আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০২.২০২১

♦ মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।

♦ মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সুচি ও তাঁর ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী ।

০২.০২.২০২১

♦ রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে প্যারোলের আইন ভাঙ্গার কারণে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় একটি আদালত।

♦ মিয়ানমারের সামরিক জান্তা ১১ সদস্যের State Administration Council (SAC) গঠন করে।

♦ অভিবাসী সংক্রান্ত তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

♦ বিশ্ব জলাভূমি দিবস পালিত।

০৩.০২.২০২১

♦ পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘গজনভি’ নামের নতুন এক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় পাকিস্তান।

♦ ইথিওপিয়ার আদ্দিস আবাবায় দুই দিনব্যাপী ৩৪তম আফ্রিকান ইউনিয়নের (AU) শীর্ষ সম্মেলন শুরু।

০৪.০২.২০২১

♦ সর্বসম্মতভাবে মিয়ানমারের সেনা অভ্যূত্থান প্রত্যাখ্যান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

♦ চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (CGTN)-এর লাইসেন্স বাতিল করে ব্রিটিশ সরকার।

♦ আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন উগান্ডার সাবেক বিদ্রোহী নেতা ডমিনিকা ওংয়েন।

♦ ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

০৫.০২.২০২১

♦ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া।

♦ উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় জাতিসংঘের তত্ত্বাবধানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

♦ ১৪০টির বেশি সংগঠনের জোট দ্য ক্লাইমেট কোয়ালিশন অ্যান্ড দ্য প্রিষ্টলি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেটের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২০২০ সালে বৈশ্বিক উষ্ণায়নে যুক্তরাজ্যে প্রায় ২ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।

০৬.০২.২০২১

♦ বাইডেন প্রশাসন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালে এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসের সাথে করা আশ্রয় চুক্তি Asylum Cooperative Agreement স্থগিত করে।

♦ ভারতে বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভে তিন ঘন্টার ‘চাক্কা জ্যাম’ পালিত।

০৮.০২.২০২১

♦ পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করে পোল্যান্ড, জার্মানি ও সুইডেন।

♦ পাঁচটি দেশ থেকে দত্তকে অনিয়ম পাওয়ায় বিদেশ থেকে শিশু দত্তক নেয়ায় স্থগিতাদেশ দেয় নেদারল্যান্ডস।

০৯.০২.২০২১

♦ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের জেরে দেশটির সাথে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করে নিউজিল্যান্ড।

♦ চীনের উহান শহরের গবেষণাগার থেকে করোনাভাইরাস তৈরি করা হয়েছে, এমন বিতর্কিত তথ্য নাকচ করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও), বিশেষজ্ঞরা।

১০.০২.২০২১

♦ মিয়ানমারে অভ্যুত্থানে জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশ অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

♦ মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির সামরিক জান্তা।

১১.০২.২০২১

♦ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করে চীনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা চায়না গ্লোবাল টেলিভিশন টেওয়ার্ক (CGTN)।

♦ মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংসহ শীর্ষস্থানীয় ১০ জেনারেল এবং সামরিক বাহিনী পরিচালিত অন্যতম তিন বাণিজ্যিক প্রতিষ্ঠান ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

♦ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক নতুন নির্বাহী আদেশে মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

♦ পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের আট মাস পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীন দুই দেশের সেনা সরাতে সম্মত হয়েছে।

১২.০২.২০২১

♦ ইউরোপীয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে মিয়ানমারে ‘নির্বিচারে আটককৃতদের’ মুক্তি এবং ‘নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠার’ দাবি জানিয়ে প্রস্তাব গৃহীত।

১৩.০২.২০২১

♦ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৫৭-৪৩ ভোটে দ্বিতীয়বার অভিশংসন থেকে রক্ষা পান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

♦ জাপানে ফুকুশিমা পারমানবিক বিদ্যুকেন্দ্রের কাছে ৭দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

♦ ‘নতুন বিশ্ব নতুন বেতার’- এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব বেতার দিবস পালিত।

১৪.০২.২০২১

♦ পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা মহামারি ঘোষণা করে দেশটির সরকার।

♦ নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

১৫.০২.২০২১

♦ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

১৬.০২.২০২১

♦ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নাম সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।

♦ মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জেরে সামরিক সরকারকে সতর্ক করে জাতিসংঘ।

১৮.০২.২০২১

♦ মিয়ানমারের সেনাবাহিনীর কয়েকজন জেনারেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য ও কানাডা।

♦ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA’র সর্বাধুনিক রোভার Perseverance মঙ্গল গ্রহের বিষুবরেখা এলাকার জেজেরো ক্রেটারে অবতরণ করে।

♦ সরকারের প্রতি অসন্তোষের পরিপ্রেক্ষিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মজিদ তাবোউনি পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

১৯.০২.২০২১

♦ ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ১০৭ দিন পর ঐ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করে যুক্তরাষ্ট্র।

♦ মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ তরুণী মিয়া থোয়ে থোয়ে খাইন মারা যান।

♦ ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান আনুষ্ঠানিকভাবে রাজ দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

২০.০২.২০২১

♦ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিতকরণের লক্ষ্যে সম্পাদিত Framework Agreement on Facilition of Cross-border Paperless Trade in Asia and the Pacific কার্যকর।

♦ লাদাখের গ্যাংগং থেকে ভাত ও চীনের সব সেনা প্রত্যাহার শেষ হয়।

২১.০২.২০২১

♦ মালদ্বীপের সাথে পাঁচ কোটি বা ৫০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ভারত।

২২.০২.২০২১

♦ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সাথে ইরানের চুক্তিকে দেশবিরোধী আখ্যা দিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে বিচারের প্রস্তাব পাস করে ইরানের পার্লামেন্ট।

♦ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (CDP) পাঁচ দিনব্যাপী ২৩তম ত্রিবার্ষিক পর্যালোচনা বৈঠক শুরু।

♦ চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের প্রতি দেশটির সরকারের আচরণকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা দেয় কানাডার সংসদ।

২৩.০২.২০২১

♦ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমবারের মতো শ্রীলংকা সফরে যান।

২৪.০২.২০২১

♦ কানাডার ডিহ্যাবিল্যান্ড থেকে ক্রয়কৃত নতুন তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের দ্বিতীয়টি দেশে আসে।

২৮.০২.২০২১

♦ এল সালভাদরে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত।

আলোচিত বিশ্ব

‘নোনা জলের কাব্য’ গেল গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবে

সম্প্রতি গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে রেজওয়ান শাহরিয়ারের চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’। ইউরোপের মর্যাদাপূর্ণ এ উৎসবের ‘ইঙ্গমার বার্গম্যান অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনয়ন পাওয়া ছয়টি ছবির একটি এই ছবি।

বাইডেন প্রশাসনে তিন বাঙালি:-

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে বলা হচ্ছে মার্কিন ইতিহাসের অন্যতম বৈচিত্র্যময় প্রশাসন। বিভিন্ন জাতি বংশোদ্ভূত-বর্ণ-পেশার মানুষের সমাহার ঘটানো হয়েছে প্রশাসনিক কাজ পরিচালনার দলে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন তিন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানও।

♦ হোয়াইট হাউসে জাইন সিদ্দিক

জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন জাইন সিদ্দিক। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। ৩০ বছর বয়সী তরুণ জাইন ময়মনসিংহের নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের চিকিৎসক দম্পতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকীর একমাত্র সন্তান।

♦ কৃষি মন্ত্রণালয়ে ফারাহ আহমেদ

বাংলাদেশি বংশোদ্ভূত ফারাহ আহমেদ আমেরিকার গুরুত্বপূর্ণ ইউএসডিএ (ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার), অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লি উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশের নরসিংদীর শিক্ষক দম্পতি ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদের কন্যা ফারাহ।

♦ আন্তর্জাতিক গণমাধ্যম শাখায় রুমানা

বাংলাদেশি-আমেরিকান রুমানা আহমেদ জায়গা পেয়েছেন বাইডেনের আন্তর্জাতিক গণমাধ্যম দলে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) রিভিউ প্যানেলের সাত সদস্যের অংশ হয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন তিনি। রুমানা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে বারাক ওবামার প্রশাসনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে যোগ দেন। ২০১৬ সালে ট্রাম্পের আগমনে মুসলিম হওয়ার দায়ে এবং হিজাব পরার কারণে বঞ্চনার শিকার হন তিনি। ২০১৭ সালে হোয়াইট হাউস ছেড়ে আলোচনার জন্ম দেন রুমানা।

