আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৩.২০২১

♦ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। দিল্লির এআইআইএমএস হাসপাতালে টিকা নেন তিনি।

♦ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত।

♦ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) প্রথম নারী ও আফ্রিকান মহাপরিচালক হিসেবে যোগ দেন নাইজেরিয়ার নগোজি ওকোঞ্জো-আইওয়েলা।

০২.০৩.২০২১

♦ রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনায় রাশিয়ার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

০৩.০৩.২০২১

♦ এ বছর পবিত্র হজ পালন করতে হলে করোনাভাইরাসের টিকা নিতে হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

♦ মিয়ানমারের একাধিক শহরে গণতন্ত্রকামী জনতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

♦ ফিলিস্তিনের কাছ থেকে দখলকৃত ভূমিতে ইসরাইল যুদ্ধাপরাধ করেছে কি-না, সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ

আদালত (ICC)।

০৪.০৩.২০২১

♦ যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলার আশঙ্কা থাকায় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্ধারিত অধিবেশন বাতিল করা হয়।

♦ নিউজিল্যান্ডের পূর্বাঞ্চলের নর্থ আইল্যান্ডে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

♦ বিশ্বজুড়ে ‘বিশ্ব জ্বালানি দক্ষতা দিবস’ পালিত।

♦ মিয়ানমারের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন বাণিজ্য দপ্তর।

০৫.০৩.২০২১

♦ হংকংয়ের নির্বাচনী কমিটিতে বড় পরিবর্তন আনতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে চীন। হংকংয়ের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে নিতে সেখানকার নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজানোর এ উদ্যোগ নিয়েছে চীন।

♦ তিনদিনের সফরে ইরাক যান রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

♦ চীনের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ন্যাশনাল পিপলস কংগ্রেসের (NPC) সপ্তাহব্যাপী বার্ষিক সম্মেলন শুরু।

০৬.০৩.২০২১

♦ করোনাভাইারাসের প্রকোপ থেকে মার্কিন অর্থনীতিকে রক্ষা করতে প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্রস্তাব পাস কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে।

♦ ভারতে বিতর্কিত তিন কৃষি আইন সংশোধনের ঘোষণা দেন দেশটির কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

♦ ইরাকের শীর্ষস্থানীয় শিয়া নেতা আয়াতুল্লাহ আলি-সিস্তানির সাথে দেশটির নাজাফে ঐতিহাসিক বৈঠক করেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

♦ পার্লামেন্টের অধিবেশনে আস্থা ভোটে জয়লাভ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

♦ মিয়ানমারের সাথে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা প্রকল্প বাতিল করে অস্ট্রেলিয়া।

০৭.০৩.২০২১

♦ মিয়ানমারে পুলিশি হেফাজতে মারা গেছেন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি)  নেতা খিন মং লাভ।

০৮.০৩.২০২১

♦ মিয়ানমারের গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়নগুলো দেশটিতে ধর্মঘট ডেকেছে। দেশটির সেনাশাসকদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেছে।

♦ দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হতার বিচার শুরু। এ মামলায়  শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে হতার অভিযোগ আনা হয়েছে।

♦ যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার বিচার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের একটি আদালতে শুরু।

♦ চীনের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে ‘ভাইরাস পাসপোর্ট’ নামে ডিজিটাল স্বাস্থ্য সনদ কর্মসূচি চালু হয়।

০৯.০৩.২০২১

♦ আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়ায় দুটি নৌকা ডুবে কমপক্ষে ৩৯ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

১০.০৩.২০২১

♦ বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৬ লাখ ছাড়িয়েছে।

♦ মিয়ানমারের সেনাপ্রধান ও সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের দুই সন্তান ও তাঁদের নিয়ন্ত্রণাধীন ছয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

♦ করোনাভাইরাসের প্রকোপ থেকে অর্থনীতিকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ বিল কংগ্রেসের চূড়ান্ত বাধা পেরিয়েছে। প্রতিনিধ পরিষদে ২২০-২১১ ভোটে বিলটি পাস হয়।

