আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০১.২০২১

♦ ইউরোপীয় ইউনিয়ন (EU) ও যুক্তরাজ্যের মধ্যে BREXIT পরবর্তী বাণিজ্য চুক্তি কার্যকর।

♦ দুই বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে মেক্সিকো, ভারত, নরওয়ে, আয়ারল্যান্ড ও কেনিয়া।

♦ আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবুন দেশটির নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

♦ দেশের আদিবাসীদের প্রতি সম্মান জানাতে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে অস্ট্রেলিয়া।

♦ ভারত ও পাকিস্তান নিজেদের পারমাণবিক ও কৌশলগত স্থাপনা এবং বন্দি তালিকা বিনিময় করে।

♦ আফ্রিকায় বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) চুক্তি কার্যকর।

♦ ট্রাম্পের ভেটো সত্ত্বেও মার্কিন সিনেটে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) নামের ৪ হাজার কোটি ডলারের তহবিল বরাদ্দের বিল পাস।

০২.০১.২০২১

♦ করোনার কারণে যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের প্লেন চলাচল বন্ধ ঘোষণা করে তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স।

♦ মৃত্যুদণ্ড বিলুপ্ত করে আইন পাস করেছে কাজাখস্তান। প্রায় দুই মৃত্যুদণ্ডের আইন স্থগিত রাখার পর বিলে স্বাক্ষর করেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমারত তোকায়েভ।

০৩.০১.২০২১

♦ চতুর্থবারের মতো মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন ন্যান্সি পেলোসি ।

♦ ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ ও সিরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ভারত সরকার।

♦ আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশের ক্ষেত্রে জারি করা সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব।

০৪.০১.২০২১

♦ ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সাথে করা পারমাণবিক চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য লঙ্ঘন ঘটিয়ে ২০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করে ইরান।

♦ যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যস্থতায় সাড়ে তিন বছরের বেশি সময় পর কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয় সৌদি আরব।

♦ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা যাবে না বলে রায় দেন যুক্তরাজ্যের আদালত।

♦ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন চ্যাডক্স-১ প্রয়োগ শুরু করে ব্রিটেন।

০৫.০১.২০২১

♦ কাতারের সাথে প্রায় সাড়ে তিন বছরের বিরোধ মিটিয়ে সংহতি ও স্থিতিশীলতা’ চুক্তিতে স্বাক্ষর করে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) সদস্য ৬ দেশের প্রতিনিধিরা।

০৬.০১.২০২১

♦ যুক্তরাষ্ট্রের কংগ্রেস জো বাইডেনকে নতুন মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়।

♦ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। এ সময় এক নারীসহ ছয়জন মারা যায়।

০৭.০১.২০২১

♦ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইরাকের একটি আদালত।

♦ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ১০০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মিয়ানমার পুলিশ।

০৮.০১.২০২১

♦ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।

♦ করোনা আক্রান্ত হয়ে ভুটানে প্রথম কারো মৃত্যুর ঘটনা ঘটে।

♦ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের ঘাটি উদ্বোধন করেছে ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডস।

০৯.০১.২০২১

♦ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে শ্রীবিজয়া এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ৬২ জন আরোহীসহ বিধ্বস্ত হয়।

♦ করোনার টিকা নেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ।

♦ পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

১০.০১.২০২১

♦ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

♦ মার্কিন কংগ্রেসে নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি বাতিল করে একটি মার্কিন বিশ্ববিদ্যালয়।

♦ জাপানে ব্রাজিল থেকে আসা চার যাত্রীর শরীরে করোনারভাইরাসের নতুন স্ট্রেইনের খোঁজ পেয়েছে টোকিওর ভাইরোলজি ইনস্টিটিউট।

১১.০১.২০২১

♦ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয়।

♦ করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

♦ কেন্দ্রীয় সরকারের আপত্তি অগ্রাহ্য করে বিতর্কিত তিন কৃষি আইনের প্রয়োগ স্থগিত করে দেন ভারতের সুপ্রিম কোর্ট।

১২.০১.২০২১

♦ যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৪৬তম কমান্ডার ইন চিফ হিসেবে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম ঘোষণা করা হয়।

♦ করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে মালয়েশিয়ায় ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়।

