরীণ জাহাজ চলাচল, বিদ্যুৎ উৎপাদন এবং বেশকিছু ফসল উৎপাদন কমে গেছে। ইউরোপ মহাদেশের ৪৭% অঞ্চল সতর্ক অবস্থার মধ্যে রয়েছে। এসব অঞ্চলের মাটির আর্দ্রতা দারুণভাবে কমে গেছে এবং শাকসবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খরা কী: খরা (Drought) দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়। বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ বৃষ্টিপাতের চাইতে বেশি হলেই এমনটি ঘটে। খরার সময় উক্ত অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে এবং কুয়া, খাল, বিল শুকিয়ে যাওয়ায় ব্যবহার্য পানির অভাব দেখা দেয়। নদী প্রবাহ হ্রাস পায়, ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যায় ও মাটির আর্দ্রতায় ঘাটতি দেখা দেয়, ক্ষেতের ফসল শুকিয়ে শস্য বিপর্যয় ঘটে এবং গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়।
থাই প্রধানমন্ত্রী বরখাস্ত
২৪ আগস্ট ২০২২ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে সাময়িক বরখাস্ত করে দেশটির সাংবিধানিক আদালত। ‘একজন ব্যক্তি শুধু আট বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন’—সাংবিধানিক এমন বাধ্যবাধকতার বিষয়টি সামনে এনে দেশটির প্রধান বিরোধী দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। বিরোধী দলের এ আবেদনের ফলে এখন জবাব দেওয়ার জন্য ১৫ দিনের সময় পাবেন প্রায়ুথ চান ওচা। ২২ মে ২০১৪ সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হন প্রায়ুথ চান ওচা। তখন তিনি ছিলেন সেনাপ্রধান। পরবর্তীতে ২০১৭ সালে নতুন সংবিধানে প্রধানমন্ত্রীর আট বছরের মেয়াদকালের বিষয়টি যুক্ত করা হয়। ২৪ মার্চ ২০১৯ দেশটিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নিয়ন্ত্রিত নির্বাচনের মধ্য দিয়ে একজন বেসামরিক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন প্রায়ুথ চান ওচা। বিভিন্ন সময়ে বিরোধিতার সম্মুখীন হয়ে এখন পর্যন্ত তার আছে একাধিক বার অনাস্থা ভোট হয়।
দেশভিত্তিক নিয়মিত আয়োজন
ভারত
পশ্চিমবঙ্গে নতুন সাত জেলা
১ আগস্ট ২০২২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আরও সাতটি নতুন জেলা তৈরির ঘোষণা দেন। আগামী ছয় মাসের মধ্যে জেলাগুলোর কার্যক্রম শুরু হবে। তখন জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হবে ৩০টি। বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩টি জেলা হলো- বাঁকুড়া, আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কালিম্পং কলকাতা, নদীয়া, মালদহ, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।
নতুন জেলা | |
প্রস্তাবিত নাম | যে জেলা ভেঙে |
সুন্দরবন | দক্ষিণ ২৪ পরগণা |
ইছামতি | উত্তর ২৪ পরগণা |
বসিরহাট | উত্তর ২৪ পরগণা |
রানাঘাট | নদীয়া |
বিষ্ণুপুর | বাঁকুড়া |
কান্দি | মুর্শিদাবাদ |
বহরমপুর | মুর্শিদাবাদ |
বিশ্বের সর্বোচ্চ রেল সেতু
১৩ আগস্ট ২০২২ পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে উদ্বোধন করা হয় বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু। হিমালয় পর্বতশৃঙ্গেই চেনাব বা চন্দ্রভাগা নদীর ওপর দিয়ে নির্মিত হয় এ রেল সেতু। এটি ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার বেশি উঁচু। সেতুটি মূলত জম্মু ও কাশ্মীরের পাহাড়ের মধ্যে বাক্কাল ও কুরি নামক দুটি পাহাড়ি অঞ্চলকে যুক্ত করে। সেতুতে মোট ১৭টি পিলার রয়েছে। ৩৫৯ মিটার বা ১,১৭৮ ফুট উঁচু এবং ১,৩১৫ মিটার লম্বা এই রেলসেতুটি তৈরির কাজ ২০০২ সালে শুরু হয়েছিল। কিন্তু সেতুর উচ্চতম স্থানে বিরূপ আবহাওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ২০০৮ সালে আবার নির্মাণকাজ শুরু করা হয়।
আবার প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় গণতান্ত্রিক জোটের (NDA) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। ৩১ জুলাই ২০২২ পাটনায় অনুষ্ঠিত বিজেপির দু’দিনের যৌথ জাতীয় কার্যনির্বাহী সভার সমাপ্তি অধিবেশনে এ তথ্য জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অখণ্ড ভারত
