কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৯.২০২১
♦ ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ কার্যকর হয়।
♦ একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু।
♦ ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১’ কার্যকর হয়।
♦ দেশের সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিধিমালা কেন করা হবে না, তা জানতে রুল দেন হাইকোর্ট।
০২.০৯.২০২১
♦ করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি ইউরোপীয় ইউনিয়নের।
০৩.০৯.২০২১
♦ সরাসরি নিয়োগের মাধ্যমে সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
♦ বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১ জাতীয় সংসদে উত্থাপন।
০৪.০৯.২০২১
♦ তিন দিনের সরকারি সফরে ভারতে যান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
♦ বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় তুরস্ক।
♦ নির্বাচন কমিশনকে বিধি প্রণয়নের ক্ষমতা দিয়ে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১ জাতীয় সংসদে পাস।
০৫.০৯.২০২১
♦ এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু।
♦ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন।
♦ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক প্রথমবারের মতো ৭ হাজার পয়েন্ট অতিক্রম।
♦ জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।
০৬.০৯.২০২১
♦ ভারতের নয়া দিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়াতে চালু হয় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’।
♦ ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
♦ সরকারি ঋণ আইন-২০২১ এর খসড়া অনুমোদন মন্ত্রিসভার।
০৭.০৯.২০২১
♦ সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু।
০৮.০৯.২০২১
♦ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন হাইকোর্ট।
♦ ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ডিজিটালাইজড প্রকল্প ও আধুনিক ভূমি ভবনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৯তম জন্মবার্ষিকী পালন।
০৯.০৯.২০২১
♦ লন্ডনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চতুর্থ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত।
♦ ৪২তম বি সি এস এর (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এই বি সি এস এর মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে ৪ হাজার জন চিকিৎসক সুপারিশ পান।
♦ টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
♦ কারাগারে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হাইকোর্টের নির্দেশ।
১০.০৯.২০২১
♦ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।
১১.০৯.২০২১
♦ ৫৪৪ দিন পর শ্রেণিকক্ষে ফিরল বাংলাদেশের শিক্ষার্থীরা।
১২.০৯.২০২১
♦ দীর্ঘদিন পর দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেয়া হয়। করোনার কারণে ১৭ মার্চ ২০২০ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
১৩.০৯.২০২১
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষাক্রমের খসড়া রূপরেখা অনুমোদন করেন।
১৪.০৯.২০২১
♦ বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোষ্টসহ ১০টি স্থলবন্দর দিয়ে উভয় দেশের যাত্রী পারাপারের বিধিনিষেধ তুলে নেয়া হয়।
১৫.০৯.২০২১
♦ জাতীয় সংসদে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১’ এবং ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ পাশ হয়।
♦ বিনিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি (TIFA) স্বাক্ষরিত।
১৬.০৯.২০২১
♦ একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন সমাপ্তি।
♦ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) বাংলাদেশের সদস্যপদ লাভ।
১৭.০৯.২০২১
♦ জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য শান্তিরক্ষা মেডেলে ভূষিত হন।
♦ করোনা সংক্রমণ কমে আসায় যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার।
১৮.০৯.২০২১
♦ গ্যাস সংকট নিরসনে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং পদ্ধতিতে প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।
১৯.০৯.২০২১
♦ বাংলাবান্ধাসহ আরও ৫টি স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারের অনুমতি দেয়া হয়।
♦ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ড ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ৫৯টি অনিবন্ধিত ইন্টারনেট প্রটোকল বন্ধের ঘোষণা।
২০.০৯.২০২১
♦ ১৬০ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত।
২১.০৯.২০২১
♦ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জাতীয় সঞ্চয়পত্রের স্কিমগুলোর মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে।
