আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৯.২০২৩

♦ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হন থারমান শানমুগারাতনাম।

♦ প্রথমবারের মতো ইসলামী ব্যাংকিং চালু করে রাশিয়া।

০২.০৯.২০২৩

♦ ভারত প্রথমবারের মতো সূর্য অভিমুখে ‘আদিত্য-এল১’ মহাকাশযান উৎক্ষেপণ করে।

০৪.০৯.২০২৩

♦ গ্যাবনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সামরিক অভ্যুত্থানের নেতা ব্রাইস ক্লাটাইর ওলিগুই এনগুয়েমার।

♦ ইন্দোনেশিয়ার জাকার্তায় ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু।

০৫.০৯.২০২৩

♦ ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি দূতাবাস উদ্বোধন করে।

০৯.০৯.২০২৩

♦ ভারতের নয়া দিল্লিতে ১৮তম জি-২০ শীর্ষ সম্মেলন শুরু।

♦ জি-২০ সম্মেলনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর নির্মাণের ঘোষণা দেয়।

♦ আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে জি ২০-এর সদস্যপদ লাভ করে।

১০.০৯.২০২৩

♦ যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে Comprehensive Strategic Partnership চুক্তি স্বাক্ষরিত।

১৫.০৯.২০২৩

♦ রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য।

♦ কিউবার হাভানায় ‘জি-৭৭+চীন’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন শুরু।

১৭.০৯.২০২৩

♦ ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ভারত।

১৯.০৯.২০২৩

♦ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু।

২০.০৯.২০২৩

♦ জাতিসংঘে গভীর সমুদ্রবিষয়ক চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।

 

আলোচিত বিশ্ব

গ্যাবনে সেনা অভ্যুত্থান

৩০ আগস্ট ২০২৩ আফ্রিকার দেশ গ্যাবনে সেনা অভ্যুত্থান ঘটে। প্রেসিডেন্ট আলি বঙ্গো ওন্দিম্বাকে ক্ষমতাচ্যুত করে তারই ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত থাকা সেনাবাহিনী। একই সাথে উৎখাতকারী সৈন্যরা দেশটির নতুন নেতা হিসেবে প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ব্রাইস ক্লাটাইর ওলিগুই এনগুয়েমারের নাম ঘোষণা করে। ৪ সেপ্টেম্বর ২০২৩ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা দায়িত্ব গ্রহণ করেন। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাবা ওমর বঙ্গোর সহকারী-ডি-ক্যাম্প ছিলেন। ২০১৮ সালে তাকে এলিট রিপাবলিকান গার্ডের অধীনে গোয়েন্দা প্রধান করা হয়।

পারিবারিক শাসনের অবসান

প্রেসিডেন্ট আলি বঙ্গো ওন্দিম্বাকে উৎখাত করার মাধ্যমে গ্যাবনে ৫৬ বছরের পারিবারিক শাসনের অবসান ঘটে। ২ ডিসেম্বর ১৯৬৭ তার পিতা ওমর বঙ্গো ক্ষমতা গ্রহণ করেন । ১২ মার্চ ১৯৬৮ গ্যাবোনিজ ডেমোক্র্যাটিক পার্টি (PDG) প্রতিষ্ঠা করেন। ৮ জুন ২০০৯ মৃত্যু হয়। ১৬ অক্টোবর ২০০৯ তার ছেলে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আলি বোঙ্গো ওনদিম্বা প্রেসিডেন্ট হন। এরপর ২৬ আগস্ট ২০২৩ বিতর্কিত নির্বাচনে তৃতীয় মেয়াদে জয়লাভ করেন প্রেসিডেন্ট আলি বঙ্গো ওনদিম্বা । নির্বাচনে বঙ্গো ভোট পান ৬৪.২৭% ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো পান ৩০.৭৭%।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি বঙ্গোর বিরোধী রেমন্ড এনডং সিমাকে ৭ সেপ্টেম্বর ২০২৩ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। ২৭ ফেব্রুয়ারি ২০১২-২৭ জানুয়ারি ২০১৪ এনডং সিমা বঙ্গো সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

