আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৯.২০২২

♦ গতকাল বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এবারের ৬৪তম ম্যাগসেসাই পুরস্কার বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করেছে র‌্যামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। তাদের নাম হলো- সথেরা চিহিম, রামাদেত্তে জে মাদ্রিদ, তাদাশি হাত্তোরি ও গ্যারি বেনচেগহিব।

♦ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৩ শতাংশ।

♦ পূর্ব-পশ্চিমের সম্পর্কে ব্যাপক পরিবর্তনে নেতৃস্থানীয় ভূমিকা রাখার জন্য ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মিখাইল গর্বাচেভ।

০২.০৯.২০২২

♦ শ্রীলঙ্কাকে ২৯০ কোটি ডলার সহায়তা দেবে আইএমএফ। তবে দেশটিকে কিছু শর্তও মানতে হবে আইএমএফের। আইএমএফের কাছে ৩০০ থেকে ৪০০ কোটি ডলারের সহায়তা চেয়েছিল শ্রীলঙ্কা।

♦ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল।

♦ চীনের ভূখণ্ড থেকে কিছু দূরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপ শিয়ুতে একটি ‘বেসামরিক ড্রোন’ গুলি করে নামিয়েছে তাইওয়ানের সেনারা। তাইওয়ানের দাবি, ড্রোনটি সংরক্ষিত আকাশসীমায় ঢুকে পড়েছিল।

০৫.০৯.২০২২

♦ বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় ১০০ স্টার্টআপ ও ছোট প্রতিষ্ঠানের যে তালিকা প্রকাশ করেছে, তাতে স্থান পেয়েছে বাংলাদেশের স্টার্টআপ শিখো।

♦ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড’ জিতেছেন।

♦ বিশ্বের ধনী দেশগুলোর ক্লাব ওইসিডির বর্তমান মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশ, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ। আগস্টে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১ শতাংশ।

♦ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে মূল্যস্ফীতির ধাক্কা থেকে বাঁচাতে জার্মান সরকার ৬৫ বিলিয়ন বা ৬ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

০৬.০৯.২০২২

♦ মার্কিন নৌবাহিনীর সাবমেরিন ফোর্সের দায়িত্ব পাচ্ছেন অ্যাঙ্গেলা কুগলার। ‘চিফ অব দ্য বোট’ হিসেবে বাহিনীটির ইতিহাসে প্রথম নারী হবেন তিনি।

০৭.০৯.২০২২

♦ যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নতুন সরকার গঠনের অনুমোদন দিয়েছেন। এর মধ্য দিয়ে রাণীর ৭০ বছরের রাজত্বকালে ১৬তম প্রধানমন্ত্রী হলেন ট্রাস।

♦ উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া কামানের গোলা ও রকেট কিনছে। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পর্যবেক্ষণে ।

০৮.০৯.২০২২

♦ গরিব দেশ নয়, ইউক্রেনের খাদ্যশস্য যাচ্ছে ইউরোপে, মন্তব্য পুতিনের। তিনি জানান, চুক্তি সইয়ের পর খাদ্যশস্য নিয়ে ৮০টি জাহাজ ইউক্রেন ছেড়েছে। এর মধ্যে মাত্র দুটি জাহাজের খাদ্যশস্য উন্নয়নশীল দেশগুলো পেয়েছে।

♦ মিয়ানমারের বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে পশ্চিমারা, রাশিয়া সফরে গিয়ে দাবি করেছেন মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং।

♦ জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) একটি নতুন প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, দূষণ এব জলবায়ু পরিবর্তন মিলে আগামী শতাব্দীতে কোটি কোটি মাণুষকে ক্ষতির মুখে ফেলবে। ভয়াবহ এই ক্ষতি থেকে বিশ্বকে রক্ষা করতে আগে থেকেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

০৯.০৯.২০২২

♦ ৭০ বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

♦ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম। আগের তুলনায় বাংলাদেশের সূচকের মূল্যমান বেড়েছে দশমিক ০০০৬।

♦ বৈদেশিক মুদ্রার মজুত কমে হয়েছে ৩,৭০৬ কোটি ডলার, মজুত সর্বোচ্চ উঠেছিল ৪,৮০০ কোটি ডলার, গতকালও আমদানিতে ডলারের দাম ছিল ১০৭ টাকা পর্যন্ত, প্রবাসী আয় এসেছে ১১২ টাকা পর্যন্ত দামে।

১০.০৯.২০২২

♦ আত্মরক্ষার স্বার্থে আগেই পারমাণবিক হামলা চালানোর অধিকারের বিধান যুক্ত করে নতুন একটি আইন পাস করেছে উত্তর কোরিয়া।

♦ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দিনের সফরে গতকাল শুক্রবার পাকিস্তানে গেছেন। গতকাল দেশটির বন্যাবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন তিনি।

♦ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে ৭৩ বছর বয়সী চার্লস নিয়ম অনুযায়ী নতুন রাজা হয়েছেন।

♦ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল-কায়েদা সমর্থিত সিরীয় জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে গত বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে।

১১.০৯.২০২২

♦ লাতিন আমেরিকার দুই দেশ ভেনেজুয়েলা ও কলম্বিয়া গত শুক্রবার ঘোষণা দিয়েছে, এ মাসের শেষ দিকে দুই দেশের স্থলসীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে।

♦ ব্রিটেনের তৃতীয় রাজা চার্লস দায়িত্ব নেওয়ার পর তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, “আমি মহামহিম রাজার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি এবং তাকে শুভকামনা জানাই।”

♦ গতকাল শনিবার তাইওয়ান প্রণালিতে চীন ও তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করেছে চীনের ১৭টি যুদ্ধবিমান, জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

♦ রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেন।

১২.০৯.২০২২

♦ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বিশ্বের দীর্ঘতম রাজত্ব এখন ব্রুনাইয়ের সুলতানের। সুলতান হাসান-আল বলকিয়া প্রায় ৫৫ বছর ধরে রাজত্ব করছেন।

♦ রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

♦ ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আকারের দিক দিয়ে ইউরোপের সর্ববৃহৎ এবং গোটা বিশ্বের ১০ম পরমাণু স্থাপনা।

১৩.০৯.২০২২

♦ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামীকাল বুধবার মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান যাচ্ছেন। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে এবং তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে পশ্চিমাদের দ্বন্দ্বের মধ্যে সি ও পুতিন বৈঠকে বসতে যাচ্ছেন।       

♦ ইউক্রেনকে অস্ত্রসহায়তা দেয়, এমন ৫০টি দেশ নিয়ে গড়ে তোলা হয়েছে ইউক্রেন কন্ট্যাক্ট গ্রুপ। জার্মানিতে বৈঠকে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে অস্ত্র দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী।    

♦ জাতিসংঘের প্রকাশ করা নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে আধুনিক দাসত্বের শৃঙ্খলে আটকা পড়া মানুষের সংখ্যা এখন পাঁচ কোটি।

১৪.০৯.২০২২

♦ আবারও যুদ্ধে জড়িয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। উভয়পক্ষের সংঘর্ষে প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। নিহতদের ৪৯ আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের।   

♦ পরিবেশবান্ধব জ্বালানির জন্য ‘কৃত্রিম সূর্য’ আবিষ্কার দক্ষিণ কোরিয়ার পদার্থবিদদের। শক্তিশালী পারমাণবিক বিক্রিয়া ঘটিয়ে এটা করা হয়েছে, যা সূর্যের চেয়ে সাতগুণ বেশি তাপ উৎপন্ন করেছে।            

♦ আন্তর্জাতিক লেনদেন থেকে মার্কিন ডলার বাদ দেওয়ার আহ্বান জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১৫.০৯.২০২২

♦ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব বিপদের মধ্যে আছে। সে বিপদ মোকাবিলায় সংহতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাইকে কাজ করার জন্য আহবান জানিয়েছেন তিনি। ৭৭তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

১৬.০৯.২০২২

♦ রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে ৪৪০টিরও বেশি মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ।           

♦ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ৮১ শতাংশ বেড়েছে এবং চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাণিজ্য বেড়েছে ৩০ শতাংশ।          

♦ ইরান মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি বাধ্যবাধকতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দেশটি চীন ও রাশিয়ার ব্লকে প্রবেশ করলো।

১৭.০৯.২০২২

♦ বিশ্বের সাড়ে ৩৪ কোটি (৩৪৫ মিলিয়ন) মানুষ অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে বলে বৈশ্বিক সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বেসলি।   

♦ বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধি ২০২৩ সালে বৈশ্বিক মন্দার কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মূল্যস্ফীতি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো যেভাবে সুদের হার বৃদ্ধি করেছে তার মাত্রা ‘গত পাঁচ দশকে সর্বোচ্চ’ বলছে সংস্থাটি।        

♦ রাশিয়া বিনামূল্যে উন্নয়নশীল দেশগুলোকে সার দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ জন্য ইউরোপকে রাশিয়ার রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।     

♦ ইউক্রেনের জন্য আরও ৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তার অনুমোদন করা হয়।       

♦ মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ অস্ত্র নির্মাণকারী কোম্পানি রেইথন এবং বোয়িংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন।      

♦ আগামী বছর এসসিওর সভাপতিত্ব করবে ভারত। শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সেই বিষয়ে ভারতকে আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০২৩ সালে শীর্ষ সম্মেলনের আয়োজনে ভারতকে চীন সর্বোচ্চ সাহায্য করবে।     

১৮.০৯.২০২২

♦ চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান সোমবার ব্রিটেনের রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে চীনা প্রতিনিধি দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।  

♦ ২০১৯ সালে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রেসিডেন্ট রাজধানীর নাম ‘আস্তানা’ বদলে ‘নূর-সুলতান’ নামে নামকরণ করেন। তবে তিন বছর পেরোতেই সেই পুরনো ‘আস্তানা’ নামেই আবার নামকরণ করা হয়েছে কাজাখস্তানের রাজধানী।

♦ জাপানে আঘাত হেনেছে সুপার টাইফুন নানমাডল। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) পূর্ব এশিয়ার এই দেশটির সবচেয়ে দক্ষিণে অবস্থিত প্রধান দ্বীপ কিউশুতে আঘাত হানে টাইফুনটি।         

♦ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধ করে সামরিক জান্তাকে আরও একঘরে করার আহবান জানিয়েছে।

১৯.০৯.২০২২

♦ আফগানিস্তানের মেয়েদের জন্য উচ্চবিদ্যালয়গুলো খুলে দিতে তালেবানের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ।

♦ জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে, পাকিস্তানে বন্যায় ক্ষতির শিকার হয়েছে ১ কোটি ৬০ লাখ শিশু। এর মধ্যে অন্তত ৩৪ লাখ শিশুর জীবন বাচানোর জন্য জরুরি সহয়তা প্রয়োজন।     

♦ রুশ বাহিনীর বিরুদ্ধে দেশে যুদ্ধ চলছে। এ অবস্থায় দেশের হয়ে যুদ্ধ করতে কঙ্গো ছেড়েছেন ২৫০ জন ইউক্রেনীয় সেনা। জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে তারা কঙ্গোতে দায়িত্ব পালন করছিলেন। 

২০.০৯.২০২২

♦ নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেসব রেখা কল্পনা করা হয়েছে, সেগুলোই দ্রাঘিমারেখা। রেখাগুলো পৃথিবীর পরিধির অর্ধেকের সমান।    

♦ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) বাংলাদেশসহ গরিব ও নিম্নমধ্যম আয়ের দেশের জন্য ‘আইডিএ-২০’ নামে নতুন এ শাখা যুক্ত করা হয়েছে। আগামী তিন বছর বাংলাদেশ এ শাখা থেকে ঋণ নিতে পারবে।

