কালানুক্রমিক ঘটনাবলি
০১.১১.২০২১
♦ স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৬ এ দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জানাতে হবে এবং জাতীয় কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব অভিযোজন বাস্তবায়ন করতে হবে।’ তিনি এ সম্মেলনের লিডার সামিটে দেওয়া বক্তব্যে উন্নতবিশ্বের দেওয়া প্রতিশ্রুতি পূরণসহ চার দফা দাবি পেশ করেন।
♦ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জরুরি বিভাগ চালু।
♦ দেশে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়।
♦ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
০২.১১.২০২১
♦ সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত।
০৩.১১.২০২১
♦ দেশে ডিজেল-কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়।
♦ ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ অ্যাট ৫০ : দ্য রেজিলিয়েন্ট ডেল্টা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান স্মরণে দেশব্যাপী জেলহত্যা দিবস পালিত।
♦ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান ভিসি মো. আখতারুজ্জামান ও সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।
০৪.১১.২০২১
♦ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে যুক্তরাজ্যে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ : বিল্ডিং সাস্টেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো উদ্বোধন।
♦ ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ শুরু।
৫.১১.২০২১
♦ ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহণ মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট শুরু হয়।
♦ খাগড়াছড়ি পানখাইয়া পাড়া ধর্মরাজিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়।
০৬.১১.২০২১
♦ করোনাভাইরাস প্রতিরোধে দেশের তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি শুরু হয়।
৭.১১.২০২১
♦ ইরাকের বাগদাদে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমির বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী।
♦ পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে যেন দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর না হয়, সে জন্য অ্যাটর্নি জেনারেলকে কারা মহাপরিদর্শকের সঙ্গে কথা বলতে নির্দেশ দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
০৮.১১.২০২১
♦ প্রাথমিক শিক্ষা বোর্ড আইন, ২০২১-এর খসড়া প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
♦ দেশে করোনা চিকিৎসায় মলনুপিরাভির ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
♦ উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ কমিশন সভার দুই দিনব্যাপী ৪৪তম অধিবেশন ঢাকায় শুরু।
♦ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে ৬০ পয়সা লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
♦ প্রথমবারের মতো কমলাপুর রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন দুটি স্বয়ংক্রিয় ‘ওয়াশিং প্ল্যান্ট’ উদ্বোধন করা হয় ।
♦ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর চলমান ধর্মঘট স্থগিত করেন পরিবহণ মালিক শ্রমিকরা।
০৯.১১.২০২১
♦ দীর্ঘ ২২ বছর পর রাষ্ট্রীয় সফরে ফ্রান্স যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
♦ ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মানজনক বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ গ্রহণ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনজীদা খাতুন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির।
১০.১১.২০২১
♦ বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করে।
♦ ‘পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে ওয়ার্ল্ড সায়েন্স ডে বা বিশ্ব বিজ্ঞান দিবস পালিত।
♦ পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়াক) বা পিচ ঢালাই শুরু হয়।
১১.১১.২০২১
♦ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’র ২৫তম আসর শুরু।
♦ ইউনেস্কোর সদর দপ্তরে ‘ইউনেস্কো-বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলনে ইউনেস্কো রিমোট লার্নিং এবং অনলাইন শিক্ষাকে বিশ্বজনীন
সম্পদ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় সরকারি পাঁচটি ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করে বাংলাদেশ ব্যাংক।
১২.১১.২০২১
♦ জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের ৬ষ্ঠ চালানের ৪টি কোচ ও ২টি ইঞ্জিন দেশে এসে পৌঁছে।
১৩.১১.২০২১
♦ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে বিশ্ব উদারতা দিবস পালিত।
♦ বনানী আর্মি স্টেডিয়ামে ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন।
১৪.১১.২০২১
♦ বাংলাদেশ ‘সর্বজনীন ডায়াবেটিস চিকিৎসাসেবা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত।
♦ একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়।
♦ গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫.১১.২০২১
♦ বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ কমিশনের পঞ্চম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়।
♦ উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন।
♦ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
১৬.১১.২০২১