♦ নিউইয়র্কে সাসটেইনবল ডেভেলপমেন্ট সল্যুশন্স নেটওয়ার্কের নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান।
♦ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত বাগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ।
২২.০৯.২০২১
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকাকে বৈশ্বিক জনস্বার্থসামগ্রী হিসেবে ঘোষণা করার আহবান জানায়।
২৪.০৯.২০২১
♦ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রদান।
২৫.০৯.২০২১
♦ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন।
২৭. ০৯.২০২১
♦ ঢাকার আশুলিয়ার খর্বাকৃতির গরু ‘রানি’ পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেসে স্থান পেয়েছে।
২৮.০৯.২০২১
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত। তার জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশিত হয় এবং বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে করোনা ভাইরাসের ৭৫ লাখ টিকা দেয়া হয়।
২৯. ০৯.২০২১
♦ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাকে গুলি করে হত্যা। মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন।
♦ করোনা পরিক্ষার এসওপির অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
৩০. ০৯.২০২১
♦ একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে কুমিল্লা ৭ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সাংসদ ডা. প্রাণ গোপাল দত্ত শপথ গ্রহণ করেছেন।
♦ থানায় হাজির হয়ে নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে আলোচনায় আসা চুয়াডাঙ্গার স্কুলছাত্রী বর্ষাকে তার সাহসী কাজের জন্য ‘সাহসী কন্যা’ উপাধি দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল আলম সরকার।
আলোচিত বাংলাদেশ
SDG Progress Award: 2021
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ২০১৫-২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সূচকে এগিয়ে থাকায় ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ সেপ্টেম্বর ২০২১ SDG’র নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN), Global Masters of Development Practice এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট যৌথভাবে এ পুরস্কার দেয়।
OIC’র নারী উন্নয়ন সংস্থায় বাংলাদেশ
ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) নারী উন্নয়ন বিষয়ক সংস্থায় যোগ দেয় বাংলাদেশ। ১৪ সেপ্টেম্বর ২০২১ জেদ্দায় OIC’র সদর দপ্তরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করেন। মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত OIC’র নারী উন্নয়ন সংস্থা ৩১ জুলাই ২০২০ যাত্রা শুরু করে। ইতোমধ্যে বাংলাদেশসহ ২৬টি OIC সদস্য রাষ্ট্র এর সংবিধিতে স্বাক্ষর করে।
‘বাংলাদেশ রোড’ এখন দক্ষিণ সুদানে
বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কৃতজ্ঞতা হিসেবে দক্ষিণ সুদান সরকার দেশটির রাজধানী জুবায় একটি সড়কের নামকরণ করে ‘বাংলাদেশ রোড’। ২১ আগস্ট ২০২১ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশি শান্তিরক্ষী প্রকৌশল দলের সহায়তায় রাস্তাটি নির্মাণ করা হয়।
বাংলাদেশ–অস্ট্রেলিয়া TIFA স্বাক্ষর
বিনিয়োগের পথ সুগম করতে ১৫ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি (TIFA) স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং অস্ট্রেলিয়ার পক্ষে সেদেশের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান চুক্তিতে স্বাক্ষর করেন। অস্ট্রেলিয়া ২০০৩ সাল থেকে বাংলাদেশকে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিয়ে আসছে। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (LDC) গ্র্যাজুয়েশনের পরও অস্ট্রেলিয়া এই বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে। উল্লেখ্য, TIFA-এর পূর্ণরূপ—Trade and Investment Framework Arrangement.
রেকর্ডে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
করোনা ভাইরাসের মতো অপ্রত্যাশিত সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) সম্প্রতি Special Drawing Rights (SDR) তহবিল থেকে বাংলাদেশকে প্রায় ১৪৫ কোটি ডলার ঋণ সহায়তা প্রদান করে। এর ফলে ২৪ আগস্ট ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৪৮.০৪ বিলিয়ন বা ৪,৮০৪ কোটি মার্কিন ডলারে পৌঁছে। অর্থাৎ প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হয় ৪ লাখ ৮ হাজার ৩৪০ কোটি টাকা।