নতুন অর্থনৈতিক করিডর IMEC

০৯ সেপ্টেম্বর ২০২৩ জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সঙ্গে যুক্ত করে রেল ও শিপিং করিডর নির্মাণ পরিকল্পনার ঘোষণা করেন। একই সাথে এ প্রকল্প রূপায়ণে একটি অনুচুক্তি স্বাক্ষরিত হয়। ভারত ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এতে স্বাক্ষর করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজনৈতিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এ করিডর নির্মিত হবে। করিডোর ভারত-মধ্যপ্রাচ্য-  ইউরোপ অর্থনৈতিক করিডর বা India Middle East Europe Economic Corridor (IMEC) নামে পরিচিত। ২০২২ সালের জুলাইয়ে সৌদি আরবের জেদ্দা সফরের সময় জো বাইডেন এ প্রকল্পের কার্যক্রম শুরু করেন। এ করিডর চীনের আন্তরাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্প Belt and Road Initiative (BRI) গঠনগত ও ভাবাদর্শগত বিকল্প হবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন সাবমেরিন উদ্বোধন

৬ সেপ্টেম্বর ২০২৩ উত্তর কোরিয়া নতুন সাবমেরিন উদ্বোধন করে । ৮৪১ নম্বরের সাবমেরিনটির নামকরণ করা হয় কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। এ সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে । দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালিস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও সাবমেরিন থেকে ছোড়া যায়। উত্তর কোরিয়ার কাছে আরও সাবমেরিন রয়েছে।

প্রথম বিদেশি রাষ্ট্রদূত পেল তালেবান

১৫ আগস্ট ২০২১ ক্ষমতা দখলের পর কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দেয় চীন। ১৩ সেপ্টেম্বর ২০২৩ কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে তালেবান সরকারের কাছে নিজের পরিচয়পত্র তুলে ধরেন চীনের নব-নিযুক্ত রাষ্ট্রদূত ঝাও জিন।

ঐতিহাসিক নারী আসন সংরক্ষণ বিল

২০ সেপ্টেম্বর ২০২৩ ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় আর ২১ সেপ্টেম্বর ২০২৩ রাতে উচ্চকক্ষ রাজ্যসভায় ‘সংবিধান (১২৮তম সংশোধনী) বিল, ২০২৩’ পাস হয়। সংবিধান সংশোধনীতে বলা হয়, লোকসভা, রাজ্যগুলোর বিধানসভা এবং দিল্লির বিধানসভায় (এক-তৃ তীয়াংশ) আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ, ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ১৮১টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। সংবিধানের ১২৮তম সংশোধনী বিলটি এখন রাজ্যের বিধানসভায় অনুমোদিত হবে। এটি নতুন সংসদ ভবনে পাস হওয়া প্রথম বিল। নারী সংরক্ষণ আইন কার্যকর করা হবে পরবর্তী আদমশুমারি এবং নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের পর। লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের জনসংখ্যার তথ্যের ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস করা হয়। নারীদের সংরক্ষিত আসন কেবলমাত্র ১৫ বছরের জন্য বৈধ থাকবে।

জাতি এবং লিঙ্গভিত্তিক সংরক্ষণ

লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতির (ST) জন্য আসন সংরক্ষিত রয়েছে। এই সংরক্ষিত আসনগুলিরও এক-তৃতীয়াংশ এখন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। বর্তমানে ১৩১টি লোকসভা আসন SC/ST’র জন্য সংরক্ষিত রয়েছে। নারী সংরক্ষণ বিল আইনে পরিণত হওয়ার পর এ আসনগুলোর মধ্যে ৪৩টি নারীদের জন্য সংরক্ষিত হবে। অর্থাৎ, নারীদের জন্য সংরক্ষিত ১৮১টি আসনের মধ্যে ১৩৮টি আসনে যেকোনো জাতির নারীকে প্রার্থী করা যাবে।

শব্দের চেয়ে দ্রুতগতির উড়োজাহাজ

বিশ্বে শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম (সুপারসনিক) যুদ্ধবিমান রয়েছে। কিন্তু যাত্রী নিয়ে শব্দের চেয়ে দ্রুত ছুটতে সক্ষম উড়োজাহাজ নেই। সম্প্রতি যাত্রী নিয়ে সুপারসনিক উড়োজাহাজের পরীক্ষামূলক চলাচলে সফল হয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর ফলে নিউইয়র্ক থেকে লন্ডন যেতে সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা, যা এখন ৭-৮ ঘণ্টা লাগে। যাত্রীবাহী উড়োজাহাজের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ মাইল (শব্দের ৮০ ভাগ) পর্যন্ত হয়। তবে নাসা দ্রুতগতির ফ্লাইট পরিচালনার জন্য এক্স-৫৯ নামে একটি সুপারসনিক উড়োজাহাজ নির্মাণ করছে, তার গতি হবে ঘণ্টায় ১,৫৩৫-৩,০৪৫ মাইল। উড়োজাহাজ ও অস্ত্র নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন নাসার জন্য এ উড়োজাহাজ তৈরি করে।

সম্পর্কের নতুন বাতায়নে যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম

১০-১১ সেপ্টেম্বর ২০২৩ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিয়েতনাম সফর করেন। ১৯৭৩ সালে ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহারের পর পঞ্চম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি এ সফর করেন । এর আগে আরও ৪ জন মার্কিন প্রেসিডেন্ট ভিয়েতনাম সফর করেন । তারা হলেন বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প। ১০ সেপ্টেম্বর ২০২৩ ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভন থুওং এবং প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে একমত হন নেতারা। এ সময় দেশ দুটির মধ্যে Comprehensive Strategic Partnership চুক্তি স্বাক্ষরিত হয় । সেইসঙ্গে সেমিকন্ডাক্টর তৈরি ও খনিজ সম্পদ বিষয়ক খুব গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়।

ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা

১ সেপ্টেম্বর ২০২৩ প্রথমবারের মতো ইসলামী ব্যাংকিং চালু করে রাশিয়া। আপাতত ২ বছরের পাইলট প্রকল্প হিসেবে দেশটিতে ইসলামী ব্যাংকিং যাত্রা শুরু হয়। ৪ আগস্ট ২০২৩ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ক একটি আইনে স্বাক্ষর করেন। প্রকল্পটি ৪টি মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রে বাস্তবায়ন করা হবে। এগুলো তাতারস্থান, বাশকর্তোস্থান, দাগেস্তান ও চেচনিয়া । ইসলামী অর্থনীতিতে সুদ সম্পর্কিত লেনদেন পুরোপুরি নিষিদ্ধ । প্রচলিত সাধারণ ব্যাংকিং ব্যবস্থা ঋণভিত্তিক হলেও ইসলামিক ব্যাংকিং সম্পদভিত্তিক।

সৌরজগতে নতুন গ্ৰহ

সৌরজগতের শীতলতম গ্রহ নেপচুনের ঠিক পিছনে কুইপার বেল্টে লুকিয়ে থাকতে পারে এমন নতুন একটি গ্রহের সন্ধান পান বিজ্ঞানীরা এটির আকার আমাদের পৃথিবীর মতো হলেও ভর ও আয়তনে কয়েকগুণ বড়। গ্রহটির অবস্থান সূর্য থেকে ৫০০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (প্রায় ১৫ কোটি কিলোমিটার) দূরে হতে পারে । জাপানের কিন্দাই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী প্যাট্রিক সোফিয়া লাইকাওকা ও দেশটির ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির বিজ্ঞানী তাকাশি ইটো কুইপার বেল্ট ও ট্রান্স-নেপচুনিয়ান অবজেক্ট নিয়ে গবেষণা করেন। এ গবেষণা করতে গিয়েই নতুন এই গ্রহের অস্তিত্ব পান তারা। ১৯৫১ সালে ডাচ- আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জেরার্ড কুইপার এ গ্রহের অস্তিত্ব রয়েছে বলে জানান। পরবর্তীতে তার নামেই এটির নামকরণ করা হয়।

