কালানুক্রমিক ঘটনাবলি
০১.০১.২০২৩
♦ তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন বামপন্থি লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
♦ দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।
০২.০১.২০২৩
♦ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নেওয়া ৫০০ ও ১০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন দেয় দেশটির সুপ্রিম কোর্ট।
০৩.০১.২০২৩
♦ ১১৮তম মার্কিন কংগ্রেসের অধিবেশন শুরু।
♦ ব্রাজিলের সান্তোষ শহরের মেমোরিয়া নেকরোপোল একুমেনিকা সমাধিস্থ করা হয় ফুটবল কিংবদন্তি পেলেকে।
০৪.০১.২০২৩
♦ মিয়ানমারের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি।
০৬.০১.২০২৩
♦ ইউক্রেনের জন্য ৩০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
♦ ১৫তম বারের ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন কেভিন ম্যাকার্থি।
০৭.০১.২০২৩
♦ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কেভিন মাকার্থি।
০৮.০১.২০২৩
♦ ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালায় সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকেরা।
১১.০১.২০২৩
♦ সেনা অধিনায়ক জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে নিয়োগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১২.০১.২০২৩
♦ জাপান ও যুক্তরাজ্য প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।
১৩.০১.২০২৩
♦ পূর্ব ইউক্রেনের লবণখনির শহর হিসেবে পরিচিত সোলেদারের দখল নেয় রাশিয়া।
♦ প্রমোদতরি ‘এমডি গঙ্গা বিলাস’-এর যাত্রা শুরু।
১৪.০১.২০২৩
♦ গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।
১৭.০১.২০২৩
♦ ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের জনসংখ্যা আগের চেয়ে কমেছে বলে জানায় দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (NBS)।
১৮.০১.২০২৩
♦ ভিয়েতনামের প্রেসিডেন্ট নুয়েন জুয়ান ফুক পদত্যাগ করেন।
১৯.০১.২০২৩
♦ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পদত্যাগের ঘোষণা দেন।
২১.০১.২০২৩
♦ ব্রাজিলের সেনাপ্রধান জুলিও সিজার দা আররুদাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
♦ নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কারণে বিখ্যাত পর্যটনকেন্দ্র মাচুপিচু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় পেরু।
২২.০১.২০২৩
♦ নিউজিল্যান্ডের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হন ক্রিস হিপকিন্স।
২৩.০১.২০২৩
♦ ভারতীয় নৌবাহিনীতে পঞ্চম সাবমেরিন আইএনএস বাগির যুক্ত হয়।
♦ পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ে প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো দেশ।
২৫.০১.২০২৩
♦ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্রিস হিপকিল।
২৭.০১.২০২৩
♦ চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের তৈরী।
২৯.০১.২০২৩
♦ প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবারকে বিশ্ব কুষ্ঠরোগ দিবস হিসেবে পালন করা হয়।
৩০.০১.২০২৩
♦ জার্মানিতে নাৎসি পার্টি ক্ষমতা দখল করে ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি।
♦ মহাত্মা গান্ধী নিহত হন ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি।
♦ আইএমএফের নিবার্হী পর্ষদে অনুমোদনের জন্য বাংলাদেশের ঋণ প্রস্তাব উঠেছে ৩০ জানুয়ারি, ২০২৩।
আলোচিত বিশ্ব
রিপোর্ট-সমীক্ষা
বৈশ্বিক স্বর্ণ মজুত
• বৈশ্বিক অর্থনীতির বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুদ্রাবাজারের ভবিষ্যৎ গতিনির্ধারক হয়ে উঠছে স্বর্ণ। রিজার্ভে স্বর্ণের মজুত ক্রমেই বাড়িয়ে তুলছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক।
ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী-
মজুত তালিকার শীর্ষে ৫ দেশ (টন)।
• যুক্তরাষ্ট্র: ৮,১৩৩,
• জার্মানি: ৩,৩৫৫,
• ইতালি: ২,৪৫২,
• ফ্রান্স: ২,৪৩৭
• রাশিয়া: ২,২৯৯
সার্কভুক্ত দেশের অবস্থান (টন)
• ভারত: ৭৮৫,
• পাকিস্তান: ৬৪.৬৫,
• আফগানিস্তান: ২১.৮৭,
• বাংলাদেশ ১৪.০৩,
• নেপাল: ৭.৯৯
• শ্রীলংকা: ৬.৭।
সামরিক শক্তি র্যাঙ্কিং
• প্রকাশ: জানুয়ারি ২০২৩।
• প্রকাশক: গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP)।
• প্রতিবেদনের শিরোনাম: 2023 Military Strength Ranking.