♦ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ৫০তম দিনে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তার প্রস্তাবিত ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা কর্মসূচি গৃহীত।

♦ যুক্তরাষ্ট্রের হুমকি ও একতরফা নিষেধাজ্ঞা রুখে দিতে বিশ্বের ১৭টি দেশ এক জোট হতে একমত হয়।

১১.০৩.২০২১

♦ রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নাম তাদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।

♦ ফুকুশিমা বিপর্যয়ের এক দশক পূর্তি হলো। ২০১১ সালের ১১ মার্চ জাপানে রিখটার স্কেল ৯ মাত্রার ভূমিকম্প এবং এর জেরে সুনামি আঘাত হানে। এতে সমুদ্রের পাশে অবস্থিত ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট  নামে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়।

♦ চীনের পার্লামেন্টে ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন। পরিকল্পনায় ৬০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

♦ হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা সংস্কারে একটি প্রস্তাব পাস করে চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস (NPC)।

♦ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে দুটি বিলে অনুমোদন দেয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

১২.০৩.২০২১

♦ যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে মৃত্যু হওয়া জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ।

♦ মিয়ানমারের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতার সম্পর্কস্থগিত করেছে দক্ষিণ কোরিয়া।

♦ ২০২২ সালের মধ্যে এশিয়ার বেশির ভাগ অঞ্চলে করোনাভাইরাসের ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান। যৌথ ওই প্রকল্পের আওতায় জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন সরবরাহ করা হবে।

♦ যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত ফোরাম কোয়াড্রিলেটরাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের প্রথম সম্মেলন অনুষ্ঠিত।

♦ জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

১৩.০৩.২০২১

♦ বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন অ্যানজেনকে গ্রেফতার করা হয়েছে। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ইভা মোরালেসকে ক্ষতাচ্যূত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

♦ জর্ডানে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওরবইদাত।

১৪.০৩.২০২১

♦ ইরানে সরকার পতনের ষড়যন্ত্রের দায়ে পাঁচ বছর কারাভোগের পর আরেকটি অভিযোগে ব্রিটিশ-ইরানি মানবিক সহায়তাকর্মী নাজানিন জাগহারি র‌্যাটক্লিফের বিচার শুরু।

♦ সৌদি আরবে সংস্কার করা শ্রম আইন কার্যকর। এর ফলে দেশটিতে ৭০ বছর ধরে বিদেশি শ্রমিকদের জন্য বিদ্যমান ‘কাফালা’ পদ্ধতির বিলুপ্তি ঘটে।

♦ ইউরোপের প্রথম কোনো দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস চালু করে কসোভো।

১৫.০৩.২০২১

♦ করোনা মহামারিতে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী বদল করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসনারো। আজ দেশটির হৃদরোগবিশেষজ্ঞ মারসেলো কোয়েরোগাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার কথা ঘোষণা দেন।

♦ সিরিয়া গৃহযুদ্ধের এক দশক পূর্তি।

১৬.০৩.২০২১

♦ যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডেব হাল্যান্ড।

১৭.০৩.২০২১

♦ ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) পাঠানো চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ইসরাইল।

১৯.০৩.২০২১

♦ তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সামিয়া সুলুহু হাসান।

♦ বেআইনিভাবে অর্থ পাচারের দায়ে মালয়েশিয়ার আদালত উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার নির্দেশ দেয়ায় মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় উত্তর কোরিয়া।

♦ নারীর প্রতি সহিংসতা মোকাবিলা এবং সুরক্ষার জন্য বাধ্যতামূলক একটি চুক্তি থেকে বেরিয়ে যায় তুরস্ক।

২০.০৩.২০২১

♦ তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাসি আগবালকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

২১.০৩.২০২১

♦ কঙ্গো প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত।

২২.০৩.২০২১

♦ মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন হ্লাইংসহ দেশটির ১১জন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন (EU)।

২৩.০৩.২০২১

♦ ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত।

♦ চীনের জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা।

আলোচিত বিশ্ব

বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্য নির্বাচিত

আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গত ৫ মার্চ, ২০২১ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১ জানুয়ারি, ২০২১ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত চার বছর মেয়াদে এই পরিষদ কাজ করবে। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত জ্যামাইকার রাজধানী কিংষ্টনে।

