০১.০১.২০২২
• বাওন হাওড় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবস্থিত।
• জাতিসংঘের UNDP এর শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান। মূলত SDG অর্জনে সচেতনতা বাড়াতে কাজ করবেন তিনি।
• বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ১০৬টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে।
০২.০১.২০২২
• দেশে মোট ইউনিয়নের সংখ্যা ৪৬১১টি এবং মোট EPI কেন্দ্র আছে প্রায় ১ লাখ ১০ হাজার।
• ‘আইসিটি পণ্য ও সেবা’-কে ২০২২ সালের জাতীয় ‘বর্ষ পণ্য’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
০৩.০১.২০২২
• রায়বাড়ির দুর্গামন্দির পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামে অবস্থিত।
• যশোর জেলা ১৭৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
• যশোর শহরের ভেতর দিয়ে বয়ে গেছে ভৈরব নদ।
০৪.০১.২০২
• ১৯৭২ সালে ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান উড়োজাহাজ সংখ্যা ২১টি।
• শেখ মুজিব ১৯৭১ সালে ৩ জানুয়ারি তৎকালীন জাতীয় পরিষদের সদস্যদের শপথ পাঠ করান।
• বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা এবং কেনোক্রমেই ২ ডিগ্রির বাইরে যেতে না দেওয়ার অভীষ্ট লক্ষ্য নিয়ে শুরু হয় গ্লাসগোর জলবায়ু সম্মেলন (কপ ২৬)।
০৫.০১.২০২২
• বাংলাদেশ ২০১৮ সাল থেকে মধ্যপ্রাচ্য থেকে LNG আমদানি শুরু করে। বর্তমানে দেশে ব্যবহৃত গ্যাসের ১৮% আমদানি করা হয়।
• বাংলাদেশে সর্ববৃহৎ তিতাস গ্যাসক্ষেত্রটি বর্তমানে দৈনিক প্রায় ৩৮ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করে।
• বাংলাদেশে বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।
• বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক ১২০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। যা দেশের সব গ্যাসক্ষেত্রের সম্মিলিত দৈনিক উৎপাদনের প্রায় ৫১ শতাংশ।
০৬.০১.২০২২
• সমুদ্রের তলদেশে গ্যাস ও পানির সংমিশ্রনে তৈরি হওয়া স্ফটিককে – গ্যাস হাইড্রেটস বলা হয়।
• বঙ্গোপসাগরের মহীসোপানে মিথেন গ্যাসে (গ্যাস হাইড্রেটস) সন্ধান পেয়েছে – বাংলাদেশ।
• বাংলাদেশের সমুদ্র উপকূলের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে সন্ধান মিলেছে – ২২০ প্রজাতির শৈবাল, ৩৪৭ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪৯৮ প্রজাতির ঝিনুক, ৫২ প্রজাতির চিংড়ি, ৫ প্রজাতির লবস্টার, ৬ প্রজাতির কাঁকড়া, ৬১ প্রজাতির সি-গ্রাস।
• ইউরোপীয় বণিকরা ভারত উপমহাদেশে বানিজ্য করতে এসেছিল – মোগল যুগ থেকে।
০৮.০১.২০২২
• ২০২১ সাল পর্যন্ত দেশের ৪.৬১% এলাকাকে রক্ষিত বন ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা ছিল ১৭%।
• মৌলভীবাজারের কমলগঞ্জে পদ্মছড়া হ্রদ অবস্থিত।
০৯.০১.২০২২
• সরকার দেশে ৩৯টি হাই-টেক/ আইটি পার্ক ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করে।
• বর্তমানে রিজার্ভ কমে ৪৪ বিলিয়ন ডলার।
• ২০২১ সালে সড়কে নিহত ৬২৮৪ জন।
১০.০১.২০২২
• ১৯৭৫ সালের ২৫ সেপ্টেম্বর দায়মুক্তি অধ্যাদেশ জারি হয়।
• ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি অধ্যাদেশ বাতিল হয়।