• অন্তর্ভুক্ত দেশ: ১৪৫টি।
র্যাঙ্কিং অনুযায়ী –
• সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ – ১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. রাশিয়া, ৪. ভারত ও ৫. যুক্তরাজ্য।
• সামরিক খাতে ব্যয়ে সর্বনিম্ন ৫ দেশ- ১৪৫. ভুটান, ১৪৪. বেনিন, ১৪৩. মলদোজা, ১৪২. সোমালিয়া ও ১৪১. লাইবেরিয়া।
• সার্কভুক্ত দেশের অবস্থান: ৪. ভারত, ৭. পাকিস্তান, ৪০. বাংলাদেশ, ৭১. শ্রীলংকা, ১১৪. আফগানিস্তান, ১২৯. নেপাল ও ১৪৫. ভুটান।
হেনলি পাসপোর্ট সূচক-
• প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৩।
• প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners.
• অন্তর্ভুক্ত দেশ- ১৯৯টি।
• সূচকের শিরোনাম: The Henley Passport Index: Q1 2022 Global Ranking.
সূচক অনুযায়ী-
• সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপান ও সিঙ্গাপুরের। এই দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন ১৯৩টি দেশে।
• বাংলাদেশের অবস্থান ১০০তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।
• সর্বনিম্ন দেশ আফগানিস্তান, ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে ২৭টি দেশে।
• হ্যানলি অ্যান্ড পার্টনার্স বছরে চারবার এ সূচক প্রকাশ করে।
বৈশ্বিক অর্থনীতি
• প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২।
• প্রকাশক: Visual Capitalist.
• অন্তর্ভুক্ত দেশ: ১৯১টি।
• প্রতিবেদনের শিরোনাম: Top Heavy Countries by Share of the Global Economy.
• প্রতিবেদন তৈরি: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) পরিসংখ্যানের ভিত্তিতে।
প্রতিবেদন অনুযায়ী-
শীর্ষ ও সর্বনিম্ন অর্থনীতির দেশ (বিলিয়ন মা.ড.)
অবস্থান | শীর্ষ ৫ দেশ | সর্বনিম্ন ৫ দেশ | ||
দেশ | GDP | দেশ | GDP | |
১ | যুক্তরাষ্ট্র | ২৫,০৩৫.২ | টুভ্যালু | ০.০৬ |
২ | চীন | ১৮,৩২১.২ | নাউরু | ০.১৩ |
৩ | জাপান | ৪,৩০০.৬ | কিরিবাতি | ০.২১ |
৪ | জার্মানি | ৪,০৩১.১ | পালাউ | ০.২৩ |
৫ | ভারত | ৩,৪৬৮.৬ | মার্শাল দ্বীপপুঞ্জ | ০.২৭ |
সার্কভুক্ত দেশের অবস্থান (বিলিয়ন মা.ড.) | |||||
অবস্থান | দেশ | GDP | অবস্থান | দেশ | GDP |
৫ | ভারত | ৩,৪৬৮.৬ | ১০০ | নেপাল | ৩৯.০ |
৩৫ | বাংলাদেশ | ৪৬০.৮ | ১৫২ | মালদ্বীপ | ৫.৯ |
৪২ | পাকিস্থান | ৩৭৬.৫ | ১৬৪ | ভুটান | ২.৭ |
৭৭ | শ্রীলংকা | ৭৩.৭ |
দেশভিত্তিক নিয়মিত আয়োজন
নেপাল
নেপাল: এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরের অবস্থান নেপালে। পাহাড়বেষ্টিত হওয়ায় দেশটির একাধিক বিমানবন্দরে ওঠানামা করা যেকোনো উড়োজাহাজের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। নেপালে গত ৩০ বছরে ২৭টি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। সে কারণে নেপালকে বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে তুলনা করা হয়। বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যায় বলে দাবি করা হয়। সর্বশেষ ১৫ জানুয়ারি ২০২৩ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের ATR-72 মডেলের উড়োজাহাজ। ৪ জন ক্রুসহ ৭২ জন আরোহী নিয়ে যাত্রা করেছিল বিমানটি। পোখারা বিমানবন্দরের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হলে সকলেই নিহত হন।
নতুন প্রধানমন্ত্রী
২০ নভেম্বর, ২০২২ নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হয়। জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী, সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন পুস্প কমল দাহাল। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল UML’র একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন। ২৫ ডিসেম্বর ২০২২ সিপিএন-মাওবাদী সেন্টারের চেয়ারম্যান পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। ২৬ ডিসেম্বর ২০২২ তিনি তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৫ আগস্ট ২০০৮-২৫ মে ২০০৯ এবং ৪ আগস্ট ২০১৬-৭ জুন ২০১৭ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পোখারা বিমানবন্দর উদ্বোধন
