বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১ অক্টোবর, ২০২২

♦ সাম্প্রতি কোন দুই বাংলাদেশি ১০ দিনে হিমালয়ের ৪টি পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন। যাদের তিনটির উচ্চতা ছয় হাজার মিটার? সালেহীন আরশাদী ও ইমরান খান।

♦ জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট জরিপ ২০২২ এ স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত? ১১১তম।

০২ অক্টোবর, ২০২২

♦ বিশ্বের মোট ইলিশের প্রায় কত শতাংশ বাংলাদেশে আহরিত হয়? ৮৫%।

০৩ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশ-চীনের মধ্যে চালুকৃত সরাসরি জাহাজ এর নাম কি? বেঙ্গল এক্সপ্রেস।

♦ দেশের বৃহৎ বায়ুবিন্দু কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজারের খুরুশকুলে।

♦ সর্বশেষ (৩৭তম) নদীবন্দরের নাম কি? গাজীপুর নদী বন্দর।

♦ ‘বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২২’ অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম? ৮ম।

০৪ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্বব্যাংক।

♦ ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু হয়? ২০১৮ সালে।

০৫ অক্টোবর, ২০২২

♦ স্বাধীনতা যুদ্ধে কতজন বেসামরিক বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয়? ৫ জন।

♦ সংবিধানের কত নং অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? ৯৫(১)।

০৬ অক্টোবর, ২০২২

♦ দেশের জাতীয় আয়ে বর্তমানে শিল্পখাতের অবদান কত শতাংশ? ৩৭ শতাংশ।

♦ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে এ পযর্ন্ত কতজন বাংলাদেশি সৈন্য প্রাণ দিয়েছেন? ১৪২ জন।

♦ হিলি স্থলবন্দরটি কোন জেলায় অবস্তিত? দিনাজপুর।

০৭ অক্টোবর, ২০২২

♦ ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? ৭.৫ শতাংশ।

♦ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল কত? ২০১৬-২০৩০।

০৮ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) কোথায় অবস্থিত? ঈশ্বরদী।

♦ ২০২২ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কারা? আলিয়্যেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল, ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

০৯ অক্টোবর, ২০২২

♦ দেশের প্রথম ছয় লেনের সেতুর নাম কী? মধুমতী সেতু।

♦ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? সিপাহী।

♦ বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? ৩টি।

১০ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশ কত সালে UNCLOS-কে অনুসমর্থন করেন?  ২০০১ সালে। 

♦ এস.এম সুলতানের স্মৃতি বিজড়িত শহর কোনটি?  নড়াইল (আজ এস.এম সুলতানের মৃত্যু বার্ষিকী)।

১১ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশ কবে IMF এর সদস্যপদ লাভ করে? ১০ই মে, ১৯৭২।

♦ মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দৈর্ঘ্য যথাক্রমে কত? ৬৯০ মি. এবং ১.২ কি.মি.।

♦ মধুমতী সেতু বা কালনা সেতুর অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান? জাইকা।

১২ অক্টোবর, ২০২২

♦ আব্দুল করিম সাহিত্য বিশারদ কোন বিষয়ে অবদান রেখেছেন? পুঁথি সাহিত্য।

♦ বাংলাদেশ কতবারের মত জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে? পঞ্চম।

১৩ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশ মোট কতবার জাতিসংঘ মানবাধিকার পরিষদ-এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে? ৫ বার।

♦ রেলওয়ে পুলিশের জেলা কয়টি? ২টি।

১৪ অক্টোবর, ২০২২

♦ বিএসটিআই কবে আইএসও (আন্তর্জাতিক মান সংস্থা) এর সদস্যপদ অর্জন করে? ১৯৭৪ সালে।

♦ প্রথিবীর কেন্দ্রে তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? ৬০০০।

♦ সাম্প্রতি কোন দেশ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা প্রত্যাহারের ব্যাপারে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপণ করা হয়েছে? সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

