আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.১১.২০২২

♦ ডেনমার্ক ও ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত।

♦ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১ তম আরব লীগ শীর্ষ সম্মেলন শুরু।

♦ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) পাইলটি প্রকল্প হিসেবে ডিজিটাল মুদ্রা ই-রুপি চালু করে।

০২.১১.২০২২

♦ তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি পুনর্বহাল করে রাশিয়া।

♦ ইথিওপিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (TPLF) ও সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।

০৩.১১.২০২২

♦ পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন।

♦ ইথিওপিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (TPLF) ও সরকারের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি কার্যকর।  

০৫.১১.২০২২

♦ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে ‘দ্য ভিজিল্যান্ট স্টর্ম’ নামে যৌথ সামরিক বিমান মহড়া শেষ করে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া।

♦ বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করে প্রশাসন।

০৬.১১.২০২২

♦ মিসরের শারম আল শেখে ২৭তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP27) শুরু।

০৭.১১.২০২২

♦ জিম্বাবুয়ে ও উগান্ডা প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

০৮.১১.২০২২

♦ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত।

♦ যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন পদত্যাগ করেন।

০৯.১১.২০২২

♦ ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।

১০.১১.২০২২

♦ কম্বোডিয়ার রাজধানী নমপেনে চার দিনব্যাপী আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু।

১১.১১.২০২২

♦ ভারতের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণসহ ছয় আসামিকে মুক্তির আদেশ দেন।

১২.১১.২০২২

♦ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন গ্রেগ বার্কলে।

♦ বাহরাইনে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত।

১৩.১১.২০২২

♦ স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন নাতাশা পিয়ার্স মুসার।

♦ অষ্টম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

♦ G20 ভুক্ত দেশের স্বাস্থ্য ও অর্থমন্ত্রীরা পরবর্তী মহামারি মোকাবেলিায় ১৪০ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দেন। 

১৫.১১.২০২২

♦ ইন্দোনিশিয়ার বালিতে দু’দিনব্যাপী G20 শীর্ষ সম্মেলন শুরু।

♦ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে প্রথমবার বৈঠক করেন।

♦ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করে।

♦ পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জরুরি বৈঠকে বসে ন্যাটো। 

১৬.১১.২০২২

♦ চাঁদে অভিযানের জন্য যাত্রীবিহীন আর্টেমিস-১ রকেট উৎক্ষেপণ করে নাসা ।

১৭.১১.২০২২

♦ সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার অভিযোগ থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অব্যাহতি দেয় যুক্তরাষ্ট্র।

১৮.১১.২০২২

♦ থাইল্যান্ডের ব্যাংককে দু’দিনব্যাপী ২৯তম APEC শীর্ষ সম্মেলন শুরু।

♦ মহাকাশে পাড়ি দেয় ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস।

৯.১১.২০২২

♦ মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত ।

♦ প্রথমবারের মতো ইউক্রেন সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

২০.১১.২০২২

♦ কাতারে ২২তম বিশ্বকাপ ফুটবল শুরু।

♦ নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত।

২১.১১.২০২২

♦ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

♦ কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন কাসিম-জোমার্ট তোকায়েভ ।

২৪.১১.২০২২

♦ মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ার ইব্রাহিম ।

২৬.১১.২০২২

♦ তাইওয়ানে সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত।

২৭.১১.২০২২

♦ স্লোভেনিয়ায় গণভোট অনুষ্ঠিত ।

২৮ নভেম্বর,২০২২

♦ একশন এইডের জরিপ অনুযায়ী কত শতাংশ নারী অনলাইনে সহিংসতার শিকার হন? ৬৪%।

♦ ফ্রান্সে কতটি দেশ মিলে কৃত্রিম সূর্য তৈরীর কাজ করছে? ৩৫টি দেশ।

২৯.১১.২০২২

♦ বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরির নাম কী? মাউনা লোয়া।

♦ জাপানের কোন চিত্রনির্মাতা মিয়ানমারের কারাগারকে নরক বলেছেন? তরু কুবোতা।

♦ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে বিশ্বে কত কোটি মানুষ দৃষ্টিস্বল্পতায় ভুগছে? ২৫০ কোটি।

৩০.১১.২০২২

♦ সম্প্রতি তুরস্কে হামলাকারী কুর্দি সশস্ত্রগোষ্ঠী ‘পিকেকে’ কোন দেশের মদদ পুষ্ট? যুক্তরাষ্ট্র।

♦ বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি হাওয়াইয়ের মাউনা লোয়া কত বছর পর বিস্ফোরিত হয়ে লাভা উদগিরণ শুরু করেছে? ৪০ বছর।

