কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৫.২০২৩
♦ কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমদ আল সাবাহ এক ডিক্রি জারির মাধ্যমে নবগঠিত পার্লামেন্ট ভেঙ্গে দেন।
০২.০৫.২০২৩
♦ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল ক্রিকেট দল।
০৩.০৫.২০২৩
♦ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দু’দিনের সফরে সিরিয়ার দামেস্কে পৌঁছেন। দেশটিতে গৃহযুদ্ধ বাধার পর এটিই ইরানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।
♦ মার্কিন সরকারের ‘খাদ্য ও ওষুধ’ প্রশাসন প্রথম Respiratory Syncytial Virus (RSV)- এর টিকার অনুমোদন দেয়।
০৪.০৫.২০২৩
♦ ভারতের গোয়ার দু’দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন শুরু।
০৫.০৫.২০২৩
♦ যুক্তরাজ্যের লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে কমনওয়েলথের বিশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।
♦ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা তুলে নেয়।
০৬.০৫.২০২৩
♦ যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক।
০৭.০৫.২০২৩
♦ মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার পদত্যাগের ঘোষণা দেন।
০৯.০৫.২০২৩
♦ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।
♦ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল।
১০.০৫.২০২৩
♦ ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোতে ৪২তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু।
১১.০৫.২০২৩
♦ বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের (এমপক্স) জরুরি অবস্থার অবসান ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
১২.০৫.২০২৩
♦ পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রধান ইমরান খান জামিন পান।
১৩.০৫.২০২৩
♦ মিসরের মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর।
১৪.০৫.২০২৩
♦ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
♦ থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৫.০৫.২০২৩
♦ স্কটল্যান্ডে স্বয়ংক্রিয় বাস নেটওয়ার্ক চালু হয়।
১৮.০৫.২০২৩
♦ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ৩২তম আরব লিগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে যান।
১৯.০৫.২০২৩
♦ জাপানের হিরোশিমায় তিনদিনব্যাপী G-7 শীর্ষ সম্মেলন শুরু।
♦ ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজার থেকে ২,০০০ রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দেয়।
♦ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মধ্য এশিয়ার উন্নয়নের জন্য এক মহাপরিকল্পনা উন্মোচন ও উপস্থাপন করেন।
♦ সৌদি আরবের জেদ্দায় ৩২তম আরব লিগ সম্মেলন শুরু হয়।
♦ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দেয়।
২০.০৫.২০২৩
♦ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় সুদানে লড়াইরত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ।
২১.০৫.২০২৩
♦ গ্রিসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত।
♦ প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান রায়ানা বারনাওয়ি।
♦ জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ দক্ষিণ কোরিয়া সফরে যান।
২২.০৫.২০২৩
♦ ফিলিপাইনের ম্যানিলায় ঐতিহাসিক ডাকঘর আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়।
♦ থাইল্যান্ডে জোট সরকার গঠনে মুভ ফরওয়ার্ড পার্টি ও ৭টি মিত্র দলের সদস্যরা একটি সমঝোতা স্মারকে (MoE) স্বাক্ষর করেন।
