কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৩.২০২৩
♦ ভারতের রাজধানী নয়াদিল্লিতে G20’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তিনদিনব্যাপী বৈঠক শুরু।
♦ ফিনল্যান্ডের পার্লামেন্টে ন্যাটো জোটে যোগদানের বিল অনুমোদন।
♦ সৌদি আরব প্রতি বছর ১১ মার্চ পতাকা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
০২.০৩.২০২৩
♦ ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ৫২ বছর বয়সি ভো ভ্যান থুওং। ইউক্রেন যুদ্ধ শুরুর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত।
♦ আর্জেন্টিনা ফকল্যান্ড চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে।
০৩.০৩.২০২৩
♦২০২২ সালে শান্তিতে নোবেল বিজয়ী বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত।
♦দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে ২৭ বছর গৃহবন্দি থাকার দণ্ড দেয় দেশটির ফোম পেন্থ মিউনিসিপ্যাল আদালত।
♦ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারদেশীয় জোট ‘কোয়াড’–এর পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের নয়াদিল্লিতে বৈঠক করে।
০৪.০৩.২০২৩
♦সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অর্ধেক পৃথিবী তলিয়ে যাওয়া রোধে অত্যাবশ্যকীয় পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো High Seas Treaty শিরোনামের চুক্তির খসড়ায় স্বাক্ষরে সম্মত হয়।
০৫.০৩.২০২৩
♦ কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পাঁচদিনব্যাপী পঞ্চম জাতিসংঘ সম্মেলন শুরু।
♦ চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের (NPC) বার্ষিক অধিবেশন শুরু।
♦ ভারত নিজেদের তৈরি দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।
০৬.০৩.২০২৩
♦ ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫ জন নিহত।
০৯.০৩.২০২৩
♦ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করে মালয়েশিয়ান অ্যান্টিকরাপশন কমিশন।
♦নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রামচন্দ্র পাওদেল।
১০.০৩.২০২৩
♦ তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন সি চিন পিং।
♦ ইরান ও সৌদি আরব পুনরায় কটনৈতিক সম্পর্ক চালু করতে সম্মত হয়।
♦ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ‘সিলিকন ভ্যালি’ দেউলিয়া হয়ে যায়।
১১.০৩.২০২৩
♦ চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লি কিয়াং।
১৩.০৩.২০২৩
♦ নেপালের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রামচন্দ্র পাওদেল।
♦ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামক যৌথ সামরিক মহড়া শুরু।
১৪.০৩.২০২৩
♦ রুশ যুদ্ধবিমান সুখোই – ২৭ জেটের সাথে মুখোমুখি সংঘর্ষে পাইলট বিহীন মার্কিন ড্রোন এমকিউ–৯ রিপার কৃষ্ণ সাগরে বিধ্বস্ত।
১৫.০৩.২০২৩
♦ চীনে তিন বছর বন্ধ থাকার পর বিদেশি পর্যটকদের জন্য পুনরায় সব ধরনের ভিসা কার্যক্রম চালু।
♦ চীন, রাশিয়া ও ইরান ওমান উপ–সাগরে ‘সিকিউরিটি বন্ড–২০২৩’ নামের যৌথ মহড়া শুরু করে।
১৬.০৩.২০২৩
♦ দীর্ঘদিনের বৈরী সম্পর্কের ইতি টানতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইওল জাপানের রাজধানী টোকিওতে ‘ঐতিহাসিক’ বৈঠক করেন।
১৭.০৩.২০২৩
♦ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ICC।
♦ টেস্ট ক্রিকেটের ২৫০০তম টেস্ট ম্যাচ নিউজিল্যান্ড ও শ্রীলংকার মধ্যে শুরু হয়।
১৯.০৩.২০২৩
♦ রুশ বাহিনীর দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোল পরিদর্শন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
♦ ইরাক ও ইরান সীমান্ত নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করে।
♦ তিন দিনের সফরে ভারতে যান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
♦ মিসরের মধ্যস্থতায় পবিত্র রমযান মাসে উত্তেজনা কমাতে সম্মত ফিলিস্তিন–ইসরায়েল।
