কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৬.২০২২
♦ বর্তমানে দেশে ৬১ টি জেলা পরিষদ রয়েছে।
♦ ২৫ জুন চালু হতে যাচ্ছে পদ্মা সেতু।
♦ ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা হচ্ছে ৯ জুন।
♦ পদ্মা সেতুর (মূল সেতুর) দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩.৬৮ কি.মি.।
♦ বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য হচ্ছে পাট, চা ও তামাক।
০২.০৬.২০২২
♦ বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে যাত্রাবাহী ট্রেন চলাচল করবে ৩টি। সর্বশেষ গতকাল যাত্রা শুরু করে মিতালী এক্সপ্রেস। এছাড়াও বাকি দুটি হলো মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস।
♦ পরিবেশবান্ধব, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন রপ্তানিমুখী চারকোল শিল্প প্রতিষ্ঠায় ‘চারকোল নীতিমালা-২০২২’ প্রণয়ন করেছে সরকার।
০৩.০৬.২০২২
♦ ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন।
♦ আগামী ৪ – ১০ জুন দেশব্যাপী COVID- Vaccine বুস্টার ডোজ উদযাপন করা হবে।
♦ ২০২১-২২ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৩.৫০ বিলিয়ন ডলার।
♦ ডিজিটাল ক্ষুদ্রঋণের জন্য ১% সুদে অর্থ মঞ্জুর কেন্দ্রীয় ব্যাংকের।
♦ দেশে বছরে ২৯ হাজার মানুষ মৃত্যুবরণ করে যক্ষ্মায়।
০৪.০৬.২০২২
♦ আজকে পালিত হচ্ছে দ্বিতীয়বারের মতো ‘জাতীয় চা দিবস’। ১৯৫৭ সালের ৪ জুন বাঙ্গালী হিসেবে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
০৫.০৬.২০২২
♦ “সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে শুধাই/বল আমারে তোর কি রে আর কূল কিনারা না……”। আবদুল লতিফের লেখা ও সুর করা এই গান গেয়েছিলেন আবদুল আলীম।
♦ পদ্মা নদীতে প্রথম স্থাপনা লালন শাহ সেতু।
০৮.০৬.২০২২
♦ ঐতিহাসিক ছয় দফা দিবস ৭ জুন।
♦ ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)।
♦ বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
♦ ২০২১-২২ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ ৩ হাজার ৮৫২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ৩৪.৮৭%। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ তৈরি পোশাক রপ্তানির রেকর্ড।
০৯.০৬.২০২২
♦ ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আজ (৯ই জুন, ২০২২)।
♦ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫০টি বাজেট।
১০.০৬.২০২২
♦ ২০২২-২৩ অর্থবছরের মোট বাজেট ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা প্রস্তাবিত। জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্য ৭.৫% এবং মূল্যস্ফীতি ৫.৬%।
♦ বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।
♦ ‘সবুজ ছাতা’ স্বাস্থ্য পরিচর্যা সেবার এবং ‘সূর্যের হাসি’ পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক।
♦ বাংলাদেশে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছিল ১ জানুয়ারি, ১৯৯৩ সালে এবং প্রাথমিক শিক্ষা আইন জারি হয় ১৯৭৪ সালে।
১১.০৬.২০২২
♦ ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ (টিআইবি) জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী একটি সংস্থা, যা গঠিত ১৯৯৬ সালে এবং এর সদর দপ্তর ঢাকা।
♦ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।
♦ ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা।
♦ আগামি ২০২২-২৩ অর্থবছরে জনপ্রতি মাসিক প্রতিবন্ধীভাতা ৮৫০ টাকা।
১২.০৬.২০২২
♦ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম গভর্নর)।
♦ বাংলাদেশ বিশ্বের ৫৪তম দেশ হিসেবে করোনা টিকা প্রদান শুরু করে।
♦ ১৫-২১ জুন, ২০২২ সাল থেকে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা শুরু হবে।
♦ Fourth Primary Education Development Program (DEDP-4) প্রকল্পের মেয়াদ ৫ বছর (৫ জুলাই, ২০১৮ থেকে জুন, ২০২৩)। প্রকল্পে বিশ্বব্যাংক, ADB, EU, জাইকা, UNICEF সহ ৮টি প্রতিষ্ঠান সহযোগিতা করবে।
১৩.০৬.২০২২
নতুন বাজেটে ব্যাংকিত খাতে কিছু শর্তারোপ:
♦ পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে রিটার্ন জমা দিতে হবে।
♦ ক্রেডিট কার্ড নিতেও আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।
♦ প্রাতিষ্ঠানিক আমানতে উৎসে কর ১০% থেকে বেড়ে ২০%।
♦ ৫ কোটি টাকার আমানতে আবগারি শুল্ক ৪০ হাজার থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা।
১৪.০৬.২০২২
♦ পদ্মা সেতু থেকে প্রথম বছরে আয়ের লক্ষ্যে পৌনে ৫০০ কোটি টাকা।
♦ বাংলাদেশে মোট রাজস্বে আয়করের অনুপাত ৩৪।
♦ চারবার পরিবর্তনের পর অবশেষে ৬ষ্ঠ আদমশুমারি শুরু হতে যাচ্ছে ১৫-২১ জুন।
♦ বাংলাদেশে রপ্তানি আয়ের প্রায় ২.৪৬ শতাংশ আসে মৎস্য খাত থেকে।
♦ ‘হাসিকলম’ ধানের স্থানীয় উন্নত জাত।
♦ বোরো মৌসুমে চাষ হয় এমন ধানের জাত ১৬টি।
♦ প্রতি ডলারের মূল্য ৯২.৫০ টাকা (১৩ জুন) [সূত্র: বাংলাদেশ ব্যাংক]।
১৫.০৬.২০২২
♦ বর্তমানে ২৪টি স্থলবন্দরের মধ্যে ১২টি চালু রয়েছে।
♦ বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
♦ সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারীদের বাওয়ালি বলা হয় এবং মধু, মৌচাক সংগ্রহ ও মৌমাছি পালনের সাথে পেশাজীবীদের মৌয়ালি বলা হয়।
♦ ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইনের মাধ্যমে আদমশুমারি ও গৃহগণনার নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।
♦ স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
♦ আজ থেকে শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সি শিশুদের ১ লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি শিশুদের ২ লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
১৭.০৬.২০২২
♦ সরকারি তালিকায় এখন পর্যন্ত মোট বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৮ হলেও লিপিবদ্ধ আছে ৪০২ জনের নাম।
♦ দেশে জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদনের অর্ধেক আসে গ্যাস থেকে, ২০ শতাংশ পেট্রোলিয়াম, ১১ শতাংশ কয়লা, ১২ শতাংশ এলএনজি (LNG) থেকে আসে।
♦ বাংলাদেশের গঙ্গা অববাহিকার উজানে ভারত ৮০টি বাঁধ তৈরি করেছে। ব্রহ্মপুত্রের উজানে চীন চারটি বড় বাঁধ ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।
♦ বাংলাদেশ OIC এর ৩২তম সদস্য।
১৮.০৬.২০২২
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১২ ডিসেম্বর পদ্মা সেতুর কাজের উদ্বোধন করেন।
♦ পদ্মা সেতুর ২২টি পিলারের নিচের রয়েছে ৭টি করে পাইল। ১৮টি পিলারের নিচে রয়েছে ৬টি করে পাইল। আর দুই প্রান্তের দুটি পিলারের পাইল সংখ্যা ছিল ১৬টি। মোট পাইলের সংখ্যা ২৬৪টি।
১৯.০৬.২০২২
♦ ১১ জেলায় বন্যা, লাখ লাখ মানুষ পানি বন্দি।
♦ এ পর্যন্ত মোট ২১ বার কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।
♦ বাংলাদেশ-ভারত ৭ম জিসিসি বৈঠক অনুষ্ঠিত।
♦ দেশে ফিরতে রোহিঙ্গা শরণার্থীরা ‘বাড়ি চলো’ প্রচারণার জন্য সমাবেশের আয়োজন করে।
♦ এশিয়া-প্যাসিফিক ম্যাথম্যাটিকাল অলিম্পিয়াডে বাংলাদেশের ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জয়।
২০.০৬.২০২২
♦ দেশে গত মে মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭.৪২ শতাংশ যা বিগত আট বছরের মধ্যে সর্বোচ্চ।
♦ হবিগঞ্জ, মৌলভীবাজার ও জামালপুরে নতুন করে বন্যা দেখা দিয়েছে।
♦ আজ থেকে রাত আটটার পর দোকান, বিপণিবিতান বন্ধ।
২১.০৬.২০২২
♦ সৌদি অর্থায়নে দেশের ৫টি হাসপাতালে বার্ন ইউনিট করা হবে।
♦ তিন সপ্তাহ পর করোনায় আবার মৃত্যু, শনাক্ত ১০% ছাড়াল।
♦ কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৩১তম মৃত্যুবার্ষিকী।
♦ নওগাঁর আম্রপালি দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপে রপ্তানি হচ্ছে।
২২.০৬.২০২২
♦ ১৯৫০ সালের ১ ডিসেম্বর চালনা নামে মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। মোংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত।
♦ দেশের ৩য় সমুদ্র বন্দর পায়রা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত।
♦ ২৫ জুন থেকে পদ্মা সেতু চালু হলে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে বাণিজ্য দ্বিগুণ হবে।