স্বাস্থ্যকর শহরের তালিকায় মদিনা

বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) স্বীকৃতি পেয়েছে সৌদি আরবের পবিত্র শহর মদিনা। স্বাস্থ্যকর শহর হওয়ার জন্য প্রয়োজনীয় বৈশ্বিক সব মানদণ্ড অর্জন করেছে শহরটি।

নেপালের প্রধানমন্ত্রী ওলিকে দল থেকে বহিষ্কার

ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি) থেকে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে বহিষ্কার করেছে দলের আরেকটি পক্ষ। বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞানভিত্তিক প্রকাশনায় চীনের পরই ভারত

বিশ্বে গত ১০ বছরে বিজ্ঞানভিত্তিক প্রকাশনার সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে চীন। আর তৃতীয় অবস্থানে আছে ভারত। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভাগ (ডিএসটি) এমন তথ্য জানিয়েছে।

‘কোভিড টিকা পাসপোর্ট’ দিচ্ছে আইসল্যান্ড

করোনাভাইরাসের মহামারির মধ্যে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে প্রথমবারের মতো ‘টিকার সনদ’ দেওয়া শুরু করেছে আইসল্যান্ড। যেসব ব্যক্তি টিকা গ্রহণ করেছেন, তাঁদেরকেই এই ডিজিটাল সনদ দেওয়া হচ্ছে। গত ২৬ জানুয়ারি দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হতে যাচ্ছেন জ্যানেট ইয়েলেন। তিনি ২০১৪-২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। গত ১৯ জানুয়ারি কংগ্রেসে ভোটের মাধ্যমে চূড়ান্ত ‘হয় তাঁর মনোনয়নের বিষয়টি।

নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড

‘রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন মস্কোর একটি আদালত। গত ৩ ফেব্রুয়ারি বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০১৪ সালে জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে এ কারাদণ্ড দেওয়া হয়।

ফিলিস্তিনে যুদ্ধাপরাধের বিচারের সুযোগ রয়েছে : আইসিসি

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বলেছেন; ফিলিস্তিন ভূখণ্ডের যেসব অপরাধ সংঘটিত হয়েছে, বিশেষ করে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের এখতিয়ার এই আদালতের রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি আইসিসির বিচারকেরা এ সিদ্ধান্ত জানান। এর মধ্যে দিয়ে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের পথ খুলে গেল।

বেসরকারি উদ্যোগে মহাকাশযাত্রা

প্রথমবারের মতো সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন তিন ব্যক্তি। অ্যাক্সিওম স্পেস নামের মার্কিন মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠানের আয়োজনে স্পেসএক্স রকেটে মহাকাশে যাবেন তাঁরা। গত ২৭ জানুয়ারি ওই তিনজনের নাম ঘোষণা করেছে অ্যাক্সিওম স্পেস। আল-জাজিরার এক প্রতিবেদনে জানানা হয়, অ্যাক্সিওম স্পেসের ওই তিন গ্রাহক হলেন মার্কিন রিয়েল এস্টেট ও প্রযুক্তি উদ্যোক্তা ল্যারি কনর, কানাডীয় বিনিয়োগকারী মার্ক প্যাথি ও ইসরায়েলি ব্যবসায়ী আইতান স্টিবি।

মঙ্গলে আরও আছে

পৃথিবী থেকে মঙ্গলে যেতে পাড়ি দিতে হবে গড়ে ১৪ কোটি মাইল। বর্তমানে মহাকাশযানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তা দিয়ে মঙ্গল পর্যন্ত পৌঁছাতে মনুষ্যবিহীন অভিযানে ন্যূনতম সময় লাগে সাত মাস। আর মহাকাশযানে মানুষ থাকলে সময় লাগবে কমপক্ষে ৯ মাস। এই সমস্যার সমাধানে পারমাণবিক ইঞ্জিন ব্যবহারের কৌশল প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠান আলট্রা সেফ নিউক্লিয়ার টেকনোলজিস (ইউএস এনসি-টেক)। তাদের দাবি, এই প্রযুক্তি ব্যবহার করলে তিন মাসেই পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছানো সম্ভব। অর্থাৎ যাত্রার সময় কমে মঙ্গল তখন পৃথিবীর আরও কাছে চলে আসবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০৩৫ সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে চায়।

