কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৭.২০২৩
♦ বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড ‘সোফর’ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু।
♦ পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নেয় জাতিসংঘ।
০৩.০৭.২৩
♦ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ঢাকায় আসেন।
♦ বাজারভিত্তিক দরে ডলার বিক্রি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।
০৪.০৭.২০২৩
♦ সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) ২৩তম শীর্ষ সম্মেলনে নবম সদস্যপদ লাভ করে ইরান।
♦ জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার ছাড়পত্র দেয় IAEA.
১১.০৭.২০২৩
♦ লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু।
♦ ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের দু’দিনব্যাপী ৫৬তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু।
♦ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়ার ৯ বছর পর থাইল্যান্ডের স্বৈরশাসক প্রায়ুথ চান-ওচা রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।
১৪.০৭.২০২৩
♦ ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের আঞ্চলিক ফোরামের ৩০তম বৈঠক অনুষ্ঠিত।
♦ চন্দ্ৰযান-৩ উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)
১৬.০৭.২০২৩
♦ জি-২০ ভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দু’দিনব্যাপী সম্মেলন ভারতের গুজরাটের গান্ধীনগরে শুরু।
♦ জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত শস্যচুক্তি (‘ব্ল্যাক সি গ্রেইন ডিল’) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেকে সরিয়ে নেয় রাশিয়া।
১৮.০৭.২০২৩
♦ ভারতের বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (INDIA) নামে বিজেপি বিরোধী জোট গঠন।
♦ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রথমবারের মতো বৈঠক করে।
♦ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) মহাসচিব নির্বাচিত হন পানামার আর্সেনিও আন্তোনিও ডমিনগেজ ভেলাস্কো।
২০.০৭,২০২৩
♦ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ৯ম ফিফা নারী ফুটবল বিশ্বকাপ শুরু।
২২.০৭.২০২৩
♦ চীনের আঞ্চলিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
২৪.০৭.২০২৩
♦ ইতালির রোমে তিনদিনব্যাপী জাতিসংঘের খাদ্যব্যবস্থা শীর্ষ সম্মেলন শুরু।
♦ লুজান চুক্তির ১০০ বছর পূর্তি।
২৫.০৭.২০২৩
♦ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তরে ‘বাংলাদেশ- বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন ।
আলোচিত বিশ্ব
NATO সম্মেলন- ২০২৩
• তারিখ : ১১-১২ জুলাই ২০২৩।
• স্থান : ভিলনিয়াস, লিথুয়ানিয়া।
• আয়োজন : ৩৩তম শীর্ষ সম্মেলন।
• অংশগ্রহণ : ন্যাটোভুক্ত ৩১টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশেষ আমন্ত্রণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২৩তম SCO সম্মেলন-২০২৩
• তারিখ : ৪ জুলাই ২০২৩।
• স্বাগতিক : ভারত (ভার্চুয়াল)।
• আয়োজন : ২৩তম শীর্ষ সম্মেলন।
• নতুন সদস্য : ইরান (৯ম সদস্য)।
৪৩তম FAO কনফারেন্স-২০২৩
• তারিখ : ১-৭ জুলাই ২০২৩।
• স্থান : রোম, ইতালি।
• আয়োজন : ৪৩তম শীর্ষ সম্মেলন।
আসিয়ান (পররাষ্ট্রমন্ত্রী) সম্মেলন-২০২৩
• তারিখ : ১১-১২ জুলাই ২০২৩।
• স্থান : জাকার্তা, ইন্দোনেশিয়া।
