আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.১১.২০২০

♦ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের আদমশুমারি শুরু।

♦ ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গণি’।

♦ গিলগিট-বালটিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দেয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

♦ এশিয়া লিটারারি অ্যাওয়ার্ড ঘোষণা।

০৩.১১.২০২০

♦ ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত।

♦ ইসরাইলি দখলকৃত ফিলিস্তিনি শহর জেরুজালেমে আফ্রিকার প্রথম দেশ হিসেবে দূতাবাস খোলার ঘোষণা দেয় মালাবি।

০৪.১১.২০২০

♦ বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার তিন বছর পর আনুষ্ঠানিকভাবে তা কার্যকর হয়।

♦ সৌদি কাফালা বা কফিল পদ্ধতি সংস্কারের বিধিমালা ঘোষণা করেন দেশটির মন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবু যুনাইন।

♦ ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলের TPLF’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

০৫.১১.২০২০

♦ নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ খেতাবে ভূষিত হন ভারতীয় সেনাপ্রধান।

♦ দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য জুড়ে ৪ সপ্তাহের জন্য লকডাউন শুরু।

০৬.১১.২০২০

♦ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন জেসিন্ডা আরডার্ন।

♦ মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (NNSA) প্রধান এবং পরমাণু জ্বালানি নিরাপত্তাবিষয়ক সহকারী মন্ত্রী লিসা গর্ডন হ্যাজারটি পদত্যাগ করেন।

♦ গ্রিসের রাজধানী এথেন্সে ১৮৭ বছর পর উদ্বোধন করা হয় একটি মসজিদ।

০৭.১১.২০২০

♦ পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম 6G উপগ্রহ উৎক্ষেপণ করে চীন।

♦ পর্যটন শিল্পের উন্নয়ন ও ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধির নামে ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দেয় মুসলিম অধ্যুষিত দেশ সংযুক্ত আরব আমিরাত।

০৮.১১.২০২০

♦ সেনাশাসনের অবসানের পর মিয়ানমারে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত।

♦ বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটির মাইলফলক অতিক্রম করে।

♦ ইথিওপিয়ার সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।

♦ জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে যুবরাজ আকিশিনো ফুমিহিতোর নাম ঘোষণা করেন দেশটির সম্রাট নারুহিতো।

০৯.১১.২০২০

♦ এক বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে প্রত্যাবর্তন করেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস।

♦ বিতর্কিত নাগার্নো-কারাবাখে সামরিক সংঘাত নিরসনের লক্ষ্যে একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করে আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া।

♦ দুর্নীতির অভিযোগে পার্লামেন্টে অভিশংসিত হন পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিসকারী।

♦ বাহরাইনের মন্ত্রিপরিষদ ইসরাইলের সাথে বিমান যোগাযোগ চালুর চুক্তি অনুমোদন করে।

♦ চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে ভিন্নমত দমনে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে চার চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

১০.১১.২০২০

♦ কলিনস ডিকশনারি ‘লকডাউন’ শব্দকে বর্ষসেরা শব্দ ২০২০ ঘোষণা করে।

১১.১১.২০২০

♦ চীন জাতীয় নিরাপত্তা রক্ষার নামে হংকংবিরোধী আরেকটি আইন পাস করে। আইনটি পাস হওয়ার সাথে সাথে হংকংয়ের উদারন্থী চার আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করে স্থানীয় সরকার।

♦ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ হিসেবে রন ক্লেইনের নাম ঘোষণা।

১২.১১.২০২০

♦ মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা দেয়ার ঘোষণা দেয় দেশটির সরকার।

♦ হংকংয়ের আইনসভার চার গণতন্ত্রকামী আইনপ্রণেতাকে বরখাস্তের প্রতিবাদে গণতন্ত্রপন্থী সব আইনপ্রণেতা পদত্যাগ করেন।

১৩.১১.২০২০

♦ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য নাগরিকত্ব গ্রহণের পরীক্ষায় ব্যাপক পরিবর্তন এনে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটির সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)।

♦ কাশ্মীর সীমান্তের কেরান সেক্টরে ভারত ও পাকিস্তান সেনাদের গোলাগুলিতে ভারতের ১০ জন ও পাকিস্তানের ৫ জন নিহত।

১৪.১১.২০২০

♦ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার গৃহীত ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ (ডাকা) কর্মসূচি সীমিত করার জন্য ট্রাম্প প্রশাসনের জারিকৃত আদেশ বাতিল করে দেয় নিউইয়র্কের একটি ফেডারেল আদালত।

♦ চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে অবস্থিত চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিন্যান্স এন্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত; থিম-ক্যাম্প্যাসে পুনর্মিলন।

১৫.১১.২০২০

♦ বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট Regional Comprehensive Economic Partnership (RCEP) গঠনে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ‍চুক্তি স্বাক্ষর করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশ।

♦ ‘গোল্ডেন’ ভিসার মেয়াদ ও ক্যাটাগরি বাড়ানোর ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত।

♦ বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করে এশিয়া প্রশান্ত মহাসাগরীরয় অঞ্চলের ১৫টি দেশ।

১৬.১১.২০২০

♦ প্রথমবারের মতো কোনো বেসরকারি সংস্থা হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়ার রেকর্ড গড়ে মার্কিন বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান Space X ।

♦ আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস পালন।

১৭.১১.২০২০

♦ যুদ্ধবিধ্বস্ত ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা উপস্থিতি গত প্রায় ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

♦ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার পরিবারকে বিচারের মুখোমুখি হওয়া থেকে সব ধরনের দায়মুক্তি দিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাস।

♦ Reciprocal Access Agreement (RAA) নামের প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয় জাপান ও অস্ট্রেলিয়া।