মিয়ানমারের সেনাশাসন

রোহিঙ্গা গণহত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমার ১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ৫০ বছরের বেশি সময় মিয়ানমার থেকেছে সেনাশাসনের অধীন। গত ১ ফেব্রুয়ারি আবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে।

সেনানিয়ন্ত্রিত সংবাদমাধ্যম মিয়াওয়াদ্দি নিউজের বরাত দিয়ে মিয়ানমার টাইমস জানিয়েছে, প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইং জরুরি অবস্থা চলাকালে মিয়ানমারের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে ১৯ মে ২০১৬ স্বাক্ষরিত হয় Framework Agreement on Facilitation of Cross-border Paperless Trade in Asia and the Pacific। চুক্তিটি কার্যকরের শর্ত ছিল ৫টি দেশ কর্তৃক অনুসমর্থনের তিনমাস পর কার্যকর হবে। জাতিসংঘের এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় কাগজবিহীন ইলেকট্রনিক মাধ্যমে আন্তঃদেশীয় বাণিজ্য-সংক্রান্ত তথ্য ও প্রমাণপত্র আদান-প্রদান সহজীকরণের লক্ষ্যে এ চুক্তি গ্রহণ করা হয়। ESCAP – ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে। ১৩ অক্টোবর ২০২০ বাংলাদেশ পঞ্চম দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে। এরপর ২০ ফেব্রুয়ারি ২০২১ চুক্তিটি অনুসমর্থন করে। এর আগে ২৯ আগস্ট ২০১৭ বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে।

লিবিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় জাতিসংঘের তত্ত্বাবধানে দেশটির নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হন দেশটির গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইউনুস মানফি।

ইয়েমেন যুদ্ধে মার্কিন সহযোগিতা বন্ধ

৪ ফেব্রুয়ারি ২০২১ ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নাসা প্রধানের দায়িত্বে ভারতীয়

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ হলেন ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল। ২৯ জানুয়ারি ২০২১ তাকে এই পদে নিযুক্ত করা হয়। ইঞ্জিনিয়ারিং ও মহাকাশ প্রযুক্তি নিয়ে প্রভূত অভিজ্ঞতা রয়েছে তার।

CPTPP তে যোগদানের জন্য আবেদন

৩০ ডিসেম্বর ২০১৮ কার্যকর হওয়া CPTPP বাণিজ্য চুক্তিতে যে ১১টি দেশ রয়েছে – অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। এ চুক্তির মূল উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য থাকবে।

অভ্যুত্থানের ঠিক আগে মিয়ানমারকে বিপুল অঙ্কের সহায়তা দেয় আইএমএফ

অভ্যুত্থানের ঠিক আগেই মিয়ানমারকে বড় ধরনের আর্থিক সাহায্য বা সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। কোভিড-সহায়তা প্রকল্পের অংশ হিসেবে মিয়ানমারকে নগদ দেওয়া হয়েছে ৩৫ কোটি ডলার। জরুরি সহায়তা প্যাকেজের আওতায় লেনদেনের ভারসাম্য রক্ষায় এই অর্থ পাঠিয়েছে আইএমএফ। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত নেই। এর কয়েক দিন পরই দেশটির সামরিক বাহিনী আবারও ক্ষমতা দখল করেছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা শুনানি করবে ICJ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ২০১৮ সালে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে আন্তর্জাতিক বিচারিক আদালতের (ICJ) দ্বারস্থ হয় ইরান। ইরানের অভিযোগ, এই নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে ১৯৫৫ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অর্থনৈতিক চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালে মার্কিন আইনজীবীরা আদালতে যুক্তি দেখান, বিচারিক ক্ষমতা না থাকায় এবং ICJ তৎকালীন প্রেসিডেন্ট আব্দুলকায়ি আহমেদ ইউসুফের গ্রহণযোগ্যতা না থাকায় মামলাটি ICJ’র বিচারকরা দেখেন, ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের আগে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ইরানের অভিযোগের বিচারের এখতিয়ার আদালতের রয়েছে। সে মোতাবেক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের দায়ের করা মামলা জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত (ICJ) শুনানি করতে পারবেন বলে রায় দেয়। ICJ’র ১৫ বিচারকের সংখ্যাগরিষ্ঠ অংশ ৩ ফেব্রুয়ারি ২০২১ এ রায় দেন।