জাতীয় কবির স্মৃতিধন্য কক্ষে BSMMU ‘কেবিন ১১৭’ উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বি-ব্লকের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ‘কেবিন ১১৭’। কেবিনটি জাদুঘর হিসেবে উন্মুক্ত থাকবে। গত ২৭ আগস্ট ২০২১ বিদ্রোহী কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই বিশেষ কেবিন উদ্বোধন করেন। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২২ জুলাই জাতীয় কবিকে চিকিৎসার প্রয়োজনে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন পিজি হাসপাতালের) ১১৭ নম্বর কেবিনে ভর্তি করা হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত টানা ১ বছর ১ মাস ৮ দিন এ কেবিনে চিকিৎসা নিয়েছিলেন কবি।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিরীন আখতার
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৩ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ কৃষি পরিচালকের পদে শিরীন আখতারকে চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ইতিহাসে শিরীন আখতার হলেন প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ২০১৯ সাল থেকে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ছাড়পত্র পেলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’
♦ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ চিরঞ্জীব মুজিব’ ছাড়পত্র পেয়েছে।
♦ গত ৪ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এ ছাড়পত্র প্রদান করে।
♦ চলচ্চিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন নজরুল ইসলাম।
দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ
দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) সদস্য হয়েছে বাংলাদেশ। গত ২ সেপ্টেম্বর ২০২১ এনডিবি নতুন সদস্য হিসেবে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ের নাম ঘোষণা করা হয়। ২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামে আদ্যক্ষর নিয়ে গঠিত ‘ব্রিকস জোট’ এই ব্যাংক প্রতিষ্ঠা করে। এনডিবির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার। ব্যাংকটির বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের মার্কোস প্রাদো ট্রয়জো। ব্যাংকটি মূলত যাতায়াত, পয়োনিষ্কাশন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, সামাজিক অবকাঠামো ও নগর উন্নয়ন খাতসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে ঋণ প্রদান করে থাকে। জাতিসংঘের যেকোনো সদস্যরাষ্ট্র এই ব্যাংকের সদস্যপদের জন্য আবেদন করতে পারে।
NDB গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর : ১৫ জুলাই ২০১৪। কার্যক্রম শরু : ২৭ ফেব্রুয়ারি ২০১৬ সদর দপ্তর : সাংহাই, চীন। প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ : ৫টি – ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা (BRICS)। প্রেসিডেন্টের মেয়াদকাল : ৫ বছর। প্রথম প্রেসিডেন্ট: কে ভি কামাথ (ভারত)। বর্তমান প্রেসিডেন্ট : মার্কোস প্রাডো ট্রয়জো (ব্রাজিল) |
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’
♦ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া যৌথভাবে ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’ গবেষণা পুরস্কার প্রবর্তন করেছে।
♦ গবেষণার কাজের জন্য বার্কলে ফাউন্ডেশনকে প্রতিবছর ২০ হাজার ডলার অনুদান দেবে বঙ্গবন্ধু পরিষদ, যা ব্যবহৃত হবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট ফর সাউথ এশিয়ান স্টাডিজের মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর গবেষণার জন্য।
কৃষি খাতে AIP সম্মাননা
শিল্প, বাণিজ্য ও রপ্তানি খাতের মতো প্রতিবছর কৃষি খাতেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ঘোষণার জন্য ১৯ আগস্ট ২০২১ কৃষি মন্ত্রণালয় AIP নীতিমালা জারি করে। এ ক্ষেত্রে সম্মাননা দেয়া হবে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা Agricultural Important Person (AIP) নামে। নির্বাচিত AIP’র তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে। নির্বাচিতরা AIP কার্ডের সঙ্গে মন্ত্রণালয়ের প্রশংসাপত্র পাবেন। এক বছরের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তারা। প্রতিবছর পাঁচটি বিভাগে সর্বোচ্চ ৪৫ জনের নাম ঘোষণা করা হবে। কৃষির জাত ও প্রযুক্তি উদ্ভাবনে সর্বোচ্চ ১০ জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সর্বোচ্চ ১৫ জন, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে সর্বোচ্চ ১০ জন, স্বীকৃত বা সরকার কর্তৃক নিবন্ধিত কৃষি সংগঠনে সর্বোচ্চ পাঁচজন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদকপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ পাঁচজনকে AIP ঘোষণা করা হবে।
কঙ্গোর নিরাপত্তায় বাংলাদেশি সেনা