১৩ আগস্ট ২০২২ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS) অখণ্ড ভারতের খসড়া সংবিধান প্রকাশ করে। অখণ্ড ভারতে বসবাসকারী মুসলমান ও খ্রিষ্টানদের ভোটাধিকার থাকবে না। ভোটদানের অধিকার ছাড়া এই দুই সম্প্রদায়ের সবাই অন্যদের মতো সব নাগরিক সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করতে পারবে। অখণ্ড ভারতের রাজধানী হবে বারাণসী। খসড়া সংবিধানের প্রচ্ছদে অখণ্ড ভারতের যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে পশ্চিমে আফগানিস্তান ও পাকিস্তান, পূর্বে মিয়ানমার ও বাংলাদেশ এবং দক্ষিণে শ্রীলংকার কোনো স্বকীয় অস্তিত্ব রাখা হয়েছে। ভারতবর্ষ থেকে যেসব দেশ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের সবাইকে নিয়েই গঠিত হবে অখণ্ড ভারত, যা হবে হিন্দু রাষ্ট্র সেই রাষ্ট্রে ১৬ বছর বয়সিদের ভোটাধিকার থাকবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতার বয়স হবে ২৫।
ইউক্রেন
খাদ্যশস্য রপ্তানি শুরু
ইউক্রেন ও রাশিয়া বিশ্বের বৃহত্তম দুটি খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। ২৪ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়ার আগ্রাসনের পর কৃষ্ণ সাগর হয়ে খাদ্যশস্য সরবরাহ বন্ধ হয়ে যায়। খাদ্যশস্য সরবরাহের বাধা তুলে নিতে ২২ জুলাই ২০২২ জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির নামকরণ করা হয় Initiative on the Safe Transportation of Grain and Foodstuffs from Ukrainian ports, যেটি Black Sea Grain Initiative নামেও পরিচিত। চুক্তির আওতায় ১ আগস্ট ২০২২ ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয়। কৃষ্ণ সাগরে অবস্থিত দেশটির ওডেসা বন্দর থেকে ‘রাজোনি’ নামের জাহাজটি লেবাননের উদ্দেশে রওনা করে। প্রথম ছেড়ে যাওয়া জাহাজটির দৈর্ঘ্য ১৮৬ মিটার ও প্রস্থ ২৫ মিটার। সিয়েরা লিওনের পতাকার অধীনে চলাচলকারী জাহাজটির সক্ষমতা ৩০,০০০ টন। চুক্তির অধীনে ইউক্রেনের বৃহত্তম রপ্তানি বন্দর ওডেসা, চেরনোমোরস্ক ও পিভদেন্নি বন্দর থেকে ইউক্রেনের জাহাজগুলো যাওয়া-আসা করবে এবং সেগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে রাশিয়া-ইউক্রেনসহ একটি আন্তর্জাতিক দল। Black Sea Grain Initiative এর আওতায় রপ্তানি কার্যক্রম তত্ত্বাবধান করতে ২৭ জুলাই তুরস্কের ইস্তানবুলে আনুষ্ঠানিকভাবে বিশেষ যৌথ সহযোগিতা কেন্দ্র (JCC) প্রতিষ্ঠা করা হয়। ১২ আগস্ট ২০২২ জাতিসংঘ মহাসচিব সুদানের আমির মাহমুদ আব্দুল্লাহকে JCC’র সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেন।
তুরস্ক-ইউক্রেন চুক্তি
১৮ আগস্ট ২০২২ তুরস্ক ও ইউক্রেন নতুন চুক্তিতে স্বাক্ষর করে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাস্তা ও ব্রিজ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রুশ আক্রমণের শুরুতে ধ্বংস হওয়া বুচা এবং ইরপিনের সংযোগকারী ব্রিজটির সংস্কার চুক্তির অংশ হিসেবে নির্ধারিত অবকাঠামোর প্রথম বড় ধাপ হিসেবে মনে করা হচ্ছে।
রাশিয়া
সন্ত্রাসী রাষ্ট্র
১১ আগস্ট ২০২২ রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে লাটভিয়ার পার্লামেন্ট। ‘রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করা হোক’ উত্থাপিত এ বিলের পক্ষে ৬৭টি ভোট পড়ে। বিপক্ষে কেউ ভোট দেননি। ভোটের পর রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করেন স্পিকার। এ সময় এ মতাদর্শের সঙ্গে একমত রাষ্ট্রগুলোকে সামনে এগিয়ে আসতে অনুরোধ করা হয়। অধিবেশনে ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়া এবং বেলারুশের জন্য পর্যটন ভিসা প্রদান বন্ধ করারও অনুরোধ জানানো হয়।
মাদার হিরোইন পুরস্কার
১ জুন ২০২২ রাশিয়ায় শিশু দিবসে সন্তান জন্মদানে উৎসাহিত করতে সোভিয়েত আমলের একটি পুরোনো পুরস্কার পুনরায় চালু করার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখা নারীদের রাষ্ট্রীয় পুরস্কার ‘মাদার হিরোইন’ দেওয়া হবে। এর আওতায় পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক রুশ নারীকে দেওয়া হবে ১০ লাখ রুবল, সেই সঙ্গে প্রদান করা হবে রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণপদকও। শিশুদের শিক্ষিত এবং শারীরিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তোলারও দায়িত্ব নেবে সরকার। ১৮ আগস্ট ২০২২ ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। মাদার হিরোইন পুরস্কারের প্রবর্তক ছিলেন সাবেক রুশ শাসক জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে ১৯৪৪ সালে সোভিয়েত নারীদেরকে বেশি বেশি সন্তান জন্মদানে উৎসাহিত করতে আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়।