♦ চলতি মাসের প্রথম ১৫ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। যা দেশীয় মুদ্রায় ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

২১.০৯.২০২২

♦ ২৩ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে লুহানস্কে গঠভোট। ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এ গণভোটের আয়োজন করা হয়েছে।

♦ মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবায়িন এলাকায় দেশটির সামরিক জান্তার হামলায় ১১ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এ তথ্য দিয়েছে।

♦ ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে বৈঠকে করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে তার্কিশ হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

♦ চীনের শুল্ক পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, আগস্টে চীন রাশিয়া থেকে যে পরিমাণ জ্বালানি আমদানি করেছে তা গত বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি। গত ছয় মাসে চীন মোট চার হাজার ৪০০ কোটি ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে রাশিয়া থেকে।

♦ ফিলিস্তিনের ভূমিতে দখল বন্ধে ইসরায়েলকে বাধ্য করা উচিৎ জাতিসংঘের। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি এই মন্তব্য করেন।

২২.০৯.২০২২

♦ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের জন্য জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’কে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।      

♦ রশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ছয় হাজার রুশ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন।

২৩.০৯.২০২২

♦ রাশিয়ার সঙ্গে যুক্ত করতে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরঝজিয়ায় পাঁচদিনব্যাপী গণভোট শুরু।

২৫.০৯.২০২২

♦ ইতালির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত।

২৭.০৯.২০২২

♦ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃতা রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত।

২৮.০৯.২০২২

♦ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়।

♦ জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর নাম শিনজো আবে।

♦ সৌদি আরবের যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহামম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

২৯.০৯.২০২২

♦ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানা হারিকেনের নাম ইয়ান ।

♦ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট (৪৯তম) কমলা হ্যারিস।

৩০.০৯.২০২২

♦ রাশিয়ার সঙ্গে যুক্ত ইউক্রেনের চারটি অঞ্চলের নাম- খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক।

♦ রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইনের নাম নর্ড স্ট্রিম।

 

আলোচিত বিশ্ব

এক পলকে বিশ্ব

আন্তর্জাতিক

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি: কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভ; নিয়োগ ২ সেপ্টেম্বর ২০২২।

চেয়ারপারসন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (IUMS): ড. হাবিব সালিম সাক্কাফ আল জাফরি (ইন্দোনেশিয়া); নির্বাচিত হন ১০ সেপ্টেম্বর ২০২২।

প্রধানমন্ত্রী

সেনেগাল: আমাদৌ বা; দায়িত্ব গ্রহণ ১৭ সেপ্টেম্বর ২০২২।

বুরুন্ডি: জারভেইস নাদিরাকুবুচা; দায়িত্ব গ্রহণ ৭ সেপ্টেম্বর ২০২২।

পদক-পুরস্কার

এমি অ্যাওয়ার্ড বিজয়ী বারাক ওবামা

২০২২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড’ লাভ করেন । নিজের Netflix ডকুমেন্টারি সিরিজ Our Great National Parks-এর জন্য ‘সেরা কথক’ শ্রেণিতে ৩ সেপ্টেম্বর ২০২২ তাকে এ পুরস্কার দেওয়া হয়। এমি অ্যাওয়ার্ড জেতার আগে বারাক ওবামা ২০০৬ ও ২০০৮ সালে Dreams from My Father এবং The Audacity of Hope-এর অডিও সংস্করণের জন্য Best Spoken Word Album শ্রেণিতে গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন। সেই হিসেবে ওবামা EGOT হওয়ার পথে এগিয়ে গেলেন। কেউ যখন Emmy, Grammy, Oscar and Tony পুরস্কার জেতেন, তখন তাকে EGOT বলা হয়। এখন পর্যন্ত EGOT মর্যাদা পেয়েছেন মাত্র ১৭ ব্যক্তি। এর আগে ১৯৫৬ সালে এমি অ্যাওয়ার্ড লাভ করেন আরেক মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার।

সম্মেলন-বৈঠক

UNGA

United Nations General Assembly

আয়োজন: ৭৭তম

শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২২

স্থান: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

EEF বৈঠক

Eastern Economic Forum

আয়োজন: ৭ম

সময়কাল: ৫-৮ সেপ্টেম্বর ২০২২

স্থান: ভ্লাদিভস্তক, রাশিয়া।

IAEA সাধারণ সভা

International Atomic Energy Agency

আয়োজন: ৬৬তম

সময়কাল :২৬-৩০ সেপ্টেম্বর ২০২২

স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।

INTERPA সম্মেলন

আয়োজন: ১১তম

সময়কাল: ১২-১৪ সেপ্টেম্বর ২০২২

স্থান: ঢাকা, বাংলাদেশ

প্রতিপাদ্য: Digitalization of Policing

অংশগ্রহণ: ৩৯টি দেশ

এবারের সম্মেলনে বাংলাদেশ ও কাতার INTERPA’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

INTERPA: বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমি নিয়ে গঠিত International Association of Police Academies. সদস্য ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি। সদর দপ্তর আঙ্কারা, তুরস্ক। প্রতিষ্ঠা ২ জুলাই ২০১১।

G20 সম্মেলনে বাংলাদেশ অতিথি

৯-১০ সেপ্টেম্বর ২০২৩ বিশ্বের শিল্পোন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক জোট Group of Twenty (G20) । ১ ডিসেম্বর ২০২২-৩০ নভেম্বর ২০২৩ G20’র সভাপতির দায়িত্ব পালন করবে ভারত। ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ দেশটিতে G20 জোটের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান পর্যায়ের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। G20-এর বৈঠক ও শীর্ষ সম্মেলনে কিছু অতিথি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানোর ঐতিহ্য আছে। ১৩ সেপ্টেম্বর ২০২২ ভারত এক ঘোষণায় G20 নিয়ে তার কর্মপরিকল্পনা প্রকাশ করে । তাতে বলা হয় G20’র বৈঠকে অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে।

রিপোর্ট-সমীক্ষা

বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক

• প্রকাশ: সেপ্টেম্বর ২০২২ · প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EU) · অন্তর্ভুক্ত দেশ: ১১৩টি।

প্রতিবেদন অনুযায়ী খাদ্য নিরাপত্তায় · শীর্ষ দেশ: ফিনল্যান্ড · সর্বনিম্ন দেশ: সিরিয়া · সার্কভুক্ত দেশের অবস্থান: ৬৮. ভারত, ৭৪. নেপাল, ৭৯. শ্রীলংকা, ৮০. বাংলাদেশ ও ৮৪. পাকিস্তান।

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনী

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২ · প্রকাশক: মার্কিন সাময়িকী ফোর্বস।

প্রতিবেদন অনুযায়ী · সিঙ্গাপুরের শীর্ষ ধনী: লি এক্সিটিন; সম্পদ ১৭.৬ বিলিয়ন বা ১,৭৬০ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশের মুহাম্মদ আজিজ খান ৪২তম ধনী; সম্পদ ১০০ কোটি মার্কিন ডলার।

বৈশ্বিক অর্থনৈতিক ও বাণিজ্য কেন্দ্র প্রকাশ: সেপ্টেম্বর ২০২২ · প্রকাশক: থিঙ্ক ট্যাঙ্ক জেড/ইয়েন পার্টনারস এবং চায়না ডেভেলপমেন্ট ইনস্টিটিউট · অন্তর্ভুক্ত অর্থনৈতিক কেন্দ্র: ১১৯টি।

প্রতিবেদন অনুযায়ী · শীর্ষ বাণিজ্য কেন্দ্র: নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) · সর্বনিম্ন বাণিজ্য কেন্দ্র: উহান (চীন)।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২

প্রতিবেদনে বিশ্ব

সূচক: ০.৭৩২ · গড় আয়ু: ৭১.৪ বছর · মাথাপিছু আয়: ১৬,৭৫২ মার্কিন ডলার · শীর্ষ দেশ: সুইজারল্যান্ড (সূচক ০.৯৬২) · সর্বনিম্ন দেশ: দক্ষিণ সুদান (সূচক ০.৩৮৫) · গড় আয়ু শীর্ষে: হংকং (৮৫.৫ বছর) · সর্বনিম্ন: শাদ (৫২.৫ বছর) · মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) · শীর্ষে: লিচটেনস্টাইন (১,৪৬,৮৩০ মার্কিন ডলার) · সর্বনিম্ন: বুরুন্ডি (৭৩২ মার্কিন ডলার)।

ক্যাটাগরিভিত্তিক মোট দেশ, শীর্ষ ও সর্বনিম্ন দেশ

ক্যাটাগরি দেশ

দেশ

শীর্ষ দেশ

সর্বনিম্ন দেশ

অতি উচ্চ

৬৬

সুইজারল্যান্ড (প্রথম)

থাইল্যান্ড (৬৬তম)

উচ্চ

৪৯

আলবেনিয়া (৬৭তম)

ভিয়েতনাম (১১৫তম)

মধ্যম

৪৪

ফিলিপাইন (১১৬তম)

আইভরিকোস্ট (১৫৯তম)

নিম্ন

৩২

তানজানিয়া (১৬০তম)

দক্ষিণ সুদান (১৯১তম)

প্রতিবেদনে সার্কভুক্ত দেশ

সূচকে শীর্ষ: · শ্রীলংকা · সর্বনিম্ন: আফগানিস্তান। · গড় আয়ুতে শীর্ষ: মালদ্বীপ · সর্বনিম্ন: আফগানিস্তান। মাথাপিছু আয় শীর্ষ: মালদ্বীপ · সর্বনিম্ন: আফগানিস্তান।

দেশ

সূচক

গড় আয়ু (বছর)

মাথাপিছু আয় (PPP) মা.ড

৭৩. শ্রীলংকা

০.৭৮২

৭৬.৪

১২,৫৭৮

৯০. মালদ্বীপ

০.৭৪৭

৭৯.৯

১৫,৪৪৮

১২৭. ভুটান

০.৬৬৬

৭১.৮

৯,৪৩৮

১২৯. বাংলাদেশ

০.৬৬১

৭২.৪

৫,৪৭২

১৩২. ভারত

০.৬৩৩

৬৭.২

৬,৫৯০

১৪৩. নেপাল

০.৬০২

৬৮.৪

৩,৮৭৭

১৬১. পাকিস্তান

০.৫৪৪

৬৬.১

৪,৬২৪

১৮০. আফগানিস্তান

০.৪৭৮

৬২.০

১,৮২৪

বিশ্ব দর্পণ

মদিনায় নতুন সোনার খনি

১৫ সেপ্টেম্বর ২০২২ সৌদি জিওলজিক্যাল সার্ভে (SGS), মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে সোনার খনির সন্ধান পাওয়ার কথা জানায়। একই সঙ্গে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও আবিষ্কৃত হয় চারটি তামার খনি। এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চ্যালকোসাইট Cu2S খনিজ ও মাঝারি মানের কপার কার্বনেট খনিজ। এগুলোকে ২০২২ সালের আবিষ্কারের তালিকায় সংযুক্ত করা হবে। নতুন খনিগুলো সৌদি আরবের খনি সম্পৃক্ত বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত করবে।

তুরস্কের বিজয়ের শতবর্ষ

প্রথম বিশ্বযুদ্ধ (২৮ জুলাই ১৯১৪-১১ নভেম্বর ১৯১৮) শেষে ওসমানি সালতানাতের পরাজয়ের পর মিত্র বাহিনী তুরস্ক দখল করে। ১৯১৯ সালে বিদেশি দখলদারিত্ব তুরস্কের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে। এরপর ১৫ মে ১৯১৯-১১ অক্টোবর ১৯২২ পর্যন্ত সংঘটিত যুদ্ধে কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি বাহিনী আনাতোলিয়া থেকে দখলদারদের তাড়িয়ে দেয়। ২৬-৩০ আগস্ট ১৯২২ পর্যন্ত তুর্কি বাহিনী পশ্চিম কুতাহিয়া প্রদেশে ডুমলুপিনার যুদ্ধে লড়াই করে। এই যুদ্ধে গ্রিক বাহিনী ও মিত্রবাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে তুরস্কের সেনাবাহিনী। একই সাথে সব বিদেশি বাহিনী সেই অঞ্চল ছেড়ে চলে যায়। এক বছর পর ২৯ অক্টোবর ১৯২৩ নতুন তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। ৩০ আগস্ট ২০২২ তুরস্কের বিজয়ের শতবর্ষ পালিত হয়।