♦ বন্য পাখিদের মধ্যে এভিয়ান ফ্লু (H5N1) ছড়িয়ে পড়ার পর ব্রাজিলে ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি।
২৪.০৫.২০২৩
♦ অস্ট্রেলিয়া ও ভারতের অভিবাসন চুক্তি স্বাক্ষর।
২৮.০৫.২০২৩
♦ তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হন রিসেপ তায়েপ এরদোয়ান।
♦ চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমান ‘সি ৯১৯’-এর বাণিজ্যিক ফ্লাইট শুরু।
২৯.০৫.২০২৩
♦ এভারেস্ট জয়ের ৭০ বছর পূর্তি।
♦ নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বুলা তিনুবু।
৩০.০৫.২০২৩
♦ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় লাতিন আমেরিকার দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।
♦ প্রথম বেসামরিক নভোচারী নিয়ে চীনের মহাকাশযানের যাত্রা।
আলোচিত বিশ্ব
সম্মেলন-বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সভা (WHA)
• আয়োজন: ৭৬তম
• সময়কাল ২১-৩০ মে, ২০২৩।
• স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
ASEAN শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৪২তম।
• সময়কাল: ১০-১১ মে, ২০২৩।
• স্থান: লাবুয়ান বাজো, ইন্দোনেশিয়া।
আরব লীগ শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৩২তম।
• সময়কাল: ১৯ মে, ২০২৩।
• স্থান: জেদ্দা, সৌদি আরব।
৭ মে, ২০২৩ সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ১৬ নভেম্বর ২০১১ দেশিটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
G-7 শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৪৯তম।
• সময়কাল: ১৯-২১ মে, ২০২৩।
• স্থান: হিরোশিমা, জাপান।
কাতার ইকোনমিক ফোরাম
• আয়োজন: ৩য়;
• সময়কাল: ২৩-২৫, মে ২০২৩।
• স্থান: দোহা, কাতার।
ইসলামি উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
• আয়োজন: ৪৮তম।
• সময়কাল: ১০-১৩ মে, ২০২৩।
• স্থান: জেদ্দা, সৌদি আরব।
এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
• আয়োজন: ৫৬তম।
বিশ্ব স্বাস্থ্য সভা (WHA)
• আয়োজন: ৭৬তম
• সময়কাল ২১-৩০ মে, ২০২৩।
• স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
ASEAN শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৪২তম।
• সময়কাল: ১০-১১ মে, ২০২৩।
• স্থান: লাবুয়ান বাজো, ইন্দোনেশিয়া।
আরব লীগ শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৩২তম।
• সময়কাল: ১৯ মে, ২০২৩।
• স্থান: জেদ্দা, সৌদি আরব।
৭ মে, ২০২৩ সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ১৬ নভেম্বর ২০১১ দেশিটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
G-7 শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৪৯তম।
• সময়কাল: ১৯-২১ মে, ২০২৩।
• স্থান: হিরোশিমা, জাপান।
কাতার ইকোনমিক ফোরাম
• আয়োজন: ৩য়;
• সময়কাল: ২৩-২৫, মে ২০২৩।
• স্থান: দোহা, কাতার।
ইসলামি উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
• আয়োজন: ৪৮তম।
• সময়কাল: ১০-১৩ মে, ২০২৩।
• স্থান: জেদ্দা, সৌদি আরব।
এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
• আয়োজন: ৫৬তম।
• সময়কাল: ২-৫ মে, ২০২৩।
• স্থান: ইঞ্চন, দক্ষিণ কোরিয়া।
• সময়কাল: ২-৫ মে, ২০২৩।
• স্থান: ইঞ্চন, দক্ষিণ কোরিয়া।
বিশ্ব স্বাস্থ্য সভা (WHA)
• আয়োজন: ৭৬তম
• সময়কাল ২১-৩০ মে, ২০২৩।
• স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
ASEAN শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৪২তম।
• সময়কাল: ১০-১১ মে, ২০২৩।
• স্থান: লাবুয়ান বাজো, ইন্দোনেশিয়া।
আরব লীগ শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৩২তম।
