কালানুক্রমিক ঘটনাবলি
০৩.১০.২০২১
♦ ঢাকার বাইরে যশোরে প্রথম পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং এর উদ্বোধন।
০৯.১০.২০২১
♦ কক্সবাজারের মতো ভাসানচরেও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত।
১০.১০.২০২১
♦ পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রি-এ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬.১০.২০২১
♦ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) উদ্ভাবিত নতুন জাতের ধান ‘বঙ্গবন্ধু ধান ১০০’এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় জাদুঘরের বিশ্ব সভ্যতা গ্যালারিতে ‘সুইস কর্নার’ উদ্বোধন।
১৮.১০.২০২১
♦ প্রথমবার জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ পালিত ।
১৯.১০.২০২১
♦ “বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১” এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন ।
২১.১০.২০২১
♦ ঢাকার পূর্বাচলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ উদ্বোধন।
২৪.১০.২০২১
♦ দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আলোচিত বাংলাদেশ
১৫০ দেশ ভ্রমণের রেকর্ড
১৫০টি দেশ ভ্রমণ করে রেকর্ড গড়েন বাংলাদেশের নাজমুন নাহার। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হওয়ার আগেই ১৫০তম দেশ ভ্রমণের ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করা তার লক্ষ্য ছিল। বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে ১৫০তম দেশ ভ্রমণের মাইলফলকও তার। ৬ অক্টোবর ২০২১ বিশ্বের ১৫০তম দেশ সাওটমে অ্যান্ড প্রিন্সিপে ভ্রমণের মাধ্যমে এ ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি করেন তিনি।
শান্তিরক্ষা পদকে ভূষিত পুলিশ
United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mail (MINUSMA)-তে নিয়োজিত বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেন। মালির শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়। ২১ সেপ্টেম্বর ২০২১ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিনুসমা পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি। তিনি BANFPU সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা পদক পরিয়ে দেন।
অসমাপ্ত আত্মজীবনী মারাঠি ভাষায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবার মারাঠি ভাষায় অনূদিত হয়েছে। মারাঠি ভাষায় অনূদিত গ্রন্থটির নাম দেওয়া হয় ‘অপূর্ণ আত্মকথা’। গ্রন্থটি বাংলা থেকে মারাঠি ভাষায় অনুবাদ করেন বিশিষ্ট লেখিকা, জার্নালিস্ট ও লোকমত পত্রিকার ফিচার সম্পাদক অপর্ণা ভেলনকার। এটির প্রকাশক আনন্দ লিমায়ে। ১২ অক্টোবর ২০২১ ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
আরব বিশ্বের প্রথম তিউনিশিয়ার নারী প্রধানমন্ত্রী
১১ অক্টোবর ২০২১ আরব বিশ্বের এবং তিউনিশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজলা বাউডেন রমধান। ২৯ সেপ্টেম্বর ২০২১ দেমটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ এ ভূতাত্ত্বিককে প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেন। ২৯ জুন ১৯৫৮ জন্মগ্রহণ করা নাজলা বাউডেন ২০১১ সালে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন। উল্লেখ্য, ২৫ জুলাই ২০২১ প্রেসিডেন্ট সাইদেয় দেশটির প্রধানমন্ত্রীকে বহিষ্কার এবং মধ্যপন্থী ইসলামী দল এন্নাহদা পার্টির নেতৃত্বাধীন পার্লামন্ট ভেঙে দেন। বিরোধীরা তার এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে অভিহিত করেন।
বাংলাদেশে ম্যালেরিয়া পরিস্থিতি
কীটতত্ত্ববিদ ও গবেষকরা বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত ১২৩ প্রজাতির মশার খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকাতেই ১৪টি প্রজাতির মশা পাওয়া যায়। বাংলাদেশে এখন পর্যন্ত মশাবাহিত পাঁচটি রোগের কথা জানা যায়। এর মধ্যে রয়েছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জাপানিজ এনসেফালাইটিস। বর্তমানে বাংলাদেশের ১৩টি জেলার ৭২টি থানায় ম্যালেরিয়া রোগের উপস্থিতি রয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই ম্যালেরিয়ার প্রকোপ বেশি। অর্থাৎ ম্যালেরিয়া আক্রান্তের ৯০ শতাংশই পার্বত্য তিন জেলায়। এই দশকে বাংলাদেশে ম্যালেরিয়ার সংক্রমণ ৮৭.৬ শতাংশ কমিয়ে আনা হয়েছে। ফলে জাতীয় লক্ষ্যমাত্রা অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বাংলাদেশও ম্যালেরিয়ামুক্ত হবে বলে আশা করা যায়। আর পুরো বিশ্ব ম্যালেরিয়ামুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা ২০৫০ সাল।
টিকার কার্যকারিতা
অনুমোদন পাওয়া RTSS টিকা শিশুদের শরীরে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। ২০১৫ সালে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়, এ টিকা প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের শরীরে ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তবে কার্যকর সুরক্ষা পেতে এ টিকার চারটি ডোজ নিতে হয়। শিশুর বয়স পাঁচ মাস হলে এক মাস অন্তর প্রথম তিনটি ডোজ দিতে হবে। আর চতুর্থ বুস্টার ডোজটি দিতে হবে ১৮ মাস বয়স হওয়ার পর।
দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল কক্সবাজারে
দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর ২০২১ SEA-ME-WE6 কনসোর্টিয়ামের সঙ্গে কনস্ট্রাকশন অ্যান্ড মেইটেনেন্স এগ্রিমেন্ট ও কনসোর্টিয়ামের সরবরাহকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। আর এর মাধ্যমে তৃতীয় সাবমেরিন ক্যাবলে বাংলাদেশের যুক্ত হওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবলটি চালু হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
নাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel)
অবস্থান: পতেঙ্গা ও আনোয়ারা, চট্টগ্রাম যেই নদীর তলদেশ: কর্ণফুলী মূল টানেলের দৈর্ঘ্য: ৩.৪ কিমি টানেলের উভয়প্রান্তে সংযোগ সড়ক: ৫.৩৫ কিমি
টানেল যুক্ত করবে: চট্টগ্রাম নগরকে আনোয়ারা উপজেলার সঙ্গে
নির্মাণ শুরু: ২৪ ফ্রেব্রুয়ারি ২০১৯
উন্মুক্ত কাল: ২০২২ সাল
যানবাহন চলাচল: পণ্যবাহী ট্রাক, বাস ও মোটরগাড়ি
নির্মাতা প্রতিষ্ঠান: চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড