বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৯.২০২২

♦ বাংলাদেশের পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার জন্য এগিয়ে এসেছে ‘মালালা ফান্ড’। ‘মালালা ফান্ড’ নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাইয়ের আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।

♦ রাশিয়া থেকে ডলারে গম আমদানি। আর ভারত ও ভিয়েতনাম থেকে আনা হচ্ছে আতপ ও সেদ্ধ মিলিয়ে ৩ লাখ ৩০ হাজার টন চাল। গম ও চাল মিলিয়ে আমদানি করা হচ্ছে ৮ লাখ ৩০ হাজার টন খাদ্যশস্য।

০২.০৯.২০২২

♦ পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার।

♦ গত ২০২১-২২ অর্থবছরের হিসাব অনুসারে বাংলাদেশ থেকে বিশ্বের ২০৩টি দেশে পণ্য রপ্তানি হয়। এর মধ্যে ৯১টি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে রয়েছে বাংলাদেশ। আর ১১২টি দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে।

♦ ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য আরও সম্প্রসারণ করতে শিগগিরই আরও তিনটি স্থলবন্দর চালু করতে যাচ্ছে সরকার। এই স্থলবন্দরগুলো হলো খাগড়াছড়ির রামগড়, ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া ও ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া-কড়ইতলি।

০৫.০৯.২০২২

♦ দেশে বছরে গমের চাহিদা ৭০ লাখ টনের মতো। চাহিদার ৬০ লাখ টনই আমদানি করতে হয়।

♦ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৮৫৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৫২ শতাংশ বেশি।

০৬.০৯.২০২২

♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে বসছেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

♦ শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী হচ্ছে দুই দিনের সাপ্তাহিক ছুটি। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

♦ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে ২০২৬ সালের নভেম্বরে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। 

♦ প্রবাসবন্ধু হটলাইন ১৬১৩৫ (টোল ফ্রি) চালু করেছে তথ্য মন্ত্রণালয়। প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহযোগিতা এবং বিভিন্ন তথ্যের জন্য মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ হটলাইন চালু করেছে।

০৭.০৯.২০২২

♦ বর্তমান সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশকে ডিজেল ও গ্যাস বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় চাহিদা মেটানোর আশ্বাস দিয়েছে ভারত। দেশটি আপৎকালে চাল, গমসহ কয়েক ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহেরও নিশ্চয়তা দিয়েছে।

♦ বাংলাদেশ ব্যাংক গতকাল রিজার্ভ থেকে সাত কোটি ডলার বিক্রি করেছে। গতকাল দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৯০১ কোটি ডলারে।

♦ মেট্রোরেলে প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা, সর্বনিম্ন ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ১০০ টাকা। আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে চলাচল শুরু করবে।

০৮.০৯.২০২২

♦ বাংলাদেশ তৃতীয় দেশে পন্য রপ্তানির জন্য বিনা মাশুলে ভারতে ট্রানজিট/ট্রান্সশিপমেন্ট সুবিধার প্রস্তাব পেয়েছে। নির্ধারিত স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাদেশ এ সুবিধা নিতে পারে।

♦ আজ ৮ সেপ্টেম্বর বাংলাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। এখনো দেশের প্রায় তিন কোটি মানুষ নিরক্ষর। এ অবস্থায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য পূরণের নতুন সময়সীমা ঠিক করা হয়েছে।

০৯.০৯.২০২২

♦ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৯৪৪ সালে আকবর আলী খান জন্মগ্রহণ করেন।

♦ স্বনামধন্য নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। ২০১৪ সালের এই দিনে মারা যান তিনি।

♦ বাংলাদেশের প্রতিরক্ষা খাতের জন্য ভারতের দেওয়া ঋণচুক্তির ৫০ কোটি ডলার ব্যবহারে প্রকল্পগুলো দ্রুত চূড়ান্ত করতে সম্মত হয়েছেন বাংলাদেশ ও ভারতের দুই দেশের শীর্ষ নেতারা।

১০.০৯.২০২২

♦ দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল। বছরে চাদিহা প্রায় ৪৬ লাখ টন, যার ৮০ শতাংশই সরকার সরাসরি আমদানি করে।

♦ লেখক ও গবেষক ড. আকবর আলি খান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হলেন। জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

১১.০৯.২০২২

♦ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর (সেভেন সিস্টার্স নামে পরিচিত) মুখ্যমন্ত্রীদের ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম গতকাল শনিবার এক অনুষ্ঠানে এ কথা জানান।

১২.০৯.২০২২

♦ প্রতিবছর সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ভর্তুকি দিতে হচ্ছে ৫,২০০ কোটি টাকা।

♦ আজ আহমদ রফিকের ৯৩তম জন্মবার্ষিকী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ১২ই সেপ্টেম্বর ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, প্রবন্ধিক ও গবেষক।

♦ ‘পুরানো সেই দিনের কথা’ আকবর আলি খানের আত্মজীবনীমূলক বই।

♦ সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি হয়েছে প্রায় ১ হাজার ৩২৫ কোটি টাকার পণ্য, আর বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র ১৯ কোটি ৭১ লাখ টাকার পণ্য।

১৩.০৯.২০২২

♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী নদীর নিচে অবস্থিত । এই টানেলটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৪৩ কিলোমিটার।

♦ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য আগামী তিন বছরে বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৩, ২০২৪ ও ২০২৫ মেয়াদে এই ঋণ দেওয়া হবে।

♦ গতকাল রাজধানী ঢাকাতে ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস)- ২০২২ এর উদ্বোধন হয়েছে।  বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র যৌথভাবেভাবে এটি আয়োজন করেছে। ২৭টি দেশের প্রতিনিধীরা এখানে অংশ নেন।      

♦ বিশ্বব্যাংক বলছে স্বাধীনতার পর থেকে ঘূর্ণিঝড়ের আঘাতে বাংলাদেশ মৃত্যুহার শতগুণ কমিয়ে এনেছে। এটা দেশটির জন্য একটি বড় অর্জন। এ অর্জন ধরে রাখতে ও টেকসই প্রবৃদ্ধির জন্য বৈশ্বিক উপকূলীয় অঞ্চলে আরও সহনশীল বিনিয়োগ প্রয়োজন।    