♦ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাঙ্কিপক্সের নতুন নাম কী? এমপক্স।

আলোচিত বিশ্ব

এক পলকে বিশ্ব

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০২২ মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ার ইব্রাহিম। ১৯ নভেম্বর ২০২২ অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান, হারাপান (PH) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জয় পায়। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (PN) পায় ৭৩ আসন। কোনো দলই সরকার গঠনে প্রয়োজনীয় ১১২ আসন পায়নি। এ প্রেক্ষাপটে রাজপরিবারের বৈঠকের পর আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন রাজা সুলতান আব্দুল্লাহ। ১০ আগস্ট ১৯৪৭ আনোয়ার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য পেনাংয়ের চিরোক তক্কুন গ্রামে জন্মগ্রহণ করেন। 

ICPC

• আসর: ৪৫তম • সময়কাল: ৬-১১ নভেম্বর ২০২২ • আয়োজক: বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP)। • অংশগ্রহণে: ৪৭টি দেশের ১৩৭টি বিশ্ববিদ্যালয়ের ৪১১ জন প্রতিযোগী • চ্যাম্পিয়ন: ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT), যুক্তরাষ্ট্র; দ্বিতীয়: পিকিং ইউনিভার্সিটি, চীন • ICPC তে বাংলাদেশ > বাংলাদেশ থেকে অংশ নেয় আটটি দল। তাদের অবস্থান-৫১. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৫৬. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), ৮২. ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯৮. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০৭. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১১৩. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), ১১৯. ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP) এবং ১২২. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) • পুরস্কার > বিজয়ী দল: ট্রফি, গোল্ড মেডেল এবং ১৫,০০০ ডলার। দ্বিতীয় থেকে চতুর্থ: গোল্ড মেডেল ও ৭,৫০০ ডলার। পঞ্চম থেকে অষ্টম: সিলভার মেডেল ও ৬,০০০ ডলার। নবম থেকে দ্বাদশ: ব্রোঞ্জ মেডেল ও ৩,০০০ ডলার।

• মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এ আসর প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হয়। প্রতিযোগিতার ৪৬তম আসর বসবে মিসরে।

১৯৭০ সাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার সবচেয়ে সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ আয়োজন International Collegiate Programming Contest (ICPC)।

রিপোর্টসমীক্ষা

আইনের শাসন সূচক

♦ প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২

♦ প্রকাশক: World Justice Project (WJP), যুক্তরাষ্ট্র।

♦ অন্তর্ভুক্ত দেশ: ১৪০টি

♦ প্রতিবেদনের শিরোনাম: WJP Rule of Law Index ২০২২।

সূচক অনুযায়ী  

♦ শীর্ষ দেশ: ডেনমার্ক

♦ সর্বনিম্ন দেশ: ভেনিজুয়েলা। 

♦সার্কভুক্ত দেশের অবস্থান: ৬৯. নেপাল, ৭৪. শ্রীলংকা, ৭৪. ভারত, ১২৭. বাংলাদেশ, ১২৯. পাকিস্তান ও ১৩৮. আফগানিস্তান। 

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম

♦ প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২

♦ প্রকাশক: জর্দানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।

প্রতিবেদন অনুযায়ী– 

♦ ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব: ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি। 

♦ ‘ওম্যান অব দ্য ইয়ার’ তথা বর্ষসেরা নারী: যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলি। আয়েশা আবদুর রহমান একজন নওমুসলিম নারী।

♦ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

নলকূপে আর্সেনিক সমীক্ষা

♦ প্রকাশ: নভেম্বর ২০২২

♦ প্রকাশক: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) 

♦ সমীক্ষাকাল: ২০২১ সালের মাঝামাঝি-সেপ্টেম্বর ২০২২

♦ সমীক্ষা চালানো নলকূপ: ৩,২০০টি ইউনিয়নের ৫৪,৩০,৮৮০টি। যার ৭,৫৫,৫৪৮টি নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া যায়। যা দেশের ১৪% নলকূপ।

সমীক্ষা অনুযায়ী  

♦ মাত্রাতিরিক্ত আর্সেনিকে শীর্ষ ৫ জেলা: ১. গোপালগঞ্জ ২. চাঁদপুর ৩. কুমিল্লা ৪. সাতক্ষীরা ৫. লক্ষ্মীপুর। 

♦ আর্সেনিকে সর্বনিম্ন ৫ জেলা: ১. দিনাজপুর ২. ময়মনসিংহ ৩. নওগাঁ ৪. নাটোর ও ৫. রংপুর।

আবাদযোগ্য জমি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রকাশিত সর্বশেষ তথ্য—

