আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৫.২০২১

আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র।

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ও সহযোগিতা চুক্তি (TCA) আনুষ্ঠানিকভাবে কার্যকর।

 ০২.০৫.২০২১

অর্ধশত বছরের মধ্যে প্রথমবারের মতো রাতের বেলায় নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরে আসে SpaceXর ড্রাগন ক্যাপসুল।

মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী হাজারো মানুষের বিক্ষোভ থেকে বসন্ত বিপ্লবের ডাক দেয়া হয়।

০৩.০৫.২০২১

২৭ বছরের দাম্পত্য সম্পর্কের অবসানের ঘোষণা দেন বিশ্বের সেরা ধনকুবেরদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস।

মায়া জনগোষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাদর।

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি ও কর্মকর্তাদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্লাদিমির চিজোভকে তলব করেছে ইইউ।

০৪.০৫.২০২১

অস্ট্রেলিয়ার সাথে অর্থনৈতিক চুক্তি স্থগিত করে চীন।

০৫.০৫.২০২১

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাপের মুখে করোনাভাইরাসের টিকার মেধাস্বত্ব ছাড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

০৬.০৫.২০২১

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দেশটির রাজধানী মালেতে তাঁর বাড়ির বাইরে এক বিস্ফোরণে আহত হয়েছেন। তিনি বর্তমান পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করছেন।

০৭.০৫.২০২১

চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা BBIBP-CorV জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জাতিগোষ্ঠী জুলু সম্প্রদায়ের নতুন রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যুবরাজ মিসুজুলু।

০৮.০৫.২০২১

সৌদি আরব ও পাকিস্তান ‍দুদেশের মধ্যে সম্পর্কোন্নয়নে একটি চুক্তি স্বাক্ষর করে।

মিয়ানমারে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত সরকারকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দেয় দেশটির জান্তা।

 ভারতীয় সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারী জওয়ান যুক্ত হয়।

০৯.০৫.২০২১

চীনের Long March-5b রকেটের ধ্বংসাবশেষ ভারত সাগরে আছড়ে পড়ে।

কয়েকটি দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এএফসি কাপ স্থগিত করে দিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি।

১০.০৫.২০২১

পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরাইল।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ফাইজার ও বায়োএনটেক কোম্পানির কোভিড-১৯-এর টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়ার জরুরি অনুমোদন দিয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। মমতা বন্দোপাধ্যায়ের সরকারের মন্ত্রিসভায় ৪৩ শপথ নেন। করোনার কারণে মাত্র ছয় মিনিটের মধ্যে শপথ অনুষ্ঠান শেষ হয়।

১১.০৫.২০২১

ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আরও একটি মামলা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেলজিয়ামের আদালতে মামলাটি করেছে ইইউ। এর আগে গত এপ্রিলের শেষে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে যায় ইইউ।

 ১৪.০৫.২০২১

সফলভাবে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে চীনের মনুষ্যবিহীন নভোযান জুরং।

বিমান হামলায় গাজা শহরের একটি ভবন ধ্বংস করে দেয় ইসরায়েল। সেখানে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল-জাজিরাসহ অন্যান্য গণমাধ্যমের অফিস ছিল।

১৬.০৫.২০২১

নিজেদের তৈরি সুপার কম্পিউটার Simurgh উদ্বোধন করে ইরান।

১৭.০৫.২০২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে নামকরণকৃত গাজা নামের নতুন ড্রোন উন্মোচন করে ইরান।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তহিরুসহ ১ সেনা কর্তকর্তা।

সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের আসর শুরু। ৩৫ দেশের ২৩৫ জন তিরন্দাজ অংশ নেবেন এ বিশ্বকাপে।

ফিলিস্তিনের ভূ-খণ্ড গাজায় কাতারি রেড ক্রিসেন্ট সোসাইটির (কিউআরসিএস) কার্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

১৮.০৫.২০২১

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ৫২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

 ১৯.০৫.২০২১

ভারতে তৈরি করোনাভাইরাসের নমুনা পরীক্ষার র‌্যাপিড অ্যান্টিজেন কিট ব্যবহারে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।