United Nations Organization Stabilization Mission in the Democratic Republic of the Congo (MONUSCO)-এর নর্দার্ন সেক্টরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্র্যাপিড ডেপ্লয়েবল ব্যাটালিয়ন (BANRDB-4) সশস্ত্র বিদ্রোহী বাহিনীর হাত থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে ৭ আগস্ট ২০২১ থেকে কনভয় ঘর্ট পরিচালনা করছে। সম্প্রতি কঙ্গোর ইথুরি প্রদেশের আওতাধীন ইরুমু টেরিটরি এলাকায় সমগ্র বিদ্রোহী বাহিনীর অনুপ্রবেশ সংঘটিত হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিচারক
২০২১ সালের সেপ্টেম্বরে মার্কিন ফেডারেল কোর্টের বিচারক (জজ) পদে নিয়োগ পান নুসরাত চৌধুরী। মার্কিন বিচার বিভাগে নুসরাত চৌধুরী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও দ্বিতীয় মুসলিম হিসেবে নিয়োগ পেলেন নুসরাত নিউইয়র্ক স্টেটের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল জজ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ১৯৯৮ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাসে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন এবং ২০০৬ সালে বিশ্ববিখ্যাত ইয়েল স্কুল থেকে আইনে কৃতিত্বের সঙ্গে পাশ করেন।
বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিদেশে কোনো দূতাবাসে প্রবাসী বাংলাদেশির জন্য প্রথম ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হয়। ১০ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং ১৭ সেপ্টেম্বর ২০২১ ওয়াশিংটন ডিসি’র দূতাবাসে ই-পাসপোর্টের উদ্বোধন করা হয়।
মেক্সিকোর প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
মেক্সিকোর প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এর ১৬ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সুলাইমানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনীর একটি চৌকশ প্যারেড কন্টিনজেন্ট মেক্সিকোর রাজধানীতে আয়োজিত প্যারেডে অংশগ্রহণ করে। ১০ সেপ্টেম্বর ২০২১ মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য ৩৯ সদস্যবিশিষ্ট একটি সামরিক কন্টিনজেন্ট মেক্সিকো যায়।
শুরু: ১ সেপ্টেম্বর ২০২১ শেষ : ১৬ সেপ্টেম্বর ২০২১ বিল পাশ : ৯টি কার্যদিবস:৭
সংসদে প্রশ্নোত্তর
¨ বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিশ্বের ৪৪টি দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি করেছে।
¨ দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন।
¨ দেশে বর্তমানে নিবন্ধিত প্রিন্ট মিডিয়ার (পত্রিকা) সংখ্যা ৩,১৯৫টি এবং ইলেকট্রনিক মিডিয়া ১০৩টি।
¨ ১০৩টি ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি। বেসরকারি টিভি চ্যনেলের সংখ্যা ৪৫টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্র ১৪টি। বেসরকারি এফএম রেডিও ২২টি এবং কমিউনিটি রেডিও ১৮টি।
¨ বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২.১১ মা.ড বা ২৪,৮৩০ টাকা ( ১মা.ড = ৮৫ টাকা ধরে) বর্তমানে বৈদেশিক ঋণের স্থিতি (৩০ জুন, ২০২১) ৪৯৪৫ কোটি ৮০ লাখ মা.ড।
¨ সরকারি চ্যানেল ৪টি – বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম।
¨ এপর্যন্ত আবিষ্কৃত ২৮টি গ্যাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।
¨ বর্তমানে দেশে শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে ৪৬১টি উপজেলা এবং ৯৯.৫% মানুষ।
দেশে প্রথম স্টিল আর্চ সেতু
২৪ আগস্ট ২০২১ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ময়মনসিংহে ‘কেওয়াটখালি সেতু’ নির্মাণ প্রকল্প অনুমোদন করে। এতে ব্যয় হবে ৩,২৬৩ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১,৩৫৩ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকা আর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) ঋণ দিবে ১৯০৯ কোটি ৭৯ লাখ ৭১ হাজার টাকা। দেশে এটাই প্রথম স্টিল আর্চ সেতু। এ প্রকল্পের আওতায় ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর ৩২০ মিটার স্টিল আর্চ ব্রিজ নির্মাণ হবে।
কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ
পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে সমুদ্রের বুকে তৈরি হচ্ছে বিমানবন্দরের রানওয়ে। নীল জলের ঢেউয়ের ওপর দিয়ে রানওয়ে স্পর্শ করবে উড়োজাহাজ। এমনই বিমানবন্দর তৈরি হচ্ছে পর্যটন শহর কক্সবাজারে। ২৯ আগস্ট ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন। কক্সবাজারে নির্মিতব্য দেশের চতুর্থ এই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য হবে ১০,৭০০ ফুট। এর মধ্যে ১,৩০০ ফুট থাকবে সাগরের বুকে। নির্মাণ শেষ হলে এটি হবে দেশের দীর্ঘতম রানওয়ে। বর্তমানে সবচেয়ে দীর্ঘ রানওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যার দৈর্ঘ্য ১০,৫০০ ফুট। ৬ মে ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরে বোয়িং ই ৭৩৭-৮০০ উড়োজাহাজ উড্ডয়ন-অবতরণ উদ্বোধন করেন। উদ্বোধনকালে এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কর্তৃপক্ষকে রানওয়ে সম্প্রসারণে নির্দেশনা দেন।