♦ সুইজারল্যান্ডের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস ব্যাংক ক্রয় করার চুক্তিতে স্বাক্ষর করে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড (UBS)।
২০.০৩.২০২৩
♦ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিনদিনের সফরে রাশিয়া যান।
♦ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান– ও–চা দেশটির সংসদ ভেঙে দেন।
♦ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ICC’র কৌসুলি ও বিচারকদের বিরুদ্ধে মামলা করে রাশিয়ার তদন্তকারী কমিটি।
২২.০৩.২০২৩
♦ জাতিসংঘের প্রধান কার্যালয়ে তিনদিনব্যাপী জাতিসংঘ পানি সম্মেলন শুরু।
২৩.০৩.২০২৩
♦ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর এক মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের আদালত।
♦ বিশ্বের প্রথম থ্রি–ডি প্রিন্টেড রকেট টেরান–১ এর সফল উৎক্ষেপণ করা হলেও কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।
২৪.০৩.২০২৩
♦ ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে লোকসভা সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়।
২৫.০৩.২০২৩
♦ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা দেন।
২৬.০৩.২০২৩
♦ চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে হন্ডুরাস।
২৭.০৩.২০২৩
♦ দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন CONMEBOL-এর সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ আর্জেন্টিনার লিওনেল মেসিকে ‘বিশ্ব ফুটবলের শাসক’ ঘোষণা করেন।
২৮.০৩.২০২৩
♦ স্কটল্যান্ডের প্রথম মুসলিম এবং সবচেয়ে কম বয়সি ফার্স্ট মিনিস্টার হিসেবে নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ।
♦ মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (NLD) ৪০টি দল বিলুপ্ত ঘোষণা করে।
২৯.০৩.২০২৩
♦ যুক্তরাষ্ট্রে ১২০টি দেশের অংশগ্রহণে দ্বিতীয় গণতন্ত্র সম্মেলন উদ্বোধন করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
♦ রাজা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে জার্মানি যান তৃতীয় চার্লস।
♦ স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হামজা ইউসুফ।
৩০.০৩.২০২৩
♦ কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস।
♦ প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন- ডোনাল্ড ট্রাম্প।
৩১.০৩.২০২৩
♦ রাশিয়ার পররাষ্ট্রনীতিবিষয়ক নতুন কৌশলপত্রে স্বাক্ষর করেন দেশটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
♦ বিশ্বের প্রথম দেশ হিসেবে ChatGP নিষিদ্ধ করে ইতালি।
আলোচিত বিশ্ব
রিপোর্ট–সমীক্ষা
নারী ব্যবসা ও আইন
• প্রকাশ: ২ মার্চ ২০২৩
• প্রকাশক: বিশ্বব্যাংক।
• সূচকের শিরোনাম: Women, Business and the Law 2023
• অন্তর্ভুক্ত দেশ: ১৯০টি।
সূচক অনুযায়ী-
১০০ স্কোর পেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী–পুরুষের আইনি – সুরক্ষায় সমান ১৪টি দেশ: ১. বেলজিয়াম, ২. কানাডা, ৩. ডেনমার্ক, ৪. ফ্রান্স, ৫. জার্মানি, ৬. গ্রিস, ৭. আইসল্যান্ড, ৮. আয়ারল্যান্ড, ৯. লাটভিয়া, ১০. লুক্সেমবার্গ, ১১. নেদারল্যান্ডস, ১২: পর্তুগাল, ১৩. স্পেন ও ১৪. সুইডেন।
• সর্বনিম্ন দেশ: ফিলিস্তিন; স্কোর ২৬.৩।
• বাংলাদেশের অবস্থান ১৭৫তম; স্কোর ৪৯.৪।
বিশ্ব সুখ প্রতিবেদন
• প্রকাশ: ২০ মার্চ, ২০২৩
• প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
• অন্তর্ভুক্ত দেশ: ১৩৭টি।
• প্রতিবেদন অনুযায়ী-
সবচেয়ে সুখী দেশ: ফিনল্যান্ড – সর্বনিম্ন দেশ: আফগানিস্তান – সার্কভুক্ত দেশের অবস্থান: ৭৮. নেপাল, ১০৮. পাকিস্তান, ১১২. শ্রীলংকা, ১১৮. বাংলাদেশ, ১২৬. ভারত ও ১৩৭. আফগানিস্তান।
বৈশ্বিক সন্ত্রাস সূচক
• প্রকাশ: মার্চ, ২০২৩
• প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics and Peace (IEP).