♦ গতকাল ২১ জুন হেলিকপ্টার থেকে নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦ বাংলাদেশে পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক রয়েছে। যার ৬০ শতাংশই নারী।
♦ বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট পরিমাণ নারীর উপস্থিতি নেই। ৫৪ জন মন্ত্রীর মধ্যে ৫ জন হচ্ছেন নারী।
♦ বাংলাদেশ পুলিশ বাহিনীতে ৭ শতাংশ নারী আছেন।
২৩.০৬.২০২২
♦ আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
♦ কার্বন নিঃসরণ কমাতে কয়লাভিত্তিক মাতারবাড়ী দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করবে না সিদ্ধান্ত নিয়েছে জাপান।
♦ লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় পাঞ্জাবে এবং এ সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে ফজলুল হক।
♦ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, ব্যাংক খাতে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত আমানত ছিল ১৫ লাখ ১২ হাজার ৪৭৩ কোটি টাকা।
২৪.০৬.২০২২
♦ বর্তমানে বিশ্বের ৮৪টি দেশে ১০ লাখ ৫০ হাজার ৮১৯ জন নারী শ্রমিক কাজ করছেন। এই হিসাব গত মে মাস পর্যন্ত। জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এই তথ্য জানান।
♦ বাসযোগ্যতা নিয়ে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ঢাকা শহরের অবস্থান ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম। ঢাকা এ বছরে ১০০ তে পেয়েছে ৩৯.২ নম্বর। আগের বছর ছিল ৩৩.৬ নম্বর।
২৫.০৬.২০২২
♦ ২০১২ সালের ৯ জুলাই মন্ত্রি পরিষদের এক বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
♦ দুই পাড়ে ভায়াডাক্ট বা সেতুর বাইরের উড়ালপথ ৩.৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯.৮৩ কি.মি.।
২৬.০৬.২০২২
♦ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। সড়ক পথে সরাসরি যুক্ত হল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯ জেলা। ২৬ নভেম্বর-২০১৪ পদ্মা সেতুর মূল কাজ শুরু এবং ২৫ জুন, ২০২২ শুভ উদ্বোধন।
♦ বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বল।
♦ সারাদেশের ২১% পথ শিশু মাদক বহনে সম্পৃক্ত।
২৭.০৬.২০২২
♦ চর রাজীবপুর উপজেলা কুড়িগ্রাম জেলায় অবস্থিত।
♦ ১৯৬৯ সালে গঠিত কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ।
২৮.০৬.২০২২
♦ দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় ২০০২ সালে।
♦ বাংলাদেশ ৮৮°০১’থেকে ৯২°৪১’ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।
♦ মসলিন শিল্প গড়ে উঠেছিল সোনারগাঁওয়ে।
২৯.০৬.২০২২
♦ ১ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সেবা দেবে সরকার।
♦ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার সমমূল্যের নতুন নোট বাজারের ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
♦ রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) মতো ২ শতাংশ সুদে ঋণপেতে আলাদা তহবিল গঠনের দাবি জানিয়েছেন পাট খাতের ব্যবসায়ীরা।
৩০.০৬.২০২২
♦ আগামী ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি আজকে ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।
♦ শীতলপাটি বা মেয়েলি গীতের মতো পরিচিত অনেক ঐতিহ্যই হারিয়েছে। গবেষকরা বলছেন, বিশ্বায়নের সঙ্গে এই পরিবর্তন দ্রুত হয়েছে গত তিন দশকে।
আলোচিত বাংলাদেশ
দেশের ১২তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পথচলা
দেশের ৫২তম সরকারি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৪ জুন ২০২২ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু নাঈম শেখ বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ১৮ নভেম্বর ২০২০ জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০, পাস হয়। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের ১২তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ৪৪৮ জন