♦ ফ্রান্সিসকো সাগান্তির পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ।

১৮.১১.২০২০

♦ প্রথমবারের মতো ইসরাইল সফরে যান বাহরাইনের সরকারি প্রতিনিধি দল।

♦ রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাব গৃহীত।

♦ দীর্ঘ ৩০ বছর বন্ধ থাকার পর খুলে দেয়া হয় ইরাক ও সৌদি আরবের স্থলসীমান্ত।

২০.১১.২০২০

♦ প্রায় ‍দুই শতাব্দী পর গ্রিসের রাজধানী এথেন্সে আনুষ্ঠানিকভাবে প্রথম মসজিদ উদ্বোধন করা হয়।

২১.১১.২০২০

♦ বিশ্বের ১৯টি অগ্রসর অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত করে গড়ে ওঠা অনানুষ্ঠানিক জোট জি-২০ সম্মেলন (ভার্চ্যুয়াল) শুরু।

২৪.১১.২০২০

♦ বিশ্বের প্রথম দেশ হিসেবে স্কটল্যান্ড নারীদের জন্য পিরিয়ড বা মাসিকের সময় ব্যবহৃত পণ্য বিনামূল্যে দিতে সংসদের পাস করে The Period Products Free Prohibition Bill.

আলোচিত বিশ্ব

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন

৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন। ২৩ নভেম্বর ২০২০ তিনি তার প্রশাসনের মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। তারা হলেন-

♦ পররাষ্ট্রমন্ত্রী : অ্যান্টনি ব্লিঙ্কেন।

♦ অর্থমন্ত্রী : জ্যানেট ইয়েলেন।

♦ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা : জ্যাক সুলিভান।

♦ অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী : আলেজান্দার মায়োরকাস।

♦ জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি : লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।

♦ গোয়েন্দা বিভাগ প্রধান : অ্যাভরিল হেইনস।

♦ জলবায়ু বিষয়ক বিশেষ দূত : জন কেরি।

♦ জ্যানেট ইয়েলেন হলেন মার্কিন ইতিহাসে প্রথম নারী, যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। তিনি এর আগে দেশটির প্রথম নারী হিসেবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।

♦ জ্যাক সুলিভান যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব লাভ করেন।

♦ অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কোনো ল্যাটিন-আমেরিকান (কিউবান) বংশোদ্ভূতকে বেছে নেয়া হয়।

নারী প্রতিনিধিত্বের রেকর্ড

২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট তথা কংগ্রেসে রেকর্ডসংখ্যক নারী প্রতিনিধি নির্বাচিত হন। সদ্য সমাপ্ত ১১তম কংগ্রেস নির্বাচনে রেকর্ড ১৪১ নারী নির্বাচিত হন প্রতিনিধি পরিষদে ১১৬ জন এবং সিনেটে ২৫ জন। কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের তুলনায় নারী ডেমোক্র্যাট আইনপ্রণেতার সংখ্যা বেশি। প্রতিনিধি পরিষদে নারী ডেমোক্র্যাট আইনপ্রণেতার সংখ্যা ৮৯ এবং রিপাবলিকানের সংখ্যা ১৭। সিনেটে নারী ডেমোক্র্যাটের সংখ্যা ১৭ এবং নারী রিপাবলিকানের সংখ্যা ৮। এবারের কংগ্রেস নির্বাচনে নতুন করে ৬ অশ্বেতাঙ্গ নারী জয় পান, যাদের মধ্যে চারজন ডেমোক্র্যাট এবং দু’জন রিপাবলিকান ।

২০১৬ সালের নির্বাচনের তুলনায় ২০২০ সালে মনোনয়ন পান দ্বিগুণ নারী প্রার্থী। ২০২০ সালে কংগ্রেস নির্বাচনে অংশ নেন ৬৪৩ জন নারী— ৫৮৩ জন প্রতিনিধি পরিষদে এবং ৬০ জন সিনেটে।

পুননির্বাচিত The Squad

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২০১৮ সালের নির্বাচনে জিতে তাক লাগিয়ে দেন ইলহান ওমর, আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেস, রাশিদা তালিব এবং অ্যায়না প্রেসলি। The Squad হিসেবে পরিচিত সেই চার নারী জয় পান এবারও। এ চার নারী মূলত ডেমোক্র্যাটিক পার্টির বামপন্হি অংশের নেতৃত্বে রয়েছেন। তরুণদের কাছে ভীষণ জনপ্রিয় তারা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য হলেন সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর ও ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব।

নাগরিকত্বের আবেদনে পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য নাগরিকত্ব গ্রহণের পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যুক্ত হয়েছে নতুন নতুন প্রশ্ন। এতে আবেদনকারীকে আগের তুলনায় এখন অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে হবে। নতুন পদ্ধতিতে অভিবাসীদের জন্য আবেদন করা বেশ কঠিন হবে। এ পদ্ধতি ১ ডিসেম্বর, ২০২০ থেকে কার্যকর হবে। ১৩ নভেম্বর, ২০২০ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশটির সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)। নতুন মৌখিক পরীক্ষায় ১২৮টি প্রশ্ন থাকবে। এর আগে ২০০৮ সালে চালু হওয়ার পদ্ধতিতে ১০০টি প্রশ্ন ছিল। আগে নাগরিকত্ব গ্রহণের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ১০টির মধ্যে ৬টি প্রশ্নের সঠিক উত্তর দেয়ার নিয়ম ছিল। আর নতুন নিয়মে আবেদনকারীকে ২০টি প্রশ্নের মধ্যে ১২টির সঠিক উত্তর দিতে হবে। নাগরিকত্বের জন্য তিনটি ক্ষেত্রে প্রশ্ন থাকবে- যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালা, সরকার পদ্ধতি এবং দেশটিতে নাগরিকদের অধিকার ও দায়িত্ব।