চাঁদের পথে জাপানের মহাকাশযান

৭ সেপ্টেম্বর ২০২৩ তিনবার বিলম্বের পর অবশেষে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে জাপানের মহাকাশযান ‘স্লিম’। নিজস্ব প্রযুক্তিতে তৈরি H-IIA রকেটে চড়ে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে যাত্রা শুরু করে মহাকাশযানটি। এর ফলে চন্দ্রজয় করা পঞ্চম দেশ হওয়ার সুযোগ তৈরি হয় জাপানের সামনে । জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (JAXA) পরিকল্পনা অনুযায়ী, রকেটটি দক্ষিণ জাপানের তানাগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করে এবং সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)-কে কক্ষপথে পৌঁছে দেয় । স্লিমকে ‘মুন স্নাইপার’ নামে ডাকা হয়, কারণ চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে এটি অবতরণ করবে। H-IIA রকেটটি ল্যান্ডারের পাশাপাশি এক্স-রে ইমেজিং এবং স্পেকট্রোস্কোপি মিশন (এক্সআরআইএসএম) স্যাটেলাইটও বহন করছে। এটি জাক্সা, নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি যৌথ প্রকল্প। ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে আগস্ট মাসে এক সপ্তাহে তিনবার স্থগিত করা হয় এই মহাকাশযাত্রা।

১৮তম শীর্ষ সম্মেলন ২০২৩

৯-১০ সেপ্টেম্বর ২০২৩ ভারতের নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম নামক জমকালো মঞ্চে ১৮তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে আলোচ্য বিষয়গুলো ছিল বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও ঋণের ব্যবস্থা করা, আন্তর্জাতিক ঋণকাঠামোর সংস্কার, ক্রিপ্টোকারেন্সি নিয়ে নীতিমালা তৈরি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব।

• প্রতিপাদ্য: ‘ভাসুধাইভা কুতুমবাকাম’ (Vasudhaiva Kutumbakam)। সংস্কৃত এ শব্দ দুটির অর্থ- ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ (One Earth, One Family, One Future)।

এ সম্মেলনের লোগোর নকশায় ভারতের জাতীয় ফুল পদ্ম ব্যবহৃত হয় । সাত পাপড়ির এ পদ্মে সাত মহাদেশ এবং সংগীতের সাত স্বরকে বোঝানো হয়।

• অতিথি দেশ: বাংলাদেশ, মিসর, নেদারল্যান্ডস, মরিশাস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাত।

• ঘোষণাপত্র: ৯ সেপ্টেম্বর ২০২৩ G20 শীর্ষ সম্মেলন ঘোষণাপত্র সর্বসম্মতভাবে গৃহীত হয়। ঘোষণাপত্রটি তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৭ পৃষ্ঠার ঘোষণাপত্রের শেষ অনুচ্ছেদে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই কথাটি, যা তিনি ১৬ সেপ্টেম্বর ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, ‘এটা যুদ্ধের যুগ নয়’ (Today’s era must not be of war)।

উয়েফা বর্ষসেরা ২০২২-২০২৩

৩১ আগস্ট ২০২৩ মোনাকোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদান করা হয় Union of European Football Associations (UEFA) বর্ষসেরা পুরস্কার ২০২২-২৩। এই পুরস্কার ১৯৯৮ সাল থেকে দিয়ে আসছে উয়েফা।

• বর্ষসেরা পুরুষ ফুটবলার: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে)

• বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি (বার্সেলোনা/স্পেন)

• বর্ষসেরা পুরুষ কোচ: পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)

• বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান (ইংল্যান্ড)

• উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)

     – নরওয়ের প্রথম খেলোয়াড় হিসেবে উয়েফা বর্ষসেরা পুরস্কার জিতেন আর্লিং হলান্ড।

ইউএস ওপেন ২০২৩

২৮ আগস্ট-১০ সেপ্টেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ১৪৩তম ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ। পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করেন নোভাক জোকোভিচ এবং কোকো গফ।

