কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৪.২০২১
♦মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে সহিংসতা ও কয়েক’শ বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
♦শ্রীলংকার আয়োজনে BIMSTEC’র ১৭তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত।
♦মাসব্যাপী রাজনৈতিক সংকট শেষে অর্থমন্ত্রী এডওয়ার্ড হেগারকে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন স্লোভাক প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা।
♦ভিডিও কনফারেন্সের আদালতে হাজিরা দিয়েছেন মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সেলর অং সান সু চি।
♦সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে প্রচুর উপকার হবে, তবে পদক্ষেপটি শান্তি প্রক্রিয়া অগ্রগতির উপর নির্ভর করছে।
♦হংকংয়ে দুই বছর আগে অবৈধ সমাবেশের অভিযোগে শীর্ষ সাত গণতন্ত্রপন্থীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সেখানকার ‘মিডিয়া মোগল’ খ্যাত জিমি লাই ও শীর্ষ আইনজীবী মার্টিন লি।
০২.০৪.২০২১
♦আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) দুই কর্মকর্তার ওপর ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরীর এ সংক্রান্ত নির্বাহী আদেশ বাতিল করেন।
♦মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ‘গেরিলা’র আদলে প্রতিরোধের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।
♦তাইওয়ানের পূর্বাঞ্চলের একটি টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক মানুষ নিহত।
০৩.০৪.২০২১
♦Golden Parade বা সোনালি শোভাযাত্রার মাধ্যমে কয়েক হাজার বছর আগের ২২ জন শাসকের মমি মিসরের রাজধানী কায়রোর বিখ্যাত জাদুঘর ইজিপসিয়ান মিউজিয়াম থেকে নতুন জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপসিয়ান সিভিলাইজেশনে স্থানান্তর করা হয়।
♦ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২২ সদস্য নিহত হয়েছেন।
০৪.০৪.২০২১
♦ইসরাইলের আদালতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু।
♦মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভে সমর্থন দেয় দেশটির বৃহৎ ১০টি বিদ্রোহী গ্রুপ।
♦কসোভোর পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন ভিজোসা ওসমানি। তিনি যুদ্ধোত্তর কসোভোর পঞ্চম এবং দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।
♦খ্রিষ্টধর্মের পবিত্র উৎসব ইস্টার সানডে পালিত।
০৫.০৪.২০২১
♦ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এনগুয়েন হুয়ান ফুক।
♦ছয় বছর করে আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ রেখে করা আইনে চূড়ান্ত অনুমোদন দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
০৬. ০৪.২০২১
♦পরমাণু সমঝোতা ইস্যুতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পরাশক্তি দেশগুলোর মধ্যে বৈঠক অুষ্ঠিত। ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তিতে যুক্তরাষ্ট্রকে কীভাবে ফিরিয়ে আনা যায় মূলত সেটা নির্ধারণ করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
♦করোনা মহামারির কারণে প্রথম দেশ হিসেবে টোকিওতে অনুষ্ঠিতব্য ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় উত্তর কোরিয়া।
♦আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত।
♦টিকার উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি জারি রাখতে পুনের সেরাম ইনস্টিটিউটের তিন হাজার কোটি রূপি প্রয়োজন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আদর পুনাওয়ালা।
০৭.০৪.২০২১
♦যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দেশটির জান্তা সরকার।
♦ ‘সকলের জন্য ন্যায্য, স্বাস্থ্যসম্মত বিশ্ব গড়ে তোলা’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।
♦ফিলিস্তিনিদের অর্থসহায়তা আবারও চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রিক সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি।
০৮.০৪.২০২১
♦নির্বিচারে গুলিবর্ষণ বা প্রাণঘাতী বন্দুক হামলা ঠেকাতে নতুন ৬টি নির্বাহী আদেশে স্বাক্ষরের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