১৪.০৯.২০২২

♦ চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৭৫০ শয্যার উন্নত বিশেষায়িত হাসপাতাল। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুায়ালির এর উদ্বোধন করবেন।           

♦ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ২৪টি দেশের সেনা কর্মকর্তারা।

১৫.০৯.২০২২

 ♦ আজ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি।        

♦ আজ ১৫ সেপ্টেম্বর, জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৮ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। মুক্ত গণমাধ্যম সূচক ২০২২-এ বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৬২তম। অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২২-এ বাংলাদেশের অবস্থান ১৭৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৭তম।    

১৬.০৯.২০২২

♦ বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় এ বছরেই ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দিতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা।    

১৭.০৯.২০২২

♦ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা শিবিরে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মিয়ানমার থেকে আসা মর্টারশেলের বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন-চারজন।        

১৮.০৯.২০২২

♦ মিয়ানমারের সঙ্গে সীমান্তে উদ্ভূত পরিস্থিতির শন্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। মিয়ানমার না থামলে জাতিসংঘে যাবে বাংলাদেশ।          

♦ বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গিয়েন লুইস গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বলেন, ‘মিয়ানমার থেকে মর্টার শেল এসে বাংলাদেশে পড়ায় এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হওয়ার খবরে বাংলাদেশে জতিসংঘের কার্যালয় উদ্বিগ্ন।’    

১৯.০৯.২০২২

♦ বাংলাদেশে প্রথম কাগুজে নোট চালু করা হয়েছিল ১৯৭২ সালের ৪মার্চ। ওই দিন প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়। এর আগপর্যন্ত লেনদেনে পাকিস্তানি রুপি ব্যবহার করা হতো।

♦ প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিন দিনের এক সফরে আজ সোমবার তিনি ঢাকায় এসে পোঁছাবেন। গত ১ জুলাই তিনি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন।

২০.০৯.২০২২

♦ দেশের ১৪ বছরের নিচে প্রায় সাড়ে ৪ কোটি শিশু বাড়িতে নিয়মিত শারীরিক ও মানসিক সহিংসতার শিকার হয়। অর্থাৎ, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৯ জন শিশুই সহিংসতার শিকার। সহিংসতা ও নির্যাতনের শিকার হয়ে সপ্তাহে ২০ জন শিশু মারা যায়। এসব তথ্য তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট।

২১.০৯.২০২২

♦ বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।

২২.০৯.২০২২

♦ বিসিএস ব্যতীত সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়েছে সরকার।

♦ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আজ ঢাকায় আসছেন প্রণয় কুমার ভার্মা। তিনি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

♦ জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩.০৯.২০২২

♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন।

২৪.০৯.২০২২

♦ সম্প্রতি জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশন চলছে।

♦ এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়।

♦ প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেন।

২৫.০৯.২০২২

♦ বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের কোচের নাম গোলাম রব্বানী।

♦ ঘুমধুমের তুমব্রু বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকার।

২৬.০৯.২০২২

♦ করতোয়া নদীর উৎপত্তি ভারতের জলপাই গুড়ি থেকে।

♦ ২০২৩-২৭ মেয়াদে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের নানা পরিকল্পনার নাম Country Partnership Framework (CPF).

♦ ২০২৩ সালে G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জাপানের হিরোশিমায়।

♦ ‘পুরানো সেই দিনের কথা’ আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক আকবর আলি খান।

২৭.০৯.২০২২

♦ বর্তমানে দেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৪৩টি।

♦ বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম নাফ নদী।

♦ পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার নির্মাণ করেন সম্রাট ধর্মপাল।

২৮.০৯.২০২২

♦ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে জন্ম গ্রহণ করেন ২৮ সেপ্টেম্বর ১৯৪৭।

♦ ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ — এটি সংবিধানের অনুচ্ছেদ ৭-তে উল্লেখিত হয়েছে?

২৯.০৯.২০২২

♦ হিলি স্থলবন্দরটি দিনাজপুর জেলায় অবস্থিত।

♦ বাংলাদেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ২৭ ফেব্রুয়ারি ২০১৭।

৩০.০৯.২০২২

♦ পঞ্চগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।

♦ ‘বাঙালা প্রাচীন পুঁথির বিবরণ’ শিরোনামে প্রকাশিত বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আবদুল করিম সাহিত্য বিশারদ গ্রন্থটি প্রকাশ করেন ।

আলোচিত বাংলাদেশ

এক পলকে বাংলাদেশ

নব নিযুক্ত

সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: কাজী ওয়াছি উদ্দিন; ১৫ সেপ্টেম্বর ২০২২।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: ড. নাহিদ রশীদ; নিয়োগ ১৫ সেপ্টেম্বর ২০২২।

উপাচার্য

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. গোলাম কবীর; দায়িত্ব গ্রহণ ৪ সেপ্টেম্বর ২০২২।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার; দায়িত্ব গ্রহণ ১ সেপ্টেম্বর ২০২২।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): অধ্যাপক ড. মো. নূরুল আলম নিয়োগ ১৩ সেপ্টেম্বর ২০২২।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. সেলিনা আখতার নিয়োগ ১৯ সেপ্টেম্বর ২০২২। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী উপাচার্য।

মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB): এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম। দায়িত্বগ্রহণ ৩০ সেপ্টেম্বর ২০২২। তার জন্ম গোপালগঞ্জের কাশিয়ানীতে।

দুর্নীতি দমন কমিশন (দুদক): মো আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী এবং সৈয়দ ইকবাল হোসেন; ৮ সেপ্টেম্বর ২০২২ তাদের পদোন্নতি দেওয়া হয়। নতুন এই তিনজন নিয়ে দুদকের মহাপরিচালকের সংখ্যা ৮ জন।