♦ দেশে মোট ভূমি ৩,৬৪,৬৫,০০০ একর। চাষাবাদযোগ্য ২,৮১,০০০ একর। আবাদযোগ্য হওয়ার পরও চাষের আওতায় আসেনি ৬,৭১,০০০ একর, যা মোট ভূমির প্রায় ১.৮৪%। 

♦ আবাদযোগ্য জমি অপচয়ে শীর্ষে বান্দরবান। জেলাটির মোট ভূমি ১১,০৭,০০০ একর। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, আবাদকৃত জমির পরিমাণ ১,৭৯,০০০ হেক্টর।

আবাদযোগ্য জমি অপচয়ের শীর্ষ ১০ জেলা (হাজার একর)

জেলা

মোট জমি

অপচয়কৃত জমি

জেলা

মোট জমি

অপচয়কৃত জমি

বান্দরবান

১১০৭

১০৬

মৌলভীবাজার

৬৯২

৩১

সুনামগঞ্জ

৯২৬

৪৬

চট্টগ্রাম

১৩০৫

২৯

ফরিদপুর

৫০৭

৪৩

টাঙ্গাইল

৮৪৪

২৩

সিলেট

৮৫৩

৩৯

হবিগঞ্জ

৬৫১

২১

নেত্রকোনা

৬৯০

৩২

কিশোরগঞ্জ

৬৬৪

২১

দেশের জলবায়ু উন্নয়ন প্রতিবেদন

♦ প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২।

♦ প্রকাশক: বিশ্বব্যাংক

♦ প্রতিবেদনের শিরোনাম: Country Climate and Development Report (CCDR)।

প্রতিবেদনে বাংলাদেশ-

♦ পরিবেশদূষণের জন্য মৃত্যু— ৩২%

♦ বায়ুদূষণে বছরে ক্ষতি— GDP’র ৯%

♦ ঘূর্ণিঝড়ের ফলে বছরে গড় ক্ষতি- ১ বিলিয়ন ডলার

♦ জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাস্তুচ্যুত হতে পারে— ১ কোটি ৩০ লাখ মানুষ। 

বিশ্ব দর্পণ

লেবানন-ইসরায়েল সমুদ্রসীমা চুক্তি

২৭ অক্টোবর ২০২২ লেবানন ও ইসরায়েলের মধ্যে সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তি স্বাক্ষরি হয়। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন দেশটির বাবদা শহরে ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ জেরুজালেমে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তি কার্যকরের অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। এরপর উভয় দেশের সীমান্তসংলগ্ন নাকোউরা শহরে জাতিসংঘ শান্তিরক্ষীদের শিবিরে দুই সরকারের কর্মকর্তারা পত্র হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা এ চুক্তির ফলে সমুদ্রসীমা নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি ও সমুদ্রে জ্বালানি অনুসন্ধানের পথ উন্মুক্ত হবে।

ইথিওপিয়ায় সংঘাত বন্ধে সমঝোতা

২৫ অক্টোবর ২০২২ ইথিওপিয়ায় সংঘাত বন্ধে দেশটির সরকার ও উত্তরাঞ্চলীয় সংঘাতে লিপ্ত পক্ষগুলো আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় দক্ষিণ আফ্রিকায় আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করে। ২ নভেম্বর ২০২২ দেশটির উত্তরাঞ্চলীয় টাইগ্রেতে সংঘাতে লিপ্ত পক্ষগুলো ‘স্থায়ীভাবে শত্রুতা বন্ধের’ বিষয়ে সম্মত হয়। এর ফলে ইথিওপিয়ায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসান হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী, ইথিওপিয়ার কেবল একটিই জাতীয় প্রতিরক্ষা বাহিনী থাকবে। টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (TPLF) তাদের অস্ত্র জমা, সেনা সমাবেশ বন্ধ এবং ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীতে যুক্ত হওয়ার অঙ্গীকার করে।

আসিয়ানের নতুন সদস্য

১০-১৩ নভেম্বর ২০২২ কম্বোডিয়ার রাজধানী নমপেনে Association of Southeast Asian (ASEAN)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর  ২০২২ আসিয়ান জোটের নেতারা পূর্ব তিমুরকে ১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দিতে নীতিগতভাবে সম্মান হয়। ২০২৩ সালে আসিয়ানের শীর্ষ সম্মেলনে পূর্ণ সদস্যপদের জন্য একটি রোডম্যাপ দেওয়া হবে। উল্লেখ্য, ৪ মার্চ ২০১১ পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে আসিয়ানের সদস্য হওয়ার জন্য আবেদন করে।