ইরানের সঙ্গে রেল সংযোগ
রাশিয়ার সঙ্গে রেলপথে কার্গো পরিবহন ব্যবস্থা চালু করতে রেলপথ নির্মাণ করছে ইরান। রাশিয়া, আজারবাইজান ও ইরানকে যুক্তকারী রাশত-আসতারা ও রাশত-কাস্পিয়ান পোর্ট রেলপথে কার্গো পরিবহন করা হবে। রাশত-আসতারা রেলপথ নির্মাণে ইরানের সরকারি প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান Plan and Budget Organization (PBO) সহায়তা করবে। এছাড়া ইরান-রাশিয়া তেল বিনিময় থেকেও এ প্রকল্পে অর্থায়ন করা হবে। রাশত-আসতারা ও রাশত-কাস্পিয়ান রেলপথগুলো International North South Transport Corridor (INSTC)-এর একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কাস্পিয়ান সামুদ্রিক বাণিজ্যে সরাসরি ইরানের পারস্য উপসাগরীয় বন্দরের মধ্য দিয়ে রেলপথে মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকা, ভারত ও দক্ষিণ এশিয়ার সরবরাহ চেইন যুক্ত করে। রেললাইনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। পুরোপুরি চালু হলে INSTC ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সুয়েজ খালের রুটের চেয়ে দ্রুততর এবং কম ব্যয়বহুল হবে।
কালিনিনগ্রাদে রুশ ক্ষেপণাস্ত্র
১৮ আগস্ট ২০২২ রাশিয়া কালিনিনগ্রাদে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান মোতায়েন করে। এটি ২,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এবং গতি শব্দের চেয়ে দশগুণ বেশি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও সেখানে মোতায়েন করা হয়েছে নির্ভুল-নির্দেশিত ইস্কান্দার ক্ষেপণাস্ত্র এবং বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কৌশলগত অঞ্চল হিসেবে কালিনিনগ্রাদের গুরুত্ব অনেক বেশি। এই অঞ্চলে রাশিয়ার বাল্টিক বহরের সদর দপ্তর। তবে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে এর কোনো সীমানা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জার্মানির কাছ থেকে কালিনিনগ্রাদ দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলটির সাথে ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে।
NPI’র পর্যালোচনা বৈঠক
২০২০ সালে Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT)-এর চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশদ আলোচনা হওয়ার কথা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি। বিলম্বে হলেও ১ আগস্ট ২০২২ নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে তা শুরু হয় এবং শেষ হয় ২৬ আগস্ট ২০২২। NPT প্রণয়নের মূল উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির বিস্তার রোধ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা বৃদ্ধি। ১২ জুন ১৯৬৮ জাতিসংঘ সাধারণ পরিষদে চুক্তিটি অনুমোদিত হয়। ১ জুলাই ১৯৬৮ NPT স্বাক্ষরিত হয়। চুক্তি কার্যকরের শর্ত ছিল সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ আরও ৪০টি দেশের স্বাক্ষর। ৫ মার্চ ১৯৭০ চুক্তিটি কার্যকর হয়। চুক্তিটি কার্যকর হওয়ার ২৫ বছর পর ১৭ এপ্রিল-১২ মে ১৯৯৫ এটিতে স্বাক্ষরকারী দেশগুলো মিলিত হয় এবং চুক্তিটির কার্যকাল অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করতে সম্মত হয়। এ পর্যন্ত ১৯১টি রাষ্ট্র (তাইওয়ান, ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটিসহ) চুক্তিটির প্রতি সমর্থন ব্যক্ত করে। উত্তর কোরিয়া ১২ ডিসেম্বর ১৯৮৫ চুক্তিটির প্রতি সম্মতি জ্ঞাপন করলেও চুক্তিটির বাধ্যবাধকতা লঙ্ঘনের মাধ্যমে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় এবং ২০০৩ সালে চুক্তিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। জাতিসংঘের চারটি সদস্য রাষ্ট্র NPT স্বাক্ষর করেনি। দেশগুলো— ভারত, ইসরায়েল, পাকিস্তান ও দক্ষিণ সুদান।
যুক্তরাজ্য