• চলমান করোনা মহামারী থেকে পরিত্রাণের লক্ষ্যে ২৮টি প্যাকেজের আওতায় ১ লাখ ৭ হাজার ৬৭৯ কোটি টাকার প্রণোদনা দিয়েছে।
• ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি।
• ১০ জানুয়ারি, ১৯৭২ সালে বঙ্গবন্ধু ১.৪১ মিনিটে ঢাকা বিমান বন্দরে অবতরণ করেন।
১২.০১.২০২২
• পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশে মোট জমির ৫৯ শতাংশ আবাদি জমি। যার মধ্যে দুই ফসলি জমি ৪৬.৩% এবং ২১% তিন ফসলি জমি।
১৩.০১.২০২২
• ওমিক্রন সংক্রমণ রোধে সরকার ১১ দফা নির্দেশনা দিয়েছে।
চিকিৎসায় মনোক্লোনাল অ্যান্টিবডি ইনজেকশন ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর। বাজারজাত করবে রেডিয়েন্ট বাংলাদেশ।
• বর্তমানে দেশে বেপজার আওতায় ৮টি ইপিজেড রয়েছে। আরও তিনটি প্রস্তাবিত।
১৪.০১.২০২২
(১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন।
(২) ঢাকা থেকে সারা বাংলাদেশে নৌপথ রয়েছে ৪৪টি যার মধ্যে বরিশাল বিভাগের ৩১টি এবং বরিশাল বিভাগে নৌপথ রয়েছে ১৪৭৫ কি.মি.।
১৫.০১.২০২২
• ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চালু হয় ২০১৮ সালে।
• দেশে মোট চা-বাগান ১৬৭টি। দেশে চা-বাগানের মোট ভূমি ২.৮৩ লাখ একর আবাদ হচ্ছে ১.৫৯ লাখ একরে।
• বাংলাদেশে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় ২০১১ সালের মার্চে। বেসরকারি খাতের ডাচ্-বাংলা প্রথম এ সেবা চালু করে। বর্তমানে ১৩টি ব্যাংক মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা দিয়ে যাচ্ছে।
• ‘মলমল ঘাস’ ও ‘আব-ই-রওয়ান’ খুবই অভিজাত দুটি মসলিন কাপড়ের নাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে নতুন ঢাকাই মসলিন হাউস অবস্থিত। সানা হচ্ছে তাঁতের একটি অংশ। এটি বাঁশ দিয়ে তৈরি করা হয়। দেখতে চিরুনির মতো সুবিন্যন্ত।
১৭.০১.২০২২
• বর্তমানে দেশে ৮৫০০টি ডিজিটাল পোস্ট অফিস রয়েছে।
• বাংলাদেশে ২০১৪ সালের ১৭ই জানুয়ারি এজেন্ট ব্যাংকিং সেবা শুরু হয়। ব্যাংক এশিয়ার হাত ধরে বর্তমানে দেশে ২৯টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে।
• গ্র্যানুলা একটি আলুর জাত।
১৮.০১.২০২২
• টংক প্রথার প্রচলন ছিল- ময়মনসিংহে।
• টংক আন্দোলন শুরু হয়- ১৯৩৭ সালে।
• সর্বোচ্চ আদালতে তৃতীয় নারী বিচারপতি হলেন কৃষ্ণা দেবনাথ।
• ঐতিহাসিক নান্দাইল দিঘি অবস্থিত জয়পুরহাট।
১৯.০১.২০২২
• ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী- ১৯ জানুয়ারি, ২০২২।
• ঘাতক দালাল নির্মূল কমিটি আত্মপ্রকাশ করে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে।
ধানের জাত-
• এখন পর্যন্ত ধানের জাত অনুমোদন দেওয়া হয় ২১৮টি।
• সম্প্রতি নতুন ১০টি ধানের জাত (BRRI কর্তৃক ২টি, BINA কর্তৃক ১টি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্র্যাক উদ্ভাবিত ১টি ও অন্যান্য প্রতিষ্ঠানের ৬টি) অনুমোদন দেওয়া হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-
• আকারের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করেছে ‘এনিগমা’ নামের ৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের কালো হীরা। এটি ২৬০ কোটি বছরের বেশি পুরোনো হীরা।