বাংলাদেশি দুই প্রার্থীর জয়লাভ

২০২০ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী– শেখ মোজাহিদুর রহমান চন্দন, আবুল বাশার খান, ড. নীনা আহমেদ ও ডোনা ইমাম। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের সন্তান শেখ মোজাহিদুর রহমান চন্দন (শেখ রহমান)। আর পিরোজপুরের ভাণ্ডারিয়ার আবুল খান চতুর্থবার নিউ হ্যাম্পশায়ারের স্টেট রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন। পক্ষান্তরে অল্প ব্যবধানে হেরে যান দুই নারী প্রার্থী।

হোয়াইট হাউসের চীফ অব স্টাফ

নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের চীফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন রন ক্লেইনকে। তিনি বারাক ওবামার শাসনামলে হোয়াইট হাউজে তার শীর্ষ সহযোগী হিসেবে কাজ করেন। এমনকি তিনি ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।

হোয়াইট হাউজের চীফ অব স্টাফের দায়িত্ব হচ্ছে, প্রেসিডেন্টের প্রতিদিনের কাজকর্মের সময়সীমা ঠিক করে দেয়া। কখনো কখনো এ কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রেসিডেন্টের রক্ষী হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। একজন প্রেসিডেন্ট তার রাজনৈতিক ক্ষমতাবলে তার চীফ অব স্টাফ নিয়োগ দিয়ে থাকেন। এ ক্ষেত্রে সিনেটের অনুমোদনের প্রয়োজন হয় না।

দুর্ভাগ্য পেরোনো সৌভাগ্যের বরপুত্র প্রেসিডেন্ট জো বাইডেন

পুরো নাম:  জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র • জন্ম: ২০ নভেম্বর, ১৯৪২ • জন্মস্থান: স্ক্র্যানটন, পেনসিলভেনিয়া • বাবা: জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র  • মা: ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান।

রাজনৈতিক জীবন

১৯৭০ : নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলর নির্বাচিত • ১৯৭২ : ২৯ বছর বয়সে দেশটির ইতিহাসে অন্যতম কনিষ্ঠ সিনেটর হিসেবে নির্বাচিত হন। এরপর ২০০৯ সাল পর্যন্ত দফায় দফায় সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন • ১৯৯৮ ও ২০০৮ : ডেমোক্র্যাট দলের হয়ে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন • ২০০৯-২০১৭ : ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বাইডেন রচিত আত্মজীবনী Promise to Keep

■ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন। ২০ জানুয়ারি, ২০২১ শপথ গ্রহণের দিন তার বয়স হবে ৭৮ বছর ৬১ দিন। আর এর মধ্য দিয়ে তিনি ভেঙ্গে দেবেন ৪০তম মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের গড়া রেকর্ড। ১৯৮৯ সালে হোয়াইট হাউস ছাড়ার সময় রিগ্যানের বয়স ছিল ৭৭ বছর ৩৪৯ দিন।

■ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পাওয়ার রেকর্ড গড়েন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর আগে এ রেকর্ড ছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দখলে। নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থীর সেই রেকর্ড ভেঙ্গে দেন বাইডেন। ২০০৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা পেয়েছিলেন ৬,৯৪,৯৮,৫১৬ ভোট। এতদিন সেটিই ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের পাওয়া সর্বোচ্চ ভোট।

অভিবাসীর সন্তান থেকে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

পুরো নাম : কমলা দেবী হ্যারিস • জন্ম : ২০ অক্টোবর, ১৯৬৪ • জন্মস্থান : ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া • বাবা : জ্যামাইকান বংশোদ্ভূত ডোনাল্ড জে হ্যারিস; অর্থনীতিবিদ • মা ; ভারতীয় বংশোদ্ভূত শ্যামলা গোপালান; বায়োমেডিকেল গবেষক।

■ কমলা হ্যারিস ছিলেন ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল।

■ দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে এবং প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে ২০১৭ সালে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কমলা হ্যারিস।

■ কমলা হ্যারিসের ভারতীয় গ্রামের নাম তামিলনাড়ু রাজ্যের থুলাসেনথুরাপুরাম।

■ যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় নারী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন কমলা হ্যারিস। এর আগে ১৯৮৪ সালে ডেমোক্র্যাটিক পার্টির জেরাল্ডিন ফেরারো ও ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারাহ পলিন ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন। কিন্তু তাদের কেউই নির্বাচিত হতে পারেননি।

■ কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত, যিনি যুক্তরাষ্ট্রের প্রধান দু’দলের একটি থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কমলা হ্যারিস রচিত আত্মজীবনী The Truths We Hold

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী এবং ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা দেবী হ্যারিস। একই সাথে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ, দক্ষিণ এশীয়-আফ্রিকান আমেরিকান হিসেবেও প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা।

যুক্তরাষ্ট্রের প্রথম সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহোফ

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টের স্ত্রী হন ফার্স্ট লেডি আর ভাইস প্রেসিডেন্টের স্ত্রী সেকেন্ড লেডি। কিন্তু এ প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হওয়ায় তার স্বামী হতে যাচ্ছেন দেশটির প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’। বিনোদন আইনজীবী ডগ এমহোফ হলেন মার্কিন রাজনীতির ইতিহাসে প্রথম সেকেন্ড জেন্টলম্যান। ভাইস প্রেসিডেন্ট কমলার সাথে সেকেন্ড জেন্টলম্যান এমহোফের বিয়ে হয় ২০১৪ সালে। এটি কমলার দ্বিতীয় বিয়ে, কিন্তু এমহোফের প্রথম।

যুক্তরাজ্যে সবুজ শিল্পবিপ্লব

১-১২ নভেম্বর, ২০২১ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26। এ সম্মেলনকে সামনে রেখে যুক্তরাজ্যে সবুজ শিল্পবিপ্লবের বৃহৎ প্রকল্পের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। এর উদ্দেশ্য আরো সবুজ, আরো ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা। সবুজ শিল্পবিপ্লবের লক্ষ্যে ঘোষিত ১০ দফা-

