আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.১২.২০২২

♦ জি-২০ এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

♦ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

০২.১২.২০২২

♦ যুক্তরাষ্ট্র উন্নত চালকবিহীন স্টেলথ প্রযুক্তির বোমারু বিমান বি-২১ রাইডার উন্মুক্ত করে।

♦ জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া রাশিয়া থেকে সমুদ্রপথে আমদানি করা তেলের মূল্য ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়।

০৫.১২.২০২২

♦ রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেঁধে দেওয়ার পশ্চিমা পদক্ষেপ কার্যকর।

০৬.১২.২০২২

♦ ইন্দোনেশিয়ার পার্লামেন্টে বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক নিষিদ্ধ করে নতুন একটি আইন পাস।

০৭.১২.২০২২

♦ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যান।

♦ পেরুর বামপন্হি নেতা প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন দেশটির আইনপ্রণেতারা এরপরই অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়।

♦ কানাডার মন্ট্রিলে ১৫তম জীববৈচিত্র্য সম্মেলন শুরু।

০৮.১২.২০২২

♦ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দেয় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (EU)।

♦ দক্ষিণ-পশ্চিম বঙ্গোসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ ভারতের তামিলানাডু ও পুদুচেরিতে আঘাত হানে।

১০.১২.২০২২

♦ আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত চন্দ্রযান পাঠায়।

♦ ২৬ দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার অত্যাধুনিক নভোযান ওরিয়ন।

♦ ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় মিরাতি থেরাপিউটিকস নামক প্রতিষ্ঠানের ওষুধ ‘অ্যাডাগ্রাসিব’ অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের জাতীয় খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)।

১৪.১২.২০২২

♦ নিউজিল্যান্ডের পার্লামেন্টে ‘ধূমপানমুক্ত পরিবেশ’ আইন পাস।

♦ দক্ষিণ কোরিয়ায় ‘মহাকাশ সেনা ইউনিট’ মোতায়েন করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

১৫.১২.২০২২

♦ পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা চালায় ভারত।

♦ স্লোভাকিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেগের জোট সরকার পরাজিত হয়।

১৬.১২.২০২২

♦ জাপান নতুন জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদন করে।

♦ মরক্কোকে হারিয়ে কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে ক্রোয়েশিয়া।

১৮.১২.২০২২

♦ ২২তম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

♦ থাইল্যান্ডের নৌবাহিনীর যুদ্ধজাহাজ HTMS Sukhothai (FS-442) ডুবে গেলে ৩১ জন নৌসেনা নিখোঁজ হন।

১৯.১২.২০২২

♦ কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলনে (COP 15) পরিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষায় ঐতিহাসিক চুক্তির অনুমোদন।

♦ মালয়েশিয়ার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে আস্থা ভোটে জয় পান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

২০.১২.২০২২

♦ দেউলিয়া দশা কাটিয়ে উঠতে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা নতুন করে বিনিয়োগ, কর্মসংস্থান ও আবাসিক এ তিন ধরনের ভিসা চালু করে।

♦ সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) সদস্য দেশগুলোর দুর্নীতিবিরোধী আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের প্রথম মন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন শুরু।

২১.১২.২০২২

♦ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে যান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

২২.১২.২০২২

♦ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে মার্কিন কংগ্রেস প্যানেল।

২৭.১২.২০২২

♦ ভারতের প্রথম মুসলিম নারী হিসেবে যুদ্ধবিমানের পাইলট পদে যোগ দেন সানিয়া মির্জা।

 

আলোচিত বিশ্ব

রিপোর্ট সমীক্ষা

সামরিক ব্যয় র‌্যাঙ্কিং

প্রকাশ: ডিসেম্বর ২০২২; প্রকাশক: গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP); প্রতিবেদনের শিরোনাম: Defense Spending by Country 2022; অন্তর্ভুক্ত দেশ: ১৪২টি।

সূচক অনুযায়ী-

• সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ- ১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. রাশিয়া, ৪. যুক্তরাজ্য ও ৫. জার্মানি।

• সামরিক খাতে ব্যয়ে সর্বনিম্ন ৫ দেশ: ১৪২. আইসল্যান্ড, ১৪১. লাইবেরিয়া, ১৪০. সিয়েরালিওন, ১৩৯. ভুটান ও ১৩৮. লাওস।

• সার্কভুক্ত দেশের অবস্থান: ৬. ভারত, ৩১. পাকিস্তান, ৫০. বাংলাদেশ, ৬৯. শ্রীলংকা, ৯৯. নেপাল, ১২৯. আফগানিস্তান ও ১৩৯. ভুটান।

টাইম পারসন অব দ্য ইয়ার

৭ ডিসেম্বর ২০২২ ঘোষণা করা হয় টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার- ২০২২’। এবারের পারসন অব দ্য ইয়ার হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের নিজেদের রক্ষায় ইউক্রেনের অদম্য অনুপ্রেরণা (The Spirit of Ukraine)। এছাড়া এন্টারটেইনার অব দ্য ইয়ার Blackpink) (দক্ষণ কোরিয়ার কে-পপ গার্ল গ্রুপ) ও অ্যাথলেট অব দ্য ইয়ার হন আরন জজ (আমেরিকান বেসবল আউটফিল্ডার)।

বিশ্বের ক্ষমতাধর নারী

প্রকাশ: ডিসেম্বর ২০২২; প্রকাশক: যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন Forbes. প্রতিবেদনের শিরোনাম: The World’s 100 Most Powerful Women 2022; অন্তর্ভুক্ত নারী: ১০০ জন।

শীর্ষ ৫ ক্ষমতাধর নারী

নাম

পরিচিতি

১. উরসুলা ভন ডার লেন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

২. ক্রিস্তিন লাগার্দ

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ECB) প্রেসিডেন্ট

৩. কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

৪. মেরি বাররা

জেনারেল মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা

৫. অ্যাবিগেল জনসন

ফিডেলিটি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা

• শ্রদ্ধার নিদর্শন হিসেবে ইরানের জিনা মাসা আমিনিকে মরণোত্তর প্রভাবশালী তালিকায় ১০০ নম্বরে স্থান দেওয়া হয়।

• তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৪২তম।

শস্য উৎপাদনের সম্ভাবনা এবং খাদ্য পরিস্থিতি

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২; প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO); প্রতিবেদন প্রকাশ: তিন মাস পর পর; প্রতিবেদনের শিরোনাম: Crop Prospects and Food Situation। প্রতিবেদন অনুযায়ী-

• বৈশ্বিক খাদ্য ঘাটতিতে থাকা দেশ ৪৫টি। এর মধ্যে এশিয়ার দেশগুলো হলো- আফগানিস্তান, বাংলাদেশ, উত্তর কোরিয়া, লেবানন, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলংকা, সিরিয়া ও ইয়েমেন।

বাংলাদেশে বায়ুদূষণ

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২; প্রকাশক: বিশ্বব্যাংক; প্রতিবেদনের শিরোনাম: Breathing Heavy: New Evidence on Air Pollution and Health in Bangladesh।

প্রতিবেদন অনুযায়ী-

বাংলাদেশে উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে বছরে ৭৮-৮৮ হাজার মানুষ মারা যাচ্ছে ♦ বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্যের পেছনে ব্যয় হচ্ছে মোট দেশজ উৎপাদনের (GDP) ৩.৯% – ৪.৪% ♦ বায়ুদূষণে শীর্ষে ঢাকা বিভাগ। আর ভালো অবস্থানে সিলেট বিভাগ ♦ ঢাকায় বায়ুদূষণের মাত্রা বায়ুর আদর্শ মানের চেয়ে গড়ে ১৫০% বেশি ♦ বৃহত্তর ঢাকার ইটভাটার আশপাশের এলাকায় এই মাত্রা ১৩৬% বেশি ♦ বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি বিষণ্নতায় ভুগছেন ৬৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সিরা ♦ সামগ্রিকভাবে দেশের বায়ুদূষণযুক্ত এলাকার ১৩.৭% নারী আর ১১.৮% পুরুষ বিষণ্নতায় ভুগছেন।

অস্ত্র রপ্তানি

• প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২২

• প্রকাশক: স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPTI), সুইডেন।

প্রতিবেদন অনুযায়ী

অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশগুলো (২০১৭-২০২১)

অবস্থান

দেশ

রপ্তানি

অবস্থান

দেশ

রপ্তানি

১.