১ জানুয়ারি ২০২৩ নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড পোখারা বিমানবন্দর উদ্বোধন করেন। এটি হলো নেপাল-চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (BRI) সহযোগিতামূলক প্রকল্প। চীনের ঋণ সহায়তায় নির্মিত পোখারা একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর। পোখারার লেক সিটি বলে পরিচিত এলাকায় বিমানবন্দর। নির্মাণের জন্য চীনের সঙ্গে নেপাল সরকার ২০১৬ সালের মার্চে ২১ কোটি ৫৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের একটি সহজ শর্তে ঋণচুক্তি (সফট লোন) স্বাক্ষর করে।
ভারত
ভারত হাইড্রোজেনচালিত ট্রেন
২০২৩ সালের ডিসেম্বরে ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হবে। ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের মতো ভারতীয় রেল নতুন পরিবেশবান্ধব এবং গতিযুক্ত ট্রেনের উপর কাজ করছে। ভারতে তৈরি ‘বিশ্বের সবুজতম ট্রেন’-এর নকশা তৈরির প্রক্রিয়া চলছে। ১৭ সেপ্টেম্বর ২০১৮ জার্মানির কুব্জহেডেন ও বুঝতেহুদে শহরের মধ্যে ১০০ কিলোমিটার রেলপথে চলার মধ্য দিয়ে বিশ্বে হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু হয়। ২৮ ডিসেম্বর ২০২২ চীনের সিআরআরসি করপোরেশন লিমিটেড ‘হাইড্রোজেন আরবান ট্রেন’ চালু করে। যা এশিয়ায় প্রথম এবং বিশ্বের দ্বিতীয়। চীনের হাইড্রোজেন ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। জ্বালানি শেষ হয়েগেলেও ছুটে যেতে পারে ৬০০ কি.মি.।
নাকের করোনা টিকা
২৬ জানুয়ারি ২০২৩ ভারতে নাকে দেওয়ার করোনা টিকা INCOVACC বাজারে আসে। ভারতে প্রথম করোনা টিকা কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তৈরি নাকে নেওয়ার টিকার পোশাকি নাম BBV154। ২৮ জানুয়ারি ২০২২ ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) এ টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমোদন দেয়।
গঙ্গা বিলাস
১৩ জানুয়ারি, ২০২৩ বিশ্বের দীর্ঘতম নদীপথ ভ্রমণকারী বিলাসবহুল ‘গঙ্গা বিলাস’ এর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রমোদতরি ভারতের উত্তরপ্রদেশের বারানসি থেকে বাংলাদেশ হয়ে যাবে আসামের ডিব্রুগড়। পথে দুই দেশের মোট ২৭টি নদী দিয়ে পাড়ি দেবে প্রায় ৩,২০০ কিলোমিটার। এতে সময় লাগবে ৫১ দিন। বিশ্বে নদীপথে এই যাত্রা দীর্ঘতম। এ সময় পর্যটকরা ভারত-বাংলাদেশের অন্তত ৫০টি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। প্রায় দুই মাসের এ ভ্রমণে একজন পর্যটককে শুনতে হবে ২০ লাখ রুপি। বিলাসবহুল এ প্রমোদতরিতে মোট ৮০ জন পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। ভারত সরকারের উদ্যোগে এটি চালু হলেও পরিচালনায় রয়েছে ‘অন্তরা লাক্সারি রিভার ক্রুজেস’।
আফগানিস্তান
আফগানিস্তান তেল উত্তোলনে চুক্তি
আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে তেল উত্তোলনের জন্য দেশটির তালেবান সরকার ৫ জানুয়ারি ২০২৩ চীনা প্রতিষ্ঠান Xinjiang Central Asia Petroleum and Gas Company (CAPEIC)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। ১৫ আগস্ট ২০২১ আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে এটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে তালেবানের প্রথম কোনো বড় জ্বালানি উত্তোলন চুক্তি। চুক্তির মেয়াদ ২৫ বছর। তেল উত্তোলন চুক্তির আওতায় CAPEIC আমু দরিয়া অববাহিকায় খনন কাজ চালাবে। আফগানিস্তানের ভালেবান প্রশাসনকে চীন এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে চীনের কেন্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (BRI) জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত একটি অঞ্চলের কেন্দ্রভাগে অবস্থানের কারণে আফগানিস্তানের সঙ্গে চীনের স্বার্থ জড়িত।
