আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৪.২০২৩

♦ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল।

♦ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নেয় রাশিয়া।

০২.০৪.২০২৩

♦ ফিনল্যান্ডে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত।

০৩.০৪.২০২৪

♦ মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন এবং দুই বছরের সাজা স্থগিত করে দেশটির গুজরাটের আদালত।

♦ মালয়েশিয়ায় বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে বিল পাস করে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ।

০৪.০৪.২০২৩

♦ নিউইয়র্কের ম্যানহাটন আদালত চত্বরে হাজির হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হয় এবং কিছুক্ষণ পর মুক্তি পান।

♦ ন্যাটোর ৩১তম সদস্যপদ লাভ করে ফিনল্যান্ড।

০৫.০৪.২০২৩

♦ চীনের হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

♦ সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে প্রায় আট বছর পর ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে।

০৬.০৪.২০২৩

♦ চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির- আবদুল্লাহিয়ান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

০৮.০৪.২০২৩

♦ তাইওয়ান প্রণালিতে তিন দিনের সামরিক মহড়া শুরু করে চীন।

♦ বিমান বাহিনীর প্রশিক্ষিত এক চালকের সঙ্গী হয়ে প্রথমবারের মতো জঙ্গিবিমানে করে আকাশে ওড়েন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

১০.০৪.২০২৩

♦ বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বসন্তকালীন বৈঠক যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শুরু।

♦ গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরের ২৫তম বর্ষপূর্তি।

♦ বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরী চালু করে তুরস্ক।

♦ ভারতের জাতীয় রাজনৈতিক দলের- মর্যাদা পায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।

১১.০৪.২০২৩

♦ রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (ICBM) সফল পরীক্ষা চালায়।

♦ যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করে।

১২.০৪.২০২৩

♦ কাতার ও বাহরাইন দীর্ঘদিনের বিরোধের সুরাহা করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দপ্তরে বৈঠক করেন।

১৩.০৪.২০২৩

♦ ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব ও হুতিদের আলোচনার মধ্যেই বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু।

♦ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা ম্যালেরিয়ার টিকাকে প্রথম অনুমোদন দেয় ঘানা।

১৪.০৪.২০২৩

♦ ইউরোপিয়ান মহাকাশ সংস্থা (ESA) বৃহস্পতির চাঁদ পর্যবেক্ষণে Jupiter Icy Moons Explorer (JUICE) নভোযান উৎক্ষেপণ করে।

♦ ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পেনশন সংস্কার বিলে স্বাক্ষর করেন। পেনশনপ্রাপ্তির বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করা আইনটি ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে।

১৫.০৪.২০২৩

♦ জার্মানি আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ পরিত্যাগ করে।

♦ সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে বহু লোক হতাহত।

১৬.০৪.২০২৩

♦ ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক চুল্লি ফিনল্যান্ডের Olkiluoto3 থেকে নিয়মিত বিদ্যুৎ উৎপাদন শুরু।

 

আলোচিত বিশ্ব

রিপোর্ট-সমীক্ষা

বৈশ্বিক শীর্ষ ধনী

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩। প্রকাশক: ফোর্বস ম্যাগাজিন। প্রতিবেদনের শিরোনাম: Forbes Billionaires 2023: The Richest People In The World.

প্রতিবেদন অনুযায়ী- শীর্ষ ১০ ধনী [সম্পদ বি.মা.ড]