যুক্তরাষ্ট্র

৩৮.৬%

৫.

জার্মানি

৪.৫%

২.

রাশিয়া

১৮.৬%

৬.

ইতালি

৩.১%

৩.

ফ্রান্স

১০.৭%

৭.

যুক্তরাজ্য

২.৯%

৪.

চীন

৪.৬%

৮.

দ. কোরিয়া

২.৮%

বৈশ্বিক বনভূমি

• প্রকাশ: ডিসেম্বর ২০২২

• প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

• প্রতিবেদনের শিরোনাম: The State of the World’s Forests (SOFO) 2022

প্রতিবেদন অনুযায়ী— বিশ্বে বনজ সম্পদ ব্যবহার করে ২৬০ কোটি মানুষ ♦ গত তিন দশকে বিশ্বে প্রায় ৪২ কোটি হেক্টর বন উজাড় ♦ ২০১৫-২০২০ সালে বিশ্বে ১%-এর কম হারে সৃজিত বন বেড়েছে ♦ বিশ্বের মোট ভূমির ৩১% এলাকা এখন বনাবৃত, যার মোট আয়তন ৪০৬ কোটি হেক্টর ♦ এখন পর্যন্ত বিশ্বের ২৯ কোটি ৪০ লাখ হেক্টর এলাকায় নতুন করে বন সৃজন করা হয়েছে, যা বিশ্বের মোট বনের ৭% ♦ ২০২০ সালে বিশ্বের মোট দেশজ উৎপাদনের অর্ধেকের বেশি (প্রায় ৮৪. ৪ ট্রিলিয়ন ডলার) বনভূমির ওপর নির্ভরশীল ছিল। ♦ বাংলাদেশে বনজ সম্পদ ব্যবহার করে ১০ কোটি ৮০ লাখ ♦ বাংলাদেশে বনজ সম্পদের ৯৮% সংগ্রহ করে দেশের সাধারণ মানুষ ♦ ২০১৪ সালে বাংলাদেশে ১২.৮% এলাকায় বনভূমি ছিল। ২০১৮ সালের মাঠ জরিপে তা বেড়ে ১৪.১ শতাংশে উন্নীত হয়।

ব্যয়বহুল শহর

• প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২

• প্রকাশক: যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট-এর দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)

• প্রতিবেদনের শিরোনাম: Worldwide Cost of Living 2021

• অন্তর্ভুক্ত শহর: ১৭২টি।

প্রতিবেদন অনুযায়ী-

• শীর্ষ ব্যয়বহুল শহর: সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর) ও নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।

• সবচেয়ে সস্তা শহর: দামেস্ক (সিরিয়া)।

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা

• প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২

• প্রকাশক: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)

• প্রতিবেদনের শিরোনাম: World Trade Statistical Review 2022

ইউরোপীয় ইউনিয়ন (EU) ছাড়া বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ ৫ দেশ

অবস্থান

বস্ত্র

তৈরি পোশাক

রপ্তানি

আমদানি

রপ্তানি

আমদানি

প্রথম

চীন

যুক্তরাষ্ট্র

চীন

যুক্তরাষ্ট্র

দ্বিতীয়

ভারত

ভিয়েতনাম

বাংলাদেশ

জাপান

তৃতীয়

তুরস্ক

চীন

ভিয়েতনাম

যুক্তরাজ্য

চতুর্থ

যুক্তরাষ্ট্র

বাংলাদেশ

তুরস্ক

চীন

পঞ্চম

ভিয়েতনাম

জাপান

ভারত

কানাডা

রপ্তানি ও আমদানিতে শীর্ষ ৩ দেশ [হিসাব বি.মা.ড.]

অবস্থান

রপ্তানি

আমদানি

দেশ

পরিমাণ

দেশ

পরিমাণ

প্রথম

চীন

৩,৩৬৪

চীন

২,৯৩৫

দ্বিতীয়

যুক্তরাষ্ট্র

১,৭৫৪

যুক্তরাষ্ট্র

২,৬৮৯

তৃতীয়

জার্মানি

১,৬৩২

জার্মানি

১,৪২০

বিশ্বে আমদানিতে বাংলাদেশের অবস্থান ৪৬তম।

প্রবাসী আয়:

• প্রকাশ: নভেম্বর ২০২২

• প্রকাশক: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD)

• প্রতিবেদনের শিরোনাম: Remittances Brave Global Headwinds.

প্রতিবেদন অনুযায়ী-

• প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ (বি.মা.ড.) ১. ভারত (১০০), ২. মেক্সিকো (৬০), ৩. চীন (৫১), ৪. ফিলিপাইন (৩৮), ৫. মিসর (৩২), ৬. পাকিস্তান (২৯), ৭. বাংলাদেশ (২১) ও ৮. নাইজেরিয়া (২১)।

• GDPতে অবদানে শীর্ষ ৮ দেশ: ১. টোঙ্গা (৫০%), ২. লেবানন (৩৮%), ৩. সামোয়া (৩৪%), ৪. তাজিকিস্তান (৩২%), ৫. কিরগিস্তান (৩১%), ৬. গাম্বিয়া (২৮%), ৭. হন্ডুরাস (২৭%) ও ৮. এল সালভাদর (২৪%)।

পদক ও পুরস্কার

রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার

৬ ডিসেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সম্মানজনক রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার লাভ করেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার

২০০৫ সালে ইতালির রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এ পুরস্কার চালু করে ‘কিডস-রাইটস’ নামের একটি সংগঠন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ইউরো। ২০২২ সালের ১৮তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন জাপানের কিশোর রেনা কাওয়াসাকি।

 

দেশভিত্তিক নিয়মিত আয়োজন

ওমান

ওমানের গোল্ডেন ভিসা

২০২২ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের পর ওমান গোল্ডেন ভিসা চালু করে। বিত্তবান ও বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ বিদেশিদের আকৃষ্ট করতে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা চালু করে। বিশ্বকাপ ফুটবল ঘিরে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনের ভিসা পদ্ধতিও পরিবর্তন করা হয়।

গোল্ডেন ভিসা কারা পায় ও সুবিধাসমূহ- সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে ইস্যু করা ভিসার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের মেধাবীরা বসবাস, চাকরি ও অধ্যয়ন করার সুযোগ পান। ভবিষ্যতে শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন খাতের মেধাবী পেশাজীবীরা এর আওতায় আসবেন। দুই মিলিয়ন দিরহামের প্রপার্টি কিনলে বা সমপরিমাণ অর্থ সেখানকার ব্যাংকে রাখলেই এ ভিসার জন্য আবেদন করা যায়। ভিসাটি ১০ বছরের বৈধ ও নবায়নযোগ্য। একাধিকবার সে দেশে যাওয়া যায়। রেসিডেন্ট পারমিটও ইস্যু করা হয়। ভিসাধারী ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা সেখানে থাকতে পারবেন। তবে ভিসার জন্য ব্যক্তিকে কমপক্ষে স্নাতক পাস আর তার মাসিক বেতন কমপক্ষে ৩০,০০০ দিরহাম হতে হবে। খেলা, শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি, উদ্ভাবন, আইনসহ কয়েকটি ক্ষেত্রে আবেদন করতে পারেন।