• সময়কাল: ১৯ মে, ২০২৩।
• স্থান: জেদ্দা, সৌদি আরব।
৭ মে, ২০২৩ সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ১৬ নভেম্বর ২০১১ দেশিটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
G-7 শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৪৯তম।
• সময়কাল: ১৯-২১ মে, ২০২৩।
• স্থান: হিরোশিমা, জাপান।
কাতার ইকোনমিক ফোরাম
• আয়োজন: ৩য়;
• সময়কাল: ২৩-২৫, মে ২০২৩।
• স্থান: দোহা, কাতার।
ইসলামি উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
• আয়োজন: ৪৮তম।
• সময়কাল: ১০-১৩ মে, ২০২৩।
• স্থান: জেদ্দা, সৌদি আরব।
এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
• আয়োজন: ৫৬তম।
• সময়কাল: ২-৫ মে, ২০২৩।
• স্থান: ইঞ্চন, দক্ষিণ কোরিয়া।
• আয়োজন: ৭৬তম
• সময়কাল ২১-৩০ মে, ২০২৩।
• স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
ASEAN শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৪২তম।
• সময়কাল: ১০-১১ মে, ২০২৩।
• স্থান: লাবুয়ান বাজো, ইন্দোনেশিয়া।
আরব লীগ শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৩২তম।
• সময়কাল: ১৯ মে, ২০২৩।
• স্থান: জেদ্দা, সৌদি আরব।
৭ মে, ২০২৩ সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ১৬ নভেম্বর ২০১১ দেশিটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
G-7 শীর্ষ সম্মেলন
• আয়োজন: ৪৯তম।
• সময়কাল: ১৯-২১ মে, ২০২৩।
• স্থান: হিরোশিমা, জাপান।
কাতার ইকোনমিক ফোরাম
• আয়োজন: ৩য়;
• সময়কাল: ২৩-২৫, মে ২০২৩।
• স্থান: দোহা, কাতার।
ইসলামি উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
• আয়োজন: ৪৮তম।
• সময়কাল: ১০-১৩ মে, ২০২৩।
• স্থান: জেদ্দা, সৌদি আরব।
এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
• আয়োজন: ৫৬তম।
• সময়কাল: ২-৫ মে, ২০২৩।
• স্থান: ইঞ্চন, দক্ষিণ কোরিয়া।
পদক-পুরস্কার
পুলিৎজার পুরস্কার
পুলিৎজার পুরস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক ও লেখকদের সম্মাননা দেওয়া হয়। ৮ মে ২০২৩ ঘোষণা করা হ্য় ২০২৩ সালের পুলিত্জার পুরস্কার প্রাপ্তদের নাম।
২০২৩ সালের বিজয়ী-
সাংবাদিকতা:
• পাবলিক সার্ভিস: Associated Press (AP)
• ব্রেকিং নিউজ রিপোর্টিং: Los Angeles Times
• তদন্তমূলক প্রতিবেদন: The Wall Street Journal
• ব্যাখ্যামূলক প্রতিবেদন: The Atlantic
• স্থানীয় প্রতিবেদন: AL.com and Mississippi Today
• জাতীয় প্রতিবেদন: The Washington Post
• আন্তর্জাতিক প্রতিবেদন: The New York Times
• ফিচার রচনা: The Washington Post
• ভাষ্য: AL.com
• সমালোচনা: New York magazine
• সম্পাদকীয় রচনা: Miami Herald
• সম্পাদকীয় কার্টুন নির্মাণ: The New York Times
• ব্রেকিং নিউজ আলোকচিত্র: Associated Press (AP)
• ফিচার আলোকচিত্র: Los Angeles Times
• অডিও রিপোর্টিং: Gimlet Media
সাহিত্য:
• কল্পকাহিনী: Demon Copperhead (Barbara Kingsolver) and Trust (Hernan Diaz)
• নাটক: English (Sanaz Toossi)
• ইতিহাস: Freedom’s Dominion: A Saga of White Resistance to Federal Power (Jefferson Cowie)
• জীবনী: G-Man J. Edgar Hoover and the: Making of the American Century (Beverly Gage)
• আত্মজীবনী: Stay True (Hua Hsu)
• কবিতা: Then the War: And Selected Poems, 2007-2020 (Carl Phillips)
• সাধারণ নন-ফিকশন: His Name Is George Floyd: One Man’s Life and the Struggle for Racial Justice (Robert) Samuels and Toluse Olorunnipa)
• সংগীত: Omar (Rhiannon Giddens and Michael Abels).