♦ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল সাবাহর কাছে একযোগে ইস্তফা দিলেন দেশটির মন্ত্রিসভার সব সদস্য।

১৩.০১.২০২১

♦ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

♦ যুক্তরাষ্ট্রে ৬৭ বছর পর খুনের দায়ে দণ্ডিত এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

♦ সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটের সাইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।

♦ পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসলামফোবিয়ার বিস্তার ঠেকাতে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরির ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা।

১৪.০১.২০২১

♦ দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের ২০ বছরের সাজা বহাল রেখে চূড়ান্ত রায় প্রদান করে দেশটির উচ্চ আদালত।

♦ উত্তর কোরিয়া এক কুচকাওয়াজে সাবমেরিনচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (SLBM) প্রদর্শন করে।

♦ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার আগেই ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।

১৫.০১.২০২১

♦ ফিলিস্তিনে ১৫ বছরেরও বেশি সময় পর নির্বাচনের ঘোষণা দেন সেখানকার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

♦ শিশুকল্যাণ তহবিলের টাকা নেয়ার ক্ষেত্রে হাজার হাজার পরিবারের বিরুদ্ধে প্রতারণার ভুল অভিযোগ আনার কেলেঙ্কারিতে পদত্যাগ করে নেদারল্যান্ডস (প্রধানমন্ত্রী মার্ক রুট) সরকার।

♦ বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২০ লাখ (২০ লাখ ৫ হাজার ৫৪ জন) ছাড়িয়েছে।

১৬.০১.২০২১

♦ ভারতে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়।

১৭.০১.২০২১

♦ আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

♦ সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়।

♦ ভারতে করোনার টিকা নেয়ার পর ৪৪৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

১৮.০১.২০২১

♦ ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।

♦ ‘নিরাপত্তার হুমকি’ থাকায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে লকডাউন ঘোষণা করা হয়।

২০.০১.২০২১

♦ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন ও কমলা হ্যারিস।

♦ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ২৮ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে চীন।

২১.০১.২০২১

♦ ভারতে করোনা ভাইরাসের টিকা উৎপাদানকারী অন্যতম প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের একটি স্থাপনায় আগুন লেগে ৫ জনের মৃত্যু হয়।

২২.০১.২০২১

♦ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয়।

♦ বিশ্বের সবচেয়ে বড় মাদক গোষ্ঠীর অভিযুক্ত প্রধানকে গ্রেফতার করে নেদারল্যান্ডসের পুলিশ।

২৩.০১.২০২১

♦ যুক্তরাষ্ট্রের খ্যাতনামা টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং মারা যান।

২৪.০১.২০২১

♦ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সৌদি আরবের পবিত্র মদিনা নগরীকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি দেয়।

♦ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে নিজ দল কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।

২৫.০১.২০২১

♦ ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার শুরুর জন্য প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল।

আলোচিত বিশ্ব

রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গ ছাড়ল ৯ দেশ

• জাতিসংঘে রোহিঙ্গা প্রশ্নে ভোটাভুটি

• প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন, রাশিয়াসহ ৯ দেশ

• ভোটাভুটি থেকে বিরত ভারত, জাপানসহ ২৫ দেশ

বছর না ঘুরতেই রোহিঙ্গাসহ মিয়ানমারের সংখ্যালঘু ইস্যুতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নয়টি দেশ তাদের অবস্থান পরিবর্তন করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের কর্ম অধিবেশনে ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ—এ ৯ দেশ মিয়ানমারের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রস্তাবটির পক্ষে ১৩০টি ভোট পড়েছে। আর বিপক্ষে পড়েছে ৯টি ভোট। অথচ ২০১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুবিষয়ক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে ভোট দানে বিরত থেকে ছিল ওই ৯টি দেশ।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের শপথ

নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন। ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন। নির্বাচনে বাইডেনকে ভোট দিয়েছেন ৮ কোটি ১২ লাখের বেশি ভোটার, আর ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৪২ লাখের বেশি ভোট। নির্বাচনে বাইডেনের ঝুলিতে ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট জমা হয়েছে। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল ভোট। গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনের এই ফলাফল অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কংগ্রেসের উচ্চকক্ষের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