♦নীলনদের পূর্ব পাড়ের নগরী লুক্সরের কাছে Lost Golden City আবিষ্কারের ঘোষণা দেন মিসরের প্রত্নতাত্ত্বিক মিশনের প্রধান জাহি হাওয়াজ।
০৯.০৪.২০২১
♦ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের জীবনাবসান।
♦দক্ষিণ কোরিয়া নিজস্ব উদ্ভাবিত সুপারসনিক জেট যুদ্ধবিমান KF-21 উন্মুক্ত করে।
♦করোনাভাইরাসের সংক্রমণের কারণে আরোপিত সামাজিক দূরত্বের বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করা হয়েছে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন।
১০.০৪.২০২১
♦ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট
হাসান রুহানি।
♦তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেন-রাশিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
১১.০৪.২০২১
♦আফ্রিকান দেশ শাদ ও বেনিনে প্রেসিডেন্ট নির্বাচন এবং দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত।
♦ করোনাভাইরাস প্রতিরোধে টিকা উৎপাদন করার ঘোষণা দেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।
♦অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘সেরোজা’।
♦যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপেলিস শহরের উপকণ্ঠ ব্রুকলিনে পুলিশের গুলিতে ‘দাস্তে রাইট’ নামের এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত। (২০২০ সালে মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে নিহত হন জর্জ ফ্লয়েড)
১২.০৪.২০২১
♦সিরিয়ার বাশার-আল আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তসরকার সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)।
১৩.০৪.২০২১
♦করোনার তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার তৈরি Sputnik V ভ্যাকসিনের অনুমোদন দেয় ভারত সরকার।
♦ফুকুশিমা পরমাণু কেন্দ্রের দূষিত পানি শোধন করে সাগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান।
১৪.০৪.২০২১
♦ডিজিটাল মুদ্রা বিনিময় সিস্টেম ‘কয়েনবেস’ ওয়ালট্রিটে লেনদেন শুরু করে।
♦দুর্নীতির দায়ে জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ত্রিকের আট বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
♦যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ দান্তে রাইট নিহত হওয়ার ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা কিম পটারকে অভিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার বা’সেকেন্ড ডিগ্রি’ খুনের অভিযোগ আনা হয়েছে।
♦ যুক্তরাষ্ট্রের দীর্ঘতম আফগান যুদ্ধ অবসানের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
১ মে থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে মার্কিন সৈন্যরা।
১৫.০৪.২০২১
♦ ব্রাজিলের সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্জ দেশটির সাবেক বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলবার সাজা বাতিল করেন।
♦২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, ইউক্রেন সীমান্তে উত্তেজনা ছড়ানোসহ
নানা অভিযোগে রাশিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
১৬.০৪.২০২১
♦মিয়ানমারে জান্তাবিরোধী ছায়া সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’; গঠন করে দেশটির সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সংসদ সদস্য, জান্তারিরোধী ও জাতিগত সংখ্যালঘু নেতাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি।
♦মিয়ানমারে জান্তা সরকারকে রুখতে বিরোধীরা জাতীয় ঐক্যের সরকার গঠন করেছে।
১৭.০৪.২০২১
♦রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করে ইউরোপীয় দেশ ও EU’র সদস্য চেক প্রজাতন্ত্র। ২০১৪ সালে দেশটির গোলাবারুদের ডিপোতে বিস্ফোরনের ঘটনার রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে জড়িত থাকার সন্দেহে এসব কূটনীতিককে বহিষ্কার করা হয়।
♦আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছয় মাসের মিশন শেষে পৃথিবীতে ফিরে আসেন দুই রাশিয়ান মহাকাশচারী সের্গেই রিজকভ ও সের্গেই কুড-সেভসকভ এবং মার্কিন গবেষণা সংস্থার (নাসা) মহাকাশচারী কেট রুবিনস।
১৮.০৪.২০২১
♦জলবায়ু সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র-চীন।
♦‘জটিল অতীত, বৈচিত্র্যময় ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে একযোগে ‘বিশ্ব