পুলিশ মহাপরিদর্শক

বাংলাদেশ পুলিশের নতুন পুলিশ মহাপরিদর্শক (IGP) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। ২২ সেপ্টেম্বর ২০২২ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর ২০২২ তিনি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)- এর স্থলাভিষিক্ত হন। তার জন্ম ১২ জানুয়ারি ১৯৬৪ সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। ১৫ এপ্রিল ২০২০ তিনি RAB’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্বাঙ্গনে বাংলাদেশ

অসমাপ্ত আত্মজীবনী এখন থাই ভাষায়

২৫ আগস্ট ২০২২ থাই ভাষায় অনূদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্হের মোড়ক উন্মেচন করা হয় থাইল্যান্ডে। গ্রন্হটির অনুবাদক দলের প্রধান চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া স্ট্যাডি সেন্টার-এর পরিচালক সহকারী অধ্যাপক ড. জিরায়ুধ সিনথুফান।

গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস

গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস ২০০৮ সালে প্রবর্তিত, যা Junior Nobel Prize হিসেবে খ্যাত। ২০২২ সালে আর্কিটেকচার ও ডিজাইন বিভাগে ওয়েস্ট ইন দ্য সিটি: অ্যাগ্লোমেরেটিং লোকাল ইকোনমি অব মাতুয়াইল ল্যান্ডফিল শিরোনামে স্নাতক থিসিসের জন্য সেরা হন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী জারীন তাসনীম শরীফ। পুরস্কার হিসেবে তিনি স্বর্ণ পদকের পাশাপাশি আয়োজকদের খরচায় ৬-৯ নভেম্বর ২০২২ ডাবলিনে অনুষ্ঠেয় দ্য গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট সামিটে অংশ নেবেন।

আগা খান স্থাপত্য পুরস্কার এর আদ্যপান্ত

১৯৭৭ সালে আগা খান স্থাপত্য পুরস্কার প্রবর্তন করা হয়। প্রতি তিন বছর পরপর একাধিক প্রকল্পকে এ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয় যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। পুরস্কারের নির্বাচনি প্রক্রিয়ায় একটি স্থাপনা মানুষের আর্থসামাজিক চাহিদা পূরণের সাথে তাদের সাংস্কৃতিক জীবনে কতটা কার্যকর ভূমিকা রাখে, তাও গুরুত্ব  সহকারে দেখা হয়। ২২ সেপ্টেম্বর ২০২২ আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার বাংলাদেশ থেকে দুটি প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার বাংলাদেশ থেকে দুটি প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে। এগুলো হলো- খন্দকার হাসিবুল কবির ও সুহেলি ফারজানার ঝিনাইদহের আরবান রিভার স্পেস প্রকল্প এবং রিজবি হাসান, খাজা ফাতমি ও সাদ বিন মোস্তফার কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে নির্মিত কমিউনিটি স্পেস। বাংলাদেশের দুটি প্রকল্প ছাড়াও ইন্দোনেশিয়া, ইরান, লেবানন ও সেনেগালের চারটি প্রকল্প এ পুরস্কার লাভ করে। পুরস্কারের ১০ লাখ মার্কিন ডলার ছয়টি প্রকল্পের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে বিজয়ী প্রকল্প

সাল

বিজয়ী প্রকল্প

অবস্থান

প্রকল্পের স্থপতি

১৯৮৯

গ্রামীণ ব্যাংক হাউজিং প্রোগ্রাম

ঢাকা

১৯৮৯

জাতীয় সংসদ ভবন

ঢাকা

লুই আই. কান

২০০৭

METI School

রুদ্রপুর, দিনাজপুর

আনা হেরিংগার

২০১৬

ফ্রেন্ডশিপ সেন্টার

গাইবান্ধা

কাশেফ মাহবুব চৌধুরী

২০১৬

বায়তুর রউফ মসজিদ

দক্ষিণখান, ঢাকা

মেরিনা তাবাসসুম

২০১৯

আর্কেডিয়া এডুকেশন প্রকল্প

কেরানীগঞ্জ, ঢাকা

সাইফ উল হক

 

পদক-পুরস্কার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০২২

সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস ও বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ২০০০ সাল থেকে যৌথভাবে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড দিয়ে আসছে। ২ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২০তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর মোট তিনটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়।

সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব: ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার।

সেরা ব্যবসায় উদ্যোক্তা: শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

সেরা আর্থিক প্রতিষ্ঠান: দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।

শিল্পকলা পদক

প্রতিবছর জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনের জীবন ও কর্মকে মূল্যায়ন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা পদক প্রদান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। করোনা মহামারির কারণে ২০১৯ এবং ২০২০ সালের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়। ১৩ জুন ২০২১ মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। ২২ সেপ্টেম্বর ২০২২ শিল্পকলা পদক প্রদান করা হয়।

ক্যাটাগরি

২০১৯

২০২০

নাট্যকলা

মাসুদ আলী খান

মলয় ভৌমিক

কণ্ঠসংগীত

হাসিনা মমতাজ

মাহমুদুর রহমান রেণু

চারুকলা

আবদুল মান্নান

শহিদ কবীর

চলচ্চিত্র

অনুপম হায়াৎ

শামীম আখতার

নৃত্যকলা

লুবনা মারিয়াম

শিবলী মোহাম্মদ

লোকসংস্কৃতি

শম্ভু আচার্য্য

শাহ আলম সরকার

যন্ত্রসংগীত

মো. মনিরুজ্জামান

মো. সামসুর রহমান

ফটোগ্রাফি

এম এ তাহের

আ ন ম শফিকুল ইসলাম স্বপন

আবৃত্তি

হাসান আরিফ

ডালিয়া আহমেদ

সাংস্কৃতিক প্রতিষ্ঠান

ছায়ানট

দিনাজপুর নাট্য সমিতি

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড

সামাজিক বিভিন্ন  ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২০২২ সালের শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ১১ জন ব্যক্তি। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং সম্মাননা দেওয়া হয়। বিজয়ীরা হলেন-