নতুন বাণিজ্যনীতি
১৬ আগস্ট ২০২২ ইউরোপের দেশ যুক্তরাজ্য Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে। নতুন বাণিজ্য নীতি DCTS বিশ্বের মধ্যে অন্যতম উদার বাণিজ্য সুবিধা দেবে। যা বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। নতুন স্কিমটি Generalized System of Preferences (CSP) প্রতিস্থাপন করবে এবং ২০২৩ সালের প্রথম দিকে কার্যকর হবে। এই নীতিতে বাংলাদেশসহ বিশ্বের ৬৫টি উন্নয়নশীল দেশকে শুল্ক হ্রাস এবং সহজতর রপ্তানি সুবিধা দেওয়ার কথা বলা হয়। DCTS যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ করবে। এর মাধ্যমে শুল্কমুক্ত মর্যাদা না হারিয়েই বাংলাদেশ অন্যান্য দেশের কাঁচামাল ব্যবহার করে যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করতে সক্ষম হবে। এই স্কিমের আওতায় অস্ত্র ছাড়া অন্য সব পণ্যে যুক্তরাজ্যে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত থাকবে। এমনকি, বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার পরও তৈরি পোশাকসহ ৯৮% পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যে রপ্তানি করতে পারবে।
অস্ট্রেলিয়া
প্রথম হিজাব পরিহিতা সিনেটর
২১ মে ২০২২ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ১ জুলাই ২০২২ তিনি দেশটির তৃতীয় কম বয়সি সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি একই সাথে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রথম হিজাব পরিহিতা সিনেটর। পায়মানের বাবা শরণার্থী হিসেবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় যায়। ২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। ১৯৯৫ সালে ফাতিমা পায়মান কাবুলে জন্মগ্রহণ করেন।
ব্রাজিল
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন
২ অক্টোবর ২০২২ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেলে তিনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে কোনো প্রার্থী ঐ ম্যাজিক ফিগারে পৌছাতে না পারলে দ্বিতীয় দফায় আবার ভোট গ্রহণের আয়োজন করা হয়। এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারে এবং সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। লুলা ১ জানুয়ারি ২০০৩-৩১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তার শাসনামলে ব্রাজিলের দ্রুত উন্নতি হয়। একই সাথে তার প্রশাসন লাখ লাখ দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করে। ব্রাজিলের সংবিধান অনুযায়ী কেউ টানা দু’মেয়াদের রাষ্ট্রপতি হতে পারেন না।
তিউনিসিয়া
তিউনিসিয়ায় ফিরছে একনায়কত্ব
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবিরল সংগ্রাম করেছে তিউনিসিয়ার সংগ্রামী জনতা। পশ্চিমের গণতন্ত্রীরা সেই গণজাগরণের নাম দেয় আরব বসন্ত। আরব বসন্তের নামে যে পরিবর্তনের সূচনা হয় তিউনিসিয়ার তা ১১ বছর পরে এসে ব্যর্থ হতে চলেছে। ৯ জুন ১৮৮১ থেকে তিউনিসিয়া ফ্রান্সের একটি উপনিবেশ ছিল। ২০ মার্চ ১৯৫৬ এটি স্বাধীনতা লাভ করে। আধুনিক তিউনিসিয়ার স্থপতি হাবিব বোরগুইবা দেশটির স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন এবং ৩০ বঙ্গ ধরে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিউনিসিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়। ৭ নভেম্বর ১৯৮৭ ক্ষমতায় আসেন জাইন এল আবেদিন বেন আলি। দীর্ঘকালীন শাসক হওয়ার কারণে বেন আলি স্বৈরশাসক হয়ে ওঠেন এবং জনপ্রিয়তা হারান। আরব বসন্তের আন্দোলনের মুখে ১৪ জানুয়ারি ২০১১ ক্ষমতা ছাড়েন তিনি। ২৫ জুলাই ২০২১ তিউনিসিয়ায় তৈরি হয় এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। প্রেসিডেন্ট কায়েস সাঈদ এক বিতর্কিত পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী হিশেম মেচিচিকে বরখাস্ত করেন, স্থগিত করেন পার্লামেন্ট। ২৫ জুলাই ২০২২ তথাকথিত গণভোটের নাম করে কায়েম সাঈদ জনগণকে আবার সেই বেন আলির যুগেই প্রবেশ করান। তিউনিসিয়ায় মোট ভোটারের সংখ্যা ৯২,৭৮,৫৪১। গণভোটে অংশ নেন মাত্র ৩০% ভোটার। ২৫ মার্চ ১৯৫৬ রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে তিউনিসিয়ার জনগণ প্রথম ভোট দেয়। সে বছর জনগণের ভোটে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও এবারের গণভোটে একনায়কতন্ত্রের ‘লাইসেন্স’ হাতিয়ে নিলেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। আর জয়ের ফলে নির্বাহী, আইন প্রণয়ন ও বিচার বিভাগীয় ক্ষমতা প্রেসিডেন্টের হাতে চলে যায়।