জাতিসংঘ মিশনে যাচ্ছেন চার নারী বিচারক

প্রথমবারের মতো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ‘জুডিশিয়াল এক্সপার্ট’ বা বিচারবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের অধস্তন আদালতের চার নারী বিচারক।

কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার বাংলাদেশের ফয়সাল

কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ ফয়সাল ইসলাম। একই সংঙ্গে তিনি এশিয়া অঞ্চলে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডও জিতেছেন। গত ১০ মার্চ এ পুরস্কার ঘোষণা করেছে কমনওয়েলথ সচিবালয়।

জাতিসংঘকে যৌথ চিঠি:- মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ১৩৭ এনজিওর

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলার প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে অস্ত্র নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে ৩১টি দেশের ১৩৭টি বেসরকারি সংস্থা (এনজিও)। গত ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘের কাছে লেখা এক যৌথ চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে।

হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের অধিবেশন স্থগিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে উগ্রবাদী হামলার হুমকির কারণে কংগ্রেসের অধিবেশন এক দিনের জন্য স্থগিত করা হয়। ক্যাপিটল পুলিশের তথ্যমতে, উগ্রবাদী মিলিশিয়ারা গত ৪ মার্চ ক্যাপিটল হিলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছিল।

ফেসবুক-গুগল নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঐতিহাসিক আইন পাস

সংবাদ আধেয় প্রকাশের জন্য স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে ফেসবুক-গুগলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ন্টদের অর্থ দেওয়ার বিধি রেখে আইন পাস করেছে অষ্ট্রেলিয়া।

লাল গ্রহের বুকে সফল অবতরণ

সাত মাসের যাত্রাপথ পেরিয়ে রুদ্ধশ্বাস অপেক্ষার পর নিরাপদেই মঙ্গলের বুকে নেমেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার পারসেভারেন্স। গত ১৯ ফেব্রুয়ারি গ্রিনিচ মান সময় রাত ৮টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে) এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।পৃথিবী থেকে মানুষ অবশ্য পারসেভারেন্সের সফল অবতরণের বিষয়টি জানতে পেরেছে প্রায় ১১ মিনিট পর।

নিউইয়র্ক ফেড থেকে শতকোটি ডলার সরানোর চেষ্টা মিয়ানমার জান্তার

ক্ষমতা দখলের এক দিন পরই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (এফআরবিএনওয়াই) থেকে ১০০ কোটি ডলার সরিয়ে নেওয়ার টেষ্টা করেছিল মিয়ানমারের জান্তা সরকার।

ওরাংওটাংকেও দেওয়া হলো করোনার টিকা

বিশ্বে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানুষ ছাড়া অন্য প্রাণীর শরীরে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ডিয়োগা চিড়িয়াখানায় চারটি ওরাংওটাং ও পাঁচটি বোনোবোসকে টিকা দেওয়া হয়েছে বলে গত ৪ ফেব্রুয়ারি জানানো হয়েছে।

ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্ত শুরু আইসিসির

ফিলিস্তিনের এলাকায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত গত ৩ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে আদালতের এই পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট ও ইসরায়েল।

গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২১

৭৮তম গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২১ মহামারিকালের নতুন স্বাভাবিকে বিশ্বের মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বিখ্যাত বেভারলি হিল্টন হোটেলের লাউঞ্জে।

একনজরে সেরার পুরস্কারগুলো

♦ সেরা সিনেমা (ড্রামা): নোম্যাডল্যান্ড

♦ সেরা অভিনেত্রী (ড্রামা): অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে)

♦ সেরা অভিনেতা (ড্রামা): চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম)

♦ সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি) : বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম

♦ সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : রোজামুন্ড পাইক (আই কেয়ার আ লট)

♦ সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : সাচা ব্যারোন কোহেন (বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম)