♦ ‘সানা’ কোন দেশের সংবাদ সংস্থা? সিরিয়া।

♦ সাহিত্যে নোবেল প্রাপকের মধ্যে নারী লেখকের সংখ্যা কত? ১৭ জন।

১৫ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশে কত সাল থেকে “বিশ্ব হাত ধোয়া দিবস” পালিত হচ্ছে? ২০০৯ সাল।

♦ ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা কত? ৪৬৫.৮৩ লক্ষ মেট্রিক টন।

১৬ অক্টোবর, ২০২২

♦ বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? ৮৪তম।

১৭ অক্টোবর, ২০২২

♦ ফায়ার সার্ভিসের কতজন ফায়ারফাইটারকে ‘অগ্নি বীর’ খেতাবে ভূষিত করা হয়? ১৩ জন।

♦ বাংলাদেশ ও ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে? একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক।

১৯ অক্টোবর, ২০২২

♦ প্রবৃদ্ধি বিবেচনায় বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় দেশ কোনটি?  ভারত।

♦ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কত বছর বিদ্যুৎ পাওয়া যাবে?  ৬০ বছর (সংস্কার করা গেলে আরও ২০ বছর)।

♦ বাংলাদেশে রাসায়নিক সারের বার্ষিক চাহিদা কত? ৬০ লাখ টন।

♦ তিস্তা সেচ প্রকল্প কত সালে চালু হয়? ১৯৯০ সালে।

২০ অক্টোবর, ২০২২

♦ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করা হয় কবে?  ১৯ অক্টোবর ২০২২।

♦ শুক নদী কোন জেলায় অবস্থিত? ঠাকুরগাঁও।

♦ চলতি বছরের ডিসেম্বরে সুন্দরবনে কোন পদ্ধতিতে বাঘশুমারি শুরু হবে? ক্যামেরা ট্র্যাপিং (ক্যামেরায় ফাঁদ)।

২১ অক্টোবর, ২০২২

♦ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি সরবরাহ করে কোন সংস্থা? রোসাটম।

♦ T-20 বিশ্বকাপ ২০২২ মূলপর্বে বাংলাদেশের ১ম প্রতিপক্ষ কে? নেদারল্যান্ডস।

২২ অক্টোবর, ২০২২

♦‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয় কত তারিখে? ২২ অক্টোবর।

♦ ইলিশ আহরণ বন্ধ কত থেকে কত তারিখ পর্যন্ত? ০৭ অক্টোবর – ২৮ অক্টোবর।

২৩ অক্টোবর, ২০২২

♦ ২০২৩ সালে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? দ্বাদশ।

♦ ডিজিটাল নিরাপত্তা আইন তৈরী হয় কত সালে? ২০১৮ সালে।

♦ থের পাঁচালী উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

♦ দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? সিত্রাং।

২৪ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নরের নাম কী? আবদুর রউফ তালুকদার।

♦ ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নামকরণ করে কোন দেশ এবং এর অর্থ কী? থাইল্যান্ড, পাতা।

২৫ অক্টোবর, ২০২২

♦ কার আবেদনের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) যুদ্ধশিশুদের রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? মেরিনা খাতুন।

২৬ অক্টোবর, ২০২২

♦ বাংলাদেশে ট্রান্স এশিয়ান রেলওয়ের কতটি রুট পড়েছে? চারটি।

♦ বাংলাদেশে কোন রোগের চিকিৎসায় প্রথমবারের মতো জিন থেরাপি ব্যবহার করা হয়? স্পাইনাল মাস্কুলার এট্রফি (এটি একটি বিরল ও জটিল স্নায়ু রোগ যা জন্মগতভাবে মানবদেহে থাকে)।

♦ কোন প্রযু্ক্তির মাধ্যমে গ্রীষ্মকালীন সবজি শীতকালে এবং শীতকালীন সবজি গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে? পলিনেট হাউজ।

২৭ অক্টোবর, ২০২২

♦ পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নাম কী? কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (KNF)।

♦ পায়রা সমুদ্রবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে? ১৩ আগস্ট ২০১৬।