সৌদি আরব
আয়না ভবন: সৌদি আরবের উত্তর-পশ্চিম অঞ্চলে নির্মিত হবে চোখ ধাঁধানো স্থাপত্য। ‘মিরর লাইন’ নামের স্থাপনাটি গঠিত হবে দুটি প্রতিফলিত কাচের বহুতল ভবন দ্বারা। ভবন দুটির উচ্চতা হবে প্রায় ৪৮৮ মিটার (১৬০০ ফুট)। সমান্তরালভাবে ৭৫ মাইল জায়গাজুড়ে নির্মিত ভবন দুটির অবস্থান হবে মরুভূমি, উপকূল এবং পাহাড়ের পাদদেশে। ২৫ জুলাই ২০২২ মোহাম্মদ বিন সালমান পরিকল্পনাটি উন্মোচন করেন। এতে খরচ হবে আনুমানিক এক ট্রিলিয়ন ডলার। ২৯ জানুয়ারি ২০১৯ প্রকল্পটির ঘোষণা দেন মোহাম্মদ বিন সালমান।
নতুন রীতিতে কাবা শরিফের গিলাফ পরিবর্তন
নববর্ষকে স্মরণীয় করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রতি বছর ৯ জিলহজ সকালে কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হতো। তবে এবার সেই নিয়মে পরিবর্তন এনে হিজরি নববর্ষের প্রথম দিন অর্থাৎ ১ মহররম কাবার গিলাফ পাল্টানো হয়।
ইউরোপ সফরে সৌদি প্রিন্স: ২৬ জুলাই ২০২২ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (MBS) ইউরোপ সফরের অংশ হিসেবে প্রথমে গ্রিসে যান। ২ অক্টোবর ২০১৮ জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে সৌদি যুবরাজের এটি প্রথম সফর। গ্রিস সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাক্ষরিত হয়। এছাড়া সামরিক অর্থনৈতিক সংক্রান্ত সহযোগীতার স্মারকও স্বাক্ষরিত হয়। ২০২২ সালের মে মাসে গ্রিস ও সৌদি আরব ডাটা ক্যাবল সংযোগ তৈরির জন্য একটি যৌথ উদ্যোগ নেয়। যেটি East to Med data Corridor নামে পরিচিত এবং এটি তৈরি করবে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি (STC) ও গ্রিক মালিকানাধীন মেনা হাব। ২৮ জুলাই ২০২২ মোহাম্মদ বিন সালমান ফ্রান্সে যান।
সংযুক্ত আরব আমিরাত
ঝুলন্ত শহর: পৃথিবীর উচ্চতম বহুতল ভবন বুর্জ খলিফার অবস্থান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে। এবার সুউচ্চ এ ভবনটি ঘিরেই বৃত্তাকার বলয় নির্মাণের পরিকল্পনা করছে। Znera Space নামক নির্মাণ সংস্থার স্থপতিদের পরিকল্পনায় উঠে এসেছে এমন একটি স্থাপত্য যা অনেকটাই ঝুলন্ত শহরের মতো। মাটি থেকে উচ্চতা ৫৫০ মিটার, পরিধি ৩ কিলোমিটার।
ড্রোন উড়ানো নিষিদ্ধ: ১২ আগস্ট ২০২২ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার ভয়ে নিজ ভূমিতে যেকোনো ধরনের ড্রোন চালানো নিষিদ্ধ করে করে সংযুক্ত আরবম আমিরাত।
সৌদি ও আমিরাতে মার্কিন ক্ষেপণাস্ত্র: ২ আগস্ট ২০২২ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০০ প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাত ২২৫ কোটি ডলার মূল্যের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করবে।
তুরস্ক
পূর্ণ কূটনৈতিক সম্পর্কে তুরস্ক-ইসরায়েল
১৭ আগস্ট ২০২২ পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয় ইসরায়েল ও তুরস্ক। এর ফলে আবারও দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল নিয়োগ করা হবে। তুরস্ক ও ইসরায়েল সম্পর্ক নতুন কিছু নয়, বরং বহু পুরোনো মুসলিম বিশ্বের সর্বপ্রথম দেশ হিসেবে তুরস্ক ২৮ মার্চ ১৯৪৯ সালে ফিলিস্তিন ভূখণ্ড ভাগ করে দুটি আলাদা রাষ্ট্র গঠনের বিষয়ে জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে ছিল তুরস্ক। তখন থেকে দুই দেশের সামরিক, কূটনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক দ্রুত উন্নত হতে থাকে। ২৭ ডিসেম্বর ২০০৮ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটে। ৩১ মে ২০১০ তুর্কি MV Mavi Marmara জাহাজে ইসরায়েলি হামলায় ১০ বেসামরিক লোকের মৃত্যুর পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ২০১৬-২০১৮ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলে কিন্তু ঐ সময় ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ আবার রাষ্ট্রদূতের প্রত্যাহার করে নেওয়া হয়। ৭ জুলাই ২০২১ আইজ্যাক হার্জগ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌছাতে শুরু করে।