প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন

২০১৫ সালের ডিসেম্বরে প্রাণ-প্রকৃতি-পরিবেশের বিপন্নতার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে COP-21 নামের সম্মেলনে প্রথমবারের মতো একটি জলবায়ু চুক্তির বিষয়ে সম্মত হন বিশ্বনেতারা। চুক্তির আওতায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির হার ২°সেলসিয়াসের নিচে রাখতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্রসহ ১৯৫টি দেশ ও সংস্থা এতে স্বাক্ষর করে। ২০ জানুয়ারি ২০১৭ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১ জুন ২০১৭ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর বিধি অনুসারে, সেই সিদ্ধান্ত ৪ নভেম্বর ২০২০ কার্যকর হয়। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন ২০ জানুয়ারি ২০২১। ঘোষণা অনুযায়ী, ঐতিহাসিক এ আনুষ্ঠানিকভাবে ঐ চুক্তিতে প্রত্যাবর্তন করে যুক্তরাষ্ট্র।

পুনরায় UNHRC তে যুক্তরাষ্ট্র

ইসরাইলের প্রতি বৈষম্যমূলক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ১৯ জুন ২০১৮ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ মানবাধিকার পরিষদ (UNHRC) থেকে যুক্তরাষ্ট্রে সদস্যপদ প্রত্যাহার করেন। ৮ ফেব্রুয়ারি ২০২১ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন ঘোষণা করেন পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্যপদে দ্রুত ফিরতে চলেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক মাতৃভাষা পদক

মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সাল থেকে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রত্যেক পদকপ্রাপ্তদের ১৮ ক্যারট মানের ১৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লক্ষ টাকা বা পাঁচ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়।

২০২১ সালের বিজয়ীরা হলেন :  

আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক : মোহাম্মদ রফিকুল ইসলাম; জাতীয় অধ্যাপক ও ভাষাসংগ্রামী এবং মথুরা বিকাশ ত্রিপুরা; নির্বাহী পরিচালক, জাবারাং কল্যাণ সমিতি, খাগড়াছড়ি।

আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক : ইসমাইলভ গুলম মিরজায়েভিচ (উজবেকিস্তান) এবং The Activismo Lenguan (Language Activism), বলিভিয়া।

মিয়ানমার

৪ জানুয়ারি:১৯৪৮ : মিয়ানমার ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। প্রধানমন্ত্রী হন উ নু।

২৯ অক্টোবর ১৯৫৮ : জেনারেল নে উইন ক্ষমতাসীন সরকারকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে।

৬ ফেব্রুয়ারি ১৯৬০ : আইনসভা নির্বাচনে উ নু’র নেতৃত্বাধীন অংশ জয়ী হয়।

২ মার্চ ১৯৬২ : নে উইন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উ নুর সরকারকে ক্ষমতাচ্যুত করেন।

৪ জুলাই ১৯৬২: নে উইন বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি | (BSPP) প্রতিষ্ঠা করেন।

২ মার্চ ১৯৭৪ : দেশটিতে নতুন সংবিধান কার্যকর হয়। নে উইন নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

৫ সেপ্টেম্বর ১৯৮৭ : মিয়ানমারে মুদ্রার অবমূল্যায়ন করা হলে দেশটির জনগণ সরকারবিরোধী আন্দোলন শুরু করে।

২৩ জুলাই ১৯৮৮ : জেনারেল নে উইন BSPP’র দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।

১৮ সেপ্টেম্বর ১৯৮৮ : জেনারেল সমংয়ের নেতৃত্বে ক্ষমতা দখল।

২৭ সেপ্টেম্বর ১৯৮৮ : অং সান সু চি’র নেতৃত্বে গঠন করা হয় ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD)।