২৮ অক্টোবর, ২০২২

♦ সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কখন? ১৮৫৭ সালে।

♦ বাহাদুর শাহ পার্কের পূর্বনাম কী? ভিক্টোরিয়া পার্ক।

♦ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জন্মগ্রহণ করেন কোথায়? ঝিনাইদহ জেলায় (মৃত্যু ২৮ অক্টোবর ১৯৭১)।

২৯ অক্টোবর,২০২২

♦ পটুয়াখালীর রাঙ্গাবালীতে কোন নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করে? রাখাইন।

♦ ‘ভেনামি’ কীসের জাত? চিংড়ি।

♦ গাজনার বিল কোথায় অবস্থিত? সুজানগর, পাবনা।

♦ ‘রাখাইন’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? পালি শব্দ ‘রক্ষা’ থেকে।

৩০ অক্টোবর,২০২২

♦ ‘বড়বড়িয়া বিল কোথায় অবস্থিত? নান্দাইল, ময়মনসিংহ।

♦ দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবন।

♦ ঐতিহাসিক রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় কত সালে? ১৯৪৯ সালে ২৩ জুন।

♦ নগর ভবনে অবস্থিত ‘ঢাকা নগর জাদুঘর’ কোথায় স্থানান্তরিত হচ্ছে? রোজ গার্ডেন।

৩১ অক্টোবর,২০২২

♦ বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত? কলকাতা।

♦ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে? ২৮ (২) নং অনুচ্ছেদ।

♦ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ।

♦ বঙ্গবন্ধু কলকাতার বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? ২৪ নম্বর।

 

আলোচিত বাংলাদেশ

মহাপরিচালক

• প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI): মেজর জেনারেল হামিদুল হক; নিয়োগ ২৬ অক্টোবর, ২০২২।

• বাংলাদেশ শিশু একাডেমি: আনজীর লিটন; নিয়োগ ১৮ অক্টোবর, ২০২২।

• বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর: মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার; নিয়োগ ২৪ অক্টোবর, ২০২২।

• বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI): আবদুস সাত্তার; নিয়োগ ৪ অক্টোবর, ২০২২।

• খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো: মো. আব্দুল মান্নান; নিয়োগ ৪ অক্টোবর, ২০২২।

• মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর: এ কে এম মাসুদুজ্জামান; নিয়োগ ৪ অক্টোবর, ২০২২।

• পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিট: ডা: মো. সারোয়ার বারী; নিয়োগ ৪ অক্টোবর, ২০২২ ।

• শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট: আবু তাহের মো. মাসুদ রানা; নিয়োগ ৪ অক্টোবর, ২০২২।

• পাট অধিদপ্তর: ড. সেলিনা আক্তার; নিয়োগ ৪ অক্টোবর, ২০২২।

রূপপুরে দ্বিতীয় পরমাণু চুল্লি

১৯ অক্টোবর, ২০২২ পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি (রিঅ্যাক্টর প্রেসার ভেসেল) স্থাপনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র দুটি ইউনিটে বিভক্ত। ১০ অক্টোবর, ২০২১ প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করা হয়। পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল মূলত, একটি বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড। এটি প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। ২ অক্টোবর, ২০১৪ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১,১৩,০০০ কোটি টাকার বৃহৎ এ বিদ্যুৎ প্রকল্পে ৯০% অর্থায়ন করছে রাশিয়া।

• ২০২৩ সালের ডিসেম্বরে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এবং ২০২৪ সালের শেষের দিকে দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে।

• বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প।

• রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা আণবিক শক্তি কর্পোরেশনের (Rosatom) সহযোগিতায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে।

• প্রকল্পটি চালু হলে ৬০ বছর পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে। প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক (থ্রি প্লাস জেনারেশন) ভিভিইআর-১২০০ প্রযুক্তি ব্যবহার করা হয়।