মোল্লা ওমরের কবরের সন্ধান

৭ নভেম্বর ২০২২ তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, মোল্লা ওমরের কবর আফগানিস্তানের জাবুল প্রদেশের সুরি জেলার ওমরজোর এলাকার কাছে। ২৩ এপ্রিল ২০১৩ মোল্লা ওমর ৫৫ বছর বয়সে মারা যান। ২০১৫ সালে তালেবান স্বীকার করে দুই বছর আগে তার মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টম্বর ১৯৯৬ আফগানিস্তানে সরকার গঠন করে তালেবান । সেই সরকারের প্রধান ছিলেন মোল্লা ওমর। ১৩ সেপ্টেম্বর ২০০১ যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন তিনি। আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে উৎখাত করা হয়।

জর্ডান-ইসরায়েল চুক্তি

৭ নভেম্বর ২০২২ মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও জর্ডানের মধ্যে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি স্বাক্ষরিত হয়। মিসরের উপকূলীয় শহর শার্ম আল শেখে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী, জর্ডান থেকে প্রতি বছর ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে ইসরায়েলে। তার পরিবর্তে ইসরায়েল প্রতি বছর ২০ কোটি ঘনমিটার পানি সরবরাহ করবে জর্ডানকে। বিশ্বের যেসব দেশে বছরের সবচেয়ে বেশিদিন ব্যাপক সূর্যালোক পড়ে, সেসবের মধ্যে জর্ডান অন্যতম। বছরের ৩০০ বা তারও বেশি দিন সূর্যের উজ্জ্বল ও উষ্ণ আলো পড়ে জর্ডানে। ইসরায়েলে প্রতি বছর যে বিদ্যুৎ পাঠাবে জর্ডান, তার পুরোটাই হবে সৌরবিদ্যুৎ। সূর্যের আলো ও তাপ ব্যবহার করে এ বিদ্যুৎ উৎপাদন করবে জর্ডান। 

প্রথম হিজাব পরিহিতা কাউন্সিলর

২৪ অক্টোবর ২০২২ কানাডার টরেন্টো পৌর নির্বাচনে কাউন্সিল সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন আসমা মালিক। কেননা তিনিই প্রথম হিজাবি নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। ১১ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্পাডিনা ফোট ইয়র্ক অঞ্চলের কাউন্সিলর নির্বাচিত হন। ১৫ নভেম্বর ২০২২ তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০১৪-২০১৮ মেয়াদে ত্রিনিটি স্পাডিনা এলাকা থেকে টরেন্টো ডিস্ট্রিক স্কুল বোর্ডের ট্রাস্টি নির্বাচিত হন। হিজাবি নারী হিসিবে সেখানেও তিনি ছিলেন প্রথম। আসমা মালিকের বাবা-মা প্রায় পাঁচ দশক আগে পাকিস্তান থেকে কানাডার টরেন্টো শহরে আসেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

২৭ অক্টোবর ১৯৪৫ নিরক্ষর কৃষক পরিবারে জন্মগ্রহণকারী লুলা আট ভাইবোনের মধ্যে সপ্তম। ১৪ বছর বয়সে কিশোর লুলা বুট পালিশওয়ালার ভূমিকায়ও অবতীর্ণ হন। বিক্রি করেন চিনাবাদাম শ্রমিক হিসেবে কাজ করেন ধাতব কারখানায়। ১৯৭০-এর দশকে তৎকালীন সামরিক স্বৈরাচারকে চ্যালেঞ্জ করা এক বড় ধর্মঘটের নেতৃত্ব দেন। ১০ ফেব্রুয়ারি ১৯৮০ তিনি হন ওয়ার্কাস পার্টির সহ-প্রতিষ্ঠাতা। ১৯৮৯-১৯৯৮ পর্যন্ত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ২০০২ সালে সফল হন তিনি। ১ জানুয়ারি ২০০৩ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৬ সালে পুনরায় নির্বাচিত হন তিনি। তার শাসনামলে ব্রাজিলের দ্রুত উন্নতি হয়। ব্রাজিলের সংবিধান অনুযায়ী কেউ টানা দু’মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না। এমনে আইনের কারণেই নিজে সরে দাড়িয়ে ওয়ার্কাস পার্টিতে তার প্রিয় অনুসারী দিলমা রুসেফকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেন। ৩১ আগস্ট ২০১৬ দিলমা রুসেফকে অভিসংশন করার পর তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে ২০১৮-২০১৯ সাল পর্যন্ত ৫৮০ দিন কারোভোগ করেন লুলা। এবার ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হন। ১ জানুয়ারি ২০২৩ বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা।

দেশভিত্তিক নিয়মিত আয়োজন

ভারত

(ক্ষেপণাস্ত্রে এডি-১ উৎক্ষেপণ )

