বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

 

০১.০৭.২০২১

২০২১-২২ অর্থবছর শুরু ও জাতীয় বাজেট কার্যকর। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি।

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে দেশে পরীক্ষামূলকভাবে National Equipment Identity Register (NEIR) কার্যক্রম চালু।

০২.০৭.২০২১

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারত নদী পথে কয়লার প্রথম চালান পাঠায়।

০৩.০৭.২০২১

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপ্তি।

০৭.০৭.২০২১

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) প্রাণ এগ্রোকে দেশের দ্বিতীয় গ্রিন বন্ড হিসেবে ১৫০ কোটি টাকা তোলার অনুমতি দেয়।

০৮.০৭.২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর

অর্থ সম্মেলন উদ্বোধন করেন।

১৩.০৭.২০২১

 নিম্ন আয়ের মানুষের জন্য ৩,২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

দেশের ১২টি সিটি করপোরেশনে মডার্নার টিকা দেয়া শুরু।

১২.০৭.২০২১

দেশের জেলা ও উপজেলা পর্যায়ে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু।

২১.০৭.২০২১

পবিত্র ঈদুল আযহা উদযাপিত।

২৩.০৭.২০২১

 জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত দৃষ্টিপ্রতিবন্ধিতা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

২৬.০৭.২০২১

♦ প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (NICAR) ১১৭তম বৈঠকে নতুন তিনটি উপজেলা অনুমোদন দেয়া হয়।

♦ পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (RPL) গাইডলাইন এর গেজেট প্রকাশ।

২৭.০৭.২০২১

♦ চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়।

২৮.০৭.২০২১

♦ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন।

♦ Bangladesh Legal Practitioners and Bar Council (Amendment) Ordinance, 2021 গেজেট প্রকাশ।

♦ হেপাটাইটিস নিয়ে আক্ষেপ নয় প্রতিপাদ্যে দেশে বিশ্ব হেপাটাইটস দিবস পালিত।

২৯.০৭.২০২১

 সম্প্রসারণ ও সংকুলানমুখী নতুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

৩০.০৭.৩০৩২

♦ জীবনের বন্ধন স্লোগান নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম নন-ফিকশন চ্যানেল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নেক্সাস টিভি

 

আলোচিত বাংলাদেশ

 

চিরঞ্জীব মুজিব

২৪ জুন ২০২১ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করা হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেন নজরুল ইসলাম। এর চিত্রনাট্য লেখার পাশাপাশি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন জুয়েল মাহমুদ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্রটি ২০২১ সালের আগস্টে মুক্তি পাবে। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেন আহমেদ রুবেল।

 

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার হিসেবে প্রতিবছর স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জএ তিন বিভাগে মোট ৩২টি পদক প্রদান করা হয়। এর মধ্যে স্বর্ণ পাঁচটি, রৌপ্য নয়টি ও  ব্রোঞ্জ পদক ১৮টি। ২৭ জুন, ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ প্রদান করেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন UGC প্রবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ, যার মেয়াদকাল এক বছর এবং এটি ১ জুলাই ২০২১ – ৩০ জুন ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে। ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ ২০২১ লাভ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মো. আফজাল হোসেন। এক্সপ্লোরিং দ্য পটেনশিয়াল অব সিউইডস ফর প্রমোটিং দ্য ব্লু ইকোনমি অব বাংলাদেশ গবেষণা প্রস্তাবনার জন্য তাকে এই ফেলোশিপ দেয়া হয়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার 

২০১৯ সালে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নীতিমালা প্রণয়ন করে। শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর সৃজনশীলতাকে উৎসাহ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ শিল্প পুরস্কারের প্রবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারের প্রত্যেক ক্যাটাগরির প্রথম পুরস্কার তিন লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, দ্বিতীয় পুরস্কার দুই লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার এক লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণ খচিত ক্রেস্ট। ২৭ জুন ২০২১ শিল্প মন্ত্রণালয় এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ২০২০ সালের জন্য ৭টি ক্যাটাগরিতে মোট ২৩টি শিল্প প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রদান করে।

 