অত্যাধুনিক সুপারকার মাডা ৯
ক্ষমতা পুনর্দখলের পর থেকেই আফগানিস্তানকে বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে উন্মুখ তালেবান। এবার তারা ঘোষণা দেয় দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো গাড়ি তৈরির। এটি সুপারকার। গাড়িটির নাম এনটোপ মাড়া ৯। শীঘ্রই সর্বসমক্ষে আনা হবে গাড়িটি। ‘এনটোপ’ নামের একটি সংস্থার সঙ্গে আফগান সংস্থা আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট (ATVI) কাজ করছে। তারাই তৈরি করবে মাড়া ৯। মাডা ৯ প্রোটোটাইপ তৈরির সম্পূর্ণ কাজ করা হয় আফগানিস্তানে নাভাভারি সেন্টার অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে।
শ্রীলংকা
শ্রীলংকা সেনা সদস্য হ্রাস
অর্থনৈতিক সংকটের মুখে সেনাবাহিনীতে সদস্য সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। ১৩ জানুয়ারি, ২০২৩ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগামী বছর নাগাদ সেনা সদস্যের সংখ্যা এক-তৃতীয়াংশ কমিয়ে ১,৩৫,০০০-এ নামিয়ে আনা হবে। আর ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা আরও কমিয়ে ১ লাখ করা হবে। এ পদক্ষেপের লক্ষ্য হলো, শ্রীলংকায় প্রযুক্তি ও কৌশলগত দিক থেকে সক্ষম এবং ভারসাম্যপূর্ণ প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা। বিগত সাত দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট সামাল দিতে বিভিন্ন খাতে ব্যয় কমাচ্ছে সরকার।
সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ
সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ বন্ধ করে ২ জানুয়ারি ২০২২ জরুরি আইন পাস করে শ্রীলংকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে ব্যয় সংকোচন করতে এ উদ্যোগ নেয় দেশটির সরকার। বর্তমানে দেশটিতে ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে IMF’র কাছ থেকে ২.৯ বিলিয়ন ডিলার ঋণ পেতে চেষ্টা করছে শ্রীলংকা।
চীন
দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ নিরসন
৩-৫ জানুয়ারি ২০২৩ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র চীন সফর করেন। সফরকালে দক্ষিণ চীন সাগরের বিরোধ মেটানোসহ চীনের সঙ্গে ফিলিপাইনের ১৪টি চুক্তি স্বাক্ষরিত হয়। ৫ জানুয়ারি, ২০২৩ দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ চীন সাগর ইস্যু তাদের সম্পর্কের মূল চাবিকাঠি নয়। তারা শান্তিপূর্ণ উপায়ে সকল মতপার্থক্য নিরসন করেছে। জাতিসংঘের সনদ ও ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানে ঐকমত্যে পৌঁছে দু’দেশ। দক্ষিণ চীন সাগরের কিছু অংশ চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি রাষ্ট্র দাবি করে।
মিয়ানমার
সর্বশেষ মামলায় সু চি’র কারাদণ্ড
মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী এবং শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র বিরুদ্ধে দেশটির জান্তার আদালতে সকল মামলার বিচারকাজ শেষ হয়। ৩০ ডিসেম্বর, ২০২২ সর্বশেষ মামলায় তাকে দুর্নীতির পাঁচটি অভিযোগের সাত বছর কারাদণ্ড দেয়। এর মধ্য দিয়ে সবকটি মামলা মিলে তার ৩৩ বছরের কারাদণ্ড হয়। ১ ফেব্রুয়ারি, ২০২১ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর গ্রেপ্তার হন অং সান সুচি।
অভিযোগসময়হ: লাইসেন্সবিহীন ওয়াকিটকি বহন, কোভিড বিধি-নিষেধ লঙ্ঘন, নৈরাজ্য তৈরিতে উসকানি, রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি।
২০১০ | ২০১৬ |
১৫ বছর গৃহবন্দি থাকার পর মুক্তি | কার্যত জাতীয় নেতায় পরিণত হন |
২০১৫ | ২০২০ |
দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে এনএলডির জয়ে নেতৃত্ব | এনএলডিকে দ্বিতীয়বার ভূমিধস বিজয় এনে দেন |
যত সাজা | |