সূচক অনুযায়ী-
• শীর্ষ দেশ: আফগানিস্তান – সার্কভুক্ত দেশের অবস্থান: ১. আফগানিস্তান, ৬. পাকিস্তান, ১৩. ভারত, ২৯. শ্রীলংকা, ৩৬. নেপাল, ৪৩. বাংলাদেশ ও ৯৩. ভুটান।
বৈশ্বিক অস্ত্র আমদানি–রপ্তানি চিত্র
• প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩
• প্রকাশক: Stockholm International Peace Research Institute (SIPRI), সুইডেন।
• অন্তর্ভুক্ত দেশ: রপ্তানিতে ২৫টি এবং আমদানিতে ৪০টি।
প্রতিবেদন অনুযায়ী (২০১৮–২২ সাল)
• অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (৪০%)
• অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ: ভারত (১১%)
• আমদানিতে সার্কভুক্ত দেশের অবস্থান (%): ১. ভারত (১১), ৮. পাকিস্তান (৩.৭), ২৫. বাংলাদেশ (০.৯) ও ৩২ আফগানিস্তান (০.৭)।
পাসর্পোট সূচক
• প্রকাশ: মার্চ, ২০২৩
• প্রকাশক: কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা Nomad Capitalist
• অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল: ১৯৯টি।
সূচক অনুযায়ী –
• বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের
• সর্বনিম্ন দেশ আফগানিস্তান।
• বাংলাদেশের অবস্থান ১৮২।
বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন
• প্রকাশ: মার্চ, ২০২৩
• প্রকাশক: সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা IQAir.
• অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল: ১৩১টি।
প্রতিবেদন অনুযায়ী–
• বায়ু দূষণে শীর্ষ ৫ দেশ: ১. শাদ, ২. ইরাক ৩. পাকিস্তান, ৪. বাহরাইন ও ৫. বাংলাদেশ।
• শীর্ষ ৫ দূষিত রাজধানী: ১. এনজামেনা, শাদ; ২. নয়াদিল্লি, ভারত; ৩. বাগদাদ, ইরাক; ৪. মানামা, বাহরাইন ও ৫. ঢাকা, বাংলাদেশ।
বৈশ্বিক স্বাধীনতা প্রতিবেদন
• প্রকাশ: মার্চ ২০২৩।
• প্রকাশক: ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউস
• অন্তর্ভুক্ত দেশ: ১৯৫টি দেশ ও ১৫টি অঞ্চল।
• দেশ ও অঞ্চলগুলোকে মুক্ত, আংশিক মুক্ত, মুক্ত নয়— এ তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়।
বাংলাদেশ ‘আংশিক মুক্ত’ ক্যাটাগরিতে।
• প্রতিবেদন অনুযায়ী–
বৈশ্বিক স্বাধীনতা প্রতিবেদন | ||
ক্যাটাগরি | দেশ | অঞ্চল |
মুক্ত বিভাগ | ৮৪টি | ১টি |
আংশিক মুক্ত | ৫৪টি | ৪টি |
মুক্ত নয় | ৫৭টি | ১০টি |
বিশ্ব সমৃদ্ধি সূচক
• প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩।
• প্রকাশক: লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান লেগাটাম ইনস্টিটিউট।
• অন্তর্ভুক্ত দেশ: ১৬৭টি।
সূচক অনুযায়ী –
• শীর্ষ দেশ: ডেনমার্ক
• সর্বনিম্ন দেশ: দক্ষিণ সুদান
• সার্কভুক্ত দেশের অবস্থান: ৯১. শ্রীলংকা, ১০৩. ভারত, ১১০. নেপাল, ১২৪. বাংলাদেশ, ১৩৬ পাকিস্তান ও ১৬৪. আফগানিস্তান।
গণতন্ত্র প্রতিবেদন
• প্রকাশ: মার্চ ২০২৩
• প্রকাশক: সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি (ভি-ডেম) ইনস্টিটিউট
• অন্তর্ভুক্ত দেশ: ১৭৯টি।
প্রতিবেদন অনুযায়ী–
ক্যাটাগরি | শীর্ষ দেশ | সর্বনিম্ন দেশ | বাংলাদেশের অবস্থান |
উদার গণতান্ত্রিক সূচক (LDI) | ডেনমার্ক | উত্তর কোরিয়া | ১৪৭ |
নির্বাচনী গণতন্ত্র সূচক (EDD) | ডেনমার্ক | সৌদি আরব | ১৩১ |
উদার কম্পোনেন্ট সূচক (LCI) | সুইডেন | উত্তর কোরিয়া | ১৫৫ |
সমতা কম্পোনেন্ট সূচক (ECI) | নরওয়ে | আফগানিস্তান | ১৬৫ |
অংশগ্রহণমূলক কম্পোনেন্ট সূচক (PCI) | সুইজারল্যান্ড | ইরিত্রিয়া | ১৪২ |