মার্কিন যুক্তরাষ্ট্র
আবাহওয়া বিল পাস
দীর্ঘ ১৮ মাস আলোচনার পর অবশেষে ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট’ শীর্ষক আবহাওয়া বিল মার্কিন কংগ্রেসে পাস হয়। ৭ আগস্ট ২০২২ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এবং ১২ আগস্ট ২০২২ নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। সিনেটে বিলের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে ভোট পড়ায় শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাইব্রেকিং’ ভোটে অচলাবস্থার অবসান হয়। এর মাধ্যমে দেশটির ইতিহাসে জলবায়ু খাতে বৃহত্তম বিনিয়োগ হতে যাচ্ছে। আর্থিক মূল্যমানে এর পরিমাণ ৩৬৯ বিলিয়ন মার্কিন ডলার। বিলে ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৪০% পর্যন্ত কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়াও রয়েছে করনীতি ও স্বাস্থ্যসেবার বিষয়। সব মিলিয়ে ৭৩৭ বিলিয়ন মার্কিন ডলারের এ বিলটির নাম দেওয়া হয় ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইন’ (Inflation Reduction Act-IRA)। ১৬ আগস্ট ২০২২ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হয়।
অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস
২৯ জুলাই ২০২২ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি সিনেটে আটকে যেতে পারে। কারণ হলো ১০০ জন সিনেটরের মধ্যে ৫০ জন ডেমোক্র্যাটরা ভোট প্রয়োজন। তাই বিলটি সেখানে পাসে আরও ১০ রিপাবলিকান সিনেটের সমর্থন লাগবে। মূলত ডেমোক্রাটরা বন্দুক আইন সংস্কার করার পক্ষে, রিপাবলিকানরা বিপক্ষে। এর আগে বন্দুক নিষিদ্ধ নিয়ে ১৯৯৪ সালে কংগ্রেসে একটি বিল পাস হয়। কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়া বিলটির কারণে ১০ বছরের জন্য ‘অ্যাসল্ট রাইফেল’ ও উচ্চক্ষমতাসম্পন্ন গুলি বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল। তবে ২০০৪ সালে আইনটির মেয়াদ শেষ হয়।
ন্যাটোর সম্প্রসারণে বাইডেনের স্বাক্ষর
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৯ আগস্ট ২০২২ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে প্রবেশে আনুষ্ঠানিক অনুমোদন চুক্তিতে স্বাক্ষর করেন। ৩ আগস্ট ২০২২ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট দেশ দু’টির ন্যাটোতে যোগদানের পক্ষে ৯৫-১ ভোটে অনুমোদন দেয় । ন্যাটো দেশের মধ্যে এ স্বীকৃতি প্রদানে যুক্তরাষ্ট্র ২৩তম দেশ। নতুন সদস্য হওয়ার জন্য সব সদস্য দেশের সমর্থন প্রয়োজন। ২৪ ফেব্রুয়ারি ২০২২ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণেই মূলত, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর ব্যাপারে আরও আগ্রহী হয়ে ওঠে। ১৫ মে ২০২২ ফিনল্যান্ড ও ১৬ মে ২০২২ সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আগ্রহ প্রকাশ করে। ২৯ জুন ২০২২ সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। অন্যদিকে, ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ প্রসঙ্গে আপত্তি তুলে নিয়ে ৩০ জুন ২০২২ তুরস্ক দেশ দু’টির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য করতে ৫ জুলাই ২০২২ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সদস্য দেশগুলো প্রটোকলে স্বাক্ষর করে। সবকিছু ঠিকঠাক থাকলে ফিনল্যান্ড ৩১তম এবং সুইডেন ৩২তম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দিবে।
সাম্প্রতিক সংকট
সূত্রপাত যেভাবে
২ আগস্ট ২০২২ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের নিয়মিত হুমকি ও সতর্কতা উপেক্ষা করে তাইওয়ান সফরে যান। তিনি স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্রের নির্বাচিত উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার ২৫ বছরে এই প্রথম তাইওয়ান সফর। এর আগে ২ এপ্রিল ১৯৯৭ রিপাবলিকান নিউ গিংরিচ তাইওয়ানে যান। ১৪ আগস্ট ২০২২ মার্কিন আইন প্রণেতাদের একটি দল তাইওয়ান সফর করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীনের পদক্ষেপ –