ক্যাটাগরি

বিজয়ী

যুব উন্নয়ন ও কর্মসংস্থান

মাসুম আলম (শরীয়তপুর) এবং কামরুন নাহার লিপি (নেত্রকোণা)

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি

জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকসান্দ ধ্রুব এবং পেন ফাউন্ডেশনের মেঘনা খাতুন।

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা

এন কে এম মুন্না তালুকদার (রাঙ্গামাটি) এবং রাজু আহমেদ (লক্ষ্মীপুর)

জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা বা সমাজকল্যাণ

মিল্টন সমাদ্দার (বরিশাল) এবং কাস্মিরুল হক (সুনামগঞ্জ)

ক্রীড়া, কলা (চারু ও কারু) ও সংস্কৃতি

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (শেরপুর) এবং মোস্তফা সরকার (রাজশাহী)

 

দেশের সংবাদ

জাতীয় কৃষি কাউন্সিল গঠন

৩১ আগস্ট ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি এবং কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে সহ-সভাপতি করে ৫৮ সদস্যের জাতীয় কৃষি কাউন্সিল গঠন করা হয়। ৬ সেপ্টেম্বর ২০২২ গেজেট আকারে প্রকাশ করে কৃষি মন্ত্রণালয়। এ কাউন্সিলে ২২ জন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা রয়েছেন। প্রতিবছর কমপক্ষে একবার এ কাউন্সিলের সভা হবে এবং সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবেন সভাপতি। সভাপতি প্রয়োজনবোধে যেকোনো সময় জাতীয় কৃষি কাউন্সিলের বিশেষ সভা আহ্বান করতে পারবেন। ন্যূনতম এক-তৃতীয়াংশ সদস্যের সমন্বয়ে জাতীয় কৃষি কাউন্সিলের সভার কোরাম পূর্ণ হবে। সভাপতি জাতীয় কৃষি কাউন্সিলের সব সভায় সভাপতিত্ব করবেন। তার অনুমতিতে সহ-সভাপতিও সভাপতিত্ব করতে পারবেন।

বাংলাদেশের নারী শিক্ষায় মালালা ফান্ড

বাংলাদেশের পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার জন্য এগিয়ে এসেছে ‘মালালা ফান্ড’। সংস্থাটি নবম দেশ হিসেবে বাংলাদেশেও অনুদান দেয়। বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান- ফ্রেন্ডশিপ, গণসাক্ষরতা অভিযান ও পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মালালা ফান্ডের অর্থায়নে মেয়েদের শিক্ষায় কাজ করবে। প্রতিষ্ঠান তিনটি, আগে থেকেই দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষায় কাজ করে আসছে। তিনটির মধ্যে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সম্প্রতি মালালা ফান্ডের আওতায় কাজ শুরু করে। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া পাকিস্তানের মালালা ইউসুফজাই ও তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই ২০১৩ সালে গঠন করেন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘মালালা ফান্ড’। মালালা ফান্ড বৈশ্বিকভাবে তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে। লক্ষ্যগুলো হলো— শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার ক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা দূর করা (যেমন: বাল্যবিবাহ ও কুসংস্কার) ও শিক্ষা খাতে আর্থিক বরাদ্দ বাড়ানো। মালালা ফান্ডের অর্থায়নে MALALA বিশ্বের নয়টি দেশে FUND বাস্তবায়িত হচ্ছে ‘এডুকেশন চ্যাম্পিয়ন্স নেটওয়ার্ক’ কর্মসূচি। দেশগুলো হলো— ভারত, পাকিস্তান, আফগানিস্তান, লেবানন, নাইজেরিয়া, ইথিওপিয়া, তুরস্ক, ব্রাজিল ও বাংলাদেশ। নেটওয়ার্কের উদ্দেশ্য-বিশ্বের সব মেয়ে যেন ১২ বছরের শিক্ষা নিরাপদে শেষ করতে পারে।

কৃষকের সুরক্ষায় কিষানি ড্রোন

কৃষিজমিতে সার ও কীটনাশক ছিটানোর কাজে ড্রোন তৈরি করেন দিনাজপুরের সবুজ সরদার (১৮) নামের এক তরুণ। রিমোট কন্ট্রোল ব্যবস্থার সাহায্যে এবং জিপিএসের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় ড্রোনটি। সবুজ এর নাম দেন ‘কিষানি ড্রোন’। শুধু কৃষিকাজ নয়, এই ড্রোনের মাধ্যমে পুকুর বা জলাশয়ে মাছের খাবার, খোল ছড়ানো যাবে। স্প্রে করা যাবে আম, লিচুসহ যেকোনো ফলমূলের বাগান ও সবজি খেতে। ড্রোনটির ধারণক্ষমতা দুই লিটার। একবার চার্জ করলে ড্রোনটি ৩০ মিনিট উড়তে পারে। এই ড্রোন তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩৫,০০০ টাকা। আরও ৪০-৫০,০০০ টাকা যোগ করলে ২০-২৫ লিটার তরল পদার্থ নিয়ে উড়তে ও স্প্রে করতে পারবে এবং ড্রোনটি চলবে কয়েক ঘণ্টা। ড্রোনটি দিয়ে একই সঙ্গে ঘণ্টায় ১০ একর জমিতে কীটনাশক স্প্রে করা সম্ভব।

দেশের প্রথম স্পেশালাইজড হাসপাতল

১৪ সেপ্টেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেন। এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হওয়া ৭৫০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করার লক্ষ্যে ২০১২ সালে হাসপাতাল সংলগ্ন প্রায় ১২ বিঘা জমি অধিগ্রহণ করে। সরকার। ২ ফেব্রুয়ারি ২০১৬ জনগণের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১,৩৬৬ কোটি টাকা ব্যয়ে এই সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের প্রকল্প একনেকে অনুমোদন করা হয়। ৩ সেপ্টেম্বরে ২০১৮ দক্ষিণ কোরিয়া সরকারের ইডিসিএফের অর্থায়নে ১,০৪৭ কোটি টাকা ঋণ সহযোগিতার মাধ্যমে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশেষায়িত সব ধরনের সেবা নিয়ে বাংলাদেশে এটিই প্রথম সেন্টারভিত্তিক হাসপাতাল।