■ ২০৩০ সালের মধ্যে পেট্রোল ও ডিজেলচালিত নতুন গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা এবং ব্যাটারি প্রযুক্তিতে বিনিয়োগ ও বৈদ্যুতিক গাড়ি চালু।

■ ২০৩০ সালের মধ্যে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছাতে সাগরপাড়ে হাজার হাজার টারবাইন বসানো।

■ পাঁচ গিগাওয়াটের কম কাবর্ন হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের শিল্প প্রতিষ্ঠা।

■ মিনি রিঅ্যাক্টর তৈরির নতুন প্রযুক্তিতে বিনিয়োগ।

■ গণপরিবহন, সাইকেল চালানো ও হাঁটা এবং কম- কার্বনের গণপরিবহনে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ।

■ ক্ষতিকর কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে বিশ্বকে নেতৃত্ব দেয়া।

■ প্রতিবছর ৭৫,০০০ একর জায়গায় গাছ লাগানো ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা।

■ নতুন সবুজ প্রযুক্তি উদ্ভাবন ও শহরগুলোকে সবুজ অর্থায়নের কেন্দ্রে পরিণত করা।

■ বিশ্বের প্রথম জিরো কার্বনবিশিষ্ট বাণিজ্যিক বিমান তৈরিতে সহযোগিতা দেয়া।

■ বাড়ি, স্কুল ও হাসপাতালকে আরও সবুজ ও উষ্ণ করতে উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা।

কাশ্মীরের জমি সবার জন্য উন্মুক্ত

২৬ অক্টোবর, ২০২০ নতুন এক আইন কার্যকরের মাধ্যমে জম্মু-কাশ্মীরের জমি দেশের সবার কাছে উন্মুক্ত করে দেয়া হয়। যে কোনো ভারতীয় নাগরিক এখন থেকে জম্মু-কাশ্মীরের জমি কিনতে পারবেন। এত বছর শুধু সেই রাজ্যের স্থায়ী বাসিন্দাদের অধিকার, এখন থেকে তা সব ভারতীয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকার প্রচলিত আইনে সংশোধন ঘটিয়ে ব্যবস্থা জারি করেন। নতুন এ আইনে জম্মু-কাশ্মীরের বাইরের যে কেউ সেখানে কৃষিজমির মালিকানাও পেতে পারেন। তবে কৃষিজমিতে শুধু কৃষিকাজই করা যাবে। তবে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জনস্বার্থে প্রয়োজনে কৃষিজমি ব্যবহার করা যেতে পারে। নতুন আইনে সে ব্যবস্থা রয়েছে। সংশোধিত এ আইন অবশ্য কেন্দ্রশাসিত লাদাখে প্রযোজ্য হবে না।

বাড়ছে গোল্ডেন ভিসা

‘গোল্ডেন’ ভিসার মেয়াদ ও ক্যাটাগরি বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষায়িত পেশা ও বিশেষ করে ডিগ্রিধারীরা এ সুবিধা পাবেন। ১৫ নভেম্বর, ২০২০ দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতৌম এ কথা জানান। কাজের সুযোগ বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতে ভিসার মেয়াদ বাড়ানো হয়ে থাকে। আর গোল্ডেন ভিসাধারীরা দেশটিতে ১০ বছর বসবাসের সুযোগ পেয়ে থাকেন।

মিয়ানমারে পুনরায় ক্ষমতায় NLD

৫০ বছরের বেশি সময় পর ২০১১ সালে সেনাশাসনের কবল থেকে মুক্ত হয় মিয়ানমার। এরপর ২০১৫ সালে দেশটিতে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। এতে ভূমিধ্বস জয়লাভ করে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (NLD)। গণতন্ত্রে ফেরার পর দেশটিতে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন হয় ৮ নভেম্বর, ২০২০। এ নির্বাচনেও জয়লাভ করে NLD । মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬৮ আসন রয়েছে।  সরকার গঠনের জন্য প্রয়োজন নিম্নকক্ষের ৩২২টি আসন। ৮ নভেম্বর, ২০২০ অনুষ্ঠিত হয় নিম্নকক্ষের ৪১৬টি আসনের নির্বাচন। এতে ৩৪৬টি আসনে জয়লাভ করে NLD ।

পাকিস্তানের পঞ্চম প্রদেশ গিলগিটবালটিস্তান

ভারতের শত বিরোধিতা-প্রতিবাদ সত্ত্বেও পাকিস্তান তাদের শাসিত অঞ্চল গিলগিট-বালটিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দেয়ার ঘোষণা দেয়। ১ নভেম্বর, ২০২০ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান গিলগিট-বালটিস্তানে গিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও নদী বাঁধ নির্মাণসহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ ঘোষণা দেন। গিলগিট-বালটিস্তান পাকিস্তানের পঞ্চম প্রদেশ। দেশটির অন্য চারটি প্রদেশ- পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখা।

আবার গৃহযুদ্ধের দিকে ইথিওপিয়া

দীর্ঘ যুদ্ধের ক্ষত বহন করে চলা ‘আফ্রিকার শিং’ খ্যাত ইথিওপিয়া আরেকটি গৃহযুদ্ধের জড়িয়ে পড়েছে। দেশটির নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদের ফেডারেল সরকারে অনুগত বাহিনীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে দেশটির  টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (TPLF)। ইথিওপিয়ার ১০টি আধা-স্বায়ত্তশাসিত ফেডারেল রাজ্যের একটি টাইগ্রে। TPLF ইথিওপিয়ার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আক্রমণ করেছে অভিযোগ তুলে উত্তরাঞ্চলীয় এ অঞ্চলটির বিরুদ্ধে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার ৪ নভেম্বর, ২০২০ যুদ্ধ ঘোষণা করে। এরপর দু’পক্ষের যুদ্ধে বহু লোক হতাহত হয়। তবে এ সংঘাত এখন আর ইথিওপিয়ার থেমে নেই, বরং তার প্রভাব পড়েছে প্রতিবেশী ইরিত্রিয়া ও সুদানেও। পাহাড়ি টাইগ্রে অঞ্চলে প্রায় ৫০ লাখ মানুষের বাস।  এর মধ্যে প্রায় ৪০,০০০ বাসিন্দা প্রাণ রক্ষা করতে প্রতিবেশী সুদানে আশ্রয় নিয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন

২৯ অক্টোবর, ২০২০ উদ্বোধন করা হয় ‘আলজেরিয়া গ্র্যান্ড মস্ক’। মহানবী (সা)-এর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহৎ এ মসজিদটির যাত্রা শুরু হয়। সৌদি আরবে অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীর পর এটিই বিশ্বের বৃহত্তম এবং আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ। মসজিদটি নির্মাণে আন্দালুসীয় (মুসলিম স্পেন) ও আধুনিক স্থাপত্যরীতি অনুসরণ করা হয়। এতে একসাথে ১,২০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে এবং ভূগর্ভস্থ ১,৮০,০০০ বর্গমিটার স্থানের ওপর তিনতলা গাড়ি পার্কিং স্থান নির্মাণ করা হয়। এছাড়া মসজিদের আওতাধীন ১৬,০০০ বর্গমিটার আয়তনের দুটি কনফারেন্স হল ও একটি ২,০০০ আসন ক্ষমতাসম্পন্ন পাঠাগার রয়েছে।

দুই শতাব্দী পর এথেন্সে মসজিদ চালু

৬ নভেম্বর, ২০২০ গ্রিসের রাজধানী এথেন্সে ১৮৭ বছর পর উদ্বোধন করা হয় একটি মসজিদ। ১৮৩৩ সালে গ্রিসে অটোমান সাম্রাজ্যের পতনের পর এথেন্সে এটাই সরকার স্বীকৃত প্রথম কোনো মসজিদ। ২০১৬ সালে গ্রিসের পার্লামেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ মসজিদটি নির্মাণের অনুমোদন দেয়।  ৮৫০ বর্গমিটারের এ মসজিদটি নির্মাণে খরচ হয় প্রায় ১০ লাখ ইউরো। মিনারবিহীন এ মসজিদে এক সাথে ৩৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রাথমিকভাবে এ মসজিদের নাম রাখা হয় ‘ভোতানিকোস মসজিদ’। এথেন্সে হৃৎপিণ্ডখ্যাত সিনতাগমা স্কয়ার থেকে প্রায় চার কিলোমিটার উত্তর-পশ্চিমে নৌবাহিনীর একটি পরিত্যক্ত ঘাঁটিতে নির্মাণ করা হয় মসজিদটি। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে এতদিন এথেন্স ছিল একমাত্র রাজধানী শহর, যেখানে সরকারিভাবে কোনো মসজিদ ছিল না।

গ্রিস পূর্বাঞ্চলীয় অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান তীর্থভূমি হিসেবে সমাদৃত। দেশটিতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হলো ইসলাম ধর্মের অনুসারীরা। গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত থ্রেস অঞ্চলটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং গোটা ইউরোপের মধ্যে থ্রেসই একমাত্র অঞ্চল, যেখানে শরিয়া আইন চালু রয়েছে।

মহাকাশে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট

৭ নভেম্বর, ২০২০ পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম 6G উপগ্রহ উৎক্ষেপণ করে চীন। এর মধ্যে 6G মোবাইল ইন্টারনেট প্রযুক্তি নিয়ে পরীক্ষার কাজ শুরু করে চীন। এটি চীনের শ্যাংজি প্রদেশের থাইয়ুয়েন উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মাচ-৬ নামের একটি রকেটে করে, অন্য ১২টি উপগ্রহের সাথে কক্ষপথে পাঠানো হয়। ইন্টারনেট গতির ক্ষেত্রে 5G থেকে কয়েক গুণ বেশি গতিসম্পন্ন হবে টেরাহার্জ ওয়েভ প্রযুক্তির 6G। উৎক্ষেপণ করা 6G স্যাটেলাইটটির নামকরণ করা হয় তিয়ানইয়ান-৫।

ভারতযুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি

২৬ অক্টোবর, ২০২০ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ভারত সফরে আসেন। এরপর তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে বার্ষিক ‘টু প্লাস টু’ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে ২৭ অক্টোবর, ২০২০ দু’পক্ষের মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরতি হয়।  এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে স্বাক্ষরিত হয় একটি প্রতিরক্ষা চুক্তি, যার নাম Basic Exchange and Cooperation Agreement (BECA)।  এ চুক্তির ফলে ভারত এখন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল ভূ-স্থানিক এবং আকাশ সংক্রান্ত উপগ্রহের তথ্যভাণ্ডারে প্রবেশের সুযোগ পাবে, যা মিসাইল ও ড্রোনের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যেকোনো সময় যুক্তরাষ্ট্র ভারতকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করতে পারবে।

আজারবাইজানআর্মেনিয়ার শান্তিচুক্তি

দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ। অঞ্চলটি নিয়ে প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ অনেক পুরোনো। বিরোধপূর্ণ নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর, ২০২০ থেকে ছয় সপ্তাহের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি। এপর ৯ নভেম্বর, ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় শান্তিচুক্তি। নাগার্নো-কারাবাখ নিয়ে সাম্প্রতিক যুদ্ধ এবং আজারবাইজান-আর্মেনিয়ার স্বাক্ষরিত শান্তিচুক্তির একটি খণ্ডচিত্র তুলে ধরা হলো এ আয়োজনে।