নাম

পরিচিতি

সম্পদ

বার্নার্ড আর্নস্ট

ফ্রান্সের LVMH’র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী

২১১

ইলন মাস্ক

SpaceX’র প্রতিষ্ঠাতা ও টেসলার প্রধান নির্বাহী

১৮০

জেফ বেজোস

ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান

১১৪

ল্যারি এলিসন

ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান

১০৭

ওয়ারেন বাফেট

বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী

১০৬

বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা

১০৪

মাইকেল ব্লুমবার্গ

ব্লুমবার্গের প্রধান নির্বাহী

৯৪.৫

কার্লোস স্লিম হেলু

অনারারি চেয়ারম্যান, আমেরিকা মবিল

৯৩

মুকেশ আম্বানি

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

৮৩.৪

স্টিভ বলমার

মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী

৮০.৭

তালিকায় স্থান পায় ২,৬৪০ জন অতিধনী। এর মধ্যে সর্বোচ্চ ৭৩৫ জন যুক্তরাষ্ট্রের। এরপরে চীনের (হংকং ও ম্যাকাওসহ) ৫৬২ জন ও ভারতের ১৬৯ জন রয়েছে। বিশ্বের বিলিয়নিয়ারদের মোট সম্পদ ১২.২ ট্রিলিয়ন মার্কিন ডলার।

উন্নত প্রযুক্তি সূচক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৩

প্রকাশক: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড

সূচকের শিরোনাম: ফ্রন্টিয়ার টেকনোলজিস ইনডেক্স।

অন্তর্ভুক্ত দেশ: ১৬৬টি।

সূচক অনুযায়ী

শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র

সার্কভুক্ত দেশসমূহের অবস্থান: ৪৩. ভারত, ৮৯. শ্রীলংকা, ১০৬. নেপাল, ১১৬. ভুটান, ১২৫. পাকিস্তান, ১২৬. বাংলাদেশ ও ১৬৪. আফগানিস্তান।

উপসূচকে বাংলাদেশের অবস্থান: তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১৪৮তম, দক্ষতায় ১৩১তম, গবেষণা ও উন্নয়নে ৬৭তম, শিল্পে ১৩৫তম এবং আর্থিকে ৯০তম।

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩

প্রকাশক: যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘টাইম’।

প্রতিবেদনের শিরোনাম: Time 100 Poll 2023।

তালিকা অনুযায়ী-

উল্লেখযোগ্য তারকা > শাহরুখ খান, ইরানের প্রতিবাদী নারীরা, করোনা মহামারির সময় দিনরাত সেবা করা বহু পেশার মানুষ, প্রিন্স হ্যারি, মেগান মার্কেল, ফুটবলার লিওনেল মেসি প্রমুখ।

মাথাপিছু জিডিপি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩।

প্রকাশক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)

সূচকের শিরোনাম: ভিজুয়াল ক্যাপিটালিস্ট।

অন্তর্ভুক্ত দেশ: ১২৩টি। সূচক অনুযায়ী-

শীর্ষ দেশ: লুক্সেমবার্গ (১,২৮,৮২০ মা.ড.)

সর্বনিম্ন দেশ: বুরুন্ডি (৩০৮ মা.ড.)

বাংলাদেশের মাথাপিছু জিডিপ্তি ২,৬৮৭ মা.ড.

সামাজিক সুরক্ষা কর্মসূচি

প্রকাশ: এপ্রিল ২০২৩

প্রকাশক: বিশ্বব্যাংক।

প্রতিবেদনের শিরোনাম: দক্ষিণ এশিয়ায় অভিযোজিত সামাজিক সুরক্ষাব্যবস্থা তৈরি।

প্রতিবেদন অনুযায়ী-

সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান: ১. ভুটান (৫৩.৭০%), ২. ভারত (৫১%), ৩. বাংলাদেশ (২৯.৭%), ৪. পাকিস্তান (২৮.২%), ৫. নেপাল (২৭.৮%), ৬. শ্রীলংকা (১১.২%), ৭. আফগানিস্তান (৪.৬%) ও ৮. মালদ্বীপ (২.৩%)।

ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৩

প্রকাশক: বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও।

অন্তর্ভুক্ত শহর: ২৩৯টি।

সূচকের শিরোনাম: Traffic Index by City 2023.