হাসপাতালে যা রয়েছে

নবনির্মিত হাসপাতাল ভবনের প্রথম পর্যায়ে রয়েছে— স্পেশালাইজড অটিজম সেন্টারসহ মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, হেপাটোবিলিয়ারি ও গ্যাস্ট্রো অ্যান্টারোলজি সেন্টার, ইমার্জেন্সি মেডিকেল কেয়ার সেন্টার, কার্ডিও ও সেরিব্রো ভাস্কুলার সেন্টার এবং কিডনি সেন্টার। দ্বিতীয় পর্যায়ে রয়েছে— রেসপিরেটরি মেডিসিন সেন্টার, জেনারেল সার্জারি সেন্টার, অপথালমোলজি, ডেন্টিস্ট্রি, ডার্মাটোলজি সেন্টার এবং ফিজিক্যাল মেডিসিন বা রিহ্যাবিলিটেশন সেন্টার। চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের জন্য রাখা হয়েছে বিশ্বমানের প্রশিক্ষণ ব্যবস্থা।

৬টি বিশেষায়িত সেন্টারের মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম চলবে। এসব সেন্টারে ২ বছরের জন্য নিয়োজিত থাকবেন ৬ জন কোরিয়ান ইঞ্জিনিয়ার ও ৫০ জন কোরিয়ান বিশেষজ্ঞ চিকিৎসক। এদেশীয় জনবলকে প্রশিক্ষিত করতে তারা ভূমিকা রাখবেন। হাসপাতালের বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ, জরুরি বিভাগে রয়েছে ১০০টি শয্যা, ভিভিআইপি কেবিন ৬টি, ভিআইপি কেবিন ২২টি এবং ডিলাক্স শয্যা ২৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ৮টি করে শয্যা। হাসপাতালটিতে আছে -নিউম্যাটিক টিউব যার মাধ্যমে রক্ত সংগ্রহের পর অটোমেটিক্যালি নির্দেশিত বিভাগে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।

এই স্পেশালাইজড হাসপাতালে সেবা নিতে এসে রোগীকে অন্য কোনো জায়গায় যেতে হবে না। কারণ হাসপাতালের ভিতরেই রয়েছে একটি কনভেনিয়েন্স শপ, ব্যাংকিং সুবিধা, ফার্মেসি, ৩৫০ সিট বিশিষ্ট উন্নত কিচেন যার আওতায় ৩টি ক্যাফেটেরিয়া ও ৯০ সিট বিশিষ্ট ডক্টরস ক্যাফেটেরিয়া, উন্নত লন্ড্রি হাউসসহ কার পার্কিংয়ের বিশাল সুবিধা। এখানে ১টি ভিভিআইপি এলিভেটরসহ ১৬টি এলিভেটর ও ১টি এসক্যালেটর, অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা, হিটিং, ভেনটিলেশন ও এয়ার কন্ডিশনিং সিস্টেম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হয়।

বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি

বাগেরহাটের মোংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ৪ সেপ্টেম্বর ২০২২ মোংলা গ্রিন পাওয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)। মোংলা বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে ২০ বছর বিদ্যুৎ কিনবে BPDB। চুক্তি অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে ০.১৩২০ মার্কিন ডলার। ডলারের বিনিময় হার ধরে প্রতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে কেন্দ্রটিকে। বিদ্যুৎকেন্দ্রটি যৌথভাবে নির্মাণ করবে চীনের ইনভিশন এনার্জি কোম্পানি লিমিটেড, বাংলাদেশের এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও হংকংয়ে নিবন্ধিত কোম্পানি ইনভিশন রিনিউয়েবল এনার্জি বাংলাদেশ লিমিটেড। এ তিন প্রতিষ্ঠান মিলে মোংলা গ্রিন পাওয়ার লিমিটেড গঠন করে। এ কেন্দ্রে ২.৫ মেগাওয়াট ক্ষমতার মোট ২২টি টারবাইন থাকবে। মোংলা বিদ্যুৎকেন্দ্রটি বেসরকারি খাতে চুক্তি হওয়া দ্বিতীয় বায়ুবিদ্যুৎ কেন্দ্র।

উল্লেখযোগ্য বায়ুবিদ্যুৎ কেন্দ্র > ফেনীতে ২০০৫ সালে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। এটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ০.৯০ মেগাওয়াট • ২০০৮ সালে কক্সবাজারের কুতুবদিয়ায় করা হয় এক মেগাওয়াট ক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্র। ইতোমধ্যেই BPDB সিরাজগঞ্জে দুই মেগাওয়াট ক্ষমতার একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করে • বেসরকারি খাতে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে কক্সবাজারে কাজ করছে ইউএস-ডিকে গ্রিন এনার্জি ৬০ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ২০১৪ সালে চুক্তি করে BPDB।

বৈদ্যুতিক গাড়ির যুগে বাংলাদেশ

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জোয়ার উঠেছে। টেসলা, রিভিয়ান, এনআইও’র মতো প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব সৃষ্টি করেছে। বাংলাদেশও আর এই সম্ভাবনাময় ক্ষেত্র থেকে পিছিয়ে নেই। কার্বন নিঃসরণ কমাতে ব্যাটারি তথা বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনার কাজ শুরু করেছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৪ সেপ্টেম্বর ২০২২ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভায় ‘ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা’ চূড়ান্ত হয় । বাজারে আসছে ‘পালকি’ নামের বৈদ্যুতিক গাড়ি। বাংলাদেশে অটোমোটিভ ইন্ডাস্ট্রির অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেয় স্বদেশি স্টার্টআপ ‘পালকি মোটরস’। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশে ইতোমধ্যে কারখানাও স্থাপিত হয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ে, বঙ্গবন্ধু শিল্পনগরে। চীন, হংকং, দক্ষিণ কোরিয়া ও ইতালিকে অংশীদার করে দ্রুতই দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ি আসবে। বাংলাদেশে গাড়ি তৈরির এ কারখানায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের অংশীদার চীনা প্রতিষ্ঠান ডংফেং মোটর গ্রুপ লিমিটেড। এটি চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতার একটি।

নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৯ সেপ্টেম্বর ২০২২ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারি চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশ। বাংলাদেশের কাছে নেপালের এটি প্রথম পরাজয়। আয়োজন: ষষ্ঠ। সময়কাল: ৬-১৯ সেপ্টেম্বর ২০২২। স্বাগতিক: নেপাল। অংশগ্রহণকারী দল: ৭টি নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলংকা। চ্যাম্পিয়ন: বাংলাদেশ। রানার্স আপ: নেপাল। ফেয়ার প্লে ট্রফি: বাংলাদেশ। সর্বোচ্চ গোলদাতা: সাবিনা খাতুন; ৮ গোল। সেরা খেলোয়াড়: সাবিনা খাতুন (বাংলাদেশ অধিনায়ক)। সেরা গোলরক্ষক: রুপনা চাকমা। প্রধান কোচ: গোলাম রব্বানী। সহকারী কোচ: তৃষ্ণা চাকমা। বাংলাদেশের মোট গোল: ২৩টি । ৪ অক্টোবর ১৯৯৯ এসএ গেমসে এই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ পুরুষ ফুটবল দল স্বাগতিক নেপালকে ১-০ গোলে পরাজিত করে প্রথম ট্রফি জয় করে।

রোল অব অনার

সাল

চ্যাম্পিয়ন

রানার্স আপ

২০১০

ভারত

নেপাল

২০১২

ভারত

নেপাল

২০১৪

ভারত

নেপাল

২০১৬

ভারত

বাংলাদেশ

২০১৯

ভারত

নেপাল

২০২২

বাংলাদেশ

নেপাল

নতুন প্ল্যাটফর্ম জনতার সরকার

১৫ সেপ্টেম্বর ২০২২ তথ্যপ্রযুক্তি বিভাগ ‘জনতার সরকার’ নামে পোর্টাল চালু করে। ‘জাতি গঠনে সক্রিয় অংশীদার হোন আপনার মূল্যবান মতামত জানাতে অংশগ্রহণ করুন’ স্লোগান নিয়ে এ ওয়েবসাইটের মাধ্যমে সবার মতামত চাওয়া হয়। পোর্টালটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ডিজিটাল লিটারেসি সেন্টারের আওতায় পরিচালিত হবে। এখানে সরকারের বিভিন্ন কাজ সম্পর্কে মানুষ মতামত জানাতে পারবেন। তবে কোন কোন বিষয়ে মতামত জানানো যাবে, তা সরকারই ঠিক করবে। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে, সরকার ও জনগণের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন। সরকার জনগণের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি জেনে সে অনুযায়ী, সিদ্ধান্ত নিতে পারবে। পোর্টালটি দৃষ্টি প্রতিবন্ধীবান্ধব করা হবে। পোর্টালে মতামত বা অভিযোগ জানাতে অথবা জরিপে অংশ নিতে হলে ফেসবুক, ই-মেইল বা মোবাইল ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে। জরিপের ফলাফল ও মতামত ওয়েবসাইটে প্রকাশ করা থাকবে। এটি প্রথমে সরকারের ১১টি বিভাগ ও মন্ত্রণালয় নিয়ে চালু হবে। ছয় মাস পর সব বিভাগ ও মন্ত্রণালয় এর আওতায় আসবে। ২০২৩ সালে ‘জনতার সরকার’ প্ল্যাটফর্মটি ডিজিটাল সিকিউরিটি এজেন্সির কাছে হস্তান্তর করা হবে।

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

৪ সেপ্টেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেন। এ সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের সঙ্গে খুলনা বিভাগের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগের দুয়ার উন্মোচিত হয়। ৭ আগস্ট ২০২২ চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড সেতু মন্ত্রণালয়ের কাছে সেতুটি হস্তান্তর করে।

সেতুর আদ্যোপান্ত

অফিসিয়াল নাম: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু • নির্মাণ কাজ উদ্বোধন: ১ নভেম্বর ২০১৮ • উদ্বোধন: ৪ সেপ্টেম্বর ২০২২ • নির্মিত: কচা নদীর ওপর • সেতুর দৈর্ঘ্য: ১,৪৯৩ মিটার • মূল সেতুর দৈর্ঘ্য ৯৯৮ মিটার • প্রস্থ: ১৩.৪০ মিটার • নির্মাতা প্রতিষ্ঠান: চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড • নির্মাণ ব্যয় ৮৯৪ কোটি টাকা। যার মধ্যে চীনের ৬৫৫ কোটি টাকা আর বাংলাদেশ সরকারের ২৩৯ কোটি টাকা।

চীনের যত মৈত্রী সেতু

চীনের যত মৈত্রী সেতু বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে আজ পর্যন্ত চীন সরকার চায়না এইড (ChinaAid) কাঠামোর আওতায় বাংলাদেশে ৮টি সেতু নির্মাণ করেছে। এগুলো সব বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত। সর্বশেষ চীনের অর্থায়নে পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত হয় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। আর প্রথম সেতু হলো বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত বুড়িগঙ্গা সেতু। এটি প্রথম বুড়িগঙ্গা সেতু হিসেবেও পরিচিত।

ভারত সফরে প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫-৮ সেপ্টেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। ৬ সেপ্টম্বর ২০২২ নয়াদিল্লীর হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিকক বৈঠকের পর সাতটি সমঝোতা স্মরক (MoU) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক:

