বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৭.২০২২

♦ নদীশাসন, পুনর্বাসনসহ অন্যান্য ব্যয় বাদ দিয়ে শুধু মূল পদ্মা সেতুর ব্যয় ১১ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা।

♦ দেশে মোট ১১৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু রয়েছে।

♦ কেন্দ্রীয় ব্যাংক টাকা ধারের সুদ বা রেপো হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৫ শতাংশ করা হয়েছে।

♦ দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত মে মাসে ৭.২৪ শতাংশ।

♦ দেশে বর্তমানে মাথাপিছু আয় ২৮২৪ ডলার গত বছরের তুলনায় বেড়েছে ২৩৩ ডলার।

♦ বর্তমানে রিজার্ভের পরিমাণ ৪১ বিলিয়ন ডলার।

০৩.০৭.২০২২

♦ বিশ্বে স্বাদু পানির মাছের ১১ শতাংশ উৎপাদিত হয় বাংলাদেশে।

♦ জাতিসংঘ CEDAW কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান আর নেই।

০৪.০৭.২০২২

♦ ঢাকায় ভারতের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন সুধাকর দালেলা।

♦ টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান নেয়ার রেকর্ড ভারতের যশপ্রীত বুমরার।

০৫.০৭.২০২২

♦ বিদ্যুৎ উৎপাদন কমেছে প্রায় দুই হাজার মেগাওয়াট।

০৬.০৭.২০২২

♦ ২০৩০ সালের মধ্যে তৈরি পোশাকের রপ্তানি ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

♦ বাংলাদেশের ছয় জন খুদে গণিতবিদ নরওয়ের অসলো শহরে ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে।

♦ দেশের সবচেয়ে বড় শুল্ক-কর আদায়কারী সংস্থা চট্টগ্রাম কাস্টমস হাউজে রেকর্ড পরিমাণ (৫৯ হাজার ২৫৬ কোটি টাকা) রাজস্ব আদায় করেছে।

১৬.০৭.২০২২

♦ গণিতের ৬৩তম বিশ্ব আসরে বাংলাদেশ দল দলীয়ভাবে মোট ১১৫ নম্বর পেয়ে ১০৪টি দেশের মধ্যে ৪৭তম স্থান অধিকার করেছে।

১৮.০৭.২০২২

♦ ইউরোপের সঙ্গে বাংলাদেশের ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা এবং শ্রম অধিকার সুরক্ষায় কতটা অগ্রগতি হলো, তা খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় আসছেন।

♦ খরায় পুড়ছে উত্তরাঞ্চল। এবার জুলাই মাসে এত কম বৃষ্টি হয়েছে যে তা রেকর্ডই করা যায়নি।

♦ দেশিয় প্রতিষ্ঠানের হাতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল।’

♦ প্রস্তাবিত বাজেটে ৩৮ ধরনের সেবা পেতে হলে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

১৯.০৭.২০২২

♦ খেলাপি ঋণ নিয়মিত করতে জমা দিতে হবে ২.৫% হতে ৬.৫%। আগে ছিল ১০% হতে ৩০%।

♦ বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন।

২০.০৭.২০২২

♦ দেশের মূল্যস্ফীতির হার এখন ৭.৫৬% এবং এটি বিগত নয় বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি।

♦ বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈশ্বিক ‘লিঙ্গবৈষম্য প্রতিবেদন ২০২২’-এ বাংলাদেশের অবস্থান ৭১তম। গতবছর এই প্রতিবেদনে অবস্থান ছিল ৬৫তম।

♦ আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর। বাংলাদেশের ব্যাংকের গভর্নরের মেয়াদ চার বছর।

♦ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল লন্ডন।

২১.০৭.২০২২

♦ বাংলাদেশে বর্তমান মুদ্রাস্ফীতির হার ৭.৪২ শতাংশ যা বিগত ৮ বছরে সর্বোচ্চ।

♦ ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫,৮০০ কোটি ডলারের পণ্য এবং ৯০০ কোটি ডলারের সেবাপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

♦ রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডি এফ) ঋণের সুদহার ৩% নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

♦ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেন অব সিকিউরিটিজ কমিশনের (I•SC•) এশিয়া প্যাসিফিক ভাইস চেয়ার পদে প্রথমবারের মতো কোন বাংলাদেশী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল-ইসলাম।