সূচক অনুযায়ী-

যানজটে শীর্ষ শহর – লাগোস (নাইজেরিয়া)

কম যানজটের শহর – বেস্ট (নেদারল্যান্ডস)

ঢাকা শহরের অবস্থান- পঞ্চম।

যানজটে শীর্ষ দেশ – নাইজেরিয়া।

দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স

প্রকাশ: এপ্রিল ২০২৩

প্রকাশক: লন্ডনভিত্তিক ব্র্যান্ড

মূল্যায়নকারী প্রতিষ্ঠান: ব্র্যান্ড ফাইন্যান্স

সূচকের শিরোনাম: গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স ২০২৩

অন্তর্ভুক্ত দেশ: ১২০টি।

সূচক অনুযায়ী-

ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (ভ্যালু ৩০,৩০৯ বি.মা.ড.)।

বাংলাদেশের অবস্থান: ৯৭তম (ভ্যালু ৫০৮ বি.মা.ড.)।

ব্যস্ততম বিমানবন্দর

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৩

প্রকাশক: এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (ACI)।

তালিকা অনুযায়ী-

শীর্ষ ১০টি বিমানবন্দর [যাত্রীর সংখ্যা কোটিতে]

নাম

দেশ

যাত্রী

নাম

দেশ

যাত্রী

দুবাই

আরব আমিরাত

৬.৬১

ফ্রাঙ্কফুট

জার্মানি

৪.৪৭

হিথ্রো

যুক্তরাজ্য

৫.৮২

মাদ্রিদ

স্পেন

৩.৬২

আমস্টারডাম

নেদারল্যান্ডস

৫.২৪

দোহা

কাতার

৩.৫৭

প্যারিস

ফ্রান্স

৫.১৭

সিঙ্গাপুর

সিঙ্গাপুর

৩.১৯

ইস্তানবুল

তুরস্ক

৪.৮৫

গ্যাটউইক

যুক্তরাজ্য

৩.১০

ICBM পরীক্ষা

২১ ফেব্রুয়ারি ২০২৩ রাশিয়া New START চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করে। এ চুক্তির অধীনে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু মজুত সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার পর ১১ এপ্রিল ২০২৩ রাশিয়া কাপুস্টিন ইয়ার পরীক্ষাস্থল থেকে একটি মোবাইল গ্রাউন্ডভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (ICBM) সফল পরীক্ষা চালায়।

ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান

সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ না হলেও ফিনল্যান্ড ও সুইডেন চিরাচরিতভাবে নিজেদের সামরিকভাবে ‘জোট নিরপেক্ষ’ হিসেবে বিবেচনা করে আসছিল। ফিনল্যান্ডের জনগণ কখনো ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। ২৪ ফেব্রুয়ারি ২০২২ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ন্যাটো জোটে যোগদানের বিষয়ে দেশ দু’টির জনগণের মনোভাবে নাটকীয় পরিবর্তন আসে। ১৮ মে ২০২২ ফিনল্যান্ডের সাথে নর্ডিক আরেক দেশ সুইডেনও ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে। ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশকে সদস্য করতে হলে জোটভুক্ত সব দেশের আইনসভার সমর্থন প্রয়োজন। ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্ক শুরুতে সুইডেন ও ফিনল্যান্ড উভয় দেশকেই ‘কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের মদদদাতা দেশ’ বলে অভিহিত করে ন্যাটোতে তাদের সদস্যপদ পাওয়ার বিষয়ে আপত্তি জানায়। ২৯-৩০ জুন ২০২২ স্পেনের মাদ্রিদে ন্যাটোর সম্মেলনে তুরস্কের সাথে ফিনল্যান্ড ও সুইডেনের আলোচনা হয়। দেশ দুটি “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে বিভিন্ন শর্তসাপেক্ষে তুরস্ক তাদের আপত্তি তুলে নেওয়ার কথা জানায় এবং তিন দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে। ৫ জুলাই ২০২২ ফিনল্যান্ড ন্যাটোর প্রটোকল স্বাক্ষর করে। ৩০ মার্চ ২০২৩ তুরস্কের আইনসভা ৩০তম বা সর্বশেষ দেশ হিসেবে প্রটোকল অনুমোদন করলে ৪ এপ্রিল ২০২৩ ফিনল্যান্ড ন্যাটোর ৩১তম সদস্যপদ লাভ করে। অন্যদিকে ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্কের আপত্তিতে এখনো সুইডেন সদস্যপদ লাভ করতে পারেনি। ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুসারে, ন্যাটো সদস্যভুক্ত কোনো দেশের ওপর আক্রমণ পুরো ন্যাটোর- ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