নারী ও শিশুদের জন্য তথ্যচিত্র নির্মাণে মালালা

নারী ও শিশুদের জন্য নাটক ও তথ্যচিত্র নির্মাণে অ্যাপল টিভি প্লাসের সঙ্গে চুক্তি করেছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই।

ভাইরাস পাসপোর্ট চালু করল চীন

চীনের ভেতরে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য স্বাস্থ্যসনদ পরিদর্শনের একটি কর্মসূচি চালু করেছে দেশটি। একে বলা হচ্ছে ‘ভাইরাস পাসপোর্ট’।

জাপান অলিম্পিকে মশাল বহন করবেন ১১৮ বছর বয়সী কানে তানাকা

চলতি বছরের মে মাসে জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক গেমস। এ বছর অলিম্পিকে মশাল বহন করবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৮ বছর বয়সী কানে তানাকা।

বৈদেশিক মুদ্রার মজুত এখন নতুন উচ্চতায়

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ, তথা মজুত ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। করোনার মধ্যে জোরগতিতে প্রবাসী আয় আসায় এবং পণ্য রপ্তানিতে বড় আকারে ধস না নামায় বিজার্ভ বেড়েই চলছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়। বাংলাদেশ ব্যাংকে গত ২৪ ফেব্রুয়ারি দিন শেষ রিজার্ভের পরিমাণ দাঁড়ায়  ৪ হাজার ৪০২ কোটি ৮০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায ৩ লাখ ৭৪ হাজার ২৩৮ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এই রিজার্ভ দিয়ে দেশের কমপক্ষে ৮ মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব।

 ‘এক্সক্লুসিভ ১০০ বিলিয়ন ডলার ক্লাবে এখন বাফেট

অবশেষে ১০০ বিলিয়ন ডলার সম্পদের তালিকায় ঢুকলেন মার্কিন বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট।

বাংলাদেশ-ভারত যান চলাচলে ৬৭% আয় বাড়বে ঢাকার

বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরবচ্ছিন্ন পণ্যবাহী যান চলাচল চালু করা গেলে ঢাকা সবচেয়ে বেশি লাভোবান হবে। এই জেলার প্রকৃত আয় বাড়বে ৬৭ শতাংশ। এরপরই চট্টগ্রামের আয় বাড়বে। জেলাটির প্রকৃত আয় ৫৯ শতাংশ বাড়বে।

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। ১৭ মার্চ ২০২১ দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর ১৯ মার্চ ২০২১ দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন।

বৈশ্বিক সামরিক প্রতিবেদন

প্রকাশ: ২১ মার্চ ২০২১

প্রকাশক: প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট Military Direct

আন্তর্ভুক্ত দেশ: ১৪০টি

সূচক অনুযায়ী

সামরিক শক্তিতে শীর্ষ ৫ দেশ : ১. চীন, ২. যুক্তরাষ্ট্র, ৩. রাশিয়া, ৪. ভারত ও ৫. ফ্রান্স।

সামরিক ব্যয়ে শীর্ষ ৫ দেশ: ১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. ভারত, ৪. রাশিয়া ও ৫. সৌদি আরব।

সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশ ৪৫তম

বৈশ্বিক নারী নির্যাতন প্রতিবেদন

প্রকাশ : ৯ মার্চ ২০২১

প্রকাশক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

অন্তর্ভুক্ত দেশ: ১৬১টি দেশ ও অঞ্চল

প্রতিবেদনের শিরোনাম : Violence against women

যেভাবে তৈরি: ২০০০-২০১৮ সালে পর্যন্ত নারী নির্যাতনের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী

বিশ্বের যে পাঁচ দেশে স্বামী বা সঙ্গীর হাতে নারী নির্যাতন বেশি হয় – ১. কিরিবাতি (৫৩%), ২. ফিজি (৫২%), ৩. পাপুয়া নিউগিনি (৫১%), ৪. বাংলাদেশ ও সলোমন দ্বীপপুঞ্জ (৫০%) এবং ৫. কঙ্গো ও ভানুয়াতু (৪৭%)।

 

ইন্টারনেটের মান সূচক

প্রকাশ: ফেব্রুয়ারি ২০২১

প্রকাশক: ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) প্রোভাইডার সার্ফশার্ক (Surfshark)।

অন্তর্ভুক্ত দেশ: ৮৫টি

প্রতিবেদনের শিরোনাম: Internet Quality Index 2020

ইন্টারনেটের মান বিবেচনায় সূচক অনুযায়ী

শীর্ষ ৫ দেশ ও স্কোর: ১. সিঙ্গপুর (০.৯৪৭); ২. সুইডেন (০.৮৭২); ৩. নেদারল্যান্ডস (০.৮৭১); ৪. নরওয়ে (০.৮৬৫) ও ৫. ডেনমার্ক (০.৮৫৩)।

সর্বনিম্ন ৫ দেশ ও স্কোর: শ্রীলংকা (০.৪৫৭); ২. ফিলিপাইন (০.৪৭৪); ৩. আলজেরিয়া (০.৪৮৬); ৪. পেরু (০.৪৯২) ও ৫. নাইজেরিয়া (০.৪৯৫)।

বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি চিত্র

প্রকাশ: ১৫ মার্চ ২০২১

প্রকাশক: Stockholm International Peace Research Institute (SIPRI); সুইডেন

অন্তর্ভুক্ত দেশ: রপ্তানিতে ২৫টি এবং আমদানিতে ৪০টি

প্রতিবেদনের শিরোনাম: Trends in International Arms Transfers, 2020

প্রতিবেদন অনুযায়ী ২০১৬-২০ সালে

অস্ত্র রপ্তানিতে শীর্ষ ৫ দেশ (%) : ১. যুক্তরাষ্ট্র (৩৭), ২. রাশিয়া (২০), ৩. ফ্রান্স (৮.২), ৪. জার্মানি (৫.৫) ও ৫. চীন (৫.২)।

অস্ত্র আমদানিতে শীর্ষ ৫ দেশ (%): ১. সৌদি আরব (১১), ২. ভারত (৯.৫), ৩. মিসর (৫.৮), ৪, অস্ট্রেলিয়া (৫.১) ও ৫. চীন (৪.৭)।

আমদানিতে সার্কভুক্ত দেশের অবস্থান (%): ২. ভারত (৯.৫), ১০. পাকিস্তান (২.৭), ২২. বাংলাদেশ (১.২) ও ৩৫. আফগানিস্তান (১.০)।

বৈশ্বিক ধনীর তালিকা

প্রকাশ: ২ মার্চ ২০২১

প্রকাশক: চীনা প্রতিষ্ঠান Hurun

প্রতিবেদনের শিরোনাম: Hurun Global Rich List 2021

বিশ্বে বিলিয়নিয়ার ৩,২২৮ জন।

শীর্ষ ৫ ধনী

নাম

সম্পদ (US$bn)

মূল কোম্পানি

ইলন মাস্ক (দ. আফ্রিকা)

১৯৭

Tesla

জেফ বেজস (যুক্তরাষ্ট্র)

১৮৯

Amazon

বার্নড আর্নল্ট (ফ্রান্স)

১১৪

LVMH

বিল গেটস (যুক্তরাষ্ট্র)

১১০

Microsoft

মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র)

১০১

Facebook

 

বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক

শীর্ষ ৫ দেশ: ১. ফিনল্যান্ড, ২. আয়ারল্যান্ড, ৩. নেদারল্যান্ডস, ৪. অস্ট্রিয়া ও ৫. চেক প্রজাতন্ত্র।

সর্বনিম্ন ৫ দেশ: ১১৩. ইয়েমেন, ১১২. সুদান, ১১১. জাম্বিয়া, ১১০. মালাবি ও ১০৯. সিয়েরা লিওন।

সার্কভুক্ত দেশের অবস্থান: ৭১. ভারত, ৭৫. শ্রীলংকা, ৭৭. নেপাল, ৮০, পাকিস্তান ও ৮৪. বাংলাদেশ।

বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২১।

প্রকাশক: সুইজাল্যান্ড ভিত্তিক সংস্থা IQ Ari।

অন্তর্ভুক্ত দেশ: ১০৬টি।

প্রতিবেদন শিরোনাম: 2020 World Air Quality Report: Region & City PM2.5 Ranking

যেভাবে প্রতিবেদন তৈরি: ২০২০ সালের Particulate matter (PM2.5) বা বস্তুকণার ২.৫ মানের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ও শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী

শীর্ষ দূষিত শহর: হোতান, চীন।

বায়ু দূষণে শীর্ষ ৫ দেশ: ১. বাংলাদেশ, ২. পাকিস্তান, ৩. ভারত, ৪. মঙ্গোলিয়া ও ৫. আফগানিস্তান।

শীর্ষ ৫ দূষিত রাজধানী: ১. দিল্লি, ভারত; ২. ঢাকা, বাংলাদেশ; ৩. উলানবাটোর, মঙ্গোলিয়া; ৪. কাবুল, আফগানিস্তান ও ৫. দোহা, কাতার।

গণতন্ত্র সূচক

প্রকাশ: মার্চ ২০২১।

প্রকাশক: সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট (ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি ইনস্টিটিউট)।

অন্তর্ভুক্ত দেশ: ১৭৯টি

সূচকের শিরোনাম: Democracy Report 2021: Autocratization Turns Viral

ছয় সূচকে শীর্ষ-সর্বনিম্ন এবং বাংলাদেশের অবস্থান

সূচক

শীর্ষ দেশ

সর্বনিম্ন দেশ

বাংলাদেশ

উদার গণতন্ত্র

ডেনমার্ক

ইরিত্রিয়া

১৫৪তম

নির্বাচনী গনতন্ত্র

ডেনমার্ক

সৌদি আরব

১৩৮তম

লিবারেল কম্পোনেন্ট

ডেনমার্ক

ইরিত্রিয়া

১৬১তম

সমতাবাদী উপাদান

ডেনমার্ক

ইয়েমেন

১৭৬তম

অংশগ্রহণমূলক উপাদান

সুইজারল্যান্ড

ইরিত্রিয়া

১৪৩তম

সুচিন্তিত মতামত প্রদান

নরওয়ে

নিকারাগুয়া

১৫৮তম

 

নিউইয়র্ক পুলিশের অক্সিলারি লেফটেন্যান্ট

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে প্রথম অক্সিলারি লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান সৈয়দ এনায়েত আলী। ৯ মার্চ ২০২১ আনুষ্ঠানিকভাবে তাকে পদোন্নতি দেওয়া হয়।

ISAর কাউন্সিল সদস্য বাংলাদেশ

জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের আওতায় বিশ্বের সকল মানুষের কল্যাণে আন্তর্জাতিক সমুদ্র-তলদেশ এলাকায় খনিজসম্পদ সম্পর্কিত সব ধরনের কার্যক্রম সংগঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ (ISA)। ৩৭টি দেশ নিয়ে গীঠত ISA’র সদর দপ্তর অবস্থিত জ্যামাইকার রাজধানী কিংস্টনে। সম্প্রতি বাংলাদেশ ISA’র পর্ষদ সদস্য নির্বাচিত হয়। ১ জানুয়ারি ২০২১-৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কাজ করবে এ পর্ষদ। বাংলাদেশ বর্তমানে ISA’র কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।

বিশ্বব্যাপী ব্যবহৃত COVID-19 ভ্যাকসিন

বিশ্বে করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন ১২টি ভ্যাকসিন নেতৃত্ব দিচ্ছে। নিউইয়র্ক টাইমসের ভ্যাকসিন ট্রাকারের তথ্যানুসারে ব্যবহার হওয়া ভ্যাকসিনের মধ্যে ছয়টি অনুমোদিত হিসেবে ব্যবহার হচ্ছে। দুটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বাকি চারটি বিশ্বের বিভিন্ন সংস্থা, দেশ বা সরকার তাদের জনগণের ওপর প্রয়োগের অনুমতি দিয়েছে।

জরুরি প্রয়োজনে ব্যবহারে অনুমোদিত বা পূর্ণ ব্যবহারের জন্য অনুমোদিত ১২ ভ্যাকসিন।

Leave a Reply