ঐতিহ্য দিবস’ পালিত। ১৯৮৩ সাল থেকে ইউনেসকোর মাধ্যমে দিবসটি পালন
করা হয়।
♦জলবায়ু পরিবর্তনের বিষয়ে শক্তিশালী প্রতিশ্রুতির ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে।
১৯.০৪.২০২১
♦ফিদেল কাস্ত্রোর ছোট ভাই রাউল কাস্ত্রোর কিউবার কিমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি থেকে সরে দাঁড়ানোর মাধ্যমে কিউবায় ছয় দশকের কাস্ত্রো যুগের অবসান ঘটে।
♦মঙ্গলের আকাশে প্রথমবারের মতো উড়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হেলিকপ্টার ‘ইনজেনুইটি’।
♦বিশ্বখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইতালির আলেসান্দ্রা গ্যালোনি।
♦ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
২০.০৪.২০২১
♦কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যা মামলায় সাবেক পুলিশ অফিসার ডেরেক শাউভিনকে দোষী সাব্যস্ত করে রায়
ঘোষণা করে মার্কিন ১২ সদস্যের জুরি।
২১.০৪.২০২১
♦ধর্মের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিরেুদ্ধে দেশটির প্রতিনিধি পরিষদে ২১৮-২০৮ ভোটে ‘নো ব্যান অ্যাক্ট’ বিল পাস।
♦সৌদি আরবে অস্ত্র বিক্রিতে লাগাম টানতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৩৫০-৭১
ভোটে বিল পাস।
২২.০৪.২০২১
♦বাংলাদেশসহ বিশ্বের ৪০ জন রাষ্ট্রনেতার ভার্চুয়াল অংশগ্রহণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদোগে দু’দিনব্যাপী Leaders Summit On Climate শুরু।
♦ ‘আমাদের ধরিত্রী পুনরুদ্ধার করি’-এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ধরিত্রী দিবস পালিত। ১৯৭০ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।
♦এশিয়ানদের বিরুদ্ধে সংহিসতা রোধে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৯৪-১ ভোটে বিল পাস।
২৩.০৪.২০২১
♦বিশ্ব পুস্তক ও কপিরাইট দিবস পালিত।
২৪.০৪.২০২১
♦মিয়ানমার ইস্যুতে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত।
♦ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুথলাপতি ভেংকট (এনভি) রামানা।
♦মিয়ানমারে শান্তি ফেরাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ গুলোর জোট ‘সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর বৈঠক অনুষ্ঠিত।
♦২১ এপ্রিল, ইন্দোনেমিয়ার বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় ৫৩ জন নাবিক সহ ‘কেআরআই
নানগালা-৪০২’ নামে দেশটির নৌবাহিনীর নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ উদ্ধার।
২৫.০৪.২০২১
♦আলবেনিয়ায় পার্লমেন্ট নির্বাচন অনুষ্ঠিত।
আলোচিত বিশ্ব
সৌদির স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত
সৌদ আরবের স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত। বিভিন্ন দেশেল সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ইত্যাদি বিষয়ে পড়ানোর পরিকল্পনা নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে সৌদির শিশুরা পড়বে রামায়ণ-মহাভারত। গত ২৩ এপ্রিল ২০২১ ‘ইন্ডিয়া টুডের’ এক প্রতিবেদনে বলা হযেছে, সৌদি যুবরাজের পরিকল্পনা অনুযায়ী, সৌদি আরবের প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এ পরিকল্পনার কেতাবি নাম ‘ভিশন ২০৩০’। পাঠ্যসূচিতে বিভিন্ন দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে স্কুলপড়ুয়াদের প্রাথমিক ধারণা দেওয়া হবে বলে জানা গেছে। ভিশন ২০২০-এ ইংরেজি ভাষা শিক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে।
ফিলিস্তিনি সহায়তা পুনরায় চালু, দ্বিরাষ্ট্র সমাধানেরও আহ্বান বাইডেনের
সম্প্রতি ফিলিস্তিনিদের আবার সহায়তা দেওয়া শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে
দ্বিরাষ্ট্র সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সহায়তা হিসেবে সাড়ে ২৩ কোটি মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৫ কোটি ডলার জাতিসংঘ সংস্থায়, সাড়ে ৭ কোটি পশ্চিম তীর ও গাজার অর্থনীতি ও উন্নয়ন সহায়তা হিসেবে এবং শান্তি স্থাপন প্রচেষ্টার জন্য ১ কোটি ডলার দেবে।
ভয়ংকর ‘ক্যাম্প-সেভেন’ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র
কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের গোপন শিবির ‘ক্যাম্প-সেভেন’ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ওই শিবিরের সব বন্দীকে কারাগারের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টে প্রকাশিত খবরে বলা হযেছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাউথ কমান্ড গত ৪ এপ্রিল ২০২১ একটি বিবৃতিতে বলেছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বন্দী স্থানান্তর সম্পন্ন হয়েছে।
শীর্ষ স্থানের দিকে এগোচ্ছে চীন
২০২১ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করেছে চীন। ২০২০ সালে কোভিডের মধ্যেও তারা ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্পোৎপাদন বেড়েছে ৩৫ দশমিক ১ শতাংশ। এই পরিস্থিতির ভিত্তিতে বিশ্লেষকেরা বলছেন, ২০২১ সালের প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার ১৫-২০ শতাংশে উঠতে পারে। তাতে বার্ষিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে কোভিডের মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্রকে আরেক দিক থেকে ছাড়িয়ে গেছে চীন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) তথ্যানুসারে, ২০২০ সালে চীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ১৬ হাজার ৩০০ কোটি ডলারের। আর সে বছর যুক্তরাষ্ট্রে এফডিআই এসেছে ১৩ হাজার ৪০০ কোটি ডলার। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে এফডিআই এসেছিল ২৫ হাজার ১০০ কোটি ডলার, যেখানে সে বছর চীনে এসেছিল ১৪ হাজার কোটি ডলার। তবে নতুন বিনিয়োগে চীন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিলেও সামগ্রিকভাবে বৈদেশিক বিনিয়োগে যুক্তরাষ্ট্র এখনো চীনের চেয়ে এগিয়ে। নতুন এফডিআইয়ে শীর্ষ স্থানে ওঠাঁর অর্থ হচ্ছে, চীন এখন বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা। বিশ্বের বিভিন্ন দিশের যেসব কোম্পানি অন্য দেশে ব্যবসা করতে চায়, তাদের প্রথম লক্ষ্য এখন চীন। যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) এক প্রতিবেদনের তথ্যমতে, ২০০৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতি হয়ে উঠবে চীন। প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি কাটিয়ে উঠে ২০০২-২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার দাঁড়াবে ১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ২০২৫ সাল পর্যন্ত চীনা অর্থনীতির প্রবৃদ্ধি হার দাঁড়াবে গড়ে বার্ষিক ৫ দশমিক ৭ শতাংশ। এরপর ২০২৬-৩০ সালের মধ্যে তা দাঁড়াবে ৪ দশমিক ৫ শতাংশ।
করোনার টিকা কিনতে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ পেল বাংলাদেশ
হেনলি পাসপোর্ট সূচক
♦প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১
♦প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস
♦অন্তর্ভুক্ত দেশ: ১১০টি
♦যেভাবে তৈরি সূচক: কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে যাওয়া যায়, মূলত তার ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করে। বছর জুড়েই এটা হালনাগাদ করে তারা।
সূচক অনুযায়ী-
♦ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের।
♦ বাংলাদেশের অবস্থান ১০০তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারে। সূচকে বাংলাদেশের সঙ্গে রয়েছে লেবানন ও সুদান।
বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন
♦প্রকাশ: ৩০ মার্চ, ২০২১
♦প্রকাশক: বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)
♦অন্তর্ভুক্ত দেশ: ১৫৬টি
♦প্রতিবেদনের শিরোনাম: Global Gender Gap Report 2021
♦প্রতিবেদন তৈরির পদ্ধতি: প্রতিবেদন তৈরিতে চারটি সূচকের অধীনে আরো ১৪টি উপসূচক রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায়-
♦শীর্ষ ৫ দেশ: ১. আইসল্যান্ড, ২. ফিনল্যান্ড, ৩. নরওয়ে, ৪. নিউজিল্যান্ড ও ৫. সুইডেন।
♦সর্বনিম্ন ৫ দেশ: ১৫৬. আফগানিস্তান, ১৫৫. ইয়েমেন, ১৫৪. ইরাক, ১৫৩.পাকিস্তান ও ১৫২. সিরিয়া।
♦সার্কভুক্ত দেশের অবস্থান: ৬৫. বাংলাদেশ, ১০৬. নেপাল, ১১৬. শ্রীলংকা, ১২৮.মালদ্বীপ, ১৩০. ভুটান, ১৪০. ভারত, ১৫৩. পাকিস্তান ও ১৫৬. আফগানিস্তান।
চারটি প্রধান সূচকে বাংলাদেশের অবস্থান
সূচক | বাংলাদেশ |
নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ | ১৪৭তম |
শিক্ষায় অংশগ্রহণ | ১২১তম |
স্বাস্থ্য ও আয়ু | ১৩৪তম |