২ নভেম্বর ২০২২ প্রথম বারের মতো দূরপাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এডি-১ -এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) । ওডিশা উপকূলের এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে দ্বিতীয় পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের (BMD) ইন্টারসেপ্টর এডি-১-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। মিসাইল হামলা ও বিমান হামলা ঠেকাতে সক্ষম এডি-১। তাছাড়া বায়ুমণ্ডলের ভিতরে বা বাইরে-যেকোনো জায়গাতেই শত্রুপক্ষের মিসাইল চিহ্নিত করে ধ্বংস করতে পারে। ২১ অক্টোবর ২০২২ অগ্নি সিরিজের নতুন মিসাইল ‘অগ্নি প্রাইম’-এর ৩য় পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এডি-এ অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র।

ইরান

(রকেট উৎক্ষেপণ)

৫ নভেম্বর ২০২২ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) অ্যারোস্পেস ফোর্স ‘কায়েস-১০০’ স্যাটেলাইট ক্যারিয়ারের সফল পরীক্ষা সম্পন্ন করে। ‘কায়েস-১০০’ স্যাটেলাইট ক্যারিয়ার তিন স্তরের সলিড ফুয়েল ক্যারিয়ার। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ স্যাটেলাইট ক্যারিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫০০ কি.মি. দূরের কক্ষপথে ৮০ কি.গ্রা. পর্যন্ত ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম।

সৌদি আরব

বিশ্বের সবচেয়ে বড় হোটেল: হজযাত্রীদের জন্য মক্কায় বিশ্বের বৃহত্তম হোটেল তৈরি করছে সৌদি আরব। নাম দেওয়া হয় ‘আবরাজ কুদাই’। এটি নির্মাণে সৌদি সরকারের খরচ পড়ছে ৩৫০ কোটি ডলার। ১০,০০০ কক্ষের হোটেলটিতে থাকতে পারবেন ৩০,০০০ অতিথি। পবিত্র কাবা শরিফ থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে ৬,৪৫, ৮৩০ বর্গফুট আয়তনের হোটেলের শপিংমল, হেলিপ্যাড, রেস্তোরাঁ, ফুডকোর্ট, বাস স্টেশন, বলরুম ও কনভেনশন সেন্টার থাকবে। একটি সিঙ্গেল কক্ষের ভাড়া প্রতি রাতে পাঁচ লাখ টাকারও বেশি হবে।

যুক্তরাষ্ট্র

মার্কিন মধ্যবর্তী নির্বাচন

নির্বাচনের পর দুদলের আসন

দল

প্রতিনিধি পরিষদ

সিনেট

রিপাবলিকান পার্টি

২১৮

৪৯

ডেমোক্র্যাটিক পার্টি

২১২

৫০

– বাকী আসনের ফলাফল প্রকাশ করা হয়নি।

– ১১৮তম কংগ্রেসের সময়কাল ৩ জানুয়ারি ২০২৩ থেকে ৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

 

নতুন স্পিকার

২৭ নভেম্বর ২০২২ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পেলোসি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্বপালন করা প্রথম নারী। এরই মধ্যে কংগ্রেসের নতুন স্পিকার পদে লড়াইয়ের দল থেকে মনোনয়ন পান রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। ১৫ নভেম্বর ২০২২ এক ভোটে ১৮৮৮টি ভোট পান ম্যাকার্থি। ম্যাকার্থির বিপক্ষে ভোট যায় মাত্র ৩১টি। জানুয়ারি ২০২৩ স্পিকার পদে চূড়ান্ত মনোনিত হতে হলে সমর্থকদের পাশাপাশি দলের বাকি সদস্যদেরও ভোটের প্রয়োজন পড়বে তার।

৪ বাংলাদেশির জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-আমেরিকান প্রার্থী বিজয়ী হন। এরা হলেন- জর্জিয়া রাজ্যে তৃতীয়বারের মতো নির্বাচিত শেখ রহমান এবং জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী নাবিলা ইসলাম। এছাড়া কানেকটিকাট স্টেট সিনেটে বিজয়ী হন আরেক বাংলাদেশি-আমেরিকান মো. রহমান। এরা তিনজনই ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

G20 সম্মেলন

১৫-১৬ নভেম্বর ২০২২ ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলো অর্থনৈতিক জোট G20 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গভীর বিভক্তি সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে জোটের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেন।

গুরুত্বপূর্ণ ঘটনা ও সিদ্ধান্ত

তহবিল গঠন: G20-এর নেতারা মহামারি প্রতিরোধ ও প্রস্তুতির জন্য একটি তহবিল গঠনে সম্মত হন। G20-এর দাতা ও G20- এর সদস্যের বাইরের দেশগুলোর পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থা এতে সহযোগিতা করবে।