♦ জাতীয় সংসদে ‘বিরোধী দলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১’ এবং ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল, ২০২১’ পাস।
♦ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
♦ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর বস্তিগুলোতে গণটিকা দেয়া শুরু হয়।
১৮.১১.২০২১
♦ যোগাযোগমাধ্যম ফেসবুকের বাণিজ্যিক প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বরাবর আইনি নোটিশ পাঠালেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল।
♦ ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২১’ পাস হয়।
♦ মহাকাশে ৫৮০ বছরের দীর্ঘতম গ্রাস চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হয়। এমন বিরল দীর্ঘমেয়াদে চন্দ্রগ্রহণ ফের দেখা যাবে ৬৪৮ বছর পর।
২০.১১.২০২১
♦ ‘আ বেটার ফিউচার ফর এভরি চাইল্ড’এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিশু দিবস পালিত।
♦ ভারতের রাজস্থানের মন্ত্রিসভার ২১ জন সদস্যের সবাই একযোগে পদত্যাগ করেন।
২১.১১.২০২১
♦ সশস্ত্র বাহিনী গঠনের সুবর্ণজয়ন্তী।
♦ যথাযথ মর্যাদায় সারা দেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত।
♦ নেপালের কাঠমান্ডুতে আয়োজিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি তরুণ হাসান মাহমুদ।
২২.১১.২০২১
♦ তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।
♦ ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেয়া হয়।
♦ ব্রিটিশ প্রধানমন্ত্রীর গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন।
২৩.১১.২০২১
♦ বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) মানবদেহে প্রথম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি—’বঙ্গভ্যাক্স’ নামের করোনার টিকা।
♦ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ঘিরে কর্তৃপক্ষ গঠন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ অনুমোদন করে জাতিসংঘ।
২৪.১১.২০২১
♦ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সংসদের মুলতবি অধিবেশনে স্বারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
♦ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২৫.১১.২০২১
♦ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়।
আলোচিত বাংলাদেশ
হাসান আজিজুল হক
• জন্ম ও মৃত্যু: ২ ফেব্রুয়ারি ১৯৩৯ -১৫ নভেম্বর ২০২১
• প্রখ্যাত কথাসাহিত্যিক ও বাংলা ছোটগল্পের ‘রাজপুত্র’/‘বড়পুত্র’। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন।
• সাহিত্যকর্ম: রাজশাহী কলেজে পড়ার সময় ১৯৬০ সালে সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় ‘শকুন’ শিরোনামে তার একটি গল্প প্রকাশিত হয়।
• গল্পগ্রন্থ: সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি, রাঢ়বঙ্গের গল্প, রোদে যাবো, মা-মেয়ের সংসার।
• প্রবন্ধ: কথাসাহিত্যের কথকতা, চালচিত্রের খুঁটিনাটি, সক্রেটিস, অতলের আঁখি, কথা লেখা কথা, একাত্তর: করতলে ছিন্নমাথা, ছড়ানো ছিটানো, কে বাঁচে কে বাঁচায়, বাচনিক আত্মৈজৈবনিক, রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা।
• উপন্যাস: আগুনপাখি, সাবিত্রী উপখ্যান, শামুক।
• উপন্যাসিকা: বৃত্তায়ন, শিউলি।
• নাটক: চন্দর কোথায়।
• শিশুসাহিত্য: লাল ঘোড়া আমি, ফুটবল থেকে সাবধান।
• স্মৃতিকথা/আত্মজীবনীমূলক: ফিরে যাই ফিরে আসি, উকি দিয়ে দিগন্ত।
• সম্পাদিত পত্রিকা: ‘প্রকৃত’ (১৯৯২)।
• পুরষ্কার: আদমজী সাহিত্য পুরষ্কার (২০০৮), বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার (১৯৭০), আলাওল সাহিত্য পুরষ্কার (১৯৮৩), একুশে পদক (১৯৯৯), আনন্দ পুরষ্কার (২০০৮), স্বাধীনতা পুরষ্কার (২০১৯), ২০১২ সালে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় এবং ২০১৮ রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট প্রদান করে। সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ তিনি ২০১৮ সালে ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
সাহিত্য-সংস্কৃতি
নোনা জলের কাব্য
জলবায়ু পরিবর্তনকে উপজীব্য করে রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত প্রথম চলচ্চিত্র। এটি স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে ৮ নভেম্বর ২০২১ প্রদর্শিত হয়।
গ্রীক ভাষায় অসমাপ্ত আত্মজীবনী
৩১ অক্টোবর ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র গ্রীক ভাষায় মোড়ক উন্মোচন করা হয়।
বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থ
৪ নভেম্বর ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা Secret Documents of Intelligence Branch on Father of the nation, Bangladesh: Bangabandhu Sheikh Mujibur Rahman (প্রকাশক- টেইলন অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ) এবং Mujib & Introduction (প্রকাশক- নোমাড পাবলিকেশন) বই দুইটির মোড়ক উন্মোচন করেন। Secret Documents বইটি প্রথম প্রকাশ করে বাংলাদেশের প্রকাশক হাক্কানী পাবলিশার্স।
অপারেশন এক্স
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় নৌবাহিনীর যৌথ নৌ কমান্ডোর বিভিন্ন অপ্রকাশিত ঘটনাবলি নিয়ে প্রকাশিত বই। ৮ নভেম্বর ২০২১ বইটির বাংলা মোড়ক উন্মোচন করা হয়। বইটির বাংলা অনুবাদ করেছেন যশোদা জীবন দেবনাথ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নৌ অপারেশন নিয়ে ‘অপারেশন এক্স’ বইট লিখেছেন ক্যাপ্টেন এন এম আর সামন্ত ও সন্দীপ উন্নিথান।
GDP’র নতুন ভিত্তি বছর
ভিত্তি বছর কি?