পদ্মা বহুমুখী সেতু
সড়কপথে যুক্ত:
পূর্ণাঙ্গ রূপ পেল পদ্মা সেতুর সড়কপথ। ২৩ আগস্ট ২০২১ পদ্মা সেতুর ওপর সর্বশেষ রোড স্ল্যাব বসানো হয়। ‘২এফ-ইউ ৩৩ নম্বর স্ল্যাবটি মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানোর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল পদ্মা সেতুর সড়কপথ। যানচলাচলে এখন বাকি শুধু কার্পেটিং। ১ মার্চ ২০১৯ পদ্মা সেতুতে প্রথম স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। সড়ক পথ তৈরিতে প্রায় ২২ মিটার দীর্ঘ, ২.১ মিটার চওড়া, ৮৪ মেট্রিক টন। ওজনের মোট ২,৯১৭টি স্ল্যাব বসানো হয়। এর আগে ২০ জুন ২০২১ রেলওয়ের ২,৯৫৯টি স্ল্যাব বসানো হয়। ১,৩২৮টি রেলওয়ে স্টেনজারের ওপর বসে ১৭ ফুট প্রস্থের রেলওয়ে স্ল্যাব।
ঢাকা–চট্টগ্রাম হাইস্পিড রেলপথ
ঢাকা থেকে কুমিল্লা ও লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। প্রস্তাবিত ২২৭ কিলোমিটার দীর্ঘ রুটটিতে ট্রেন চলবে ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে। ঢাকা-চট্টগ্রামের মধ্যে যাতায়াতে সময় লাগবে মাত্র ৫৫ মিনিট। রেলপথটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ কোটি টাকা।
পুলিশ নিউজ পোর্টাল
‘জনতার সাথে প্রগতির পথে’ শ্লোগান নিয়ে ১ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ পুলিশের নিউজ পোর্টাল Police News যাত্রা শুরু করে। news.police.gov.bd এ অ্যাড্রেস ব্রাউজ করে Police News পড়া যাবে। প্রাথমিক পর্যায়ে Police News-এর বাংলা সংস্করণ চালু করা হয়। অচিরেই ইংরেজি সংস্করণও চালু হবে। এর বাইরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১ জানুয়ারি ২০১৩ থেকে DMP News (dmpnews.org) নামের নিউজ পোর্টাল চালাচ্ছে।
স্বপ্নের দিগন্তে মেট্রোরেল
মেট্রোরেল বাস্তবায়নে মাইলফলক
মেট্রোরেল আর স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তবতা। ২৯ আগস্ট ২০২১ দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করা হয়। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে যুক্ত হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যায়। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ডিসেম্বরে যাত্রী চড়বে স্বপ্নের মেট্রোরেলে।
মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল
১১ মে ২০২১ ঢাকার উত্তরায় মেট্রোরেলের ডিপোতে বিদ্যুতের সাহায্যে দেশের ইতিহাসে প্রথম মেট্রোরেলের চলাচল দেখা যায়। ২৭ আগস্ট ২০২১ ছয়টি বগি নিয়ে এটি অভ্যন্তরীণভাবে চলাচল করে। এরপর ২৯ আগস্ট ২০২১ আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের ভায়াডাক্টে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এ পরীক্ষামূলক চালানোকে বলা হয় পারফরম্যান্স টেস্ট। এই পারফরম্যান্স টেস্ট চলবে আরও ছয় মাস। এরপর শুরু হবে মূল পরীক্ষামূলক চলাচল। যাকে বলা হয় Integrated Test। এ সময় ট্রেনের সঙ্গে সংযুক্ত সব ধরনের ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে এবং যাত্রী ছাড়া বাণিজ্যিক সব নিয়ম মেনে ট্রেন পরিচালনা করা হবে। একে বলা হয় বাণিজ্যিক টেস্ট।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। এটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, ৩ জুন ২০১৩ DMTCL প্রতিষ্ঠা করা হয়।
মেট্রোরেলের নির্মাতা
মেট্রোরেলের ২৪ সেট ট্রেনের নকশা প্রণয়ন ও তৈরির দায়িত্বে রয়েছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম। ১৩ সেপ্টেম্বর ২০১৭ DMTCL এবং কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ছয়টি কোচ নিয়ে একটি ট্রেন সেট গঠিত। ২১ এপ্রিল ২০২১ জাপান থেকে মেট্রোরেলের প্রথম সেট বাংলাদেশে পৌঁছে। মেট্রোরেল ও লাইনের নকশা অনুযায়ী এটি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলতে পারবে।
প্রথম মেট্রোরেল
মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পথটি ‘এমআরটি লাইন-৬’ নামে পরিচিত। এটি ঢাকার প্রথম মেট্রোরেল। ১৮ ডিসেম্বর ২০১২ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে। ২৬ জুন ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ১৫ অক্টোবর ২০১৯ (একনেক) সভায় ‘এমআরটি লাইন-১’ এবং ‘এমআরটি লাইন-৫’ নামে দুটি মেট্রোরেল লাইনের অনুমোদন দেয়া হয়।
মেট্রোরেলের যত প্রকল্প
ঢাকা মহানগরী এবং এর পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে সরকার ৬টি মেট্রোরেল প্রকল্প হাতে নেয়। DMTCL’র আওতায় মেট্রোরেলের মোট দৈর্ঘ্য ১২৮.৭৪১ কিমি (উড়াল ৬৭.৫৬৯ ও পাতাল ৬১.১৭২ কিমি) এবং স্টেশন ১০৪টি। এ লক্ষ্যে সরকার ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
FACT FILE.