ঝুঁকি নিয়েও নিজের পথে যুক্তরাজ্য, শেষ হলো ব্রেক্সিট আখ্যান

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না থাকার প্রশ্নে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট হয়। গণভোটে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে ঐতিহাসিক রায় আসে ৫২ শতাংশ ব্রেক্সিটের পক্ষে, ৪৮ শতাংশ বিপক্ষে। ২০১৬ সালের ২৪ জুন পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। ১৩ জুলাই ২০১৬ থেরেসা মে ব্রেক্সিট চুক্তি কার্যকরের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালের ১০ নভেম্বর ব্রিটেনের সুপ্রিম কোর্ট সরকারের বিরুদ্ধে গিয়ে ইইউ থেকে বের হওয়ার ধারা আর্টিকেল-৫০ নিয়ে ভোট গ্রহণের নির্দেশ দেয়। তবে অনড় থেরেসা আর্টিকেল-৫০ বাস্তবায়ন করেন। এরপর ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যে শুরু হয় তুমুল তর্কবিতর্ক। রাজনৈতিক বিরোধে পেরিয়ে যায় তিন বছরের বেশি সময়। থেরেসা মের বিদায়ের পর ২০১৯ সালের জুলাইয়ে নতুন প্রধানমন্ত্রী হন বরিস জনসন। কট্টর ব্রেক্সিটপন্থী এই নেতা একই বছরের ডিসেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিপুল জয় পান। সুদৃঢ় অবস্থান নিয়ে ক্ষমতায় ফেরেন তিনি। এবার ব্রেক্সিট কার্যকরের পথ সহজ হয়ে যায়। ২০২০ সালের ৩১ জানুয়ারি আনন্দ-বেদনার মিশ্র অনুভূতির মধ্য দিয়ে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হয়। ইতি ঘটে দীর্ঘ ৪৭ বছরের সম্পর্কের। যুক্তরাজ্য থেকে নেমে যায় ইইউর পতাকা। ইইউ থেকে সরে যুক্তরাজ্যের পতাকা। অনেকটা ‘শেষ হয়ে হইল না শেষ অবস্থা। ব্রেক্সিট কার্যকরের পর ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে শুরু হয় আলোচনা। ইইউ-যুক্তরাজ্যের মধ্যকার এই আলোচনার প্রধান বিষয় ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য সম্পর্ক। এ ক্ষেত্রে একমত হওয়ার শেষ সময় নির্ধারিত হয় ২০২০ সালের ৩১ ডিসেম্বর। রূপান্তরের সময়টাও যথারীতি বন্ধুর। ইইউর সঙ্গে কিছুতেই যুক্তরাজ্যের বনিবনা হচ্ছিল না। দফায় দফায় আলোচনা কখনোবা  অচলাবস্থা এভাবে কেটে যায় মাসের পর মাস। তবু সমঝোতার দেখা নেই। এদিকে নির্ধারিত সময়সীমাও ঘনিয়ে আসে। অবস্থা এমন দাঁড়ায়, বাণিজ্য চুক্তি ছাড়াই ব্রেক্সিট বাস্তবায়নের আশঙ্কা দেখা দেয়। একদম শেষ মুহুর্তে আসে সুখবর। আসে বহুল কাঙ্ক্ষিত সমাধানের ঘোষণা। দীর্ঘ অনিশ্চয়তা ও দোলাচলের পর ২৪ ডিসেম্বর দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়। চুক্তিটি কার্যকর হয় ১ জানুয়ারি ২০২১।

ভারতে বিতর্কিত কৃষি আইন স্থগিত

ভারতে চলমান কৃষক আন্দোলন পাঁচ মাসে গড়ানোর পর দেশটির সুপ্রিম কোর্ট বিতর্কিত তিন কৃষি আইন স্থগিত করেছেন। এ ছাড়া এই আইনের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে একটি কমিটিও গঠন করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশটি আসে গত ১২ জানুয়ারি।