জলবায়ু পরিবর্তন: G20 নেতারা বৈশ্বিক তাপমাত্রা বদ্ধি ১.৫° সেলসিয়াসে সীমাবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হন । জো বাইডেন এবং শি চিন পিং জলবায়ু পরিবর্তনের বিষয়ে সহযোগিতা পুনরায় শুরু করতে সম্মত হন।

খাদ্য নিরাপত্তা: বিশ্ব নেতারা খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং কৃষ্ণ সাগরের শস্য রপ্তানির উদ্যোগকে সাধুবাদ জানান ।

•  নতুন সম্পর্কে যুক্তরাষ্ট্র-চীন: সম্মেলনের প্রাক্কালে জো বাইডেন ও শি চিন পিং তিন ঘণ্টাব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক করেন। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এ দু’নেতা প্রথম মুখোমুখি বৈঠকে মিলিত হলেন।

•  রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কঠোর নিন্দা জানায় G20-এর নেতারা। তাদের এক ঘোষণায় ইউক্রেন থেকে রাশিয়ার নিঃশর্ত সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়। সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

•  আগামী সম্মেলন ভারতে: ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ বর্তমান সভাপতি ভারতে বসবে এ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন। ২০২৩ সালের সম্মেলনের থিম এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। ভারতের আমন্ত্রণে বাংলাদেশ এ সম্মেলনে অংশ নেবে।

•  ট্রোইকা (Troika): G20 -এর সভাপতিত্ব প্রতি বছর তার সদস্যদের মধ্যে আবর্তিত হয়। চলমান সভাপতি দেশটি তার পূর্বসূরি এবং উত্তরসূরির সাথে একসাথে কাজ করে, যা ট্রোইকা নামে পরিচিত। বর্তমানে ইন্দোনেশিয়া, ভারত ও ব্রাজিল হলো ট্রোইকা দেশ।

Fact File

♦ আয়োজন: ১৭তম

♦ আয়োজক: ইন্দোনেশিয়া

♦ সময়কাল: ১৫-১৬ নভেম্বর ২০২২

♦ অংশগ্রহণকারী দেশ: G20 এর সদস্য

দেশসমূহ

আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, কানাডা, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইতালি, জাপান, দ. কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দ. আফ্রিকা, তুরস্ক, স. আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন । সাথে ১০টি আমন্ত্রিত দেশ ও ১০টি আন্তর্জাতিক সংস্থা।

COP27 সম্মেলন

৬-২০ নভেম্বর ২০২২ মিসরের শারম আল শেখ নগরীতে অনুষ্ঠিত হয় জাতিসংঘের জলবায়ু বিষয়ক ২৭তম COP27 সম্মেলন।

Fact File

তারিখ: ৬-১৯ নভেম্বর ২০২২

♦ স্থান: শারম আল শেখ (মিসর)

♦ অংশগ্রহণ ২০০টি দেশের প্রায় ৩০,০০০ মানুষ

♦ প্রেসিডেন্ট: সামেহ শুকরি (মিসর)

♦ পরবর্তী সম্মেলন: ৬-১৭ নভেম্বর ২০২৩ (স. আরব আমিরাত)।

গুরুত্বপূর্ণ ঘটনা ও সিদ্ধান্ত

•  লস অ্যান্ড ড্যামেজ ফান্ড: জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ নামে একটি তহবিল গঠন করবে ইউরোপীয় ইউনিয়ন। ২০২৪ সালের মধ্যে এর অবকাঠামো গঠন, অর্থায়নের প্রক্রিয়া, কোন পদ্ধতিতে পরিশোধ করা হবে সেসব বিষয় চূড়ান্ত করা হবে।

•  গ্লোবাল শিল্ড প্রকল্প: জলবায়ু বিপর্যয়ের সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পূর্বনির্ধারিত আর্থিক সহায়তা হিসেবে G7 ও V20 গ্রুপ মিলে গ্লোবাল শিল্ড নামের একটি সহায়তা প্রকল্প গঠন করে। গ্লোবাল শিল্ড প্যাকেজগুলোর প্রথম প্রাপকের মধ্যে রয়েছে- বাংলাদেশ, কোস্টারিকা, ফিজি, ঘানা, পাকিস্তান, ফিলিপাইন এবং সেনেগাল।

•  গুরুত্ব পায়নি ১০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি: বৈশ্বিক জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে এবং গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে উন্নয়নশীল দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েও ২০২০ সাল থেকে দিতে ব্যর্থ হন বিশ্ব নেতারা। কিন্তু এবারের সম্মেলনে এ বিষয়টি গুরুত্ব পায়নি।

•  জীবাশ্ম জ্বালানি:  কয়লা বাদে অন্য সকল জীবাশ্ম জ্বালানি থেকে ধাপে ধাপে বেরিয়ে আসতে কোনো চুক্তি হয়নি।