• বিশ্বের বৃহৎ ‘গুহা অট্টালিকা’ বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত হয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘প্রিডজামা’।
• মস্তিষ্কের অভ্যন্তরীণ এক ধরনের রক্তক্ষরণকে বলে- সাবএরকনয়েড হেমোরেজ।
• মস্তিষ্কের ধমনীর একটি বেলুনিং বা ফোলা অংশ যা আকস্মিক ফেঁটে গিয়ে রক্তপাত ঘটায় যার নাম- অ্যানিউরিজম।
২০.০১.২০২২
• বিখ্যাত ‘মাসুদ রানা’ চরিত্রের স্রষ্টা- কাজী আনোয়ার হোসেন।
• ‘একক ঋণ নীতিমালা’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
• ‘জুপিটাভির’ নামে ফাইজারের করোনার মুখে খাওয়ার ওষুধ বাজারে এনেছে ইনসেপ্টা।
• ২০২১ সালে চা উৎপাদনে রেকর্ড গড়ে বাংলাদেশ। উৎপাদনের পরিমাণ ৯ কোটি ৬৫ লাখ কেজি। উল্লেখ্য ২০১৯ সালে উৎপাদনের রেকর্ড পরিমাণ ছিল ৯ কোটি ৬০ লাখ কেজি।
২১.০১.২০২২
• শান্তিরক্ষা মিশনে র্যাব কে নিষিদ্ধের দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
• বাংলাদেশ বিমানের ঢাকা-শারজা ফ্লাইট শুরু ২৫ জানুয়ারি।
• দেশে সপ্তম আন্তর্জাতিক পানি সম্মেলন অনুষ্ঠিত।
• এ বছর ২৩০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।
• বিখ্যাত হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে-ফন্টে, বাহাদুর বিড়াল কমিকসের রচয়িতা নারায়ণ দেবনাথ।
• এ বছর সিআইপি কার্ড পেয়েছেন ১৭৬ জন।
• IFIC ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৯, পেয়েছেন ভাষা সৈনিক আহমদ রফিক এবং কথা সাহিত্যিক মাসরুর আরেফিন।
২২.০১.২০২২
• ১৯৭১ সালে ভারত পাকিস্তানের যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সালে ইন্দিরা গান্ধী বীর শহীদ জওয়ানদের স্মরণে ইন্ডিয়া গেটের সামনে তৈরি করেছিলেন ‘অমর জওয়ান জ্যোতি’। ৫০ বছর পর তা নিভিয়ে দেওয়া হলো মোদি আমলে।
• ১৯৭২ সালের ১৯ মার্চ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান দুই দেশের পানিবণ্টন, সেচ, বন্যা ও ঘূর্ণিঝড়ের মত বিষয়গুলোকে মোকাবিলার জন্য চুক্তি স্বাক্ষরের পর যৌথ নদী কমিশন গঠিত হয়।
• প্রস্তাবিত ঢাকা-আশুলিয়া উড়ালসড়কের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার।
২৩.০১.২০২২
• বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
• গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
• দেশের বিমা খাতে মোট প্রতিষ্ঠান ৮৩ টি। এর মধ্যে জীবন বিমা ৩৬ টি ও সাধারণ বিমা ৪৭ টি।
২৪.০১.২০২২
• স্বাধীন হওয়ার পর বাংলাদেশে স্বাক্ষরতার হার ছিল ১৬ শতাংশ।
• ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে ৬৯ এর গণ-অভ্যুত্থান হয়েছিল। ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস।
• ২০২১ সালে ১৫ জন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে।
• ২০১৪ সাল থেকে ই-ট্রাফিকিং সেবা শুরু হয়।
২৫.০১.২০২২
• চট্টগ্রাম সমুদ্রবন্দরে যেসব মাইন ও ডুবে যাওয়া জাহাজ পরিত্যক্ত অবস্থায় রয়ে গিয়েছিল সেগুলো অপসারণ করেন সোভিয়েত নৌবাহিনীর দ্বাদশ বিশেষ দায়িত্ব প্রাপ্ত অভিযাত্রী দল।
• মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৪ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
২৬.০১.২০২২