২০.০৫.২০২১

চীনের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত Comprehensive Agreement on Investment (CAI) অনুমোদন স্থগিত করে ইউরোপীয় পার্লামেন্ট।

টানা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী হামাস।

যুক্তরাষ্ট্রের নিউয়র্ক নগরীর টাইমস স্কয়ারে ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

২১.০৫.২০২১

ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে ১১ দিনের সহিংসতার অবসান ঘটল।

জাতিসংঘ ফিলিস্তিনের গাজার জন্য অতিরিক্ত ৪৫ লাখ ডলার অর্থসহায়তা ঘোষণা করেছে।

২২.০৫.২০২১

ফিলিস্তিনে গণহত্যা চালানোর অভিযোগ তুলে দায়ী ইসরাইলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) প্রতি আহ্বান জানায় মৌরিতানিয়ার আইনসভা।

ইসরায়েল ও ফিলিস্তিনকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে আহ্বানে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

২৩.০৫.২০২১

সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে প্রথমবারের মতো সশরীরে আদালতে হাজির করা হয়।

সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিমে নাওমি মাতাআফা।

চীনের পার্বত্য অঞ্চলে ১০০ কিলোমিটারের আলট্রাম্যারাথন চলাকালে হঠাৎ আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠায় ২১ দৌড়বিদের মৃত্যু।

২৪.০৫.২০২১

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জাপান ভ্রমণের ব্যাপারে চতুর্থ মাত্রার সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমানে বিশ্বের ১৫১টি দেশভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চতুর্থ মাত্রার সতর্কতা জারি রয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান ও প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুর গ্রেপ্তার হয়েছেন।

২৫.০৫.২০২১

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন।

  আলোচিত বিশ্ব

শাদের স্বৈরশাসক ইদ্রিস দেবির বিদায়

১৯ এপ্রিল, ২০২১ শাদের বিদ্রোহী Front for Change and Concord in Chad (FACT)-এর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে দেশটির স্বৈরশাসক প্রেসিডেন্ট ইদ্রিস দেবি মারাত্মক আহত হন। ২০ এপ্রিল ২০২১ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর ফলে আফ্রিকায় আরও এক স্বৈরশাসকের মৃত্যু ঘটলো। সেনাবাহিনীর চার তারকা জেনারেল ইদ্রিস দেবির পুরো নাম মাহামাত দেবি ইতনো, যিনি জেনারেল কাকা নামেও পরিচিত ছিলেন। কেউ কেউ তাকে অভিহিত করে থাকেন কালো চশমা পরা জেনারেল হিসেবেও। ইদ্রিস দেবির শাসনামল নিয়ে দেশটির নাগরিকদের অনেকের মধ্যেই নানা অভিযোগ রয়েছে।

 নতুন প্রেসিডেন্ট

ইদ্রিস দেবির মৃত্যুর পরপরই তার ছেলে মাহামাত দেবি ক্ষমতা দখল করেন। এছাড়া তিনি দ্রুততার সঙ্গে নিজের বিশ্বস্ত ১৪ জেনারেলকে সাথে নিয়ে গঠন করেন অন্তর্বর্তীকালীন শাসন কাউন্সিল। ক্ষমতা দখল করে মাহামাত দেবি ঘোষণা দেন, ১৮ মাস পর তার তত্ত্বাবধানে শাদে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

হংকংয়ে নতুন অভিবাসন আইন

২৮ এপ্রিল ২০২১ হংকংয়ে নতুন অভিবাসন আইন পাস হয়। এ আইনের অধীনে হংকংয়ে নাগরিকদের আসা-যাওয়ার নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে রাখা হয়েছে। চীনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার মতো করে হংকংয়েও এ আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

উইঘুর নিপীড়ন গণহত্যা

চীনের শিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নকে ২২ এপ্রিল ২০২১ প্রথমবারের মতো গণহত্যা হিসেবে ঘোষণা দেয় যুক্তরাজ্য। সেই সঙ্গে এর নিন্দা জানিয়ে পার্লামেন্টে একটি বিলও পাশ করে দেশটির আইনপ্রণেতারা। এর আগে নেদারল্যান্ডস, কানাডা এবং যুক্তরাষ্ট্র একই রকম বিল পাশ করে।