২২.০৭.২০২২

♦ ৩০ বছরের মধ্যে প্রবাসী আয়ে সর্বনিম্ন প্রবৃদ্ধি (-) ১৫.১২%।

♦ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ৭.৫৬%।

♦ ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি ৩০৮১ কোটি ডলার।

♦ ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ চলতি হিসেবে ঘাটতি ১৭২৩.৩০ কোটি ডলার।

♦ আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আরও ২৬ হাজার ২২৯টি ঘরসহ জমি হস্তান্তর করা হয়।

♦ বিলাসপণ্য উৎপাদন ও আমদানি ক্ষুদ্র ও মাঝারি ঋণ এবং গাড়ি, বাড়ি ব্যক্তিগতসহ বিভিন্ন ভোক্তা ঋণে ৯% সুদহারের সীমা তুলে দেওয়ার প্রস্তাব করেছে ব্যাংক মালিকেরা।

২৩.০৭.২০২২

♦ বাংলাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। দিবসটি উপলক্ষে এবার প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’।

♦ আজ জাতীয় মৎস্য সপ্তাহ শুরু, চলবে আগামী শুক্রবার (২৯ জুলাই) পর্যন্ত। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

♦ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ৯৭তম জন্মবার্ষিকী আজ ২৩ জুলাই।

♦ বাংলাদেশের গমের ৬০% আসে রাশিয়া ও ইউক্রেন থেকে।

♦ মুক্তিযুদ্ধ নিয়ে চট্টগ্রামে ৬ প্রামাণ্যচিত্র প্রদশর্নী।

২৪.০৭.২০২২

♦ তুরস্কের তৈরী বাইরাকটার টিবি২ ড্রোন কিনছে বাংলাদেশ। উল্লেখ্য, এই ড্রোনই ইউক্রেন ব্যবহার করে রাশিয়াকে বিপাকে ফেলেছিল।

♦ ব্রাজিলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দেশটির দুটি বাণিজ্যিক সংগঠনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

♦ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো: ফজলে রাব্বী মিয়া শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

♦ যক্ষ্মা রোগ থেকে শিশুকে সুরক্ষার একমাত্র হাতিয়ার বিসিজি টিকা।

২৬.০৭.২০২২

♦ মার্কিন ডলারের দাম আরও ২৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন প্রতি ডলারের দাম দাড়িয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা।

♦ পদ্মা সেতু উদ্ভোধনের এক মাস পূর্ণ হয়েছে গতকাল। এখন পর্যন্ত এ সেতু দিয়ে ছয় লাখের বেশি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৭৪ কোটি টাকার বেশি।

♦ করোনা সংক্রমণ মোকাবেলায় ২০২২ সালের জুনের মধ্যে কোনো দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশকে পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আনার কথা বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জুন মাস শেষ হওয়ার আগেই বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

♦ গ্রাম আদালত আইনে জরিমানার পরিমাণ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। গ্রাম আদালত সংশোধন আইন-২০২২ এর খসড়া সোমবার মন্ত্রিসভায় অনুমোদন করা হয়।

২৭.০৭.২০২২

♦ বাংলাদেশ অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৩ বছরের জন্য ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এ জন্য আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে গত রোববার আইএমএফকে চিঠি পাঠানো হয়েছে।

♦ আন্তর্জাতিক দুটি সংস্থার প্রতিবেদনে বলা হয়, ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮২ এর মধ্যে ১৬৭।

♦ সাধারণত ২১ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেশমকীটের (পলু পোকা) জন্য অনুকূল।

২৮.০৭.২০২২

♦ জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুসারে দেশে এখন জনসংখ্যা ১৬ কেটির ওপরে। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% থেকে হ্রাস পেয়ে এখন ১.২২%।

♦ জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুসারে দেশে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখের কিছু বেশি। অন্যদিকে নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখের ওপরে এবং লিঙ্গ অনুপাত এখন ১০০ (নারী): ৯৮ (পুরুষ)।

♦ দেশে গত এগার বছরে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে ৭ বছর বা তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার মধ্যে স্বাক্ষরতার হার ৭৪.৬৬% বা ৭৫%।