তুরস্কের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি সই

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের আগে ২৯ ডিসেম্বর ২০২০ তুরস্কের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ব্রিটেন। এতে করে দেশ দুটির মধ্যে ২০১৯ সাল থেকে চলমান ১৮ দশমিক ৬ বিলিয়ন ব্রিটিশ ফাউন্ডের বাণিজ্য সম্পর্ক অক্ষুণ্ন থাকবে। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুহসার পেকান ও ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রেসিডেন্ট এলিজাবেথ মেরি ট্রাস সম্মতি জ্ঞাপন করেন। এ চুক্তি বিশেষ করে দেশ দুটির মধ্যে স্টিল শিল্প, গাড়ি ও উৎপাদন খাতকে সমৃদ্ধ করবে। ১ জানুয়ারি ২০২১ ব্রেক্সিট অন্তর্বর্তীকালীন পর্ব শেষ হয়। সে বিষয়টি মাথায় রেখে ৬২টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করে যুক্তরাজ্য।

আবারো রেল চালু করবে ইরান-পাকিস্তান-তুরস্ক

ইরান, পাকিস্তান ও তুরস্ক একটি রেল লাইন পুনরায় চালু করার পরিকল্পনা করেছে। রেল লাইনটি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে ইরানের রাজধানী তোনকে সংযুক্ত করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছাবে। পরে লাইনটি চীন পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এ তিন দেশের যাত্রীবাহী রেললাইন সংযুক্ত হতে যাচ্ছে। তিন দেশের মধ্যে যে রেললাইন রয়েছে সেটি ৬,৫৪০ কিলোমিটার দীর্ঘ। সমুদ্রপথে তুরস্ক থেকে পাকিস্তানের রাজধানী পর্যন্ত পৌঁছাতে ২১ দিন সময় লাগে। আর রেলপথে লাগবে ১০ দিন। পরে এ রেলপথটি পাকিস্তান থেকে চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে পর্যন্ত বিস্তৃত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইরান যুক্ত হলে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো দেশটির জন্য অনেকটা সহজ হবে। এটি হবে ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ। নতুন রেলপথে যুক্ত হলে ইরানের অর্থনীতিও অনেকটা স্বস্তির মধ্যে থাকবে।

স্বাস্থ্যকর নগরী মদিনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সৌদি আরবের পবিত্র মদিনা নগরীকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি দেয়। WHO’র প্রতিনিধি দল শহরটি পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডে সবই এখানে বাস্তবায়ন আছে। ২০ লাখ লোকের এ পবিত্র নগরটি প্রথম ঘনবসতিপূর্ণ নগরী, যা স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি লাভ করে। নিরাপদ স্বাস্থ্যসম্মত নগর পরিসংখ্যানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দল সহায়তা করে।

সামরিক শক্তি র‌্যাঙ্কিং ২০২১

♦ প্রকাশ: জানুয়ারি ২০২১

প্রকাশক: Global Fire Power (GFP)

প্রতিবেদনের শিরোনাম: 2021 Military Strength Ranking

অন্তর্ভুক্ত দেশ: ১৩৮টি।

সূচক তৈরির পদ্ধতি: সাতটি ক্যাটাগরির ভিত্তিতে এ তালিকা করা হয়, সেগুলোর মধ্যে আবার ৬০টি সূচক প্রণয়ন করা হয়েছে। তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়।

সূচকে শীর্ষ ৫ দেশ: ১ যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত ও ৫. জাপান।

সূচকে সর্বনিম্ন ৫ দেশ: ১৩৮. ভুটান, ১৩৭. লাইবেরিয়া, ১৩৬. সোমালিয়া, ১৩৫. সিয়েরা লিওন ও ১৩৪. সুরিনাম।

সার্কভুক্ত দেশের অবস্থান: ৪. ভারত, ১০. পাকিস্তান, ৪৫. বাংলাদেশ, ৭৫. আফগানিস্তান, ৭৯. শ্রীলংকা, ১১৮. নেপাল ও ১৩৮. ভুটান।

বিশ্বের সর্বাধিক ক্ষমতাশীল দেশ

প্রকাশ: ২ জানুয়ারী ২০২১

প্রকাশক: CEOWORLD Magazine যুক্তরাষ্ট্র

প্রতিবেদনের শিরোনাম : The World’s Most Powerful countries For 2021

অন্তর্ভুক্ত দেশ: ১৯০টি

সূচক তৈরির পদ্ধতি: সাতটি ক্যাটাগরির ভিত্তিতে এ তালিকা করা হয়, সেগুলোর মধ্যে আবার ৬০টি সূচক প্রণয়ন করা হয়েছে। প্রতিটি সূচককে আবার ১-১০০-এর মধ্যে সাজানো হয়। এ সূচকগুলোর মধ্যে আবার কিছু উপসূচকও রয়েছে।

সূচকে শীর্ষ ৫ দেশ: ১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. রাশিয়া, ৪. ভারত, ৫. ফ্রান্স, ৮০. শ্রীলংকা ও ৮১. বাংলাদেশ।

সুকুক কী?

