আন্তর্জাতিক বিষয়াবলী

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৮.২০২০

  বাংলাদেশসহ ১৭টি দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ (৩১ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত)। আরব বিশ্বের প্রথম বাণিজ্যিক পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করে সংযুক্ত আরব আমিরাত। 

০৩.০৮.২০২০

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলে আঘাত হানে ‘হারিকেন ইসাইয়াস’।

দুর্নীতির একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর দেশ ত্যাগ করেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস।

০৪.০৮.২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে নিহত শতাধিক।

ভারতশাসিত কাশ্মীর ও গুজরাটের জুনাগড়সহ ভারতের কিছু এলাকা অন্তর্ভূক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে পাকিস্তান।

০৫.০৮.২০২০

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুল আলোচিত ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  শ্রীলংকায় নতুন পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন।

জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় মর্মে রায় প্রদান করে ইতালির রোম আদালত।

০৬.০৮.২০২০

জাপানে ‘হিরোশিমা দিবস’ পালিত।

বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা চালু করে ইরান।

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক US’র মালিক কোম্পানি বাইটড্যান্স ও উইচ্যাটের মালিক টেনসেন্টের সাথে সব ধরনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কানাডা থেকে অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০% শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

০৭.০৮.২০২০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যুবার্ষিকী পালিত।

মার্কিনপণ্যের ওপর কানাডার ৩.৬ বিলিয়ন ডলার শাস্তিমূলক শুল্করোপের ঘোষণা।

ভারতের কেরালা রাজ্যের রাজধানী থিরুবানান্থাপুরমের ইদ্দুকি জেলায় ভূমিধসে নিহত ৪৩ জন।

বুরকিনা ফাসোর ফাদা এন’গোরমার নামানগৌ গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত ২০ জন।

হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি ল্যামসহ চীন ও হংকংয়ের শীর্ষ ১০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ−আল−জাবিরিকে হত্যার চেষ্টা মামলায় সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে সমন জারি করেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া।

আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীর তিন হাজারের বেশি প্রতিনিধির অংশগ্রহণে শুরু হয় ঐতিহাসিক লয়া জিরগা।

০৮.০৮.২০২০

করোনা ভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক টানাপোড়নে থাকা বেকারদের ভাতা ৬০০ ডলারের পরিবর্তে ৪০০ ডলার করে ভাতার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

০৯.০৮.২০২০

জাপানে ‘নাগাসাকি দিবস’ পালিত।

নিজেদের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি উন্মোচন করে বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি ‘ক্যাডিলাক’।

ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়বাডার স্বর্ণ প্যালেস নামের কোভিড রোগীদের চিকিৎসাকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১১।

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মাহিন্দা রাজাপাকসে।

দেশে প্রতিরক্ষা সামগ্রী তৈরিতে জোরারোপের অংশ হিসেবে ১০১ ধরনের সামরিক সরঞ্জাম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।

৪০০ তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে আফগানিস্তানের উপজাতীয় বিভিন্ন গোত্রের নেতাদের সর্বোচ্চ পরিষদ লয়া জিরগা।

বেলারুশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত ।

১০.০৮.২০২০

বৈরুতে বন্দরে ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

সিনেটরসহ ১১ মার্কিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে চীন।

১১.০৮.২০২০

মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নার সঙ্গে ১৫০ ডলারের চুক্তিতে পৌঁছে মার্কিন প্রশাসন।

‘স্পুটনিক-৫’ নামে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ব্যবহার উপযোগী টিকা তৈরির ঘোষণা দেয় রাশিয়া।

চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান CanSino Biologics এর তৈরি করোনার টিকা Ad5-nCoV-এর পেটেন্ট অনুমোদন দেয় দেশটির ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি এডমিনিস্ট্রেশন।

১২.০৮.২০২০

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে ‘পাত্রা পেজুয়াং তানাহ এয়ার’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন।

শ্রীলংকার ২৮টি মন্ত্রণালয়ের ২৬ জন মন্ত্রী ও ৪০ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ।

১৩.০৮.২০২০

ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৪.০৮.২০২০

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যাত।

১৫.০৮.২০২০

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন।

১৬.০৮.২০২০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা (৫৪.৪ ) রেকর্ড।

সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সরাসরি ফোনলাইন চালুর মাধ্যমে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু ।

১৭.০৮.২০২০

৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন প্রদানে ডেমোক্র্যাটদের চারদিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু।

১৮.০৮.২০২০

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা একদিনের সফরে বাংলাদেশে আসেন।

পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারস কেইতা ও প্রধানমন্ত্রী বুবু সিসেকে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহী গোষ্ঠী।

কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী নিযুক্ত।

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘ-সমর্থিত স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন (STL)।

৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন লাভ করেন জো বাইডেন।

১৯.০৮.২০২০

বিদ্রোহী সেনাদের হাতে মালির নিয়ন্ত্রণ এবং তাদের হাতে আটকের পর দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারস কেইতা পদত্যাগ করেন ও পার্লামেন্ট ভেঙ্গে দেন।

সেনা অভ্যুত্থানের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালির আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ স্থগিত।

হংকংয়ের সাথে প্রত্যর্পণ চুক্তি স্থগিত করে যুক্তরাষ্ট্র।

৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন লাভ করে কমলা হ্যারিস।

২০.০৮.২০২০

ক্রিকেট থেকে অবসরের আগেই মোহাম্মদ নবিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ।