শান্তিচুক্তির সারসংক্ষেপ

চুক্তির শর্ত অনুযায়ী, ১০ নভেম্বর, ২০২০ মস্কোর সময় মধ্যরাত থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হয়। স্বাক্ষরিত শান্তিচুক্তি অনুযায়ী, আর্মেনিয়ার দখলকৃত নাগার্নো-কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটি আজারবাইজানের কাছে হস্তান্তর করে আর্মেনিয়া ঐ অঞ্চল ছেড়ে দেবে। টহলে থাকবে রাশিয়ার ১,৯৬০  জন সৈন্য, ৯০টি সাঁজোয়া যান এবং ৩৮০টি গাড়ি। এছাড়া মোতায়েন করা হবে তুর্কি বাহিনী। চুক্তি অনুযায়ী, নাগার্নো-কারাবাখের সাথে আর্মেনিয়া যোগাযোগ রক্ষা করবে ৫ কিলোমিটার প্রশস্ত লাচিন করিডর দিয়ে, যা আগে শুশা শহরের মধ্যে দিয়ে করা হতো। এ শুশা শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নাগার্নো-কারাবাখের প্রধান শহর স্টেপ্যানাকার্টের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। চুক্তিতে বলা হয়- কোনো পক্ষ চুক্তি থেকে সরে না গেলে এ স্থিতাবস্থা আগামী পাঁচ বছর চলবে। পাঁচ বছর পর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বলবৎ হবে।

সর্বশেষ পরিস্থিতি:

চুক্তির পর আজারবাইজানের নাগরিকরা আনন্দ উল্লাসে মেতে উঠে। অন্যদিকে আর্মেনিয়ায় হয় বিক্ষোভ। উঠে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি। এমনকি অভ্যুত্থান ঘটিয়ে প্রধানমন্ত্রীকে হত্যা করে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগে জাতীয় নিরাপত্তা  সার্ভিসের সাবেক প্রধান আর্তুর বেনেৎসিয়ানকে ১৪ নভেম্বর, ২০২০ গ্রেপ্তারও করা হয়। এমন পরিস্থিতিতে ১৬ নভেম্বর, ২০২০ প্রবল প্রতিবাদের মুখে পদত্যাগে বাধ্য হন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মনাৎসাকন্যান। নভেম্বর ২০২০ আর্মেনিয়ার প্রেসিডেন্ট বরখাস্ত করেন তিন মন্ত্রীকে। অন্যদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ১৫ নভেম্বর ২০২০ তিন দশক পর আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা অঞ্চলগুলো সফর করেন। তার সফরসঙ্গী ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা। চুক্তি অনুযায়ী, এরই মধ্যে কারাবাখে মোতায়েন করা হয় রুশ বাহিনী। আইনি বাধ্যবাধকতা থাকায় নিজ দেশের বাহিনী মোতায়েনের আগে পার্লামেন্টের অনুমোদন নিতে হয় তুরস্ককে। ১৭ নভেম্বর, ২০২০ তুরস্কের পার্লামেন্টে প্রস্তাবটি পাস হয়।  রাশিয়ার মধ্যস্থতায় করা শান্তিচুক্তি শর্ত মেনে আর্মেনিয়া ২০ ও ২৫ নভেম্বর, ২০২০ যথাক্রমে আঘদাম ও কালবাজার জেলা এবং ১ ডিসেম্বর, ২০২০ লাচিন জেলাকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেয়।

রিপোর্ট সমীক্ষা

Nation Brands

প্রকাশ : ১২ নভেম্বর ২০২০

প্রকাশক : Brand Finance

প্রতিবেদনের শিরোনাম : Nation Brands 2020

ব্র্যান্ড ভ্যালু নির্ণয় পদ্ধতি : তিনটি বিষয়ের ভিত্তিতে ব্র্যান্ড ভ্যালু হিসাব করা হয়- ব্র্যান্ড স্ট্রেনথ ইনডেক্স (BSI), ব্র্যান্ড রয়্যালটি রেট ও ব্যান্ডের রেভিনিউ।

অন্তর্ভুক্ত দেশ : ১০০টি।

ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষ ৫ দেশ (বিলিয়ন মার্কিন ডলার) : ১. যুক্তরাষ্ট্র; ২৩,৭৩৮। ২. চীন; ১৮,৭৬৪। ৩. জাপান; ৪,২৬১। ৪. জার্মানি; ৩,৮১৩। ৫. যুক্তরাজ্য; ৩,৩১৬। বাংলাদেশের অবস্থান ৩৫তম।

বিশ্বের ব্যয়বহুল শহর

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২০

প্রকাশক : দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)

প্রতিবেদনের শিরোনাম : Worldwide Cost of Living.

জরিপের ধরন : বিশ্বের ১৩৩টি শহরের খাবার, পানি, পোশাক, ঘরভাড়াসহ ১৩৮টি পণ্য ও সেবার মুল্যের ওপর ভিত্তি করে তালিকা করা হয়।

শীর্ষ ব্যয়বহুল শহর : জুরিখ, সুইজারল্যান্ড; প্যারিস, ফ্রান্স ও হংকং, চীন।

বিশ্বের ধনী দরিদ্র দেশ

প্রকাশ : নভেম্বর ২০২০

প্রকাশক : গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন

প্রতিবেদনের শিরোনাম : The World’s Richest and Poorest Countries 2020.