নিরক্ষীয় গিনি

৪৩ বছর ধরে ক্ষমতায়

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় রয়েছেন পশ্চিম আফ্রিকার নিরক্ষীয় গিনির প্রেসিডেন্ট তিওদরো ওবিয়াং এনগুয়েমা। ২০ নভেম্বর ২০২২ অনুষ্ঠিত নির্বাচনে ৯৭% ভোট পেয়ে ফের ক্ষমতায় আসেন তিনি। ৩ আগস্ট, ১৯৭৯ থেকে ৪৩ বছরের শাসনামলে ওবিয়াং সব সময়ই ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অবশ্য বরাবরই সেসব নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ৮০ বছর বয়সি তিওদরো ওবিয়াং এনগুয়েমা এবার ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসেন।

নেদারল্যান্ডস

ঔপনিবেশিক দাসত্বের জন্য ক্ষমা

১৯ ডিসেম্বর, ২০২২ বিশ্বের বিভিন্ন প্রান্তে ২৫০ বছর ধরে ঔপনিবেশিক দাসপ্রথায় কলঙ্কিত ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নেদারল্যান্ডস। এছাড়া দাসপ্রথায় নেদারল্যান্ডসের ভূমিকা সম্পর্কে সচেতনতার প্রচারে ২০ কোটি ইউরো তহবিল ঘোষণা এবং একটি দাসত্ব জাদুঘর খোলার জন্য আরও ২ কোটি ৭০ লাখ ইউরো বরাদ্দ দেয় ডাচ সরকার। দাসপ্রথায় নেদারল্যান্ডসের সম্পৃক্ততার শুরু ১৭ শতকে। তাদের আগেই স্পেন-পর্তুগালের মতো সাবেক ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো ট্রান্সআটলান্টিক ক্রীতদাস বাণিজ্য চালায়। ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির (WIC) মাধ্যমে নেদারল্যান্ডস দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বৃহৎ অংশে উপনিবেশ স্থাপন শুরু করে এবং সেখানকার চিনি, তুলা, কফির বাগানগুলোতে কাজ করানোর জন্য আফ্রিকা থেকে ক্রীতদাস কিনে নিতে থাকে। লেইডেন ইউনিভার্সিটির সমীক্ষা অনুসারে, ১৬১২-১৮৭২ সালের মধ্যে ডাচরা গোল্ড কোস্ট (বর্তমান ঘানা) বরাবর প্রায় ১০টি দুর্গ নিয়ন্ত্রণ করতো। ঐ সময় ডাচদের হাতে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ আফ্রিকান নির্যাতিত হয়। ১৮ শতকে বর্তমান সুরিনাম এবং গায়ানাও ডাচদের ক্রীতদাস কেনার অন্যতম বড় বাজার হয়ে ওঠে। এমনকি এশিয়ার লোকদেরও শোষণ করে নেদারল্যান্ডস। ১৮৬৩ সালে নেদারল্যান্ডস দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করে। কিন্তু সুরিনামের মতো কিছু জায়গায় ডাচ দাসপ্রথা শেষ হয় আরও ১০ বছর পরে। উল্লেখ্য, ১ জুলাই ২০২৩ সাবেক উপনিবেশগুলোতে নেদারল্যান্ডসের দাসত্ব বিলুপ্ত হওয়ার ১৫০ বছর পূর্ণ হবে।

তুরস্ক

তুরস্কে নতুন তেলক্ষেত্রের সন্ধান

১২ ডিসেম্বর, ২০২২ মন্ত্রিসভার এক বৈঠকে নতুন তেলক্ষেত্রের সন্ধানের কথা জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির গাবার পাহাড়ে মজুত রয়েছে প্রায় ১৫০ মিলিয়ন ব্যারেল তেল। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে অবস্থিত নতুন এ তেলের খনি। নতুন তেলক্ষেত্র থেকে ১২ বিলিয়ন ডলারের জ্বালানি পাওয়া যাবে। ২০২২ সালে ভূমিতে যতগুলো নতুন তেলক্ষেত্র পাওয়া গেছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। ২০২১ সালে দেশটিতে ৩৪টি নতুন তেলক্ষেত্র আবিষ্কার করা হয়।

রাশিয়া

রাশিয়ার তেলের দাম নির্ধারণ

২ ডিসেম্বর, ২০২২ রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেঁধে দেয় ধনী দেশগুলোর জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন (EU) ও অস্ট্রেলিয়া। রাশিয়া থেকে সমুদ্রপথে আমদানি করা প্রতি ব্যারেল তেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না। ৫ ডিসেম্বর, ২০২২ এ পদক্ষেপ কার্যকর হয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল রপ্তানি করে লাভবান হওয়া বন্ধ করতে এ পদক্ষেপ। ফলে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোর অর্থসংস্থান অনেকটাই সীমিত হবে।

ভারত

প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট

ভারতে প্রথম মুসলিম নারী হিসেবে যুদ্ধবিমানের পাইলট হন সানিয়া মির্জা। ২৭ ডিসেম্বর, ২০২২-এ স্বপ্নের চাকরিতে যোগ দেন এ তরুণী। ২০২২ সালের ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA) পরীক্ষায় মোট ৪০০টি আসনের মধ্যে নারীদের জন্য ১৯টি এবং ফাইটার পাইলটদের জন্য ছিল মাত্র দু’টি আসন। সানিয়া নিজের যোগ্যতায় এর একটিতে জায়গা করে নেন। উত্তরপ্রদেশের জসোভার গ্রামের বাসিন্দা সানিয়ার পাইলট হওয়ার জন্য তার অনুপ্রেরণা ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট অবনী চতুর্বেদী (যৌথভাবে ভারতের প্রথম নারী ফাইটার পাইলট)।

অভিন্ন দেওয়ানি বিধি বিল পাস ৯ ডিসেম্বর, ২০২২ ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলগুলোর আপত্তি উপেক্ষা করে ‘অভিন্ন দেওয়ানি বিধি-২০২০ বিল’ পাস হয়। দেশটির ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাস হয়। রাজ্যসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপন করেন রাজস্থান রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কিরোডিলাল মিনা।

ইরান

নারী অধিকার পর্ষদ থেকে বাদ

১৪ ডিসেম্বর, ২০২২ জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) ইরানকে Commission on the Status of Women (CSW) থেকে অপসারণ করে। ৫৪ সদস্যের ECOSOC নারীর অধিকারের পদ্ধতিগত লঙ্ঘনের অভিযোগে CSW থেকে ইরানকে বহিষ্কারের জন্য মার্কিন- খসড়া প্রস্তাব গ্রহণের পক্ষে ভোট দেয়। ২৯-৮ ভোটে প্রস্তাবটি পাস হয়। তবে ১৬ সদস্য এতে ভোট প্রদান থেকে বিরত ছিল। ভোটাভুটির মাধ্যমে গৃহীত এ সিদ্ধান্ত ২০২২-২০২৬ সাল পর্যন্ত সংস্থাটির বর্তমান মেয়াদের বাকি অংশের জন্য প্রযোজ্য। CSW হচ্ছে জাতিসংঘের প্রধান নারী অধিকার গোষ্ঠী। এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে সংস্থাটির ৪৫ সদস্য প্রতি বছরের মার্চ মাসে বৈঠকে মিলিত হয়। ১৬ সেপ্টেম্বর, ২০২২ পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে ইরান যে দমনপীড়ন চলায়, তাঁর প্রতিক্রিয়ায় জাতিসংঘ এ পদক্ষেপ নেয়।

জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন

২০ ডিসেম্বর, ২০২২ জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভাপতি ফেদেরিকো ভিলেগাস বাংলাদেশের মানবাধিকার কর্মী সারা হোসেনকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইরানবিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান নিয়োগ দেন। অন্য দুই সদস্য হলেন পাকিস্তানের শাহীন সরদার আলী এবং আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্টিসেভিচ। ২৪ নভেম্বর, ২০২২ জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে একটি প্রস্তাবের মাধ্যমে ইরানবিষয়ক ঐ স্বাধীন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। আর ১৬ সেপ্টেম্বর, ২০২২ থেকে ইরানের নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষাসহ দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্তদের বিষয়ে কমিশন তদন্ত করবে। ২০২৩ সালের জুনে এ কমিশন অনুষ্ঠেয় মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশনে ইরান পরিস্থিতি মৌখিকভাবে উপস্থাপন করবে। এরপর মিশনের সদস্যরা পরিষদের ২০২৪ সালের মার্চে অনুষ্ঠেয় পরিষদের ৫৫তম অধিবেশনে প্রতিবেদন উপস্থাপন করবে।

পেরু

রাজনৈতিক সংকটে পেরু

দক্ষিণ আমেরিকার দেশ পেরু কয়েক বছর ধরেই তীব্র রাজনৈতিক সংকটকাল পার করছে। নির্বাচিত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো এক ঘোষণায় দেশের পার্লামেন্ট কংগ্রেস বিলুপ্ত করে জরুরি অবস্থার ঘোষণা দিতে যাচ্ছেন এমন সংবাদের পর সাম্প্রতিক সংকটের সূচনা হয়। তবে তার ঐ পরিকল্পনা ‘ব্যাকফায়ার’ করে ৭ ডিসেম্বর, ২০২২ আইনসভা কংগ্রেস উল্টো প্রেসিডেন্টকেই অভিশংসনে ক্ষমতাচ্যুত করে দিনা বলুয়ার্তেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়। এর পরপরই  কাস্তিলোকে আটক করা হয়, তার বিরুদ্ধে এখন রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলছে। প্রেসিডেন্ট কাস্তিলোকে গ্রেপ্তারের পর সহিংসতা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

পেদ্রো কাস্তিলোকে সরিয়ে দেওয়ার পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। এর মাধ্যমে পেরুর ইতিহাস প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। দিনা ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সৌদি আরব

ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন

কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় আগ্রহী মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও ইরান। ২০২২ সালের ডিসেম্বরে জর্ডানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। এর আগে ইরাকের মধ্যস্থতায় ২০২১ সালের এপ্রিল থেকে শুরু করে এ পর্যন্ত পাঁচ দফা আলোচনায় বসে ইরান ও সৌদি। উল্লেখ্য, ২০১৬ সালে তেহরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের এ দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন রয়েছে। ২ জানুয়ারি ২০১৬ সৌদি আরবে প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরকে ঐ মৃত্যুদণ্ড দেওয়ার জেরে ঐ হামলা চালানো হয়।

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর

সৌদি আরবের দাম্মামে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও বড় আরেকটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছেন সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজধানী রিয়াদের ২২ বর্গমাইলজুড়ে নির্মিত হবে কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আন্তর্জাতিক এ বিমানবন্দরে ছয়টি সমান্তরাল রানওয়ে থাকবে। সৌদি আরবের তেলবহির্ভূত মোট দেশজ উৎপাদনে বার্ষিক ৭.১৮ বিলিয়ন ডলার অবদান রাখবে এই প্রকল্প। স্থাপত্যশৈলী জগতের খ্যাতিসম্পন্ন ‘ফস্টার প্লাস পার্টনারস’ খ্যাত ব্রিটিশ প্রকৌশল দ্বারা এর নকশা করা হয়। এতে ৪.৫ বর্গমাইলের বেশি ছোট আউটলেট, আবাসিক বিনোদনমূলক সুবিধা এবং লজিস্টিক স্পেস থাকবে। ২০৩০ সালের মধ্যে বিমানবন্দরটি বছরে ১২০ মিলিয়ন যাত্রী বহন করার জন্য প্রস্তুত হবে। ২০৫০ সালের মধ্যে প্রতিবছর ৩.৫ মিলিয়ন টন কার্গো পরিচালনা করার পরিকল্পনাও রয়েছে।

নতুন যুগে সৌদি-চীন সম্পর্ক

সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে ৭-১০ ডিসেম্বর, ২০২২ সৌদি আরব সফর করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ২০১৬ সালের পর সৌদি আরব সফরে গেলেন তিনি। ৮ ডিসেম্বর, ২০২২ দেশ দুটির মধ্যে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে ২৯.২৬ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সৌদি আরবের তেলের শীর্ষ ক্রেতা। উভয়পক্ষই অর্থনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক পুনর্গঠনের সময় তাদের সম্পর্ক আরও জোরদার করতে চায়। ৯ ডিসেম্বর, ২০২২ চীন-আরব শীর্ষ সম্মেলনের আয়োজন করে সৌদি আরব।

সৌদি-চীন সম্পর্ক

১৯৪৬ সাল থেকে সৌদি আরব তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছিল। দুই দেশের মধ্যে বেশ কয়েক বছর ধরে যোগাযোগের পর প্রথম চীন-সৌদি আনুষ্ঠানিক বৈঠক হয় ওমানে ১৯৮৫ সালের নভেম্বরে। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কোয়ার বিক্ষোভের পর চীনের সাথে সৌদি সম্পর্ক উন্নত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত যুবরাজ বন্দর বিন সুলতান কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বেইজিং সফর করেন। ২১ জুলাই, ১৯৯০ আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ফলে সৌদি আরব তাইওয়ানের সাথে ৪০ বছরের কূটনৈতিক সম্পর্কের অবসান ঘটে। চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন রিয়াদ সফরে গিয়ে কৌশলগত তেল সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন ১৯৯৯ সালে। ২০০৬ সালের জানুয়ারিতে বাদশাহ আবদুল্লাহ প্রথম সৌদি রাষ্ট্রপ্রধান যিনি চীন সফর করেন। একই বছর চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ইতিহাসে দ্বিতীয় বিদেশি নেতা হিসেবে সৌদি আরবের আইন পরিষদে ভাষণ দেন। ১৫ জানুয়ারি, ২০১২ চীন এবং সৌদি আরব পারমাণবিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান চীন সফর করেন। এ সময় উভয়পক্ষই নিজস্ব দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সৌদি ভিশন ২০৩০ কৌশল বাস্তবায়নে সহযোগিতা করার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করে। সৌদি ক্রাউন প্রিন্স চীনে একটি পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপনের জন্য ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হন।

যুক্তরাষ্ট্র

মহাকাশ সেনা মোতায়েন

দক্ষিণ কোরিয়ায় ‘মহাকাশ সেনা ইউনিট’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ১৪ ডিসেম্বর, ২০২২ মোতায়েন করা এ ইউনিট উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরও দ্রুত ও কার্যকরভাবে শনাক্ত করতে পারবে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে এ সেনা ইউনিট মোতায়েন করা হয়। ইউনিটের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট কর্নেল জোওয়া ম্যাককুলিয়ন।