আরবি শব্দ ‘সাক’ (Sakk)-এর সুকুক (Sukuk)। কোনো দলিলে সিলমোহর লাগিয়ে কারো কাছে অধিকার ও দায়িত্ব অর্পণ করাকে সুকুক বলে। সুকুক হলো সুদবিহীন বন্ড বা ঋণপত্র।

সুকুকের প্রকারভেদ

বর্তমানে বিশ্বে বিভিন্ন ধরনের সুকুক প্রচলিত রয়েছে। এর মধ্যে রয়েছে – মুদারাবা (মুনফায় অংশীদারি) সুকুক, মুশারাকা (লাভ-লোকসান ভাগাভাগি) সুকুক, মুরাবাহা (লাভে বিক্রি) সুকুক, ইন্তিসনা (পণ্য তৈরি) সুকুক, মুসাকাত সুকুক, প্রাইভেট সুকুক, মানবকল্যাণ সুকুক ও করজ হাসানা (উত্তম ঋণ) সুকুক।

সুকুকের ইতিহাস

সপ্তম শতাব্দীতে সিরিয়ার দামেস্ক নগরীতে সুকুকের প্রথম প্রচলন হয়। ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) সহযোগী সংস্থা International Islamic Fiqh Academy সুকুক ব্যবহারকে বৈধতা দেয়। ১৯৯০ সালে মালয়েশিয়ায় আধুনিক সুকুকের প্রথম প্রচলন হয়।

রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল তৈরি

RS18 সারমাট”নামের এক নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে রাশিয়া ৬,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটি মার্কিন ভূমিতে হামলা চালানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন রুশ মিসাইলটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। দ্রুত এটিকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। পরমাণু অস্ত্রবহনে সক্ষম প্রায় ১০০ টন ওজনের এ ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়লে যে বিক্ষোরণ ঘটবে তার ফলে ফ্রান্স বা টেক্সাসের সমান এলাকা কার্যত পুড়ে যেতে পারে।

কাতারসৌদি চুক্তি

কাতারের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চুক্তি করেছে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। সৌদি আরবের আলউলা শহরে ৫ জানুয়ারি ২০২১ উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সম্মেলনে তিন বছরের এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাতারের ভূ-রাজনৈতিক সংকটের অবসান হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে সংহতি স্থিতিশীলতার চুক্তি’ বলে মন্তব্য করেন। সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের ঘনিষ্ঠতার অভিযোগে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। বন্ধ করে দেয়া হয় সব ধরনের যোগাযোগ। যদিও, তাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে কাতার।

 ‘সায়েন্স নিউজ’-এর বিচারে ১০ বিজ্ঞানীর একজন বাংলাদেশি তনিমা

‘সায়েন্স নিউজ’ নামের একটি গণমাধ্যমের বিচারে বাছাই করা ১০ বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা। কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।

সায়েন্স জেমকন সাহিত্য পুরস্কার২০২০

জেমকন সাহিত্য পুরস্কার-২০২০ পেয়েছেন কথাসাহিত্যিক মাসরুর আরেফিন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে রচিত ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পান।

আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত অপরাজিতার দুই চলচ্চিত্র

সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের মেয়ে অপরাজিতা সংগীতার দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশ শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘ছাড়পত্র’ (সেপারেশন)। ক্ল্যাসিক্যাল শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন পেয়েছে ‘রিভোল্ট’ (বিদ্রোহ) ছবিটি।