দুবাইয়ে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি

বর্তমান বিশ্বে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ঝাঁ-চকচকে সুউচ্চ ভবন, ছুটি কাটানোর বিলাসী সব ব্যবস্থা পর্যটকদের শহরটিতে টেনে আনে। এবার দুবাইয়ে চাঁদের আদলে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতেই এটি বানানো হচ্ছে। রিসোর্টটিতে পাওয়া যাবে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি। Moon World Resorts Inc (MWR) নামের কানাডা একটি স্থাপত্য প্রতিষ্ঠান রিসোর্টটি নির্মাণের উদ্যোগ নেয়। রিসোর্টের ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট বা ২২৪ মিটার। ৫০০ কোটি ডলার ব্যয়ে বিলাসবহুল রিসোর্টটি আগামী ৪৮ মাসের মধ্যে নির্মাণ করা হবে। মুন ওয়ার্ল্ড রিসোর্টের বিশেষ সুবিধা হচ্ছে, দর্শনার্থীরা সেখানে এসে চাঁদের পৃষ্ঠে ভ্রমণের মতো অনুভূতি পাবেন। কারণ, সেখানে লুনার কলোনি নামের একটি স্থান থাকবে।

দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলংকার ‘শ্বেতহস্তী’ আখ্যায়িত প্রকল্প লোটাস টাওয়ার ১৫ সেপ্টেম্বর ২০২২ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। টিকিটের মাধ্যমে এদিন থেকে দর্শনার্থীরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু এ ভবনে প্রবেশ করে। যদিও টাওয়ারের অভ্যন্তরীণ সব কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। ২০১৯ সালে চীনা অর্থায়নে এ টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় এবং এটি উদ্বোধন করা হয় ১৬ সেপ্টেম্বর ২০১৯। ১৭ তলাবিশিষ্ট লোটাস টাওয়ারের অবস্থান দেশটির রাজধানী কলম্বোর প্রাণকেন্দ্রে। আকাশচুম্বী এ টাওয়ারে রয়েছে একটি টেলিভিশন টাওয়ার, হোটেল, টেলিকমিউনিকেশন জাদুঘর, রেস্তোরাঁ, অডিটরিয়াম, পর্যবেক্ষণ ডেক, শপিং মল ও কনফারেন্স সেন্টার। ৩০,৬০০ বর্গমিটার এলাকাজুড়ে এ টাওয়ার নির্মাণে খরচ হয় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি; যার ৮০ ভাগ অর্থায়ন করে চীন। ৩৫০ মিটার উচ্চতার টাওয়ারটি বিশ্বে ১৯তম, এশিয়ায় ১১তম ও দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ভবন।

ইউরোপ মহাদেশ

আশ্রয়প্রার্থী যাবে রুয়ান্ডায়

৯ সেপ্টেম্বর ২০২২ ডেনমার্ক ও রুয়ান্ডার মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ডেনমার্কে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আফ্রিকার রুয়ান্ডায় পাঠানো হবে। চুক্তিতে উল্লেখ করা হয় যেসব শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়প্রার্থী ডেনমার্কে এসে আশ্রয় প্রার্থনা করবে, তাদের সরাসরি রুয়ান্ডায় স্থাপিত শরণার্থী শিবিরে পাঠানো হবে। তারা অনির্দিষ্টকালের জন্য রুয়ান্ডায় বসবাস করবে। এর আগে ৪ এপ্রিল ২০২২ রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য একই ধরনের চুক্তি স্বাক্ষর করে। ২৬,৩৩৮ বর্গ কিলোমিটারের রুয়ান্ডা আফ্রিকায় চতুর্থ ছোট দেশ। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসেবে সেপ্টেম্বর ২০২১ রুয়ান্ডায় এক লাখ ১৬৩ জন শরণার্থী ও আশ্রয়প্রার্থী ছিলেন। ১৫ জুন ১৯৯০ স্বাক্ষরিত এবং ১ সেপ্টেম্বর ১৯৯৭ কার্যকর হওয়া ইউরোপীয় ইউনিয়নের EU) ডাবলিন রেগুলেশনে (Dublin Regulation) বলা হয়েছে, EU ভুক্ত দেশে যদি কোনো ব্যক্তি আশ্রয় প্রার্থনা করে, তাহলে তার আশ্রয়প্রাপ্তির প্রক্রিয়াটি সেই দেশেই পরিচালনা করা হবে। ডেনমার্ক ডাবলিন রেগুলেশনে স্বাক্ষর করা দেশগুলোর অন্যতম। তাই রুয়ান্ডার সঙ্গে ডেনমার্কের এই চুক্তি EU’র আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।

জিব্রাল্টার শহরকে সরকারি স্বীকৃতি

২৯ আগস্ট ২০২২ ভূমধ্যসাগরে অবস্থিত জিব্রাল্টার শহরকে সরকারি স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। স্বতন্ত্র ঐতিহ্যবাহী এ জিব্রাল্টারকে ১৮০ বছর আগে ব্রিটিশ রানি ভিক্টোরিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের শহর হিসেবে মর্যাদা দেন। কিন্তু প্রশাসনিক এক ভুলে কেটে গেছে ১৮০ বছর। সেই ভুলের সমাধান হওয়ার পর অবশেষে যুক্তরাজ্যের সরকারি শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয় জিব্রাল্টার। রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০তম বছর উদ্‌যাপনের অংশ হিসেবে ব্রিটিশ শাসিত এই ভূখণ্ড ২০২২ সালের শুরুতে ব্রিটেনের শহরের তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করে। কিন্তু দেশটির ন্যাশনাল আর্কাইভের গবেষণায় দেখা যায়, জিব্রাল্টারকে ১৮৪২ সালেই ব্রিটেনের শহরের মর্যাদা দেওয়া হয়। ১৭১৩ সালে পাথুরে এই ফাঁড়িটি ব্রিটেনের কাছে হস্তান্তর করে স্পেন। ৭ নভেম্বর ২০০২ এক গণভোটে জিব্রাল্টারের ৯৮.৯৭% ভোটার স্পেনের সঙ্গে যুক্তরাজ্যের সার্বভৌমত্ব ভাগাভাগি করার ধারণা প্রত্যাখ্যান করেন।

সার্বিয়া-কসোভো সীমান্ত দ্বন্দ্বের অবসান

জুলাই ২০২২ সার্বীয় অধিবাসীদের গাড়ির জন্য লাইসেন্স প্লেট ইস্যু এবং সার্বিয়া থেকে আসা ব্যক্তিদের প্রবেশে বিশেষ অনুমতির ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় কসোভো। আর এ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় কসোভোতে বসবাস করা সার্বিয়ান জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী। এ নিয়ে দুই দেশের সীমান্তে শুরু হয় উত্তেজনা। কসোভো যে নিয়মটি কার্যকর করতে চেয়েছিল, সার্বিয়ায় সেই একই নিয়ম কার্যকর রয়েছে। কিন্তু কসোভোর ক্ষেত্রে বিষয়টি নিয়ে আপত্তি জানায় সার্বিয়া। এরপর ২৭ আগস্ট ২০২২ সীমান্ত দিয়ে নাগরিকদের চলাচল নিয়ে চলমান দ্বন্দ্বের অবসান ঘটায় সার্বিয়া ও কসোভো। তবে গাড়ির নম্বর প্লেটের বিষয়টি এখনো অমীমাংসিত। ইউরোপীয় ইউনিয়নের (EU) অধীনে আলোচনার পর কসোভোর পরিচয়পত্রধারীদের প্রবেশ-প্রস্থানের নথিসংক্রান্ত নিয়ম বাতিল করতে সম্মত হয় সার্বিয়া। অন্যদিকে সার্বিয়ার পরিচয়পত্রধারীদের জন্য এ নিয়ম চালু না করার সিদ্ধান্ত নেয় কসোভো। এর ফলে কসোভোর সার্বীয় এবং দুই দেশের অন্য সব নাগরিক নিজেদের পরিচয়পত্র ব্যবহার করে অবাধে সার্বিয়া ও কসোভোতে ভ্রমণ করতে পারবেন। কসোভোর ৯২% বাসিন্দা আলবেনীয়, সার্বীয় ৪% এবং অন্যান্য ৪%।

রাশিয়া

নোভায়া গেজেটার লাইসেন্স বাতিল

৫ সেপ্টেম্বর ২০২২ রাশিয়ার আদালত শীর্ষস্থানীয় স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার প্রিন্ট ভার্সনের নিবন্ধন সনদ (লাইসেন্স) বাতিল করে রায় দেন। নোভায়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ ২০২১ সালে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৯০ সালের শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ এ পত্রিকাটি প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতিবাদস্বরূপ মার্চের শেষ দিক থেকে নোভায়া গেজেটা কর্তৃপক্ষ পত্রিকা ছাপা বন্ধ করে দেন। ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত পত্রিকাটি ছাপানো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

নতুন সেনা নিয়োগ

২৪ আগস্ট ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাবাহিনী আরও বৃদ্ধি সংক্রান্ত এক ডিক্রি জারি করেন। ইউক্রেনকে কোণঠাসা করতে সেনাবাহিনীর সৈন্য সংখ্যা বৃদ্ধির ঘোষণা দেয় রাশিয়া। দেশটির ১০ লাখের বেশি নিয়মিত সেনার বিশাল বাহিনীর সঙ্গে এবার যোগ হবে আরও ১,৩৭,০০০ সেনা। ১ জানুয়ারি ২০২৩ থেকে এ আদেশ কার্যকর হবে। রাশিয়াতে বর্তমানে ১৮ থেকে ২৭ বছর বয়সি পুরুষদের সামরিক বাহিনীতে এক বছর কাজ করার জন্য সরকার চাইলে ডাকতে পারে। সে ক্ষেত্রে তাদের যোগ দেওয়া বাধ্যতামূলক। তবে কারও যদি স্বাস্থ্যগত ঝুঁকি থাকে কিংবা উচ্চ শিক্ষায় নিয়োজিত থাকে- সে ক্ষেত্রে বাধ্যতামূলক কাজের মেয়াদ তারা কমিয়ে আনতে পারে।

পরমাণুর নতুন চুক্তিতে অসম্মতি

১-২৬ আগস্ট ২০২২ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে NPT’’র দশম পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক নতুন চুক্তির খসড়াকে ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে এতে সম্মতি দেয়নি রাশিয়া। পরমাণু অস্ত্রের বিস্তার রোধ বিষয়ের চুক্তি Non-Proliferation Treaty (NPT) নতুন খসড়ার ৩৪ নম্বর অনুচ্ছেদ নিয়ে আপত্তি তুলে রাশিয়া। কারণ এতে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝঝিয়া ঘিরে সামরিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। প্রতি ৫ বছর পর পর NPT চুক্তি পর্যালোচনা করা হয়। এর লক্ষ্য বর্তমানে থাকা পারমাণবিক অস্ত্র হ্রাস ও নতুন দেশের কাছে এর প্রযুক্তি যাওয়া রোধ করা। NPT’র চুক্তি চূড়ান্ত হতে সম্মেলনে অংশ নেওয়া সব দেশের অনুমোদন প্রয়োজন। এবারের NPT পর্যালোচনা বৈঠক ২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে দেওয়া হয়।