আল-কুদস ফোর্সের সাবেক প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের নামে তৈরি দুটি ক্ষেপণাস্ত্র উদ্বোধন করে ইরান ।

২১.০৮.২০২০

ইস্তানবুলের ‘কারিয়ে জাদুঘর’কে মসজিদে পুনরুপান্তরের আদেশ জারি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

২২.০৮.২০২০

বিশ্বে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত ফ্রেডি ব্লুম এর মৃত্যু।

২৪.০৮.২০২০

৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন প্রদানে রিপাবলিকান পার্টির চারদিনব্যাপী জাতীয় কনভেনশন শুরু। 

২৭.০৮.২০২০

৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন প্রদানে রিপাবলিকান পার্টির চারদিনব্যাপী জাতীয় কনভেনশন সমাপ্ত। 

৩০.০৮.২০২০

লিচটেনস্টেইনে গণভোট ও মন্টিনিগ্রোতে পার্লামেন্ট  নির্বাচন অনুষ্ঠিত।

 

আলোচিত বিশ্ব

মাহাথির মোহাম্মদের নতুন রাজনৈতিক দলঃ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবার নতুন রাজনৈতিক দল গড়লেন। এ দলটির নাম ‘পাত্রা পেজুয়াং তানাহ এয়ার’, যার অর্থ জাতির জন্য যুদ্ধ করার দল। এ দলকে ডাকা হবে ‘পেজুয়াং’ নামে। মালয় ভাষায় ‘পেজুয়াং’-এর অর্থ যোদ্ধা। তিনি চার বছর আগে একটি দল গড়ে মালয়েশিয়ায় নির্বাচন করেন এবং ৯৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। এরপর পদত্যাগ করেন তিনি। সম্প্রতি তিনি সেই দল থেকে বহিস্কৃত হন। এরপরই ১২ আগস্ট ২০২০ দেশটির পেরাক এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দলের নাম ঘোষণা করেন। এর আগে ৭ আগস্ট তিনি নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সেদিন তিনি দলের নাম বলেননি। 

সিভিএফ ভি২০ এর নেতৃত্বে বাংলাদেশঃ

দ্বিতীয়বারের মতো জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও ভালনারেবল টোয়েন্টি বা ভি-২০ গ্রুপের সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। আগামী ২০২০-২২ মেয়াদে এ দুই জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১১-১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ। ৪৮টি দেশ নিয়ে গঠিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ফোরাম সিভিএফ বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে।

CVF’র দূত সায়মা ওয়াজেদ পুতুলঃ

সম্প্রতি CVF চার দেশের চারজনকে বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত করেন। তারা হলেন- বাংলাদেশের সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা এবং কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপু। মনোনীত দূতরা প্রান্তিক জনগণ, আইনসভা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করবেন। CVF’র পক্ষে চার দূত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা বিকাশে প্রচারণা চালাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অটিজম বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। বিশ্বব্যাপী অটিজম নিয়ে কাজ করছেন তিনি। তিনি CVF’র থিমেটিক অ্যাম্বাসেডর নিযুক্ত হন।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণঃ

৪ আগস্ট ২০২০ লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় প্রায় ৩.৩ মাত্রার ভূমিকম্পের কম্পনের সমান বিস্ফোরণ হয় (মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা)। এতে যে শকওয়েভ তৈরি হয়, তা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ২০-৩০% বেশি শক্তিশালী ছিল যা ২৪০ কিমি দূরের সাইপ্রাস দ্বীপ থেকেও এ বিস্ফোরণ ও কম্পন অনুভূত হয়েছে। এতে প্রায় ১৭৮ জন নিহত এবং আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়ে তিন লাখ মানুষ। ক্ষয়ক্ষতি হয় ১৫০০ কোটি ডলারের। শহরটির ৫,০০০ বছরের ইতিহাসে এমন পরিস্থিতি আর কখনো তৈরি হয়নি। বিস্ফোরণের উৎস ছিল বন্দরের গুদামে ৬ বছর ধরে মজুদ থাকা ২,৭৫০ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট। এতে আগুন লেগেই বৈরুতের বিপর্যয়কর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বন্দরে ৪৩ মিটার বা ১৪১ ফুট গর্তের সৃষ্টি হয়।

বৈরুত বিস্ফোরণ-পরবর্তী লেবাননঃ

৪ আগস্ট ২০২০ অ্যামেনিয়াম নাইট্রেট কেবল লেবাননের রাজধানী বৈরুতকেই বিধ্বস্ত করেনি, বিধ্বস্ত করেছে পুরো দেশ এবং সরকারকেও। বিস্ফোরণের পর দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সরকারের পদত্যাগের দাবিতে বিধ্বস্ত নগরী থেকে ক্রমেই বিক্ষোভের নগরীতে পরিণত হয় বৈরুত। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আরব বসন্তের মতো স্লোগান দেয় ‘আল শা’ব ইউরিদ ইশকাত আল নিজাম’ (জনতা ক্ষমতাসীনের পতন চায়)। গণবিক্ষোভের মুখে ১০ আগস্ট ২০২০ মন্ত্রিসভাসহ পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

রাশিয়ায় বিশ্বের প্রথম করোনার টিকা অনুমোদিতঃ

রাশিয়া বিশ্বের প্রথম করোনার টিকা তৈরি করেছে। ১১ আগস্ট ২০২০ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ টিকা অনুমোদন দেওয়ার কথা বলেন। এ টিকার নাম ‘স্পুটনিক-৫’। এ টিকা প্রথম প্রয়োগ করা হয় পুতিনের এক মেয়ের ওপর। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বর্তমানে বিশ্বে ৬টি সম্ভাব্য টিকা মানবপরীক্ষার তৃতীয় ধাপে রয়েছে। এর মধ্যে দুটি টিকা রাশিয়ার। রাশিয়ায় অনুমোদন পাওয়া টিকাটি যৌথভাবে তৈরি করেছে দেশটির গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিনিয়োগ তহবিল ‘রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)’ টিকা উদ্ভাবন কার্যক্রমে অর্থায়ন ও সমন্বয় করেছে। এই সংস্থার প্রধান কিরিল দিমিত্রিয়েভ সাংবাদিকদের বলেছেন, টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষা ১২ আগষ্ট থেকে শুরু হবে। টিকার ব্যাপক উৎপাদন শুরু হবে সেপ্টেম্বর থেকে। ২০টি দেশ এরই মধ্যে ১০ কোটি ডোজের বেশি টিকা সরবরাহের প্রাথমিক ‘আবেদন’ দিয়ে রেখেছে। তবে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারা রাশিয়ার টিকাটির ব্যাপারে খুঁটিনাটি পর্যালোচনা ছাড়া অনুমোদনই দেবে না। প্রসঙ্গত, গত ১৭ জুন টিকাটি ৭৬ জন স্বেচ্ছাসেবীর ওপর প্রাথমিক পরীক্ষা করা হয়। আগামী অক্টোবরে জনগণের বড় অংশের মধ্যে টিকা প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ২০২১ সালের মধ্যে প্রতি মাসে তাঁরা কয়েক লাখ টিকার ডোজ তৈরি করবেন। উল্লেখ্য, গত ১০ আগষ্ট পর্যন্ত হালনাগাদকৃত বিশ্ব স্বাস্থ্য সংস্থার খসড়া তালিকায় ১৬৭টি সম্ভাব্য টিকার নাম রয়েছে। এর মধ্যে ২৮টি টিকা মানবদেহে পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে। বাকিগুলো এখনো উদ্ভাবন পর্যায়ে রয়েছে। ওই ২৮টি টিকার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা। এ ছাড়া চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার, জার্মানির বায়োএনটেকের টিকাগুলোও আলোচনায় রয়েছে। এই টিকাগুলো মানবদেহে পরীক্ষার তৃতীয় ধাপে রয়েছে।

চীনা ভ্যাকসিনের সফলতা ও অনুমোদনঃ

২০ জুলাই ২০২০ আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত হয় চীনের CanSino Biologics এর তৈরি AD5-nCoV ভ্যাকসিনের গবেষণা প্রতিবেদন। সেখানে বলা হয়, পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবককে দুটি দলে ভাগ করে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এ ভ্যাকসিন মানবদেহের ফ্লু জাতীয় দুর্বল একটি ভাইরাস দিয়ে তৈরি করা হয়েছে। ১১ আগস্ট ২০২০ এ ভ্যাকসিনের পেটেন্টের অনুমোদন লাভ করে CanSino Biologics। এটা চীনে অনুমোদন লাভ করা COVID-19 ভ্যাকসিনের প্রথম পেটেন্ট।

১৪ আগস্ট ২০২০ চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি Sinopharm জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম দুই ধাপে তাদের উদ্ভাবিত ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি করছে। এ সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয় জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে । পরে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয় Sinopharm’র  ভ্যাকসিনের। Sinopharm’র ভ্যাকসিনটি ২০২০ সালের শেষ নাগাদ খুচরা বিক্রির জন্য বাজারে আসবে। এর দাম হবে ১,০০০ ইয়েন বা ১৪০ মার্কিন ডলার। ২৮ দিনের ব্যবধানে দুই ধাপে ভ্যাকসিনটি দেয়া হবে।

১৭ আগস্ট ২০২০ চীন COVID-19’র ভ্যাকসিন অনুমোদন দেয়, যা তৈরি করে দেশটির পিপলস লিবারেশন আর্মির (PLA) সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়েইর দল। ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে, এটি নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম।

অক্সফোর্ড ভ্যাকসিন নিরাপদ ও কার্যকরঃ

২০ জুলাই ২০২০ যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মাসিউটিক্যাল কোম্পানি AstraZeneca’র তৈরি COVID-19 ভ্যাকসিনের প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের ফল প্রকাশিত হয় আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে। এতে বলা হয়, ভ্যাকসিনটি মানবদেহে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখায়নি এবং শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় ৫৬ দিন পর্যন্ত শক্তিশালী অ্যান্টিবডি উৎপাদন ও টি-সেল রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। দ্বিতীয় ডোজ দেয়ার পর এ ফল আরও বেশি হতে পারে। 

অন্যান্য ভ্যাকসিনঃ

■ দ্বিতীয় ধাপের সফলতার পর ২৭ জুলাই ২০২০ করোনা ভ্যাকসিন mRNA-1273’র তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে মার্কিন ফার্মা জায়ান্ট Moderna। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তত্ত্বাবধানে ৩৬,০০০ জনকে ভ্যাকসিন দেয়ার বৃহত্তর কর্মসূচি নেয় তারা।

■ যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি Pfizer’র জার্মান প্রতিষ্ঠান BioNTech’র সাথে হাত মিলিয়ে Moderna’র মতোই RNA টেকনোলজিতে একটি ভ্যাকসিন তৈরি করেছে, যার নাম BNT162b1। টিকাটিতে প্রথম পর্যায়ের ট্রায়ালে সাফল্যও মিলেছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল শুরু করেছে তারা।