২০২১ ৬ ডিসেম্বর: ৪ বছর কমে ২ বছর ২০২২ ১০ জানুয়ারি: ৪ বছর ২৭ এপ্রিল: ৫ বছর | ২৩ জুন: গৃহবন্দি থেকে কারাগারে ১৫ আগস্ট: ৬ বছর ২ সেপ্টেম্বর: ৩ বছর ১২ অক্টোবর: ৬ বছর ৩০ ডিসেম্বর: ৭ বছর |
সংযুক্ত আরব আমিরাত
বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট মসজিদ:
বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট মসজিদ তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। মসজিদটি দুবাইয়ে নির্মাণ করা হবে। আমিরাতের প্রধানমন্ত্রী শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভিশন ও নির্দেশনায় ২০২৫ সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে। মসজিদটির একটি ফ্লোর হবে ২,০০০ স্কয়ার মিটারের। সেখানে ৬০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ২০২৩ সালের অক্টোবরে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। মাত্র তিন জন কর্মী ও একটি রোবট মিলে এ মসজিদটি তৈরি করবে। প্রিন্টারটির কাঁচামাল এবং একটি স্বতন্ত্র কংক্রিট মিশ্রণসহ প্রতি ঘণ্টায় দুই বর্গ মিটার নির্মাণ মুদ্রণ করার ক্ষমতা রয়েছে। এটি নির্মাণ করবে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (IACAD)।
ইসরায়েল
হাইফা বন্দর আদানি গ্রুপের
ইসরায়েলের তিনটি প্রধান সমুদ্রবন্দরের মধ্যে একটি হাইফা বন্দর, অন্য দুটি হলো আশদোদ বন্দর এবং ইয়ালাত বন্দর। সমুদ্রবন্দর হাইফার মালিক এখন থেকে ভারতের বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। ১১৫ কোটি ডলার দিয়ে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ আন্তর্জাতিক সমুদ্রবন্দরটির মালিকানা নেয় এ গ্রুপটি। ১০ জানুয়ারি, ২০২৩ বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেটজালেল মট্রিক। ২০২২ সালের জুলাইয়ে অলাভজনক হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দরপত্র জিতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এবং স্থানীয় রাসায়নিক ও রশদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত।
ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ
৮ জানুয়ারি, ২০২৩ জনসমাগম স্থান থেকে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ দেন ইসরায়েলের নতুন কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যাভির। তবে ফিলিস্তিনের পতাকা জনসমাগম স্থানে থাকা ইসরায়েলি আইনের লঙ্ঘন নয়, জনশৃঙ্খলার জন্য হুমকি রয়েছে, এমন মনে হলে তা সরিয়ে ফেলার অধিকার রয়েছে সেনাদের।
যুক্তরাষ্ট্র
ট্রাম্পের অভিবাসন নীতি বহাল
২০২০ সালে করোনাকালে জনস্বাস্থ্য বিবেচনায় ‘টাইটেল ৪২’ নামের একটি নীতি তৈরি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নীতির মাধ্যমে মেক্সিকো সীমান্তে অপেক্ষমাণ অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠায় দেশটি। ২৭ ডিসেম্বর, ২০২২ এ নীতি আপাতত বহাল রাখার পক্ষে রায় দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সম্প্রতি ১৯টি অঙ্গরাজ্য থেকে আসা একটি পিটিশন গ্রহণ করেন সর্বোচ্চ আদালত। নীতি বাতিল হলে অভিবাসনসংখ্যা বাড়বে বলে সতর্ক করা হয় এ পিটিশনে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পরবর্তী শুনানি হবে।
কংগ্রেসের স্পিকার
৬ জানুয়ারি, ২০২৩ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচিত হন রিপাবলিকান দলের কেভিন ম্যাকার্থি। টানা ১৫তম বারের ভোটাভুটিতে এসে স্পিকার নির্বাচিত হন তিনি। ৮ নভেম্বর ২০২২ মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকান দল। প্রতিনিধি পরিষদের আসনসংখ্যা ৪৩৫। এর মধ্যে রিপাবলিকান সদস্য ২২২ ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ২১৩। স্পিকার হতে ম্যাকার্থির প্রয়োজন ছিল ২১৮ ভোট। কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থি বিদ্রোহী ২০ রিপাবলিকান আইনপ্রণেতা। অবশেষে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে গত ১৬৪ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ ভোটাভুটির অবসান ঘটিয়ে ৭ জানুয়ারি, ২০২৩ কেভিন ম্যাকার্থি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশটিতে এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেনি। নতুন কংগ্রেসের অধিবেশনের প্রথম দিনেই স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রতিনিধি পরিষদের পুরোনো নথিপত্র অনুযায়ী, মার্কিন কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে মাত্র ১৪ বার স্পিকার নির্বাচনের জন্য একাধিক ভোটের প্রয়োজন হয়। এর মধ্যে সাতটিতে ১০ বারের বেশি ভোটাভুটি হয়। ১৮৫৫ সালে ৩৪তম কংগ্রেসের স্পিকার নির্বাচন করতে রেকর্ড দুই মাস সময় লাগে। ১৯২৩ সালে স্পিকার নির্বাচনে নবম দফার ভোটে স্পিকার নির্বাচিত হয়। সে বছরও রিপাবলিকান প্রার্থীই দলীয় বিদ্রোহের শিকার হন। প্রেসিডেন্ট শাসিত যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্টের পর তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি স্পিকার। কোনো কারণে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট সেই ক্ষমতায় আসেন। তবে ভাইস প্রেসিডেন্টও দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশ শাসনের দায়িত্ব যায় স্পিকারের হাতে।
সামরিক বিশ্ব
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান
বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি জাপান বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা হাতে নেয়। ২০৩৫ সালের মধ্যে এগুলো মোতায়েন করা হবে। ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা হবে ৩,০০০ কিলোমিটারেরও বেশি। বেশ কয়েক দশক ধরে শান্তিবাদী দেশ হিসেবে পরিচিত জাপান সম্প্রতি উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনা প্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মিত্র হিসেবে পরাজয়ের পর থেকে দেশটি সামরিক ক্ষেত্রে শান্তির পথে চলে আসছিল। এমন প্রেক্ষাপটে প্রতিরক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ এ পরিকল্পনা সামনে এলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান নিজেদের প্রতিরক্ষার ভার যুদ্ধ-পরবর্তী নতুন মিত্র যুক্তরাষ্ট্রের ওপর অনেকাংশে সঁপে দিয়ে আত্মরক্ষা বাহিনীর (SDF) ওপর নির্ভরশীল ছিল।
যুক্তরাজ্য-জাপান প্রতিরক্ষা চুক্তি
১২ জানুয়ারি ২০২৩ টাওয়ার অব লন্ডনে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ চুক্তির অধীনে উভয় দেশ সেনা প্রশিক্ষণ ও সামরিক অভিযানের জন্য একে অপরের মাটি ব্যবহার করতে পারবে। এপ্রিল ২০২৩ থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য জাপানি মুদ্রায় ১১৪.৪ ট্রিলিয়ন ইয়েন বা ৮৬৩ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেন দেশটির প্রধানমন্ত্রী। শুধু তাই নয় ১৬ ডিসেম্বর, ২০২২ জাপান নতুন জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদন করে। এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিরক্ষা খাতে দেশটির সবচেয়ে বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
রুশ বাহিনীতে সুপারসনিক যুদ্ধবিমান
রুশ বাহিনীতে যুক্ত হচ্ছে সুপারসনিক যুদ্ধবিমান। এর পোশাকি নাম Tupolev Tu-160M। বোমারু বিমানটি সোভিয়েত যুগের ডিজাইন করা Tu-160 এর একটি আপগ্রেড সংস্করণ, যাকে White Swan (সাদা রাজহাঁস) বলা হয়। ১২ জানুয়ারি ২০২১ বিমানটি প্রথমবারের মতো আকাশে ওড়ে। ২০১৫ সালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু Tu-160 পুনরায় উৎপাদন এবং বিমানটিকে আপগ্রেড করার ঘোষণা দেন। সত্তরের দশকে যুক্তরাষ্ট্রে তৈরি Rockwell B-1 Lancer বোমারু বিমানের নকশা অনুসরণ করে রাশিয়া Tu-160 তৈরি করে। ১৮ ডিসেম্বর ১৯৮১ Tu-160-এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। এরপর ১৯৮৭ সালে সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত হয়। প্রতিকূল আবহাওয়ায়ও যেকোনো ভৌগোলিক অবস্থানে এ বিমান নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ২,২০০ কিমি বেগে উড়ে ৭,৫০০ কিমি এলাকাজুড়ে ‘কার্পেট বম্বিং’ করতে পারে।