সদস্য রঙ্গ

নর্ডিক দেশ ৫টি ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন। একমাত্র সুইডেন ন্যাটোর সদস্য নয়।

মহাদেশভিত্তিক ন্যাটোর সদস্য বিন্যাস – এশিয়া ১টি (তুরস্ক), উত্তর আমেরিকা ২টি (যুক্তরাষ্ট্র ও কানাডা) ও ইউরোপের ২৮টি।

ইউরোপীয় ইউনিয়নের (EU) ২৭টি দেশের মধ্যে ২২টি ন্যাটোর সদস্য। ৫টি দেশ— অস্ট্রিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড, মাল্টা ও সুইডেন সদস্য নয়।

সাবেক যুগোস্লাভিয়া ভেঙে গঠিত ৭টি দেশের মধ্যে ৪টি দেশ— ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়া ন্যাটোর সদস্য।

রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটোর সদস্য ৬টি দেশ

রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে। দেশগুলো হলো—

আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, উত্তর কোরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, নরওয়ে, পোল্যান্ড ও ইউক্রেন। ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ায় রাশিয়ার সঙ্গে ন্যাটোর সীমান্ত প্রায় দ্বিগুণ হয়। কারণ ফিনল্যান্ডের সাথে দীর্ঘ ১,৩৪০ কিমি সীমান্ত রয়েছে রাশিয়ার। রুশ সীমান্তবর্তী অন্য যে পাঁচটি ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়া (২৯৪ কিমি), লাটভিয়া (২১৭ কিমি), লিথুয়ানিয়া (২২৭ কিমি), নরওয়ে (১৯৬ কিমি) ও পোল্যান্ড (২০৬ কিমি)। এছাড়া ইউক্রেনকে ন্যাটোর ‘সহযোগী দেশ’ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু দেশটি এখনো ন্যাটোর সম্পূর্ণ সদস্য নয়। ৩০ সেপ্টেম্বর ২০২২ দেশটি ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করে। ভবিষ্যতে হয়তো ন্যাটোতে যোগ দেবে রুশ আগ্রাসনের শিকার দেশটি। অন্যদিকে ২০০৮ সালে রাশিয়ার আক্রমণের মুখে পড়া জর্জিয়াও ন্যাটোর সহযোগী দেশ। দেশটি দীর্ঘসময় ধরে ন্যাটোর পূর্ণ সদস্যপদ পেতে চাইছে।

আমিরাত-ইসরায়েলের CEPA কার্যকর

১ এপ্রিল, ২০২৩ ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য চুক্তি কার্যকর হয়। ৩১ মে, ২০২২ দেশ দুটি Comprehensive Economic Partnership Agreement (CEPA) স্বাক্ষর করে। এ চুক্তি কার্যকর হওয়ায় দুই দেশের বাণিজ্য ১,০০০ কোটি ডলার স্পর্শ করবে। এছাড়া উভয় দেশের মধ্যকার ৯৬%-এর বেশি পণ্য শুল্কমুক্ত বা হ্রাসকৃত শুল্কে কেনাকাটা করা যাবে। ২০৩০ সালের মধ্যে অর্থনীতির আকার দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা সামনে রেখে বিভিন্ন মিত্রদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে আরব আমিরাত। বর্তমানে উপসাগরীয় দেশটির অর্থনীতির আকার ১.৪ ট্রিলিয়ন দিরহাম বা ৩৮,১০০ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে অর্থনীতির আকার ৩ ট্রিলিয়ন দিরহাম বা ৮১,৭০০ কোটি ডলার করতে চায় দেশটি। এ লক্ষ্যমাত্রা সামনে রেখে ভারত, ইসরায়েল, ইন্দোনেশিয়া, তুরস্ক ও জর্জিয়ার সঙ্গে CEPA স্বাক্ষর করে আরব আমিরাত।

Leave a Reply