♦ জনশুমারি-২০২২ অনুসারে দেশের প্রতি বর্গকিলোমিটার এলাকায় ১১১৯ জন মানুষ বসবাস করে।

♦ ডি-৮ ভুক্ত উন্নয়নশীল দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম বৈঠকে গতকাল বুধবার ঢাকায় জ্বালানি নিয়ে সহযোগিতা বাড়াতে সম্মত হয় দেশগুলো, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

২৯.০৭.২০২২

♦ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনে (আইএমসিটিসি) বাংলাদেশের সক্রিয় উপস্থিতি চায় রিয়াদ। ৪১ দেশের এই জোটের ভারপ্রাপ্ত মহাসচিব মনে করেন সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্যের অভিজ্ঞতা সদস্য দেশগুলোর সঙ্গে বিনিময় করা উচিত।

♦ দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ৩১ বিলিয়ন ডলার যা দিয়ে তিন মাসের বেশি আমদানি ব্যয় পরিশোধ করা যাবে।

♦ বাংলাদেশের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশই তরুণ। সাধারণত ১৫ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ-যুব জনগোষ্ঠী ধরা হয়। এ হিসেবে তরুণ জনগোষ্ঠী এখন ৪ কোটি ৫৯ লাখ।

♦ দেশে যকৃতের প্রদাহে বা হেপাটাইটিসে ভুগে বছরে প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্ত প্রতি ১০ জনের ৯ জনই জানেনা তারা এই রোগে ভুগছে।

♦ পদ্মা সেতু চালুর পর গতকাল বৃহস্পতিবার মোংলা সমুদ্র বন্দর দিয়ে প্রথমবারের মতো ২৭টি ফ্যাক্টরিতে তৈরি ৩৪ টিইইউস পোষাক পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে বন্দর ছেড়েছে ‘মার্কস নেসনা’ নামক পানামার পতাকাবাহী একটি জাহাজ।

♦ বাংলাদেশ, নেপাল ও লাওস ২০২৬ সালে এলডিসি থেকে বের হবে। রাজস্ব জিডিপি অনুপাতে নেপাল ও লাওসের পেছনে বাংলাদেশ।

♦ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন। দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক পরিস্থিতি ও ভূ-রাজনীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে আলোচনা করবেন।

♦ আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এবারের ‘প্রতিপাদ্য বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার।’

৩০.০৭.২০২২

♦ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী দেশে প্রবীন জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। জাতিসংঘ জনসংখ্যা উন্নয়ন তহবিলের মতে, ২০২৫-২৬ সালে প্রবীনের সংখ্যা হবে ২ কোটি এবং ২০৫০ সালে ঐ সংখ্যা হবে সাড়ে ৪ কোটি।

♦ আইইউসিএন গ্লোবাল স্পিশিজ রেড লিস্ট-২০২০ অনুসারে, বিশ্বে বাঘের সংখ্যা আনুমানিক ৪ হাজার ৪৮৫টি।

♦ ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেট চর্বির পরিমাণ কম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে। এছাড়া হৃৎপিণ্ড ভালো থাকা, শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।

৩১.০৭.২০২২

♦ ‘Google Flood Alert’ পরিষেবা একটি অত্যাধুনিক এবং সহজলভ্য প্রযুক্তি যা বাংলাদেশে ২০২১ সালের ২৫ অক্টোবর পানি সম্পদ মন্ত্রণালয় ও পাউবোর তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের ৫৫টি উপজেলার মানুষ এই পরিষেবার সুবিধা পাচ্ছে।

♦ বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। এদের মধ্যে প্রায় ১৪ হাজার ৫০০ জনের বয়স ১৮ বছরের কম। উল্লেখ্য, ২৫ জুলাই ‘বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস’।

♦ চট্টগ্রাম বন্দর ও সহযোগী স্থাপনা পরিদর্শনে ৩ দিনের সফরে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা কর্মসূচী’র আওতায় এসব স্থাপনা পরিদর্শন করার কথা দলটির।

♦ ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ২৩৫ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৫৯৫ কোটি ডলারের পণ্য।

