বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৯.২০২০   

♦ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ বিলিয়ন বা ৩,৯০০ কোটি লারের মাইলফলক অতিক্রম করে।

০২.০৯.২০২০

♦ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত।

♦ দেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন – এ মর্মে হাইকোর্টের ঐতিহাসিক রায় প্রদান।

০৩.০৯.২০২০  

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির শপথ গ্রহণ।

♦ ভাইস এডমিরাল থেকে পদোন্নতি পেয়ে এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরেন নৌবাহিনীর প্রধান এম শাহীন ইকবাল।

দেশের ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য অনুমতি দিয়ে তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ।

০৪.০৯.২০২০ 

♦ নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাম জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ হতাহত।

০৫.০৯.২০২০

♦ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (UNO) বাসভবনের নিরাপত্তায় প্রত্যেক উপজেলায় ৪ জন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন (উপজেলা ৪৯২টি)।

০৬.০৯.২০২০  

♦ ‘বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’ (BIRDEM)- এর প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন।     

♦ ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও PWC কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

♦ একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু।

০৭.০৯.২০২০   

♦ সংযুক্ত আরব আমিরাতের পর ওমান ও বাহরাইনে বাংলাদেশি ফ্লাইট চালু।

০৮.০৯.২০২০    

♦ টাঙ্গাইলের সখীপুরে ‘ইটিএস স্কয়ার’ নামক কৃষি ফার্মের উদ্যোগে অর্গানিক পদ্ধতিতে মাল্টা চাষের উদ্বোধন।

♦ ঢাকা বৈশ্বিক অভিযোজন কেন্দ্র (GCA)- এর আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন।

১০.০৯.২০২০   

♦ একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন সমাপ্ত।

♦ একদিনের সফরে ঢাকা আসেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী পিটার্স সিয়ার্তো।

১২.০৯.২০২০   

♦ রাজশাহীতে ২৫তলা ‘বঙ্গবন্ধু টাওয়ার’ এর নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

১৩.০৯.২০২০   

♦ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ – ২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু।

১৪.০৯.২০২০    

♦ কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থনের প্রস্তাব এবং ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA)- এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত।

১৫.০৯.২০২০  

♦ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) নতুন মহাপরিচালক নিয়োগ না দেয়া পর্যন্ত মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করবেন সোহেল আহমেদ।

১৬.০৯.২০২০   

♦ করোনা সংক্রমণের প্রায় ছয় মাস পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশের প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলো খুলে দেওয়া হয়।

১৭.০৯.২০২০ 

♦ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন ঢাকায়  আনুষ্ঠানিকভাবে শুরু।

১৯.০৯.২০২০  

♦ যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বিজিবি- বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সমাপ্ত।

২১.০৯.২০২০   

♦ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (BPSC) ১৪তম চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন সাবেক সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন।

২২.০৯.২০২০ 

♦ ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতিসংঘের ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪.০৯.২০২০  

♦ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবর্ষ উপলক্ষ্যে ‘২০০ বছরে বিদ্যাসাগর’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু।

২৫.০৯.২০২০  

♦ জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেয়া ঐতিহাসিক ভাষণের ৪৬ বছর পূর্তি উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করে ডাক অধিদপ্তর।

২৬.০৯.২০২০   

♦ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে মূল বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

 