নতুন নেতৃত্বে কিউবা

কিউবার কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ ফার্স্ট সেক্রেটারি। ১৬ এপ্রিল ২০২১ বিপ্লবী ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো দলীয় প্রধানের পদ ছাড়ার পর তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল। এর আগে ২০১৮ সালে রাউল স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পর তিনি প্রেসিডেন্ট হন। এবার রাজনীতির সবচেয়ে প্রভাবশালী শীর্ষ পদেও আসীন হলেন দিয়াস কানেল। তার পার্টি প্রধান হওয়ার মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো কিউবায় ১৯৫৯ সালের কিউবা বিপ্লবের পর এই প্রথম কাস্ত্রো পরিবারের বাইরে কেউ দলীয় প্রধান হলেন।

EU পার্লামেন্টে BREXIT বাণিজ্য চুক্তি পাস

ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কচ্ছেদের পর ৩০ ডিসেম্বর ২০২০ তাদের মধ্যে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ও সহযোগিতা চুক্তি (Trade and Cooperation Agreement-TCA) স্বাক্ষরিত হয়। ৩১ ডিসেম্বর ২০২০ ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন করা হয় এ চুক্তি। ১ জানুয়ারি ২০২১ থেকে TCA পরীক্ষামূলকভাবে কার্যকর হয়। এই চুক্তির আওতায় পণ্যের ওপর শূন্য শুল্কের পাশাপাশি কোটামুক্ত সুবিধা চালু হয়। কিন্তু তখন ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদন হয়নি। ২৮ এপ্রিল ২০২১ ইউরোপীয় পার্লামেন্টে TCA অনুমোদন হয়। এরপর ২৯ এপ্রিল ২০২১ EU কাউন্সিল তা অনুমোদন করে। ১ মে ২০২১ আনুষ্ঠানিকভাবে TCA কার্যকর হয়।

 তুরস্কের সফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

৩ মে ২০২১ তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি Hisar  ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করে। দেশটির মধ্যাঞ্চলীয় আকসারাই প্রদেশে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জঙ্গি বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, ড্রোন ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর।

ইসরাইল-গ্রিস বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি

রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে ১৮ এপ্রিল ২০২১ গ্রিস ও ইসরাইল সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। ২২ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিটির মূল্য ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার এ চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গ্রিসের বিমানবাহিনীর জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। ইসরাইলের নিজস্ব ফ্লাইট একাডেমির মডেলে নির্মিত হবে এ প্রশিক্ষণ কেন্দ্র।

চীন-অস্ট্রেলিয়া চুক্তি বাতিল

২১ এপ্রিল ২০২১ অস্ট্রেলিয়া সরকার চীনের সাথে Belt and Road Initiative (BRI) চুক্তি বাতিল করে। ৮ অক্টোবর ২০১৮ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার এবং চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থের পরিপন্থী বা বৈদেশিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করে অস্ট্রেলিয়া। তাই কমনওয়েলথের নতুন বিদেশি ভেটো আইনের অধীনে BRI চুক্তি বাতিল করা হয়।

চীন বিরোধী জোট কোয়াড

ইংরেজি শব্দ কোয়াড্রিলেটারেল (Quardrilateral) বা চতুর্পাক্ষিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোয়াড (Quad)। নামই বলে দিচ্ছে এটি চার পক্ষের একটি জোট। দেশ চারটি যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। সম্প্রতি চীনকে ঘিরে কোয়াডের হম্বিতম্বি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়তে শুরু করেছে এ অনানুষ্ঠানিক জোট।