• কুশিয়ারা নদী থেকে বাংলাদেশের ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের সমঝোতা।
• বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়ে ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (CSIR) সঙ্গে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) সমঝোতা।
• বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমির মধ্যে সমঝোতা।
• ভারতের রেলওয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের প্রশিক্ষণের জন্য সমঝোতা।
• বাংলাদেশ রেলওয়ের তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা।
• ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রসার ‘ভারতী’র সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের সমঝোতা।
• মহাশূন্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক।
প্রকল্প উদ্বোধন:
• ৬ সেপ্টেম্বর ২০২২ শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে ৫টি প্রকল্প উদ্বোধন করেন। উদ্বোধন করা ৫টি প্রকল্প হলো- মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (রামপাল বিদ্যুৎ প্রকল্প) ইউনিট-১।
• খুলনার রূপসা রেল সেতু।
• বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের ২৫টি প্যাকেজে সড়ক রক্ষণাবেক্ষণ ও নির্মাণ সরঞ্জাম এবং যন্ত্রপাতি সরবরাহ।
• খুলনা দর্শনা রেললাইন সংযোগ প্রকল্প।
• পার্বতীপুর-কাউনিয়া মিটারগেজ রেললাইনকে ডুয়েল গেজ লাইনে রূপান্তর প্রকল্প।

মুজিব বৃত্তি:

৭ সেপ্টেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত ও আহত ভারতীয় সেনাদের বংশধরদের বৃত্তি প্রদান করেন। বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয় মুজিব বৃত্তি। শুরুতে এ কর্মসূচির আওয়তায় মাধ্যমিক শিক্ষা স্তরে ১০০ এবং উচ্চমাধ্যমিক স্তরে ১০০ করে মোট ২০০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে প্রত্যেক শিক্ষার্থীকে যথাক্রমে এককালীন ৫০০ এবং ১ হাজার মার্কিন ডলার করে দেওয়া হয়।

রূপসা রেলসেতু:

২১ ডিসেম্বর, ২০১০ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন করে। খুলনা-মোংলা রেলপথ প্রকল্পটির কাজ তিনটি ভাগে বিভক্ত। এর একটি রূপসা নদীর উপর রেলসেতু, অপরটি রেললাইন এবং অন্যটি টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং। সংযোগ রেললাইনসহ এই সেতুর মোট দৈর্ঘ্য ৫.১৩ কিলোমিটার হলেও মূল রেলসেতুর দৈর্ঘ্য ৭১৬ মিটার।

রামপাল বিদ্যুৎকেন্দ্র:

৬ সেপ্টেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের ইউনিট-১ এর উদ্বোধন করেন। ১৩২০ (২ × ৬৬০) মেগাওয়াট কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ সফলভাবে ১৫ আগস্ট ২০২২ জাতীয় গ্রিডের সাথে সমন্বয় করা হয়। ভারতের রেয়াতি অর্থায়ন প্রকল্পের আওতায় Bharat Heavy Electricals Limited (BHEL) এ প্রকল্পটি নির্মাণে কাজ করছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র Bangladesh India Friendship Power Company Ltd (BIFPCL) এর মাধ্যমে স্থাপন করা হচ্ছে।

অভিন্ন নদীর পানিবণ্টন:

বাংলাদেশের মধ্য দিয়ে ৪০৫টি নদী প্রবহমান। এ নদীগুলোর মধ্যে ৫৭টি আন্তঃসীমান্ত নদী, যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন। অভিন্ন নদীর পানিবণ্টন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদি অমীমাংসিত ইস্যু। তবে চুক্তির আশায় দুই দেশের ৮টি নদীর পানি ভাগাভাগির ব্যাপারে তথ্য-উপাত্ত বিনিময় হয়েছে। নদীগুলো হলো— তিস্তা, ফেনী, মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার ।

কুশিয়ারা নদী

ভারতের আসাম রাজ্যের উত্তরাঞ্চলের পর্বত থেকে উদ্ভূত হয়ে ২৪৫৩′ উত্তর অক্ষাংশ এবং ৯২৩২′ দক্ষিণ দ্রাঘিমাংশ বরাবর বাংলাদেশে প্রবেশ করে। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার উত্তর-পূর্ব সীমান্তে অমলসিদ নামক স্থানে বরাক নদী দুটি ধারায় বিভক্ত হয়েছে। উত্তর পশ্চিমের ধারাটি সুরমা এবং দক্ষিণ-পশ্চিমের ধারাটি লংশিয়ারা। হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার মারকুলী নামক স্থানে কুশিয়ারা পুনরায় সুরমার সঙ্গে মিলিত হয়ে কালনী নাম ধারণ করে দক্ষিণ দিকে ভৈরব উপজেলার ভৈরববাজার পর্যন্ত প্রবাহিত হওয়ার পর সুরমার অপর শাখা ধনুর সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়েছে।

 

শিক্ষাঙ্গন: নতুন মুখ

নতুন জাতীয় অধ্যাপক প্রফেসর এম কিউ কে তালুকদার

৩০ আগস্ট ২০২২ সরকার শিশু বিশেষজ্ঞ ও সেন্ট্রাল ফর উইমেন অ্যান্ড চাইল্ড হেলথ (CWCH)-এর চেয়ারম্যান প্রফেসর এম কিউ কে তালুকদারকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেয়। ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদি) সিদ্ধান্তমালা-১৯৮১’ অনুযায়ী তাকে নিয়োগের তারিখ থেকে ৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি যে শিক্ষা/গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকবেন সেই প্রতিষ্ঠানের কাছে তার শিক্ষা/ গবেষণামূলক কাজের বার্ষিক রিপোর্ট পেশ করবেন। সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়- মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবেন। অধ্যাপক এম কিউ কে তালুকদার ১ জানুয়ারি ১৯৪০ সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।

 

লোকান্তর

আকবর আলি খান (১৯৪৪-৮ সেপ্টেম্বর ২০২২)