আলোচিত বাংলাদেশ

বিশ্বের ৮৬% ইলিশই বাংলাদেশেউৎপাদন

 বর্তমানে বিশ্বের মোট ইলিশের ৮৬% বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। অথচ চার বছর আগেও এ হার ছিল ৬৫%। এ সময়ের মধ্যে এখানে ধারাবাহিকভাবে বেড়েছে ইলিশের উৎপাদন। মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের চলতি মাসের হিসাবে এ তথ্য প্রকাশিত হয়। দ্বিতীয় স্থানে থাকা ভারতে পাঁচ বছর আগে প্রায় ২৫% ইলিশ উৎপাদিত হলেও চলতি বছর তা প্রায় ১০.৫%-এ নেমেছে। এরপরে রয়েছে মিয়ানমার (৩%-এর মতো)। ইরান, ইরাক, কুয়েত ও পাকিস্তানে উৎপাদন হয়েছে বাকি ইলিশ। বাংলাদেশের বিভিন্ন নদ-নদীতে ইলিশের অভয়াশ্রম তৈরির ফলে উৎপাদন বেড়েছে। ওয়ার্ল্ডফিশ, মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর পর্যবেক্ষণ অনুযায়ী, এবার পরিমাণ ও আকৃতিতে বাংলাদেশের ইলিশের ধারেকাছেও নেই কোনো দেশ। ২০১৪ সালে এ দেশে ধরা পড়া ইলিশের গড় ওজন ছিল ৫১০ গ্রাম এবং ৯১৫ গ্রাম। আর চলতি বছর তা আরো বেড়ে ৯৫০ গ্রাম হতে পারে। অন্যদিকে ভারতসহ অন্যান্য দেশের ইলিশের গড় ওজন ৫০০-৬০০ গ্রামের মধ্যে। ‍পুষ্টিগুণ ও স্বাদের দিক থেকেও বাংলাদেশের ইলিশকেই সেরা বলে থাকেন বিজ্ঞানী ও গবেষকেরা।

বঙ্গবন্ধুর মন্ত্রিত্ব গ্রহণ দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্তঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ সেপ্টেম্বর ১৯৫৬ কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতিবিরোধ ও গ্রামীণ সহায়তাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৬ সেপ্টেম্বর ২০২০ দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ ডাক অধিদপ্তর কর্তৃক ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী হন। ৬ সেপ্টেম্বর ১৯৫৬ আতাউর রহমান খানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের কোয়ালিশন সরকার গঠিত হয়। এর মাত্র এক সপ্তাহ পর পশ্চিম পাকিস্তানের কয়েকটি দলের সঙ্গে কোয়ালিশন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হন। ফলে প্রদেশ ও কেন্দ্র দুই স্থানেই আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বাঙালির অধিকার আদায় আন্দোলনকে বেগবান করা এবং সংগঠনকে আরো সুসংহত করার উদ্দেশ্যে ৩০ মে ১৯৫৭ বঙ্গবন্ধু স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।  

উৎপাদনে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ২য় ইউনিটঃ

২৭ আগস্ট ২০২০ পটুয়াখালীর পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। এ ‍দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। আমাদানি করা কয়লা দিয়ে এটিই দেশের ১ম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এ কেন্দ্রে বাংলাদেশ ও চীনের সমান মালিকানা রয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছিল। ১৪ মে ২০২০ প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। এ বিদ্যুৎকেন্দ্রটি চালুর মধ্য দিয়ে বাংলাদেশ আলট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করে । এশিয়াতে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ ৭ম। দক্ষিণ এশিয়াতে ভারতে এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কেন্দ্রগুলোতে কেবল চীন ও বাংলাদেশে ঢাকনাযুক্ত কোল ইয়ার্ড ব্যবহার করা হয়। দেশে পায়রা ছাড়াও মাতারবাড়িতে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ কেন্দ্রটি নির্মাণ করছে রাষ্ট্রীয় ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি’। কেন্দ্রটির ঠিকাদার জাপানি একটি কোম্পানি।

BCPCL:

পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক ‘বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি’ (BCPCL)। এ কোম্পানিতে দেশের রাষ্ট্রীয় কোম্পানি ‘নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি’ (NWPGCL) এবং ‘চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট এন্ড ইমপোর্ট করপোরেশন’ (CMC)- এর সমান মালিকানা রয়েছে। BCPCL পায়রাতে ১,৩২০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এটি দেশের সব থেকে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এ কেন্দ্র থেকে সালফার ডাই অক্সাইড নির্গমনের হার মাত্র ৭০-৮০ মিলিগ্রাম। অন্যদিকে বিশ্বব্যাংকের বেঁধে দেওয়া মাত্রা ২০০ মিলিগ্রাম।