সরকারি বন্ডের লেনদেন শুরু

১০ অক্টোবর, ২০২২ শেয়ারবাজারে প্রথমবারের মতো সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১,০০০ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১,০০০ বন্ডের লেনদেন হয়। এসব বন্ডের লেনদেন করে সিটি ব্রোকারেজ ও লঙ্কাবাংলা সিকিউরিটিজ। এর মাধ্যমে শেয়ারবাজারে বন্ডের লেনদেনের ইতিহাসে নাম লেখায় এ দুটি ব্রোকারেজ হাউস। সিটি ব্রোকারেজ শুধু ঢাকার বাজারে লেনদেন করে। সিটি ব্রোকারেজ এককভাবে একটি বন্ডের ১০,০০০ ইউনিটের কেনাবেচা করে। এসব বন্ড বিক্রি করে সিটি ব্যাংক। আর ক্রয় করে সিটি ব্যাংকেরই সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্যাংক ক্যাপিটালের একজন করপোরেট গ্রাহক। সিটি ব্যাংকের কাছ থেকে যে বন্ড ক্রয় করে, সেটি ১৫ বছর মেয়াদি। বন্ডটির কুপন বা সুদহার ৫.৬৫%। অন্যদিকে লঙ্কাবাংলা সিকিউরিটিজ দুই স্টক এক্সচেঞ্জে ২,০০০ ইউনিটের লেনদেন করে। এসব বন্ড বিক্রি করেছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। আর ক্রয় করে লঙ্কাবাংলা সিকিউরিটিজ। এ বন্ড পাঁচ বছর মেয়াদি এবং সুদহার ৮.৮৬%। বন্ড বাজারকে জনপ্রিয় করতে শেয়ারবাজারে বন্ডের লেনদেন চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)। তারই অংশ হিসেবে শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারে বন্ডের পরীক্ষামূলক লেনদেন চালু করা হয়।

ব্রুনাই এর সুলতান বাংলাদেশে

১৫-১৭ অক্টোবর, ২০২২ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে প্রথমবারের মতো ঢাকায় আসেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দিন ওয়াদ্দৌলাহ। এটি ছিল ব্রুনাইয়ের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে প্রথম সফর। উল্লেখ্য, ২১-২৩ এপ্রিল ২০১৯ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রুনাই দারুস সালাম সফর করেন।

চুক্তি ও সমঝোতা স্মারক: ১৬ অক্টোবর, ২০২২ দুই দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। তা হলো- চুক্তি ▶ বিমান পরিষেবা সংক্রান্ত।

• সমঝোতা স্মারক ▶ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও নিয়োগ, এলএনজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সহযোগিতা এবং সমুদ্রযাত্রীদের জন্য প্রশিক্ষণ, সার্টিফিকেশন ও পর্যবেক্ষণের মানসম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনের বিধানের অধীনে জারি করা সনদের স্বীকৃতি।

গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব

১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে চালানো গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি প্রস্তাব আনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। দেশটির দুই আইনপ্রণেতা এ প্রস্তাব আনেন । এ প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। ১৫ অক্টোবর, ২০২২ কংগ্রেসম্যান রো খান্না এবং কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট নিম্নকক্ষে প্রস্তাবটি তোলেন। প্রস্তাবে গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়। এ গণহত্যার স্বীকৃতি ঐতিহাসিক রেকর্ডকে সমৃদ্ধ করবে।

রপ্তানিতে যুক্ত হলো নতুন দুই পণ্য

দেশে রপ্তানির তালিকায় নতুন দুটি পণ্য যোগ হয়েছে। দুটিই প্লাস্টিকশিল্পের কাঁচামাল-পেট রেজিন ও পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড)। বাংলাদেশ এ দুটি পণ্যে এত দিন ছিল শতভাগ আমদানি নির্ভর। দেশের রপ্তানি পণ্যের তালিকায় এ দুটি পণ্য যোগ হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯। দেশ থেকে ইতোমধ্যে রেজিন ও পিভিসি রপ্তানি শুরু করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সহযোগী প্রতিষ্ঠান মেঘনা পিভিসি লিমিটেড।

পিভিসি: পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি দিয়ে প্লাস্টিকের পাইপ, দরজা, গ্লাভস, খেলনা, জুতা, কৃত্রিম চামড়া, ঘরের মেঝের উপকরণ, গাড়ির নানা উপকরণ ও গৃহস্থালিতে ব্যবহৃত প্লাস্টিকের নানা পণ্য তৈরি হয়।

পেট রেজিন: মূলত বিশুদ্ধ পানির বোতল ও পানীয়ের বোতল, খাদ্যপণ্য প্যাকেজিংয়ের পণ্য তৈরিতে রেজিন ব্যবহৃত হয়।

২৯ প্রতিষ্ঠান তথ্য পরিকাঠামো ঘোষণা

২১ সেপ্টেম্বর, ২০২২ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ১৫ অনুসারে, সরকার ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructure-CII) ঘোষণা করে। ২ অক্টোবর, ২০২২ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ গেজেট আকারে প্রকাশ করে। ২৯টি প্রতিষ্ঠান হলো- রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ ব্যাংক  জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড সেতু বিভাগ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জাতীয় ডেটা সেন্টার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়  সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট  সোনালী ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড রূপালী ব্যাংক লিমিটেড  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  ইমিগ্রেশন, বাংলাদেশ পুলিশ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড  সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিভিল এভিয়েশন অথোরিটি বাংলাদেশ  রেজিস্ট্রার জেনারেল কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন  ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশ করলে সাত বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। বেআইনিভাবে প্রবেশ করে ক্ষতিসাধন বা ক্ষতির চেষ্টা করলে ১৪ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই দেওয়া যাবে ।

দেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা

দেশে লো-কার্বন প্রযুক্তি খুঁজে বের করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘদিন ধরে কাজ করছে খ্রিস্টিান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (CCDB) নামে একটি প্রতিষ্ঠান। ২০১৬ সালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নে ১৭১ বিঘার ওপর দেশের প্রথম ক্লাইমেট সেন্টার স্থাপনের প্রক্রিয়া শুরু করে প্রতিষ্ঠানটি। ১ অক্টোবর, ২০২২ খুলে দেওয়া হয় সিসিডিবি ক্লাইমেট সেন্টারের দ্বার। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতীয় অভিযোজন পরিকল্পনা, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন এবং লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি উন্নয়নে অবদান রাখবে।

UNHRC’র সদস্য

১১ অক্টোবর, ২০২২ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (UNHRC) তিন বছর মেয়াদে ১৪টি শূন্য পদে সাধারণ পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। অঞ্চলভিত্তিতে ভাগ করা এশিয়া ও প্রশান্ত-মহাসাগরীয় এলাকার চারটি পদে নির্বাচিত দেশ হলো- বাংলাদেশ (১৬০ ভোট), মালদ্বীপ (১৫৪ ভোট), ভিয়েতনাম (১৪৫ ভোট) ও কিরগিজস্তান (১২৬ ভোট)। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৮৯ দেশ ভোট দেয়। নতুন সদস্য হিসেবে নির্বাচিত অন্য দেশগুলো হলো- চিলি, আলজেরিয়া, বেলজিয়াম, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা ও সুদান। নির্বাচিত এসব দেশ ২০২৩-২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। ৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার কাউন্সিলে এটা বাংলাদেশের পঞ্চম মেয়াদে জয়। এর আগে বাংলাদেশ ২০০৬-২০০৯, ২০১০-২০১২, ২০১৫-২০১৭ ও ২০১৯-২০২১ মেয়াদেও মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়।

ISA’র সহসভাপতি

১৭-২০ অক্টোবর, ২০২২ ভারতের নয়াদিল্লিতে আন্তর্জাতিক সৌর জোটের (ISA) পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর, ২০২২ সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ সহসভাপতি নির্বাচিত হয়। এ ছাড়া এ জোটে সভাপতি নির্বাচিত হয় ভারত ও সহসভাপতি নির্বাচিত হয় ফ্রান্স। উল্লেখ্য, আন্তর্জাতিক সৌর জোট ১০০ সদস্য দেশ ও চুক্তিবদ্ধ দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে নতুন প্রযুক্তি