রাজনৈতিক ক্ষমতায়ন | সপ্তম |
আজীবন ক্ষমতায় ভ্লাদিমির পুতিন
৫ এপ্রিল ২০২১ রাশিয়র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আইনে স্বাক্ষর করেন, যা তাকে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়। এ আইনের বলে পুতিন ৭ মে, ২০২৪ চলতি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের মাধমে আরও দুই দফা প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ পাবেন। এমন হলে তিনি এক মেয়াদে ৬ বছর করে দুই মেয়াদে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিনের শীর্ষ পদে থাকতে পারবেন। ৬৮ বছর বয়সী পুতিন দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন। ২০৩৬ সালে সাবেক এ কেজিবি কর্মকর্তার বয়স হবে ৮৩ বছর।
ভারতের প্রধান বিচারপতি
ভারতের নতুন প্রধান বিচারপতি নুথলাপতি ভেংকট (এনভি) রামানা। ৬ এপ্রিল ২০২১ দেশটির রাষ্ট্রপতি
রামনাথ কোবিন্দ তাকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ২৪ এপ্রিল ২০২১ তিনি ভারতের ৪৮তম প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করেন। ২৬ আগস্ট ২০২২ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। ২৭ আগস্ট ১৯৫৭ অন্ধ্র প্রদেশে কৃষ্ণা জেলার পোন্নাভরম গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রামানা।
কসোভোয় দ্বিতীয় নারী প্রেসিডেন্ট
৪ এপ্রিল ২০২১ কসোভোর পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন নারী আইনজীবী ও রাজনীতিবিদ ভিজোসা ওসমানি। পরে তিনি পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আগামী পাঁচ বছর ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সী এ রাজনীতিক। যুদ্ধোত্তর কসোভোর পঞ্চম এবং দ্বিতীয় নারী প্রেসিডেন্ট হলেন ভিজোসা ওসমানি। তিনি ৫ নভেম্বর ২০২১-২২ মার্চ ২০২১ পর্যন্ত দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বয়টার্সের প্রথম নারী সম্পাদক
১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এর প্রাথমিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ব্লুমবার্গ নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ভিজ্যুয়াল কনটেন্ট প্রভাইডার গেটি ইমেজেস অন্যতম। ১৯ এপ্রিল ২০২১ বয়টার্সের প্রধান সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেন ইতালির আলেসান্দ্রা গ্যালোনি। তিনি রয়টার্সের ১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক।
হংকংয়ে ৫ গণতন্ত্রপন্থীর সাজা
হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাই এবং গণতন্ত্রপন্থী চার নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গণতন্ত্রপন্থীদের একটি বিক্ষোভ আয়োজনে সাহায্য করার জন্য ১৬ এপ্রিল ২০২১ তাদের এ সাজা দেয়া হয়। ২০১৯ সালের ঐ বিক্ষোভে ১৭ লাখ মানুষ অংশ নেন, যা হংকংয়ের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। ঐ বিক্ষোভ আয়োজনে সাহায্য ও অংশগ্রহণ করার জন্য জিমি লাইসহ নয়জন গণতন্ত্রপন্থীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই মামলায় ৭৩ বচর বয়সী জিমি লাইকে ১২ মাস আর অন্য চারজনকে ৮-১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ৮৪ বছর বয়সী নামকরা আইনজীবী মার্টিন লি এবং ৭৩ বছর বয়সী আইনজীবী ও বিরোধী আইনপ্রণেতা মার্গারেট এনজি। তবে লি ও এনজিকে স্থগিত সাজা দেয়া হয়। মার্টিন লি- কে হংকংয়ের ‘গণতন্ত্রের পিতা’ বলা হয়। হংকংয়ের ‘মিনি সংবিধান’ তারিই লেখা।
সামরিক বিমানের অভিজাত ক্লাবে দক্ষিণ কোরিয়া
৯ এপ্রিল ২০২১ দক্ষিণ কোরিয়া নিজস্ব উদ্ভাবিত সুপারসনিক জেট যুদ্ধ বিমান KF-21 উন্মুক্ত করে। এর মাধ্যমে বিশ্বব্যাপী সুপারসনিক যুদ্ধবিমান প্রস্তুতকারীদের অভিজাত গোষ্ঠীতে যোগ দেয় তারা। ‘বোরামাই’ ডাকনামযুক্ত KF-21 জেট বিমানটির উপরিভাগে ক্ষেপণাস্ত্রগুলো সজ্জিত এবং এয়ার-লঞ্চ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। দুই ইঞ্জিনবিশিষ্ট এ বিমানে একজন যোদ্ধা থাকতে পারবেন, তবে মিশনের গুরুত্ব বুঝে দু’জন যোদ্ধাও রাখা যাবে। ২০২৮ সালের মধ্যে ৪০টি এবং ২০৩২ সালের মধ্যে ১২০টি এরকম জেট বিমান
উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
৪৫,০০০ বছর আগের ‘রহস্যময়’ মানবচিহ্ন