• আয়োজন : পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।
• অংশগ্রহণ : আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনে যোগ দেন।
G-20 অর্থমন্ত্রীদের সম্মেলন-২০২৩
• তারিখ : ১৭-১৮ জুলাই ২০২৩।
• আয়োজক : ভারত।
• আয়োজন : অর্থমন্ত্রীদের সম্মেলন।
• অংশগ্রহণ : জি-২০ ভুক্ত রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রী এবং ৯টি অতিথি দেশের অর্থমন্ত্রীরা সম্মেলনে যোগ দেন।
রিপোর্ট – সমীক্ষা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
• শিরোনাম : World Investment Report 2023
• প্রকাশ : ৫ জুলাই ২০২৩
• প্রকাশক : জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)
প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে —
• বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ (বিলিয়ন মার্কিন ডলার):
১. যুক্তরাষ্ট্র (২৮৫); ২. চীন (১৮৯); ৩. সিঙ্গাপুর (১৪১); ৪. হংকং (১১৮) ও ৫. ব্রাজিল (৮৬)।
• স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৩ দেশ:
১. ইথিওপিয়া, ২. কম্বোডিয়া ও ৩. বাংলাদেশ।
• বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ ৫ দেশ (মিলিয়ন মার্কিন ডলার):
১. যুক্তরাজ্য (৫৬০.৬৮); ২. যুক্তরাষ্ট্র (৩৫৪.১৯); ৩. দক্ষিণ কোরিয়া (৩১২.৯৪); ৪. নেদারল্যান্ডস (৩০৩.৩৩) ও ৫. সিঙ্গাপুর (২৬৯.৯৩) [সূত্র: বাংলাদেশ ব্যাংক]।
বৈশ্বিক শান্তি সূচক
• শিরোনাম : Global Peace Index 2023
• প্রকাশ : ২৮ জুন ২০২৩
• প্রকাশক : অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP)
• অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৬৩টি।
সূচক অনুযায়ী-
• সবচেয়ে শান্তিপূর্ণ ৫ দেশ –
১. আইসল্যান্ড, ২. ডেনমার্ক, ৩. আয়ারল্যান্ড, ৪. নিউজিল্যান্ড ও ৫. অস্ট্রিয়া।
• শান্তি সূচকে সর্বনিম্ন ৫ দেশ –
১৬৩, আফগানিস্তান, ১৬২. ইয়েমেন, ১৬১. সিরিয়া, ১৬০. দক্ষিণ সুদান ও ১৫৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
• সার্কভুক্ত দেশের অবস্থান-
১৭. ভুটান, ৭৯, নেপাল, ৮৮. বাংলাদেশ, ১০৭. শ্রীলংকা, ১২৬. ভারত, ১৪৬ পাকিস্তান ও ১৬৩. আফগানিস্তান।
হেনলি পাসপোর্ট সূচক
• শিরোনাম : The Henley Passport Index: Q3 2023 Global Ranking
• প্রকাশ : ১৮ জুলাই ২০২৩
• প্রকাশক : যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners
• অন্তর্ভুক্ত দেশ : ১৯৯টি।
সূচক অনুযায়ী
• সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। এ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন অন্তত ১৯২টি দেশে।
• বাংলাদেশের অবস্থান ৯৭তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।
• সর্বনিম্ন দেশ অর্থাৎ ১০৪তম দেশ আফগানিস্তান, ভিসা ছাড়া ভ্রমণ ২৭টি দেশে।
বিশ্ব বাসযোগ্যতার সূচক
• সূচকের শিরোনাম : Global Liveability Index 2023।
• প্রকাশ : ২২ জুন ২০২৩
• প্রকাশক : যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIL)।
• অন্তর্ভুক্ত শহর : ১৭৩টি
সূচক অনুযায়ী-
• শীর্ষ শহর : ভিয়েনা (অস্ট্রিয়া)
• সর্বনিম্ন শহর : দামেস্ক (সিরিয়া)
• বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান: ১৬৬তম।
টেকসই উন্নয়ন প্রতিবেদন
• প্রকাশ : জুলাই ২০২৩
• প্রকাশক : জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN).
• প্রতিবেদনের শিরোনাম : Sustainable Development Report 2023.