১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরপরই ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপন হয়। তবে ২০০৮ সালে এই সেতুতে ফাটল দেখা দেওয়ায় সরকার যমুনা নদীর ওপর আলাদা একটি রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয়। ৫০টি পিলারের মধ্যে ১০টির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। দেশের দীর্ঘতম এ রেলসেতু নির্মাণে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে লোহা আর কংক্রিটের সমন্বয়ে ব্যবহার করা হয় নতুন কৌশল। এই নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে সেতুর কাঠামোতে আলাদাভাবে রং করার প্রয়োজন হবে না। বরং আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই বদলে যাবে গার্ডারের রং। এই প্রক্রিয়ায় সেতুটি বেশ টেকসইও হবে এবং আগামী ১০০ বছরেও সেতুর কাঠামোয় কোনো মরিচা পড়বে না।

স্প্যান

পিলার নং

বসানোর তারিখ

প্রথম

৪৭ ও ৪৮

১৯ সেপ্টেম্বর, ২০২২

দ্বিতীয়

৪৫ ও ৪৬

১৬ অক্টোবর, ২০২২

• Fact File > নাম: বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু

• সংযুক্ত জেলা: সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা

• নদী: যমুনা নদীর ওপর নির্মিত

ভিত্তিপ্রস্তর স্থাপন: ২৯ নভেম্বর, ২০২০

দৈর্ঘ্য: ৪.৮ কি.মি.

পিলার: ৫০টি

নির্মাণ ব্যয়: ১৬,৭৮১ কোটি টাকা

• অর্থায়ন: জাপান ও বাংলাদেশ সরকার

• প্রকল্প বাস্তবায়ন: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)

• নির্মাতা প্রতিষ্ঠান: আইএইচআই, এসএমসিসি, ওবায়শি করপোরেশন, জেএফই এবং টিওএ করপোরেশন

• উপাদান: সম্পূর্ণ ইস্পাত নির্মিত

• ধরন: ডুয়েল গেজ ডাবল-ট্র্যাক রেলপথ (২ লেন)

• প্রকল্পের মেয়াদ: ২০২৫ সালের ডিসেম্বর

• স্থায়িত্ব: ১০০ বছর

• রক্ষণাবেক্ষণ: বাংলাদেশ রেলওয়ে।

পাতাল রেলের যুগে দেশ

 “বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল” এই স্লোগানে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পের ভৌত কাজ শুরু হয়। ২৩ অক্টোবর ২০২২ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নির্মাণ তদারকি পরামর্শদাতা হিসেবে নিপ্পন কোই কোম্পানি লিমিটেডের (জাপান-জেভি) সঙ্গে চুক্তি করে। এই সেবার জন্য জাপানি প্রতিষ্ঠানটি পাবে ১,৫১৭.২৪ কোটি টাকা। যানজট ও দূষণ নিরসনে রাজধানী ও সংলগ্ন এলাকায় নির্মিতব্য ৬টি লাইনের মধ্যে দ্বিতীয়টি এমআরটি-১। এর ফলে কমলাপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ২৪ মিনিট।

MRT-1 > প্রকল্পের নাম: ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন-১ (MRT-1)। পরামর্শদাতা প্রতিষ্ঠান: নিপ্পন কোই কোম্পানি লিমিটেড (জাপান-জেভি)। রক্ষণাবেক্ষণকারী: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি.। মোট ব্যয়: ৫২,৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। মেয়াদকাল: ডিসেম্বর ২০২২- ডিসেম্বর ২০২৬। দৈর্ঘ্য: ৩১.২৪ কিমি.। রুট: ২টি- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দর রুট) এবং নতুনবাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট) । স্টেশন: বিমানবন্দর রুটে ১২টি এবং পূর্বাচল রুটে ৯টি।

Leave a Reply