অন্তর্ভুক্ত দেশ : ১৯১টি

তালিকা তৈরির পদ্ধতি : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IME) World Economic Outlook October 2019 তথ্যের আলোকে এবং ক্রয়ক্ষমতার সক্ষমতা বা Purchasing Power Parity (PPP) জিডিপি’র ভিত্তিতে বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলোর তালিকা করা হয়।

শীর্ষ ধনী দেশ (মা..) . কাতার : ১,৩২,৮৮৬; ২. ম্যাকাও : ১,১৪,৩৬৩; ৩. লুক্সেমবার্গ : ১,০৮,৯৫১; ৪. সিঙ্গাপুর : ১,০৩,১৮১ ও ৫. আয়ারল্যান্ড : ৮৩,৩৯৯।

শীর্ষ দরিদ্র দেশ (মা.) ১৯১. বুরুন্ডি : ৭২৭; ১৯০. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : ৮২৩; ১৮৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র : ৮৪৯; ১৮৮. ইরিত্রিয়া : ১,০৬০ ও ১৮৭. নাইজার : ১,১০৬।

সার্কভুক্ত দেশের অবস্থান (মা.ড.) → ৬৬. মালদ্বীপ : ২৩,৩১২; ৯৯. শ্রীলংকা : ১৩,৮৯৭; ১১২. ভুটান : ৯,৮৭৬; ১২৪. ভারত : ৮,৩৭৮; ১৩৮. পাকিস্তান : ৫,৮৭২; ১৪৩. বাংলাদেশ : ৫,০২৮; ১৬২. নেপাল : ৩,৩১৮ এবং ১৭৬. আফগানিস্তান : ২,০৯৫।

বুকার পুরস্কার

১৯৬৯ সালে প্রবর্তন করা হয় বুকার পুরস্কার। ২০২০ সালের বুকার পুরস্কার ঘোষণা করা হয় ১৯ নভেম্বর ২০২০। Shuggie Bain উপন্যাসের জন্য ২০২০ সালের বুকার পুরস্কার লাভ করেন স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট। এটি তার প্রথম উপন্যাস। তিনি দ্বিতীয় স্কটিশ হিসেবে এ পুরস্কার লাভ করেন। এর আগে ১৯১৪ সালে How Late it Was, How Late বইটির জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন জেমস কেলম্যান।

ওবেল পুরস্কারজয়ী আনন্দালয়

প্রতিবছর ভবন ও স্থাপত্যশিল্প শৈলীর স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় খ্যাতনামা ‘ওবেল পুরস্কার’। ২০২০ সালের এ ড্যানিশ আন্তর্জাতিক পুরস্কারটি লাভ করেন জার্মানি স্থপতি আনা হেরিংগার। দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে নির্মিত কমিউনিটি থেরাপি কেন্দ্র ও টেক্সটাইল কারখানা ‘আনন্দালয়’ এর স্থাপত্য শৈলীর জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

আনন্দালয়ের নিচতলায় প্রতিবন্ধীদের জন্য একটি থেরাপি কেন্দ্র এবং ওপর তলায় স্থানীয় নারীদের জন্য বস্ত্র উৎপাদন কারখানা রয়েছে। ভবনটি স্থানীয় প্রাচীন ভবন তৈরির কৌশল ব্যবহার করে কাদা মাটি ও বাঁশ দিয়ে তৈরি। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থার (UNESCO) আর্থের আর্কিটেকচার, বিল্ডিং কালচার্স ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট কমিটির প্রধান আনা হেরিংগার বাংলাদেশে জীবনের কিছু সময় অতিবাহিত করেন।

বৈশ্বিক আর্ট প্রতিযোগিতায় বিজয়ী মুস্তাইনি

কভিড-১৯ মহামারির সময়ে ভারতীয় সাংস্কৃতিক সস্পর্ক পরিষদ (ICCR) পরিচালিত ইউনাইটেড অ্যাগেইন্সট করোনা-এক্সপ্রেস থ্রু আর্ট শীর্ষক বৈশ্বিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হয় বাংলাদেশের ছয় বছর বয়সি শিশু আনজার মুস্তাইন আলী। ২৭ অক্টোবর ২০২০ ঢাকায় ভারতীয় হাইকমিশন বিক্রম কুমার দোরাইস্বামী পুরস্কারের চেকটি মুস্তাইনের হাতে তুলে দেন। বাংলাদেশ থেকে আরো ৬টি শিল্পকর্ম ICCR-এর ডিজিটাল শিল্পকর্ম প্রদর্শনীতে প্রদর্শনের জন্য বাছাই করা হয়েছিল। সারা বিশ্ব থেকে আট হাজারেরও বেশি চিত্রকর্ম জমা পড়েছিল।

ফাইজারবায়োএনটেক ভ্যাকসিন

মার্কিন ঔষধ কোম্পানি ফাইজার এবং তাদের অংশীদার জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক ফার্মা যৌথভাবে তৈরি করেছে ভ্যাকসিন BNT162b2। ভ্যাকসিনটি তৈরির পুরো দায়িত্বে ছিলেন বায়োএনটেক কোম্পানির প্রতিষ্ঠাতা ড.উগার শাহীন ও তার স্ত্রী ড. উজলেম তুরেসি। তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক এ মুসলিম দম্পতি মূলত ক্যান্সার সেল নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠা করেছিলেন বায়োএনটেক। প্রতি ডোজ টিকার দাম নির্ধারণ করা হয় ১৯.৫০ ডলার; বাংলাদেশি মুদ্রায় ১,৫০০ টাকার কিছু বেশি।

[৯৫% কার্যকর। পরিবহন ও সংরক্ষণ করতে মাইনাস ৭০ সেলসিয়াস (মাইনাস ৯৪ ফারেনহাইট) তাপমাত্রার প্রয়োজন। ট্রায়ালে বিশ্বে সবচেয়ে বেশি সফলতা পাওয়া ভ্যাকসিনটি অনুমোদন পেতে ২০ নভেম্বর ২০২০ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (FDA) কাছে আবেদন করা হয়।]

মডার্নার mRNA-1273

মার্কিন ওষুধ কোম্পানি মডার্নার প্রস্তুতকৃত টিকার নাম mRNA-1273। কার্যকর ৯৪.৫%। টিকাটি সাধারণ মানসম্মত ফ্রিজে ২-৮ সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন বা এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর মাইনাস ২০ সেলসিয়াস তাপমাত্রায় এটা সংরক্ষণ করা যাবে ৬ মাস। ক্রয়াদেশের পরিমাণের ওপর ভিত্তি করে সরকারের কাছে প্রতি ডোজ টিকার দাম নির্ধারণ করা হয় ২৫-৩৭ ডলার; বাংলাদেশি মুদ্রায় ২,১৮৮-৩,১৩৫ টাকা।