সিদ্ধান্তমূলক কম্পোনেন্ট সূচক (DCI) | নরওয়ে | উত্তর কোরিয়া | ১৪৫ |
বিশ্বসেরা ১০০ বিমানবন্দর
• প্রকাশ: ১৫ মার্চ ২০২৩
• প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স।
বিভাগ অনুযায়ী:
• সেরা বিমানবন্দর: সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর।
• পরিচ্ছন্ন বিমানবন্দর: জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর।
• কর্মীসেবার জন্য সেরা বিমানবন্দর: দ. কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর।
• নিরাপত্তা ব্যবস্থার দিক দিয়ে বিমানবন্দর: সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর।
স্বল্পোন্নত দেশবিষয়ক পঞ্চম জাতিসংঘ সম্মেলন, ২০২৩
কাতারের রাজধানী দোহায় ২০২৩ সালের ৫-৯ মার্চে অনুষ্ঠিত হয় জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলনের (LDC5) দ্বিতীয় পর্ব। সাধারণত প্রতি দশ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত এই সম্মেলনে আগামী দশ বছরে এলডিসির উন্নয়ন ও উত্তরণে কী ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্রম পটেন্সিয়াল টু প্রসপারিটি’। এ সম্মেলনের শুরু হয় ১৯৮১ সালে। প্রথম দু’বার ফ্রান্সের রাজধানী প্যারিসে, তৃতীয়বার বেলজিয়ামের ব্রাসেলসে এবং সর্বশেষ ২০১১ সালে তুরস্কের ইস্তানবুলে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘ এলডিসি সম্মেলনে স্বল্পোন্নত দেশ হিসেবে এটাই সম্ভবত বাংলাদেশের শেষ অংশগ্রহণ। কারণ, ২০২৬ সালে আমরা এলডিসি থেকে বেরিয়ে যাব। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘের সদস্য দেশের স্বীকৃতি পায়।
একনজরে সম্মেলনসমূহঃ
আয়োজন | সময়কাল | স্থান |
প্রথম | ১-১৪ সেপ্টেম্বর, ১৯৮১ | প্যারিস, ফ্রান্স |
দ্বিতীয় | ৩-১৪ সেপ্টেম্বর, ১৯৯০ | প্যারিস, ফ্রান্স |
তৃতীয় | ১৪-২০ মে, ২০০১ | ব্রাসেলস, বেলজিয়াম |
চতুর্থ | ৯-১৩ মে, ২০১১ | ইস্তানবুল, তুরস্ক |
পঞ্চম | ৫-৯ মার্চ, ২০২৩ | দোহা, কাতার |
জাতিসংঘ পানি সম্মেলন, ২০২৩
২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২২ মার্চ জাতিসংঘের সদর দপ্তরে সম্মেলনটির উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন ঘোষণা করা হয়। বিগত ৫০ বছরে জাতিসংঘ কর্তৃক আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাসমূহ এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্খিত অগ্রগতি অর্জন।
সম্মেলনের পাঁচটি থিমঃ
• ওয়াটার ফর হেলথ
• ওয়াটার ফর ডেভেলপমেন্ট
• ওয়াটার ফর ক্লাইমেট রেজিলেন্স এন্ড এনভায়রনমেন্ট
• ওয়াটার ফর কো-অপারেশন
• ওয়াটার একশন ডেকেড
পারমাণবিক সাবমেরিন প্রকল্প অকাস (AUKUS)
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য অর্থাৎ চীনের সামরিক অগ্রগতি ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এবার পারমাণবিক চালিত সাবমেরিনের একটি নতুন যৌথ বহর তৈরির ঘোষণা দেয় অকাস। ১৩ মার্চ ২০২৩ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর নৌঘাঁটিতে এর বিশদ বিবরণ প্রকাশ করা হয়। সে সময় বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ‘অকাস’ চুক্তির অধীনে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক শক্তিসম্পন্ন তিনটি সাবমেরিন কিনবে। প্রয়োজন মনে করলে অস্ট্রেলিয়া আরও দুটি ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিনও কিনতে পারবে। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে এসএসএন-অকাস মডেলের সাবমেরিন দেবে যুক্তরাজ্য। এগুলো যুক্তরাজ্যের নকশা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি হবে। যুক্তরাজ্যের পর ওয়াশিংটনের অভিজাত পারমাণবিক প্রযুক্তি গ্রহণকারী দ্বিতীয় দেশ হবে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র এর আগে ১৯৫৮ সালে সর্বশেষ পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করে যুক্তরাজ্যের সঙ্গে। ২০২৭ সাল থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে অল্পসংখ্যক পারমাণবিক সাবমেরিন স্থাপন করবে। চুক্তির অধীনে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ব্যবহার শেখাতে অস্ট্রেলিয়ার নৌ সেনাদের এ বছর থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাবমেরিন ঘাঁটিতে পাঠানো হবে। বর্তমানে মাত্র ছয়টি দেশের হাতে পারমাণবিক সাবমেরিন রয়েছে। দেশগুলো হলো – যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও ভারত। প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর ২০২১ এ তিন দেশ অকাস চুক্তির ঘোষণা দেয়। এ চুক্তির আওতায় নিজেদের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সরঞ্জামসংক্রান্ত সহযোগিতা সরবরাহের কথা রয়েছে।
উত্তর আয়ারল্যান্ড নিয়ে EU’র নতুন চুক্তি
উত্তর আয়ারল্যান্ড নিয়ে দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ দূর করতে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (EU) বেক্সিট-পরবর্তী চুক্তিতে স্বাক্ষর করে। ইংল্যান্ডের উইন্ডসরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিকে Windsor Framework আখ্যা দেওয়া হয়। ৩১ জানুয়ারি ২০২০ EU থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের (Brexit) পর আয়ারল্যান্ড দ্বীপের অংশ ব্রিটিশ শাসনাধীন উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্য সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। একই দ্বীপের অন্য অংশ প্রতিবেশী আয়ারল্যান্ড EU ভুক্ত দেশ এবং তারা জোটটির একক বৃহত্তম বাজারের অংশ। পরবর্তী সময়ে উদ্ভূত সমস্যা সমাধানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন Northern Ireland Protocol শীর্ষক সমাধান নিয়ে হাজির হন। কিন্তু এ নিয়ে উত্তর আয়ারল্যান্ডে অসন্তোষ ছিল। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ এর চুক্তির আগে যুক্তরাজ্যের মূল ভূখণ্ড থেকে আসা পণ্যগুলো উত্তর আয়ারল্যান্ডের বন্দরে পরীক্ষা- নিরীক্ষা করা হতো। এরপর তা আয়ারল্যান্ডের বাজারে প্রবেশ করত। এ জটিলতা নিরসনের লক্ষ্যেই Windsor Framework স্বাক্ষরিত হয়।
খেলাধুলা
নারী টি–২০ বিশ্বকাপ
• আয়োজন: অষ্টম।
• সময়কাল: ১০–২৬ ফেব্রুয়ারি ২০২৩।
• স্বাগতিক: দক্ষিণ আফ্রিকা।
• চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার) রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
• অংশগ্রহণকারী দল: ১০টি।
• ম্যাচ: ২৩টি।
• প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)।
• সর্বাধিক রান: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা); ২৩০ রান।
• সর্বাধিক উইকেট: সোফি একলস্টোন (ইংল্যান্ড); ১১টি।
• এ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর ২১৩/৫, ইংল্যান্ড; বিপক্ষ পাকিস্তান।