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ৭ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে ২৪ মে ২০২২ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনা এ স্বীকৃতি পান। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ৪৪৮ জন।
নতুন রূপে লালকুঠি
ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের পাশে লাল রঙের ভবন। রঙের কারণে এটি লালকুঠি নামেই বেশি পরিচিত। মোগল ও ইংরেজ স্থাপত্যশৈলীতে নির্মিত এ ভবন এক সময় সংস্কৃতিচর্চার অন্যতম কেন্দ্র ছিল। ৭ ফেব্রুয়ারি ১৯২৬ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এলে এখানেই তাকে সংবর্ধনা দেওয়া হয়। ১৮৭২ সালে ঐতিহাসিক এ ভবনটি নির্মাণ করা হয়। প্রথমে এর নাম ছিল নর্থব্রুক হল। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে স্মরণীয় করে রাখার জন্য ভবনটির নাম নর্থব্রুক হল রাখা হয়। পরে ১৮৮২ সালে ভবনটিতে ‘জনসন হল’ নামে পাঠাগারও করা হয়। বর্তমানে এই জীর্ণ ভবনটির নির্মাণশৈলী অক্ষুন্ন রেখে সংস্কার প্রকল্প নেওয়া হয়েছে ঢাকা সিটি নেবারহুড আপগ্রেডিং প্রজেক্টের (ডিসিএনইউপি) অধীনে চলছে সংস্কার কাজ। কাজের পরিকল্পনার নকশা থেকে জানা যায়, লালকুঠি ভবনে একটি টাউন হল, প্রদর্শনী হল, ব্যাঙ্কুয়েট হল, সেমিনার হল এবং ফটোশুটের স্থান থাকবে। জনসন হল অংশে একটি পাবলিক লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি বা আর্কাইভ, বুক ক্যাফে, স্যুভেনির সেলস বুথ করা হবে। করিডোর অংশকে ছোট প্রদর্শনী স্থান হিসেবে ব্যবহার করা হবে। লালকুঠির বহিরাংশের থাকবে নানা আয়োজন। এ ছাড়া একটি কমিউনিটি সেন্টারও করা হবে।
দেশের প্রথম স্কিন ব্যাংক
কেউ দগ্ধ হলে দ্রুত সময়ের মধ্যে শরীরের ক্ষতিগ্রস্ত অংশ চামড়া দিয়ে ঢেকে দিতে পারলে রোগীর মৃত্যু ঝুঁকি কমে আসে। কিন্তু দেশে ‘স্কিন ব্যাংক’ বা চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তা সম্ভব হচ্ছে না। এতে পোড়া রোগীর মৃত্যুর হারও বেশি। এমন পরিস্থিতিতে দেশে প্রথমবারের মতো চালু করা হচ্ছে স্কিন ব্যাংক। ৮ জুন ২০২২ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, পোড়া রোগীদের অত্যাধুনিক চিকিৎসায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধীনে স্কিন ব্যাংক চালু হবে। এরই মধ্যে ল্যাবের যন্ত্রপাতিও স্থাপন শুরু হয়েছে। কোনো ব্যক্তি তার মৃত্যুর আগে চাইলেই ঐ স্কিন ব্যাংকে তার চামড়া দান করে যেতে পারবেন। সাধারণত মৃত্যুর ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এবং সঠিক তাপমাত্রায় লাশ সংরক্ষণ করলে ২৪ ঘণ্টার মধ্যে চামড়া সংগ্রহ করা যায়। স্কিন ব্যাংক চালু হলে, কেউ মরণোত্তর চামড়া দান করতে চাইলে নীতিমালা অনুযায়ী, নাম তালিকাভুক্ত করতে হবে। ১৯৩৯ সালের দিকে বিশ্বে প্রথম চামড়া সংরক্ষণ শুরু হয়। প্রতিবেশী ভারতে দেড় দশক আগে স্কিন ব্যাংকের যাত্রা শুরু হয়।
নিলামে তিন ধরনের বৈদেশিক মুদ্রা (সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম ও ইউরো)
৫ জুন ২০২২ বাংলাদেশ ব্যাংক নিলামে তিন ধরনের বৈদেশিক মুদ্রার (সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম ও ইউরো) নোট বিক্রি করে। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় এসব নোটের মূল্যমান প্রায় ১৯ কোটি টাকা। এ ধরনের নিলাম হয় খুব কম। নিলামে বিক্রি করা তিন ধরনের মুদ্রার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সৌদি রিয়াল। চারটি ব্যাংকের কাছে ৬২ লাখ ২০ হাজার সৌদি রিয়াল বিক্রি করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো অবৈধ বৈদেশিক মুদ্রা বা স্বর্ণ ধরা পড়লে তা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা করা হয়। প্রথমে এসব মুদ্রা ভল্টের অস্থায়ী খাতে জমা থাকে। পরে বিভিন্ন পর্যায়ে আদালতে শুনানি হয়। এরপর আদালতের রায়ের ভিত্তিতে যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, তিনি ফেরত পাবেন কিনা, তা ঠিক হয়। তিনি ফেরত না পেলে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। এ ধরনের বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী খাতে জমা হয়। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তা বিক্রি করে দেয়। নিলামে ব্যাংক ও বিভিন্ন মানি চেঞ্জার প্রতিষ্ঠান অংশ নিতে পারে।