নতুন বোমারু বিমান

অত্যাধুনিক প্রযুক্তির নতুন বোমারু বিমান এনেছে যুক্তরাষ্ট্র। বিমানটির নাম দেওয়া হয়েছে ‘বি-২১ রাইডার’। রাডার ফাঁকি দিতে সক্ষম এ বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। আর পাইলট ছাড়াও সেগুলো আকাশে ওড়ানো যাবে। ২ ডিসেম্বর, ২০২২ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘নর্থরোপ গ্রুম্যান’-এর কার্যালয়ে এক অনুষ্ঠানে সামনে আনা হয় ‘বি-২১ রাইডার’ বিমানটি। ২০২৩ সালে এ বিমানের প্রথম ফ্লাইটের উড্ডয়ন হবে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী অন্তত ১০০টি বি-২১ রাইডার কেনার পরিকল্পনা করছে। প্রতিটি বিমানের দাম ধরা হয় ৭০ কোটি ডলার (৭,০০০ কোটি টাকার বেশি)।

ডলারে দুই নারীর স্বাক্ষর

২০২৩ সালের শুরুতে ডলারের নতুন নোট ছাড়ছে যুক্তরাষ্ট্র। আর সেই নোটে ইতিহাসে প্রথমবারের মতো থাকছে দুইজন নারীর স্বাক্ষর। তারা হলেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালের্বা। এদিকে মালের্বার স্বাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রায় একজন আদিবাসী নারীর স্বাক্ষরও যুক্ত হচ্ছে। ৮ ডিসেম্বর ২০২২ ডলারের নতুন নোট অবমুক্ত করা হয়। প্রথম দিকে তাদের স্বাক্ষর সংবলিত এক ডলার ও পাঁচ ডলারের মুদ্রা বাজারে ছাড়া হবে। এর আগে ডলারে কোনো নারী অর্থমন্ত্রীর স্বাক্ষর ছিল না।

সমকামী বিয়ে সুরক্ষা বিল পাস

৮ ডিসেম্বর, ২০২২ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভে পাস হয় সমকামী বিয়ে সুরক্ষা বিল। সুপ্রিম কোর্ট ২০১৫ সালে দেওয়া সমকামী বিয়ের বৈধতার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে এমন উদ্বেগের জেরে ২৯ নভেম্বর, ২০২২ সমকামী বিয়ের ফেডারেল স্বীকৃতিকে রক্ষা করতে সিনেটে পাস হয় সমকামী বিয়ে সুরক্ষা নিল। ১৩ ডিসেম্বর, ২০২২ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলে স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, প্রায় ৫ লাখ ৬৮,০০০ সমকামী জুটি যুক্তরাষ্ট্রে বসবাস করে।

ডেমোক্র্যাটদের নেতৃত্বে প্রথম অশ্বেতাঙ্গ

৩০ নভেম্বর, ২০২২ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নতুন নেতা নির্বাচিত হন হাকিম জেফরিস। তিনি প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হন। প্রতিনিধি পরিষদে নিউইয়র্কের প্রতিনিধিত্ব করছেন হাকিম। ডেমোক্র্যাটিক পার্টির ইতিহাসে তিনিই প্রথম অশ্বেতাঙ্গ, যিনি কংগ্রেসকে নেতৃত্ব দেবেন। ৩ জানুয়ারি, ২০২৩ থেকে নতুন কংগ্রেস দায়িত্ব নেবে। ৮ নভেম্বর, ২০২২ অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচন শেষে কংগ্রেসে দলের প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্পিকার ন্যান্সি পেলোসি। তবে তিনি কংগ্রেসের নিম্নকক্ষে তার ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।

মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফলাফল

৮ নভেম্বর, ২০২২ যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে ও উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদ ও সবকটি অঙ্গরাজ্যের আইনসভারও নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের পর দুদলের আসন

দল

প্রতিনিধি পরিষদ

সিনেট

রিপাবলিকান পার্টি

২২২

৪৯

ডেমোক্র্যাটিক পার্টি

২১৩

৫১

মোট

৪৩৫

১০০

সমর বিশ্ব

ভারতের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৫ ডিসেম্বর, ২০২২ ভারত পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ওডিশায় অবস্থিত আবদুল কালাম দ্বীপ থেকে ‘অগ্নি-৫’ নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উক্ষেপণ করা হয়। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র ৫,৪০০ কিলোমিটার বা এর চেয়েও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন

আন্তমহাদেশীয়ঃ যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর পরিকল্পনা জানার পর রাশিয়ার পক্ষ থেকে কালুগা অঞ্চলে ‘ইয়ার্স’ নামের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধের দায়িত্বে থাকবে। এ ছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র যুক্ত থাকবে। এতে কৌশলগত ক্ষেত্রে যেকোনো সমস্যা সমাধান করা যাবে। 

হাইপারসনিক: ১৭ ডিসেম্বর, ২০২২ রাশিয়া দেশটির দক্ষিণ সীমান্ত উড়ালের ওরেনবার্গ অঞ্চলের সামরিক ঘাঁটিতে শব্দের চেয়েও ২৭ গুণ (ম্যাক ২৭) বেশি গতিসম্পন্ন অ্যাভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। শুধু ভয়ংকর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, অ্যাভানগার্ডবাহী পুরো রেজিমেন্টই ইয়াসনেলস্কয় ঘাঁটিতে স্থানান্তর করে রুশ সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্র দুই মেগাটন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। অ্যাভানগার্ড ম্যাক ২৭ প্রায় ৩২,০০০ কিলোমিটার/ঘণ্টা গতিবেগে যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে অতিক্রম করতে পারে। এটি বায়ুমণ্ডলের ঘনস্তরের মধ্য দিয়ে উড়তে সক্ষম। ১ মার্চ, ২০১৮ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম অ্যাভানগার্ড সিস্টেমের কথা বলেন। 

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে জরুরি ভিত্তিতে অনুরোধ করার পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্যাট্রিয়ট কীঃ  মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের তৈরি প্যাট্রিয়ট মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা। এটি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধযান ধ্বংস করা যায়। গত শতকের আশির দশকে প্রথম এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। প্রতি প্যাট্রিয়ট- ব্যবস্থায় একটি ট্রাক থাকে, যেটিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। প্রতিটি ট্রাকে আটটি লঞ্চারের পাশাপাশি ভূমিতে অবস্থিত রাডার, একটি নিয়ন্ত্রণকেন্দ্র ও একটি জেনারেটর থাকে। মার্কিন সেনাবাহিনীতে এখন ১৬টি প্যাট্রিয়ট ব্যাটালিয়ন রয়েছে।

 জাপানের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল

১৬ ডিসেম্বর, ২০২২ জাপান নতুন জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদন করে। একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিরক্ষা খাতে দেশটির সবচেয়ে বড় পরিবর্তন বলে মনে করা হয়। নতুন এই নিরাপত্তা কৌশলের আওতায় সামরিক শক্তি বাড়াতে আগামী ৫ বছরে ৩২০ বিলিয়ন মার্কিন ডলার (৪৩ ট্রিলিয়ন ইয়েন) ব্যয় করার ঘোষণা দেয়। যার ফলে যুক্তরাষ্ট্র ও চীনের পর সামরিক ব্যয়ে তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাপান। নিরাপত্তা কৌশলের তিনটি প্রস্তাব- প্রথমত, জাতীয় নিরাপত্তা কৌশল (NSS); দ্বিতীয়ত, জাতীয় প্রতিরক্ষা কৌশল এবং প্রতিরক্ষা বাহিনী উন্নয়ন পরিকল্পনা। এসব কৌশল বাস্তবায়নে এখন জাপানের নিরাপত্তা ব্যয় ন্যাটোর চাওয়া অনুযায়ী জিডিপির ১% থেকে বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে ২% করা হবে।