নতুন পররাষ্ট্রনীতি:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক ভালো না রাশিয়ার। এ পরিস্থিতিতে ৫ সেপ্টেম্বর ২০২২ নতুন পররাষ্ট্রনীতির অনুমোদন দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩১ পৃষ্ঠার পররাষ্ট্রনীতিকে ‘মানবিক নীতি’ হিসেবেও তুলে ধরা হয়। ২৪ ফেব্রুয়ারি ২০২২ ইউক্রেনকে নাৎসিমুক্ত ও দেশটির রুশভাষী লোকজনকে রক্ষায় সেখানে হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। হামলার ৬ মাস পর তিনি পররাষ্ট্রনীতির অনুমোদন দেন।

নীতির উল্লেখযোগ্য দিক: চীন ও ভারতকে কাছে টানার পাশাপাশি স্লাভিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো • মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর সঙ্গেও রাশিয়ার সম্পর্ক জোরদার • ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে যুদ্ধের পর স্বাধীনতার স্বীকৃতি দেওয়া আবখাজিয়া ও ওসেটিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করা • ইউক্রেনে দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের সঙ্গেও সম্পর্ক জোরদার করা • রাশিয়ান ফেডারেশন বিদেশে বসবাসকারী তার স্বদেশিদের অধিকারের পরিপূর্ণতা, স্বার্থ রক্ষা এবং রাশিয়ান সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ নিশ্চিত করতে সহায়তা দেওয়া • বিশ্বজুড়ে রুশ ভাষীদের অধিকার রক্ষাকবচ হিসাবে চিহ্নিত করা। এ নীতির অধীনে যেকোনো দেশ, জাতি কিংবা গোষ্ঠীর ওপর আক্রমণ করতে পারবে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ন্যায্যতা পেয়েছে এ নীতির ওপর ভিত্তি করেই।

গর্বাচেভের উত্থান-পতন

ইতিহাসের এক দ্বৈত চরিত্র মিখাইল গর্বাচেভ। একদিকে যিনি হঠাৎ উদ্ভাসিত নায়ক অন্যদিকে, ক্রমাগত ডুবে যাওয়া বিতর্কিত রাজনীতিবিদ। ৩০ আগস্ট, ২০২২ সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নীতি

সোভিয়েত ইউনিয়নের সংস্কারের গুরুত্ব উপলব্ধি করে ১৯৮৬ সালে মিখাইল গর্বাচেভ গ্লাসনস্ত (উন্মুক্ততা) এবং পেরেস্ত্রোইকা (পুনর্গঠন) নীতি গ্রহণ করেন। গ্লাসনস্ত অনুযায়ী, সোভিয়েতরা মত প্রকাশের স্বাধীনতা পায়। আর পেরেস্ত্রোইকা অনুযায়ী, ভঙ্গুর সোভিয়েত অর্থনীতিকে পুনর্গঠন করার পরিকল্পনা করা হয়। গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার জন্য বৈপ্লবিক পরিবর্তন আনেন কিন্তু এটি দেশের অনেক অঞ্চলের মানুষের জাতীয়তাবাদী মনোভাব প্রকাশ করে, যা শেষ পর্যন্ত তাকে পতনের দিকে নিয়ে যায়। এজন্য বহু রাশিয়ান তাকে ও তার সংস্কারবাদী নীতিকে সোভিয়েত ইউনিয়ন পতনের জন্য দায়ী করে।

আমেরিকা মহাদেশ

১২ দেশকে নিয়ে সম্মেলন

২৮-২৯ সেপ্টেম্বর ২০২২ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রধানদের নিয়ে ওয়াশিংটনে দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেন জো বাইডেন। এ অঞ্চলে চীনের প্রভাব দূর করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টার অংশ এটি। ১২টি দ্বীপরাষ্ট্রকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। দ্বীপগুলো হলো— সলোমন দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, সামোয়া, টোঙ্গা, ফিজি, মার্শাল আইল্যান্ড, নাউরু, পালাউ ও টুভ্যালু।

আর্কটিক অঞ্চলে প্রথম মার্কিন রাষ্ট্রদূত

আর্কটিক অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার মধ্যে রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে এটাই হবে প্রথম মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের ঘটনা। সুমেরু (উত্তর মেরু ) অঞ্চলে মার্কিন সরকারের নীতি এগিয়ে নেওয়ার জন্য অ্যাম্বাসাডর- অ্যাট-লার্জ পদে একজনকে নিয়োগ করা হবে। নতুন মার্কিন রাষ্ট্রদূত ৭টি আর্কটিক দেশ কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং রাশিয়ার পাশাপাশি স্থানীয় আদিবাসী গোষ্ঠী ও অন্য অংশীজনদের সঙ্গে যুক্ত থাকবেন ।

তাইওয়ানকে সামরিক সহায়তা

তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে ২ সেপ্টেম্বর ২০২২ যুক্তরাষ্ট্র ১১০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। এর মধ্যে ৬৬.৫০ কোটি ডলারের অরেথিওন ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’ রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের বিষয়টি রয়েছে। ২০১৩ সালে এই সিস্টেম কেনে তাইওয়ান। এ রাডার-ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা যাবে। এছাড়া ৩৫.৫০ কোটি ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র রয়েছে যা যেকোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম। আরও রয়েছে ৮.৫৬ কোটি ডলারের সাইড উইন্ডার ক্ষেপণাস্ত্র, যা বিমানবাহিনী ব্যবহার করতে পারবে। ১৪ সেপ্টেম্বর ২০২২ মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট সিনেট কমিটি তাইওয়ানকে সরাসরি ৪৫০ কোটি ডলারের সামরিক সহায়তার উদ্দেশ্যে আরও একটি বিল অনুমোদন করে ।

কূটনৈতিক সম্পর্কে কলম্বিয়া-ভেনেজুয়েলা:

২৮ আগস্ট ২০২২ কলম্বিয়ার নতুন রাষ্ট্রদূত আরমান্দো বেনেদেত্তি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছার মাধ্যমে তিন বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ও ভেনেজুয়েলা। কলম্বিয়ার নতুন বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ১১ আগস্ট ২০২২ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেন। ২৩ ফেব্রুয়ারি ২০১৯ বিরোধীরা কলম্বিয়ার সীমান্ত থেকে খাবার ও ওষুধ বোঝাই ট্রাক নিয়ে ভেনেজুয়েলা প্রবেশের চেষ্টার প্রতিক্রিয়ায় দেশটি কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। দুই দেশে থাকা দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় ফ্লাইট। ৭ আগস্ট ২০২২ কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে বামপন্থি নেতা পেত্রো দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে প্রাণ ফিরে আসে। পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট।

যুক্তরাজ্য

রানি এলিজাবেথের প্রয়াণ রাজা হচ্ছেন চার্লস

৮ সেপ্টেম্বর, ২০২২ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেন। এর মাধ্যমে ব্রিটিশ রাজতন্ত্রের এক অনন্য অধ্যায়ের সমাপ্তি ঘটে। ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে বেশি সময় অধিষ্ঠিত ছিলেন রানি। তার মৃত্যুর পর রাজা হিসেবে অভিষিক্ত হন তৃতীয় চার্লস।

সিংহাসনে এলিজাবেথ:

দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় তৃতীয় ছিলেন। এ তালিকায় প্রথম ছিলেন তার বড় চাচা প্রিন্স অব ওয়েলস অষ্টম এডওয়ার্ড আর দ্বিতীয় ছিলেন এলিজাবেথের পিতা ডিউক অব ইয়র্ক আলবার্ট ষষ্ঠ জর্জ। দ্বিতীয় এলিজাবেথের রানি হওয়াটা একেবারে গল্পের মতো। ২০ জানুয়ারি, ১৯৩৬ দাদা পঞ্চম জর্জের মৃত্যুর পর তার বড় চাচা অষ্টম এডওয়ার্ড ব্রিটিশ সিংহাসনে বসেন। কিন্তু ১১ ডিসেম্বর, ১৯৩৬ তিনি সিংহাসন ত্যাগ করেন। এর পেছনে ছিল প্রেমের সম্পর্ক। মার্কিন সমাজকর্মী ওয়ালিস সিম্পসনকে বিয়ে করতে চাইলে তার সিংহাসনে থাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কারণ, সিম্পসনের দুইবার বিবাহবিচ্ছেদ হয়। সে কারণে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্তা ব্যক্তিরা এরূপ একজন নারীকে রাজবধূ হিসেবে গ্রহণ করার ঘোর বিরোধী ছিলেন। সিম্পসনকে বিয়ে করার বিষয়ে ব্রিটিশ রাজপরিবারের পাশাপাশি বিরোধী ছিল চার্চ অব ইংল্যান্ডও। রাজাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, রাজসিংহাসন না সিম্পসন- একটি বেছে নিতে হবে এডওয়ার্ডকে। তাই সিংহাসনে আরোহণের মাত্র ৩২৬ দিন পর তা ত্যাগ করেন অষ্টম এডওয়ার্ড। এর মাধ্যমে রানি এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ইংল্যান্ডের সিংহাসনে বসেন। ৬ ফেব্রুয়ারি, ১৯৫২ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যু হলে সিংহাসন চলে আসে এলিজাবেথের কাছে। বয়স তখন তার ২৬। ২ জুন, ১৯৫৩ ব্রিটিশ সিংহাসনে অভিষেক হয় রানি দ্বিতীয় এলিজাবেথের।

অপারেশন ইউনিকর্ন

ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের কোড নাম ছিল লন্ডন ব্রিজ। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত ১০ দিন যা যা ঘটবে, সবই ‘অপারেশন লন্ডন ব্রিজ’ নামে একটি প্রাথমিক খসড়া তৈরি হয় ১৯৬০ সালে। তার মৃত্যু হলে রানির প্রাইভেট সেক্রেটারি ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’ নামে একটি বার্তা পাঠাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। তবে লন্ডনের পরিবর্তে স্কটল্যান্ডে রানির মৃত্যু হওয়ায় ‘অপারেশন ইউনিকর্ন’ নামে কার্যক্রম পরিচালিত হয়। স্কটল্যান্ডের জাতীয় পশু ইউনিকর্ন। রয়্যাল কোট অব আর্মসেও ব্রিটিশ সিংহের সঙ্গে থাকে এই ইউনিকর্ন।

অপারেশন ইউনিকর্ন অনুসারে মৃত্যুর পর স্কটল্যান্ড থেকে লন্ডনের বাকিংহাম প্যালেসে রাখা হয় রানির দেহ। রানির প্রয়াণের দিনটিকে D Day বলে উল্লেখ করা হয় এবং পরবর্তী শোকের দিনগুলিকে D+১, D+২ বলে চিহ্নিত করা হয়। ১৯ সেপ্টেম্বর, ২০২২ D+১০ বা মৃত্যুর দশম দিনের মাথায় রানির শেষকৃত্য সম্পন্ন করা হয়। রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে সমাধিস্থ করা হয় ব্রিটেনের সাত দশকের সম্রাজ্ঞীকে। আর সেই সঙ্গেই শেষ হয় অপারেশন ইউনিকর্ন। রানির মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন তার ছেলে রাজা তৃতীয় চার্লস। চার্লস মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আনুষ্ঠানিকতারও নাম ঠিক হয়ে আছে আর সেটি হলো, ‘অপারেশন মেনাই ব্রিজ’।