• অধিনায়ক মেগ ল্যানিং এর নেতৃত্বে চারটি টি–২০ বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করে অস্ট্রেলিয়া। পুরুষ বা নারী ক্রিকেটে অন্য যেকোনো অধিনায়কের চেয়ে বেশি আইসিসি শিরোপা লাভ করেন ল্যানিং।
• নবম নারী টি–২০ বিশ্বকাপ ২০২৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাওয়াশ
১৪ মার্চ, ২০২৩ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় দিন। এ দিন টি–২০ সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সৃষ্টি করে নতুন ইতিহাস। ইংল্যান্ডের সঙ্গে প্রথম টি–২০ সিরিজেই হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। উল্লেখ্য মার্চ, ২০২৩ তিনটি ওয়ানডে ও তিনটি টি–২০ ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।
• ওয়ানডেতে তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৬,০০০ রান ও ৩০০ উইকেটের ডাবলে সাকিব আল হাসান। তার আগে এমন কীর্তি গড়েন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি।
• ১৪ মার্চ, ২০২৩ বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি–২০তে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মুস্তাফিজুর রহমান। প্রথম সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি–২০তে ১০০ উইকেট পাওয়া ৬ষ্ঠ বোলার মুস্তাফিজ।
• ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। সব মিলিয়ে ১৪তম বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে যোগ হয় সাকিবের নাম।
• তিন ম্যাচের টি–২০তে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত।
এক নজরে টি–২০’র তিন ম্যাচ | |||||
ম্যাচ | জয় | তারিখ | ভেন্যু | ব্যবধান | ম্যান অব দ্য ম্যাচ |
১৪৫ | ৫০ | ৯ মার্চ | চট্টগ্রাম | ৬ উইকেটে | নাজমুল হোসেন শান্ত |
১৪৬ | ৫১ | ১২ মার্চ | মিরপুর | ৪ উইকেটে | মেহেদী হাসান মিরাজ |
১৪৭ | ৫২ | ১৪ মার্চ | মিরপুর | ১৬ রানে | লিটন দাস |
টি–২০তে বাংলাদেশের ১১টি সিরিজ জয় | |||
সাল | ম্যাচ | ব্যবধান | প্রতিপক্ষ |
২০০৬ | ১ | ১–০ | জিম্বাবুয়ে |
২০১১ | ১ | ১–০ | উইন্ডিজ |
২০১২ | ৩ | ৩–০ | আয়ারল্যান্ড |
২০১৫ | ১ | ১–০ | পাকিস্তান |
২০১৮ | ৩ | ২–১ | উইন্ডিজ |
২০২০ | ২ | ২–০ | জিম্বাবুয়ে |
২০২১ | ৫ | ৪–১ | অস্ট্রেলিয়া |
২০২১ | ৫ | ৩–২ | নিউজিল্যান্ড |
২০২২ | ২ | ২–০ | আরব আমিরাত |
২০২৩ | ৩ | ৩–০ | ইংল্যান্ড |
২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
বর্ষসেরা ফুটবলার
• পুরুষ: লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)
• নারী: অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/স্পেন)
বর্ষসেরা কোচ
• পুরুষ: লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)
• নারী: সারিনা ভিগমান (ইংল্যান্ড)
বর্ষসেরা গোলরক্ষক
• পুরুষ: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)
• নারী: মেরি ইয়াপস (ম্যানচেস্টার ইউনাইটেড/ইংল্যান্ড)
• বর্ষসেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড): মার্সিন ওলেক্সি (ওয়ার্তা পোজনান/পোল্যান্ড)
• ফিফা ফেয়ার প্লে ট্রফি: লুকা লোকোশিভলি (জর্জিয়া)।
• সমর্থক পুরস্কার: আর্জেন্টাইন সমর্থক।
• বিশেষ পুরস্কার: পেলে (ব্রাজিল)।
ফিফপ্রো বর্ষসেরা একাদশ:
থিবো কোর্তোয়া, আশরাফ হাকিমি, জোয়াও কানসেলো, ভার্জিল ফন ডাইক, কেভিন ডি ব্রুইনা, লুকা মদরিচ, কাসেমিরো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, আর্লিং হলান্ড।