•  বিশ্বব্যাংকের সংস্কার: গ্রিন হাউস গ্যাস নির্গমন ও এর প্রভাবগুলোর সাথে খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় তহবিল সরবরাহে ব্যর্থ হওয়ায় বেশ কিছু দেশ বিশ্বব্যাংকের সংস্কার চেয়েছে।

•  1.5C: বেশ কিছু দেশ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5C-এ সীমাবদ্ধ করার লক্ষ্যমাত্রা পরিত্যাগ করার চেষ্টা করলেও এ লক্ষ্যমাত্রা বহাল রয়েছে।

•  বাংলাদেশ প্রেক্ষিত: বাংলাদেশ থেকে COP27-এ যোগদানকারী জলবায়ু বিশেষজ্ঞরা ২০২৫ সাল থেকে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলিতে তাদের তহবিল দ্বিগুণ করতে প্রস্তাব দেয়।

• GCA পুরস্কার বাংলাদেশের: সম্মেলনে ‘অভিযোজন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’ (GCA) অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও কেনিয়া এ পুরস্কার লাভ করে।

খেলাধুলা

অষ্টম T-20 বিশ্বকাপ ২০২২

আয়োজন: ৮ম সময়কাল: ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২ অংশগ্রহণকারী দেশ: ১৬টি মোট খেলা: ৪৫টি স্বাগতিক: অস্ট্রেলিয়া ভেন্যু: ৭টি (হোবার্ট, সিডনি, ব্রিসবেন, এডিলেড, মেলবোর্ন, জিলং ও পার্থ) চ্যাম্পিয়ন: ইংল্যান্ড (২য় বার) রানার্স আপ: পাকিস্তান ম্যান অব দ্য ফাইনাল: স্যাম কারেন ম্যান অব দ্য টুর্নামেন্ট: স্যাম কারেন।

ব্যাটিং রেকর্ড

সর্বোচ্চ রান: দক্ষিণ আফ্রিকা; ২০৫/৫; বিপক্ষ – বাংলাদেশ 

সর্বনিম্ন রান: আরব আমিরাত; ৭৩/১০; বিপক্ষ – শ্রীলংকা

সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত); ৬ ম্যাচে ২৯৬

সর্বোচ্চ ইনিংস: রাইলি রুশো; ১০৯ (৬৭ বলে)

মোট সেঞ্চুরি: ২টি; গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) ও রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)

সর্বাধিক হাফ সেঞ্চুরি: বিরাট কোহলি (ভারত); ৪টি

সর্বাধিক ছক্কা: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে); ১১টি।

আইসিসির সেরা একাদশ

১৪ নভেম্বর ২০২২ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) অষ্টম T-20 বিশ্বকাপ শেষে সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। সেরা একাদশ – অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার) (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শাদাব খান (পাকিস্তান), স্যাম কারেন (ইংল্যান্ড), আনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা), মার্ক উড (ইংল্যান্ড), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)। দ্বাদশ খেলোয়াড় হার্দিক পান্ডিয়া (ভারত)।

বোলিং রেকর্ড

সর্বাধিক উইকেট: ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা); ৮ ম্যাচে ১৫টি

সেরা বোলিং: স্যাম কারেন (ইংল্যান্ড); ৫/১০; বিপক্ষ: আফগানিস্তান

হ্যাটট্রিক: ২টি; কার্তিক মেইয়াপ্পন (আরব আমিরাত) ও জশ লিটল (আয়ারল্যান্ড)। 

২০২৪ বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ

জুন ২০২৪-এ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০ দলের T-20 বিশ্বকাপ হবে। হোস্ট (২ দল) ছাড়া গ্রুপের সেরা ৮ দল – নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস থাকবে। সর্বশেষ ২০২২ র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি ৮ দল নির্ধারিত হবে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে।

– ২৭ অক্টোবর ২০২২ দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ ১০৪ রানে পরাজিত হয়। এই হার বিশ্বকাপে তো বটেই T-20’ তেও বাংলাদেশের সবচেয়ে বড় হার। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ৭৫ রানে, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে হারে। আর T-20’তে পাকিস্তানের বিপক্ষে, ২০০৮ সালে ১০২ রানে হারে।

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ

আয়োজন: চতুর্থ আয়োজক: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF)

সময়কাল: ১-১১ নভেম্বর ২০২২

স্বাগতিক: বাংলাদেশ  

ভেন্যু: শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, ঢাকা

অংশগ্রহণকারী দেশ: ৩টি – বাংলাদেশ, ভুটান ও নেপাল

চ্যাম্পিয়ান: নেপাল (প্রথমবার)