মাছ থেকে ক্র্যাকার্স
মাছ থেকে উচ্চ পুষ্টিগুণসম্পন্ন ৯টি খাবার তৈরি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারিজ বিভাগের তিনজন গবেষক। ১২ জুন, ২০২২ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ আয়োজিত প্রেস মিটে গবেষকরা এ কথা জানান। দেশে প্রথমবারের মতো মডিফায়েড অ্যাটমোস্ফিয়ার প্যাকেজিংয়ের (এমএপি) সুবিধা নিয়ে মাছ থেকে এমন খাদ্য তৈরি করা হয়। রাবির গবেষণাকারী তিন শিক্ষক হলেন মুখ্য গবেষক অধ্যাপক তরিকুল ইসলাম, সহগবেষক অধ্যাপক ইয়ামিন হোসেন ও সৈয়দা নুসরাত জাহান। ভোক্তা পর্যায়ে এসব খাবারের স্বাদ ও মান যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির শপ, রাজশাহীর আমানা বিগ বাজার ও ঢাকার বিএআরসি ক্যান্টিনে খাবারগুলো উন্মুক্ত করা হয়।
চেলা ও পুঁটি মাছের কৃত্রিম প্রজননে বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের সফলতা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) বিজ্ঞানীরা দেশে প্রথমবারের মতো মিঠা পানির বিপন্ন নারকেলি চেলা আর তিত পুঁটি প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তি উদ্ভাবন করেন । নীলফামারী জেলার সৈয়দপুরের স্বাদু পানি উপকেন্দ্র থেকে নারকেলি চেলা এবং ময়মনসিংহের স্বাদু পানি কেন্দ্র থেকে তিত পুঁটি মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন সফলতা আসে। ২১ জুন, ২০২২ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। দেশে বিপন্ন ৬৪ প্রজাতির মাছের মধ্যে এখন পর্যন্ত ৩৬ প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন সম্ভব হয় ।
বন্ধ হচ্ছে সোনালী ব্যাংক ইউকে শাখা
যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশের একটি ব্যাংক হবে— এ স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে প্রতিষ্ঠা করা হয় সোনালী ব্যাংক ইউকে লিমিটেড। ২০০১ সালে প্রতিষ্ঠিত স্বপ্নের সেই ব্যাংকটি ১৬ আগস্ট ২০২২ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ সরকার ও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের যোগান দেওয়া মূলধনে গঠিত হয় সোনালী ব্যাংক ইউকে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মালিকানা ৫১% বাকি ৪৯% শেয়ারের মালিক সোনালী ব্যাংক লিমিটেড । কয়েক দফায় দেশ থেকে মূলধন যোগান দেওয়ায় এখন সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের মূলধনের পরিমাণ ৬ কোটি ৩৮ লাখ পাউন্ড । বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৯৫ কোটি টাকা। অস্তিত্ব টিকিয়ে রাখতে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৬ কোটি ডলার ঋণও দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের সব বিনিয়োগই মুখ থুবড়ে পড়ে যুক্তরাজ্যের মাটিতে। ব্যাংক অব ইংল্যান্ডের প্রুডেন্সিয়াল রেগুলেশন অথরিটি (PRA) এবং ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (FCA) সিদ্ধান্তে বন্ধ হচ্ছে সোনালী ব্যাংক ইউকে।
জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি ২০২২
১৯ মে ২০২২ মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, বাংলাদেশ ২০২২’ অনুমোদন করা হয়। এরপর ৪ জুন ২০২২ তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
রূপকল্প:
ব্যক্তি-ক্ষমতায়ন, পারিবারিক ও সামাজিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির ভিত্তিতে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, রোগ প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করাই জাতীয় মানসিক স্বাস্থ্য নীতির রূপকল্প। এ লক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষের সিদ্ধান্ত গ্রহণে অংশীদারত্ব জরুরি।
মূল্যবোধ:
এ নীতির মূল্যবোধ ও আদর্শ হলো সমতা ও ন্যায়বিচার, সমন্বিত যত্ন, প্রমাণভিত্তিক পরিষেবা (Evidence-based Parctice), সামগ্রিক সেবার সমন্বয়, অধিকারভিত্তিক সেবা পদ্ধতি, গুণগত মান নিশ্চিতকরণ, সামাজিক পরিচর্যা, আন্তঃখাতভিত্তিক সহযোগিতা এবং জীবনযাত্রার মানোন্নয়নের কৌশল গ্রহণ।