• ২০২৬ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় ৩১টি দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শূন্য অথবা স্বল্প হারে পণ্য রপ্তানি সুবিধা বন্ধ হয়ে যাবে।
• ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ পালিত হয়। World Customs Organization (WCO) এর সদস্য দেশ ১৮৩টি।
• ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে।
২৭.০১.২০২২
• নির্বাচন কমিশন আইন সংসদে উত্থাপন।
• বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ বর্তমানে ৮০টি।
• জাহাজ মালিকানায় বাংলাদেশ বিশ্বে ৩৯তম।
• MRT Line – 6 বা উত্তরা-মতিঝিল উড়ালপথ নির্মাণে স্ল্যাব বসানো সম্পন্ন। সম্পূর্ণ line এখন দৃশ্যমান।
• সমুদ্রগামী জাহাজ সেবায় ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশের আয় ৩১১০ কোটি টাকা।
• বিশ্ব সেরা ভবনের স্বীকৃতি পেল সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশীপ হাসপাতাল ভবন। এটি মর্যাদাপূর্ণ “রিবা পুরস্কার” লাভ করে।
২৮.০১.২০২২
• অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালু করা হয় ২০১৭ সালের ২৫ ডিসেম্বর।
• শেখ মুজিব ১৯৪৬ সালে দিল্লি ভ্রমণে কাওয়ালি গান শুনেছিল (অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ৫৬)
• রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু টমাস মুর সুইডিশ একাডেমিতে গীতাঞ্জলি পাঠিয়েছিলেন।
২৯.০১.২০২২
• বাংলাদেশ চাল উৎপাদনে বিশ্বে চতুর্থ, যা বিশ্বের মোট উৎপাদনের ৭ শতাংশ। (বণিকবার্তা, ৪নং পেজ)।
• দেশে মোট চাষযোগ্য জমির ৭৭ শতাংশ ধান উৎপাদনে ব্যবহার হচ্ছে।
৩০.০১.২০২২
• ‘পলিটিক্যাল পার্টস ইন ইন্ডিয়া’ বইটির লেখক আবদুর রাজ্জাক।
• ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ঘোষিত ২য় ২৮টি প্রণোদনা প্যাকেজ। যা জিডিপির ৬ দশমিক ২ শতাংশ।
• ২০২০ সালের ১৩ এপ্রিলে প্রথম করোনা প্রণোদনা ঘোষণা করা হয়।
৩১.০১.২০২২
• আগামী ২০২২-২৩ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ৩০৮৯ মার্কিন ডলার হবে। (অর্থমন্ত্রী)
• বর্তমানে দেশের ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগের অনুমতি রয়েছে।
• বাংলাদেশ ২০২১ অর্থবছরে গড়ে প্রতিদিন ৫৮ কোটি ঘনফুট এলএনজি (LNG) গ্যাস আমদানি করে এবং তা দেশীয় দৈনিক উৎপাদিত ২৬০ থেকে ২৭০ কোটি ঘনফুট গ্যাসের সঙ্গে মিশ্রিত হয়ে সরবরাহ হয়।
• বাংলাদেশে বর্তমানে মোট যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়, তার ৭৮ শতাংশ আসে দেশীয় উৎস থেকে এবং ২২ শতাংশ আসে আমদানি করা LNG এর মাধ্যমে।
আলোচিত বাংলাদেশ
মুক্তিযুদ্ধে এর গান ‘সং অব বাংলাদেশের’ কপিরাইট
মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর গণহত্যাসহ নানা বর্বরতা নিয়ে লেখা জোয়ান বায়েজের বিখ্যাত ‘সং অব বাংলাদেশ’ গানটির কপিরাইট (স্বত্ব) পেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। শিল্পী লিখিতভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে গানটির কপিরাইট দেন। জোয়ান বায়েজ ১৯৭১ সালে প্রথমে ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ নামে গানটি রচনা করেন। নিজেই সুর দিয়ে কণ্ঠে তুলে নেন গানটি। পুরো গানটিতে ২২ বার ‘বাংলাদেশ’ শব্দটি উচ্চারিত হয়। পরবর্তীতে গানটির শিরোনাম ‘সং অব বাংলাদেশ’ করা হয় এবং ১৯৭২ সালে চান্দোস মিউজিক থেকে একটি অ্যালবামে প্রকাশ হয়। ১৯৪১ সালে জন্মগ্রহণ করা শিল্পী জোয়ান বায়েজ যুক্তরাষ্ট্রের ফোক গায়িকা ও সমাজকর্মী।