মূল লক্ষ্য প্রতিরক্ষা: দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানের সংবিধান আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীকে স্বীকৃতি দেয় না। সংবিধান অনুযায়ী, দেশটিতে নামমাত্র আত্মরক্ষামূলক সেনাবাহিনী থাকতে পারবে। তবে ফুমিও কিশিদার সরকার জাতীয় নিরাপত্তা কৌশল ঢেলে সাজিয়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। জাপান যে প্রকল্পে অর্থ ব্যয় করবে, তা মূলত প্রতিরক্ষা ও পাল্টা হামলার সক্ষমতা অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট।

তিন দেশ মিলে যুদ্ধবিমান

পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে একজোট হয়েছে যুক্তরাজ্য, জাপান ও ইতালি। ৯ ডিসেম্বর, ২০২২ দেশ তিনটি ২০৩৫ সালের মধ্যে অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান তৈরির কাজ শেষ করার ঘোষণা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর যৌথ অংশীদারত্বে এটাই সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প। প্রকল্পটির নাম Global Combat Air Programme (GCAP)। অত্যাধুনিক এ যুদ্ধবিমানের নকশা তৈরিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্যের বিএই সিস্টেমস পিএলসি, জাপানের মিৎসুবিসি হেভি ইন্ডাস্ট্রিজ ও ইতালির লিওনার্দো। এই যুদ্ধবিমানে ডিজিটাল ক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার ওয়ারফেয়ার-সংক্রান্ত প্রযুক্তি সুবিধাও থাকবে।

অন্যান্য

শেনজেন এলাকা সম্প্রসারণ

৮ ডিসেম্বর, ২০২২ ইউরোপীয় ইউনিয়ন (EU) ভুক্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ক্রোয়েশিয়াকে শেনজেনভুক্ত করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অস্ট্রিয়া রোমানিয়ার বিরুদ্ধে এবং নেদারল্যান্ডস বুলগেরিয়ার বিরুদ্ধে আপত্তি তোলায় দেশ দুটি শেনজেনভুক্ত হতে পারেনি। উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২৩ ক্রোয়েশিয়া ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত হয়। ইউরোপের দেশগুলোতে জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার চুক্তির নাম শেনজেন (Schengen) চুক্তি। ১৪ জুন ১৯৮৫ লুক্সেমবার্গের শেনজেনে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ১৬ মার্চ, ১৯৯৫ ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। ক্রোয়েশিয়া ছাড়া বর্তমানে শেনজেনভুক্ত দেশ ২৬টি- অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচটেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।

নতুন মিত্রের খোঁজে ন্যাটো

রাশিয়াকে কোণঠাসা করতে আগ্রাসী ধরনের কৌশলগত পরিকল্পনা নেয় পশ্চিমা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ২৮-৩০ নভেম্বর ২০২২ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলকান অঞ্চল এবং কৃষ্ণ সাগরের তীরে মিত্র দেশ খোঁজার পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়। বিবৃতিতে ২০০৮ সালে রোমানিয়াতে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে গৃহীত ‘উন্মুক্ত দ্বার নীতি’ প্রসঙ্গ উল্লেখ করা হয়। ন্যাটোর আর্টিকেল-১০ অনুযায়ী, গৃহীত ঐ নীতিতে বলা হয়, ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় ইচ্ছুক যেকোনো ইউরোপীয় দেশ ন্যাটোতে যোগ দিতে পারে। ঐ সম্মেলনে প্রথমবারের মতো ন্যাটো ঘোষণা দেয়, জর্জিয়া ও ইউক্রেন ভবিষ্যতে এর অন্তর্ভুক্ত হবে। ২০০৮ সালে ন্যাটোর উন্মুক্ত দ্বার নীতি অনুযায়ী, জর্জিয়া ও ইউক্রেনকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হলে রাশিয়া তাতে কড়া আপত্তি জানায়।

নারী-পুরুষের নতুন সংজ্ঞা

২০২২ সালের অক্টোবরে অভিধানে জৈবিক রূপান্তরকামী ও রূপান্তরিত মানুষদের অন্তর্ভুক্ত করতে নারী ও পুরুষের সংজ্ঞায় পরিবর্তন আনে কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ। সর্বশেষ শব্দ দুটির সংজ্ঞায় বলা হয়, জৈবিক পরিচয়ের পরিবর্তে জেন্ডার পরিচয়ের ভিত্তিতে নারী ও পুরুষকে সংজ্ঞায়িত করে। এতোদিন নারীর সংজ্ঞা ছিল, ‘একজন প্রাপ্তবয়স্ক মহিলা’। তবে এবার এর সঙ্গে নতুন একটি অংশ যুক্ত করা হয়। নতুন যুক্ত করা অংশটি হলো, নারী হলেন সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যিনি নারী হিসেবে জীবনযাপন করেন এবং নারী হিসেবেই নিজেকে পরিচয় দেন। পুরুষের ক্ষেত্রে নতুন যুক্ত করা হয়, পুরুষ হলেন সেই ব্যক্তি, যিনি পুরুষ হিসেবে জীবনযাপন করেন এবং পুরুষ হিসেবেই নিজেকে পরিচয় দেন।

সক্রিয় বিশ্বের বড় আগ্নেয়গিরি

২৭ নভেম্বর, ২০২২ বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মাউনা লোয়ায় গত প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো লাভা উদ্‌গিরণ শুরু হয়। ১৩ ডিসেম্বর, ২০২২ আবার বন্ধ হয়ে যায়। আগ্নেয়গিরিটির অবস্থান যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় হাওয়াই অঙ্গরাজ্যে। ১৮৪৩ সালের পর এ আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা উদ্‌গিরণের ঘটনা ঘটে। সর্বশেষ ১৯৮৪ সালে আগ্নেয়গিরিটি থেকে টানা ২২ দিন লাভা উদ্‌গিরণ হয়েছিল।

মাঙ্কিপক্সের নতুন নাম

২৮ নভেম্বর, ২০২২ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মাঙ্কিপক্স ভাইরাসের নতুন নাম ঘোষণা করে। এ ভাইরাসটি এখন থেকে এমপক্স (Mpox) নামে পরিচিত হবে। মাঙ্কিপক্স নামটি বর্ণবাদী ও অবমাননাকর ভাষা ব্যবহার করার অভিযোগ তুলে ধরে ভাইরাসটির নাম পরিবর্তন করা হয়। বিশেষজ্ঞ, দেশ ও সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এখন এ ভাইরাস ও রোগের নাম এমপক্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নামটি ইংরেজিসহ অন্যান্য ভাষায় সহজেই ব্যবহার করা যাবে। মানবদেহে সর্বপ্রথম ১৯৭০ সালে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়। এক দশকেরও বেশি আগে বন্দি বানরদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার পর এর নামকরণ করা হয়। ২০২২ সালে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের ২৯টি দেশে মাঙ্কিপক্স বা এমপক্স ভাইরাস ছড়িয়ে পড়ে।

চুক্তির উল্লেখযোগ্য যা কিছু

ত্রিশের মধ্যে ত্রিশ: সম্পাদিত চুক্তিটির মূলভিত্তি হচ্ছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের ভূমি ও সমুদ্রের ৩০% রক্ষা করা। এই লক্ষ্যমাত্রা ‘ত্রিশের মধ্যে ত্রিশ’ হিসেবে পরিচিতি পাচ্ছে। বর্তমানে বিশ্বের মাত্র ১৭% ভূমি এবং ৭% সমুদ্র সুরক্ষিত।