সামরিক মহড়া: ৪ আগস্ট ২০২২ তাইওয়ানকে ঘিরে থাকা অঞ্চলগুলোতে চীন বিশাল সামরিক মহড়া শুরু করে। কিছু কিছু জায়গায় তাইওয়ানের উপকূল থেকে দূরত্ব ছিল মাত্র ২০ কিলোমিটার। তাইওয়ান উপত্যকায় সামরিক মহড়ায় দূরপাল্লার গোলাও ছোড়া হয়। এই উপত্যকা চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করেছে। এরপর আরও কয়েক দফায় সামরিক মহড়া চালায় চীন । জবাবে তাইওয়ানও সামরিক মহড়া চালায় ।
বাণিজ্যিক নিষেধাজ্ঞা: ৩ আগস্ট ২০২২ তাইওয়ান থেকে ফল ও মাছ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন। এর মধ্যে অতিরিক্ত কীটনাশকের উপস্থিতি পাওয়ায় লেবুজাতীয় কিছু ফলের আমদানি স্থগিত করে। পাশাপাশি প্যাকেটে করোনাভাইরাস পাওয়া গেছে, এমন ইঙ্গিত করে তাইওয়ান থেকে নির্দিষ্ট কিছু মাছ আমদানি নিষিদ্ধ করে। তবে তাইওয়ানের কৃষিপণ্যের ওপর এমন নিষেধাজ্ঞা এবারই প্রথম নয়, ২০২১ সালে চীন কীটপতঙ্গ পাওয়ার অভিযোগ তুলে আনারস আমদানি নিষিদ্ধ করে।
তাইওয়ান নিয়ে নতুন শ্বেতপত্র
১০ আগস্ট ২০২২ তাইওয়ান নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করে চীন। The Taiwan Question and China’s Reunification in the New Era শীর্ষক নতুন এ শ্বেতপত্রে তাইওয়ানে হংকংয়ের মতো ‘এক দেশ, দুই নীতি’ মডেল প্রস্তাব করে। তবে তাইওয়ানের ভিতরে তৃতীয় পক্ষের কোনো ধরনের উস্কানি বা বিচ্ছিন্নতাবাদী আচরণ বরদাস্ত করবে না চীন। প্রয়োজনে তাইওয়ান অধিগ্রহণ করার পরে সেখানে সামরিক বাহিনী পাঠাবে। নতুন শ্বেতপত্র আগের শ্বেতপত্রগুলোর প্রতিশ্রুতির বিপরীত। এর আগে ৩১ আগস্ট ১৯৯৩ ও ২১ ফেব্রুয়ারি ২০০০ প্রকাশিত শ্বেতপত্রে চীন প্রতিশ্রুতি দেয় পুনরেকত্রীকরণের পর হংকংয়ের মতো তাইওয়ানের ক্ষেত্রেও ‘এক দেশ, দুই নীতি’ মেনে চলবে। অর্থাৎ কোনো দিন চীন তাইওয়ান দখল করলেও সেখানে স্বশাসিত সরকার থাকবে এবং চীনের কোনো সামরিক বাহিনী অথবা প্রশাসনিক কর্মী তাইওয়ান ভূখণ্ডে প্রবেশ করবে না। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হওয়ার পর তাইওয়ানকে স্বায়ত্তশাসনের আশ্বাস দেওয়া হয় সেই শ্বেতপত্রে। ১১ আগস্ট ২০২২ তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (MAC) শ্বেতপত্রে প্রস্তাবিত ‘এক দেশ, দুই নীতি’ মডেল প্রত্যাখ্যান করে। MAC চীন বিষয়ে তাইওয়ানের শীর্ষ নীতিনির্ধারক সংস্থা।
এক দেশ, দুই নীতি
“এক দেশ, দুই নীতি’ (One country, two systems) চীনের একটি মৌলিক আইন। এ মডেল প্রয়োগের মাধ্যমে চীনা শাসনের অধীনেই স্বায়ত্তশাসন লাভ করে হংকং ও ম্যাকাও। ১৯ ডিসেম্বর ১৯৮৪ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং চীনা প্রধানমন্ত্রী ঝাও জিয়াং সিনো-ব্রিটিশ যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ঘোষণাপত্রের বিশেষ শর্তটি ছিল ১৯৯৭ সালের পর থেকে চীন হংকংকে নিয়ন্ত্রণ করবে ‘এক দেশ, দুই নীতি’ অনুযায়ী। ‘পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়াবলি ব্যতিরেকে’ হংকং পরবর্তী ৫০ বছর অর্থাৎ, ২০৪৭ সাল পর্যন্ত উচ্চ পর্যায়ের স্বায়ত্তশাসন উপভোগ করবে। এরই ধারাবাহিকতায় ৪ এপ্রিল ১৯৯০ চীনের বিশেষ অঞ্চল হিসেবে হংকং এর জন্য মৌলিক আইন গৃহীত হয়। ১ জুলাই ১৯৯৭ হংকং এর মৌলিক আইনটি কার্যকর হয়। যার ফলে হংকং ব্রিটিশদের অধীনতা মুক্ত হয়ে চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করে। আর এরই মাধ্যমে অভিনব ‘এক দেশ, দুই নীতি’ ব্যবস্থার যাত্রা শুরু হয়। মৌলিক আইন অনুযায়ী, শুধু একটি চীন থাকবে, কিন্তু স্বায়ত্তশাসিত অঞ্চল তাদের নিজস্ব অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বজায় রাখতে পারবে।
যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ তাইওয়ান
যুক্তরাষ্ট্রের কাছে তাইওয়ান ভূ-রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। চীনের সামরিক প্রভাব খর্ব করতে যুক্তরাষ্ট্র তাদের প্রভাব রাখতে চায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে জাপান এবং দক্ষিণ কোরিয়া পর্যন্ত। তাইওয়ান এর মাঝখানে এবং চীনের খুব কাছাকাছি। চীন-তাইওয়ান দখল করলে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হয়ে যাবে। ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় Taiwan Relations Act করা হয়। এর মাধ্যমে দেশটি তাইওয়ানকে সামরিক সহায়তা ছাড়াও অন্যান্য সহায়তা দেয়। স্বাধীন তাইওয়ানের বিষয়টি যুক্তরাষ্ট্র সমর্থন করে না এবং চীনের অংশ হিসেবেও মানতে চায় না। তবে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃত না হলেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তাইওয়ান যাতে সদস্যপদ লাভ করে সেজন্য যুক্তরাষ্ট্র সমর্থন দেয়।