আলোচিত বাংলাদেশ

পদক-পুরস্কার, ২০২২

স্থাপত্যবিদ্যার সম্মানজনক পুরস্কার রবার্ট ম্যাথু অ্যাওয়ার্ড

কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস (CAA) এ পুরস্কার দিয়ে থাকে। ২০২২ সালে বাংলাদেশি স্থপতি অধ্যাপক রফিক আজম রবার্ট ম্যাথু অ্যাওয়ার্ড লাভ করেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক

বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০২১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রবর্তন করা হয়। জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২২ সালের জন্য যাদের নাম সুপারিশ করে তারা হলেন- রাজনীতিতে অবদানের জন্য সিলেটের সৈয়দ জেবুন্নেছা হক, অর্থনীতিতে অবদানের সংসদ সদস্য সেলিমা আহমদ, শিক্ষায় সিলেটের অধ্যাপক নাসরিন আহমদ, সমাজসেবায় কিশোরগঞ্জের মোছা: আছিয়া আলম, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আশা লতা বৈদ্য (যুদ্ধকালীন কমান্ডার)।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

জনপ্রশাসনে কর্মরত কর্মচারীদের সৃজনশীল ও গঠনমূলক কার্যক্রমকে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি, দক্ষতা উন্নয়নে উৎসাহিতকরণ ও সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার লক্ষ্যে সরকার ২০১৫ সাল থেকে প্রতিবছর জনপ্রশাসন পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। ২০২২ সালে এর নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’। দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫ জন হবে। দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে এবং নগদ পুরস্কারের পাঁচ লক্ষ টাকা সদস্যগণের মধ্যে সমভাবে বণ্টন করা হয়। প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। ২০২২ সালে প্রথম বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক লাভ করে ২৭ জন কর্মকর্তা ৩টি মন্ত্রণালয় (পররাষ্ট্র, পানিসম্পদ ও ভূমি মন্ত্রণালয়) এবং একটি ইউনিট।

বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্য পদক

২০২১ সাল থেকে কূটনীতিকে বিশেষ অবদান রাখায় ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ প্রদান শুরু হয়। ২০২২ সালে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ লাভ করেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ

ওয়াসফিয়ার K2 জয়

২২ জুলাই, ২০২২ এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2’র চূড়ায় পা রাখেন। ১৭ জুলাই, ২০২২ রাতে ৩৯ বছর বয়সি এ পর্বতারোহী K2’র চূড়ায় ওঠার জন্য যাত্রা শুরু করেন। বিশ্বের ১৪টি ৮ হাজারি শৃঙ্গের মধ্যে মাউন্ট এভারেস্টের (৮৮৪৮ মিটার) পরেই K2’র (৮৬১১ মিটার) অবস্থান। ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২৬ মে, ২০১২ এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় (সেভেন সামিট) করেন তিনি।

কানাডার পার্লামেন্টে বিরোধীদলীয় উপনতা ডলি

কানাডার অন্টারিও প্রদেশে দ্বিতীয়বারের মতো নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এমপি ডলি বেগম প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধীদলীয় উপনেতা মনোনীত হন। ১৩ জুলাই, ২০২২ নিউ ডেমোক্রেটিক পার্টির (NDP) এবং অন্টারিওর সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে ডলি বেগমকে নিয়োগ দেওয়া হয়। ডলি বেগম কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২ জুন, ২০২২ প্রভিন্সিয়াল নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ডলি বেগমের বাড়ি মৌলভীবাজার জেলার হরিণাচং গ্রামে। তিনি মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে শিশুকালেই কানাডায় যান।

UNESCO’তে মার্শাল আর্টের প্রতিনিধিত্বে বাংলাদেশের তুলি

ইউনেস্কোর অধীনে আইসিএমের দ্য ফিফথ মার্শাল আর্টস রিসার্চ ইনিশিয়েটিভ ফর এক্সপার্টস (MARIE) প্রোগ্রামের জন্য বাংলাদেশের প্রথম মহিলা ব্ল্যাকবেল্ট ও প্রথম ভেটেরান পদক পাওয়া কারাতেকা এবং ফিটনেস পরামর্শক শামীমা আখতার তুলি চূড়ান্তভাবে নির্বাচিত হন। সারাবিশ্বের পাঁচজন UNESCO’তে মার্শাল আর্টের প্রতিনিধিত্ব করবেন, যার মধ্যে একজন বাংলাদেশের তুলি। এই প্রথম বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী তীব্র প্রতিযোগিতামূলক ও সম্মানসূচক এ রিসার্চ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলেন।