পুরো নাম: এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর।

ডাকনাম: লিলিবেট।

জন্ম: ২১ এপ্রিল, ১৯২৬।

জন্মস্থান: মেফেয়ার, লন্ডন

মৃত্যুবরণ: ৮ সেপ্টেম্বর, ২০২২।

মৃত্যুস্থান: বালমোরাল প্রাসাদ, স্কটল্যান্ড।

পিতা: ষষ্ঠ জর্জ। মাতা: এলিজাবেথ বোয়েস-লিওন।

স্বামী: প্রিন্স ফিলিপ ডিউক অব এডিনবরা (গ্রিসের রাজপুত্র)।

একমাত্র ছোট বোন: প্রিন্সেস মার্গারেট।

সন্তান: ৪ জন- তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, যুবরাজ অ্যান্ড্রু এবং যুবরাজ এডওয়ার্ড।

সিংহাসনে আরোহণ: ৬ ফেব্রুয়ারি, ১৯৫২।

রাজ্যাভিষেক (মুকুট পরানো হয়): ২ জুন, ১৯৫৩ (২৭ বছর বয়সে)।

জানে রাখা ভাল

এলিজাবেথ যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি রাজশাসক (৭০ বছর ২১৫ দিন)

• তিনি ঢাকা সফর করেন: ২ বার প্রথমবার ১৫ ফেব্রুয়ারি, ১৯৬১ ও দ্বিতীয়বার ১৪-১৭ নভেম্বর ১৯৮৩।

• তার শাসনামলে ১৫ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। এর মধ্যে হ্যারল্ড উইলসন আলাদা সময়ে দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনামলের প্রথম প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির উইনস্টন চার্চিল। আর সর্বশেষ প্রধানমন্ত্রী (১৬তম) লিজ ট্রাস।

• রানি দ্বিতীয় এলিজাবেথের ঘটনাবহুল জীবনের নানা অধ্যায় গল্পের আকারে বারবার উঠে এসেছে পর্দায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: The Story of Queen Elizabeth II (2002). The Queen (2006). The King’s Speech (2010). The Crown (2016). The Royal House of Windsor (2017). Prince Philip: An Extraordinary Life (2021). Elizabeth: The Unseen Queen (2022).

রাজপরিবারে ক্ষমতা পালাবদল

ব্রিটিশ রাজপরিবার সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বের সব মানুষের আগ্রহের বিষয় হিসেবেও বিবেচিত। কোনো রাজা বা রানি যদি মারা যান, তাহলে তার সন্তানের মধ্যে যিনি সবচেয়ে বড়; তিনি ক্ষমতায় বসবেন। সে হিসেবে, রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তার মেয়ে দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন। এর আগে রাজা ষষ্ঠ জর্জ তার বাবা পঞ্চম জর্জের পর দেশটির রাজা নির্বাচিত হন। তারও আগে ব্রিটিশ সিংহাসনে ছিলেন রাজা পঞ্চম জর্জের মা রানি ভিক্টোরিয়া। তখন বাবা-মায়ের ছেলে সন্তান না থাকায় রানি ভিক্টোরিয়া ও দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসার সুযোগ পান। কারণ রাজপরিবারের নিয়ম অনুযায়ী, উত্তরসূরিদের মধ্যে যদি ছেলে-সন্তান থাকে এবং সে যদি বয়সে মেয়েদের চেয়ে ছোটও হয়, তারপরও তিনিই রাজ সিংহাসনে বসবেন। কিন্তু ২০১৫ সালে প্রিন্স উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লোটের জন্মের পর এ আইনের পরিবর্তন আনা হয়। ফলে প্রিন্সেস শার্লোট তার ভাই প্রিন্স লুইসের আগে সিংহাসনে বসতে পারবেন।

পরবর্তী সিংহাসনের দাবিদার

ব্রিটিশ রাজপরিবারের যা পরিসর তাতে সিংহাসনে উত্তরাধিকারের সঠিক সংখ্যা জানতে হলে রীতিমতো হিসাবে বসতে হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস সিংহাসনে আরোহণ করেন। পররর্তী উত্তরাধিকার হিসেবে প্রথম সাতজনের পরিচয় তুলে ধরা হলো:

নাম

জন্মগ্রহণ

সম্পর্ক

১. প্রিন্স উইলিয়াম

২১ জুন, ১৯৮২

চার্লসের বড় সন্তান

২. প্রিন্স জর্জ

২২ জুলাই, ২০১৩

উইলিয়ামের বড় সন্তান

৩. প্রিন্সেস শার্লোট

২ মে, ২০১৫

উইলিয়ামের মেয়ে

৪.প্রিন্স লুইস

২৩ এপ্রিল, ২০১৮

উইলিয়ামের ছোট সন্তান

৫. প্রিন্স হ্যারি

১৫ সেপ্টেম্বর, ১৯৮৪

চার্লসের ছোট সন্তান

৬. আর্চি

৬ মে, ২০১৯

হ্যারির সন্তান

৭. লিলিবেট

৪ জুন, ২০২১

হ্যারির মেয়ে

 

কুইন কনসর্ট কী?

যুক্তরাজ্যে রাজা বা রানিকে হবেন, তা ঠিক হয় উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ রানি হবেন তিনিই, যিনি পূর্বসূরির কাছ থেকে উত্তরাধিকারবলে এ খেতাব পাবেন। তার মর্যাদা, কর্মকাণ্ড আর দায়িত্বগুলোও হবে একজন রাজার মতোই। অপরদিকে রাজাকে যিনি বিয়ে করবেন, তাকে বলা হবে কুইন কনসর্ট। যেটা বলা হচ্ছে ক্যামিলাকে। তিনি কখনোই রাজসিংহাসনে বসতে পারবেন না। কারণ, তৃতীয় চার্লসকে বিয়ের মধ্য দিয়ে রাজপরিবারের সদস্য হন তিনি। কুইন কনসর্ট সরকারের কোনো আনুষ্ঠানিক পদে থাকেন না। একজন কুইন কনসর্টের মূল দায়িত্ব হলো রাজার পাশে থাকা এবং বিভিন্ন বিষয়ে তাকে সমর্থন জোগানো।

প্রিন্স অব ওয়েলস্

প্রিন্স চার্লস নিয়ম অনুযায়ী ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। সে হিসেবে রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম সিংহাসনের উত্তরাধিকারী হন। ৯ সেপ্টেম্বর, ২০২২ রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস হিসেবে তার বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনের নাম ঘোষণা করেন। এর আগে চার্লস ও তার প্রয়াত স্ত্রী ডায়ানার যথাক্রমে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস পদবি ছিল। প্রিন্স অব ওয়েলস পদটি রাজসিংহাসনের উত্তরসূরির জন্যই রাখা হয়। যিনি রাজা বা রানির অবর্তমানে সিংহাসনে আরোহণ করেন।

রানির মৃত্যুতে পরিবর্তন

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের মানুষের জীবনে আসছে বেশকিছু পরিবর্তন। জাতীয় সংগীত তো বটেই, পরিবর্তন করতে হবে মুদ্রা, স্ট্যাম্প, পোস্টবক্স ও পাসপোর্টেও। তবে কেবল যুক্তরাজ্যেই নয়, আরও কিছু দেশের মুদ্রায়ও ছিল রানির আসন।

পতাকা: যুক্তরাজ্য জুড়ে থানার বাইরে উড়তে থাকা পতাকা থেকে শুরু করে নৌবাহিনীর কোনো জাহাজে একজন জেনারেল অবস্থান করার সময় ব্যবহৃত পতাকা বদলাতে হবে। এসব পতাকায় আদ্যাক্ষর দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের নাম লেখা আছে।

ব্যাংক নোট ও মুদ্রা: রানি যখন ১৯৫২ সালে সিংহাসনে অধিষ্ঠিত হন, তখন ব্যাংক নোটে কোনো রাজা-রানির ছবি থাকত না। ১৯৬০ সালে প্রথম রানি দ্বিতীয় এলিজাবেথের মুখমণ্ডলের ছবি এক পাউন্ডের ব্যাংক নোটে শোভা পায়। রানির মুখাবয়ব সংবলিত সাড়ে ৪০০ কোটি পাউন্ড। স্টার্লিং নোট প্রচলিত রয়েছে বাজারে। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের পর তার নতুন পোর্ট্রেট তোলা হবে। এরপর সেখান থেকেই নতুন নোট ও মুদ্রার ছবি নির্বাচন করা হবে।

জাতীয় সংগীত: ১৯৫২ সাল থেকে God Save the Queen শিরোনামে জাতীয় সংগীত গান ব্রিটিশরা। রানির মৃত্যুর পর এবার পরিবর্তন আসে দেশটির জাতীয় সংগীতেও। ১৭৪৫ সালে রাজা তৃতীয় জর্জের সম্মানে God Save the King শিরোনামে লেখা হয় এটি।

স্ট্যাম্প এবং পোস্টবক্স: ১৯৬৭ সাল থেকে চার রয়্যাল মেইলের জারি করা স্ট্যাম্পে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ব্যবহার করা হয়। এখন থেকে এটিতে রাজা তৃতীয় চার্লসের ছবি ব্যবহৃত হবে।

সংস্থার পোশাক: ব্রিটেনে সেনা ও পুলিশের পোশাকে রানির একধরনের বিশেষ কোড থাকত, এবার সেই পোশাক বদলে গিয়ে সেখানে রাজার কোড ব্যবহার করা হবে।

১৫টি দেশের রাষ্ট্রপ্রধান

১৯৩১ সালে ওয়েস্টমিনস্টার সংবিধির মাধ্যমে কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটিশ রাজা বা রানিকে মেনে নেওয়ার বাধ্যবাধকতা করা হয়। ১৯৪৯ সালে লন্ডন ঘোষণার মাধ্যমে সদস্যভুক্ত দেশের প্রধান হিসেবে ব্রিটিশ রাজা বা রানির প্রতি আনুগত্যের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়। এরপর অনেক দেশ ব্রিটিশ রাজতন্ত্রের আনুগত্য থেকে বের হয়ে আসে। তারপরও রাজা বা রানি যুক্তরাজ্য এবং একসময় ব্রিটিশ উপনিবেশে থাকা ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান। রানির মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হন। অন্য ১৪টি দেশ হলো- অস্ট্রেলিয়া, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বাহামাস, বেলিজ, কানাডা, গ্রানাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, নিউজিল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভ্যালু।

কমনওয়েলথের প্রধান

২৮ এপ্রিল, ১৯৪৯ কমনওয়েলথের প্রধান পদটি সৃষ্টি করা হয়। এটি কমনওয়েলথের প্রতীকী নেতার পদ। কমনওয়েলথ জোটের প্রধান নির্বাচনে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। ব্রিটিশ রাজপরিবারের প্রধানই এর নেতৃত্ব দিয়ে আসছেন। রাজা ষষ্ঠ জর্জ কমনওয়েলথের প্রথম প্রধান (নেতা) ছিলেন। ৬ ফেব্রুয়ারি, ১৯৫২ ষষ্ঠ জর্জ মারা যাওয়ার পর রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ জোটেরও প্রধান হন। সর্বশেষ ৮ সেপ্টেম্বর, ২০২২ রাজা তৃতীয় চার্লস ৫৬টি স্বাধীন দেশের জোট কমনওয়েলথের নতুন প্রধান হন।

যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী

৫ সেপ্টেম্বর, ২০২২ ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি লিজ ট্রাসকে দলটির নেতা নির্বাচন করে। নিয়ম অনুযায়ী, ৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিজ।

লিজ ট্রাস

• জন্ম: ২৬ জুলাই, ১৯৭৫।

• জন্মস্থান: অক্সফোর্ড, লন্ডন।

• রাজনৈতিক দল: কনজারভেটিভ পার্টি (১৯৯৬-বর্তমান)।

• আইনসভার সদস্য: ৬ মে, ২০১০

• পররাষ্ট্রমন্ত্রী: ১৫ সেপ্টেম্বর, ২০২১-৬ সেপ্টেম্বর, ২০২২।

• কনজারভেটিভ দলের নেতা: ৫ সেপ্টেম্বর, ২০২২।

• ৫৬তম প্রধানমন্ত্রী নির্বাচিত: ৬ সেপ্টেম্বর, ২০২২।

• সরকারি বাসভবন: ১০নং ডাউনিং স্ট্রিট।

• দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

 

সমরবিশ্ব

কিরগিজস্তানতাজিকিস্তান

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কিরগিজস্তান-তাজিকিস্তানের মধ্যে ১০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি বিতর্কিত। দেশ দুটি এ নিয়ে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। ১৪ সেপ্টেম্বর, ২০২২ উভয়দেশের সংঘর্ষ শুরু হয়। এরপর ১৬ সেপ্টেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও নতুন করে সংঘর্ষে দুই দেশের প্রায় শতাধিক সেনা নিহত হয়। সহিংসতা শুরু ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে তারা একে অপরকে দোষারোপ করে। কিরগিজ সীমান্তরক্ষীদের অভিযোগ, অনির্ধারিত সীমানায় তাজিক সেনাদের অবস্থান। আর তাজিকিস্তানের দাবি, কিরগিজ সীমান্তরক্ষীরা উস্কানি ছাড়াই গুলিবর্ষণ করেছে। এর আগে ২৮ এপ্রিল – ১ মে, ২০২১ এর যুদ্ধে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়। দেশ দুটির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

রাশিয়া-ইউক্রেন

২৪ ফেব্রুয়ারি, ২০২২ ন্যাটোতে যোগদানের ইস্যুকে কেন্দ্র করে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই হামলার প্রেক্ষিতে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশগুলো ইউক্রেনকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে। রাশিয়া ইউক্রেনের কয়েকটি অঞ্চল দখল করে নেয়। ১৫ সেপ্টেম্বর, ২০২২ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ইজিয়াম শহর রুশ সেনাদের কাছ থেকে উদ্ধার করে দেশটির সেনাবাহিনী। যুদ্ধকে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর, ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আংশিক সেনা সমাবেশ’ করার ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। এই আংশিক সেনা সমাবেশে তিন লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হবে। সেনা সমাবেশের অর্থ, সৈন্যদের একত্র করা এবং সক্রিয় সেবার জন্য প্রস্তুত করা। আংশিক সেনা সমাবেশের অর্থ, রিজার্ভে থাকা মোট সৈন্যর কিছু অংশকে ডেকে নেওয়া।

আর্মেনিয়া-আজারবাইজান

৭ জুলাই, ১৯২৩ তৎকালীন সোভিয়েত শাসক জোসেফ স্ট্যালিন নাগার্নো-কারাবাখকে স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত করে আজারবাইজানের সঙ্গে জুড়ে দেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির সময়, নাগোর্নো কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ান এবং আজারবাইজানীয়দের মধ্যে একটি জাতিগত এবং আঞ্চলিক দ্বন্দ্ব শুরু হয়। সেই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর, ২০২০ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে তুমুল যুদ্ধ হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে ৯ অক্টোবর, ২০২০ মস্কোয় আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়। ২-১৪ সেপ্টেম্বর, ২০২২ নতুন করে আবার দ্বন্দ্বে দুই দেশের প্রায় ২০০ সেনা নিহত হয়। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয় দেশ।

মিয়ানমার-আরাকান আর্মি

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত প্রায় ২৭১ কিলোমিটার। ১ ফেব্রুয়ারি, ২০২১ মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের অভ্যন্তরে বিদ্রোহী গ্রুপ এবং আরাকান আর্মিদের সাথে সংঘর্ষ লেগেই রয়েছে। সীমান্ত এলাকায় আরাকান আর্মির সদস্যরা হামলা শুরু করায় ২ আগস্ট, ২০২২ থেকে মিয়ানমারের চিন রাজ্যের পালেৎওয়া শহর, রাখাইনের উত্তরাঞ্চলের মংডু ও এর আশপাশে জান্তা বাহিনীর সঙ্গে সংঘাত ছড়ায়। ১ সেপ্টেম্বর, ২০২২ বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু শহরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হামলায় দেশটির সীমান্তরক্ষী পুলিশের ১৯ সদস্য নিহত হয়। এর ফলে রাখাইনে ফের বিমান হামলা শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। ৩ সেপ্টেম্বর, ২০২২ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয় আর হেলিকপ্টার থেকেও ৩০-৩৫টি গুলি করা হয়। এ সময় বাংলাদেশের সীমানা পিলার ৪০-এর ১২০ মিটার অভ্যন্তরে যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে। এরপর ১৬ সেপ্টেম্বর, ২০২২ মিয়ানমার থেকে ছোড়া গুলি ও মর্টারের গোলা তুমব্রু সীমান্তের শূন্যরেখার আশ্রয়শিবিরের বিভিন্ন জায়গায় এসে পড়ে। এতে তিন পরিবারের ৫ রোহিঙ্গা আহত এবং কিশোর ইকবালের মৃত্যু হয়। ১৮ সেপ্টেম্বর, ২০২২ চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ।

আরাকান আর্মি

• গঠন: ১০ এপ্রিল, ২০০৯ আরাকান আর্মি (AA) তার রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান (ULA)-এর সাথে প্রতিষ্ঠিত হয় ।

• সদর দপ্তর: কাচিন রাজ্যের (লাইজায় অস্থায়ী); পরিকল্পিত রাখাইন রাজ্যের ম্রাউক ইউ ।

• উদ্দেশ্য: আরাকান আর্মি কথিতভাবে বহু-জাতিগত আরাকানি জনসংখ্যার জন্য আত্মনিয়ন্ত্রণ, আরাকান জনগণের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং প্রচার, আরাকান জনগণের জাতীয় মর্যাদা এবং সর্বোত্তম স্বার্থের পক্ষে সমর্থন করে।

• সক্রিয় অঞ্চল: মিয়ানমারের চিন রাজ্য, কাচিন রাজ্য, রাখাইন রাজ্য, শান রাজ্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত।

• বাংলাদেশের সাথে সংঘর্ষ: ২০ আগস্ট, ২০১৫ আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশের (BGB) সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পুনরায় ২৭ আগস্ট, ২০১৫ আরাকান আর্মি এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বান্দরবান জেলার থানচির বড় মোদক এলাকায় সংঘর্ষ হয়।

অন্যান্য

CEPA’ সাতকাহন

দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ৬ সেপ্টেম্বর, ২০২২ সংবাদ সম্মেলন করেন। দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA) স্বাক্ষরের ঘোষণা দেন।

CEPA কী?

CEPA’র পূর্ণরূপ Comprehensive Economic Partnership Agreement। দুটি দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর কৌশলগত উদ্যোগ বা ধারণাই CEPA। এতে দুই দেশের সুবিধা অনুযায়ী, অবাধ বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হয়। বিশ্বের অনেক দেশেই সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলোর মধ্যেও এ চুক্তি রয়েছে। বর্তমানে ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও দক্ষিণ কোরিয়ার CEPA চুক্তি রয়েছে। আর কানাডা ও বাংলাদেশের সাথে CEPA চুক্তি নিয়ে আলোচনা চলমান। বাংলাদেশ এখনো কারও সাথে এ চুক্তি স্বাক্ষর করে নাই। ধারণা করা হচ্ছে, ভারতে সঙ্গেই প্রথম স্বাক্ষরিত হবে এই চুক্তি। এই চুক্তির পথ ধরে জাপান, চীন ও EU’র সাথেও CEPA’র সম্ভাবনা রয়েছে।

স্বাক্ষর প্রক্রিয়া

সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয় সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি। চুক্তির প্রস্তুতি হিসেবে একটি যৌথ সমীক্ষা দল তৈরি করে সংশ্লিষ্ট পক্ষ। এই সমীক্ষা দল দুই দেশের বিদ্যমান ব্যবসা-বাণিজ্য এবং বাণিজ্যিক সহযোগিতার সম্ভাব্যতা যাচাই করে। দুই দেশের মধ্যে হওয়া অন্যান্য বাণিজ্য চুক্তির সুবিধা-অসুবিধা ও দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি দুই দেশের বাজার সক্ষমতার বিভিন্ন বিষয় নিয়েও গবেষণা চালায়। পরবর্তী ধাপে সমীক্ষার পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে নানা আলোচনা ও সমঝোতা বৈঠকের মধ্যে দিয়ে চুক্তির শর্তগুলো প্রণয়ন করে দুই দেশ। এ সব শর্তে সংযোজন-বিয়োজন-পরিমার্জন এবং সংশোধনের মধ্য দিয়ে একমত হওয়ার মাধ্যমে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যায় দুই দেশ। এরপর আইনগত নানা প্রক্রিয়া শেষে চুক্তিটি স্বাক্ষরের পর উভয় দেশের সংসদে অনুমোদনের পর থেকেই মূলত কার্যকর হয় CEPA।

CEPA’র উদ্দেশ্য

সাধারণত ঘনিষ্ঠ বাণিজ্য সহযোগী দেশগুলোর মধ্যেই হয় CEPA। তবে বাণিজ্য পরিস্থিতি, পণ্যের ধরন, বাণিজ্যিক আইন-কানুন ইত্যাদি দেশভেদে বিভিন্নরকম হওয়ায় একেক দেশের ক্ষেত্রে CEPA একেক রকম হয়। CEPA সাধারণত win-win-win এই তিন বিবেচনায় করা হয়। অর্থাৎ এক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট দুই দেশের সরকার ও ব্যবসায়ীদের সুবিধার কথাই মাথা রাখা হয় না, একই সঙ্গে ভোক্তাদের সুবিধার কথাও মাথায় রাখতে হয়। CEPA’র উদ্দেশ্য সংশ্লিষ্ট দেশগুলোর সাপেক্ষে ভিন্ন ভিন্ন হতে পারে। তবে মূল বিষয়টি হলো দুই দেশের মধ্যে পণ্য ও সেবা বিনিময়ের ক্ষেত্রটি আরও উদার এবং বহুমাত্রিক করা।

বাংলাদেশের জন্য CEPA’ গুরুত্ব

 ২৪ নভেম্বর ২০২৬ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর শুল্ক ও কোটামুক্ত বাণিজ্যের সুবিধাসহ অন্যান্য সুবিধা বাংলাদেশ পাবে না। এতে করে ভবিষ্যতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) করতে হবে। অন্যথায় বাংলাদেশের পণ্য সেসব দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না। বাংলাদেশ ও ভারত দুই দেশই বর্তমানে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (SAFTA) আওতায় রয়েছে। এর অধীনে স্বল্পোন্নত দেশ হিসেবে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। LDC থেকে উত্তরণের ফলে ২০২৬ সালে SAFTA’র বিদ্যমান সুবিধা পাবে না। তখন দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বাড়াতে নতুন দ্বিপক্ষীয় চুক্তির প্রয়োজন হবে। তাছাড়া ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য সহযোগী। চীনের পর সবচেয়ে বেশি পণ্য ভারত থেকে আমদানি করে বাংলাদেশ। তবে রপ্তানি সে তুলনায় নগণ্য। উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতিও অনেক বেশি। যা প্রায় ১,২০০ কোটি মার্কিন ডলার। ভারত তাদের বাজারে বাংলাদেশের অধিকাংশ পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দিলেও নন ট্যারিফ বাধার কারণে দেশটিতে বাংলাদেশের রপ্তানি প্রত্যাশিতভাবে বাড়ছে না। সে হিসাবে দেশটির বিশাল বাজার ধরতে CEPA সহায়ক হবে। বাংলাদেশ-ভারত CEPA স্বাক্ষরিত হলে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৯০% এবং বাংলাদেশে ভারতের রপ্তানি ১৮৮% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ ও ভারতের GDP’তে যথাক্রমে ১.৭২% এবং ০.০৩% প্রবৃদ্ধি অর্জিত হবে ।