খুব দ্রুতগতিতে এগোচ্ছে করোনা ভ্যাকসিনের গবেষণা। আশা করা যায়, শীঘ্রই আমরা বের হয়ে আসতে পারবো এ মহামারি থেকে। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন২০২০:

৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হবে ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি তাদের প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন দেয়। রিপাবলিকান পার্টির প্রার্থী হলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ১৮ আাগস্ট ২০২০ ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন লাভ করেন জো বাইডেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। জো বাইডেন এর আাগেও দু’বার ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ১৯৯৮ ও ২০০৮ সালে সেই দুই লড়াইয়ে না পারলেও এবার তৃতীয়বারে এসে সফল হন তিনি। প্রধান দুই দলের দুই প্রার্থীর রানিংমেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কমলা হ্যারিস।

বাইডেনের রানিংমেট কমলা হ্যারিসঃ (ইতিহাস সৃষ্টি)

১১ আগস্ট ২০২০ ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কৃষ্ণাঙ্গ ও ভারতীয় মিশ্রণের সিনেটর কমলা হ্যারিসকে রানিংমেট হিসেবে ঘোষণা করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। দেশটির দ্বিতীয় শীর্ষ পদে নির্বাচনের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো নারীকে বেছে নেওয়া হলো। কমলা রাজনীতিতে আসার আগেই একজন আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন। তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে পরিচিত হয়ে ওঠেন। প্রসঙ্গত, আমেরিকার ইতিহাসে এর আগে মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন। সারা পলিন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে, ১৯৮৪ সালে জেরালডিন ফেরারো ডেমোক্রেটিক পার্টির হয়ে। তবে তাঁদের কেউই নির্বাচিত হতে পারেননি। কমলা মার্কিন সিনেটে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ও দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে দায়িত্ব পালন করছেন। কমলার বাবা ডোনাল্ড জ্যামাইকান আর মা মিনা ভারতীয় বংশোদ্ভূত।

সাম্প্রতিক চীন ও মার্কিন সম্পর্কঃ

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা থেকেই চীনের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ২০১৮ সালে উভয় দেশ বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। আর সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা এ সম্পর্ককে নিয়ে গেছে বিপজ্জনক বাঁকে।

জুলাই ২০২০    : চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারের অভিযোগে প্রদেশটির চার উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

১৪ জুলাই ২০২০   : হংকংয়ের বিশেষ বাণিজ্য সুবিধা বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০ জুলাই ২০২০   : উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১১ চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

২১ জুলাই ২০২০   : যুক্তরাজ্য সফরে এসে চীনবিরোধী আন্তর্জাতিক জোট গড়ে তোলার কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

২২ জুলাই ২০২০   :  গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে চীনা নাগরিককে গ্রেপ্তার এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় মার্কিন প্রশাসন।

২৪ জুলাই ২০২০   : যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের পাল্টা পদক্ষেপে হিসেবে সিচুয়ান প্রদেশের চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় চীন। বেইজিংয়ের দূতাবাসের পাশাপাশি চীনের মূল ভূখন্ডে পাঁচটি কনস্যুলেট ও হংকংয়ে একটি কনস্যুলেট রয়েছে যুক্তরাষ্ট্রের।

২৭ জুলাই ২০২০   : চীনের চেংদু শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।

আগস্ট ২০২০    : চীনভিত্তিক ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ইউএসের মালিক কোম্পানি বাইটড্যান্স ও উইচ্যাটের মালিক টেনসেন্টের সাথে সব ধরনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক গেমিং বাণিজ্যের ৪০% নিয়ন্ত্রণ টেনসেন্ট।

আগস্ট ২০২০    : হংকংয়ে স্বায়ত্তশাসন খর্ব করার অভিযোগে হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্র্তা ক্যারি লামসহ শীর্ষ ১০ কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করে মার্কিন অর্থবিভাগ। নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের যু্ক্তরাষ্ট্রে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ, দেশটিতে ভ্রমণ এবং মার্কিন নাগরিকদের সাথে তাদের বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  

১০ আগস্ট ২০২০  : সিনেটর টেড ক্রুজ, ম্যাক্রো রুবিওসহ ৬ জন আইন প্রণেতা এবং ৫ জন অধিকারকর্মীসহ মোট ১১ জন মার্কিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে চীন।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গঃ

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা ঘিরে বর্ণবাদবিরোধী বিক্ষোভের আবহের মধ্যে মার্কিন সিনেট বিমান বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে একজন কৃষ্ণাঙ্গকে নিয়োগ দিয়েছে। গত ৯ জুন আফ্রিকান-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউনকে বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগের প্রস্তাব সিনেটের ভোটে সর্বসম্মতভাবে পাস হয়েছে। এর মধ্য দিয়ে চার্লস ব্রাউনই হলেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে নেতৃস্থানীয় পদে প্রথম কৃষ্ণাঙ্গ।

সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অভিযানের নেতৃত্বে সারাহঃ

সারাহ আল-আমিরি। বয়স মাত্র ৩৩। এই কম বয়সেই আমিরাতের মঙ্গল গ্রহ অভিযানে নেতৃত্ব দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ১৯৮৭ সালে সংযুক্ত আরব আমিরাতে জন্ম সারাহ আমিরি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন একেবারে ছোটবেলা থেকে। পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্সে, আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহতে। তাঁর বরাবরই আগ্রহ ছিল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু তখন সংযুক্ত আরব আমিরাতের কোনো মহাকাশ কর্মসূচিই ছিল না। পড়াশোনা শেষে তিনি যোগ দেন এমিরেটস ইনস্টিটিউশন ফর অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সেখানে তিনি কাজ করেছেন দুবাইস্যাট-১ এবং দুবাইস্যাট-২ প্রকল্পে। ইউএইর পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ে যোগ দেন এরপর। ২০১৬ সালে তাঁকে এমিরেটস সায়েন্স কাউন্সিলের প্রধান করা হয়। সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অভিযানের শুরু থেকে যুক্ত ছিলেন তিনি। এখন এই মিশনের বৈজ্ঞানিক দলের প্রধান। ২০১৭ সালে তাঁকে একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অ্যাডভান্সড সায়েন্সবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়।

আয়া সোফিয়াঃ

তুরস্কের ইস্তাম্বুলের প্রসিদ্ধ আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করা হয়েছে। গত ১০ জুলাই তুরস্কের একটি আদালত আয়া সোফিয়ার জাদুঘরের মর্যাদা রদ করে রায় দেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এটিকে মসজিদে রূপান্তরের ঘোষণা দেন।

আয়া সোফিয়া তৎকালীন বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নির্দেশে ৫৩৭ খ্রিষ্টাব্দে ইস্তাম্বুলের গোল্ডেন হর্ন নামক জায়গায় প্রতিষ্ঠিত হয়। ৫৩৭ থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত আয়া সোফিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা। চতুর্থ ক্রুসেডের সময় ক্যাথলিক খ্রিষ্টানরা অর্থোডক্স খ্রিষ্টানদের রাজধানী কনস্ট্যান্টিনোপল (ইস্তাম্বুল) আক্রমণ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং আয়া সোফিয়াকে অর্থোডক্স গির্জা থেকে ক্যাথলিক গির্জায় (১২০৪ থেকে ১২৬১ সাল পর্যন্ত) রূপান্তর করে। অটোমান শাসকেরা আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। ১৯২৩ সালে মোস্তফা কামাল অটোমানদের উৎখাত করলেও গণমানুষের অব্যাহত চাপে আয়া সোফিয়া মসজিদ হিসেবে ব্যবহৃত হতে থাকে। ১৯৩৪ সালে মন্ত্রিসভার এক বৈঠকে মোস্তফা কামাল আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সরকার ১৯৩৫ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করে। দীর্ঘ এই পরিবর্তনের পরিক্রমায় আয়া সোফিয়া ৯২১ বছর গির্জা, ৪৮২ বছর মসজিদ এবং ৮৫ বছর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। আয়া সোফিয়া এখন তুরস্কের সবচেয়ে দর্শনীয় স্থান বলে স্বীকৃত। প্রতিবছর প্রায় ৩৭ লাখ পর্যটক এটি দেখতে আসেন। ৮৬ বছর পর ২৪ জুলাই সেখানে জুমার নামাজ পড়া হয়েছে।   

আরব বিশ্বে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রঃ

১ আগস্ট ২০২০ আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ চালু হয় সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবির রয়াইজ শহর থেকে ৫৩ কিলোমিটার দূরে চালুকৃত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম ‘বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ ‘বারাকা’ শব্দের বাংলা অর্থ আশীর্বাদ। দক্ষিণ কোরীয় প্রযুক্তিতে তৈরি এ বিদ্যুৎ কেন্দ্রটির চারটি চুল্লিই চালু হওয়ার পর এখান থেকে ৫.৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা দিয়ে দেশটির ২৫% চাহিদা মিটাবে। 

তুরস্কে সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র আবিষ্কারঃ

প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের সন্ধান পেয়েছে তুরস্ক। কৃষ্ণ সাগরের টুনা-ওয়ান জোনে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। ২১ আগস্ট ২০২০ এক ঘোষণায় এ তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ২০ জুলাই ২০২০ থেকে তুরস্কের জাহাজ ‘ফাতিহ’ কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের গভীর অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের পর ৩২০ বিলিয়ন কিউবেক মিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায়। এটিকে তুরস্কের ইতিহাসে সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র হিসেবে গণ্য করা হয়। ২০২৩ সাল নাগাদ প্রাকৃতিক গ্যাসক্ষেত্রটি সাধারণভাবে ব্যবহারের উপযুক্ত হবে।

পৃথিবীর ইতিহাসে উষ্ণতম দশকঃ

পৃথিবীর ইতিহাসে ২০১০-১৯ ছিল সবচেয়ে উষ্ণতম দশক। ১২ আগস্ট ২০২০ প্রকাশিত এক রিপোর্টে জলবায়ু পরিবর্তনের এ মারাত্মক বাস্তবতা প্রকাশ পায়। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিষ্ট্রেশন’র সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল ইনফরমেশনের নেতৃত্বে এ প্রতিবেদন তৈরি হয়। এতে অংশ নেন ৬০ দেশের ৫২০ জনের ও বেশি বিজ্ঞানী। রিপোর্টে বলা হয়, ‘১৯৮০ সাল থেকে প্রত্যেক দশক আগের দশকের চেয়ে উষ্ণ ছিল। ২০১০-১৯ দশকের চেয়ে উষ্ণতা ২০০০-২০০৯ দশকের চেয়ে ০.২ সেলসিয়াস বেড়েছে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে উষ্ণতা ১৯৯০ সালের চেয়ে ৪৫% বেড়ে গেছে বলে লক্ষ্য করেন নির্গমনকারী কারখানাগুলোর ব্যবহার করা জীবাশ্ম জ্বালানি বাতাসে ছড়িয়ে পড়ে এ বসবাসযোগ্য গ্রহকে আরও উষ্ণ করে তুলছে বলে জানান তারা। 

রামমন্দিরের নির্মাণ কাজ শুরুঃ

৫ আগস্ট ২০২০ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় গিয়ে ৪০ কেজি রূপার ইট দিয়ে রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে বহুল আলোচিত, বিতর্কিত রামমন্দির নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে ৪ আগস্ট ২০২০ উত্তর প্রদেশ সরকার রামমন্দিরের নকশা প্রকাশ করে। দৈর্ঘ্য প্রস্থে অনেক বড় এ মন্দিরকে ভাগ করা হয়েছে মোট ৬ ভাগে – গর্ভগৃহ, গুড় মণ্ডপ, কীর্তন মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ, নৃত্য মণ্ডপ ও রঙ্গ মণ্ডপ। মোট পাঁচটি গম্বুজ ও ৩৬৬টি স্তম্ভের ওপর গড়ে উঠবে অযোধ্যার রামমন্দির। নগর স্থাপত্য শৈলীতে তৈরি হবে এ মন্দির, যা মূলত উত্তর ভারতের মন্দিরের নকশায় দেখা যায়। জয়পুরের গোলাপি পাথর দিয়ে নির্মাণ করা হবে রামমন্দির। তাতে খোদাই করা কারুকাজে প্রাচীন হিন্দু সভ্যতাকে তুলো ধরা হবে। রামমন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। মন্দিরের আয়তন হবে লম্বায় ৩৬০ ফুট এবং চওড়ায় ২৩৫ ফুট। মোট ২.৭৭ একর জায়গাজুড়ে তৈরি হবে মন্দির।

যে স্থানে রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়, সেখানে আগে ছিল বাবরি মসজিদ। ১৫২৮ সালে বাবরি মসজিদ তৈরি করেন মোগল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি। হিন্দুত্ববাদীদের অভিযোগ ছিল, বাবরি মসজিদের স্থানে আগে রামের মন্দির ছিল। মুসলমানরা ভারত দখলের পর মন্দিরের ঐ স্থানে মসজিদ নির্মাণ করেন। এ বিতর্কটা ছিল প্রায় ৫০০ বছরের পুরোনো। ৬ ডিসেম্বর ১৯৯২ কট্টর হিন্দুরা ভেঙে গুড়িয়ে দেয় ঐতিহাসিক বাবরি মসজিদ।

উত্তরাধিকার সম্পত্তিতে হিন্দুনারীর সমানাধিকারঃ

১৯৬৫ সালে ভারতের পার্লামেন্টে পাস হয় হিন্দু উত্তরাধিকার আইন। এরপর ৯ সেপ্টেম্বর ২০০৫ তা সংশোধন করা হয়। এ সংশোধনীর মধ্যে দিয়ে ভারতের নারীদের তার বাবা-মায়ের সম্পত্তির ওপর সমানাধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেই আইন কার্যকর হওয়ার আগে কারো বাবা মারা গেলেও কি মেয়েরা সমান সম্পত্তি পাওয়া যোগ্য হবেন কি না, এ নিয়ে আলোচনা ওঠে। এমন প্রশ্নে ভারতের বিভিন্ন আদালতে একাধিক মামলা হয়। মামলাগুলো সর্বশেষ সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়ায়। এমন পরিস্থিতির উত্তরণে ১১ আগস্ট ২০২০ ভারতের সুপ্রিমকোর্ট বাবা-মায়ের সম্পত্তির ওপর মেয়েদের অধিকার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ এক আদেশ দেন। আদেশে বলা হয়, ছেলের মত মেয়েদের অবশ্যই সমান অধিকার আছে বাবা-মায়ের সম্পত্তির ওপর। মেয়ে সারা জীবনই আদরের মেয়ে। তিনি যত দিন বেঁচে থাকবেন, বাবা-মায়ের সম্পত্তির ওপর তার অধিকার থাকবে। তার বাবা-মা বেঁচে আছেন কি-না, বিষয়টি বিবেচ্য নয়।

ভারতের সামরিক বাহিনীতে যুক্ত রাফালঃ

২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে প্রায় ৫৯০০০ কোটি রুপিতে অত্যাধুনিক ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চুক্তি স্বাক্ষর করে ভারত । চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মধ্যে সবগুলো বিমান ভারতের কাছে হস্তান্তরের কথা। ২৯ জুলাই ২০২০ ফ্রান্স থেকে প্রথম চালানের পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতের হরিয়ানার বিমান বাহিনীর সেনা ঘাঁটি আম্বালায় পৌঁছে । এর মধ্য দিয়ে ভারতের সামরিক ইতিহাসে নতুন যুগের সূচনা হয়। বহুমুখী ক্ষমতাসম্পন্ন এ বিমানগুলো দেশটির বিমানবাহিনীর শক্তিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে।

রাফাল (Rafale)- এর আক্ষরিক অর্থ ‘ঝড়ো বাতাস’ (Gust of Wind) আর সামরিক অর্থে ‘আগুনের বিস্ফোরণ’ (Burst of Fire)