নিউইয়র্কে বিজয়ী পাঁচ বাংলাদেশি

২৮ জুন, ২০২২ নিউইয়র্ক রাজ্যের ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেন পাঁচ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক- জামিলা উদ্দিন, জেমি কাজী, মোহাম্মদ সাবুল উদ্দিন, মাহতাব খান ও নুসরাত আলম। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ থেকে ডেমোক্র্যাট স্টেট কমিটির লিডার পদে জামিলা উদ্দিন, জুডিশিয়াল ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জেমি কাজী, মাহতাব খান ও নুসরাত আলম জয়লাভ করে।

কাতার বিশ্বকাপে বাংলাদেশি নারী চিকিৎসক

২১ নভেম্বর- ১৮ ডিসেম্বর, ২০২২ কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে খেলোয়াড়দের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশি নারী চিকিৎসক আয়শা পারভিন। ফেলোর মেডিকেল টিমের দায়িত্বে থাকার কথা রয়েছে তার। এর আগে কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ফিফা বিশ্বকাপে চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করে কাতারে গিয়ে উচ্চতর ডিগ্রী নেন আয়শা। এখন সেখানেই চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন তিনি।

ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ কমিটিতে বাংলাদেশ

৬ জুলাই, ২০২২ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ (ICH) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ ২০২২-২৬ মেয়াদে নির্বাচিত হয়। UNESCO’র ICH বিষয়ক ২০০৩ কনভেনশনের সদস্য দেশগুলোর অংশগ্রহণে প্যারিসের UNESC•’র সদর দপ্তরে নবম সাধারণ সভায় অনুষ্ঠিত ইন্টারগভার্নমেন্টাল কমিটির নির্বাচনে বাংলাদেশ চার বছরের জন্য নির্বাচিত হয়। ICH’র ৬টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০টি দেশের মধ্যে ১২টি শূন্যপদে বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা করে।

IOSCO’র ভাইস চেয়ার পদে BESEC’র চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (IOSCO) এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ার পদে নির্বাচিত হন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ২০২২-২৪ মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ থেকে প্রথম কেউ এ পদে নির্বাচিত হলেন। প্রসঙ্গত, ১৯৮৩ সালে IOSCO প্রতিষ্ঠিত হয়।

Trafficking In Pers•ns প্রতিবেদনে হিরো তারিকুল

১৯ জুলাই, ২০২২ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মানব পাচারবিষয়ক Trafficking In Persons (TIP) প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে যুক্তরাজ্যভিত্তিক এনজিও জাস্টিস অ্যান্ড কেয়ার-এর- কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম TIP হিরো স্বীকৃতি লাভ করেন। অনুষ্ঠানে তারিকুলসহ ছয়টি দেশের ছয়জন নাগরিককে এ স্বীকৃতি দেওয়া হয়। স্বীকৃতি পাওয়া অন্য পাঁচজন- জর্ডানের আল-খলাইফাত, লাইবেরিয়ার ওয়েন্নাহ, পোল্যান্ডের ইরেনা দাউইদ-ওলকজিক, থাইল্যান্ডের অপিন্যা তাজিৎ ও ইউক্রেনের কাতেরিনা চেরেপাখা।

দেশবার্তা

মধুমতি নদীর ওপর দেশের প্রথম ৬ লেনের সেতু

মধুমতি নদীর ওপর নির্মিত হচ্ছে দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু। ২৪ জানুয়ারি ২০১৫ কালনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৩০ অক্টোবর ২০১৮ নির্মার্ণ কাজের উদ্বোধন করা হয়। এ সেতুর পশ্চিমপ্রান্তে নড়াইলের লোহাগড়া উপজেলা এবং পূর্বপ্রান্তে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা। কালনা সেতু চালু হলে বেনাপোল, যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকাসহ আশপাশের জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। সেতুর দৈর্ঘ্য হবে ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭.১০ মিটার।