ভিত্তি বছর (Base Year) হচ্ছে একটি মানদণ্ড যার প্রেক্ষাপটে একটি দেশের উৎপাদন, সঞ্চয়, মূলধনের মোট পরিমাণ, কৃষি, শিল্প এবং সেবা খাত কতটা বৃদ্ধি পেয়েছে সে হিসাব করা। GDP’র ভিত্তিবছর দিয়ে মূলত, অর্থনীতিতে যে বিভিন্ন খাতের মূল্য সংযোজন হয়, সেগুলোকে তুলে আনা হয়। আর নতুন নতুন খাত এ হিসাবে অন্তর্ভুক্ত হয়, এ জন্য ভিত্তি বছর পরিবর্তন একটি স্বাভাবিক ও স্বীকৃত কাজ। এর মধ্য দিয়ে জাতীয় আয়ের হিসাব নিকাশ সংশোধন ও হালনাগাদ হয় ।
বাংলাদেশে GDP নির্ণয়ে ভিত্তি বছর
বাংলাদশে স্বাধীন হওয়ার পর ১৯৭২-৭৩ অর্থবছরকে ভিত্তি বছর ধরে প্রথম GDP হিসাব প্রকাশ করা হয়। তখন ১১টি খাতের ওপর ভিত্তি করে GDP নিরূপণ করা হতো। টানা দুই দশক ১৯৭২-৭৩ অর্থবছরকে ভিত্তি বছর ধরে জাতীয় আয়ের হিসাব-নিকাশ করা হয়। ১৯৯২-৯৩ অর্থবছরে ভিত্তি বছর পাল্টে করা হয় ১৯৮৪-৮৫। এরপর ১৯৯৯-২০০০ সময়কালে আবার ভিত্তি বছর হালনাগাদ করে নির্ধারণ করা হয় ১৯৯৫-৯৬। একই সাথে GDP খাতের সংখ্যা ১১টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়।
নতুন ভিত্তি বছরে যা কিছু পরিবর্তন
মাথাপিছু আয় বৃদ্ধি: ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ২,২২৭ মার্কিন ডলার থেকে বেড়ে ২,৫৫৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মার্কিন ডলারের বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ৮৫ টাকা) অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় ২,১৭,০৯০ টাকা। অর্থাৎ, মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ মার্কিন ডলার বা ২৭,৭৯৫ টাকা। মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দেওয়া হয়।
GDP বৃদ্ধি: ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির আকার (GDP) ৪০৯ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা) টাকার অংকে ৩৪,৭৬,৫০০ কোটি টাকা। পূর্ববর্তী ভিত্তি বছরের হিসাবে ছিল ৩০,১১,০০০ কোটি টাকা। অর্থাৎ নতুন হিসাবে GDP’র আকার বেড়েছে ১৫.৭%।
স্বপ্নের পায়রা সেতু
২৪ অক্টোবর ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ বাংলার মানুষের স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করেন। সেতুটি ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার খরস্রোতা পায়রা নদীর ওপর নির্মাণ করা হয়। সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের সঙ্গে পর্যটন নগরী কুয়াকাটা ও পায়রা বন্দর পর্যন্ত ফেরিবিহীন যোগাযোগ বা পথ উন্মোচন হয়।
জনশুমারি ও গৃহগণনা ২০২১
জনশুমারি ও গৃহগণনা প্রতি দশকে একবার পরিচালিত হয়। এটি সামগ্রিক জনসংখ্যা, এর গঠন, কর্মী সংখ্যা, ঘনত্ব, আবাসন, অর্থনৈতিক এবং অন্যান্য নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া জনশুমারি অন্যান্য আর্থ- সামাজিক সূচকগুলোর তথ্য সরবরাহ করে। দেশে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে জনশুমারি।
আদমশুমারি এখন জনশমারি
একটি দেশে সাধারণত দশ বছর পর পর জনশুমারি হয়। ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম ‘আদমশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ‘আদমশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি ২০১৩ জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ অনুযায়ী ‘আদমশুমারি ও গৃহগণনা’ এর নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়। ১০ বছরের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হবে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা।
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা
২৯ অক্টোবর ২০১৯ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ,’জনশুমারি ও গৃহগণনা ২০২১’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২-৮ জানুয়ারি ২০২১ দেশের ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে ১০ মাস পিছিয়ে দেওয়া হয় । এরপর তারিখ নির্ধারণ করা হয় ২৫-৩১ অক্টোবর ২০২১। অবশেষে ১৪ নভেম্বর ২০২১ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জাতীয় সংসদে জানান, সরকার ২৪-৩০ ডিসেম্বর ২০২১ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা পরিচালনার পরিকল্পনা করেছে। ২৩ ডিসেম্বরকে শুমারি রেফারেন্স পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৪-৩০ ডিসেম্বর দেশের সব মানুষকেই গণনার আওতায় আনা হবে।
বিবিধ
এক গাছে পাঁচ বার ধান
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে একবার রোপণে ধানের গাছে বছরজুড়ে পাঁচবার ফলন এসেছে। ধানের এ নতুন জাত উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ধান গবেষক ও জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। বোরো হিসেবে বছরের প্রথমে লাগানো এ ধান ১১০ দিন পর পেকেছে। ওই গাছেই পর্যায়ক্রমে ৪৫ দিন পরপর একবার বোরো, দু’বার আউশ এবং দু’বার আমন ধান পেকেছে। এক গাছে পাঁচ ফলনের এমন ঘটনা পৃথিবীতে বিরল বলে জানান বিজ্ঞানীরা। আবেদ চৌধুরী ওই গাছেই ছয়বার ফসল তোলার গবেষণা চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
বাংলাদেশ-ফ্রান্স চুক্তি
৯-১৩ নভেম্বর ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করেন। ১০ নভেম্বর ২০২১ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষরিত হয়। ২টি চুক্তি অনুযায়ী, ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ঢাকাকে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে। এর মধ্যে Agence Française de Developpement (AFD) করোনা মহামারি মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য ২০০ মিলিয়ন ইউরো দেবে এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো। এ নিয়ে বাংলাদেশকে AFD’র দেওয়া মোট সহায়তা ১ বিলিয়ন ইউরো ছাড়াল । এর আগে সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দেয়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ AFD’র সবচেয়ে বেশি সহায়তা প্রাপ্ত দেশ।
চালু হচ্ছে 5G
১২ ডিসেম্বর ২০২১ মোবাইল অপারেটর টেলিটক দেশে পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা 5G নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি জায়গায় 5G চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে 5G সেবা বিস্তৃত করা হবে।
IPTV’র নিবন্ধন
৭ নভেম্বর ২০২১ সরকার প্রাথমিকভাবে ১৪টি আইপি টিভিকে শর্তসাপেক্ষে নিবন্ধনের অনুমতি দেয়। নিবন্ধনের শর্তে বলা হয়, অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে ২০১৪ সালের জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৭ সালের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র, নির্দেশনা অনুসরণ করতে হবে। নিবন্ধনের অনুমতি পাওয়া আইপি টিভিগুলো— মুভিবাংলা টিভি, জাগরণ টিভি, রূপসী বাংলা টিভি, হার্নেট টিভি, মাটি এন্টারটেইনমেন্ট টিভি, ফ্লিক্স আরকে টিভি, রাজধানী টিভি, ভয়েজ টিভি, জে এ টিভি, নিউজ২১ বাংলা টিভি, জাগরণী টিভি, সবেহপ্রাইম টিভি, দেশবন্ধু টিভি ও সিএইচডি নিউজ ২৪ টিভি।
IPTV’র পূর্ণরূপ Internet Protocol Television এ প্রক্রিয়ায় টেলিভিশন সার্ভিস দেওয়ার জন্য ইন্টারনেট প্রোটোকল স্যুট ব্যবহার করা হয়। ট্র্যাডিশনাল টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট এবং ক্যাবল ফরমেটের পরিবর্তে টেলিভিশন ব্রডকাস্টিং এর জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ১৯৯০-এর দশকে বিশ্বে IPTV’র প্রচলন শুরু হয়।