■ ৪.৫ প্রজন্মের রাফাল যুদ্ধবিমান শব্দের চেয়ে গতিতে চলে।

■ রাফাল যুদ্ধবিমানে রয়েছে ১৪টি অস্ত্র গুদাম। এগুলো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বহন করে।

■ রাফাল যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ।

■ অত্যাধুনিক মিসাইলযুক্ত রাফাল ১৫০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে এবং ১০০ কিলোমিটার জায়গার মধ্যে ৪৫টি নিশানায় এক সাথে আঘাত হানতে পারে।

■ অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফাল যুদ্ধবিমানে।

■ আফগানিস্তান, লিবিয়া, মালি, ইরাক এবং সিরিয়া যুদ্ধে ব্যবহৃত হয়েছে।

সাবেক ক্যাপ্টেন ধোনির বিদায়ঃ

১৫ আগস্ট ২০২০ ভারতের হয়ে ৩টি বড়ো শিরোপা জেতা সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দেন। তিনি ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে (একদিনের ক্রিকেটে) আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। তার অবসর নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে এতদিন। সব জল্পনা-কল্পনা ইতি টানলেন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বর্ণাঢ্য অধ্যায়টা শেষ করার কথা বলেন। তিনি সর্বশেষ খেলেছিলেন গত বিশ্বকাপে। তিনি একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্ট জেতার অনন্য রেকর্ড গড়েছেন। ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আকস্মিকভাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়লেন আচমকা, অনাড়ম্বরে। ধোনির ক্যারিয়ারটাই তো এমন চমকে ভরা! তাঁর এসব চমক আর দেখা যাবে না ভারতের নীল জার্সিতে।

এক নজরে অধিনায়ক হিসেবে সাফল্য

টি২০ বিশ্বকাপ (২০০৭), চ্যাম্পিয়ন ট্রফি, একদিনের বিশ্বকাপ (২০১১), টেস্টে এক নম্বর দলের স্থান।

সংস্করণ

ম্যাচ

রান

সেঞ্চুরি

ক্যাচ/স্টাম্পিং

টেস্ট

৯০

৪৮৭৬

২৫৬/৩৮

ওয়ানডে

৩৫০

১০৭৭৩

১০

৩২১/১২৩

টি-২০

৯৮

১৬১৭

৫৭/৩৪

 

আইসিসির হল অব ফেমে তিন ক্রিকেটারঃ

২৩ আগস্ট ২০২০ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সাবেক তিন ক্রিকেটার কিংবদন্তিকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি হল অব ফেমে। মর্যাদাপূর্ণ হল অব ফেমে জায়গা পাওয়া তিন তারকা হলেন- দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ার নারী দলের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার লিসা স্টালেকার এবং ‘এশিয়ান ব্রাডম্যান’ খ্যাত ও ১৯৭০-৮০’র দশকে পাকিস্তানের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান জহির আব্বাস।

দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে ক্যালিস এবং পাকিস্তানের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে হল অব ফেমে অন্তর্ভুক্ত হন আব্বাস। আর ২৭ তম অস্ট্রেলিয়ান, ৯ম নারী এবং ৫ম অজি নারী ক্রিকেটারের তালিকায় জায়গা করে নেয় লিসা। আগস্ট ২০২০ পর্যন্ত নারী-পুরুষ মিলিয়ে মোট ৯৩ জন ক্রিকেটার হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।

চ্যাম্পিয়ন্স লীগ ২০১৯-২০

২৩ আগস্ট ২০২০ পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয় ইউরোপের ক্লাবগুলোর প্রথম স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লীগ ২০১৯-২০।

আসর : ৬৫তম

চ্যাম্পিয়ন : বায়ার্ন মিউনিখ (জার্মানি) 

রানার্স আপ : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)[ফ্রান্স] 

সর্বোচ্চ গোলদাতা : রবার্ট লেভান্ডোভস্কি (বায়ার্ন মিউনিখ); ১৫ টি।

ফাইনালে ১-০ গোলে  পিএসজিকে হারিয়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয়বারের মতো এক মৌসুমে তিন শিরোপা (ট্রেবল) জিতে বায়ার্ন মিউনিখ। 

রিপোর্টসমীক্ষা

বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্যঃ

১৬ জুলাই ২০২০ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক (MPI)২০২০’ প্রকাশ করে। সূচকে বিশ্বের ১০৭ টি দেশের মারাত্মক বহুমাত্রিক দরিদ্রতা বিবেচনা করা হয়। সূচক অনুযায়ী শীর্ষ দেশ-

♦ বহুমাত্রিক দারিদ্র্যে নাইজার, ৭৪.৮% ।

♦ জাতীয় দারিদ্র্য সীমায় দক্ষিণ সুদান, ৮২.৩%।

♦ দৈনিক ১.৯০ মার্কিন ডলারের নিচে আয় মাদাগাস্কার, ৭৭.৬%।

সার্কভুক্ত দেশের দারিদ্র্য পরিস্থিতি (বর্ণক্রম অনুযায়ী)

দেশ

সূচক

দারিদ্র্য (হাজার)

বহুমাত্রিক দারিদ্র্য (%)

জাতীয় দারিদ্র্য সীমা(%)

দৈনিক ১.৯০ ড. নিচে আয় (%)