• পুরুষ: নিজের ২৪তম গ্র্যান্ড স্লাম জিতেন নোভাক জোকোভিচ। এর ফলে ৫০ বছর অক্ষত থাকার পর মার্গারেট কোর্টের এককভাবে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডেও ভাগ বসান। এ বছরই ৪ গ্র্যান্ড স্লামের ৩টি জিতেন জোকোভিচ ।

• নারী: একই কোর্টে রং ছড়ালেন গফ । একুশ শতকের প্রথম আমেরিকান টিনএজার এবং দ্বিতীয় সর্বকনিষ্ঠ আমেরিকান হিসেবে ইউএস ওপেনের নারী এককে প্রথম শিরোপা লাভ করেন ১৯ বছর বয়সি কোকো গফ। এর আগে এটি ছিল সেরেনা উইলিয়ামসের (১৮ বছর) রেকর্ড।

ক্রিকেটের প্রথম লাল কার্ড নারাইনের

২৭ আগস্ট ২০২৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ত্রিনবাগো নাইট রাইডার্সের সুনীল নারাইনকে । মন্থর ওভার রেটের শাস্তি হিসেবে শেষ ওভারটা একজন কম নিয়ে খেলতে হয় ত্রিনবাগোকে। CPL-এ নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল ১৮তম ওভার শুরু করতে ব্যর্থ হলে ৩০ গজের ভিতরে সর্বনিম্ন ৫ জন, ১৯তম ওভার শুরু করতে দেরি করলে সর্বনিম্ন ৬ জন এবং ২০তম ওভার দেরিতে করলে পাবে লাল কার্ড। তখন ১ জন ফিল্ডারকে মাঠের বাইরে যেতে হবে এবং ৩০ গজে মধ্যে থাকবে সর্বনিম্ন ৬ জন।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

• আয়োজন: ১৩তম

• আয়োজক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)

• সময়কাল: ৫ অক্টোবর-১৯ নভেম্বর ২০২৩

• স্বাগতিক: ভারত

• অংশগ্রহণকারী দেশ: ১০টি

• মোট ভেন্যু: ১০টি

• মোট ম্যাচ: ৪৮টি

• উদ্বোধনী ম্যাচ: ৫ অক্টোবর ২০২৩; ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ)

• ফাইনাল ম্যাচ: ১৯ নভেম্বর ২০২৩ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ)।

বিশ্বকাপ লোগো

২ এপ্রিল ২০২৩ এবারের ওয়ানডে বিশ্বকাপ লোগো উন্মোচন করা হয়। লোগোর নাম দেওয়া হয়-নাভারাসা। সংস্কৃতিতে নাভা শব্দের অর্থ ৯; আর রাসা শব্দের অর্থ আবেগ। অর্থাৎ, মানুষের ৯টি আবেগকে সমন্বয় করেই বিশ্বকাপ লোগোর নাম দেওয়া হয় নাভারাসা।

অংশগ্রহণকারী ১০ দল

আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। উল্লেখ্য, ১৯৭৫ ও ১৯৭৯ সালের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ দল এবারের বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ে।

আম্পায়ার

৮ সেপ্টেম্বর ২০২৩ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বিজ্ঞপ্তি দিয়ে ভারত বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করে। আম্পায়ারদের এমিরেটস এলিট প্যানেলের ১২ জন এবং ICC উদীয়মান আম্পায়ার প্যানেলের ৪ সদস্যসহ মোট ১৬ জনের নাম ঘোষণা করে। তারা হলেন—

• অস্ট্রেলিয়া: পল রাইফেল, রড টাকার ও পল উইলসন

• বাংলাদেশ: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

• ইংল্যান্ড: মাইকেল গফ, রিচার্ড ইলিংওয়াথ, রিচার্ড কেটলবরো ও অ্যালেক্স ওয়ার্ফ

• ভারত: নিতিন মেনন

নিউজিল্যান্ড: ক্রিস গ্যাফানি ও ক্রিস ব্রাউন

• পাকিস্তান: আহসান রাজা

• দক্ষিণ আফ্রিকা: মারাইস ইরাসমাস ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক

• শ্রীলংঙ্কা: কুমার ধর্মসেনা

• ওয়েস্ট ইন্ডিজ: জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি

জাভাগল শ্রীনাথ (ভারত), জেফ ক্রো (নিউজিল্যান্ড), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) ও অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে)।

বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ –

২৭ জুন-৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি বিশ্বভ্রমণ করে। এ সময়কালে ৫টি মহাদেশের ১৮টি দেশ ভ্রমণ করে ট্রফিটি। এর মধ্যে ৭-৯ আগস্ট ২০২৩ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে অবস্থান করে। পাকিস্তান থেকে শ্রীলংঙ্কা হয়ে আসে বাংলাদেশে। প্রথমদিন পদ্মা সেতুর পাশে ফটোসেশন হয় । দ্বিতীয় দিন ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় দিন ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

যে স্টেডিয়ামে খেলা হবে

স্টেডিয়ামের নাম

ভেন্যু

ম্যাচ

নরেন্দ্র মোদি

আহমেদাবাদ

এম. চিন্নাস্বামী

বেঙ্গালুরু

এম.এ. চিদম্বরম 

চেন্নাই

অরুণ জেটলি

দিল্লি

হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা

ধর্মশালা

রাজীব গান্ধী

হায়দ্রাবাদ

ইডেন গার্ডেনস

কলকাতা

বিআরএসএবিভি একনা

লক্ষ্ণৌ

ওয়াংখেড়ে

মুম্বাই

মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন

পুনে                        

এক নজরে বিশ্বকাপ ক্রিকেট

ক্রম

সময়কাল

চ্যাম্পিয়ন

রানার্সআপ

চ্যাম্পিয়ন অধিনায়ক

দল

১ম

৭-২১ জুন ১৯৭৫

ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়া

ক্লাইভ লয়েড

২য়

৯-২৩ ‍জুন ১৯৭৯

ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড

ক্লাইভ লয়েড

৩য়

৯-২৩ জুন ১৯৮৩

ভারত

ওয়েস্ট ইন্ডিজ

কপিল দেব

৪র্থ

৮ অক্টোবর-৮ নভেম্বর ১৯৮৭

অস্ট্রেলিয়া

ইংল্যান্ড

অ্যালান বোর্ডার

৫ম

২২ ফেব্রুয়ারি-২৫ মার্চ ১৯৯২

পাকিস্তান

ইংল্যান্ড

ইমরান খান

৬ষ্ঠ   

১৪ ফেব্রুয়ারি-১৭ মার্চ ১৯৯৬

 শ্রীলংঙ্কা

অস্ট্রেলিয়া

অর্জুনা রানাতুঙ্গা

১২

৭ম

১৪ মে-২০ জুন ১৯৯৯

অস্ট্রেলিয়া

পাকিস্তান

স্টিভ ওয়াহ

১২

৮ম

৯ ফেব্রুয়ারি-২৩ মার্চ ২০০৩

অস্ট্রেলিয়া

ভারত

রিকি পন্টিং

১৪

৯ম

৩ মার্চ-২৮ এপ্রিল ২০০৭

অস্ট্রেলিয়া

শ্রীলংঙ্কা

রিকি পন্টিং

১৬

১০ম

১৯ ফেব্রুয়ারি-২ এপ্রিল ২০১১

ভারত

শ্রীলংঙ্কা

মাহেন্দ্র সিং ধোনি

১৪

১১তম

১৪ ফেব্রুয়ারি-২৯ মার্চ ২০১৫

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড

মাইকেল ক্লার্ক

১৪

১২তম

৩০ মে-১৪ জুলাই ২০১৯

ইংল্যান্ড

নিউজিল্যান্ড

ইয়ন মরগান

১০

Leave a Reply