২৭ মে ১৯৯০ : সাধারণ নির্বাচনে NLD ৪৯২টি আসনের মধ্যে ৩৯২টি আসনে জয়লাভ করে। কিন্তু সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়।

১৫ সেপ্টেম্বর ১৯৯৩: সেনা সমর্থিত রাজনৈতিক মিলিশিয়া ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (USDA) প্রতিষ্ঠা করা হয়।

৮ জুন ২০১০ : USDA ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (USDP) নাম ধারণ করে। এ দলটিই সেনাবাহিনীর দল হিসেবে পরিচিত।

১৫ আগস্ট ২০০৭- সেপ্টেম্বর ২০০৮ : জ্বালানি তেলের ওপর ভর্তুকি তুলে নিলে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে বিক্ষোভ হয়, যা Saffron Revolution নামে পরিচিত।

২৯ মে ২০০৮ : জান্তা সরকার নতুন সংবিধান অনুমোদন করে।

৭ নভেম্বর ২০১০ : সাধারণ নির্বাচনে সেনা সমর্থিত USDP’র বিজয় দাবি।

১ এপ্রিল ২০১২ : আইনসভার উপ-নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ৪৩টি আসনে সু চিসহ NLD’র প্রার্থীরা জয় লাভ করে।

৮ নভেম্বর ২০১৫: সব দলের অংশগ্রহণে ঐতিহাসিক নির্বাচনে সু চির নেতৃত্বাধীন বিরোধী NLD সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পায়।

২৫ আগস্ট ২০১৭: মিয়ানমারের রাখাইনে সেনা নির্যাতনে কয়েক লাখ সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে চলে আসে।

৮ নভেম্বর ২০২০ : আইনসভা নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়া ৪৯৮টি আসনের মধ্যে ৩৯৬টিতে বিজয়ী হয় ক্ষমতাসীন NLD এবং সেনা সমর্থিত USDP পায় ৩৩ আসন।

২৯ জানুয়ারি ২০২১ : নির্বাচনে সামরিক বাহিনীর কারচুপির অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন।

১ ফেব্রুয়ারি ২০২১ : ভোট জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।

২ ফেব্রুয়ারি ২০২১ : সামরিক জান্তা ১১ সদস্যের State Administration Council (SAC) গঠন করে।

জাহাজভাঙায় শীর্ষ দেশ

২০২০ সালে বিশ্বে ৬৩০টি জাহাজ ভাঙা হয়।

২০২০ সালে জাহাজভাঙায় শীর্ষ দেশ বাংলাদেশ ১৪৪টি জাহাজ ভেঙে সাড়ে ৬৯ লাখ টন স্ক্র্যাপ পায়। দ্বিতীয় স্থানে থাকা ভারত ২০৩টি জাহাজ ভেঙে পায় ৪৫ লাখ ১৫ হাজার টন স্ক্র্যাপ।

বৈশ্বিক সুযোগ সূচক : সার্কভুক্ত দেশের অবস্থান ১১৪ বাংলাদেশ।

বিশ্ব ভাষাচিত্র

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১। সংস্করণ: ২৪তম। প্রকাশক: Ethnologue, বিশ্বে মোট ভাষার সংখ্যা ৭,১৩৯টি। সর্বাধিক ভাষার শীর্ষ ৫টি দেশ :

১. পাপুয়া নিউগিনি (৮৪০)

২. ইন্দোনেশিয়া (৭১১)

৩. নাইজেরিয়া (৫১৭)

৪. ভারত (৪৫৬) ও

৫. যুক্তরাষ্ট্র (৩২৮)।

অবস্থান

শীর্ষ ব্যাবহৃত

মাতৃভাষার সংখ্যা অনুসারে শীর্ষ ভাষা

নাম

সংখ্যা (মিলিয়ন)

নাম

সংখ্যা (মিলিয়ন)