হুমকিতে বৈশ্বিক বাণিজ্য
ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এবং রাশিয়ার তেলের ওপর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্ব বাজার এখন অস্থিতিশীল হয়ে উঠছে। এর মধ্যে তাইওয়ান ও চীনের মধ্যকার সংঘাত আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। কারণ তাইওয়ানও এশিয়া তথা বিশ্বের জন্য অধিক গুরুত্বপূর্ণ। তাইওয়ানকে মাত্র ১৩টি দেশ স্বীকৃতি দিলেও পুরো পৃথিবী এর ওপর নির্ভর করে। তাইওয়ান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেমিকন্ডাক্টর শিল্পে। বিশ্বে সেমিকন্ডাক্টরের যে বাজার তার ৬৪ শতাংশই তাইওয়ানের নিয়ন্ত্রণে। শুধু তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) বিশ্বের অর্ধেকের বেশি সেমিকন্ডাক্টর তৈরি করে। স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান, সব জায়গায় দরকার পড়ে এই সেমিকন্ডাক্টর। দেশটির রপ্তানি আয়ের ৪০% আসে সেমিকন্ডাক্টর থেকে এবং জিডিপিরও ১৫% নির্ভর করে এর ওপর। এই সেমিকন্ডাক্টরের কারণেই কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর কাছে তাইওয়ান গুরুত্বপূর্ণ। এছাড়া প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী, অপটিক্যাল, চিকিৎসা যন্ত্রপাতি, যানবাহন, লোহা, ইস্পাত, জৈব রাসায়নিক, তেলসহ খনিজ জ্বালানি, তামা, মৎস্যজাত পণ্য, চা, মধু, প্রাকৃতিক বালু ও আনারসসহ আরও অনেক কিছু বিশ্বে রপ্তানি করে দেশটি। এসব পণ্যের রপ্তানি বন্ধ হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। আবার নিজেদের মোট রপ্তানির ৩০ ভাগই চীনে পাঠায় তাইওয়ান। তাই চীনের যেকোনো নিষেধাজ্ঞাই বড় প্রভাব ফেলে দেশটির ওপর। ইতোমধ্যে তাইওয়ানগামী অনেক বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। সমুদ্রপথেও জাহাজ চলাচল বন্ধ প্রায়।
তাইওয়ান প্রণালি
প্রণালি (Strait) হলো পানির একটি সরু পথ, যা দুটি বৃহত্তর জলরাশিকে সংযুক্ত করে। প্রণালির মাধ্যমে দুই বা ততোধিক ভূখণ্ড আলাদা হয়। তাইওয়ান প্রণালি চীন এবং তাইওয়ানকে পৃথককারী একটি অগভীর সামুদ্রিক প্রণালি। প্রণালিটি দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগরের সাথে সংযুক্ত করেছে। সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় ১৩০ কিলোমিটার প্রশস্ত এবং সর্বোচ্চ ৭০ মিটার গভীর। এটি ফরমোজা (সুন্দর) প্রণালি নামেও পরিচিত। প্রণালিটি দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত। আর দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে, যা বিশ্বের সমুদ্রগামী জাহাজ চলাচলের ব্যস্ততম রুট। বিশ্ব অর্থনীতিতে এ প্রণালির গুরুত্ব অত্যধিক। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে উৎপাদিত পণ্য জাহাজে করে ইউরোপ ও বিশ্বের অন্যান্য বাজারে পরিবহনের প্রধান নৌপথ এই প্রণালি। সারা বিশ্বে কন্টেইনারবাহী যতো জাহাজ চলাচল করে তার প্রায় অর্ধেক এবং বড় জাহাজগুলোর ৮৮% তাইওয়ান প্রণালি দিয়ে যাওয়া-আসা করে। তাই বর্তমান বিশ্বের যেসব অঞ্চলকে সামরিক সংঘাতপ্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়, তার মধ্যে এ সময়ের অন্যতম সামরিক উত্তেজনাপূর্ণ ‘হটস্পট’ অঞ্চল তাইওয়ান প্রণালি । তবে এ প্রণালির মালিকানা নিয়ে অন্তর্জাতিক বিতর্ক রয়েছে। চীন জলপথটিকে আন্তর্জাতিক জলসীমার পরিবর্তে ‘অভ্যন্তরীণ আঞ্চলিক জলসীমা’ হিসেবে বিবেচনা করে। অর্থাৎ, চীন সরকার এ প্রণালিতে বিদেশি জাহাজের চলাচলের স্বাধীনতা অস্বীকার করে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এটিকে আন্তর্জাতিক জলসীমা বলে গণ্য করে এবং নিজেদের বাণিজ্যিক জাহাজ, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের স্বাভাবিক চলাচল বৈধ মনে করে।