দেশের প্রথম ভূমি ও গৃহহীনমুক্ত জেলা

২১ জুলাই, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমি ও ‍গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এদিন সারাদেশে ২৬,২২৯টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২০ ফেব্রুয়ারি, ১৯৭২ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২১০টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রতিটি পরিবারকে ২.৫ একর করে ভূমি বন্দোবস্ত প্রদান করে ছিন্নমূল ও অসহায় মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। আশ্রয়ণ -২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সরকারি প্রকল্প; যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হয়। প্রথম পর্যায়ে ২৩ জানুয়ারি, ২০২১ জমির মালিকানাসহ ৬৩,৯৯৯টি ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২০ জুন, ২০২১ জমির মালিকানাসহ ৫৩,৩৩০টি ঘর হস্তান্তর করা হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট একক ঘর সংখ্যা ১,১৭,৩২৯টি। তৃতীয় পর্যায়ে মোট বরাদ্দকৃত একক ঘরের সংখ্যা ৬৭,৮০০টি, যার মধ্যে ২৬ এপ্রিল, ২০২২ হস্তান্তরিত হয় ৩২,৯০৪টি এবং ২১ জুলাই, হস্তান্তর হয় ২৬,২২৯টি। এছাড়া আরও নির্মাণাধীন রয়েছে ৮,৬৬৭টি ঘর।

বাংলাদেশ-ওমান-ব্রাজিল এর মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ও ওমানের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ১৫ জুলাই, ২০২২ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়। ২৪ মার্চ, ২০২২ বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে ‘এগ্রিমেন্ট অব দ্য সালতানাত অব ওমান অন দ্য মিউচুয়াল ভিসা এক্সাম্পশন ফর হোল্ডার্স চুক্তিটি স্বাক্ষরিত হয়। এমতবস্থায়, উল্লিখিত চুক্তি মোতাবেক দুই দেশের কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়টি কার্যকর/বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। ১৯ জুলাই, ২০২২ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও ব্রাজিল। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফ্রাঙ্কো ফ্রান্সা নিজ নিজ দেশের পক্ষে চিুক্তিতে স্বাক্ষর করেন।

জাতীয় কর্মসংস্থান নীতি ২০২২

৬ এপ্রিল, ২০২২ মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় কর্মসংস্থান নীতি, ২০২২ অনুমোদন করা হয়। এরপর ১৪ জুলাই, ২০২২ তা গেজেট অনুমোদন প্রকাশ করা হয়। জাতীয় উন্নয়নে সহায়ক যুগোপযোগী আকারে প্রকাশ করা হয়। জাতীয় উন্নয়নে সহায়ক যুগোপযোগী, বৈষম্যহীন, স্ব-উদ্দ্যোগী ও উৎপাদনশীল পূর্ণ কর্মসংস্থান উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় কর্মসংস্থান নীতি- ২০২২ প্রণয়ন করা হয়।

মেট্রোরেল-৫ নির্মাণে বাংলাদেশ-জাপান ঋণ চুক্তি

২৮ জুন, ২০২২ জাপান ও বাংলাদেশের মধ্যে মেট্রোরেল- ৫ নির্মাণের জন্য ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে একটি সরকার প্রায় ১১,৪০০ কোটি টাকার ঋণ এবং প্রায় ৯ কোটি ২৮ লাখ টাকার অনুদান দেবে। নতুন এ মেট্রোরেলের অ্যালাইনমেন্ট হলো- হেমায়েতপুর-বলিয়াপুর-মধুমতি-আমিনবাজার-গাবতলী-দারুস সালাম-মিরপুর-১-মিরপু-১০-মিরপুর-১৪-কচুক্ষেত-বনানী-গুলশান-২-নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত। প্রকল্পটির আওতায় ১৩.৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল এবং ৬.৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় হবে ৪১,২৩৮ কোটি টাকা।

পতেঙ্গা টার্মিনাল চালু

২১ জুলাই, ২০২২ একটি খোলা পণ্যের জাহাজ ভেড়ানোর মাধ্যমে পতেঙ্গা কনটেইনার টর্মিনাল (PCT) পরীক্ষামূলকভাবে চালু হয়। পণ্য ওঠানামায় নতুন একটি টার্মিনাল যোগ হয়েছে চট্টগ্রাম বন্দরের বহরে, যেখানে রয়েছে পণ্যবাহী জাহাজ ভেড়ানোর তিনটি জেটি। এর মধ্যে একটি খোলা পণ্য এবং বাকি দুটি কনটেইনার পণ্য ওঠানামার জেটি। পাশাপাশি থাকছে তেল খালাসের বিশেষায়িত জেটিও। ২০০৭ সালের পর এই প্রথম কোনো জেটি চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হয়। চট্টগ্রাম বন্দরে এখন পণ্য ওঠানামার মোট ১৮টি জেটি রয়েছে; নতুন চারটি জেটি যোগ হলে ২০% বাড়তি পণ্য ওঠানামা করা সম্ভব হবে। PTC’র তিনটি জেটির দৈর্ঘ্য হচ্ছে মোট ৬০০ মিটার। এর বাইরে একটি ডলফিন জেটি আছে, যার দৈর্ঘ্য ২২০ মিটার।

দেশের প্রথম হাউজিং বন্ড

আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) ও ব্রাক ব্যাংক লিমিটেড যৌথভাবে দেশে প্রথম হাউজিং বন্ড চালু করতে যাচ্ছে। ৪ জুলাই, ২০২২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিম্ন ও মধ্যম আয়ের শহুরে ও গ্রামীণ পরিবার, যারা প্রায়শই বাণিজ্যিক ব্যাংকের সেবা পায় না, তারা IFC’র বিনিয়োগে ব্রাক ব্যাংকের ইস্যুতব্য এই  হাউজিং লোন নিতে পারবেন। বাংলাদেশে প্রথমবারের মতো ব্রাক ব্যাংকের ৫ কোটি ডলার পর্যন্ত মূল্যমানের টাকা ডিনোমিনেটেড ৫ বছরের সিনিয়র বন্ডের সাবস্ক্রিপশন করবে IFC এবং সংস্থাটির সাশ্রয়ী হাউজিং ফাইন্যান্স কর্মসূচির সম্প্রসারণ ঘটাবে। এ উদ্যোগের ফলে নির্মাণ এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

আবিষ্কার উদ্ভাবনে বাংলাদেশ

স্মার্ট হুইল চেয়ার উদ্ভাবন

আঙুলের ইশরায় চলতে সক্ষম এমন ‘স্মার্ট হুইল চেয়ার’ আবিষ্কার করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (KUET) একটি দল। জুন ২০২০ থেকে এপ্রিল, ২০২২ পর্যন্ত তারা এ স্মার্ট হুইল চেয়ার নিয়ে গবেষণা করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যপক ড.মুহম্মদ শেখ সাদীর তত্ত্বাবধানে, CSE’র শেষবর্ষের শিক্ষার্থী মো. রিপন ইসলাম ও মো. সাইফুল ইসলাম আঙুলের ইশরায় সেন্সর পরিধান বা স্পর্শ ছাড়াই নিরাপদে চেয়ারের চলাচল নিয়ন্ত্রণ করতে সক্ষম।

পদ্মা নামের রোবট

৩০ জুন, ২০২২ বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব ল্যাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেন পদ্মা নামের রোবট। নির্মাতাদের দাবি, রোবটটির বিল্ট ইন সফটওয়্যারও তৈরি হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনের ক্ষণকে স্মরণীয় করে রাখতেই এ নামকরণ বলে জানানো হয়। প্রস্তুতকারী দলের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক। প্রধান প্রকৌশলী হিসেবে ছিলেন একই বিভাগের শিক্ষক এ এস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের আট শিক্ষর্থী।

বঙ্গভ্যাক্স টিকা পরীক্ষার অনুমোদন

১৭ জুলাই, ২০২২ বাংলাদেশি ওষুধ কোম্পানির তৈরি করোনার টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয় সরকার। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (BMRC), ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয়। বাংলাদেশের ওষুধ কোম্পানি গ্লোব বায়োটেকের বিজ্ঞানীরা বঙ্গভ্যা ক্স টিকা উদ্ভাবন করেন।

বর্জ্য দিয়ে পরিবেশবান্ধব ইট

লোহা ঢালাই কারখানার ফেলে দেওয়া বর্জ দিয়েই এখন তৈরি করা হচ্ছে পরিবেশবান্ধব ইট। ‘হলো ব্রিকস’ নামের এ ইট প্রস্তুত করতে পাথরকুচির পরিবর্তে ফার্নেস স্লাগ নামের বর্জ্য ব্যবহার করা হচ্ছে। পোড়ানো ইটের বিকল্প পরিবেশবান্ধব আধুনিক পদ্ধতির ইট হিসেবে পরিচিত ‘হলো ব্রিক’ বা ব্লক। ২০২০ সালে বগুড়ায় প্রতিষ্ঠত জেড