ইংরেজি

১,২৬৮

মান্দারিন

৯১৮

মান্দারিন

৬৩৭

স্প্যানিশ

৪৬০

হিন্দি

৬৩৭

ইংরেজি

৩৭৯

স্প্যানিশ

৫৩৮

হিন্দি

৩৪১

ফ্রেঞ্চ

২৭৭

বাংলা

২২৮

আরবি

২৭৪

পর্তুগিজ

২২১

বাংলা

২৬৫

রুশ

১৫৪

রুশ

২৫৮

জাপানি

১২৮

পর্তুগিজ

২৫২

পাঞ্জাবি

৯৩

১০

ইন্দোনেশিয়া

১৯৯

মারাঠি

৮৩

রিপোর্ট সমীক্ষা

দুনীতি ধারণা সূচক ২০২০

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১

প্রকাশক : বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)

সূচকের শিরোনাম: Curruption Perceptions Index (CPI) 2020

অন্তর্ভুক্ত দেশ : ১৮০ টি

শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ: সোমালিয়া ও দক্ষিণ সুদান; স্কোর ১২

কম দুর্নীতিগ্রস্ত দেশ: ডেনমার্ক ও নিউজিল্যান্ড; স্কোর ৮৮

উর্ধ্বক্রম ও নিম্নক্রমে সার্কভুক্ত দেশের অবস্থান

দেশ

ঊর্ধ্ব

নিম্ন

স্কোর

দেশ

ঊর্ধ্ব

নিম্ন

স্কোর

ভুটান

২৪

৫১

৬৮

নেপাল

১১৭

১৯

৩৩

মালদ্বীপ

৭৫

২৯

৪৩

পাকিস্তান

১২৪

১৭

৩১

ভারত

৮৬

২৬

৪০

বাংলাদেশ

১৪৬

১২

২৬

শ্রীলংকা

৯৪

২৪

৩৮

আফগানিস্তান

১৬৫

১৯

গণতন্ত্র সূচক

প্রকাশ : ২ ফ্রেব্রুয়ারি ২০২১

প্রকাশক : লন্ডনভিত্তিক সংস্থা The Economist Intelligence Unit (EIU)

সূচকের শিরোনাম: Democracy Index 2020

অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৬৫ দেশ ও ২টি অঞ্চল

চার শ্রেণিতে দেশ: পূর্ণ গণতন্ত্র ২৩টি; ক্রটিপূর্ণ গণতন্ত্র ৫২টি; মিশ্র বা আংশিক গণতন্ত্র ৩৫টি ও স্বৈরতন্ত্র ৫৭টি।

সূচকে শীর্ষ ৫ দেশ : ১. নরওয়ে, ২. আইসল্যান্ড, ৩. সুইডেন, ৪. নিউজিল্যান্ড ও ৫. কানাডা।

সূচকে সর্বনিম্ন ৫ দেশ: ১৬৭. উত্তর কোরিয়া, ১৬৬. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ১৬৫. মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, ১৬৪. সিরিয়া ও ১৬৩. শাদ।

সার্কভুক্ত দেশের অবস্থান

ক্রটিপূর্ণ গণতন্ত্র: ৫৩. ভারত ও ৬৮. শ্রীলংকা।

মিশ্র বা আংশিক গণতন্ত্র: ৭৬. বাংলাদেশ, ৮৪. ভুটান, ৯২. নেপাল ও ১০৫. পাকিস্তান।

স্বৈরতন্ত্র: ১৩৯. আফগানিস্তান।

ই-কমার্স সূচক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২১

প্রকাশন: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (UNCTAD)

সূচকের শিরোনাম: The UNCTAD (B2C E-commerce Index 2020)

অন্তর্ভুক্ত দেশ : ১৫২ টি

সূচকে শীর্ষ দেশ: সুইজারল্যান্ড।

সূচকে সর্বনিম্ন দেশ: নাইজার।

সার্কভুক্ত দেশের অবস্থান: ৭১. ভারত, ৯১. শ্রীলংকা, ১১৩. নেপাল, ১১৪. ভুটার, ১১৫. বাংলাদেশ, ১১৬. পাকিস্তান ও ১৪৩. আফগানিস্তান।

প্রবাসী আয়ের চিত্র

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২১

প্রকাশক: দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট

প্রবাসী আয়ে শীর্ষ দেশ: ভারত; ৭৫.৯ বিলিয়ান মার্কিন ডলার।

বাংলাদেশের অবস্থান অষ্টম: ১৯.৯ বিলিয়ান মার্কিন ডলার।

Leave a Reply