ক্ষুদ্র জাতিসত্তার অধিকার: পৃথিবীতে অবশিষ্ট থাকা জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলের প্রায় ৮০% ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী দ্বারা অধ্যুষিত ও নিয়ন্ত্রিত। বিশ্বব্যাপী এ ধারণাটি স্বীকৃত যে ক্ষুদ্র জাতিসত্তা এলাকাতেই জীববৈচিত্র্য বেশি সুরক্ষিত থাকে। অনেক সময় সংরক্ষণের নামে তাদের প্রান্তিক ও বাস্তুচ্যুত করা হয়। একে ‘সবুজ উপনিবেশবাদ’ আখ্যা দেন আন্দোলনকর্মীরা। চুক্তিতে ক্ষুদ্র জাতিসত্তার অধিকারকে গুরুত্ব দিয়ে বলা হয় জীববৈচিত্র্য সংরক্ষণের নামে ক্ষুদ্র জাতিসত্তার মানুষকে বাস্তুচ্যুত করা যাবে না।

অর্থায়নের ব্যবস্থা:  চূড়ান্তভাবে গৃহীত চুক্তিপত্র অনুযায়ী, ধনী দেশগুলো জীববৈচিত্র্য সুরক্ষায় ২০২৫ সালের মধ্যে প্রতিবছর ২,০০০ কোটি ডলার অর্থ দেবে। এ অর্থ বর্তমানে দেওয়া জীববৈচিত্র্য সংক্রান্ত সহায়তার দ্বিগুণ। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে প্রতিবছর কমপক্ষে ৩,০০০ কোটি ডলার দিতে হবে, যা এ সংক্রান্ত বৈশ্বিক সহায়তার তিন গুণ হবে। যুক্তরাষ্ট্র জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনের সদস্য না হলেও চুক্তিপত্রের অঙ্গীকারে সমর্থন প্রকাশ করে।

জীববৈচিত্র্য সুরক্ষায় এবং তার টেকসই ও সুষম ব্যবহার নিশ্চিত করতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ২২ মে, ১৯৯২ কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত সম্মেলনে জীববৈচিত্র্য কনভেনশন নামে একটি আন্তর্জাতিক দলিল চূড়ান্ত করা হয়। আন্তর্জাতিক এ চুক্তির নাম দেওয়া হয় ‘Convention on Biological Diversity’ (CBD)। এরপর ৫ জুন, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ধরিত্রী সম্মেলনে CBD বিভিন্ন দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। স্বাক্ষরের জন্য সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় ৪ জুন, ১৯৯৩। উল্লিখিত তারিখের মধ্যে মোট ১৬৮টি দেশ স্বাক্ষর করে এবং CBD ২৯ ডিসেম্বর ১৯৯৩ থেকে কার্যকর হয়। বর্তমানে এ চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৯৫ এবং ইউরোপীয় ইউনিয়নসহ  ১৯৬।

বর্ষসেরা শব্দ

বর্ষসেরা শব্দ নির্বাচন করতে ২০২২ সালে প্রথমবারের মতো গণভোটের আয়োজন করে অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ। ভোটের জন্য বিশেষজ্ঞরা তিনটি শব্দ নির্বাচিত করেন— Goblin mode, Metaverse এবং # IStandWith। সারা বিশ্বের ইংরেজিভাষীদের থেকে অনলাইনে ভোট গ্রহণের মাধ্যমে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ৫ ডিসেম্বর, ২০২২: তাদের বর্ষসেরা শব্দ ঘোষণা করে। সবচেয়ে বেশি (প্রায় ৯৩%) ভোটে ২০২২ সালে শীর্ষ শব্দ নির্বাচিত হয় Goblin mode. Goblin mode শব্দবন্ধটি মূলত, অশিষ্ট অর্থে প্রয়োগ করা হয়। ‘কোনো রকম সংকোচ বা অনুশোচনা ছাড়াই আত্মকেন্দ্রিক, অলস, অপরিচ্ছন্ন বা লোলুপ আচরণ করা’ নির্দেশ করতে শব্দটি ব্যবহার করা হয়। ২০০৯ সালে অনলাইনে প্রথমবার এর প্রয়োগ করা হয়। এরপর গত কয়েক বছরে শব্দটির ব্যবহার বেড়েছে। বিশেষত নিজের সম্পর্কে বলতে গিয়ে ‘আমি গবলিন মোডে আছি’ বা ‘গবলিন মোডে চলে গেছি’র প্রয়োগ এখন বহুল প্রচলিত ও জনপ্রিয়। ২০২১ সালের বর্ষসেরা শব্দ ছিল vax।

খেলাধুলা

বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ৩৬ বছরের দীর্ঘ বিরতির পর আর্জেন্টিনার তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট লাভের মধ্য দিয়ে শেষ হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত বিশ্বকাপ ফুটবল মহাযজ্ঞ। এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের কাতারে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ ফুটবলের কড়চাসহ সার্বিক রেকর্ড নিয়ে আমাদের এ বিশেষ আয়োজন।

পরিসংখ্যানময় বিশ্বকাপ ২০২২

আয়োজন: ২২তম  → স্বাগতিক: কাতার

• সময়কাল: ২০ নভেম্বর – ১৮ ডিসেম্বর

• ভেন্যু: ৮টি (৫টি শহরে)

• মোট দল: ৩২টি

• মোট খেলোয়াড় ৮৩২

• মোট ম্যাচ: ৬৪টি বল আল রিহলা (গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত) এবং আল হিলম (সেমিফাইনাল ও ফাইনাল)

• মাসকট: লা’ইব (La’eeb); অর্থ অতি দক্ষ খেলোয়াড়।

• থিম সং: Hayya Hayya (Better Together)।

• উদ্বোধনী ম্যাচ: আল-বায়েত স্টেডিয়াম।

• ফাইনাল চ্যাম্পিয়ন ম্যাচ: লুসাইল স্টেডিয়াম।

• সর্বাধিক গোল: কিলিয়ান এমবাপ্পে (৮টি); ফ্রান্স।

• মোট গোল: ১৭২ • সেরা খেলোয়াড়ঃ লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

• প্রথম গোল: ইনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর); বিপক্ষ কাতার।

• শেষ গোল: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স); বিপক্ষ আর্জেন্টিনা।

• লাল কার্ড: ৫টি। হলুদ কার্ড: ১৬৬টি।

• মোট দর্শক: ৩৪,০৪,২৫২ জন।

• হ্যাটট্রিক ২টি গনসালো রামোস (পর্তুগাল) ও কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।

চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা ($৪২ মিলিয়ন) ; রানার্স আপ: ফ্রান্স ($৩০ মিলিয়ন); তৃতীয় স্থান: ক্রোয়েশিয়া ($২৭ মিলিয়ন) চতুর্থ স্থান:  মরক্কো ($২৫ মিলিয়ন )

টাইব্রেকার

• বিশ্বকাপের ফাইনাল খুন বেশিবার টাইব্রেকারে গড়ায়নি। এবার নিয়ে তিনবার ফাইনালে টাইব্রেকারে ফলাফল আসে।

• ১৯৯৪: চ্যাম্পিয়ন

ব্রাজিল

• ২০০৬: চ্যাম্পিয়ন

ইতালি

• ২০২২: চ্যাম্পিয়ন

আর্জেন্টিনা

• ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তিনবার—– ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে।

বিশ্বকাপ জয়ী ৮ দেশ

• ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি বিশ্বকাপে ৮টি দেশ চ্যাম্পিয়ন হয়।

কে কতবার চ্যাম্পিয়ন

• ব্রাজিল ৫

• জার্মানি ও ইতালি ৪

• আর্জেন্টিনা ৩

• উরুগুয়ে ও ফ্রান্স ২

• ইংল্যান্ড ও স্পেন ১

২০২২ বিশ্বকাপে সেরা যারা

সেরা খেলোয়াড়

• গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

• সিলভার বল: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

• ব্রোঞ্জ বল: লুকা মদরিচ (ক্রোয়েশিয়া)