• অন্তর্ভুক্ত দেশ : ১৬৬টি।
প্রতিবেদন অনুযায়ী-
• শীর্ষ ৫ দেশ –
১. ফিনল্যান্ড, ২. সুইডেন, ৩ ডেনমার্ক, ৪. জার্মানি ও ৫, অস্ট্রিয়া
• সর্বনিম্ন ৫ দেশ –
১৬৬. দক্ষিণ সুদান, ১৬৫. মধ্য আফ্রিকান, প্রজাতন্ত্র, ১৬৪, শাদ, ১৬৩. ইয়েমেন ও ১৬২, সোমালিয়া।
• বাংলাদেশের অবস্থান: ১০১
• সার্কভুক্ত দেশের অবস্থান-
৬১. ভুটান, ৬৮ মালদ্বীপ, ৮৩. শ্রীলংকা, ৯৯. নেপাল, ১০১ বাংলাদেশ, ১১২. ভারত, ১২৮. পাকিস্তান ও ১৫৮. আফগানিস্তান।
ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন
১০ জুলাই ২০২৩ যুক্তরাষ্ট্র ৪ বছর পর পুনরায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থায় (UNESCO) ফিরে আসে। ৮ জুন ২০২৩ দেশটি ইউনেস্কোতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে। ৩০ জুন ২০২৩ দেশটির প্রত্যাবর্তনের বিষয়টি অনুমোদন করে সংস্থার সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে UNESCO’র মোট সদস্য ১৯৪টি। উল্লেখ্য, ১২ অক্টোবর ২০১৭ ইসরায়েলবিরোধী অবস্থানের প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ তুলে UNESCO থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র । ৩১ ডিসেম্বর ২০১৮ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। UNESCO-এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ যুক্তরাষ্ট্র এর আগে ৩১ ডিসেম্বর ১৯৮৪ সালে সংস্থাটি থেকে বেরিয়ে যায় এবং ১ অক্টোবর ২০০৩ পুনরায় UNESCO-তে ফিরে আসে।
UNESCO ত্যাগ ও পুনঃ যোগদানকারী কতিপয় দেশ
দেশ | সদস্যপদ লাভ | সদস্যপদ প্রত্যাহার | পুনঃযোগদান |
দ. আফ্রিকা | ৪ নভেম্বর ১৯৪৬ | ৩১ ডিসেম্বর ১৯৫৬ | ১২ ডিসেম্বর ১৯৯৪ |
পর্তুগাল | ১১ মার্চ ১৯৬৫ | ৩১ ডিসেম্বর ১৯৭২ | ১১ সেপ্টেম্বর ১৯৭৪ |
যুক্তরাজ্য | ৪ নভেম্বর১৯৪৬ | ৩১ ডিসেম্বর ১৯৮৫ | ১ জুলাই ১৯৯৭ |
সিঙ্গাপুর | ৮ জানুয়ারি ১৯৬৬ | ৩১ ডিসেম্বর ১৯৮৫ | ৮ অক্টোবর ২০০৭ |
মালিতে শান্তি মিশনের অবসান
২৫ এপ্রিল ২০১৩ জাতিসংঘ মালিতে United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) নামে শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে। ১৬ জুন ২০২৩ মালির অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিয়োপ শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক আহ্বান জানান । প্রায় ১০ বছর পর ৩০ জুন ২০২৩ নিরাপত্তা পরিষদ সর্বসম্মত সিদ্ধান্তে সেই কার্যক্রম সমাপ্তির ঘোষণা দেয়। ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে সব শান্তিরক্ষী প্রত্যাহার করা হবে ।
SCO’র নবম সদস্য ইরান
৪ জুলাই ২০২৩ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি ছিল SCO’র ২৩তম শীর্ষ সম্মেলন। সম্মেলনে নরেন্দ্র মোদি ইরানকে নবম সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেন। এখন থেকে ১৫ বছর আগে SCO’র সদস্যপদের জন্য আবেদন করে ইরান। ১৬-১৭ সেপ্টেম্বর ২০২১ তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত SCO’র ২১তম শীর্ষ সম্মেলন শেষে সংস্থার ৮ দেশের নেতারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পর্যবেক্ষক থেকে সদস্য রাষ্ট্রে পরিবর্তন করতে সম্মত হন। ২০২২ সালের মার্চ মাসে ইরানকে এ সংস্থার অন্তর্ভুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ১৫ সেপ্টেম্বর ২০২২ ইরান SCO’র অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে। ২৭ নভেম্বর ২০২২ ইরানের পার্লামেন্ট SCO’তে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে অনুমোদন দেয়।