 ইসরাইলি বর্বরতায় রক্তাক্ত ফিলিস্তিন সাম্প্রতিক সংঘাতের পটভূমি

১৩ এপ্রিল ২০২১ ইসরাইল-ফিলিস্তিনের চলমান সংঘাতের সূত্রপাত হয়। ইসরাইলের দখল করা পূর্ব জেরুজালেমে রয়েছে আল-আকসা মসজিদ, মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর সবচেয়ে পবত্রি স্থান। পবিত্র রমজান মাসের প্রথম রাতে জেরুজালেমে দামেঙ্ক গেট বন্ধ করে দেওয়ার ঘটনায় সেদিন পূর্ব জেরুজালেমে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যরা মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজের জন্য আসা ফিলিস্তিনিদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আহত হয় প্রায় ৩০০ ফিলিস্তিনি। প্রতিবাদে ফুঁসে ওঠে আরব জনগণ, দ্রুত তা ছড়িয়ে পড়ে সারা পূর্ব জেরুজালেম ও গাজায়। এরপর থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই উত্তেজনা চরমে পৌঁছায় পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় কয়েকটি ফিলিস্তিন পরিবারকে উৎখাতের মাধ্যমে। ৩ মে ২০২১ শেখ জারাহ এলাকায় ইসরাইলি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। ৭ মে ২০২১ জুমাতুল বিদায় জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে লাখো মুসলমানের জামায়েত হয়। ঐ সময়ই বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটে। এরপর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী রকেট হামলা চালালে ১ মে ২০২১ থেকে টানা বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

যুদ্ধবিরতি

টানা ১১ দিন রক্তক্ষয়ী সংঘাতের পর ২০ মে ২০২১ ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করে। ২১ মে ২০২১ ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরই গাজার রাস্তায় নেমে আসে হাজার হাজার ফিলিস্তিনি। তারা আল্লাহু আকবরএবং আল্লাহর প্রতি শুকরিয়াস্লোগান দেয়। এই যুদ্ধে ইসরাইল এবং হামাস উভয়ে বিজয় দাবি করে। মিসরের মধ্যস্থতায় কিছু শর্তসাপেক্ষে ইসরাইল ও হামাস উভয়পক্ষ এই অস্ত্রবিরতি মেনে নেয়। ইসরাইল গাজায় হামলা বন্ধের পাশাপাশি আল-আকসা মসজিদ ও শেখ জাররাহ  এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। ইসরাইল যতক্ষণ পর্যন্ত তা মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বিরতি বাস্তবায়ন করবে। তবে যুদ্ধবিরতি কতটা কার্যকর থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ যুদ্ধবিরতির মধ্যেই ২১ মে ২০২১ ফিলিস্তিনের গাজা উপতাকায় আল-আকসা মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরাইলি নিরাপত্তা বাহিনী। জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা এ হামলার শিকার হন।

প্রাণহানি ও ক্ষয়ক্ষতির চিত্র

ক্ষয়ক্ষতির ধরন

ফিলিস্তিন

ইসরাইল

প্রাণহানি

২৩২

১২

আহত

৮,৫৩৮

২৯৪+

রকেট হামলা

৪,৩০০+

স্থাপনা বিধ্বস্ত

৭৫,০০০+

১টি সিনাগগ ক্ষতিগ্রস্থ

বাস্তুচ্যুত

১,২০,০০০

ক্ষতি

৩২২ মিলিয়ন ডলার+

 

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু

১৪ এপ্রিল ২০২১ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী, ১ মে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়। আর ১১ সেপ্টেম্বর ২০২১ এর আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ফিরে যাবে।

 আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যা স্বীকৃতি

প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান বাহিনীর হাতে আর্মেনীয় হত্যাযজ্ঞকে ২৪ এপ্রিল ২০২১ আনুষ্ঠানিকভাবে Genocide তথা গণহত্যা হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১৯১৫ সালের ঐ হত্যাযজ্ঞকে গণহত্যা বলে ঘোষণা দেন।

দ্রুত গলে যাচ্ছে বিশ্বের সব হিমবাহ

তামপাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রায় সব হিমবাহ দ্রুতগতিতে গলছে। গত ২৮ এপ্রিল, ২০২১ আন্তর্জাতিক গবেষকদের করা গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার টেরা কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বের হিমবাহগুলো গড়ে প্রতিবছর ২৬৭ বিলিয়ন টন বরফ হারিয়েছে।

বেজোসের ব্লু-অরিজিন মহাকাশে যাচ্ছে

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের অ্যারোম্পেস প্রতিষ্ঠান ব্লু-অরিজিন’ মহাকাশে অভিযাত্রী নেওয়ার জন্য প্রস্তুত। বিবিসির প্রতিবেদনে জানা যায়, ব্লু-অরিজিন আগামী ২০ জুলাই ২০২১ প্রথম ক্রু মহাকাশে পাঠাবে।

মিসরে ৫ হাজার বছরের বেশি পুরোনো সমাধি

মিসরের নীল নদের ব-দ্বীপে শতাধিক প্রাচীন সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। মিসরের পর্যটন ও পুরাতত্ত্ববিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২৯ এপ্রিল ২০২০, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়- সমাধিগুলো দেশটিতে পাঁচ হাজার বছরের বেশি সময় আগে প্রাচীন ফারাওদের উত্থান ও সাম্রাজ্য বিস্তারের আগের বলে মনে করা হচ্ছে।

 ২৫ বার এভারেস্টের চূড়ায়

নেপালের কামি রিটা শেরপা ২৫ বার এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্ড গড়েছেন। গত ৭ মে ২০২১ তিনি ২৫তম বারের মতো চূড়ায় উঠে তাঁর নিজেরেই আগের রেকর্ড ভেঙেছেন।

মালদ্বীপের কাছে পড়েছে চীনা রকেটের ধ্বংসাবশেষ

মহাকাশে পাঠানো চীনের একটি রকেটের ধ্বংসাবশেষ গত ৯ এপ্রিল ২০২১ ভারত মহাসাগরে পড়েছে।

আরব সাগরে অস্ত্রের বিশাল চালান আটক করেছে যুক্তরাষ্ট্র

আরব সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তবে চীন ও রাশিয়ায় তৈরি এসব অস্ত্রের গন্তব্য কোথায় ছিল, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি মার্কিন নৌবাহিনী।

নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দেশটির পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন। আগামী নভেম্বর ২০২১, তিনি দেশটির সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে নেপালে নতুন করে রাজনৈতিক সংকট শুরু হলো।

সামোয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপদেশ সামোয়া প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ সাল থেকে ক্ষমতায় থাকা তুলেইপা সাইলেলে মালিয়েলেওইকে পরাজিত করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফিমে নাওমি মাতাআফা।গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুনর্নির্বাচন হওয়া নিয়ে এক মাসের সংকটের অবসান ঘাটিয়ে গত ১৭ মে, ২০২১ মাতাআফার জয়ের পক্ষে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট।

রিপোর্ট সমীক্ষা

বৈশ্বিক সামরিক ব্যয়

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১

প্রকাশক: Stockholm International Peace Research Institute (SIPRI)

প্রতিবেদনের শিরোনাম: SIPRI Fact Sheet April 2021: Thrends in world military expenditure, 2020

প্রতিবেদন অনুযায়ী-

২০২০ সালে সামরিক ব্যয়ে শীর্ষ ১০ দেশ (বিলিয়ন মা. ড.): ১. যুক্তরাষ্ট্র (৭৭৮); ২. চীন (২৫২); ৩. ভারত (৭২.৯); ৪. রাশিয়া (৬১.৭); ৫. যুক্তরাজ্য (৫৯.২); ৬. সৌদি আরব (৫৭.৫); ৭. জার্মানি (৫২.৮); ৮. ফ্রান্স (৫২.৭); ৯. জাপান (৪৯.১) ও ১০. দক্ষিণ কোরিয়া (৪৫.৭)

অর্থনৈতিক স্বাধীনতা সূচক

প্রকাশ: মার্চ ২০২১

প্রকাশক: The Heritage Foundation, USA

অন্তর্ভুক্ত দেশ: ১৭৮টি

সূচকের শিরোনাম: 2021 Index of Economic Freedom.

যেভাবে সূচক তৈরি: করের বোঝা, ব্যক্তিগত ও কর্পোরেট পরিসরে করের হার এবং মোট দেশজ উৎপাদনের (GDP) তুলনায় শতাংশ হিসেবে মোট আদায়কৃত কর রাজস্ব আয় এসব বিষয় বিবেচনায় রেখে সূচক প্রণয়ন করা হয়।

সূচক অনুযায়ী-

শীর্ষ ৫ দেশ: ১ সিঙ্গাপুর, ২. নিউজিল্যান্ড, ৩. অস্ট্রেলিয়া, ৪. সুইজারল্যান্ড ও ৫. আয়ারল্যান্ড।