এমআরটি লাইন–৬
♦ নির্মাণ কাজ উদ্বোধন : ২৬ জুন ২০১৬
♦ গুরুত্ব : Fast Track।
♦ দৈর্ঘ্য : ২০.১০ কিলোমিটার ।
♦ অবকাঠামোর ধরন : উড়াল ।
♦ স্টেশনের সংখ্যা : ১৬টি
♦ স্টেশনসমূহ : উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল।
♦ প্রাক্কলিত ব্যয় : ২১,৯৮৫.০৭ কোটি টাকা ► বাংলাদেশ সরকার ৫,৩৯০.৪৮ কোটি টাকা
♦ জাপান সরকার ১৬,৫৯৪.৫৯ কোটি টাকা।
এমআরটি লাইন বৃত্তান্ত
নাম |
রুট |
দৈর্ঘ্য (কি.মি.) |
স্টেশন |
ধরন |
সম্ভাব্য সমাপ্তি |
এমআরটি লাইন-১ |
– |
৩১.২৪ |
২১টি |
উড়াল ও পাতাল |
২০২৬ সাল |
এমআরটি লাইন-২ |
গাবতলী-চট্টগ্রাম রোড |
২৪ |
– |
উড়াল ও পাতাল |
২০৩০ সাল |
এমআরটি লাইন-৪ |
কমলাপুর-নারায়ণগঞ্জ |
১৬ |
– |
উড়াল |
২০৩০ সাল |
এমআরটি লাইন-৫ (উত্তর) |
হেমায়েতপুর-ভাটারা |
২০ |
১৪টি |
উড়াল ও পাতাল |
২০২৮ সাল |
এমআরটি লাইন-৫ (দক্ষিণ) |
গাবতলী-দাশেরকান্দি |
১৭.৪০ |
১৬টি |
উড়াল ও পাতাল |
২০৩০ সাল |
এমআরটি লাইন-৬ |
উত্তরা-মতিঝিল |
২০.১০ |
১৬টি |
উড়াল |
২০২৪ সাল |
*** এ লাইনের অধীনে দুটি রুট হবে। বিমানবন্দর থেকে কমলাপুর রুটটি বিমানবন্দর রুট, যার দৈর্ঘ্য ১৯.৮৭২ কিমি এবং নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত পূর্বাচল রুট, যার দৈর্ঘ্য ১১.৩৬৯ কিমি। কমলাপুর থেকে বিমানবন্দর রুটে দেশের প্রথম পাতাল রেল নির্মিত হবে।
বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে এফবিসিসিআই
আগামী অক্টোবরে শুরু হওয়া দুবাই এক্সপোতে বাংলাদেশের ব্র্যান্ডিং করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দুবাই এক্সপোতে দেশের সম্ভাবনাময় সব খাত তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রদর্শনীতে। বৈশ্বিক উদ্যোক্তারা এক নতুন বাংলাদেশ দেখতে পাবেন। ১৮০ দিনের এই প্রদর্শনী নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ১৫/০৯/২-২১ ইং তারিখে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই প্রদর্শনীতে বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী দিকগুলো তুলে ধরতে বেসরকারি খাতের অংশগ্রহণ দরকার।
জলবিদ্যুৎ রপ্তানির প্রস্তাব নেপালের
বর্তমান সঞ্চালন লাইন ব্যবহার করে ভারতের মাধ্যমে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দিয়েছে নেপাল। ১৪/০৯/২০২১ ইং তারিখে বিদ্যুৎ খাতে সহযোগিতা-সংক্রান্ত বাংলাদেশ-নেপাল যৌথ কারিগরি কমিটির তৃতীয় সভায় এমন প্রস্তাব দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এ সভায় বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান এবং নেপালের পক্ষে বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচসচিব দেবেন্দ্র কার্কি নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে যৌথ কারিগরি কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হতে পারে।
মোংলা বন্দর ব্যবহার করতে চায় নেপাল