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য পাকিস্তান সামরিক আদালত তার অনুপস্থিতিতে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন এবং সংস্থাপন মন্ত্রণালয়ে (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) যোগ দেন। ১৯৯৩ সালে সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি অর্থসচিব হন। আকবর আলি খান ৩০ জুন ২০০১-৩১ মার্চ ২০০২ পর্যন্ত দেশের ১৩তম মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। পরে ২০০২-২০০৫ সাল পর্যন্ত তিনি বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক পদে কাজ করেন। ২০০৬ সালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ট ছিলেন।

উল্লেখযোগ্য গ্রন্হ: দারিদ্র্যের অর্থনীতি: অতীত বর্তমান ও ভবিষ্যৎ · পরার্থপরতার অর্থনীতি · আজব ও জবর-আজব অর্থনীতি · অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি · বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি · পুরানো সেই দিনের কথা (আত্মজীবনী)।

গাজী মাজহারুল আনোয়ার

(২২ ফেব্রুয়ারি ১৯৪৩-৪ সেপ্টেম্বর ২০২২)

বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকবি ও সুরকার। তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ, অনুভূতির কথা। ১৯৬৪ সাল থেকে গাজী মাজহারুল আনোয়ার তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন।

এক নজরে · জন্মস্থান: কুমিল্লার দাউদকান্দি থানার তালেম্বর গ্রামে · সন্তান: সরফরাজ উপল ও দিঠি আনোয়ার · প্রথম গান: বুঝেছি মনের বনে রং লেগেছে (১৯৬২) · চলচ্চিত্রে প্রথম গান: আকাশের হাতে আছে একরাশ নীল (আয়না ও অবশিষ্ট, ১৯৬৭) · গানের সংখ্যা: ২০ হাজারের বেশি · প্রথম পরিচালিত চলচ্চিত্র: নান্টু ঘটক (১৯৮২) · প্রথম প্রযোজিত চলচ্চিত্র: সমাধান · প্রযোজিত চলচ্চিত্রের সংখ্যা: ৩১টি · পরিচালিত চলচ্চিত্র ২১টি · তার রচিত গ্রন্হ: অল্প কথায় গল্প গান।

উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মানা: · একুশে পদক (২০০২) · স্বাধীনতা পুরস্কা (২০২১) · বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল · নিগার অ্যাওয়ার্ড (পাকিস্তান) · শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ৬ বার; চলচ্চিত্রসমূহ- উচ্চ শিক্ষা (১৯৯২), অজান্তে (১৯৯৬), চুড়িওয়ালা (২০০১), লাল দরিয়া (২০০২), কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩) ও মেয়েটি এখন কোথায় যাবে (২০১৬) · ২০০৬ সালের বিবিসি সেরা ২০ বাংলা গানের জরিপে গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গান স্থান পায় ১৩. জয় বাংলা বাংলার জয়, ১৫. এবার যেতে দে না আমায় এবং ১৯. একতারা তুই দেশের কথা।

কালজয়ী কিছু গান: · গানেরই খাতায় স্বরলিপি লিখে · ও চোখে চোখ পড়েছে যখনই · চোখ যে মনের কথা বলে · আকাশের হাতে আছে একরাশ নীল · আছেন আমার মোক্তার · আমি সাত সাগর পাড়ি দিয়ে · বন্ধু তিন দিন তোর · সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে · ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা · সবাই তো ভালোবাসা চায় · একা একা কেন ভালো লাগে না। · ঢাকা শহর আইসা আমার · শুধু গান গেয়ে পরিচয় · ও পাখি তোর যন্ত্রণা · আমি রজনীগন্ধা ফুলের মতো · নীল আকাশের নিচে আমি · অনেক সাধের ময়না আমার · চোক্ষের নজর এমনি কইরা · তুমি আরেকবার আসিয়া · পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে · জন্ম মৃত্যু আর বিয়া · হে বন্ধু বঙ্গবন্ধু।

সেরা ৫ দেশাত্মবোধক গান: · জয় বাংলা বাংলার জয় · একবার যেতে দে না · একতারা তুই দেশের কথা · মাগো আর তোমাকে · আমায় যদি প্রশ্ন করে।

জয় বাংলা বাংলার জয়

১৯৭০ সালে ছয় দফা আন্দোলনের ওপর ক ভিত্তি করে ‘জয় বাংলা’ নামে একটি সিনেমা নির্মাণ করার উদ্যোগ নেন চলচ্চিত্র প্রযোজক আবুল খায়ের। চলচ্চিত্রটির জন্য গান লেখার দায়িত্ব পান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ১৯৭০ সালের মার্চে তিনি ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি রচনা করেন। আনোয়ার পারভেজ গানটির সুর করেন। আর গানটিতে কণ্ঠ দেন শাহনাজ রহমতুল্লাহ ও আব্দুল জব্বার। ২৬ জানুয়ারি ১৯৭২ চলচ্চিত্রটি মুক্তি পায়। তবে এর আগেই পরিচালক সালাউদ্দিনের মালিকানাধীন ‘ঢাকা রেকর্ড’ চলচ্চিত্রটির গান ও সংলাপ প্রকাশ করে। একসময় ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি মুক্তিযুদ্ধের থিম সং-এ পরিণত হয়।

সৈয়দা সাজেদা চৌধুরী (৮ মে ১৯৩৫-১১ সেপ্টেম্বর ২০২২): জাতীয় সংসদের উপনেতা, বীর মুক্তিযোদ্ধ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সৈয়দা সাজেদা চৌধুরী মাগুরায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করেন। ফরিদপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের উপনেতা ছিলেন।

শাহ মোয়াজ্জেম হোসেন (১০ জানুয়ারি ১৯৩৯-১৪ সেপ্টেম্বর ২০২২): বীর  মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী। তার জন্ম মুন্সীগঞ্জে। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হুইপ এর দায়িত্ব পালন করেন। শাহ মোয়াজ্জেম হোসেন ২০ নভেম্বর ১৯৮৭-৬ ডিসেম্বর ১৯৯০ উপপ্রধানমন্ত্রী ছিলেন।

Leave a Reply