বিশ্বব্যাংকের দেশ-অঞ্চলের শ্রেণিকরণ
প্রতিবছর আন্তর্জাতিক মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে কোন দেশকে কী পরিমাণ ঋণ দেওয়া হবে, তা নির্ধারণ করতে বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে সদস্য দেশগুলোকে ৪টি শ্রেণিতে ভাগ করে। শ্রেণিগুলো হলো- নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ, উচ্চ মধ্যম আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশ।
নতুন শ্রেণিবিন্যাস: ৩০ জুন ২০২৩ বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয় World Bank Group country classifications by income level for FY24 (১ জুলাই ২০২৩-৩০ জুন ২০২৪) শীর্ষক প্রতিবেদন।
প্রতিবেদন অনুযায়ী-
• নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মধ্যম আয়ে উন্নীত দেশ ২টি- গিনি ও জাম্বিয়া।
• নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মধ্যম আয়ে উন্নীত দেশ ৩টি ইন্দোনেশিয়া, এল সালভেদর ও ফিলিস্তিন।
• উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ে অবনতি ঘটে ১টি দেশের জর্ডান।
• উচ্চ মধ্যম আয় থেকে উচ্চ আয়ে উন্নীত দেশ বা অঞ্চল ২টি— গায়না ও আমেরিকান সামোয়া।
শ্রেণিবিন্যাস | মাথাপিছু আয় (মার্কিন ডলার) | দেশ | |
১ জুলাই ২০২২ | ১ জুলাই ২০২৩ | (২০২৩) | |
নিম্ন আয় | ১,০৮৫ বা কম | ১,১৩৫ বা কম | ২৬ |
নিম্ন মধ্যম আয় | ১,০৮৬-৪,২৫৫ | ১,১৩৬-৪,৪৬৫ | ৫৪ |
উচ্চ মধ্যম আয় | ৪,২৫৬–১৩, ২০৫ | ৪,৪৬৬-১৩,৮৪৫ | ৫৪ |
উচ্চ আয় | ১৩,২০৬ বা তার বেশি | ১৩,৮৪৬ বা তার বেশি | ৮৩ |
প্রবাসী আয়
• প্রকাশ: জুন ২০২৩
• প্রকাশক: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্লোশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD)।
• প্রতিবেদনের শিরোনাম : Migration and Development Brief 38
প্রতিবেদন অনুযায়ী-
• প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ : ভারত; ১১১.২ বিলিয়ন মা.ড.
• বাংলাদেশের অবস্থান : ৭ম; ২১.৫ বিলিয়ন মা. ড.।
• জিডিপিতে অবদানে শীর্ষ দেশ : তাজিকিস্তান (৫১%)।
বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন-
• প্রকাশ : ২২ জুন ২০২৩
• প্রকাশক : বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)।
• শিরোনাম : Global Gender Gap Report 2023
• অন্তর্ভুক্ত দেশ : ১৪৬টি।
প্রতিবেদন অনুযায়ী-
• শীর্ষ ৫ দেশ –
১. আইসল্যান্ড, ২, নরওয়ে, ৩. ফিনল্যান্ড, ৪. নিউজিল্যান্ড ও ৫. সুইডেন।
• সর্বনিম্ন ৫ দেশ –
১৪৬, আফগানিস্তান, ১৪৫. শব্দ, ১৪৪. আলজেরিয়া, ১৪৩. ইরান ও ১৪২. পাকিস্তান।
• সার্কভুক্ত দেশের অবস্থান –
৫৯. বাংলাদেশ, ১০৩. ভুটান, ১১৫. শ্রীলংকা, ১১৬, নেপাল, ১২৪, মালদ্বীপ, ১২৭. ভারত, ১৪২, পাকিস্তান ও ১৪৬. আফগানিস্তান।