বুলগেরিয়ার ড্রায়ানোভো শহরের বাচো কিরো গুহায় মিলেছে মানবজাতির অতিপ্রাচীন দেহাবশেষ। এই দেহাবশেষ DNA টেস্ট করে দেখা যাচ্ছে তা ৪৫,০০০ বছর আগের মানুষের। বিজ্ঞানীরা বলেছেন, পরীক্ষা
করে জানা গেছে এর মধ্যে রয়েছে নারী ও পুরুষ উভয়ের নিদর্শন। রয়েছে তিন পুরুষের দেহাংশ, যা ৪৫০০০ বছরের পুরোনো। পাওয়া গেছে এক নারীর দেহাংশও। তবে সেটি ৩৫,০০০ বছরের পুরোনো।
যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধ সমাপ্ত
১৪ এপ্রিল ২০২১ যুক্তরাষ্ট্রের দীর্ঘতম আফগান যুদ্ধ অবসানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০০১ সালে হোয়াইট হাউসের ট্রিটি রুমে দাঁড়িয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগান যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তার প্রায় ২০ বছরের মাথায় একই স্থানে দাঁড়িয়ে এই যুদ্ধের অবসানের ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট বাইডেন জানান, ১ মে ২০২১ হতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে। ১১ সেপ্টেম্বর ২০২১-এর আগেই শেষ মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে আসবেন। এর মধ্য দিয়ে দুই দশকের যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধের অবসান ঘটবে।
মিয়ানমারে বিরোধীদের অন্তর্বর্তী সরকার গঠন
১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সংসদ সদস্য, জান্তাবিরোধীও জাতিগত সংখ্যালঘু নেতাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি নিজেদের দেশটির ‘অন্তর্বর্তী সরকার’ হিসেবে ঘোষণা করেছে। ১৬ এপ্রিল ২০২১ ‘জাতীয় ঐক্য সরকার’ (National Unity Government) নামে দেশটির অন্তর্বর্তীসরকারের এক আনুষ্ঠানিক ঘোষণায় সামরিক শাসনের মুলোৎপাটন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেয়া হয়। জাতীয় ঐক্য সরকারের নেতৃত্বে রয়েছেন অং সান সু চি। তাকে স্টেট কাউন্সেলর পদে রেখে প্রেসিডেন্ট করা হয় উইন মিন্টকে।
কিউবায় কাস্ত্রো যুগের অবসান
১৬-১৯ এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হয় কিউবার কমিউনিস্ট পার্টির চারদিনব্যাপী অষ্টম কংগ্রেস। এ কংগ্রেসেই
দেশের সর্বোচ্চ ক্ষমতাধর পদ তথা দলের ফাস্ট সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ান কিংবদন্তি বিপ্লবী ফিদেল কাস্ত্রোর ছোট ভাই রাউল কাস্ত্রো। তার স্থলভিষিক্ত হন কিউবার প্রেসিডেন্ট ৬০ বছর বয়সী মিগেল দিয়াস কানেল। আর এর মধ্য দিয়ে কিউবার রাজনীতিতে ছয় দশক ধরে চলা কাস্ত্রো যুগের অবসান ঘটে।
রানি এলিজাবেথের স্বামীর জীবনাবসান
৯ এপ্রিল ২০২১ মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। ৯৯ বছর বয়সে উইন্ডসর ক্যাসেলে মারা যান তিনি। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে বেশি দিন Royal Consort ছিলেন তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দীর্ঘ ৭৩ বছরের বর্ণাঢ্য যুগল জীবনের অবসান হয়। প্রিন্স ফিলিপের মৃত্যুকে জনসম্মুখে Operation Forth Bridge’র নামে প্রকাশ করা হয়।
পরিবেশ সুরক্ষায় সবুজায়ন প্রকল্প
সৌদি আরব নিজ ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন মোকাবিলার মাধ্যমে বিশ্ব পরিবেশ সুরক্ষা লক্ষ্যে দুই ধরনের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেয়। ২৭ মার্চ ২০২১ এ উদ্যোগে ঘোষণা দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মধ্যে একটির নাম ‘সৌদি গ্রিন ইনিশিয়েটিভ’। অন্যটি ‘মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ’। শিগগিরই উদ্যোগ দুইটির রোডম্যাপ প্রকাশ করা হবে। বিশদ পরিকল্পনা ঘোষণা করা হবে ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর সময়কালের মধ্যে।
২৫ বছর মেয়াদি চীন-ইরান চুক্তি
রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কে আরো গতিশীল করতে ২৭ মার্চ ২০২১ ইরানের রাজধানী তেহরানে চীন ও ইরানের মধ্যে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইরানের পক্ষে স্বাক্ষর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও চীনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ চুক্তি স্বাক্ষরিত হয়।১৯৭১ সালে বর্তমান কমিউনিস্ট শাসিত চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুযায়ী, দুই দেশের বেসরকারি খাতের সহযোগিতা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) প্রকল্পে ইরানের ভূমিকা থাকবে। চীনের কাছ থেকে দীর্ঘমেয়াদে অপরিশোধিত তেল সরবরাহ করবে ইরান। সেই সঙ্গে চীন ইরানের তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, পুনর্ব্যবহারযোগ্য ও পারমাণবিক শক্তির অবকাঠামোতেও বিনিয়োগ করবে।
ট্রাম্পের ওয়েবসাইটের যাত্রা শুরু
অবশেষে যাত্রা শুরু করল ‘যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইট’। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ২৯ মার্চ ২০২১ আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইট উদ্বোধনের ঘোষণা দেন। ওয়েবসাইটটি 45office.com নামে আত্মপ্রকাশ করে।
প্রথম কৃষ্ণাঙ্গ-নারী মেয়র
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী শহর বোস্টনে সম্প্রতি প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ নারী মেয়র হিসেবে দায়িত্ব
গ্রহণ করেন কিম জেনি। ২২ মার্চ ২০২১ মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
ভার্জিনিয়ায় মৃত্যুদণ্ড নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান নিষিদ্ধ করেছে ভার্জিনিয়া।
বাইডেনের উন্নয়ন মহাপরিকল্পনা
৩১ মার্চ ২০২১ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেনসিলভানিয়ার পিটার্সবার্গ থেকে ঘোষণা দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় অবকাঠামো উন্নয়নের। ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের এ পরিকল্পনা ফলে অর্থনীতি শক্তিশালী ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে দাবি করেন তিনি। বাইডেনের বক্তব্য অনুযায়ী, তার এ পরিকল্পনা হলো— Once in a Generation Plan. যার মানে ‘এক প্রজন্মে একবারই এ ধরনের পরিকল্পনা নেয়া হয় বা নেয়া যায়’।
♦অর্থের উৎস: বাইডেনের এ উন্নয়ন মহাপরিকল্পনার জন্য সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি কর চাপানো হবে না। যাদের আয় চার লাখ ডলার বা তার বেশি, তাদের করের হার ২১% থেকে বাড়িয়ে
২৮ শতাংশ করে অর্থের বন্দোবস্ত করা হবে।
♦যে সকল খাতে ব্যয়: বাইডেনের উন্নয়ন মহাপরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩২,০০০ কিলোমিটার সড়ক-মহাসড়কের উন্নয়ন করা হবে। হাজার হাজার সেতু নির্মাণ, পুননির্মাণ হবে এবং জনপরিবহনে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ দেয়া হবে। পরিকল্পনায় আরো রয়েছে উচ্চগতির ব্রডব্যান্ড, নতুন স্কুল ভবন নির্মাণ, সংস্কার, জ্বালানি সংযোগ লাইনের উন্নয়নের মতো বিষয়গুলো।
মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তি
ভবিষ্যতে করোনাভাইরাস মহামারির মতো জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় একটি আন্তর্জাতিক চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে ২৩টি দেশের নেতারা ৩০ মার্চ ২০২১ এ চুক্তির বিষয়ে সম্মতি দেন। প্রস্তাবিত এই চুক্তিতে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরিকারী যেকোনো বিষয়ে তথ্য বিনিময়ের ক্ষেত্রে কড়াকড়ির কথা বলা হয়। WHO’র মহাপরিচালক ভেদরোস আধানম নতুন এই চুক্তির প্রস্তাব অনুমোদন করেন। ২৪মে-১ জুন ২০২১ WHO’র ৭৪তম মন্ত্রী পর্যায়ের বার্ষিক সভার সংস্থাটির ১৯৪টি দেশের প্রতিনিধিদের সামনে খসড়া প্রস্তাবটি উত্থাপন করা হবে। ২১-২২ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত গ্রুপ ২০-এর সম্মেলনে এ ধরনের একটি চুক্তির ধারণা তুলে ধরেছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
করোনার টিকাচিত্র
♦২৭২টি করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের উদ্যোগ বিশ্বজুড়ে।
♦৮৬টি মানবদেহে পরীক্ষা বিভিন্ন ধাপে রয়েছে।
♦১৮৬টি উদ্ভাবন পর্যায়ে রয়েছে।
আলোচিত ৭ টিকা: (১) ফাইজার-বায়োএনটেক ,(২) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ,(৩) সিনোভ্যাক, (৪) জনসন অ্যান্ড জনসন ,(৫) স্পুটনিক-ভি ,(৬) মডার্না ও (৭) সিনোফার্মা
কোন টিকার কার্যকারিতা কত
♦ফাইজার-বায়োএনটেক– ৯১.৩%
♦জনসন অ্যান্ড জনসন– ৬৬.৯%
♦অ্যাস্ট্রাজেনেকা– ৭৬%
♦সিনোভ্যাক – ৭৯%
♦সিনোফার্ম – ৮৬%
♦স্পুটনিক-ভি – ৯১.৬%
♦মডার্না – ৯০%
নিরাময় হবে শিশুদের বিশেষ ক্যান্সার