রানার্স আপ:  বাংলাদেশ মোট ম্যাচ: ৬টি

সর্বোচ্চ গোলদাতা: সুরভি আকন্দ প্রীতি (বাংলাদেশ ); ৯টি

বেস্ট প্লেয়ার: সুরভি আকন্দ প্রীতি

ফেয়ার প্লে ট্রফি: বাংলাদেশ।

কাতার বিশ্বকাপ

উদ্বোধন পর্বে কোরআন তিলাওয়াত

ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম পবিত্র কোরআন তিলাওয়াত করতে দেখা যায়। সুললিত কণ্ঠে কোরআন থেকে পাঠ করেন ফিফা বিশ্বকাপের শুভেচ্ছাদূত ২০ বছর বয়সি গানিম আল-মুফতাহ। ২০২২ সালের এপ্রিলে তাকে কাতারের পক্ষ থেকে ফিফা বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচন করা হয়।

যা কিছু প্রথম  

• গোল: কাতারের বিপক্ষে পেনাল্টির মাধ্যমে ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া

• কার্ড: ইকুয়েডরের বিপক্ষে কাতারের সাদ আল শিহাব (হলুদ কার্ড) এবং ইরানের বিপক্ষে ওয়েলসের গোলরক্ষক হেনেসিও (লাল কার্ড)

• ফাউল: ইকুয়েডরের পারভিস এস্তুপিনান

• হার: ইকুয়েডরের কাছে স্বাগতিক কাতারের হার

• ম্যাচসেরা: কাতারের বিপক্ষে জোড়া গোল করা ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া।

রেকর্ড কর্নার

• টিকিট বিক্রিতে কাতার বিশ্বকাপ পেছনে ফেলেছে রাশিয়া বিশ্বকাপকে। প্রতিযোগিতার উদ্বোধনী দিন পর্যন্ত ২.৯৫ মিলিয়ন অর্থাৎ ২৯,৫০,০০০ টিকিট বিক্রি হয়।

• কাতার বিশ্বকাপ ঘিরে গত চার বছরের বাণিজ্যিক চুক্তি থেকে রেকর্ড পরিমাণ অর্থ আয় করে ফিফা। স্পন্সরশিপ থেকে ৭৫০ কোটি মার্কিন ডলার আয় হয়। যা রাশিয়া বিশ্বকাপের চেয়ে অন্তত ১০০ কোটি ডলার বেশি।

• কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করে স্পেন। এর আগে স্পেন বিশ্বকাপের কোনো আসরে এক ম্যাচে এত গোল করেনি।

• ইকুয়েডরের বিপক্ষে কাতারের ২-০ গোলের পরাজয়ে রেকর্ড হয় উদ্বোধনী ম্যাচে। আগের ২১টি বিশ্বকাপে কোনো স্বাগতিক দল প্রথম ম্যাচে হারেনি।

• ইকুয়েডরের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভ্যালেন্সিয়ার (৫)।

৬ নারী রেফারির ইতিহাস

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েন ৬ নারী। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে নারী রেফারিরা ম্যাচ পরিচালনা করেন। এদের মধ্যে তিনজন প্রধান রেফারি, বাকিরা সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। ফিফা বিশ্বকাপে প্রধান রেফারি ৩৬ জন, সহকারী রেফারি ৬৯ জন এবং ভিএআরের জন্য ২৪ জন।

♦ তিন মূল নারী রেফারি হলেন – ফ্রান্সের স্তেফানি ফ্রাপার, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা।

♦ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন – ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।

বয়সভিত্তিক পরিসংখ্যান

সবচেয়ে বুড়ো দল ইরান; গড় বয়স ২৮.২৯ বছর ও সবচেয়ে তরুণ দল যুক্তরাষ্ট্র; গড় বয়স ২৪.৫০ বছর।

♦ সবচেয়ে বেশি বয়সি ফুটবলার আলফ্রেদো তালাভেরা (৪০ বছর); গোলকিপার, মেক্সিকো ও সবচেয়ে কম বয়সি ফুটবলার ইউসুফা মুকোকো (১৮ বছর); স্ট্রাইকার, জার্মানি।

♦ সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক আটিবা হাচিনসন (৩৯ বছর); মিডফিল্ডার, কানাডা ও সবচেয়ে কম বয়সি অধিনায়ক হ্যারি কেইন (২৯ বছর); স্ট্রাইকার, ইংল্যান্ড।

♦ সবচেয়ে বেশি বয়সি কোচ লুই ফন গাল (৭১ বছর); নেদারল্যান্ডস ও সবচেয়ে কম বয়সি কোচ লিওনেল স্কালোনি (৪৪ বছর); আর্জেন্টিনা।

Leave a Reply