ধানের নতুন ১০টি জাতের অনুমোদন
১৮ জানুয়ারি, ২০২২ জাতীয় বীজ বোর্ডের ১০৬তম সভায় বোরো মৌসুমে চাষের জন্য ধানের ১০ নতুন জাত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) উদ্ভাবিত ২টি ইনব্রিড, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) উদ্ভাবিত ১টি ইনব্রিড, বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে ব্র্যাক উদ্ভাবিত ১টি ইনব্রিড ও অন্যান্য প্রতিষ্ঠানের ৬টি হাইব্রিড জাত নিবন্ধন ও ছাড় করা হয়। ব্রি উদ্ভাবিত ছাড়কৃত ব্রি ধান-১০১ ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ প্রতিরোধী ও ব্রি ধান -১০২ জিংকসমৃদ্ধ ট্রায়ালে ব্রি ধান-১০১ এর গড় ফলন হেক্টর প্রতি ৭.৭২ টন, আর ব্রি ধান-১০২ এর ৮.১১ টন। ব্রি ধান-১০২-এ জিংকের পরিমাণ ২৫.৫ মিলিগ্রাম/কেজি। বিনা উদ্ভাবিত বিনা ধান-২৫ ট্রায়ালে গড় ফলন হেক্টর প্রতি ৭.৬৪ টন। এটির চাল অতি লম্বা ও সরু, ভাত সাদা, ঝরঝরে ও সুস্বাদু। জীবনকাল ১৪৫ দিন। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক উদ্ভাবিত ব্র্যাক ধান-২ এর গড় ফলন হেক্টর প্রতি ৭.৩৬ টন। দানা চিকন, সুগন্ধযুক্ত ও আগাম জাত। জীবনকাল ১৩৯ দিন। এছাড়া, বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের ৬টি হাইব্রিড ধানের ফলাফল পুনরায় পর্যালোচনা করে নিবন্ধন দেওয়া হয়।
শরীয়তপুরে গ্যাসের সন্ধান
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। নড়িয়ার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। (BAPEX)। অনুসন্ধান শেষে সফল ক্ষেত্র (প্ল্যান্ট) স্থাপন করা হবে। ২০১৪-১৫ অর্থবছরে মেঘনা নদীর তাঁর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপার্ট থেকে খুলনা পর্যন্ত বিশাল এলাকাজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন সমীক্ষা (টুডি সিসমিক জরিপ) করা হয়। জরিপে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। জরিপে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তৈরি করা হয় ৯৫ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প। জুলাই, ২০২১ দেড় বছর মেয়াদি ‘শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১’ নামের প্রকল্পটির কাজ শুরু হয়ে, ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলবে।
বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে। সবমিলিয়ে গ্যাসের প্রমাণিত ও সম্ভাব্য মজুতের পরিমাণ ১০ টিসিএফ বা ১০ লাখ কোটি ঘনফুট গ্যাস। দৈনিক গ্যাসের চাহিদা ৩৬৬ কোটি ঘনফুট। বার্ষিক গ্যাসের চাহিদা ১ লাখ ৩৪ হাজার কোটি ঘনফুট বা ১.৩৩ টিসিএফ।
ঈশ্বরদী ও মুক্তাগাছায় সৌরবিদ্যুৎ কেন্দ্র