সর্বনিম্ন ৫ দেশ: ১৭৮. উত্তর কোরিয়া, ১৭৭. ভেনিজুয়েলা, ১৭৬. কিউবা, ১৭৫ সুদান ও ১৭৪ জিম্বাবুয়ে।

সার্কভুক্ত দেশের অবস্থান: ১০৯. ভুটান, ১২০. বাংলাদেশ, ১২১. ভারত, ১৩১. শ্রীলংকা, ১৩৬. মালদ্বীপ, ১৪৬. আফগানিস্তান, ১৫২. পাকিস্তান ও ১৫৭. নেপাল।

বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ

প্রকাশ: ৬ মে ২০২১

প্রকাশক: যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংক রোডিয়াম গ্রুপ

প্রতিবেদন অনুযায়ী

♦গবেষণা অনুযায়ী ২০১৯ সালে চীন ১৪ গিগাটন কার্বন ডাই-অক্সাইডের সমপরিমাণ গ্যাস নিঃসরণ করে, যা সারাবিশ্বে নিঃসরিত গ্রিনহাউস গ্যাসের ২৭%।

♦সারাবিশ্বের নিঃসরিত মোট গ্যাসের পরিমাণ ৫২ গিগাটন কার্বন ডাই-অক্সাইডের সমপরিমাণ

গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ ৮ দেশ: ১. চীন (২৭%), ২. যুক্তরাষ্ট্র (১১%), ৩. ভারত (৬.৬%), ৪. ইউরোপীয় ইউনিয়ন (৬.৪%) ও ৫. ইন্দোনেশিয়া (৩.৪%)

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২১

প্রকাশক: ২০ এপ্রিল ২০২১

প্রকাশক: ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Peporters Without Borders (RSF)

অন্তর্ভুক্ত দেশ: ১৮০টি

সূচকের শিরোনাম: 2021 World Press Freedom Index

সূচক অনুযায়ী-

শীর্ষ ৫ দেশ: ১. নরওয়ে, ২. ফিনল্যান্ড, ৩. সুইডেন, ৪. ডেনমার্ক ও ৫. কোস্টারিকা।

♦সর্বনিম্ন ৫ দেশ: ১৮০ ইরিত্রিয়া, ১৭৯. উত্তর কোরিয়া, ১৭৮. তুর্কমেনিস্তান, ১৭৭. চীন ও ১৭৬. জিবুতি।

সার্কভুক্ত দেশের অবস্থান: ৬৫. ভুটান, ৭২ মালদ্বীপ, ১০৬. নেপাল, ১২২. আফগানিস্তান, ১২৭. শ্রীলংকা, ১৪২. ভারত, ১৪৫. পাকিস্তান ও ১৫২. বাংলাদেশ।

বিশ্বে ধর্মীয় স্বাধীনতা

প্রকাশ: এপ্রিল ২০২১

প্রকাশক: ক্যাথলিক দাতব্য সংস্থা Aid to the Churchi in Need (ACN)

অন্তর্ভুক্ত দেশ: ১৯৬টি

প্রতিবেদনের শিরোনাম: Religious Freedom in the World Report 2021

প্রতিবেদন অনুযায়ী-

♦বিশ্বে কমপক্ষে ২৫টি দেশে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা চীন এবং মিয়ানমারে। বিশ্বব্যাপী সব ধর্মের স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে গবেষণা করা ক্যাথলিক দাতব্য সংস্থা ACN-এর তালিকায় এসব তথ্য উঠে আসে।

♦প্রতিবেদনে ২৬টি দেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। দেশগুলো হলো-আফগানিস্তান, বাংলাদেশ, বারকিনা ফাসো, ক্যামেরুন, শাদ, চীন, কমোরোস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, ভারত, ইরান, উত্তর কোরিয়া, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মোজাম্বিক, মিয়ানমার, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, সৌদি আরব, সোমালিয়া, শ্রীলংকা, তুর্কমেনিস্তান ও ইয়েমেন।

বৈশ্বিক মৃত্যুদণ্ড কার্যকরের চিত্র

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১

প্রকাশক: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

প্রতিবেদনের শিরোনাম: Death penalty in 2020. Facts and figures

প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশ (জন)- ১. চীন (১,০০০), ২. ইরান (২৪৬), ৩. মিসর (১০৭), ৪. ইরাক (৪৫) ও ৫. সৌদি আরব (২৭)।

প্রবাসী আয়

প্রকাশ: ১২ মে ২০২১

প্রকাশক: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD)।

প্রতিবেদনের শিরোনাম: Migration and Development Brief 34

প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে.