আন্তর্জাতিক বুকার পুরস্কার
২৩ মে ২০২৩ ঘোষণা করা হয় ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার। Time Shelter উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল। এবারই প্রথম বুলগেরিয়ার কেউ এ পুরস্কার লাভ করল। বুলগেরিয়ান ভাষায় লেখা ByeMeyerine উপন্যাসের ইংরেজি অনুবাদ Time Shelter। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড বিজয়ী ও অনুবাদককে সমানভাবে বণ্টন করে দেওয়া হয়।
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২৩
• প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৩
• প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।
রিপোর্টে বিশ্ব
• জনসংখ্যা (২০২৩): ৮০৮.৫০ কোটি।
• নারী প্রতি প্রজনন: ২.৩ জন।
• গড় আয়ু: পুরুষ ৭১ বছর ও নারী: ৭৬ বছর।
• সার্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ: নাইজার; ৬.৭ জন।
• জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ: ভারত।
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান: অষ্টম।
শীর্ষ ৫ জনবহুল দেশের অবস্থান
শীর্ষ ৫ জনবহুল দেশের অবস্থান
দেশ | জনসংখ্যা | প্রজনন (জন) | গড় আয়ু (বছর) | |
পুরুষ | নারী | |||
১. ভারত | ১৪২ কোটি ৮৬ লাখ | ২.০ | ৭১ | ৭৪ |
২. চীন | ১৪২ কোটি ৫৭ লাখ | ১.২ | ৭৬ | ৮২ |
৩. যুক্তরাষ্ট্র | ৩৪ কোটি | ১.৭ | ৭৭ | ৮২ |
৪. ইন্দোনেশিয়া | ২৭ কোটি ৭৫ লাখ | ২.১ | ৬৯ | ৭৩ |
৫. পাকিস্তান | ২৪ কোটি ৫ লাখ | ৩.৩ | ৬৫ | ৭০ |
সার্কভুক্ত দেশের অবস্থান
দেশ | জনসংখ্যা | প্রজনন (জন) | গড় আয়ু (বছর) | |
পুরুষ | নারী | |||
ভারত | ১৪২ কোটি ৮৬ লাখ | ২.০ | ৭১ | ৭৪ |
পাকিস্তান | ২৪ কোটি ৫ লাখ | ৩.৩ | ৬৫ | ৭০ |
বাংলাদেশ | ১৭ কোটি ৩০ লাখ | ১.৯ | ৭২ | ৭৬ |
আফগানিস্তান | ৪ কোটি ২২ লাখ | ৪.৪ | ৬১ | ৬৭ |
নেপাল | ৩ কোটি ৯ লাখ | ২.০ | ৬৯ | ৭৩ |
শ্রীলংকা | ২ কোটি ১৯ লাখ | ২.০ | ৭৩ | ৮০ |
ভুটান | ৮ লাখ | ১.৪ | ৭১ | ৭৪ |
মালদ্বীপ | ৫ লাখ | ১.৭ | ৮০ | ৮২ |
অর্থনৈতিক স্বাধীনতা সূচক
• প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩।
• প্রকাশক: The Heritage Foundation, যুক্তরাষ্ট্র।
• অন্তর্ভুক্ত দেশ: ১৭৬টি।
সূচক: অনুযায়ী-
• শীর্ষ দেশ: সিঙ্গাপুর।
• সর্বনিম্ন দেশ: উত্তর কোরিয়া।
• বাংলাদেশের অবস্থান- ১২৩তম।
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক
• প্রকাশক: ৩ মে, ২০২৩।
• প্রকাশক: ফ্রান্সভিত্তিক সংস্থা Reporters Without Borders (RSF)।
• অন্তর্ভুক্ত দেশ: ১৮০টি।
সূচক অনুযায়ী সংবাদমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে-
• শীর্ষ দেশ: নরওয়ে
• সর্বনিম্ন দেশ: উত্তর কোরিয়া।
• বাংলাদেশের অবস্থান: ১৬৫তম।
বৈশ্বিক সামরিক ব্যায়
• প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৩।
• প্রকাশক: SIPRI
প্রতিবেদন অনুযায়ী-
• ২০২২ সালে সামরিক ব্যয়ে শীর্ষ ৫টি দেশ (বিলিয়ন মা.ড.): ১. যুক্তরাষ্ট্র (৮৭৭); ২. চীন (২৯২); ৩. রাশিয়া (৮৬.৪). ৪. ভারত (৮১.৪) ও ৫. সৌদি আরব (৭৫.০)।
বিশ্ব জুড়ে
বিশ্বব্যাপী জরুরি অবস্থার সমাপ্তি