এইচ স্টার ব্রিকস অ্যান্ড ব্লকস লিমিটেড নামের একটি কারখানা তৈরি ইট ব্যবহারে নিরুৎসাহ করতে এ ইট প্রস্তুত করছে। ২০২৫ সালের মধ্যে সব সরকারি নির্মাণ ও সংস্কারকাজের বিভিন্ন ক্ষেত্রে, ‘হলো ব্রিকস’ বা ব্লক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

নাকে ব্যবহারের টিকার অনুমোদন

২ জুলাই, ২০২২ নাকের মাধ্যমে ব্যবহার করা যায় করোনাভাইরাসের এমন টিকা এবার দেশেই ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (BMRC) করোনাভাইরাস রোধে নাকে ব্যবহার করা যায় এমন এক ধরনের পাউডার ভ্যাক্সিন আবিষ্কার করেন সুইডিশ বিজ্ঞানীরা। বাংলাদেশে মানব শরীরে এ অভিনব টিকার ট্রায়ালের জন্য একটি প্রতিষ্ঠান ও কয়েকজন চিকিৎসক আবেদন করেন। সবকিছু যাচাই-বাছাই শেষে সূচবিহীন টিকার নৈতিক অনুমোদন দেওয়া হয়। প্রথম ধাপের ট্রায়াল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে হবে।

৫টি উফশী জাতের সরিষা উদ্ভাবন

ছত্রাকজনিত রোগ প্রতিরোধী এবং উচ্চফলনশীল (উফশী) জাতের পাঁচটি সরিষা উদ্ভাবন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষক অধ্যাপক ড. আরিফ হাসান খান রবিন ও তার দল। দীর্ঘ পাঁচ বছরের গবেষণায় এ সাফল্য পান তারা। উদ্ভাবিত সরিষার জাতগুলো- বাউ সরিষা-৪, বাউ সরিষা-৫, বাউ সরিষা-৬, বাউ সরিষা-৭ এবং বাউ সরিষা-৮। জাতগুলোর গড় ফলন হেক্টর প্রতি ২.৫ টন যা দেশে প্রচলিত অন্যান্য জাতের তুলনায় ৫০-৮০% বেশি। জাতগুলো সারা দেশে চাষের উপযোগী এবং এদের জীবনকাল ৯০-৯৫ দিন। ২৭ জুন, ২০২২ এসব তথ্য জানান, গবেষক দলের প্রধান ড. আরিফ হাসান খান।

পাঙাশ মাছ থেকে ১১ পণ্য উদ্ভাবন

সংরক্ষণের অভাবে নষ্ট হয় হাজার হাজার টন পাঙাশ মাছ। সবার কাছে মাছের পুষ্টি পৌঁছে দিতে এবং মাছ চাষিদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পাঙাশ মাছ থেকে ১১টি পণ্য উদ্ভাবন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। এ দলে নেতৃত্ব দেন বাকৃবির ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ফাতেমা হক শিখা, অধ্যাপক ইসমাইল হোসেন এবং বিভাগের ১৪জন স্নাতকোত্তর শিক্ষার্থী। ২০১৮ সালে শুরু হওয়া গবেষণাটি শেষ হয় ২০২২ সালে। ১ জুলাই, ২০২২ উদ্ভাবিত পণ্য সম্পর্কে তথ্য তুলে ধরেন ড. ফাতেমা হক শিখা। পাঙাশ থেকে উদ্ভাবিত ১১ পণ্য- ফিশ বার্গার, ফিশ আচার, ফিশ চাটনি, ফিশ কাটলেট, ফিশ সসেজ, ফিশ পাপড়, ফিশ ফ্লেক, ফিশ চিপস, ফিশ ম্যাকারনি-পাস্তা, ফিশ জিলাটিন ও ফিশ গ্লু/আঠা। আবিস্কৃত পণ্যগুলো ব্যাপক মাত্রায় প্রোটিন সমৃদ্ধ।

Leave a Reply