দেশের প্রথম রেল জাদুঘরঃ

২৯ আগস্ট ২০২০ উদ্বোধন করা হয় দেশের প্রথম রেল জাদুঘর। সৈয়দপুর রেলওয়ে কারখানায় স্থাপিত দেশের প্রথম রেল জাদুঘর দুর্লভ নানা নিদর্শনে সমৃদ্ধ হচ্ছে। এ জাদুঘরে ইতোমধ্যে ঠাঁই হয়েছে ব্রিটিশ আমলে তৈরি কালের সাক্ষী প্রেসিডেন্ট সেলুন কোচ এবং বাংলাদেশের প্রথম কয়লাচালিত লোকোমোটিভ বা ইঞ্জিন। এছাড়া বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দুর্লভ ও দুষ্প্রাপ্য রেলের জিনিসপত্র এ জাদুঘরে স্থান পাবে।

BRRI উদ্ভাবিত নতুন তিন ধানঃ

গাজীপুরে বাংলাদেশ ধান ‍গবেষণা ইনস্টিটিউট (BRRI) উচ্চফলনশীল ধানের তিনটি নতুন জাত উদ্ভাবন করে, যা ৮ সেপ্টেম্বর ২০২০ জাতীয় বীজ বোর্ডের ১০৩তম সভায় অনুমোদন দেয়া হয়। নতুন উদ্ভাবিত এসব ধানের মধ্যে আউশ মৌসুমের ব্রি ধান-৯৮ এবং বোরো মৌসুমের জন্য ব্রি ধান-৯৭ ও ব্রি ধান-৯৯ নামে নামকরণ করা হয়। নতুন উদ্ভাবিত ধানের জাতগুলো নিয়ে BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা ১০৫টি।

দেশের প্রথম মাছের জিন ব্যাংকঃ

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (BFRI) স্থাপিত হয় মাছের জিন ব্যাংক। দেশে প্রথমবারের মতো স্থাপিত এ জিন ব্যাংকটিতে ইতোমধ্যে ৭০ প্রজাতির মাছের জাত স্থান পায়। ৫ সেপ্টেম্বর ২০২০ ইনস্টিটিউটের নিজস্ব একটি পুকুরে এ জিন ব্যাংকটির উদ্বোধন করা হয়।

 মৎস্য উৎপাদনে দেশসেরা জেলাঃ

বর্তমানে বৈশ্বিক মৎস্য উৎপাদনে (Aquaculture) শীর্ষ পাঁচ দেশের অন্যতম বাংলাদেশ। এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখা তিন জেলা হলো- ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা। ২০১৭-১৮ অর্থবছরে দেশে মোট চাষকৃত মাছের উৎপাদন ছিল ৩৬,২২,০০০ টন। এর মধ্যে এ তিন জেলায়ই উৎপাদন হয় ৮,৪৭,০০০ টন। সে হিসেবে দেশে চাষকৃত মাছের প্রায় ২৪%-ই সরবরাহ হচ্ছে জেলা তিনটি থেকে।

জেনে রাখুন

♦ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

♦ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

♦ বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

♦ বাংলাদেশে বর্তমানে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করছে ৫৮টি দেশে।

♦ বাংলাদেশের মানুষের মোট প্রাণিজ আমিষের চাহিদার অর্ধেকের বেশি পূরণ হয় মাছ থেকে।

AIU’র চ্যান্সেলর .ইউনুসঃ

মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (AIU) প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাকে AIU’র চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়। অলাভজনক বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান AIU’র প্রতিষ্ঠাতা সায়েদ মোখতার আলবুখারি। বিশ্বস্বীকৃত সামাজিক বাণিজ্য ধারণার প্রবক্তা ড. ইউনুস যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডেনিয়ান বিশ্ববিদ্যালয়েরও চ্যান্সেলর।