৫ মে, ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা তুলে নেয়। করোনা মহামারিকে কেন্দ্র করে ৩০ জানুয়ারি, ২০২০ WHO করোনাকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা দেয়। ৪ মে ২০২৩ WHO’র জরুরি কমিটির ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। এ কমিটি জনস্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা তুলে নেওয়ার সুপারিশ করে। মহামারি শেষ হওয়ার পথে এটিকে একটি বড় পদক্ষেপ মনে করা হয়। করোনায় ৬.৯ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, এটি বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে, যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
নতুন অস্ত্র টি-১৪ আর্মাটা
২০২৩ সালের এপ্রিলে ইউক্রেনের মাটিতে নতুন অস্ত্র অত্যাধুনিক টি-১৪ আর্মাটা (T-14 Armata) ট্যাঙ্ক ব্যবহার শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এ ধরনের একেকটি ট্যাঙ্ক তৈরি করতে ১১ বছর সময় লাগে। টি-১৪ ট্যাঙ্কের ভেতরে বসেই একে চালনা করা যায়। সে জন্য এই সাঁজোয়া গাড়ির ওপরে কোনো সেনার দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। সড়কের মতো মসৃণ জায়গায় একেকটি ট্যাঙ্কের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিমি। ২০১৪ সালে আর্মাটা ট্যাঙ্কের নকশা তৈরি করেছিল ইউরালভ্যাগনজাভোড নামে একটি রুশ সংস্থা। ২০২০ সালে রাশিয়া ঐ সংস্থাকেই ২,৩০০টি এ ধরনের ট্যাঙ্ক তৈরির দায়িত্ব দেয়। ৫৫ টনের একেকটি ট্যাঙ্কের দৈর্ঘ্য ৩৫ ফুট। উচ্চতা এবং চওড়ায় ১১ ফুট করে। ইউরালভ্যাগনজাভোডের দাবি, ট্যাঙ্কটি ৫ থেকে ১২ কিমি দূরের লক্ষ্যবস্তু ভেদ করতে সক্ষম। ২০২২ সালে একেকটি-১৪ আর্মাটা ট্যাঙ্কের জন্য খরচ হয় ৫০ থেকে ৭১ লাখ ডলার।
মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্যের শেনজেন ভিসা
বিকাশমান অর্থনীতিকে এগিয়ে নিতে ‘শেনজেন ধাচের ভিসা’ চালু করার পরিকল্পনা নেয় উপসাগরীয় অঞ্চলের ৩ দেশ- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ১-৩ মে, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আরব ভূখণ্ডের দেশগুলোর পর্যটন বাণিজ্য সংক্রান্ত জোট অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের (ATM) সম্মেলনে বাহরাইনের পর্যটন বিষয়ক মন্ত্রী ফাতিমা আল সাইরাফি এ ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে আমিরাত সরকারের আন্ডার সেক্রেটারি প্রিন্স আবদুল্লাহ আল সালেহ এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের (STA) শীর্ষ নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন উপস্থিত ছিলেন। আপাতত সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে ‘শেনজেন ধাচের ভিসা’ চালু হবে।
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন
১৪ মে, ২০২৩ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন দেশটির আইনসভা Grand National Assembly এর ৬০০ আসনেও ভোট গ্রহণ করা হয়। দেশটির সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী ৫০% ভোট না পেলে নির্বাচন রান অফ বা দ্বিতীয় দফায় গড়ায়। এবারের নির্বাচনে কোনো প্রার্থী সেই ম্যাজিক ফিগার অতিক্রম করতে না পারায় দেশটির গত ১০০ বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। প্রথম দফার নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ান জোটবদ্ধভাবে ৪৯.৫০% এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু ৪৪.৮৯% ভোট পান। এরপর দ্বিতীয় দফার ভোট হয় ২৮ মে, ২০২৩।
আইনসভা নির্বাচন
তুরস্কের জাতীয় পরিষদের ৬০০ সদস্যের নির্বাচন একটি আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পরিচালিত হয়। তাই তুরস্কের নাগরিকরা প্রার্থীদের পরিবর্তে দলীয় তালিকায় ভোট দেয়। আর আসন সংখ্যা জোটের পরিবর্তে দলে দেওয়া ভোটের সঙ্গে মিলে যায়। দেশের ৮১টি প্রদেশের ৮৭টি নির্বাচনি জেলার প্রতিনিধিত্ব করেন ৬০০ জন সদস্য। নির্বাচনি জেলাগুলোকে তাদের জনসংখ্যার অনুপাতে সংসদীয় আসন বরাদ্দ করা হয়। সংসদে প্রবেশের জন্য একটি দলকে ৭% ভোট পেতে হবে অথবা কোনো জয়ী জোটের অংশ হতে হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দল বা জোটকে অর্ধেকের বেশি অর্থাৎ ৩০১টি আসন পেতে হবে।
আইনসভা নির্বাচনে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (AKP) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট পিপলস অ্যালায়েন্স ৩২৩টি আসন, প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যালায়েন্স ২১২টি এবং লেবার অ্যান্ড ফ্রিডম অ্যালায়েন্স ৬৫টি আসন লাভ করে।
আসনপ্রাপ্ত দল ও তাদের ভোট-
দল | মোট ভোট | হার (%) | আসন |
জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি | ১,৯৩,৮৭,৪১২ | ৩৫.৬৩ | ২৬৮ |
রিপাবলিকান পিপলস পার্টি | ১,৩৭,৯১,২৯৯ | ২৫.৩৫ | ১৬৯ |
ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি | ৫৪,৮৪,৫১৫ | ১০.০৮ | ৫০ |
গুড পার্টি | ৫২,৭২,৪৮২ | ৯.৬৯ | ৪৩ |
গ্রিনস অ্যান্ড লেফট পার্টি অব ফিউচার | ৪৮,০৩,৭৭৪ | ৮.৮৩ | ৬১ |
নিউ ওয়েলফেয়ার পার্টি | ১৫,২৯,১১৯ | ২.৮১ | ৫ |
ওয়ার্কার্স পার্টি অব তুর্কিয়ে | ৯,৪০,২৩০ | ১.৭৩ | ৪ |
যুক্তরাষ্ট্র
পারমাণিবিক অস্ত্র চুক্তি
উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় ২৬ এপ্রিল ২০২৩ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ‘ওয়াশিংটন ঘোষণা’ (Washington Declaration) নামক যুগান্তকারী চুক্তি করেন। নতুন এ চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে দ. কোরিয়ায় মার্কিন পারমাণবিক সশস্ত্র সাবমেরিন মোতায়েন এবং দ. কোরিয়াকে পারমাণবিক পরিকল্পনা কার্যক্রমে যুক্ত করতে সম্মত হয়। বিনিময়ে দ. কোরিয়া তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন পাঠানোর পাশাপাশি পারমাণবিক বোমারু বিমানসহ অন্যান্য কৌশলগত অস্ত্র পাঠানোর মাধ্যমে তাদের প্রতিরক্ষা অঙ্গীকারকে আরও দৃশ্যমান করবে।
টিকার বাধ্যবাধকতা শেষ
১ মে ২০২৩ যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কর্তৃপক্ষ আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার ঘোষণা দেয়। ১১ মে ২০২৩ যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থা শেষ হওয়ার সাথে সাথে এটিও কার্যকর হয়।