আফগানিস্তান

০.২৭২

১৯,৭৮৩

২৪.৯

৫৪.৫

বাংলাদেশ

০.১০৪

৪০,১৭৬

৬.৫

২৪.৩

১৪.৮

ভারত

০.১২৩

৩,৬৯,৬৪৩

৮.৮

২১.৯

২১.২

মালদ্বীপ

০.০০৩

০.০

৮.২

০.০

নেপাল

০.১৪৮

৯,২৬৭

১১.৬

২৫.২

১৫.০

পাকিস্তান

০.১৯৮

৮১,৩৫২

২১.৫

২৪.৩

৩.৯

শ্রীলংকা

০.০১১

৬১৪

০.৩

৪.১

০.৮

ভুটান

০.১৭৫

২৫৬

১৪.৭

৮.২

১.৫

গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকঃ

 ২০০১ সাল থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (DESA) দুই বছর পরপর জাতিসংঘ সদস্যভুক্ত ১৯৩টি দেশের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স প্রকাশ করে আসছে। ১০ জলাই ২০২০ প্রকাশিত হয়  ২০২০ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI)। সূচক অনুযায়ী-

শীর্ষ ৫ দেশ : ১. ডেনমার্ক, ২. দক্ষিণ কোরিয়া, ৩. এস্তোনিয়া, ৪. ফিনল্যান্ড ও ৫. অস্ট্রেলিয়া।

♦ সর্বনিম্ন ৫ দেশ: ১৯৩. দক্ষিণ সুদান, ১৯২. ইরিত্রিয়া, ১৯১. সোমালিয়া, ১৯০. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও ১৮৯. শাদ।

♦ সার্কভুক্ত দেশের অবস্থান: ৮৫. শ্রীলংকা, ১০০. ভারত, ১০৩. ভুটান, ১০৫. মালদ্বীপ, ১১৯. বাংলাদেশ, ১৩২. নেপাল, ১৫৩. পাকিস্তান ও ১৬৯. আফগানিস্তান।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৯টি দেশের ওপর ৩০ জুন ২০২০ বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী-

♦ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো সড়ক রয়েছে মালয়েশিয়ায়; ‍দ্বিতীয় চীন।

♦ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বাধিক কার্বন নিঃসরণ করে চীন; ৭২৬ টন।

♦ সার্কভূক্ত দেশের মধ্যে সবচেয়ে ভালো মানের সড়ক রয়েছে ভারতে। এরপর যথাক্রমে পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ।

♦ সার্কভূক্ত দেশের মধ্যে গাড়ির কালো ধোঁয়ার মাধ্যমে সর্বাধিক কার্বন নিঃসরণ করে ভারত; বছর ২৫৬ টন। এর পর রয়েছে যথাক্রমে পাকিস্তান ৫২.৬ টন, শ্রীলংকা ১০.৬ টন ও বাংলাদেশ . টন

♦ সড়ক দূর্ঘটনায় সার্কভুক্ত দেশে প্রতি লাখে মারা যায়- ভারত ২২.৬; ভুটান ১৭.৪; নেপাল ১৫.৯; বাংলাদেশ ১৫.৩; আফগানিস্তান ১৫.১; শ্রীলংকা ১৪.৬ ও পকিস্তান ১৪.৩ জন।

বিশ্ব বনভূমি পরিস্থিতিঃ

সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রকাশ করে The State of the Worlds Forests 2020 প্রতিবেদন অনুযায়ী-

♦ বিশ্বের মোট বনভূমির আয়তন ৪.০৬ বিলিয়ন হেক্টর।

♦ বিশ্বে উদ্ভিদের প্রজাতি রয়েছে মোট ৬০,০৮২ টি।

♦ সর্বাধিক উদ্ভিদ প্রজাতিবহুল ১০ দেশ : ব্রাজিল ৯,২২৩; কলম্বিয়া ৬,০২১; # ইন্দোনেশিয়া ৫,৬২৩, # মালয়েশিয়া ৫,৪৫৮, # ভেনিজুয়েলা ৪,৮৭৯; # চীন ৪,৬৮০; # পেরু ৪,৬১২; # ইকুয়েডর ৩,৭৫০; # মেক্সিকো ৩,৫১৪; # মাদাগাস্কার ৩,২৯৭।

♦ বিশ্বে মোট ম্যানগ্রোভ বনের আয়তন ১৪.৭৯ মিলিয়ন হেক্টর।

♦ বিশ্বে ম্যানগ্রোভ বন রয়েছে ১১৩ দেশে।

♦ সর্বাধিক ম্যানগ্রোভ বনের ৩ দেশ : ইন্দোনেশিয়া ১৯%, ব্রাজিল ৯%, নাইজেরিয়া ৭% ও মেক্সিকো ৬%।

মহাদেশভিত্তিক ম্যানগ্রোভ বন (মিলিয়ন হেক্টর):

# এশিয়া: ৫.৫৫ # আফ্রিকা : ৩.২৪ # উত্তর আমেরিকা : ২.৫৭ #  দক্ষিণ আমেরিকা ২.১৩ #  ওশেনিয়া : ১.

সর্বাধিক বনভূমির ১০ দেশ

দেশ

বনভূমি (মি.হেক্টর)

বৈশ্বিক ভূমির শতকরা হার

রাশিয়া

৮১৫

২০.১

ব্রাজিল

৪৯৭

১২.২

কানাডা

৩৪৭

৮.৫

যুক্তরাষ্ট্র

৩১০

৭.৬

চীন

২২০

৫.৪

অস্ট্রেলিয়া

১৩৪

৩.৩

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র

১২৬

৩.১

ইন্দোনেশিয়া

৯২

২.৩

পেরু

৭২

১.৮

ভারত

৭২

১.৮

Leave a Reply