বাংলাদেশের মেরিনা তাবাসসুমঃ

১৪ জুলাই ২০২০ যুক্তরাজ্যের খ্যাতনামা সাময়িকী প্রসপেক্ট বিশ্বের ৫০ জন চিন্তাবিদের তালিকা প্রকাশ করে। ২ সেপ্টেম্বর ২০২০ সে তালিকা থেকে শীর্ষ ১০ জনের নাম প্রকাশ করে সাময়িকীটি । তাতে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুমের নাম। নিজ রাজ্যে শক্ত হাতে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা করে ভারতের কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে. কে. শৈলজা এ তালিকায় প্রথম ব্যক্তি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শক্ত হাতে করোনা মোকাবিলার কারণে এ তালিকার শীর্ষ দুইয়ের তার নাম উঠে আসে। অন্যদিকে বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুমের নাম এ তালিকায় স্থান পায় সম্পূর্ণ ভিন্ন কারণে। জলবায়ু পরিবর্তন সামনে রেখে ভিন্নধর্মী স্থাপত্যে তার অবদানের কথা উল্লেখ করে প্রসপেক্ট । স্থানীয় উপকরণ ব্যবহার করে তিনি হালকা ওজনের বাড়ি নির্মাণের কৌশল উদ্ভাবন করেন, যা পানির উচ্চতা বাড়লে স্থানান্তর করা সম্ভব। তার সম্পর্কে প্রসপেক্ট বলেছে, ‘বাস্তব সমস্যার দিকে তিনি মনোনিবেশ করেছেন। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট নিয়ে তিনি কাজ করছেন। তিনি এমন ধরনের ঘরবাড়ির নকশা করেছেন, যা পানির উচ্চতা বাড়লেও মানুষকে নিরাপদ রাখবে।’ 

ঢাকায় GCA’র আঞ্চলিক কেন্দ্রঃ

১৬ অক্টোবর ২০১৮ যাত্রা শুরু করে বৈশ্বিক অভিযোজন কেন্দ্র বা Global Center on Adaptation (GCA) । সংস্থাটির সদর দপ্তর নেদার‌ল্যান্ডসের দ্য হেগ শহরে। মূলত পাঁচটি চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে কাজ করা GCA জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিয়ে আসছে। ৮ সেপ্টেম্বর ২০২০ ঢাকায় স্থাপিত GCA’র আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে অবস্থিত GCA’র আঞ্চলিক কেন্দ্রটি দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের  সাথে খাপ খাইয়ে নেয়া তথা জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা করবে। এটা GCA’র দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র। GCA’র প্রথম আঞ্চলিক কেন্দ্রটি অবস্থিত চীনের বেইজিংয়ে।

আধুনিক দাসত্বের সূচকে চরম ঝুঁকিপূর্ণ বাংলাদেশঃ

মহামারি করোনা ভাইরাসের প্রভাবে দাসত্বের সূচকে বাংলাদেশের অবস্থা চরম ঝুঁকিপূর্ণ। এশিয়ার মধ্যে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভারত, চীন ও মিয়ানমার। ঝুঁকি গবেষণা প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের প্রকাশিত ‘আধুনিক দাসপ্রথা সূচক’ বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। এ প্রতিবেদনে বিশ্বের যে ৩২টি দেশকে আধুনিক দাসত্ব সূচকের বড় ধরণের ঝুঁকির তালিকায় রাখা হয়েছে, তার মধ্যে এশিয়ায় অবস্থিত দেশগুলোর মধ্যে চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ও ভারত। এ তালিকায় বাংলাদেশের পরে রয়েছে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া প্রভৃতি। শ্রম দাসত্বের সূচকের ১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮তম এবং ২৫তম স্থানে রয়েছে ভারত। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা উদ্বেগ প্রকাশ করে জানায়, মহামারী করোনাভাইরাসের কারণে প্রায় ১.৬ বিলিয়ন শ্রমিকের আয় সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেসবুকে বাংলাদেশ বিষয়ক ১ম বাংলাভাষীঃ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশ বিষয়ক অংশ দেখার জন্য একজন বাংলাদেশি কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এ কর্মকর্তার নাম সাবহানাজ রশীদ দিয়া। ৭ সেপ্টেম্বর ২০২০ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরের সঙ্গে প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনলাইনে বৈঠক করেন। এ বৈঠকে দিয়া উপস্থিত ছিলেন। বৈঠকে দিয়াকে বাংলাদেশবিষয়ক কর্মকর্তা হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ বিষয়ক যেকোনো বিষয়ে সে দ্রুত সাড়া দেবে এবং সমস্যার সমাধান করবেন। ফেসবুকে আরো একজন বাঙালি থাকলেও দিয়া বাংলাদেশ বিষয়ক প্রথম কর্মকর্তা। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পড়াশুনার পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। এর আগে তিনি টুইটার ও গুগলে কাজ করেছেন। তার একটি নিজস্ব NGO রয়েছে, যার প্রধান হিসেবে তিনি কাজ করেন।