RSV টিকা অনুমোদন
৩ মে, ২০২৩ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) শ্বাসতন্ত্রের সমস্যার জন্য দায়ী Respiratory Syncytial Virus (RSV) এর বিরুদ্ধে কার্যকর টিকার অনুমোদন দেয়। যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান GSK’র উদ্ভাবিত এ টিকার নাম ‘আরেক্সভি (Arexvy)। বিশ্বের প্রথম RSV টিকা এটি। তবে ব্যবহারের জন্য দেশটির রোগবিষয়ক শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান Centers for Disease Control and Prevention (CDC) এর অনুমোদন লাগবে।
তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক
৬ মে ২০২৩ ব্রিটিশ রাজতন্ত্রের এক ঐতিহাসিক দিন। কেননা রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসানের পর এ দিনে ৪০তম রাজা হিসেবে রাজ্যাভিষেক হয় তৃতীয় চার্লসের। একই সাথে কুইন কনসর্ট হিসেবে ক্যামিলারও অভিষেক ঘটে।
রাজ্যাভিষেক
রাজ্যাভিষেক-এর ইংরেজি প্রতিশব্দ Coronation। রাজ্যাভিষেক সাধারণভাবে নতুন রাজা বা রানির সিংহাসনে আরোহণ উপলক্ষে প্রজাদের জন্য আনন্দ উদযাপনের দিন। একই সঙ্গে এ দিনে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজা বা রানিকে প্রজাদের শাসক ও দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাজ্যাভিষেকে মানা হয় নানান আনুষ্ঠানিকতা যার মধ্যে রেগালিয়া বা রাজনিদর্শনের (যেমন- মুকুট, চেয়ার, রাজগোলক, রাজদণ্ড) ব্যবহার অন্যতম। ধর্মীয় এ আচার-অনুষ্ঠান কয়েকটি ধাপে বিভক্ত, যার মধ্যে আছে স্বীকৃতি, শপথ, পবিত্র তেলে সিক্ত করা, সিংহাসনে আরোহণ, রাজমুকুট পরিয়ে দেওয়া ও সংবর্ধনা বা রাজার প্রতি আনুগত্য প্রদর্শন। ৮ সেপ্টেম্বর ২০২২ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজ পরিবারের প্রথা অনুযায়ী তৃতীয় চার্লস রাজা হন। ৬ মে ২০২৩ ব্রিটিশ রাজা হিসেবে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক ঘটে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২,৩০০ জন।
এবারে রাজ্যাভিষেকের প্রথম
১৯৩৭ সালের পর টেলিভিশনে সম্প্রচারিত হওয়া প্রথম অভিষেক অনুষ্ঠান। রঙিন পর্দায় ও অনলাইনে সম্প্রচার হওয়া প্রথম ব্রিটিশ রাজ্যাভিষেক। প্রথম প্রটেস্ট্যান্ট নন এমন বিশ্বাসীদের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ভূমিকা রাখার সুযোগ। অভিষেক অনুষ্ঠানে প্রথমবার কোনো নারী বিশপ অংশ নেন।
অভিষেক অনুষ্ঠানের টুকিটাকি
• রাজ্যাভিষেক: ১৫টি দেশের রাজা হিসেবে।
• বাইবেল থেকে পাঠ: প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
• অভিষেক হয়: জেরুজালেমের পবিত্র ক্রিসম তেল দিয়ে ।
• আমন্ত্রণপত্রে রয়েছে: মিডসামার নাইটস ড্রিম এর লোকগাঁথা ।
• শপথ পরিচালনা ও সভাপতিত্ব করেন: ক্যান্টারবারির আর্চবিশপ ওয়েলবি ।
• শপথ নেন: পবিত্র গসপেলে হাত রেখে ।
• অনুষ্ঠান অনুষ্ঠিত হয়: ওয়েস্টমিনস্টার অ্যাবেতে।
• অভিষেক অনুষ্ঠানে প্রার্থনার মূল বার্তা: আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি।
কুইন কনসর্ট কী?
যুক্তরাজ্যে রানি কে হবেন, তা ঠিক হয় উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ রানি হবেন তিনিই, যিনি পূর্বসূরির কাছ থেকে উত্তরাধিকারবলে এ খেতাব পাবেন। তার মর্যাদা, কর্মকাণ্ড আর দায়িত্বগুলোও হবে একজন রাজার মতোই। অপরদিকে রাজাকে যিনি বিয়ে করবেন, তাকে বলা হবে কুইন কনসর্ট। যেটা বলা হচ্ছে ক্যামিলাকে। তিনি কখনোই রাজসিংহাসনে বসতে পারবেন না। কারণ, তৃতীয় চার্লসকে বিয়ের মধ্য দিয়ে রাজপরিবারের সদস্য হন তিনি। কুইন কনসর্ট সরকারের কোনো আনুষ্ঠানিক পদে থাকেন না। একজন কুইন কনসটের মূল দায়িত্ব হলো রাজার পাশে থাকা এবং বিভিন্ন বিষয়ে তাকে সমর্থন জোগানো।
অভিষেকের উপকরণ
রাজ্যাভিষেকে নানা উপকরণ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মুকুট, রাজদণ্ড, রাজ্যাভিষেকের চেয়ার, চামচ, রাজগোলক, গোল্ড স্টেট কোচ প্রভৃতি।
রাজসিংহাসন
ব্রিটিশ রাজা বা রানি প্রথমবার মুকুট পরার সময় এ চেয়ারে বসেন। ১৩০০ সালে রাজা এডওয়ার্ডের নির্দেশে আসনটিতে বসানো হয় মূল্যবান পাথর। প্রাচীন এ সিংহাসনটি তৈরি হয় গিল্ডেড ওক কাঠ দিয়ে। চেয়ারটির ওজন ১৫২ কেজি, উচ্চতা ২.০৫ মিটার। সিংহাসনটির পেছনে রাজা এডওয়ার্ডের প্রতিকৃতি অঙ্কিত রয়েছে। ১৭২৮ সালে ৪টি স্বর্ণমণ্ডিত সিংহ এটির পাদদেশে সংযুক্ত করা হয়।
রাজদণ্ড
সার্বভৌমত্বের প্রতীক হিসেবে পরিচিত রাজদণ্ড। লম্বায় ৩৬ ইঞ্চি, ওজন ১ কেজির বেশি। দণ্ডটির মাথায় রয়েছে ক্রুশ, নিচে হৃদয়াকৃতির কাঠামো, তারপর মূল দত্ত। এ রাজদণ্ডে ব্যবহার করা হয় দ. আফ্রিকা থেকে নিয়ে আসা ‘প্রথম কালিনান’ নামের একটি হীরা।
মুকুট
১৬৬১ সালে মুকুটটি দ্বিতীয় চার্লসের জন্য তৈরি করা হয়। এর নাম রাখা হয় অ্যাংলো- স্যাক্সন রাজা ও সেইন্ট এডওয়ার্ড দ্য কনফেসারের নামে। ২২ ক্যারেট স্বর্ণের তৈরি, ৩৬০ বছরের পুরোনো এ রাজমুকুট লম্বায় ৩০ সে.মি. বা এক ফুট, এবং ওজন প্রায় ৫ পাউন্ড। মুকুটে ৪৪৪টি রত্ন রয়েছে, যার মধ্যে আছে বহুমূল্য স্যাফায়ার, রুবি, অ্যামেথিস্ট এবং টোপাজ। এদের বেশিরভাগই হালকা নীল বা নীলচে সবুজ রংয়ের। এনামেল ও স্বর্ণের খোপে বসানো হয়েছে এসব রত্ন। রাজা তৃতীয় চার্লস হলো সপ্তম সম্রাট যিনি এডওয়ার্ডের এ মুকুট পরিধান করেন।