উদ্দেশ্য:
♦ মানসিক স্বাস্থ্যবান্ধব সুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মানসিক স্বাস্থ্যের জন্য কার্যকর নেতৃত্ব ও সুশাসনকে শক্তিশালী করা।
♦ স্বাস্থ্যসেবার সকল স্তরে (Primary, Secondary, Tertiary) মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এবং ব্যক্তিদের জন্য সমন্বিত সেবা সহজলভ্য করা এবং ঝুঁকিপূর্ণ ও নাজুক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধি করা।
♦ মানসিক স্বাস্থ্য উন্নয়ন, মানসিক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ ও এ সস্পর্কিত নেতিবাচক ভ্রান্ত ধারণাসমূহ মোকাবিলা করে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
♦ পুনর্বাসনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের আরোগ্য লাভের জন্য সহযোগিতা করা।
♦ মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন শিশুকিশোর ও স্নায়ুবিকাশজনিত (Neuro-development) প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া।
♦ দুর্যোগ, আঘাত ও মানসিক জরুরি অবস্থা বা পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যসেবা এবং মনোসামাজিক সহায়তা প্রদান।
♦ উন্নত মানসিক স্বাস্থ্য নিশ্চিতকল্পে দক্ষ মানবসম্পদের প্রাপ্যতা ও সমবণ্টন নিশ্চিত করা।
♦ বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত, প্রমাণ ও গবেষণার মান উন্নয়ন করা।
♦ মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা।
♦ মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং মাদকদ্রব্যের অপব্যবহারের কুফল অন্তর্ভুক্ত করে শিক্ষা পাঠ্যক্রম আধুনিকায়ন করা।
♦ বিভিন্ন অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
♦ মাদকদ্রব্যের অপব্যবহার এবং মাদকাসক্তি মোকাবিলা করার বিষয়কে গুরুত্ব দেওয়া।
♦ আত্মহত্যার ঘটনা ও ঝুঁকি হ্রাস এবং আত্মহত্যার প্রচেষ্টা কমানো।
♦ মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তির সেবাদানকারীদের বহুখাতভিত্তিক কৌশলে সহায়তা দেওয়া।
♦ মানসিক স্বাস্থ্য পেশাজীবী এবং পরিষেবার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা করা।
৫৭ বছর পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথে ট্রেনের যাত্রা শুরু
৫৭ বছর পর ১ জুন, ২০২২ বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। ‘মিতালী এক্সপ্রেস’ নামের ট্রেনটি চিলাহাটিতে পৌঁছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে ভারতের নিউ জলাপাইগুড়ি স্টেশন থেকে ১২ জন যাত্রী নিয়ে ‘মিতালী এক্সপ্রেস’ হলদিবাড়ী সীমান্ত অতিক্রম করে চিলাহটি সীমান্তে প্রবেশ করে। মিতালী এক্সপ্রেসে শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী কোচ আটটি। চিলাহাটি হলদিবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয় ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। ১৭ ডিসেম্বর, ২০২০ এ পথে পণ্যবাহী ট্রেন এবং ২৭ মার্চ, ২০২১ যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। তবে করোনা মহামারির কারণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে দেরি হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করা অপর দুটি ট্রেন হলো মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস।
রোহিঙ্গা ক্যাম্পে গো হোম ক্যাম্পেইন
১৯ জুন, ২০২২ মিয়ানমারে বলপূর্বক বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ১৯ দফা দাবিতে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ২৯টি রোহিঙ্গা ক্যাম্পে একযোগে ‘গো হোম’ নামক ক্যাম্পেইনের মাধ্যমে বিশাল সমাবেশ করেছে। সকাল ১১টায় সমাবেশে অংশ নেন রোহিঙ্গারা। তারা নিজেদের রোহিঙ্গা জাতির স্বীকৃতির দাবির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে মিয়ানমারে প্রত্যাবসনের দাবি জানান। সমাবেশে উত্থাপিত দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল পূর্ণ নাগরিক মর্যাদায় নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন সংশোধন, প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, আসিয়ান, বাংলাদেশসহ বিভিন্ন দেশ ও সংস্থার সম্পৃক্ততা, গ্রামে গ্রামে প্রর্ত্যাবাসন, প্রত্যেকের নিজের ভিটেমাটি, জমি-জমা ফেরত। মিয়ানমারের নাগরিকদের মতো শিক্ষা, সরকারি চাকরি, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ ১৩৫ ধরনের ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে।