 বাংলাদেশত্রিপুরা নৌসেবা চালু হবেঃ

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার প্রথমবারের মতো নৌপথে বাণিজ্যের সুবিধা তৈরি হতে যাচ্ছে অতি শীঘ্রই। ২৭ আগস্ট ২০২০ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ফেসবুক পেজে এ কথা জানান। গোমতী নদীপথে ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত ৯৩ কিমি (এর মধ্যে ৮৯.৫ কিমি পড়েছে বাংলাদেশে এবং বাকি পথ ভারতে) দীর্ঘ নৌপথে পণ্য আনা-নেওয়া হবে।

দেশের প্রথম হাইব্রিড সোলারউইন্ড টাওয়ার’

বঙ্গোপসাগরীয় দ্বীপ হাতিয়ায় দেশে প্রথম ‘হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার’ সলিউশন স্থাপন করেছে সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা কোম্পানি ‘ইডটকো বাংলাদেশ’। এটি লম্বায় ৭৫ মি। এটা সর্বোচ্চ ১২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার থেকে দৈনিক প্রতি ঘণ্টায় ৪২ কিলোওয়াট এবং টাওয়ারের মাথায় বসানো ৪ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু ঘূর্ণিযন্ত্র থেকে দৈনিক ঘণ্টায় ৬ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।               

পোলিওমুক্ত বাংলাদেশঃ

সমগ্র দেশকে পোলিও মুক্ত করার জন্য ১৯৯৫ সাল থেকে প্রতি বছর দুই দিন জাতীয় টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়। এরপর ২০০০ সাল থেকে টানা ছয় বছর অর্থাৎ ২২ নভেম্বর ২০০৬ পর্যন্ত বাংলাদেশ পোলিওমুক্ত ছিল। কিন্তু ২০০৬ সালে ভারতের সীমানা পেরিয়ে পোলিও ভাইরাস বাংলাদেশে প্রবেশ করলে আবার ব্যাপক হারে পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। ২০০৬ সালের পর আর কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ  থেকে কঙ্গো মিশনে ১৮০ নারী পুলিশ প্রেরণঃ

বাংলাদেশ পুলিশের ১৮০ জন নারী সদস্য কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশ্যে ১১ সেপ্টেম্বর ২০২০ ঢাকা ত্যাগ করেন। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ থেকে প্রথম নারী পুলিশের দল কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যান। পুলিশ সুপার মেরিনা আক্তার কিনশাসাতে কমান্ডার হিসেবে শান্তিরক্ষা দলের নৈতৃত্ব দেবেন। তিনি সেখানে বাংলাদেশের নারী পুলিশের আরেক দলের কমান্ডার সালমা সৈয়দ পলির স্থলাভিষিক্ত হবেন। প্রসঙ্গত, ১৯৮৯ সালে বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়।

লোকান্তরে চলে গেলেন দ্রোহী সেক্টর কমান্ডার সি আর দত্ত (১ জানুয়ারি ১৯২৭২৫ আগস্ট ২০২০)

• পুরো নাম : চিত্তরঞ্জন দত্ত

• জন্ম : শিলং, আসাম, ভারত।

• পৈতৃক বাড়ি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।

• সেনাবাহিনীতে যোগদান : ১৯৪৭ সালে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। ৩১ জুলাই ১৯৭২ তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (BDR) প্রতিষ্ঠাতা মহাপরিচালক   নিযুক্ত হন। জানুয়ারি ১৯৮৪ মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

 • ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (BRTC) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরলোকে খেতাবহীন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী ( জানুয়ারি ১৯৩৬ সেপ্টেম্বর ২০২০)

• জন্ম : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও।

• সেনাবাহিনীতে যোগদান : ১৯৫৮ সালে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (BJMC) চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০৮ সালে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন

প্রকাশিত গ্রন্হ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সময়ের অভিব্যক্তি, সোনালী ভোরের প্রত্যাশা, একনজরে ফরিদগঞ্জ, বঙ্গবন্ধু  শতাব্দীর মহানায়ক পুরস্কার ও সম্মাননা-  বাংলাদেশ ইতিহাস পরিষদ (১৯৯৩), আলাওল সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পদক (২০১৪)। 

পাঁচ বাংলাদেশি কিশোরীর আন্তর্জাতিক পুরস্কার লাভঃ

১৮ আগস্ট ২০২০ ‘টোয়েন্টিফোর আওয়ার রেস’ নামে চীনের হংকং ভিত্তিক একটি যুব উন্নয়নমূলক প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত ‘সিডিং ক্যাম্পেইন’ প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত হয়েছে বাংলাদেশ থেকে উপস্থাপিত একমাত্র প্রকল্প ‘রিলিফ’। এ প্রকল্পে রয়েছে বাংলাদেশের কলেজ পড়ুয়া পাঁচ কিশোরী। চূড়ান্তপর্বে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়ারউইক, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হারিয়ে বিজয়ী হিসেবে ২০ হাজার হংকং ডলার (দুই লাখ টাকার বেশি) পুরস্কার পেয়েছে তারা। তারা হলেন- সেবন্তী খন্দকার ও সেজাল রহমান (ঢাকার সানবীমস স্কুল, দ্বাদশ শ্রেণি), রাঈদা সিদ্দিকী (দ্য আগা খান স্কুল, দ্বাদশ শ্রেণি), রাইয়ান খান (সানিডেইল স্কুল, সদ্য এ লেভেল পাশ) ও রামিশা কবির (হংকংয়ের এলপিসি ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ)। রামিশাই মূলত এ প্রতিযোগিতার কথা তার বাংলাদেশের বন্ধুদের জানিয়েছিল। বিশ্বের যেকোনো প্রান্তের ১৫-২৩ বছর বয়সি শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারে।তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে গত জুন মাসে প্রতিযোগিতার জন্য আবেদন করে। প্রতিযোগিতার প্রথম ধাপে তারা ‘রিলিফ’ নামে একটি সামাজিক ব্যবসা প্রকল্পের প্রস্তাব জমা দেয়। তাঁদের এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে শহুরে বাগান বা আরবান গার্ডেনিংকে জনপ্রিয় করে তোলা। পুরো ঢাকা শহরের বিভিন্ন এলাকার নার্সারিগুলোকে একটি অনলাইন সেবার মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা তৈরি করে তারা। ক্রেতারা ঘরে বসেই পছন্দের গাছ অর্ডার করতে পারবেন, গাছ পৌঁছে যাবে দরজায়। গাছ ছাড়াও টব, সার, মাটিসহ গাছ লাগানোর বিভিন্ন উপকরণ মিলবে এ অনলাইন প্ল্যাটফর্মে। এছাড়াও অনলাইনে মালির খোঁজ পাওয়া যাবে, যিনি বাসায় এসে গাছের সব ধরনের পরিচর্যা করবেন।

 বর্ষসেরা আইটি পুরস্কার পেল পারফর্মেক্স

আইটি সেবা খাতে উদ্ভাবনীমূলক সমাধান প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য চলতি বছর ‘সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস (সাস)’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘পারফর্মেক্স’। এটা এন্ড-টু-এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট ও বিজনেস ইন্টেলিজেন্স সংশ্লিষ্ট একটি সেবা প্লাটর্ফম। ‘বেস্ট সাস ফর স্টেকহোল্ডার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি শীর্ষস্থান অর্জন করে। ২০১১ সাল থেকে নিয়মিতভাবে সাস অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ সারা বিশ্বের সেরা সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো এতে অংশগ্রহণ করে থাকে। ‘পারফর্মেক্স’- এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সামির আসাফ।

BCC’র সম্মাননা লাভঃ

তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক সম্মাননা World Summit on the Information Society (WSIS) পুরস্কার। ২০২০ সালে এ পুরস্কার লাভ করে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)। e-Employment ক্যাটাগরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় BGD e-GOV CIRT’র সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (BNA) দল তাদের ই-রিক্রুটমেন্ট  প্ল্যাটফর্ম (erecruitment.bcc.gov.bd) নিয়ে এ সম্মাননা লাভ করেন।

 ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাঃ

৬ সেপ্টেম্বর ২০২০ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগরের ৭৪টি ঐতিহ্যবাহী বিশেষ ভবন বা স্থাপনার হালনাগাদ তালিকা প্রকাশ করে। কিছু গুরুত্বপূর্ণ ভবন বা স্থাপনা নিম্নরূপ-

নাম

অবস্থান

নাম

অবস্থান

১. বিনত বিবির মসজিদ

নারিন্দা

৩৮. বড় কাটারা

চকবাজার

২.সাত গম্বুজ মসজিদ

মোহাম্মদপুর

৩৯. ছোট কাটারা

চকবাজার

৩. শাহবাজ খান মসজিদ ও সমাধি

পুরাতন হাইকোর্ট এলাকা

৪০. মীর জুমলা গেইট (ঢাকা গেইট)

ঢাকা বিশ্ববিদ্যালয়

৪. কারতালাব খান মসজিদ

বেগম বাজার

৪১. গ্রিক মেমোরিয়াল

ঢাকা বিশ্ববিদ্যালয়

৫. খান মোহাম্মদ মৃধা মসজিদ

লালবাগ

৪২. শিখ গুরুদুয়ারা নানক শাহী

ঢাকা বিশ্ববিদ্যালয়

৬. শায়েস্তা খান মসজিদ

মিটফোর্ড হাসপাতাল

৪৩. বর্ধমান হাউজ (বাংলা একাডেমি)

ঢাকা বিশ্ববিদ্যালয়

৭. মুসা খান মসজিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়

৪৪. আর্ট কলেজ ভবন (চারুকলা অনুষদ)

ঢাকা বিশ্ববিদ্যালয়

৮. তারা মসজিদ

আরমানিটোলা

৪৫. ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি

ঢাকা বিশ্ববিদ্যালয়

৯. বংশাল জামে মসজিদ

বংশাল রোড

৪৬. লালবাগ দুর্গ

লালবাগ

১০. কসাইটুলি জামে মসজিদ

কসাইটুলি

৪৭. ঈদগাহ

সাত মসজিদ রোড, ধানমন্ডি

১১. নওয়াববাড়ি মসজিদ

দিলকুশা, মতিঝিল

৪৮. নিমতলী দেউরী

নিমতলী

১২. দেওয়ানবাড়ি কমপ্লেক্স ও মসজিদ

আমিনবাজার, মিরপুর

৪৯. অপরিচিত পুরাতন সমাধি

বাঁশবাড়ি, মোহাম্মদপুর

১৩. আম্বর শাহ মসজিদ

কাওরান বাজার

৫০. হোসাইনী দালান (ইমামবাড়া)