অত্যাধুনিক ট্যাংক
১৪ জানুয়ারি ২০২৩ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট জানায়, ইউক্রেনকে চ্যালেঞ্জার-২ অত্যাধুনিক ট্যাংক দিতে সম্মত হন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অন্যদিকে ইউক্রেনের জন্য শীঘ্রই ট্যাংক পাঠাতে আগ্রহ প্রকাশ করে ফ্রান্স, ফিনল্যান্ড ও পোল্যান্ডসহ ইউরোপের ১৩টি দেশ, যাদের কাছে জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক রয়েছে। ১৯৭৯ সালে এ ট্যাংক তৈরি করা হলেও পরে কয়েক দফায় আধুনিকায়ন করা হয়। এসব দেশ কিয়েভের হাতে জার্মান এ ট্যাংক দিতে চাইলে জার্মানির অনুমোদন লাগবে। বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক ট্যাংকের বিবরণ-
• এএমএক্স-১০ আরসি: প্রস্তুতকারী দেশ ফ্রান্স। চারপাশের রক্ষাব্যূহের সঙ্গে দুটি মেশিনগান, ১০৫ মিলিমিটার ব্যাসের কামান দ্বারা সজ্জিত পাল্লা সর্বোচ্চ ৮০০ কিমি এবং গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি.।
• ব্যাডলি মিলিটারি ফাইটিং ভেহিকল: প্রস্তুতকারী দেশ যুক্তরাষ্ট্র। চারপাশের রক্ষাব্যুহ দ্বারা সজ্জিত এ ট্যাংকে মেশিনগান, ২৫ মিলিমিটার ব্যাসের স্বয়ংক্রিয় কামান, শত্রুপক্ষের ট্যাংক বিধ্বংসী লঞ্চার রয়েছে। এর পাল্লা কমপক্ষে ৩৭০ কিমি এবং গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬১ কিমি।
• লেপার্ড ২৩৪: প্রস্তুতকারী দেশ জার্মানি। দুটি মেশিনগান এবং ১২০ মিলিমিটার ব্যাসের কামান, এর পাল্লা সর্বোচ্চ ৫০০ কিমি এবং গতি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিমি।
খেলাধুলা
ফুটবল রাজার প্রয়াণ
ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল নিয়ে এই যে উন্মাদনা সেটি একদিনে হয়নি। এক সময় ফুটবল নিছক একটা খেলাই ছিল। কিন্তু একে অসাধারণ করেছেন পেলে। ব্রাজিলে তিনি ‘কালো মানিক’ হিসেবে খ্যাত। অনেকের চোখেই তিনি সর্বকালের সেরা ফুটবলার।
বিশ্বকাপে পেলে
• অংশগ্রহণ: ৪ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০)।
• ম্যাচ: ১৪টি
• গোল: ১২টি
• চ্যাম্পিয়ন: ৩ বার
• ফাইনালে গোল: ৩টি
• সর্বকনিষ্ঠ গোলদাতা: ১৭ বছর ২৩৯ দিন
• ফাইনালে সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও গোলদাতা: ১৭ বছর ২৪৯ দিন
• নাম: এডসন অরান্তেস দো নাসিমেন্তো
• জন্ম: ২৩ অক্টোবর ১৯৪০
• মৃত্যু: ২৯ ডিসেম্বর ২০২২
• জন্মস্থান: ত্রেস কোরাকোয়েস, ব্রাজিল
• মৃত্যুর স্থান: মরম্বি, সাও পাওলো, ব্রাজিল,
• পিতা: দন্দিনহো
• মাতা: সেলেস্তে আরাস
• উচ্চতা: ১.৭৩ মি (৫ ফুট ৮ ইঞ্চি) মাঠে অবস্থান ফরোয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার
গোল: কার হিসাবে কত
• গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস: ১,২৭৯ (১৩৬৩)
• ফিফা: ১,২৮১ (১৩৬৩) ব্রাজিলের হয়ে ৭৭ (৯২ ম্যাচ)
• ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF): ১২৮১ গোল (১৩৬৩ ম্যাচ) ব্রাজিলের হয়ে ৯৫ (১১৩ ম্যাচ)
• পেলের নিজস্ব হিসাব: ১২৮৩ গোল
নামের রহস্য
পেলের আসল নাম এডসন অরান্তেস দো নাসিমেন্তো ‘পেলে’ নামটা এসেছে অপভ্রংশ থেকে। খুব ছোটবেলায় পেলে গোলকিপার হিসেবে খেলতেন। তাঁর বাবার প্রিয় খেলোয়াড় ছিলেন সাও পাওলোর ক্লাব ভাস্কো দি সাও লরেন্সোর গোলকিপার ‘বিলে’। চার বছরের ছোট পেলে যখন গোলকিপিং করতেন, বল ধরলেই বাবা চিৎকার করে উঠতেন ‘বিল বলটা ধর’ এরপর মিনাস গেরাইসের বাচ্চারা যখন মাঠে ফুটবল খেলত, তখন সবাই এডসনকে ‘বিলে’ নামে ডাকা শুরু করে। বাচ্চাদের উচ্চারণে একটা সময় ‘বিলেত থেকে ‘ব’ বাদ পড়ল, হয়ে গেল ‘পিলে’। এভাবে অপভ্রংশ হয়েই এক সময় জন্ম নিল ‘পেলে’ নামটি। সেই পেলে নামেই সর্বকালের সেরা ফুটবলার।
ফুটবলের বাইরের পেলে
অবসরে যাওয়ার পরও ফুটবলের বাইরে নানামুখী সামাজিক-মানবিক কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন পেলে।
• মন্ত্রী: ১৯৯৫ সালে পেলেকে ব্রাজিলের প্রথম ক্রীড়ামন্ত্রী নিয়োগ দেওয়া হয়। সে সময় ব্রাজিল ফুটবলে দুর্নীতি রুখতে পেলের উদ্যোগে ২৪ মার্চ ১৯৯৮ আইনও পাস করা হয়, এটিকে অনেকে ‘পেলে আইন’ নামে অভিহিত করেন। ৩০ এপ্রিল ১৯৯৮ পর্যন্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন পেলে।
• ১৯৯২ সালে জাতিসংঘের বাস্তুসংস্থান ও পরিবেশবিষয়ক দূত হন।
• ১৯৯৩ সালে UNESCO’র শুভেচ্ছাদূত হন।
• ২০১৮ সালে পেলে দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। ‘পেলে ফাউন্ডেশন’ নামের এ সংস্থা সারা বিশ্বের দরিদ্র ও অধিকারবঞ্চিত শিশুদের ক্ষমতায়নে কাজ করে থাকে।
ফুটবল থেকে অবসর
পেলে ১৯৭৪ সালে ফুটবল থেকে প্রথম অবসরের ঘোষণা দেন। ১৯৭৫ সালে আবার যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হন। এরপর ১৯৭৭ সালে অবসরে যান। কসমসের হয়ে তিনি ৬৪ ম্যাচে ৩৭ গোল করেন।
আত্মজীবনী
পেলে নিজের জীবনী নিয়ে লিখেছেন ‘Why Soccer Matters: A Look at More Than Sixty Years of International Soccer’। ১ এপ্রিল ২০১৪ প্রকাশিত এ বইটি ফুটবল ইতিহাসের এক প্রামাণ্য দলিল।
গায়ক ও অভিনেতা
শুধু ফুটবল দিয়েই তিনি বিশ্ববাসীকে মুগ্ধ করেননি- গান, অভিনয় এমনকি সাংবাদিকতায়ও তার পদচারণা ছিল। ১০টির মতো চলচ্চিত্র এবং বেশ কিছু টিভি ধারাবাহিকে অভিনয় করেন। একশর বেশি গান লিখেছেন। তার অভিনীত অন্যতম চলচ্চিত্র ‘কিং পেলে’ ও ‘ভিক্টোরি’।
পুরস্কার-সম্মাননা
• ১৯৫৮: বিশ্বকাপের সেরা তরুণ।
• ১৯৭৮: UNICEF’র আন্তর্জাতিক শান্তি পুরস্কার।
• ২০০০: ফিফার শতাব্দী সেরা (ম্যারাডোনার সাথে যৌথভাবে)
• ২০০৪: ফিফার সেন্টিনিয়াল অ্যাওয়ার্ড।
• ২০১২: স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি।
নেকরোপোল একুমেনিকা
৩ জানুয়ারি ২০২৩ পেলেকে সমাধিস্থ করা হয় মেমোরিয়াল নেকরোপোল একুমেনিকায়। এটি বিশ্বের সবচেয়ে উঁচু উল্লম্ব সমাধিস্থল। ১৯৮৩ সালে এই সমাধিস্থল নির্মাণ করা হয়। এর স্থপতি পেপে আলস্টাট। এখানকার একেকটি কবরের দাম ৬,০০০-২০,০০০ ডলার পর্যন্ত তবে সেটাও তিন বছরের জন্য। আর পারিবারিক প্যাকেজ ৫০,০০০ ডলার। তবে পেলের কবর থাকবে স্থায়ীরূপে। মৃত্যুর আগে ২০০৩ সালে এ জায়গা পছন্দ করে গিয়েছিলেন পেলে।
উইজডেনের বর্ষসেরা
যুক্তরাজ্যের বিখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন’-এর বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয় মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের এবাদত হোসেনের দ্বিতীয় ইনিংসের বোলিং। ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট, যা উইজডেনের ২০২২ সালের ‘স্পেল অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়। এটিই এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা। ঐ টেস্টে ম্যাচসেরাও হন তিনি। এবাদতের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট জেতে বাংলাদেশ।
সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান
১৮ জানুয়ারি ২০২৩ নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন ভারতের শুবমান গিল। ২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়ানডেতে ২৪ বছর ১৪৫ দিনে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান হন ভারতের ঈষান কিষান। ২৩ বছর ১৩২ দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলে সে রেকর্ড ভেঙে দেন গিল। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা আন্তর্জাতিকে দশম এবং পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান গিল।