প্রবাসী আয়ে শীর্ষ ১০ দেশ (বিলিয়ন মার্কিন ডলার): ১ ভারত (৮৩); ২. চীন (৬০); ৩. মেক্সিকো (৪৩); ৪. ফিলিপাইন (৩৫); ৫. মিসর (৩০); ৬. পাকিস্তান (২৬); ৭. বাংলাদেশ (২২); ৮. নাইজেরিয়া (১৭); ও ১০. ইউক্রেন (১৫)

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন

রিপোর্টে বিশ্ব

জনসংখ্যা (২০২১) : ৭৮৭.৫০ কোটি।

জনসংখ্যা বৃদ্ধির হার (২০১৫-২০২০) : ১.১%।

নারী প্রতি প্রজনন হার : ২.৪ জন।

গড় আয়ু: পুরুষ: ৭১ বছর ও নারী : ৭৫ বছর।

সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ: নাইজার; ৬.৬ জন।

সর্বাধিক জন্মহারের দেশ: বাহরাইন; ৪.৩%।

সর্বনিম্ন জন্মহারের দেশ: লিথুয়ানিয়া; ১.৫%

জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : চীন

জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান: অষ্টম।

জনসংখ্যায় সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান: তৃতীয়।

শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ

২০২১ সালের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি অনুযায়ী শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ ৬টি— বেলারুশ, কিউবা, ইতালি, মন্টিনিগ্রো, উত্তর মেসেডোনিয়া ও স্পেন।

প্রতিবেদনে বাংলাদেশ

জনসংখ্যা: ১৬ কোটি ৬৩ লাখ ।

বৃদ্ধির হার: ১.১%।

নারী প্রতি প্রজনন হার : ২ জন ।

গড় আয়ু : পুরুষ ৭১ বছর ও নারী ৭৫ বছর।

মোট জনসংখ্যার ৫.৩ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।

প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সী শিশুদের ৯৫% বিদ্যালয়ে যায়।

মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সীদের ৬২% বিদ্যালয়ে যায়।

১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে ৫৯% কিশোরীর বিয়ে হয়ে যায়।

স্বামীর হাতে নির্যাতনের শিকার হন ২৯% নারী।

সার্কভুক্ত দেশের জনসংখ্যা-বৃদ্ধির হার-নারী প্রতি প্রজনন হার-গড় আয়ু

দেশজনসংখ্যাবৃদ্ধি (%)প্রজনন হার (জন)গড় আয়ু (বছর)
পুরুষনারী
ভারত১৩৯ কোটি ৩৪ লাখ১.০২.২৬৯৭১
পাকিস্তান২২ কোটি ৫২ লাখ২.০৩.৩৬৭৬৯
বাংলাদেশ১৬ কোটি ৬৩ লাখ১.১২.০৭১৭৫
আফগানিস্তান৩ কোটি ৯৮ লাখ২.৫৪.০৬৪৬৭
নেপাল২ কোটি ৯৭ লাখ১.৫১.৮৭০৭৩
শ্রীলংকা২ কোটি ১৫ লাখ০.৫২.২৭৪৮১
ভুটান৮ লাখ১.২১.৯৭২৭৩
মালদ্বীপ৫ লাখ৩.৪১.৮৭৮৮১

৯৩তম অস্কার পুরস্কার ২০২১

এক নজরে বিজয়ীর তালিকা

চলচ্চিত্র: নোম্যাডল্যান্ড।

অভিনেতা: অ্যান্থনি হপকিন্স; চলচ্চিত্র-দ্য ফাদার।

অভিনেত্রী : ফ্রান্সের ম্যাকডরম্যান্ড; চলচ্চিত্র-নোম্যাডল্যান্ড।

পরিচালক: ক্লোয়ি ঝাও; চলচ্চিত্র-নোম্যাডল্যান্ড

সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া; চলচ্চিত্র-জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া।

সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন; চলচ্চিত্র-মিনারি।

 

Leave a Reply