সর্বোচ্চ গোলদাতা

• গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

• সিলভার বুট: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

• ব্রোঞ্জ বুট: অলিভিয়ের জিরু (ফ্রান্স)

• গোল্ডেন গ্লোভ: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)

• উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)

• ফেয়ার প্লে ট্রফি: ইংল্যান্ড

নারী রেফারির ইতিহাস

কাতার বিশ্বকাপে ৬ নারী রেফারিকে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়। এরা হলেন তিন মূল নারী রেফারি— ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট। ১ ডিসেম্বর, ২০২২ জার্মানি-কোস্টারিকা ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রান্সের’ স্তেফানি ফ্রাপার্ত এবং সহকারী রেফারি ব্রাজিলের নিউজা ব্যাক ও মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা।

ফাইনাল ২০২২

• ভেন্যু: লুসাইল স্টেডিয়াম।

• তারিখ: ১৮ ডিসেম্বর, ২০২২।

• প্রতিদ্বন্দ্বী দল: আর্জেন্টিনা-ফ্রান্স।

• ফলাফল: আর্জেন্টিনা ৩ ফ্রান্স ৩ (টাইব্রেকার ৪-২)।

• গোলদাতা: কিলিয়ান এমবাপ্পে ৩টি; মেসি ২টি ও এনহেল ডি মারিয়া ১টি।

• ম্যান অব দ্য ম্যাচ: লিওনেল মেসি।

• দর্শক: ৮৬,২৫০ জন।

• রেফারি: সাইমন মার্সিনিয়াক (পোল্যান্ড)।

• ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালের পর প্রথম কোনো বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক গোল। সেই হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট প্রথম এ রেকর্ড গড়েন।

বিশ্বকাপে হ্যাটট্রিক

কাতার বিশ্বকাপের ১৮তম দিনে প্রথম হ্যাটট্রিক করেন পর্তুগালের একাদশে প্রথমবার সুযোগ পাওয়া ফরোয়ার্ড গনসালো রামোস। আর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয় হ্যাটট্রিক করেন। সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয় ১৯৫৪ বিশ্বকাপে ৮টি। আর কোনো হ্যাটট্রিক হয়নি ২০০৬ বিশ্বকাপে। বিশ্বকাপ ফুটবলে ৫১ জন খেলোয়াড় ৫৪টি হ্যাটট্রিক করেন। সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

বিশ্বকাপে সর্বাধিক হ্যাটট্রিক ৭: জার্মানি • ৪: হাঙ্গেরি, আর্জেন্টিনা ও পর্তুগাল • ৩: ব্রাজিল, ইংল্যান্ড, উরুগুয়ে ও পোল্যান্ড।

বিশ্বকাপে পেনাল্টি

কাতার বিশ্বকাপে ১৮টি গোল পেনাল্টিতে হয়। প্রথম পেনাল্টি কিক নেন কাতারের বিপক্ষে ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া। সর্বোচ্চ পেনাল্টি কিক নেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি ৫টি। বিশ্বকাপে রেকর্ডসংখ্যক ২৯টি পেনাল্টি হয় ২০১৮ সালে রাশিয়া। আর পেনাল্টি থেকে সর্বোচ্চ ১৭টি গোল হয় ১৯৯৮ সালে।

আপডেট ১৯৩০-২০২২

প্রতিযোগিতা: ২২টি ♦ স্বাগতিক দেশ: ১৮টি ♦ অংশগ্রহণকারী দেশ: ৮০টি ♦ চ্যাম্পিয়ন দেশ: ৮টি ♦ মোট ম্যাচ: ৯৬৪টি ♦ মোট গোল: ২৭২০টি ♦ সর্বাধিক গোলদাতা: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি); ১৬টি ♦ মোট হ্যাটট্রিক: ৫৪টি ♦ মোট আত্মঘাতী গোল: ৫৪টি ♦ সর্বাধিক অংশগ্রহণকারী: ব্রাজিল; ২২ বার ♦ সর্বাধিকবার চ্যাম্পিয়ন: ব্রাজিল; ৫ বার ♦ সর্বাধিক ম্যাচ খেলেছে: ব্রাজিল: ১১৪টি ♦ সর্বাধিক জয়: ব্রাজিল; ৭৬টি ♦ সর্বাধিক হার: মেক্সিকো; ২৮টি ♦ সর্বাধিক ড্র: ইংল্যান্ড; ২২টি ♦ সর্বাধিক গোল করেছে: ব্রাজিল; ২৩৭টি ♦ সর্বাধিক গোল খেয়েছে: জার্মানি; ১৩০টি ♦ টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচ: ৩৬টি।

বিশ্বকাপ ফুটবল ২০২৬

• আয়োজন: ২৩তম।

• সম্ভাব্য সময়কাল: জুন-জুলাই ২০২৬।

• আয়োজক দেশ: ৩টি কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

• অংশগ্রহণ: ৪৮ দেশ।

• মোট ম্যাচ: ৮০টি। ভেন্যু: ১৬টি।

১৬টি শহরে বিশ্বকাপ

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি শহরে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যু- আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম), বোস্টন (জিলেট স্টেডিয়াম), ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম),  হিউস্টন (এন আরজি স্টেডিয়াম), কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম), লস অ্যাঞ্জেলেস (মেটলাইফ স্টেডিয়াম), মিয়ামি (হার্ডরক স্টেডিয়াম), ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম), সানফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম) ও সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)। মেক্সিকোর ৩টি ভেন্যু— গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন), মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা) ও মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ)। কানাডার ২টি ভেন্যু- টরেন্টো (বিএমও ফিল্ড) ও ভ্যাঙ্কুভার (বিসিপ্লেস) এ দুই শহরে হবে বিশ্বকাপ।

ম্যাচ ও গ্রুপ

যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যুতে আয়োজিত হবে ৬০ ম্যাচ এবং মেক্সিকো আর কানাডায় হবে ১০টি করে ম্যাচ। প্রস্তাবনা অনুসারে ৪৮টি দল ১৬টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩টি করে দল ভাগ হয়ে প্রথম পর্বের খেলায় অংশ নেবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ ২টি করে মোট ৩২টি দল যাবে নক-আউট পর্বে। এর ফলে বর্তমানের ৬৪ ম্যাচের কলেবর বেড়ে দাঁড়াবে ৮০ ম্যাচে। তবে পুরো আয়োজনটি বর্তমানের মতোই ৩২ দিনে শেষ করার পরিকল্পনা রয়েছে।

অঞ্চল

দেশ

এশিয়া

ইউরোপ

১৬

আফ্রিকা

উত্তর ও মধ্য আমেরিকা

দক্ষিণ আমেরিকা

ওশেনিয়া

অন্যান্য

মোট

৪৮

মেসির ব্যক্তিগত অর্জন

ট্রফিবিশ্বকাপ: ১ বার। যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন: ১ বার। অলিম্পিক চ্যাম্পিয়ন: ১ বার। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন: ১ বার। কোপা আমেরিকা রানার্স আপ: ৩ বার। কনমেবল-উয়েফা কাপ চ্যাম্পিয়ন: ১ বার।

পুরস্কার বিশ্বকাপ গোল্ডেন বল (২)। ব্যালন ডি’অর (৭)। কিফা বর্ষসেরা (১)। ফিফা সেরা পুরুষ খেলোয়াড় (১)। ইউরোপিয়ান গোল্ডেন সু (৬)। ফিফা ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বুট (২)। লরিয়াস বিশ্বসেরা অ্যাথলেট (১)। লা লিগা বর্ষসেরা (৬)। লা লিগায় সর্বোচ্চ গোলদাতা (৮)। আর্জেন্টিনার বর্ষসেরা (১৪)।

Leave a Reply