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশী রাষ্ট্র নেপাল। বাংলাদেশে নিযুক্ত নেপাল হাই কমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে দুই সদস্যের ওই দল দুপুর সোয়া ১২টায় মোংলা বন্দরে পৌঁছায়। এরপর বন্দরের পক্ষ থেকে কোটি ডলার। সৌদি আরব থেকে ১০৯ কোটি ডলারের আমদানির বিপরীতে বাংলাদেশের রপ্তানি মাত্র ২৬ কোটি ডলার। এর অর্ধেকই পোশাক।
বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনচিত্র (বায়োপিক) আগামী বছরের মার্চ মাসের মধ্যেই শেষ করা যাবে। ভারতে সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে ০৭/০৯/২০২১ইং তারিখে এই আশ্বাস দিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বঙ্গবন্ধু বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল।
বাংলাদেশি তরুণ বিজ্ঞানীর সাফল্য
বাংলাদেশি তরুণ জ্যোতিঃপদার্থবিজ্ঞানী তনিমা তাসনিম কৃষ্ণগহ্বর নিয়ে অসামান্য কাজ ও গবেষণা করায় সায়েন্স নিউজ (এসএন) ম্যাগাজিনের ‘এসএন টেন: সায়েন্টিস্টস টু ওয়াচ’ তালিকার ২০০০ সংস্করণে শীর্ষ স্থান অর্জন করেন।
বঙ্গবন্ধু পরিবারের দৈহিক নিরাপত্তা দেবে এসএসএফ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা দেবে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)। এই বিধান রেখে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১’ শুক্রবার (০৩.০৯.২০২১) জাতীয় সংসদে তোলা হয়েছে। বিলে বলা হয়েছে, এসএসএফের তত্ত্বাবধান ও নেতৃত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত থাকবে। তল্লাশি, আটক ও গ্রেপ্তারের ক্ষেত্রে ক্ষমতাসহ থানার ওসির যেসব ক্ষমতা আছে, এসএসএফের কর্মকর্তার এই আইনের অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সারা দেশে সেই ক্ষমতা থাকবে। উল্লেখ্য, ১৯৮৬ সালের একটি অধ্যাদেশের মাধ্যমে এখন বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির সূচনা
পোশাক রপ্তানিতে গতি ফিরেছে। চলতি ২০২১-২২ অর্থবছরে দ্বিতীয় মাস আগস্টে ২৭৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৫৬ শতাংশ বেশি। গত বছরের আগস্টে ২৪৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিলেন বাংলাদেশের উদ্যোক্তারা। উল্লেখ্য, মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ পোশাক থেকে এসেছে। আগস্টে রপ্তানি হওয়া ২৭৫ কোটি ডলারের পোশাকের মধ্যে ৫৮ শতাংশ বা ১৬০ কোটি ডলার এসেছে নিট পোশাক থেকে, আর নিটের রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। তার বিপরীতে ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ।
চালু করা হচ্ছে অনলাইন রিটার্ন (ই-ফাইলিং) ব্যবসা
করদাতারা যাতে ঘরে বসে আয়কর রিটার্ন জমা দিতে পারেন, সে জন্য সেপ্টেম্বর মাসেই অনলাইন রিটার্ন (ই-ফাইলিং) ব্যবস্থা চালু হচ্ছে। ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি গুছিয়ে এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ। চাকরিজীবী করদাতারা নিজের প্রতিষ্ঠান ও ব্যাংকের নাম দিলেই রিটার্ন বানিয়ে দেবে এনবিআরের ওই সিস্টেম। এনবিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বছরে ৭০-৮০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ব্যই শতভাগ করদাতাকে অনলাইন ব্যবস্থায় আনা হবে।