কিউই ব্যাংক লোকাল হিরো বাংলাদেশের ড. শ্যামল দাস

বাংলাদেশি ফার্মাসিস্ট ড. শ্যামল দাস নিউজিল্যান্ডের কিউই ব্যাংক লোকাল হিরো পুরস্কার পেয়েছেন। ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডনেডিনের কিউই ব্যাংকের লোকাল ম্যানেজার ম্যারি সুটোন ‘কিউই ব্যাংক লোকাল হিরো’ পুরস্কার তুলে দেন ড. শ্যামল দাসের হাতে। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি নিউজিল্যান্ডের সম্মানজনক এ পুরস্কার পেলেন। নিউজিল্যান্ডে কোভিড-১৯ মোকাবিলায় স্ব-উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরির নেতৃত্ব দিয়ে এ পুরস্কার জিতে নেন দেশটির ওটাগো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. শ্যামল দাস।

শিক্ষার্থী আরিয়া হচ্ছেন ভারতের সবচেয়ে কম বয়সী মেয়র

আরিয়া রাজেন্দ্রন হতে যাচ্ছেন ভারতের সবচেয়ে কম বয়সী মেয়র। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার রাজধানী তিরুঅনন্তপুরম পৌরসভার (ভারতে বলা হয় পুরসভা) মেয়র হতে যাচ্ছেন তিনি। তার বয়স ২১ বছর।

রাশিয়ার বাইরে রুশ টিকার প্রয়োগ শুরু

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ‘স্পুতনিক-৫’ দিয়ে গত ২৯ ডিসেম্বর ২০২০ টিকাদান কর্মসূচি শুরু করেছে ইউরোপের দেশ বেলারুশ।

দ. কোরিয়ায় কৃত্রিম সূর্য, তাপ আসল সূর্যের ছয় গুণ

সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দক্ষিণ কোরিয়ায় একটি পারমাণবিক চুল্লি সূর্যের কেন্দ্রের চেয়ে ছয় গুণের বেশি তাপমাত্রায় পৌছাতে পারে। এ কারণেই এই চুল্লিকে বলা হয় দক্ষিণ কোরিয়ার ‘কৃত্রিম সূর্য’।

গণতন্ত্র প্রতিবেদন

প্রকাশ: ডিসেম্বর ২০২০

প্রকাশক: Varieties of Democracy Institute (V-Dem), সুইডেন

প্রতিবেদনের শিরোনাম: Democracy Report 2020

অন্তর্ভুক্ত দেশ: ১৭৯টি

প্রতিবেদন অনুযায়ী: উদার গণতন্ত্র সূচক (LDI) ও নির্বাচনী গণতন্ত্র সূচকে (EDI) শীর্ষ ও সর্বনিম্ন ১০ দেশ এবং সার্কভুক্ত দেশের অবস্থান।

শীর্ষ ১০ দেশ

 

উদার গণতন্ত্র (LDI)

নির্বাচনী গণতন্ত্র (EDI)

র‌্যাংক

দেশ

দেশ

ডেনমার্ক

ডেনমার্ক

এস্তোনিয়া

এস্তোনিয়া

সুইডেন

কোস্টারিকা

সুইজারল্যান্ড

বেলজিয়াম

নরওয়ে

ফ্রান্স

বেলজিয়াম

লুক্সেমবার্গ

পর্তুগাল

স্পেন

কোস্টরিকা

সুইডেন

স্পেন

নরওয়ে

১০

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড

সর্বনিম্ন ১০ দেশ

১৭৯

ইরিত্রিয়া

সৌদি আরব

১৭৮

উত্তর কোরিয়া

ইরিত্রিয়া

১৭৭

সৌদি আরব

চীন

১৭৬

ইয়েমেন

কাতার

১৭৫

সিরিয়া

উত্তর কোরিয়া

১৭৪

চীন

সংযুক্ত আরব আমিরাত

১৭৩

বাহরাইন

বাহরাইন

১৭২

তুর্কমেনিস্তান

লাওস

১৭১

নিরক্ষীয় গিনি

ইয়েমেন

১৭০

নিকারাগুয়া প্যালেস্টাইন/গাজা

 

সার্কভুক্ত দেশের অবস্থান

দেশের নাম

উদার গণতন্ত্র (LDI)

নির্বাচনী গণতন্ত্র (EDI)

ভুটান

৬৬

৮৬

শ্রীলংকা

৭০

৭৪

নেপাল

৭২

৭৫

ভারত

৯০

৮৯

মালদ্বীপ

৯৯

৯৪

আফগানিস্তান

১২৫

১২৭

পাকিস্তান

১২৬

১২৬

বাংলাদেশ

১৫৪

১৩৯

Leave a Reply