 সিনোভ্যাক বায়োটেক

মধ্য পর্যায়ের ট্রায়ালে সফলতা লাভ করেছে চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরিকৃত করোনার ভ্যাকসিন। ফাইজার এবং মডার্নার দুটি টিকা একই পদ্ধতিতে তৈরি করা হয়। করোনাভাইরাসের জেনেটিক কোড ব্যবহার করে তৈরি করা হয় টিকা দুটি। প্রথাগত টিকা তৈরির তুলনায় এ প্রক্রিয়ায় এ টিকা দ্রুত তৈরি করা যায়। ফাইজার ও মডার্নার টিকা সফল হলে তা সংক্রমণশীল রোগ প্রতিরোধের ইতিহাসে নতুন নজির তৈরি করবে। তাদের তৈরি করা টিকা হলো জেনেটিক ভ্যাকসিন। ইতোমধ্যে যদিও অন্যান্য রোগের প্রতিষেধক হিসেবে অনেক জেনেটিক ভ্যাকসিন ডেভেলপ করা হচ্ছে, কিন্তু মানবদেহে এ ধরনের জেনেটিক ভ্যাকসিন পুশ করার ঘটনা হবে এটিই প্রথম। ৩০ বছর ধরে জেনেটিক ভ্যাকসিন প্রযুক্তির গবেষণা হচ্ছে। এ প্রযুক্তির অন্যতমকথা হচ্ছে ভাইরাসের জিনের প্রকৃতি বদল করা কয়েক ঘণ্টার ব্যাপারমাত্র।

অক্সফোর্ডঅ্যাস্ট্রাজেনেকা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম AZD1222, যার প্রাথমিক নাম ChAdOx1 nCoV-19।

♦ ৭০-৯০% কার্যকর।

♦ সাধারণ মানের ফ্রিজে ২-৮ সেলসিয়াস তাপমাত্রায় স্থিতিশীল থাকে। ভ্যাকসিনের এক ডোজের দাম তিন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ টাকা।

গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করে Sputnik-V নামের ভ্যাকসিন।

♦ ৯৫% কার্যকর।

♦ ২-৮ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।

প্রতি ডোজ টিকা পাওয়া যাবে ১০ ডলারের কম দামে।

টিকা ক্রয়ে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকা কোম্পানির উদ্ভাবিত করোনাভাইরাসের তিন কোটি ডোজ টিকা কিনতে ৫ নভেম্বর, ২০২০ চুক্তি করে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে এনে এ টিকা সরকারকে সরবরাহ করবে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দুই ডোজ করে এ টিকা দেড় কোটি মানুষকে দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অক্সফোর্ডের এ টিকার অনুমোদন দেয়ার পরপরই বাংলাদেশে আসবে। সরকারিভাবে আনা এ টিকার ডোজ প্রতি দাম পড়বে ৫-৬ মার্কিন ডলার। করোনাভাইরাসের টিকার জন্য আগেই WHO’র COVAX গ্রুপে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। এবার প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা কেনার জন্য চুক্তি করল সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জাতীয় টিকাদান কর্মসূচির মাধ্যমে অক্সফোর্ডের টিকা পৌঁছে দেয়া হবে মানুষের কাছে। তবে প্রথম সুযোগ পাবেন চিকিৎসাকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকরা, যারা করোনা মোকাবিলায় সামনে থেকে কাজ করেন। দুই ডোজ করে দেড় কোটি মানুষকে দেয়া হবে এ টিকা। প্রতি মাসে দেয়া হবে ৫০ লাখ মানুষকে। একজনকে প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।

ICCর নতুন চেয়ারম্যান

২৪ নভেম্বর ২০২০ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC’র নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে। শশাঙ্ক মনোহরের পর ICC’র দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

প্রথম যা কিছু

■ মিসৌরিতে প্রথম নারী কৃষ্ণাঙ্গ কংগ্রেস সদস্য নির্বাচিত হন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ অধিকারকর্মী কোরি বুশ।

■ ওয়াইইউমিংয়ের প্রথম নারী সিনেটর নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী সিনথিয়া লুমিস।

■ প্রথম মুসলিম হিসেবে ওকলাহামার ৮৮তম ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদে জয়লাভ করেন ডেমোক্র্যাট প্রার্থী মৌরি তুর্নার।

■ ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন ডেমোক্র্যাট দলের ডেনিয়েলা লাভিনি কাভা।

■ যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার ও ভারমন্ট অঙ্গরাজ্যের আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তৃতীয় লিঙ্গের দুই ডেমোক্র্যাটিক প্রার্থী সারাহ ম্যাকব্রাইড ও টেলর স্মল। সারাহ ম্যাকব্রাইড ডেলাওয়ার থেকে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের সিনেটর এবং টেলর স্মল ভারমন্টের রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন। তৃতীয় লিঙ্গের কারো নির্বাচিত হওয়ার ঘটনা দুটি অঙ্গরাজ্যেই প্রথম। টেলর স্মল দেশের পঞ্চম তৃতীয় লিঙ্গের আইনপ্রণেতা।

■ নিউ মেক্সিকোর ভোটাররা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রতিনিধি হিসেবে যাদের বেছে নেয় তারা সবাই অশ্বেতাঙ্গ নারী। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে এবারই প্রথম এমন ঘটনা ঘটল। নির্বাচিত নারীরা হলেন— ডেমোক্র্যাট ডেব হাল্যান্ড ও টেরেসা লেগার ফার্নান্দেজ এবং রিপাবলিকান ওয়াইভেট্টে হেরেল।

■ ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন।

■ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৯০তম সদস্যদেশ- অ্যান্ডোরা। (রাজধানী- লা ভেলা, মুদ্রা- ইউরো)।

Leave a Reply