জানুয়ারি, ২০২২ মোট ১২০ মেগাওয়াট উৎপাদন মিলেছে। নড়িয়ার চামটা ইউনিয়নের নিনারা গ্রামে কূপ খননের ক্ষমতার দুটি সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ৭০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র হবে পাবনার ঈশ্বরদীতে। ময়মনসিংহের মুক্তাগাছায় হবে ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবে ঈশ্বরদী উপজেলায় ৭০ মেগাওয়াট ক্ষমতার গ্রিড টাইড সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে দিহান গ্রিন এনার্জি, এইচ আই কোরিয়া ও পাবনা সোলার পাওয়ার। এ কনসোর্টিয়ামের সঙ্গে ২০ বছর মেয়াদি চুক্তি ২০ লাখ টাকা। অন্যদিকে মুক্তাগাছায় ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্রিড টাইড সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দেওয়া হয় ফ্রান্সের টোটাল এরান, নরওয়ের নরওয়েজিয়ান রিনিউয়েবলস গ্রুপ এবং বাংলাদেশের আরবান সার্ভিস লিমিটেডের যৌথ কনসোর্টিয়ামকে। ২০ বছর মেয়াদি চুক্তিতে এর মোট ব্যয় ধরা হয় ১,৩১৫ কোটি ২০ লাখ টাকা। উভয় বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০.১৫ ইউএস সেন্ট বা ৮টাকা ১২ পয়সা দরে কিনবে।
গাইবান্ধা, যশোর ও পটুয়াখালীতে নতুন তিন ইপিজেড।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (BEPZA) অধীনে আরও তিনটি ইপিজেড নির্মিত হবে। এ জন্য বেপজার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৩,১০০ কোটি টাকা। প্রস্তাবিত তিন ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) হবে গাইবান্ধা, যশোর ও পটুয়াখালীতে। নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে BEPZA’ বোর্ড অব গভর্নরসের এক বৈঠকে নতুন তিনটি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। BEPZA’ আওতায় বর্তমানে ঢাকা, আদমজী চট্টগ্রাম, মোংলা, ঈশ্বরদী, কুমিল্লা, উত্তরা ও কর্ণফুলী এ ৮টি ইপিজেড রয়েছে।
নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশনের দায়িত্ব
সংবিধানের ১১৮নং অনুচ্ছেদের ১নং ধারা অনুসারে, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচন কমিশনার নিয়োগপ্রাপ্ত হন। সংবিধানের বিধানবলি সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোনো নির্বাচন কমিশনারের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১১৯নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।
নির্বাচন কমিশন গঠনে আইন
সংবিধানে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের নির্দেশনা থাকলেও স্বাধীনতার ৫০ বছরেও তা হয়নি। অবশেষে সেই আইন করে নির্বাচন কমিশন গঠন হতে যাচ্ছে। এ জন্য ১৭ জানুয়ারি, ২০২২ মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।
আইনের খসড়ায় যা রয়েছে: প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এ অনুসন্ধান কমিটি হবে। এ কমিটির দায়িত্ব ও কাজ হবে যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করা। ছয় সদস্যের এ অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে থাকবে প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। আর সদস্য হিসেবে থাকবেন প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্টের একজন বিচারপতি, মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটি যোগ্য প্রাথীদের নাম সুপারিশের পর সেখান থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।