ভারতের সাথে বাংলাদেশের ৫ বছরের বাণিজ্য চিত্র

(হিসাব কোটি ডলারে)

অর্থবছর

রপ্তানি

আমদানি

ঘাটতি

২০১৭-১৮

৮৭

৮৬২

৭৭৫

২০১৮-১৯

১২৪

৭৬৮

৬৪৪

২০১৯-২০

১০৯

৫৭৯

৪৭০

২০২০-২১

১২৭

৮৫৯

৭৩২

২০২১-২২

১৯৯

১৬১৯

১৪২০

সূত্র: বাংলাদেশ ব্যাংক, ইপিবি ও ভারতীয় হাইকমিশন, ঢাকা।

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম করোনার ইনহেলার টিকা

করোনায় বিপর্যস্ত বিশ্বে প্রথম কোভিড টিকা আসে ইঞ্জেকশন হিসেবে। সম্প্রতি কোনো কোনো দেশ খাওয়ার ট্যাবলেটও অনুমোদন দেয়। অনেক দেশে করোনারোধী নাকের ড্রপের ট্রায়াল শুরু হয়েছে। তবে চীন বিশ্বে প্রথম দেশ, যারা মুখ দিয়ে শ্বাস (ইনহেলার) নেওয়ার করোনা টিকা আবিষ্কার করে। নানা পরীক্ষা-নিরীক্ষার পর ৫ সেপ্টেম্বর, ২০২২ করোনার বুস্টার ডোজ হিসেবে অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য বিভাগ। করোনার ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া টিকার একই উপাদান রয়েছে চীনের ইনহেলার ভ্যাকসিনে। তবে ইঞ্জেকশনের চেয়ে ইনহেলার মাধ্যম অনেক বেশি কার্যকরী।

বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রূণ

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রূণ (সিনথেটিক এমব্রায়ো) তৈরি করেন। এতে মস্তিষ্ক, স্পন্দনক্ষম হৃদযন্ত্রসহ শরীরের অন্যান্য অঙ্গ তৈরির উপাদান রয়েছে। ডিম্বাণু অথবা শুক্রাণু ব্যবহার করার বদলে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাগডালেনা জের্নিকা-গোয়েৎজের নেতৃত্বাধীন বিজ্ঞানীদের একটি দল ইঁদুরের স্টেম সেল ব্যবহার করে কৃত্রিম ভ্রূণ তৈরি করেন। শরীরের একটি আদি কোষ হলো স্টেম সেল। সাধারণত জন্মের পর একটি কোষ থেকে সব ধরনের কোষ তৈরি হয়। গবেষকেরা একটি নির্দিষ্ট ধরনের জিনের উৎপাদন উসকে দেন এবং সেসবের মিথস্ক্রিয়ার জন্য বিশেষ পরিবেশ তৈরি করেন। এর মাধ্যমে বিজ্ঞানীরা স্টেম সেলগুলোকে পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়া ঘটাতে সক্ষম হন।

নানান রূপে দুর্যোগ

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সারাবিশ্বে অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে । নানান দেশে খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দাবানল ও হিট ডোমসহ এসব দুর্যোগের ধরন ও ভয়াবহতা পালটেছে।

খরা

খরা বা Drought একটি প্রাকৃতিক দুর্যোগ। দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত ও ভূ-পৃষ্ঠ বা ভূগর্ভস্থ পানি সরবরাহে দীর্ঘস্থায়ী ঘাটতির কারণে খরা হয়। খরার সময় খরা পীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে এবং কুয়া, খাল, বিল শুকিয়ে যাওয়ায় ব্যবহার্য পানির অভাব ঘটে। খেতের ফসল শুকিয়ে শস্য বিপর্যয় ঘটে। আবহাওয়া বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খরাকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা যায়- স্থায়ী খরা, যা শুষ্ক জলবায়ুর কারণে ঘটে; মৌসুমি খরা, যা বর্ষা ও শীত মৌসুমের সাধারণ নিয়মের ব্যত্যয় থেকে ঘটে এবং আপৎকালীন খরা, যা অনিয়মিত বৃষ্টিপাতের কারণে ঘটে। পৃথিবীর সবচেয়ে বেশি খরা ঝুঁকিতে রয়েছে আফ্রিকা মহাদেশের সোমালিয়া, জিম্বাবুয়ে ও জিবুতি। ভারত বাংলাদেশের উজান এলাকায় ফারাক্কা বাঁধসহ বিভিন্নভাবে পানি প্রত্যাহারের কারণে অধিকাংশ নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলশ্রুতিতে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায়শই খরা দেখা দেয়।

তাপপ্রবাহ

কোনো জায়গার দৈনিক যে গড় তাপমাত্রা তা থেকে তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়ে গেলে এবং পরপর ৫ দিন তা চলমান থাকলে তাকে Heat wave বা তাপপ্রবাহ বলা হয়। কোনো এলাকায় যদি তাপমাত্রা  সেলসিয়াস থাকে তাহলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে। কোনো স্থানে তাপপ্রবাহ প্রাকৃতিক নিয়মে শুরু হলেও তাপপ্রবাহের তীব্রতা কম বা বেশি হওয়ার ওপর সেই স্থানের মানুষের নিয়ন্ত্রণ রয়েছে একই তাপপ্রবাহ ঢাকা শহরের পাশে অবস্থিত আড়িয়াল বিল এলাকার কিংবা পার্বত্য চট্টগ্রাম এলাকার মানুষের জন্য যতটুকু অস্বস্তি সৃষ্টি করবে, তা অপেক্ষা অনেক বেশি অস্বস্তি সৃষ্টি করবে ঢাকা শহরের মানুষের জন্য। যে শহরে খোলা জায়গা ও গাছপালা যত বেশি থাকবে, সেই এলাকার মানুষ তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব তত কম অনুভব করবে।

তাপ গম্বুজ

সমুদ্রের গরম হাওয়া যখন বায়ুমণ্ডলের ওপর দিক থেকে চেপে ভূপৃষ্ঠের নির্দিষ্ট অংশে ঢাকনা বা গম্বুজের মতো জমা হয়ে যায়, তাকে Heat dome বা তাপ গম্বুজ বলে। এক্ষেত্রে ভূপৃষ্ঠের ঐ স্থানের গরম হাওয়া বের হতে পারে না, ফলে চলতে থাকে তাপপ্রবাহ। আর সেই কারণেই অত্যধিক গরমে হার্ট অ্যাটাকে মারা যান অনেকেই। Heat dome সাধারণত এক সপ্তাহের মতো স্থায়ী হয়। তারপর আচমকাই গরম বায়ু বেরিয়ে গেলে তাপমাত্রা  সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। আর সেই ধাক্কা সহ্য করতে না পেরে আরও অনেক মৃত্যুর ঘটনা ঘটে। সাধারণত প্রশান্ত মহাসাগরের গরম বায়ু Heat dome তৈরি করে। তাই যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশ এর বিরূপ প্রভাবের শিকার হয়।

দাবানল

দাবানল বা Wildfire হচ্ছে বনভূমি বা বনাঞ্চলে সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন। উত্তপ্ত বা শুষ্ক আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যেকোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে। প্রাকৃতিকভাবে সাধারণত দুটি উপায়ে দাবানল শুরু হতে পারে। প্রথমত, যদি কোনো শুষ্ক বনভূমির ওপর বজ্রপাত হয়। দ্বিতীয়ত, কোনো আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা অথবা বিভিন্ন পদার্থের জ্বলন্ত টুকরা থেকে। এরপর সেটি ছড়িয়ে পড়তে পারে। এছাড়া মানবসৃষ্ট বিভিন্ন কারণেও দাবানল সৃষ্টি হয়। তবে সাম্প্রতিককালে মানবসৃষ্ট কারণেই দাবানল বেশি ঘটে থাকে। কোনো অঞ্চলে দাবানল দেখা দিলে বাধাগ্রস্ত হয় পরিবহন, যোগাযোগ, জ্বালানি, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা।

শৈত্যপ্রবাহ

শৈত্যপ্রবাহ বা Cold flow বলতে কোনো স্থানের বায়ুর তাপমাত্রার নিম্নগামীতাকে নির্দেশ করে থাকে। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে বাতাসের তাপমাত্রা দ্রুততার সাথে নেমে যাওয়াকেই শৈত্যপ্রবাহ বলা হয়। শীতকালে সূর্য বিষুব রেখার দক্ষিণে চলে যায়। আমাদের দেশ বিষুব রেখার উত্তরে। তখন দিন ছোট, রাত বড় হয়। আমাদের দেশে যখন শীতকাল, পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলো যেমন: অস্ট্রেলিয়ায় তখন গ্রীষ্মকাল। এ সময় দক্ষিণ গোলার্ধে বাতাস উত্তপ্ত হয়ে ওঠে। ফলে উত্তর গোলার্ধ থেকে ঠান্ডা বাতাস দক্ষিণে প্রবাহিত হয়। আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা। সেখান থেকে ঠান্ডা বাতাসের প্রবল প্রবাহ আমাদের দেশের ওপর দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়। এটাই শৈত্যপ্রবাহ।

অতিবৃষ্টি

ঘণ্টায় ১০ মিলিমিটার থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে তাকে Heavy rain বা অতিবৃষ্টি বলে। বৃষ্টিপাত মাপার ক্ষেত্রে বৃষ্টির ধারাকে মিলিলিটারে পরিমাপ করা হয়। এক্ষেত্রে ঘণ্টায় ২.৫ মিলিমিটারের কম বৃষ্টিপাতকে হালকা, ২.৫ মিলিমিটার থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে ভারী এবং ৫০ মিলিমিটারের অতিরিক্ত বৃষ্টিপাতকে চরম বৃষ্টি বলা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে গত কয়েক বছর ধরে তাপমাত্রা অত্যধিক বেড়েছে। ফলে বায়ুমণ্ডলে বেশি জলীয় বাষ্প যাচ্ছে এবং বেশি বৃষ্টিপাত হচ্ছে।

ক্লাউড সিডিং: কৃত্রিম বৃষ্টিপাতের প্রযুক্তি

সভ্যতার শুরু থেকেই মানুষ চেষ্টা করে আসছে প্রকৃতির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার। সেই পথে মানুষের সাফল্যের ইতিহাসও বেশ দীর্ঘ। তার মধ্যে কৃত্রিম বৃষ্টিপাতের এক যুগান্তকারী প্রযুক্তি ক্লাউড সিডিং। এ প্রযুক্তির মাধ্যমে কোনো কোনো দেশ কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে।

কৃত্রিম বৃষ্টির ইতিহাস

১৮৯১ সালে লুই গাথমান প্রথম কৃত্রিম বৃষ্টি সৃষ্টিতে তরল কার্বন ডাই-অক্সাইড ব্যবহারের প্রস্তাব করেন। ১৯৩০ এর দশকে বার্গারন-ফাইন্ডিসেন বরফের স্ফটিক কণার উপস্থিতিতে অতীব ঠান্ডা পানির কণা জমে এবং শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে নামে-এ ধারণার ওপর ভিত্তি করে তত্ত্ব তৈরি করেন। এ তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন মার্কিন রসায়নবিদ ভিনসেন্ট শিফার। জুলাই ১৯৪৬ তিনি যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের গবেষণাগারে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাতের সফল ব্যবহারিক প্রয়োগ ঘটান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আরেক নোবেলজয়ী বিজ্ঞানী আরভিং ল্যাংমুর যোগ দেন শিফারের সঙ্গে। দুই জন মিলে একই বছরের ১৩ নভেম্বরে বার্কশায়ারের পাহাড়ি এলাকায় উন্মুক্ত পরিবেশে মানব ইতিহাসে প্রথম ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হন।

কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়া

কৃত্রিম বৃষ্টিপাত হলো প্রকৃতির ওপর বৈজ্ঞানিক প্রভাব খাটিয়ে জোর করে বৃষ্টি নামানো। এ জন্য প্রথমে মেঘ সৃষ্টি করতে হয়। দ্বিতীয় পর্যায়ে এ মেঘকে ঘনীভূত করে বৃষ্টিপাতের উপযোগী অবস্থায় নিয়ে আসতে হয় এবং পরিশেষে বৃষ্টি ঝরানো হয়। ক্লাউড সিডিংয়ে সাধারণ রাসায়নিক যেমন- সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড অথবা শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়। তরল প্রোপেন গ্যাসও ব্যবহার করা হয়। এ গ্যাস সিলভার আয়োডাইডের চেয়ে বেশি তাপমাত্রায় বরফের স্ফটিক তৈরি করতে পারে। ক্লাউড সিডিংয়ের সময় মেঘের ভেতরের তাপমাত্রা -২০ থেকে – ৭ সেলসিয়াসে নেমে আসে। এরকম পরিস্থিতিতে সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক ব্যবহার করা হয়। মেঘের ভেতর দিয়ে যখন উড়োজাহাজ যায় তখন সিলভার আয়োডাইড ছড়িয়ে দেওয়া হয়। এ রাসায়নিকের ক্ষুদ্র স্ফটিকদানাগুলোই মেঘের সিড হিসেবে কাজ করে। অর্থাৎ এসব দানায় ভাসমান জলীয়বাষ্পে পানি কণাগুলো জড়ো হয়ে বড় ফোঁটায় পরিণত হয়। একসময় ওজন বেড়ে গিয়ে মহাকর্ষের টানে বৃষ্টি হয়ে ঝরে পড়ে।

বহুবিধ ব্যবহার

কৃষিক্ষেত্রে ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাইল্যান্ড। ১৯৫৫ সাল থেকে সরকারিভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর প্রকল্প চালিয়ে আসছে দেশটি, যা প্রধানত বৃষ্টিনির্ভর শস্যগুলো রক্ষায় কাজে আসছে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসের আগে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি নামায় চীন, যাতে পুরো আয়োজন বৃষ্টির কারণে বিঘ্নিত না হয় অনাবৃষ্টি ও মরু অঞ্চলে কৃত্রিম বৃষ্টিপাত যে কত বড় আশীর্বাদ হতে পারে তার সফল উদাহরণ সংযুক্ত আরব আমিরাত। এই শতকের শুরু থেকেই সেখানকার সরকার বৃষ্টিপাত বাড়াতে বৃহৎ কর্মযজ্ঞ হাতে নেয়, যার মধ্যে আছে বৃষ্টি বৃদ্ধির লক্ষ্যে বৃহৎ পরিসরে গবেষণা, ক্লাউড সিডিং প্রযুক্তির উন্নয়ন, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য কৃত্রিম হ্রদ ও বাঁধ নির্মাণ। আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের একটি দল সার্বক্ষণিক মেঘ পর্যবেক্ষণ করে থাকে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে এমন মেঘ খুঁজে পেলেই ক্লাউড সিডিং অপারেশন শুরু করে। কেবল ২০১৭ সালেই তারা ২৪২টির – মতো সফল ক্লাউড সিডিং অপারেশন সম্পন্ন করে যা ১৫-৩০ শতাংশের মতো বৃষ্টিপাত বৃদ্ধিতে সহায়তা করে। চীনই সবচেয়ে বেশি কৃত্রিম উপায়ে বৃষ্টি ঝরায় ।

ক্লাউড সিডিং প্রযুক্তি যখন অস্ত্র

অবাক শোনালেও এটাই সত্য! মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬৭ সালে ভিয়েতনাম যুদ্ধে নজিরবিহীনভাবে ক্লাউড সিডিং প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। Operation Popeye নামে কুখ্যাত এই অভিযানে মার্কিনরা ক্লাউড সিডিং করে ভিয়েতনামের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সংযোগকারী হো চি মিন ট্রেইলের উপর প্রচুর পরিমাণে কৃত্রিম বৃষ্টিপাত ঘটায়। মূলত এর ফলে বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম বাহিনীর যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে খাদ্য ও অস্ত্র পরিবহন কঠিন হয়ে ওঠে। কৃত্রিম বৃষ্টিপাত যেমন ব্যবহৃত হয়েছে যুদ্ধাস্ত্র হিসেবে, আবার মানুষের জীবন বাঁচাতেও এর ব্যবহার হয়ে আসছে। জানুয়ারি ২০২০ ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবল বর্ষণ ও ভূমিধসে ৩ দিনেই প্রায় ৪৩ জন মানুষ প্রাণ হারায়। আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছিল আরও অন্তত দু’সপ্তাহ ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ইন্দোনেশিয়ার সরকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে দ্রুত যেসব পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে ক্লাউড সিডিং অন্যতম। জাকার্তা উপসাগরে উৎপন্ন- মেঘগুলোর উপর সোডিয়াম ক্লোরাইড ছড়িয়ে সেগুলোকে শহরে ঢুকতে বাধা সৃষ্টি করা হয়। শহরে ঢোকার আগেই তৎসংলগ্ন নদীতে কিছুটা বৃষ্টিপাত হয়ে যাওয়ায় মেঘগুলো- ক্রমশ দুর্বল হয়ে পড়ে, রক্ষা পায় প্রাণ ও সম্পদ।

খেলাধুলা

এশিয়া কাপ- ২০২২

আয়োজন: ১৫তম (টি-২০ ফরম্যাট)। আয়োজক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। সময়কাল: ২৭ আগস্ট – ১১ সেপ্টেম্বর, ২০২২। স্বাগতিক: সংযুক্ত আরব আমিরাত। ভেন্যু: ২টি (দুবাই ও শারজাহ)। অংশগ্রহণকারী দল: ৬টি। মোট ম্যাচ: ১৩টি। চ্যাম্পিয়ন: শ্রীলংকা (৬ষ্ঠ বার)। রানার্স আপ: পাকিস্তান। প্লেয়ার অব দ্য সিরিজ: ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা)। সর্বোচ্চ উইকেট: ভুবনেশ্বর কুমার; ভারত (১১টি)। সর্বাধিক রান: মোহাম্মদ রিজওয়ান; পাকিস্তান (২৮১ রান)।

পুরস্কারের অর্থমূল্য (টাকায়) চ্যাম্পিয়ন: ১.৮৮ কোটি। রানার্স আপ: ৯৪.২৯ লাখ। তৃতীয় স্থান: ৭৫.৪৩ লাখ। চতুর্থ স্থান: ৫৬.৫৭ লাখ।

রোল অব অনার

সাল

স্বাগতিক

চ্যাম্পিয়ন

রানার্স আপ

বাংলাদেশের অবস্থান

১৯৮৪

আমিরাত

ভারত

শ্রীলংকা

অংশ নেয়নি

১৯৮৬

শ্রীলংকা

শ্রীলংকা

পাকিস্তান

৩য়

১৯৮৮

বাংলাদেশ

ভারত

শ্রীলংকা

৪র্থ

১৯৯০-৯১

ভারত

ভারত

শ্রীলংকা

৩য়

১৯৯৫

আমিরাত

ভারত

শ্রীলংকা

৪র্থ

১৯৯৭

শ্রীলংকা

শ্রীলংকা

ভারত

৪র্থ

২০০০

বাংলাদেশ

পাকিস্তান

শ্রীলংকা

৪র্থ

২০০৪

শ্রীলংকা

শ্রীলংকা

ভারত

৪র্থ

২০০৮

পাকিস্তান

শ্রীলংকা

ভারত

৪র্থ

২০১০

শ্রীলংকা

ভারত

শ্রীলংকা

৪র্থ

২০১২

বাংলাদেশ

পাকিস্তান

বাংলাদেশ

রানার্স আপ

২০১৪

বাংলাদেশ

শ্রীলংকা

পাকিস্তান

৫ম

২০১৬

বাংলাদেশ

ভারত

বাংলাদেশ

রানার্স আপ

২০১৮

আমিরাত

ভারত

বাংলাদেশ

রানার্স আপ

২০২২

আমিরাত

শ্রীলংকা

পাকিস্তান

গ্রুপ পর্ব

• ১০২০ দিন অপেক্ষার পর আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ টি-২০’তে একমাত্র সেঞ্চুরি করেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৬১ বলে ১২২ রানের এ ইনিংসে তিনি টি-২০’তে ৩৫০০ রান এবং আন্তর্জাতিকে ২৪,০০০ রানের মাইলফলক গড়েন।

নাসিম শাহর দুই বিশ্বরেকর্ড

৭ সেপ্টেম্বর, ২০২২ এশিয়া কাপ টি-২০’তে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানকে অবিশ্বাস্য এক জয় এনে দেন ১৯ বছরের তরুণ নাসিম শাহ। নাসিমই টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি ১০ বা ১১ নম্বরে ব্যাট করতে নেমে পরপর ২টি ছক্কা মেরে দলকে ম্যাচ জেতান। সেই সাথে একজন পেসার হিসেবে সবচেয়ে কম ১৯ বছর ২০৪ দিন বয়সে ৫০টি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এখন নাসিম শাহ’র। এর আগে এ রেকর্ডটি ছিল তারই স্বদেশি শাহিন শাহ আফ্রিদির।

বিদায় টেনিসের রাজা-রানি

ক্যাটাগরি

রজার ফেদেরার

সেরেনা উইলিয়ামস

ক্যারিয়ার

১৯৯৮-২০২২

১৯৯৫-২০২২

দেশ

সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্র

বয়স

৪১

৪২

অলিম্পিকে স্বর্ণ

২টি

৪টি

প্রাইজমানি ($)

১৩০ মিলিয়ন

৯৪ মিলিয়ন

গ্র্যান্ড স্ল্যাম জয়

অস্ট্রেলিয়ান ওপেন

ফ্রেঞ্চ ওপেন

ইউএস ওপেন

উইম্বলডন

মোট গ্র্যান্ড স্ল্যাম

২০

২৩

মোট ম্যাচ জয়

৩৬৯টি

৩৬৭টি

সর্বাধিক জয়

উইম্বলডন-৮

অস্ট্রেলিয়ান ওপেন-৭

উয়েফা বর্ষসেরা-২০২২

পুরুষ খেলোয়াড়: করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)।

নারী খেলোয়াড়: আলেক্সিয়া পুতেয়াস (স্পেন/বার্সেলোনা)।

পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)।

নারী কোচ: সারিনা ভেইগমান (ইংল্যান্ড)

প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): আরিগো সাচ্চি (ইতালি)।

টি-২০ বিশ্বকাপ ২০২২

আয়োজন: ৮ম

আয়োজক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

সময়কাল: ১৬ অক্টোবর-১৩ নভেম্বর, ২০২২।

ফরম্যাট: নকআউট।

স্বাগতিক: অস্ট্রেলিয়া।

ভেন্যু: ৭টি শহরের ৭টি স্টেডিয়াম।

অংশগ্রহণকারী দেশ: ১৬টি।

মোট ম্যাচ: ৪৫টি।

স্বাগতিক দেশসহ ১২টি দেশ সরাসরি খেলবে আর বাকি চারটি দেশ গ্রুপ পর্ব থেকে উঠে আসবে।

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন এবং নাসুম আহমেদ।

বাংলাদেশ দলের সময়সূচি

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

২৪ অক্টোবর

রানার আপ গ্রুপ এ

হোবার্ট

২৭ অক্টোবর

দক্ষিণ আফ্রিকা

সিডনি

৩০ অক্টোবর

গ্রুপ-বি জয়ী দল

ব্রিসবেন

০২ নভেম্বর

ভারত

এডিলেইড

০৬ নভেম্বর

পাকিস্তান

এডিলেইড

Leave a Reply