স্মারক খাম ও ডাকটিকেট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর স্মরণে তাকে নিয়ে ৯ জুলাই ২০২১ স্মারক খাম ও বিশেষ ডাকটিকেট অবমুক্ত করে ফিলিপাইনের পোস্টাল কর্পোরেশন ফিলপোস্ট। ফিলিপাইন পোস্টাল কর্পোরেশন ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে উদ্বোধনী খাম ও ডাকটিকেট অবমুক্ত করা হয় ।

 

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR)। এ লক্ষ্যে ১২ জুলাই ২০২১ ICCR এবং দিল্লি বিশ্ববিদ্যালয় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। পাঁচ শিক্ষাবর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে। চেয়ারটি পরিচালিত হবে বাংলাদেশ বিষয়ক বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞ দ্বারা, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত হবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এ উদ্যোগ নেওয়া হয়।

 

কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী

১ জুলাই, ২০২১ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর কোরিয়ান ভাষার মোড়ক উন্মোচন করা হয়। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে অসমাপ্ত আত্মজীবনী কোরিয়ান ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করে সিউলের বাংলাদেশ দূতাবাস।

 

মুক্তিযুদ্ধ পদক 

মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযুদ্ধ পদক চালু করতে যাচ্ছে সরকার। মুক্তিযুদ্ধ পদক নীতিমালার আলোকে সাতটি শ্রেণিতে ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান পর্যায়ে এ পদক দেয়ার প্রস্তাব করা হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সাল থেকেই এ পদক প্রবর্তন করা হবে।

 

বীর মুক্তিযোদ্ধার তালিকা

বীর মুক্তিযোদ্ধা : ২৪ জুন, ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধাদের চতুর্থ সমন্বিত তালিকা প্রকাশ করে। এতে ৮ বিভাগের ৫৫ উপজেলার ২,৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধা স্থান পায়।

ধাপ

প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা

প্রথম

২৫ মার্চ, ২০২১

১,৪৭,৫৩৭

দ্বিতীয়

৯ মে, ২০২১

৬,৯৮৮

তৃতীয়

৭ জুন, ২০২১

১২,১১৬

চতুর্থ

২৪ জুন, ২০২১

২,৯৭৩

মোট

১,৬৯,৬১৪

 প্রবাসী মুক্তিযোদ্ধা : ১৯ মে, ২০২১ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় প্রথমবারের মতো ১২ জনকে প্রবাসী মুক্তিযোদ্ধা, হিসেবে স্বীকৃতির বিষয়টি চূড়ান্ত করা হয়।

 

বহুমাত্রিক দারিদ্র্য

খসড়া প্রতিবেদন প্রকাশ: ২৩ জুন ২০২১

প্রকাশক: পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (GED) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

যেভাবে তৈরি: Strebgtgening the Social Policies for Children on a Middle Income Economy শীর্ষক প্রকল্পের আওতায় বহুমাত্রিক দারিদ্র্যের সূচক (MPI) এবং বহুমাত্রিক শিশু দারিদ্র্যসূচক প্রতিবেদনটি তৈরিতে জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) এবং Oxford Poverty and Human Development Initiative (OPHI) আর্থিক ও কারিগরি সহায়তা দেয়।

খসড়া প্রতিবেদন অনুযায়ী-

বহুমাত্রিক দরিদ্র জনসংখ্যা ৬ কোটি ১১ লাখ (৩৬.১%)

বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ ৯ জেলা: বান্দরবান (৭৫%); ভোলা (৬২%); সুনামগঞ্জ (৬১%); রাঙামাটি এবং কক্সবাজার (৫৭%); হবিগঞ্জ (৫৫%); কুড়িগ্রাম (৫৪%); নেত্রকোণা (৫২%) ও খাগড়াছড়ি (৫১%)।

 

বিভাগ অনুযায়ী দরিদ্র জনসংখ্যা

বিভাগ

জনসংখ্যার (%)

MPI

বিভাগ

জনসংখ্যার (%)

MPI

খুলনা

১১.৫

০.১১৮

চট্টগ্রাম

১৯.৪

০.১৮৪

ঢাকা

২৪.৩

০.১২৬

বরিশাল

৫.৮

০.২২৫

রাজশাহী

১৩.১

০.১৫৬

ময়মনসিংহ

৭.৩

০.২২৭

রংপুর

১১.৩

০.১৭০

সিলেট

৭.৪

০.২৫৫

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট

৩০ জুন, ২০২১ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা ই-গেট উদ্বোধন করা হয়। এখন থেকে ই-পাসপোর্টধারী যাত্রীরা ই-গেট ব্যবহার করতে পারবে। ই-পাসপোর্ট দেয়ার পরপরই স্বয়ংক্রিয়ভাবে ই-গেট খুলে যাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম ই-পাসপোর্টের জন্য ই-গেট চালু করতে সক্ষম হয়। ২২ জানুয়ারি, ২০২০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্টের পাশাপাশি ই-গেট স্থাপনের কাজ উদ্বোধন করেন ।

 

স্বর্ণ পরিশোধনের যুগে বাংলাদেশ

দেশে প্রথমবারের মতো অপরিশোধিত ও আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানির সুযোগ দিতে বাণিজ্য মন্ত্রণালয় স্বর্ণ নীতিমালা ২০১৮ সংশোধন করে ২ জুন ২০২১ গেজেট প্রকাশ করে। সেই আলোকে বাংলাদেশ ব্যাংক ১ জুলাই ২০২১ স্বর্ণ পরিশোধনের জন্য লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কীভাবে অপরিশোধিত ও আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানির অনুমতি নেবে, সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ২৮ নভেম্বর ২০১৮ ব, স্বর্ণ নীতিমালা ২০১৮ প্রকাশ করা হয়।

 

বৈদেশিক রিজার্ভে নতুন রেকর্ড

২৯ জুন, ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪৬.০৮২। বিলিয়ন মার্কিন ডলার, যা অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। প্রতি মাসে – চার বিলিয়ন ডলার হিসাবে দেশের এ রিজার্ভ দিয়ে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ থাকতে হয়।

 

ভ্যাট নিবন্ধনে বৈশ্বিক টেক জায়ান্ট

বিশ্বের শীর্ষ চার টেক জায়ান্ট বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করেছে। বাংলাদেশে স্থায়ী অফিস না থাকলেও অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের ব্যবসায় শনাক্তকরণ নম্বর (BIN) নেয় এসব প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠান

নিবন্ধন

গুগল

২৩ মে, ২০২১

অ্যামাজন

২৭ মে, ২০২১

ফেসবুক

১৩ জুন, ২০২১

মাইক্করোনাসফট

১ জুলাই, ২০২১

 

দেশের দ্বিতীয় গ্রিন বন্ড

৭ জুলাই, ২০২১ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) প্রাণ এগ্রোকে দেশের দ্বিতীয় গ্রিন বন্ড হিসেবে ১৫০ কোটি টাকা তোলার অনুমতি দেয়। এই বন্ডের প্রতি ইউনিটের দাম ১০ লাখ টাকা সুদের হার ৯%।

 

দেশের প্রথম বেসরকারি সুকুক বন্ড

২৩ জুন, ২০২১ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) শর্ত সাপেক্ষে বেক্সিমকো লিমিটেডকে সুকুক বন্ড ছাড়ার অনুমোদন দেয়। বেসরকারি পর্যায়ে এটিই প্রথম সুকুক বন্ড।

 

দেশের দুই মত্স্য গ্রাম

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ও শরীয়তপুরের নড়িয়া। উপজেলার হাইসার গ্রামকে ফিশার ভিলেজ বা মৎস্য গ্রাম ঘোষণা করা হয়েছে। ২১ জুন, ২০২১ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ ঘোষণা সংক্রান্ত পরিপত্র জারি করে মৎস্য অধিদপ্তর। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের আর্ততায় এ কর্মসূচি নেয়া হয়।

 

নারী সেনাবাহিনীর প্রথম হেলির‌্যাপলিং

প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা র‌্যাপলিং-এর মাধ্যমে সম্পূর্ণ কমব্যাট লোডসহ হেলিকপ্টার থেকে অবতরণ প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করে সম্প্রতি রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (BIPSOT) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

অলিম্পিয়াডে পদক লাভ

২০২১ সালে এশিয়া-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে (APMO) দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেন মারুফ হাসান। স্বর্ণপদকজয়ী মারুফ হাসান ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী।

 

UNDP’র কান্ট্রি ইকোনমিস্ট

১ জুলাই, ২০২১ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে ঢাকা কার্যালয়ে যোগ দেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ। UNPতে এই প্রথম কান্ট্রি ইকোনমিস্ট পদ সৃষ্টি করা হলো।

Leave a Reply