বখশীবাজার

১৪. ভুঁইয়াবাড়ি মসজিদ

বেরাইদ

৫১. বড় দায়রা শরীফ

আজিমপুর

১৫. হলি রোজারিও চার্চ

তেজগাঁও

৫২. নর্থব্রুক হল (লালকুঠি)

ফরাশগঞ্জ

১৬. খ্রিস্টান সমাধিক্ষেত্র

ওয়ারী-নারিন্দা

৫৩. বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক)

সদরঘাট

১৭. আর্মেনিয়ান চার্চ

আরমানিটোলা

৫৪. পানির ট্যাংক

বাহাদুর শাহ পার্ক, সদরঘাট

১৮. সেন্ট থমাস চার্চ

জনসন রোড

৫৫. রাজা রামমোহন লাইব্রেরি

লয়াল স্ট্রিট, পাটুয়াটুলি

১৯. সেন্ট গ্রেগরিজ চার্চ

লক্ষ্মীবাজার

৫৬, রূপলাল মঞ্জিল (হাউজ)

ফরাশগঞ্জ, সূত্রাপুর

২০. আর্চ হাউস ও বিশপ চার্চ

কাকরাইল

৫৭. আহসান মঞ্জিল

ইসলামপুর

২১. শ্মশান মন্দির ও মঠ

বানিয়ানগর, সূত্রাপুর

৫৮. ওয়াইজ হাউজ (বাফা ভবন)

ওয়াইজ ঘাট

২২. গৌড়ীয় মঠ

নারিন্দা

৫৯.রোজ গার্ডেন

টিকাটুলি

২৩. রামকৃষ্ণ মিশন

গোপীবাগ

৬০. মানুক হাউস

বঙ্গভবন

২৪. কালিবাড়ি

সিদ্ধেশ্বরী

৬১. চামেরী হাউস   

তোপখানা রোড

২৫. টিএসসি’র হিন্দু মঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়

৬২. বলধা গার্ডেন

ওয়ারী

২৬. ঢাকেশ্বরী মন্দির

অরফ্যানেজ রোড, লালবাগ

৬৩. জাতীয় সংসদ ভবন

শেরে বাংলা নগর

২৭. জয়কালী মন্দির ও রাম সীতা মন্দির

বিসিসি রোড, ঠাটারী বাজার

৬৪. কমলাপুর রেল স্টেশন

কমলাপুর

২৮. শিববাড়ি মন্দির

ঢাকা বিশ্ববিদ্যালয়

৬৫. বঙ্গবন্ধু জাদুঘর

ধানমণ্ডি ৩২ নম্বর

২৯. রাধা গোবিন্দ মন্দির

মিল ব্যারাক

৬৬. পুরাতন হাইকোর্ট ভবন

রমনা

৩০. রাধা গোবিন্দ মন্দির

সূত্রাপুর

৬৭. রাজউক ভবন (পুরাতন ডিআইটি)

দিলকুশা

৩১. রাম শাহের মন্দির

আমলিগোলা, লালবাগ

৬৮. নগর ভবন

ফুলবাড়িয়া

৩২. লক্ষ্মী নারায়ণ মন্দির

পাতলাখান রোড

৬৯. গো তালাব

ইসলামপুর

৩৩. ব্রাহ্মসমাজ মন্দির

লয়াল স্ট্রিট, পাটুয়াটুলি

৭০. আমিরউদ্দিন দারোগার সমাধি

বাবুবাজার

৩৪. ইসকন মন্দির (পুরানো ভবনসমূহ)

দয়াগঞ্জ, নারিন্দা

৭১. রেসকোর্স গ্যালারি

সোহরাওয়ার্দী উদ্যান (রমনা)

৩৫. উপাচার্য ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়

৭২. কেন্দ্রীয় শহীদ মিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়

৩৬. মধুর ক্যান্টিন

ঢাকা বিশ্ববিদ্যালয়

৭৩. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

মিরপুর

৩৭. কার্জন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়

৭৪. রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ

রায়েরবাজার

Leave a Reply