শিশুদের হয় এমন এক ধরনের ভয়ংকর ক্যান্সার নিরাময়ের নতুন উপায় উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা, যা বিশ্বে প্রথম। এ বিশেষ ধরনের ক্যান্সারের নাম ‘নিউরোব্লাস্টোমা’। ভয়ংকর এ ক্যান্সারে প্রতি বছরই বহু শিশু আক্রান্ত হয়। গবেষকরা মানবকোষে ‘অ্যালিরেফ’ নামের একটি বিশেষ ধরনের প্রোটিনের সন্ধান পান। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মিশুদের নিউরোব্লাস্টেমা ক্যান্সারে আক্রান্ত কোষগুলোতে MYCN জিনের
মাত্রা ও সক্রিয়তা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখে অ্যালিরেফ প্রোটিন। এর ফলে প্রোটিনটিকে বেঁধে ফেলা বা নিষ্ক্রিয় করে দেওয়ার লক্ষ্যে এখন ওষুধ বানানো সম্ভব হবে বলে মনে করেন দুই মূল গবেষক অধ্যাপক সুজসি ন্যাগি ও বেলামি চিউঙ্গ।
জীবিত ব্যক্তির দেহ থেকে ফুসফুস প্রতিস্থাপন
বিশ্বে প্রথমবারের মতো জীবিত দাতার ফুসফুসের টিস্যু করোনা রোগীর শরীরে প্রতিস্থাপন করে জাপান।
টিস্যু প্রতিস্থাপনের কঠিন এ কাজটি করেন দেশটির কিয়োটো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা।
কম্পিউটারের সাথে মস্তিষ্কের বেতার যোগাযোগ স্থাপন
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথমবারের মতো কম্পিউটারের সাথে মানুষের মস্তিষ্কের বেতার যোগাযোগ স্থাপনে সফল হন। এ পদ্ধতিতে একক নিউরন রেজ্যুলিশন এবং সম্পূর্ণ ব্রডব্যান্ড ফাইডোলিটিতে মস্তিষ্কের সংকেত কম্পিউটারে প্রেরণ সম্ভব, যা পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য এক যুগান্তকারী আবিষ্কার।
পরীক্ষাগারে প্রথম মানবভ্রূণ তৈরি
প্রথমবারের মতো গবেষণাগারে কৃত্রিমভাবে মানবভ্রূণের আদিদশা তৈরি করেছেন বিজ্ঞানীরা। যে কোষ মায়ের
গর্ভে বেড়ে ওঠা মানবশিশুর চেহারা নেবে, তারই প্রাথমিক রূপটা তৈরি করেন তারা। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির গবেষকরা মানুষের ভ্রূণ তৈরির কোষ কৃত্রিমভাবে তৈরি করেছেন। বিজ্ঞানীদের তৈরি এ কৃত্রিম ভ্রূণকে (embroys) ‘ব্লাস্টয়েড’ (Blastoids) নামে ডাকা হচ্ছে।
এইডসের নতুন টিকা ৯৭% সফল
করোনার টিকা নিয়ে ভীতি ও সংশয়ের মধ্যেই সাড়া ফেলে দিল এইডস সৃষ্টিকারী ভাইরাস এইচআইভি প্রতিরোধের নতুন টিকা। মানুষের ওপর পরীক্ষা বা হিউম্যান ট্রায়ালে প্রতিষেধকটির সাফল্যের হার ৯৭% বলে দাবি উদ্ভাবকদের। এ নতুন টিকা যৌথভাবে তৈরি করেন যুক্তরাষ্ট্রের সান ভিয়েগোর ‘স্ক্রিন্স রিসার্চ ইনস্টিটিউট’ এবং এইচআইভি টিকা প্রস্তুতকারী অলাভজনক সংস্থা ‘ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (IAVI)-এর বিজ্ঞানীরা।
পঞ্চম মৌলিক শক্তি আবিষ্কার
ফ্রিজের দরজায় চুম্বক আটকে দেয়া থেকে শুরু করে একটি বাস্কেটবল ছুঁড়ে দেয়া- পদার্থবিদ্যার মৌলিক বল বা শক্তিগুলো প্রতি মুহূর্তে আমাদের জীবনে প্রভাব রাখছে। তবে আমাদের জীবনে যতই গুরুত্ব রাখুক, মৌলিক বলগুলোকে মাত্র চারটি ভাগেই ভাগ করা যায়— মহাকর্ষ বল, তড়িৎচৌম্বকীয় বল, সকল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বল। সম্প্রতি শিকাগোর একটি ল্যাবরেটরিতে হওয়া গবেষণায় প্রকৃতির পঞ্চম মৌলিক বল আবিষ্কারের দাবি করেন বিজ্ঞানীরা। নতুন এই শক্তির নাম ‘মুওনস’ (Muons)।
মহাকাশে প্রথম আরব নারী
মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ দিতে প্রথম কোনো আরব নারীকে নির্বাচিত করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ১০ এপ্রিল ২০২১ মহাকাশ অভিযান প্রশিক্ষণে অংশ নিতে ২৭ বছর বয়সী নোরা আল-মাতরোশিসহ নতুন দুইজন নির্বাচিত হওয়ার খবর জানান দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন রাশিদ।
মঙ্গলগ্রহে অদ্ভুত পাথর
মঙ্গলে প্রাণের সন্ধানে গবেষণা চালিয়ে যাচ্ছে রোভার পারসিভারেন্স। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই রোবটযানে রয়েছে রক-জ্যাপিং সুপারক্যাম। এর গুরুত্বপূর্ণ অংশ হলো লেজার। এর সাহায্যে লাল গ্রহের ভূ-প্রকৃতির সম্পর্কিত নমুনা এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। রয়েছে খননযন্ত্রও। সম্প্রতি সেখানে নতুন খনন ক্ষেত্রের পাশে পাওয়া গেছে সবুজ রঙের অদ্ভুত একটি পাথর। ঐ লেজারের সাহায্যে শনাক্ত হওয়া পাথরটি ছয় ইঞ্চি লম্বা। গায়ে অনেক গর্ত রয়েছে। এটি পৃথিবীর সাধারণ পাথরের চেয় বেশ আলাদা।