UN ESCAP’র গভর্নিং কাউন্সিলে বাংলাদেশ
জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) ৪টি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলে ২০২২-২৫ মেয়াদের জন্য নির্বাচিত হয় বাংলাদেশ। ২৬ মে, ২০২২ বাংলাদেশ ও ভারত একযোগে সংস্থাটির চারটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হয় । প্রতিষ্ঠানগুলো হলো জাপানে অবস্থিত Statistical Institute for Asia and the Pacific (SIAP), দক্ষিণ কোরিয়ায় অবস্থিত United Nations Asian and Pacific Training Centre for Information and Communication Technology for Development (UN-APCICT), চীনের বেইজিংয়ে অবস্থিত Centre for Sustainable Agricultural Mechanization (CSAM) এবং ইরানের তেহরানে অবস্থিত Asian and Pacific Centre for the Development of Disaster Information Management (APDIM)। বাংলাদেশ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা এবং অর্থ ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগ পাবে। ESCAP’র পাঁচটি আঞ্চলিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি আঞ্চলিক ইনস্টিটিউটের একটি গভর্নিং কাউন্সিল থাকে। তারা প্রতিষ্ঠানের প্রশাসন ও আর্থিক অবস্থা পর্যালোচনা করার পাশাপাশি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে ইনস্টিটিউট পরিচালকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। এ বিজয় বাংলাদেশের অগ্রযাত্রার ‘উন্নয়ন মডেল’ অন্যান্য সদস্য রাষ্ট্রের আস্থার প্রতিফলন।
জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হচ্ছে বাংলা ভাষা
১০ জুন, ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সব ধরনের কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়। বহুভাষা প্রচলনের এ প্রস্তাব অধিবেশনে ভারতের সঙ্গে উপস্থাপন করেছে অ্যান্ডোরা এবং কলম্বিয়া । প্রস্তাবনায় জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগকে সংস্থাটির যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাষা হিসেবে যুক্ত করা হয়। এসব ভাষা ছাড়াও পর্তুগিজ, কিসওয়াহিলি ভাষাতেও জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের তথ্য পাওয়া যাবে। জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা রয়েছে ছয়টি। এসব ভাষা হলো— ইংরেজি, রুশ, স্প্যানিশ, মান্দারিন, আরবি এবং ফরাসি । হিন্দি, বাংলা এবং উর্দুকে সেই তালিকায় সংযোজন জাতিসংঘের তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ভাষার ব্যবহারকে সহায়ক ও প্রাতিষ্ঠানিক করে তুলবে।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার নিয়োগ লাভ
৯ জুন, ২০২২ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার নিয়োগের বিষয়টি ঘোষণা করেন। রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (LDC), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (LDC) এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (SIDS) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এ ফোরামে কাজ করবেন। পররাষ্ট্র ক্যাডারের সদস্যদের মধ্যে এই প্রথম একজন নারী কূটনীতিক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পান। অন্যদিকে, ২৫ এপ্রিল ২০১২ প্রথম বাংলাদেশি নারী হিসেবে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ পান আমিরা হক। এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং সাবেক রাষ্ট্রদূত আনোয়ার-উল করিম চৌধুরীও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ।